একা একা তাজিংডং জয় করতে বের হলাম । Tajingdong Expedition । Bandarban Extreme । Episode 1 । Tiham

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • একা একা তাজিংডং জয় করতে বের হলাম । Tajingdong Expedition । Bandarban Extreme । Episode 1 । Tiham
    ঘুরি-ফিরির নতুন অভিযানে আপনাদের আবারো নিয়ে যাচ্ছি বান্দরবান..এবারের মিশন, সরকারি কাগজ-কলমে দেশের সর্বোচ্চ চূঁড়া তাজিংডং জয় করা...
    বান্দরবানের ভেতরে আসলে ট্রেকিং রুটের কোনো শেষ নেই..পাহাড়ে তো আপনাদের অনেকবারই নিয়ে গিয়েছি!! তবে এবারের ভ্রমণটা হবে একেবারেই আলাদা!!! কারণ এবার আমি বান্দরবানের গহীনে যাচ্ছি সম্পূর্ণ একা একা..!!!
    Life begins at the end of your comfort zone...
    আমাদের এবারের অভিযানের মূল গন্তব্য তাজিংডং হলেও শুধু তাজিংডং সামিট করাই আমাদের এবারের ভ্রমণের একমাত্র উদ্দেশ্য নয়...
    এবার আমরা বান্দরবানের গহীনে যাচ্ছি পাহাড়িদের জীবন খুব কাছ থেকে দেখতে, তাদের সাথে চলতে, মিশতে, পাহাড়ি বন্ধুর নিমন্ত্রণে তাদের পাড়ায় একটা বড় ধর্মীয় অনুষ্ঠান নিজে চোখে দেখতে...মোট কথা, একটু অন্যভাবে অন্য ভাষায় পাহাড়ের ডাক শুনতে, নিজের অনুভবে মাখতে...
    আজকের ভ্রমণের একেবারে শেষ পর্যায়ে শ্বাসরুদ্ধকর এক বাইক রাইড শেষে আমরা পৌঁছেছি প্রাতাপাড়ায়..প্রাতাপাড়ায় আমার এই ট্যুরের গাইড সুমনের বাড়িতে পৌঁছাতেই আমার অভ্যর্থনা হলো চায়ের মাধ্যমে..হা হা হা..বান্দরবানের এতো গহীনে এমন আপ্যায়নে মুগ্ধ হয়েছিলাম বটে...
    প্রয়োজনীয় তথ্য -
    সুমন - ০১৫৫৯৪৪৯০৬৪
    আমাদের সাথে ট্যুরে যেতে চাইলে নিচের লিঙ্ক থেকে আমাদের পেজে যুক্ত হয়ে নিন -
    bit.ly/2ZfaZZ6
    ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে নিচের লিঙ্ক থেকে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন -
    / traveltubers
    You can Follow me on-
    Facebook : / tiham.nawar
    Instagram : / tiham_ahnaf
    Dedicated WhatsApp Number : 01882379272
    Voice-Over : Abdullah Al Jubair
    Facebook : / jubair.bogra.sh11
    Esa Siddique Apurbo : / esa369
    Thank you for watching the video and please feel free to leave a comment, suggestion or critique in the comment section below!
    Please make sure to Subscribe, it's the best way to keep my videos in your feed and give me a thumbs up too if you liked this content..You could also share the video too if you liked it, that would be awesome...
    Music used from -
    Audio Library - Music for content creators
    / @audiolibrary_
    Audio Library Plus - Official Releases
    / @audiolibraryplus
    Free To Use Music
    / @freetousemusic
    Scott Buckley
    / @scottbuckley

Комментарии • 536

  • @TihamTraveler
    @TihamTraveler  4 года назад +10

    ঘুরি-ফিরির বিভিন্ন আপডেট পেতে ও আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে নিচের লিঙ্ক থেকে আমাদের পেজে যুক্ত হয়ে নিন -
    bit.ly/2ZfaZZ6
    ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে নিচের লিঙ্ক থেকে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন -
    facebook.com/groups/TravelTubers/

    • @Samurai-il4qg
      @Samurai-il4qg 3 года назад

      1.38 2.07

    • @minformationcenter9351
      @minformationcenter9351 2 года назад

      আসালমু আলাইকুম ভাই । BACKGROUND এর মিউজিক গুলা কেটে দিন । ইসলাম ধমে মিউজিক শোনা হারাম । দলিল সুরা লোকমান আয়াত ৬ । ভাই আপনার ভালো ভিডিও দেখতে গিয়ে গুনাহ বা পাপ করতে চাই নাহ । আল্লাহ আপনার প্রতি রহম করুন ।

  • @TihamTraveler
    @TihamTraveler  4 года назад +107

    এই ভিডিওটি বাংলাদেশে করোনা পরিস্থিতির অবনতির অনেক আগে ধারণ করা...
    এই মহামারীর সময়ে সর্বপ্রকার ভ্রমণ থেকে বিরত থাকুন..আল্লাহকে স্মরণ করুন...
    ••• করোনা (COVID-19) ভাইরাস থেকে সতর্ক থাকতে যা করণীয় -
    • সবসময় হাত পরিষ্কার রাখুন..সাবান দিয়ে অন্ততপক্ষে ২০ সেকেন্ড যাবত হাত ধুতে হবে...
    • সাবান না থাকলে হেক্সিসল ব্যবহার করুন..হেক্সিসল না থাকলে হ্যান্ড সেনিটাইজার ব্যবহার করুন...
    • আক্রান্ত ব্যক্তি থেকে দূরে থাকুন..যতটুকু সম্ভব ভীড় এড়িয়ে চলুন...
    • বাজারে কিছু স্পর্শ করা থেকে বিরত থাকুন, করলে হাত সাবান দিয়ে ধুয়ে নিন...
    • টাকা গোনা ও লেনদেনের পর হাত সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন...
    • ওভার ব্রিজ ও সিড়ির রেলিং ধরে ওঠা থেকে বিরত থাকুন...
    পাবলিক প্লেসে দরজার হাতল, পানির কল স্পর্শ করতে টিস্যু ব্যবহার করুন...
    • হাত মেলানো ও কোলাকুলি থেকে বিরত থাকুন...
    • নাক, মুখ ও চোখ চুলকানো থেকে বিরত থাকুন...
    • হাঁচি কাশির সময় কনুই ব্যবহার করুন...
    • আপনি যদি করোনা ভাইরাসে আক্রান্ত না হয়ে থাকেন তবে মাস্ক ব্যবহার আবশ্যক নয়..তবে আক্রান্ত হলে সংক্রমণ না ছড়াতে নিজে মাস্ক ব্যবহার করুন...

    • @sajibsaha4130
      @sajibsaha4130 4 года назад

      Ei vdo er 2nd porbo koi?

    • @kin630
      @kin630 4 года назад

      good post

    • @irfanmuntasir7877
      @irfanmuntasir7877 4 года назад

      Ashbe khub shighro e
      Editing choltese may be
      Asha kora jay after 2_3 diner moddhe

    • @mohammedshahedul4116
      @mohammedshahedul4116 4 года назад

      আপনার নাম্বার টা দেন

    • @mohammedshahedul4116
      @mohammedshahedul4116 4 года назад

      আপনার নাম্বার টা দেন

  • @nishat3428
    @nishat3428 4 года назад +26

    এতোবার গিয়েছি তবুও যেন মন ভরে না,এ পথের মায়া আজও কাটেনি😥

  • @jihanahmed94
    @jihanahmed94 4 года назад +5

    আপনার মুল্যমান ভিডিও দেখে আমরা অনেক জায়গা বেড়াতে গিয়েছিলাম ও সহজে সহজে অনেক জায়গা চিন্তে পেরেচি
    আপনাকে অনেক ধন্যবাদ ভাই

  • @filings1591
    @filings1591 7 месяцев назад +1

    আমাদের বাংলাদেশে এতো সুন্দর পাহাড়ি জায়গা 😮 আসলেই অবিশ্বাস্য

  • @muradekramulhaque6610
    @muradekramulhaque6610 4 года назад +62

    আমরা গিয়েছিলাম অনেক আগে, ২০০৪ সনে, রোজা ইদের পরের দিন সম্ভবত নভেম্বর মাসের ১৭ তারিখ, সন্ধায় যখন বলিপাড়া গেলাম ( সেটাই তখন শেষ স্টেশন ছিল) তখন দেখলাম সবাই পানিতে নেমে থানছির দিকে রওয়ানা করল। আমরা বোকার মত দাযিয়ে থাকলাম যখন শুনলাম আজ এভাবেই যেতে হবে, ইদের পরের দিন তাই কোন নৈাকা নেই, নৈাকায় কমপক্ষে ১ ঘন্টার পথ, এমন সময় একজন মুরুব্বি এসে জিজ্ঞেস করল কোথায় যাব, সব শুনে বলল আমার পিছনে পিছনে আসেন। অনেক বয়স্ক মুরুব্বি কিন্তু তার সাথে কোন মতেই হেটে পারছিলাম না, নদির পাড় ধরে হেটে হেটে , একসময় পানিতে নেমে নদি পাড় হতে হল, কিছুই করার নেই, অপরিচিত একজন এর উপর বিশ্বাস রাথা ছাড়া। অবশেষে থানছি গেলাম রাতে। তখন কোন গাইড ই তাজিংডং চিনে না। যখন বললাম বাংলাদেশের সবচেয়ে উচু পাহার এটি, তারাও আশ্চয হয়ে গেল। অবশেষে বয়স্ক দোকানদার থেকে আলাপ করার পর তারা একজন গাইড দিল নাম শামসু।বিজিবি অনুমতি দেয় নি, নিজেরাই গাইডের সাহায্যে লুকিয়ে গিয়েছিলাম। সে এক কঠিন অভিজ্ঞতা। সকালে হেটে রওয়ানা বোর্ডিং পাড়া , শেরখত পাড়া হয়ে পৌছালাম রাত এর বেলায়, গাইড ও ঠিক মত চিনতে পারে নাই তাই কোথায় ঝিরি কোথায় খাবারের ব্যাবস্থা কোন ধারনাই তার ছিল না। তাই সারাদিন না খাওয়া। অবশেষে তাজিংডং এর ঠিক নিচেই ছোট একটি পাড়া আছে সেখানে রাতে অবস্থান করলাম সম্ভবত তার নাম ছিল কারবারি লালাবম, সেখানে একটি দোকান ছিল , দোকানে আমরা একটি মাত্র গ্লোকজ বিস্কিট পেলাম। কেউক্রাডাং এর মত কোন পেপে বা কলাও পাওয়া যাযনি। রাতে আমরা রান্না করে খেয়েছিলাম। সেখানে কোন পানির ব্যাবস্থাও ছিল না , পানির ঝিরিতে গেলে কমপক্ষে ২০/২৫ মিনিট নিচে নামতে হবে। তাই বিকেলের অজু দিয়েই কস্ট করে এশার নামাজ পরেছিলাম।
    এখন এই ভিডিও তে যে রাস্তা দেখলাম তা তখন কল্পনাও করতে পারিনি।

    • @TihamTraveler
      @TihamTraveler  4 года назад +6

      অভিজ্ঞতা বর্ণনার জন্য ধন্যবাদ...

    • @irfanlabib5737
      @irfanlabib5737 4 года назад +4

      Travller kokhono e tar travelling er oviggota share na kore thakte pare na
      Thanks for Sharing

    • @shadamegh1335
      @shadamegh1335 4 года назад

      @@bangladeshyoutube9226 u r a stupid.

    • @tahidtanzim623
      @tahidtanzim623 Год назад

      ধন্যবাদ ভাই, শেয়ার করার জন্য

  • @Rana-bj9ou
    @Rana-bj9ou 4 года назад +21

    জীবনে অনেক ইচ্ছে আছে যাওয়ার আল্লাহ যদি নসিবে রাখে হে আল্লাহ তুমি সবাইকে করোনা ভাইরাস থেকে হেফাজত করো আমিন

  • @saifkhandoker8828
    @saifkhandoker8828 4 года назад +6

    যাযাকাল্লাহু খাইরান" তিহাম ভাই…

  • @titas8764
    @titas8764 4 года назад +2

    খুব ভাল হয়েছে ভিডিওটি। ঠিক যেন টেলিভিশন চ্যানেলে প্রচারের উপযোগী প্রামাণ্যচিত্রের মত গোছানো।

  • @probsh0044
    @probsh0044 4 года назад +8

    আপনাদের টুর ট্রাভেল গুলো প্রতিটা দেখার চেষ্টা করি,আর খুব ইপোভোগ করি,আর কখনো যদি সম্ভব হয়,যাওয়ার চেষ্টা করবো

  • @al-emran4621
    @al-emran4621 2 года назад +1

    দুর্গম রাস্তা!ধন্যবাদ ভাই, এরকম অসাধারণ ভিডিও তৈরি করার জন্য।

  • @mdraihanmoddi9464
    @mdraihanmoddi9464 4 года назад +3

    ভাই এর ভিডিও গুলো অনেক সুন্দর অনেক অনেক ধন্যবাদ আপনাকে

  • @ripponmazumder3087
    @ripponmazumder3087 4 года назад +1

    ভাই আপনার ভিডিওটা দেখে খুব ভালো লেগেছে আর এভাবে বাংলাদেশের সৌন্দর্য দেখানোর জন্য অনেক ধন্যবাদ আমি ইন্ডিয়া থেকে দেখছি

  • @sharifhossain5011
    @sharifhossain5011 4 года назад

    এতো শুন্দর আমার জন্মভূমি বাংলা মা, কবে যে আপনার সাথে যাবো!!!

  • @MostafizurRahmanShikder-nh9dk
    @MostafizurRahmanShikder-nh9dk Год назад

    অসাধারণ ভাই। আপবার ভিডিও টা খুব ভালো লাগছে ভাই। বাংলাদেশ যে আসলে কতটা সুন্দর সেটা আসলে না দেখলে বোঝাই যায় না। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার জন্য ধন্যবাদ। পার্বত্য চট্টগ্রাম যেনো বাংলাদেশের ভেতরে একখণ্ড নিউজিল্যান্ড।পার্বত্য চট্টগ্রাম আমাদের গর্ব। আমাদের অহংকার। ভাই আপনি খুব সহজেই যেকোনো জায়গায় প্রকৃতির সঙ্গ মিশে যেতে পারেন। আপনার ভিডিও আমার অনেক ভালো লাগছে। আপনি একদিন অনেক বড়ো youtubers হতে পারবেন।

  • @mohinaim5292
    @mohinaim5292 3 года назад

    হৃদয়ের গহীন থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের প্রিয় রূপসী সোনার বাংলাদেশের পাহাড়ি সবুজের সমারোহ বিমোহিত মনোরম দৃষ্টিনান্দনিক দৃশ্য নিয়ে ভিডিও তৈরি করার জন্য। আমাদের দেশের সোনার ছেলে বীর সেনা বাহিনীর সাহসী বীরত্ব অসাধারণ, যার ফলে বিশ্বে জাতিসংঘ শান্তি মিশনে অনেক সুনাম অর্জন করেছেন। এখন আমাদের প্রিয় অকুতভয় সাহসী বীর সেনাবাহিনী আমাদের দেশের পার্বত্য চট্টগ্রামের ও বাংলাদেশের যে সব এলাকায় বিদেশি সন্ত্রাসী বাহিনী রা বাংলাদেশের স্বারভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করে দয়া করে বাংলাদেশ সরকার ঐ সব এলাকায় পুলিশ, বি জি বি, সেনা বাহিনী ক্যাম্প তৈরি করুন। বিদেশে গিয়ে জাতিসংঘের শান্তি নিরাপত্তা বাহিনীর হয়ে কাজ করার চেয়ে আমাদের প্রিয় মাতৃভূমি পার্বত্য চট্টগ্রামের অঞ্চল গুলো রক্ষা করা একান্ত দরকার। আমাদের প্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশ কে ভালোবাসুন, দেশের মানুষ কে ভালোবাসুন।💚💚❤️

  • @yasinkhan9285
    @yasinkhan9285 2 года назад

    কয়েক দিন যাবত ভাবছি কিভাবে গাইড ছাড়া একা একটু নিজের মত করে হাইকিং এ যাবো। এই ভিডিও টা খুঁজে পেয়ে অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। ধন্যবাদ।

  • @MDFORHAD-fh1bi
    @MDFORHAD-fh1bi 4 года назад +1

    Tiham ভাই আপনার বান্দরবন নিয়ে অনেক ভিডিও দেখেছি ভালো লেগেছে। বান্দরবন ভ্রমণ করেছি অনেক ভালো লেগেছে ভাই। আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা💟👌

  • @reefatsiddiqui7406
    @reefatsiddiqui7406 4 года назад +1

    শেষের দিকটা দারুণ এডভেঞ্চারাস লেগেছে।

  • @TravelerOfBangladesh
    @TravelerOfBangladesh 3 года назад

    ভিডিও টি অসাধারণ হয়েছে

  • @saherareza4382
    @saherareza4382 4 года назад

    Prestation khub valo hoiche.Next video r oppekkhai roilam ......

  • @SaifulSaiful-gh5dt
    @SaifulSaiful-gh5dt 4 года назад +1

    দারুণ হয়েছে ভিডিও টি ভাই। ধন্যবাদ আপনাকে।

  • @mdsaifullahislam110
    @mdsaifullahislam110 4 года назад +5

    সুবহানআল্লাহ, আলহামদুলিল্লাহ

  • @wifimistry9527
    @wifimistry9527 3 года назад

    ভিডিওটি খুব সুন্দর হয়েছেp

  • @Travel12
    @Travel12 4 года назад

    অসাধারণ, আমারো যাওয়ার ইচ্ছে আছে

    • @TihamTraveler
      @TihamTraveler  4 года назад

      করোনা ভালো হলে ঘুরে আসবেন...

  • @ShuvoTeachbd
    @ShuvoTeachbd 3 года назад +3

    “যে বিশ্বাস করতে পারে, সে অর্জন করতে পারে”
    - মহাজাতক

  • @rabiulmollick6265
    @rabiulmollick6265 3 года назад

    অপূর্ব সাড়া আপনারা ট্যুর যেন বেমানান, যেমনি তার ক্যামেরার পোসে তেমনি তার কথা ভঙ্গি তাই অপূর্ব ই প্রতিটি টুর এর অপার্ব যেন মুকুট মনি

  • @sayedalfesani3801
    @sayedalfesani3801 4 года назад +1

    *সব সময় ভাইয়ের ভিডিওর জন্য অপেক্ষা করি....আর অপেক্ষা শেষে খুব ভালো কিছু পেয়ে থাকি।*

  • @md.shakhawathossain260
    @md.shakhawathossain260 4 года назад +1

    আপনার উপস্থাপনা খুব লাগে। ২য় পর্ব দিলে খুশি হব।

  • @masroorkhan8378
    @masroorkhan8378 4 года назад

    MashaAllah buht khoob suondor tumar desh Allah khoob trrqi day.Iam pakistani.

  • @beautifulbdland
    @beautifulbdland 3 года назад

    ভাই আপনার ভিডিও গুলো ভালোই লাগে আমার।

  • @beutyakter181
    @beutyakter181 4 года назад

    ভাইয়া আমি ২০১৫ তে গিয়েছিলাম, রাস্তাগুলো আগের মতোই আছে।
    মনে পরে গেলো ভাইয়া!

  • @monjoorislamraj
    @monjoorislamraj 4 года назад +1

    আপনার ভিডিও গুলো অনেক ভালো লাগে ।বাসার সবাই কে নিয়ে দেখা হয়। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে আপনার সাথে ঘুরতে যাবে।

  • @beautifulbdland
    @beautifulbdland 3 года назад

    দারুন লাগে আপনার ভিডিও গুলো

  • @mdalaminhossin650
    @mdalaminhossin650 4 года назад

    মাশআল্লাহ অনেক সুন্দর আমাদের এই বাংলাদেশটা

  • @flyingseagull3688
    @flyingseagull3688 4 года назад +1

    আপনার নতুন ভিডিও এর জন্য অপেক্ষায় থাকি😍ভাইয়া ভিডিও দেখার আগেই লাইক এবং কমেন্ট করলাম

  • @muqtadir04
    @muqtadir04 4 года назад

    একদম একাই গিয়েছিলাম ২০০৯ সালে জাদিফাই পরযন্ত। পাসিং পাড়ায় রাত কাটিয়ে দিয়েছি । তারপর কোন বছর ২ ভাই কিডনাপ হলো আর যেতে পারিনি একা

  • @manobkumarroy5224
    @manobkumarroy5224 4 года назад

    Dada apnar sob video gula khub valo lage....apnara aro aro besi besi valo valo jaygagula choise kore youtube niye asle amara besi khusi hobo....thanks a lot....

  • @HabiburRahman-mn9ow
    @HabiburRahman-mn9ow 4 года назад

    ভাল লাগল । আমি আপনার অনেক গুলো পব দেখলাম । আপনার কাজ সুন্দর ।ধন্যবাদ ।

  • @ruhulguk5854
    @ruhulguk5854 3 года назад

    খুব ভালো লাগলো ভাই,,

  • @shinhamoni1530
    @shinhamoni1530 3 года назад

    পাহাড় পরিবেশ আমার অনেক ভালে

  • @mdalomgirhossain5183
    @mdalomgirhossain5183 4 года назад

    আপনার ভিডিও গুলো খুব ভালো লাগে

  • @MdKhan-gw8ld
    @MdKhan-gw8ld 4 года назад +1

    প্রথম পর্বে ভিডিওটা দেখে সত্যিই আমার কাছে খুবই ভালো লাগলো ভাইয়া খুব তাড়াতাড়ি দ্বিতীয় পর্বে ভিডিওটা আপলোড করেন দেখার অপেক্ষায় রইলাম #mojartravelking

  • @md.alamin63
    @md.alamin63 4 года назад

    Vaia apnr upostapona sotti osadaron,

  • @themaskaraltd9235
    @themaskaraltd9235 4 года назад +1

    তাজিংডং জায়গাটা খুবই ফাটাফাটি এবং আপনার ব্লগ গুলো সব সময় অনেক ভালো লাগে শেয়ার করার জন্য ধন্যবাদ

  • @shafiulalam1050
    @shafiulalam1050 3 года назад +1

    Nice view. Feeling enjoy from Germany. I saw these types of area in Pakistan (baluchistan) from the top of the aeroplane. I have a wish to travel. I had no idea about Bangladesh that has also some remote areas. Whatever Nice

  • @mgsarwar287
    @mgsarwar287 4 года назад

    খুবই চমৎকার দৃশ্য

  • @solotravelermahim
    @solotravelermahim 4 года назад +1

    khub darun ekta video.. 😊😊
    onnek onnek dhonnobad, etto shundor kore shob kichu bistarito dewar jonnoo. 😊

  • @sreekomol8285
    @sreekomol8285 2 года назад

    অসাধারণ

  • @saddamvai8249
    @saddamvai8249 3 года назад

    অনেক অনেক ধন্যবাদ বড় ভাই

  • @samsunnahar9634
    @samsunnahar9634 4 года назад

    Tiham vai sob theke sera

  • @rjraju1528
    @rjraju1528 4 года назад

    অনেক ভালো লাগল ব্লগটা...তিহাম ভাই....Thank you আপনাকে 💜💜💜

  • @mdhaniftraveler8493
    @mdhaniftraveler8493 4 года назад +1

    ইনশাআল্লাহ যাবো কোন একদিন বেচেঁ থাকলে।

  • @mnsadi3425
    @mnsadi3425 4 года назад +1

    পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম

  • @imamulmorsalin156
    @imamulmorsalin156 4 года назад +16

    ভাই এই মেয়েলি ব্যাকগ্রাউন্ড কথা ভালো লাগে না। দয়া করে আপনি নিজে ব্যকগ্রাউন্ড কথা বলবেন নাইলে এমনি মিউজিক ব্যবহার করবেন। দোয়া রইল..

    • @mdsahadathossain9559
      @mdsahadathossain9559 4 года назад +1

      এই একেই অভিযোগ আমি অনেক আগে অনেক বার করেছি, কিন্তু আমার কথার কোনো গুরুত্ব দেয়নি তাই আনসাবস্ক্রাইব করে দিছি।

    • @greenkingdom285
      @greenkingdom285 Год назад

      আসলেই হিজরা মার্কা কথার ধরন 😐

    • @MehediHasan-r4n5o
      @MehediHasan-r4n5o 10 месяцев назад

      😂😂😂

    • @mohammadiqbalhossain3248
      @mohammadiqbalhossain3248 8 месяцев назад

      🤣

  • @sujonmetei1728
    @sujonmetei1728 4 года назад

    Really nice video I likev it.

  • @minformationcenter9351
    @minformationcenter9351 2 года назад +2

    আসালমু আলাইকুম ভাই । BACKGROUND এর মিউজিক গুলা কেটে দিন । ইসলাম ধমে মিউজিক শোনা হারাম । দলিল সুরা লোকমান আয়াত ৬ । ভাই আপনার ভালো ভিডিও দেখতে গিয়ে গুনাহ বা পাপ করতে চাই নাহ । আল্লাহ আপনার প্রতি রহম করুন ।

  • @bangladeshtv5642
    @bangladeshtv5642 4 года назад

    nice.your all video writting-Natural beauty of Bangladesh.it devlov our country.many people in the world,know about bangladesh.

  • @ishrafulhaqueemon
    @ishrafulhaqueemon 2 года назад

    দারুন হইছে।

  • @meshtarua
    @meshtarua 4 года назад

    মেকিং কোয়ালিটি ইজ গুড।

  • @singer_ashim
    @singer_ashim 2 года назад

    অসাধারন সুন্দর একটি ভ্রমনের ব্লক। আমার ভ্রমনের ব্লকগুলি খুবই ভালো লাগে। আমি নিয়মিত আপনাদের ভিডিওগুলি দেখি। তবে ভাই আমাকেও একটুখানি সাপোর্ট করুন।

  • @MdFahim-vh2ig
    @MdFahim-vh2ig 2 года назад

    আমিও তাজিওডং জয় করব ইনশা আল্লাহ।

  • @goldeway9224
    @goldeway9224 4 года назад

    তিহাম ভাই আপনার সাথে অপুর্ব ভাইকে মিস করলাম

    • @esasirajiapurbo8852
      @esasirajiapurbo8852 4 года назад +1

      আমাদের প্রতি আপনার ভালোবাসা সত্যিই আমাদের মনকে ভরে দেয়। তিহাম ভাইয়ার সাথে যেদিন প্রথম দেখা হয়েছিলো, সেদিনকার ভিডিও এটা।

    • @goldeway9224
      @goldeway9224 4 года назад

      ও তাই নাকি? আসলে আপনাদের ২ জনকেই অনেক ভালো লাগে বিশেষ করে আপনার কথা বার্তার বাছন ভংগী আমার অনেক ভালো লাগে দোয়া করি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন প্রভাসে থেকে আমাদের ভিডিও গুলো দেখে টাইম পার হয়ে জায়

    • @esasirajiapurbo8852
      @esasirajiapurbo8852 4 года назад

      ​@@goldeway9224 আপনার জন্য দুআ রইলো

  • @bappyislam9666
    @bappyislam9666 4 года назад

    মহা সুন্দর দেখাচ্ছে

  • @tasvehaazimsaba7160
    @tasvehaazimsaba7160 4 года назад +1

    থিহাম ভাই,বাকিটা তাড়াতাড়ি দেন,,,অর্ধেক দেখে মন ভরে না‌‌‌‌‌‌‌>>>

  • @masudkanon3408
    @masudkanon3408 4 года назад

    ভয়ংকর সুন্দর প্রকৃতি

  • @sksinha8190
    @sksinha8190 4 года назад

    এক সময় এই রাস্তা টা অনেক সুন্দর হবে

  • @saifalislam4275
    @saifalislam4275 4 года назад +1

    সত্যি অসাধারন

  • @muntasirabid1320
    @muntasirabid1320 4 года назад

    Very romantic and Awesome place. Thanks for make this video. Best of luck 💝💝💝

  • @md.moinulislam9467
    @md.moinulislam9467 3 года назад

    MASHAALLAH khub valo

  • @FORHANUDDIN
    @FORHANUDDIN 4 года назад

    আমি গেছিলাম 2015 সালে আপনার ভিডিওটা দেখে স্মৃতিগগুলো মনে পরে গেল আবার যাব। বল্গ করতে #Forhan_uddin

  • @sumontravelar2891
    @sumontravelar2891 4 года назад

    আপনার নতুন ভিডিও এর জন্য অপেক্ষায় থাকি😍 আসা করি খুব তাড়াতড়িই এর পরের পর্ব গুলা দিবেন

  • @MdRakibulHasib
    @MdRakibulHasib 4 года назад

    রাস্তার অবস্থা দেখে মনে হচ্ছে খুবই প্রত্যন্ত অঞ্চল.... পরবর্তী সময়ে গেলে হয়তো এমন দৃশ্য নাও দেখতে পারেন তবে ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন যে রাস্তাটি তৈরি হওয়ার সময় আপনি গিয়েছেনণ... সাথে সাথে আমরা তা দেখে অনুভব করেছি... ভিডিওগুলি এমনভাবে উপস্থাপন করেছেন যে মনে হচ্ছে এই যে ঘুরে ফিরলাম... পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করছি...

  • @rokonsarker5703
    @rokonsarker5703 4 года назад +1

    পরবর্তী পর্ব তারাতারি আপলোড দেন। পরবর্তী পর্বের অপেক্ষায় আছি। ধন্যবাদ

  • @narayanchandra574
    @narayanchandra574 4 года назад

    Very nice

  • @mydrive8155
    @mydrive8155 4 года назад

    Apnar satha ghurta jaohar onak icha ki vaba jabo.

  • @shaonmonvlogs8095
    @shaonmonvlogs8095 4 года назад

    Video jnno w8 kri ।। taratari up dear jnno tnx vai 🖤🖤🙏🙏

  • @shshoron
    @shshoron 4 года назад

    অসাধারণ ভালো লাগলো।

  • @mdaminurrahman1154
    @mdaminurrahman1154 4 года назад

    ভাই আপনার ভিডিও অনেক ভাল লাগে i love you

  • @amilikawsar4187
    @amilikawsar4187 4 года назад

    অপূর্ব সুন্দর যায়গা

  • @BangaliBabuTravel
    @BangaliBabuTravel 4 года назад +5

    ট্রাভেলিং ডেট টা কবে ছিলো?
    আরেকটা বিষয়, আপনার আগের র-ব্লগ স্টাইলটাই আমার কাছে বেশি ভালো লাগতো। ব্যক্তিগত অভিমত দর্শক হিসেবে।

    • @TihamTraveler
      @TihamTraveler  4 года назад +1

      2019 সালের ট্যুর...

  • @sayidagrofisheries
    @sayidagrofisheries 4 года назад

    অপরিমেয় ভালোবাসা ও শ্রদ্ধা রইলো ভাইয়া

  • @mohammedbabulhossen5884
    @mohammedbabulhossen5884 4 года назад

    অনেক ধন্যবাদ ভাই আপনাকে

  • @smadiat4129
    @smadiat4129 4 года назад +2

    Happy to see. Tajingdong a first vlog👌

  • @electricalengineerriazul
    @electricalengineerriazul 3 года назад

    Esa Tumio to Vai ER shoot e chole aslaa... Valoi laglo... Dekhee...
    Also.. Thank you Tiham Vai k . Travel ER sob gulo video e dekhlamm... Sotti khub Valo lagloo 💖

  • @shuvashdas4040
    @shuvashdas4040 4 года назад

    great passion bhi...Almighty bless you

  • @alaminhossen5858
    @alaminhossen5858 4 года назад

    নাইচ ভিডিও

  • @somiulhasan9603
    @somiulhasan9603 4 года назад

    পেছনের জোভি গেস্ট হাউস এ আমরা গত বছর ছিলাম....😍

  • @TanvirAhmed-dm6tk
    @TanvirAhmed-dm6tk 3 года назад

    we some people are sorrounded by many deasese.we can't tracking.you guys are like our eyes.best of luck.

  • @syedmanoar
    @syedmanoar 4 года назад +7

    Next Video এর অপেক্ষায় রইলাম।🥰
    ভ্লগ গুলো দেখে অনুমান করাই যায় পাহাড়ে বিগত কয়েক বছরে নতুন নতুন রাস্তা অবকাঠামো নির্মাণ হচ্ছে।🥰 এগুলা কি সেনাবাহিনী তত্ত্বাবধানে হয়???

  • @travelsuperyoutubechannel9474
    @travelsuperyoutubechannel9474 Год назад

    সুন্দর

  • @mostafijurrahman668
    @mostafijurrahman668 4 года назад +1

    ভাই তাজিংডং এর পরবর্তী এপিসোড ভেবেছিলাম গত শুক্রবারে দিবেন
    বিকের এর পর থেকে রাত পর্যন্ত অধীর আগ্রহে ছিলাম
    ভাই আশা করি আজকে দিয়ে দিবেন
    ভালোবাসা রইলো ভাই
    Big fan❤

  • @bachelorpoint8859
    @bachelorpoint8859 3 года назад +1

    ভাই আমি আপনার সঙ্গে ঘুরতে যেতে চাই, আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবো

  • @beautifulbdland
    @beautifulbdland 4 года назад

    ওয়াও

  • @amritathakur2925
    @amritathakur2925 25 дней назад

    খুব ইচ্ছে যাওয়ার কিন্তু শারীরিক অসুস্থতা এবং ছুটি না থাকায় যেতে পারছি না

  • @animesh-jhulan
    @animesh-jhulan 4 года назад

    Khub valo laglo.

  • @jiaurkazi
    @jiaurkazi 4 года назад

    Beautifull bangladesh....i am pured

  • @JiShuvo-kl5br
    @JiShuvo-kl5br 2 года назад

    ইনশাআল্লাহ,,,

  • @md.hasannurrafibhuiyan6168
    @md.hasannurrafibhuiyan6168 4 года назад +5

    In a solo tour sometimes it's difficult to take decision as well as there was a security issue when you travel alone at night.so be careful about that But again there's a different feel in a solo tour.
    It's always nice to watch your travel videos.Travelling is my hobby too, wanna to join with you. Keep going & Best of luck bro ☺

    • @TihamTraveler
      @TihamTraveler  4 года назад +2

      সিকিউরিটি ইস্যুটাই মুখ্য...

    • @ranasheikh4149
      @ranasheikh4149 2 года назад

      Vaia gaid sumon er number ta den

  • @jisapan2360
    @jisapan2360 4 года назад

    সুমন এর সাথে দেখা হবে ইন শা আল্লাহ