চুকনগরে আব্বাস এর চুঁইঝাল মাটন | Abbas Mutton Khulna | Bangladesh 2022 last part

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 669

  • @md.masudulalam7879
    @md.masudulalam7879 Год назад +179

    চুইঝালের উতপত্তি খুলনায় এবং আব্বাসের খাসির মাংস শুধু খুলনা না পুরো বাংলাদেশে বিখ্যাত !! এখন ঢাকাতে অনেক চুইঝাল রেষ্টুরেন্ট হইছে কিন্তু তারা আব্বাসকেই কপি করতে চায় !! চুইঝাল গাছ পেচিয়ে পেচিয়ে (চুইয়ে চুইয়ে) লতাপাতা জাতীয় গাছ উপরে উঠে তাই চুই বলে কিন্তু ঝাল আসলে মরিচের মত না গরম মসলার মত !! বাংলাদেশে আবার আসবেন শিবাজি দা !! অনেক ধন্যবাদ ❤

    • @explorershibaji
      @explorershibaji  Год назад +27

      আপনাকেও ধন্যবাদ এই ইনফরমেটিভ কমেন্ট এর জন্য। ভালো থাকবেন।

    • @paulandpaul2524
      @paulandpaul2524 Год назад +4

      Thank you for the detailed information dada. Onek bhalo basa from Dakhineswar, Kolkata.

    • @niranjanhaldarveena
      @niranjanhaldarveena Год назад +3

      বাহ্, দারুণ ব্যাপার। অনেক ধন্যবাদ বিষয়টা বিশদ ভাবে জানানোর জন্য।

    • @snapped9089
      @snapped9089 Год назад +2

      aapni khide paiye dilen dilen dada ...... :)

    • @shabuddinshaheen5814
      @shabuddinshaheen5814 Год назад +12

      পূর্ব পঃ জার্মান,, ইউরোপীয় ইউনিয়নে কোনো বাধা নেই,,, সবাই যাতায়াত করতে পারে,,,দুই বাংলার মিলনমেলা যদি সম্ভব হতো?

  • @raihan6975
    @raihan6975 Год назад +29

    পশ্চিমবঙ্গের দাদারা এত তৃপ্তি নিয়ে খায়। মুখের এক্সপ্রেশন সাথে স্বাদের মুগ্ধতা সবই মোহনীয়। এভাবে প্রশংসা আমরা বাঙালিরা ও করতে পারি না। যে রান্না করেছে উনি ভিডিও টা দেখতে পেলে উনার যে কি আনন্দ হত!
    দাদাদের বাংলাদেশে স্বাগতম।

  • @santanudey9069
    @santanudey9069 Год назад +72

    তুমি ভারত থেকে বাংলাদেশে গিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গা কে যে ভাবে explore করলে ,আজ পর্যন্ত বাংলাদেশের কোনো ব্লগারও এত সুন্দর ভাবে বাংলাদেশে কে explore করেন নি, ভালো থেকো,

    • @chitramitra5001
      @chitramitra5001 Год назад

      Bhai amer to deshbari sall daorat

    • @chitramitra5001
      @chitramitra5001 Год назад

      Jekane kaon chal bikato
      Er
      Ghure eso kintu

    • @nazmusshaon
      @nazmusshaon Год назад

      Dada bole ki. Tumi bangali karo food vlog dakho nai. Tomar ei dada babur theke onek shundor food vloggers Bangladeshe ase go.

    • @dipta6391
      @dipta6391 11 месяцев назад

      Bangladesh e onek vlo food vloger ase

    • @delhk2443
      @delhk2443 3 месяца назад

      ভাল বলেছেন।

  • @kishorechaudhuri9180
    @kishorechaudhuri9180 Год назад +39

    বাংলাদেশ পর্ব শেষ হয়ে গেল,মনটাও খারাপ হয়ে গেল।প্রতিটি পর্বের সাথে নিজেকে relate করতে পারছিলাম। বোধহয় সাম্প্রতিক বাংলাদেশ ভ্রমণের কারণে, যদিও এত জায়গায় ঘোরা হয় নি। তবুও বাংলাদেশ তো।মা বাবার কাছে শৈশবে শোনা ঘটনা গুলো মনে পড়ে যখন বাংলা দেশ ছিল পূর্ব বঙ্গ বা পূর্ব পাকিস্তান ।বাংলাদেশের মানুষের ব্যবহার শিবাজী বাবুর যেমন অভিজ্ঞতা আমার ও তেমনই,অত্যন্ত আন্তরিক। জয় বাংলা।

  • @budhadityadasbabu9711
    @budhadityadasbabu9711 Год назад +32

    আপনারা খেয়ে আর আমি দেখেই চুইঝাল মাটনের ভক্ত হয়ে গেলাম। খুব সুন্দর লাগলো। ভালো থাকবেন দাদারা ❤️🙏

  • @kamranhafiz1776
    @kamranhafiz1776 Год назад +2

    আসলেই ঠিক বলেছেন দাদা।
    এরকম কিছু কিছু বিষয়ে আসলেই পাসপোর্ট+ভিসার বেড়াজাল খুলে দেওয়া উচিত। যেমন আব্বাসের হোটেলের চুইঝাল মাংস, বা "কোলকাতার ভাড়ের চা", এসব জিনিস সত্যিই এক অন্যরকম আবেগ+ভালোবাসার নাম।
    এসবের ক্ষেত্রে আসলেই পাসপোর্ট+ভিসার বেড়াজাল না থাকলে কী যে ভালো হতো। ❤❤❤

  • @arindamdas2554
    @arindamdas2554 Год назад +61

    চুইঝাল আমাদের এখানেও পাওয়া যায়। আমাদের বাড়িতেই ছিল বহুদিন। বাবা লাগিয়ে ছিলেন। ফেলে আসা দেশের স্মৃতি জড়িয়ে থাকতে। গাছটা একবছর অতিবৃষ্টিতে মারা যায়। তখন অবশ্য বাবাও চলে গিয়েছেন। গন্ধটা সত্যিই অদ্ভুত সুন্দর।

    • @jikopal5079
      @jikopal5079 Год назад +3

      fele esechen keno???
      ese ki Korechen. kono vumika niyechen???

    • @liabilitygaming4843
      @liabilitygaming4843 Год назад +3

      @@jikopal5079 apnar bhumika ta ektu Janie din sokoler obogotir jonno!!

    • @Blue_sky683
      @Blue_sky683 Год назад

      @@jikopal5079 বসে বসে মার খাবে নাকি???

    • @saenterprise4757
      @saenterprise4757 Год назад +1

      Ami Barasat er kache Nilgonj Haat Theke kine ani .. 400 tk kg nei...

    • @liabilitygaming4843
      @liabilitygaming4843 Год назад +1

      @@saenterprise4757 400 taka kg kon part tar dam? I mean daal (branch), naki kando, naki gora?

  • @gopalkundu9900
    @gopalkundu9900 Год назад +13

    দারুণ অভিজ্ঞতা হলো আপনার ভিডিওটি দেখে। চুইঝাল এই প্রথম শুনলাম। শিবাজীদার খাবারের স্বাদের বর্ণনা দুর্ধর্ষ। এই জুটির জন্য শুভ কামনা রইল।

  • @md.abdulmotaleb3453
    @md.abdulmotaleb3453 Год назад +16

    দাদা বাংলাদেশ ও এদেশের খাবার আপনাদের পছন্দ উপাদেয় হয়েছে নিশ্চয় বাংলাদেশী হিসেবে গর্ব হচ্ছে। অভিনন্দন রইল আপনাদের উভয়ের জন্য।

  • @md.udyurrahman7391
    @md.udyurrahman7391 Год назад +22

    আমি বাংলাদেশ থেকে আমার পরিবার সহ প্রত্যেক পর্বই দেখি, প্রত্যেক পর্বই আমাদের খুবই ভালো লাগে দাদা।
    💕💕💕Best of Luck💕💕💕

  • @sarmisthabakshi377
    @sarmisthabakshi377 Год назад +6

    👌❤️❤️❤️ অপূর্ব লাগলো জিভে জল এসে গেলো । চুইঝালের নাম শুনেছি কিন্ত রান্নায় ব্যবহার এই প্রথম ছাক্ষুস অভিজ্ঞতা হলো । আপনাদের এই চমৎকার বিশদ বিবরণ সহ ঘোরার এবং খাওয়ার ব্লগ আরও অনেক সমৃদ্ধ হোক এই শুভেচ্ছা জানাই

  • @siddharthabose4668
    @siddharthabose4668 Год назад +16

    দাদা আপনাদের খাবারের সুন্দর বর্ননা দেখে আব্বাস সাহেবের মাংসের প্রেমে পড়ে গেলাম। আমাদের পূর্ব পুরুষের বাসস্থানে যদি কোনোদিন যেতে পারি তবে অবশ্যই আব্বাস সাহেবের রেস্টুরেন্টে যাব। অনেক ধন্যবাদ জানাই আপনাদের এই রকম একটা ভিডিও দেবার জন্য। আমার মায়ের বাসস্থান ছিলো খুবই যেতে ইচ্ছে করে কিন্তু যাওয়া হয়ে ওঠে না।🙏🙏

    • @saenterprise4757
      @saenterprise4757 Год назад +3

      ei rokom r o unique khabar ache.. ekbar asen... valo lagbe..

  • @mohd.fozlehrahman7422
    @mohd.fozlehrahman7422 Год назад +7

    আমাদের খুব পছন্দের খাবার। ধন্যবাদ আপনাকে এই খাবারটাকে তুলে ধরার জন্য। রসুনের স্বাদ কিন্তু অসাধারণ। আপনার খাওয়া দেখে মন চাইছে কালই চুকনগর যাই।

  • @soumimajumder6076
    @soumimajumder6076 Год назад +59

    বাংলাদেশ যেতে মন চায় বিশেষত তাদের খাওয়ার এর জন্য।♥️

    • @peachforeveryone
      @peachforeveryone Год назад +6

      যখন ইচ্ছে চলে আসুন ভাই।

    • @kamaluddinmahmudd.m.3228
      @kamaluddinmahmudd.m.3228 Год назад +1

      আমার তো আবার তোমাদের কষা মটন

    • @natureandfoodbd5798
      @natureandfoodbd5798 Год назад

      বাংলাদেশে ঘুরে যাবার আমন্ত্রণ রইলো ☺️

    • @soumimajumder6076
      @soumimajumder6076 Год назад +4

      অনেক ধন্যবাদ আপনাদের।। আমার প্রপিতামহ এর বাড়ি ছিল বাংলাদেশ। তাই ওদেশের সাথে আমার নাড়ির টান। অবশ্যই যাব কোনও একদিন। এমন মিষ্টি ভাষা আর আতিথেয়তা কি অগ্রাহ্য করা যায়।

    • @natureandfoodbd5798
      @natureandfoodbd5798 Год назад

      @@soumimajumder6076 ভালবাসা রইলো ☺️

  • @suinso7940
    @suinso7940 Год назад +9

    পৃথিবীর সব দুঃখ একদিকে আর মটনের পিস ঠিকঠাক না পাওয়ার দুঃখ একদিকে।
    পৃত্থীজিৎবাবুর জন‍্য একবুক সহমর্মিতা।

  • @barshankarmakar4342
    @barshankarmakar4342 Год назад +3

    সত্যি আপনার সমস্ত tour series গুলোর মধ্যে আপনার বাংলাদেশ series টা অনবদ্য ও একটি আলাদা জায়গা করে ধরে রাখবে। আমি শুরু থেকে সব কটা video খুব details এ দেখলাম, বাংলাদেশের এরাম tour video আমি এর আগে কোনোদিন দেখিনি, যদিও food blog অনেক দেখেছি। 😊💛👌🏽

  • @subhajitparia3251
    @subhajitparia3251 Год назад +18

    আপনার খাওয়া দেখে আমার মুখে জল চলে এল❤️🤤
    ভিডিও টা দারুন হয়েছে 👍👌

  • @jyotirmoyroy7041
    @jyotirmoyroy7041 Год назад +13

    যদি কখনো দিনাজপুর বাংলাদেশে আসেন তাহলে লক্ষ্মীতলার মান্নান হোটেল এর হাস এর মাংস টেস্ট করে যাবেন। পুরো দিনাজপুর জেলায় ব্যাপক ক্রেজ আছে এই হাস নিয়ে,অনেক ভ্লগ ও পেয়ে যাবেন।

  • @sourovchakma8574
    @sourovchakma8574 Год назад +10

    দাদা,,,আপনার বচন,উপস্থাপন আমার খুব ভালো লাগে,,,,প্রথম ভিডিও দেখেই সাবস্ক্রাইব করে নিই,,,আমি বাংলাদেশের রাঙ্গামাটি পার্বত্য জেলা থেকে চাকমা সম্প্রদায়,,,,এপার বাংলায় এলে রাঙ্গামাটি ঘুরে যাওয়ার নেমন্তন্ন রইল,,,নমস্কার দাদা

  • @GUULLIVER
    @GUULLIVER Год назад +8

    এরপর বাংলাদেশে আসলে দুইটি জায়গায় যাবেন - সুন্দরবন আর সিলেটে টাঙুয়ার হাওর। পরেরটায় যেতে হলে অবশ্য বর্ষার সময় আসতে হবে।

  • @sahelibagchi436
    @sahelibagchi436 Год назад +4

    ভীষণ ভালো লাগলো বাংলাদেশ পর্ব। এর পরের বার বাংলাদেশের ফরিদপুরের ওপর explore করলে খুব ভালো লাগবে। আমাদের পৈতৃক ভিটে ফরিদপুর। দাদুর কাছে অনেক গল্প শুনেছি এই জায়গার। খুব দেখতে ইচ্ছে করে।

  • @reyaanray7032
    @reyaanray7032 Год назад +5

    February te malaysia jacchilam, ebar dekhchi bangladesh ta agey jete hobe... Er kaaron ki janen shibaji da? Apnar osadharon vlogging er presentation.. amar mone hoi banglar onnotomo shera travel channel holo explorer shibaji .. obosshoyi songe prithwijit da. Awesome..

  • @shahriarsumon8029
    @shahriarsumon8029 Год назад +5

    যেকোনো কিছুর সাবলীল বর্ণনাই আপনাকে দুর্দান্ত লাগে।
    আরও এগিয়ে যান দাদা.........
    শুভ কামনা রইলো।
    মিলান,ইতালি থেকে

  • @dudettepanchi2168
    @dudettepanchi2168 Год назад +8

    আমার দিদার হাতের চুই ঝাল দিয়ে বানানো মাছ, মাংসের ঝোল এর কথা মনে পড়ছে... অসাধারণ টেস্ট... চুই এর.. ঠান্ডা লাগলে দিদা বলতো চুইঝাল খেলে সেরে যাবে। এখন অবশ্য কলকাতা এ rare পাওয়া যায়... দারুন আপনার ভিডিও টা ..

    • @sayeedrahman9540
      @sayeedrahman9540 Год назад

      আপনার দিদা নিশ্চয়ই খুলনা অঞ্চলের মেয়ে। ছোটবেলা থেকে এটাই শুনে আসছি এবং আমার পরবর্তী প্রজন্মকে এটাই বলবো যে ঠান্ডা, সর্দি লাগলে চুইঝাল খেলে সেরে যায়।

  • @saro8624
    @saro8624 Год назад +12

    তেলটার পরিমাণ একটু বেশি বলেই তো মাংসটা খেতে মজা হয়েছে। কারণ মাংস অনুযায়ী তেল ঢালতে হয় এই চুই ঝালের মাংসে না হয়তো মজা হয় না। আমার জন্ম কিন্তু খুলনায় কিন্তু সেটেল করেছি ঢাকা। আমি সুমন বলছি ঢাকা থেকে আপনার রেগুলার সাবস্ক্রাইবার সেই প্রথম দিকে থেকে।

  • @papiasamaddar6689
    @papiasamaddar6689 Год назад +4

    এই ঝাল আমি খেয়েছি আমার পিসিমা নিয়ে আসতেন। আসলে আমার বাবার বাড়ি যশোরে ছিল।এখন পিসিরা ওখানে থাকে। যশোর দেখার ইচ্ছা ছিল ।যাক খুব সুন্দর লেগেছে ভিডিও। ভালো থাকবেন।

  • @shyamalpaul4844
    @shyamalpaul4844 11 месяцев назад +2

    শিবাজী বাবু এবং পৃথ্বীশ বাবু আপনারা যে ভোজন রসিক তা অনেকগুলি নানান দেশের ভিডিওতেই প্রমাণিত সত্য 🎉 তবে বাংলাদেশের ইলিশের বাজার দেখে মন লোভী হয়ে উঠেছিল 🇮🇳❤️👍

  • @a.s.3344
    @a.s.3344 Год назад +6

    আমার পূর্বপুরুষ ওপার বাংলার , বাবা মা সবার বাড়ি যশোরে। আমার দিদার বাড়ি ছিল খুলনায় । দিদার কাছে শুনেছি চুই ঝালের কথা, দিদা রান্নায় দিতেন, তাই সেই সুবাদে আমি খেয়েছি চুইঝাল ,দিদা মাঝে মাঝে এখনও আবদার করেন চুই এর জন্য ,কলকাতার বাজারে কতটা পাওয়া যায় জানি না, তবে আমাদের এখানকার মফস্বল এর বাজারে পাওয়া যায় ।

  • @anitaroychowdhury2267
    @anitaroychowdhury2267 Год назад +2

    Asadharon laglo Bangladesh series.Sesh vedio ta jibe jol niye alo....bhalo thakben.

  • @monoranjanochakraborty8755
    @monoranjanochakraborty8755 Год назад +3

    আমি খুব শিগগিরই চুকনগর যাব চুই ঝালের মাৎস খেতে। শিবাজি, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

  • @anupbhattacharya8096
    @anupbhattacharya8096 Год назад +25

    Chuijhal is the new discovery....it is to be introduce in Kolkata.We are hopefully that our renowned restaurant thinks for the same.I believe that Shivaji will be our Brand Ambassador for the indo Bangladesh recipi exchange program

    • @md.basheerhussain9281
      @md.basheerhussain9281 Год назад +2

      Nice idea 👍

    • @nahidbin1600
      @nahidbin1600 Год назад +1

      হিমুর হেসেলে হয়তো পেয়ে যাবেন

    • @tapemaj
      @tapemaj Год назад +1

      Which restaurant in Kolkata ?
      Please mention the name …

    • @liabilitygaming4843
      @liabilitygaming4843 Год назад +2

      Chuijhal kolkatay na pawa geleo bongaon line er jekono station a neme peye jaben. Specially Habra, thakurnagar esob jaygay!!

  • @sayaksc3590
    @sayaksc3590 Год назад +4

    Waaah Daroon laglo Vlog ta 👌👌❤️ Abaro Osaadharon episode 🔥🔥 Khulna series jome kheer 👌Chui jhal Sathe Mutton laa jabab 👌dekhei jibhe jol ese galo 😋😋 uff lobhonio 😋 ar poriman o durdanto 👌 chaliye jao..excellent presentation..keep it up ❤️❤️❤️❤️❤️❤️

  • @anuradhaghosh800
    @anuradhaghosh800 Год назад +10

    দূর্দান্ত!
    চুই ঝাল এর সঙ্গে মাংসের স্বাদ অসাধারণ হয় আর স্বাদ অনেকটা গোল মরিচ এর ঝাল এর মতো..

  • @titosiddique1571
    @titosiddique1571 Год назад +4

    বাংলাদেশ এর প্রতিটি ব্লগ অসাধারণ ❤️, আর,চুকনগরের আব্বাসের চুই ঝালের মাংস , সব সময় স্পেশাল, দারুন, ইয়াম্মি,

  • @ahmedirfansamad
    @ahmedirfansamad Год назад +5

    শিবাজী ভাই, আপনার উপস্থাপনা অসাধারণ হয়েছে। আপনি বাংলার দেশে আবার আসেন, বাংলাদেশের উত্তরের দিকে ভ্রমণ করবেন।

  • @kamalxxxxx
    @kamalxxxxx Год назад +10

    বারবার বাংলায় ফিরে আসুন, ভাল থাকুন। দুই বাংলার সেতু বন্দ্বনে ভূমিকা রাখুন

  • @chittaranjanbiswas9842
    @chittaranjanbiswas9842 Год назад +6

    ইউপি থেকে বলছি। আদি নিবাস নড়াইল, চুইঝালে মাংস বড়ো মাছ ও মুগের ডাল খুব সুস্বাদ হয়।

  • @nazimuddin9582
    @nazimuddin9582 Год назад +13

    🇧🇩 মনটা খারাপ হয়ে গেল চলে যাবেন আবার আসবেন ভালো থাকেন সুস্থ থাকেন

  • @eternalpeace7354
    @eternalpeace7354 Год назад +8

    Excellent video but sad to see that BD series is ending. So many hidden gems there. Please consider to bring Bangladesh Series II soon. 😊

  • @rovermithu
    @rovermithu Год назад +2

    আমার বাড়ি সাতক্ষীরা, চুকনগর থেকে খুব কাছে, আমার এলাকা এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ❤

  • @afzal16862
    @afzal16862 Год назад +1

    চাকরি কালীন সময়ে এখানে খেয়েছি। অপুর্ব, অতুলনীয়। মাইকেল মধুসূদন দত্ত এর জন্ম স্থান সাগরদাঁড়ি নিয়ে একটা এপিসোড করবেন। আশা করি আন্তর্জাতিক ভাবে জনপ্রিয় হবে। ভিসার বিষয়টি নিয়ে আপত্তি আমারও। অবশ্যই অন আরাইভ্যাল সুবিধা থাকা উচিৎ, দুই দেশের জন্য। দেশের সকল এলাকায় গিয়েছি অনেক বার। আপনার ভ্লগে আবার নুতন করে দেখছি।

  • @tathagatadasgupta
    @tathagatadasgupta Год назад +14

    আমার বাবার এক বন্ধু বহু আগে বলেছিছেন আমাদের পরিপারের যদি কোনো বংশানুক্রমিক ব্যাধি থেকে থাকে তা হলো খাবারের প্রতি কিঞ্চিৎ পাগলামো ।
    এর পড়া প্রায় ৫০ বছর কেটে গেছে - কিন্তু আজও আমি উপলব্ধি করি তার অনুমান সঠিক ছিল । বিভিন্ন দেশের বা রাজ্যের খাদ্য গ্রহণ করা আমার ছোটবেলার শখ । আজ চুই ঝাল মটন দেখে বহুদিনের পুরোনো স্বাদ মনে পরে গেলো । ২০১০ সালে আমি এর স্বাদ গ্রহণ করেছিলাম ঢাকা শহরে । আজ শিবাজী বাবুর পরিবেশনা দেখে মনে হলো আবার আমি এই অসাধারণ দ্রব্য টি ভক্ষণ করছি ।
    চুই ঝাল একটি মশলা এটি অনকে চুই, চই বা চই ঝাল বলে থাকে। চুই ঝালের কথা বলতেই অনেকের জ্বিবে জ্বল চলে আসে। চুইঝাল একটি প্রচলিত মসলা জাতীয় অর্থকরী ফসল। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এটি বেশি চাষ হয়ে থাকে। স্থানীয়রা এটিকে চুইঝাল বলে থাকে। পিপারাসি পরিবারের সপুষ্পক লতা চুই। এর বৈজ্ঞানিক নাম Piper chaba। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থানীয় প্রজাতি। দেশে সাতক্ষীরা এবং খুলনাঞ্চলে সবচেয়ে ভালো চুই উৎপাদন হয়। খুলনা, সাতক্ষীরা,যশোর নড়াইলে চুই ঝাল মশলা হিসেবে অনেক জনপ্রিয়।
    চুইঝাল মুলত মরিচ এর বিকল্প হিসেবে ব্যাবহার করা হয়। সাধারনত মাংসের সাথে এটি ব্যাবহার করা হয়। কান্ডের ছাল ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে তরকারি তে দেওয়া হয়। এটি ঝাল হলে ও শরীরের কোন ক্ষতি করে না।
    খুলানা,যশোর,নড়াইল সাতক্ষীরার কাচা বাজারে এটি কমন মশলা। তবে আজকাল ঢাকায় অনলাইন এ বিক্রি হচ্ছে। কলকাতায় এই চুই ঝাল পাওয়া যায় কিনা জানা নেই তবে দিল্লি তে পাওয়া যায় না ।
    হারবাল চিকিৎসকরা বলেন, চুই ঝাল শুধু মাত্র মসলা নয় ভেষজ ওষুধ, চুইলতার শিকড়, কাণ্ড, পাতা, ফুল ফল সব অংশই ভেষজগুণ সম্পন্ন এবং গুরুত্বপূর্ণ। অর্থাৎ পুরো গাছ উপকারি। মানব শরীরের বিভিন্ন রোগ নিবারণে এটি অনেক কার্যকর। গ্যাস নিবারণ, কোষ্ঠকাঠিন্য তাড়াতে, রুচি বাড়াতে, ক্ষুধামন্দা দূর করতে কার্যকর ওষুধ এটা। অর্থাৎ পাকস্থলী ও অন্ত্রের প্রদাহ সারাতে খেতে চুই ঝাল খাওয়া যাবে।
    সুতরাং যারা এখনো চুই ঝাল খাননি তারা তাড়াতাড়ি এর স্বাদ গ্রহণ করুন ।

  • @foodmove7733
    @foodmove7733 Год назад +5

    প্রথম কমেন্ট, বাংলাদেশ থেকে

    • @explorershibaji
      @explorershibaji  Год назад +1

      😍

    • @foodmove7733
      @foodmove7733 Год назад +1

      আমার বাড়ি বরিশাল স্বরুপকাঠি তে, ভাসমান পেয়ারা বাগানের কাছে। আপনি যেখানে গিয়েছিলেন। অনেক ভালো লাগে আপনার ভ্লগিং। আমার ও ইচ্ছে আছে ট্রাভেলিং এর ভ্লগ করবো একদিন।

  • @baishalisarkar4769
    @baishalisarkar4769 Год назад +11

    রান্নাটা দেখতে তো দারুণ সুন্দর; আরও সুন্দর পছন্দের খাবার খেয়ে আপনার মুখে তৃপ্তির
    "অঅ.."!

  • @jewelbiswas5627
    @jewelbiswas5627 Год назад +9

    দাদা আমিও শুধু এই ঝোল দিয়ে ভাত খাবার জন্যই অনেকবার আব্বাসে গিয়েছি।আমার কাছেও আপনার মত ঝোলটা বেশি দারুন লাগে!😋😋

  • @FarhanSiamCreations
    @FarhanSiamCreations Год назад +7

    আরো কিছু ভ্লগ বাংলাদেশে করতেন দাদা। 😑
    আপনার ভ্লগ গুলো খুব এনজয় করতাম। 😊
    যাই হোক আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ 💙

  • @journeywithanindya
    @journeywithanindya Год назад +17

    খাসির মাংস থেকে চুয়ের দাম বেশি বাবা । অনেক কিছু অন্যরকম দেখলাম আজকে, ধন্যবাদ শিবাজী দা দেশে বসেই বিদেশ ভ্রমণ হয়ে যাচ্ছে।

    • @villagelifeinbangladesh6018
      @villagelifeinbangladesh6018 Год назад +3

      যাকে দাদা বলছেন তাকেই বাবা বলছেন ইন্ডিয়ান সিরিয়াল এ দেখি নাতনীকে মা নাতীকে বাবা বলে সম্পর্কটাই ঠিক করে বোঝেনা বেশিরভাগ ভারতীয় রা আমি একজন বাংলাদেশী হিন্দু কিন্তু ভারতের এই ডাকগুলি আমার খুব খারাপ লাগে।

    • @journeywithanindya
      @journeywithanindya Год назад

      @@villagelifeinbangladesh6018 দাদা আমি ওটা বাবা না বাবাহ লিখতে চেয়েছিলাম।

    • @kingreturns2436
      @kingreturns2436 Год назад

      @@villagelifeinbangladesh6018 se take bap ( baba) bole ni bujlen se expression dilo j mutton er theke besi dam baba re baba aebar bujlen..??

    • @journeywithanindya
      @journeywithanindya Год назад

      @@kingreturns2436 Ha Akdom Thik Bola6hen Dada

    • @nahidbin1600
      @nahidbin1600 Год назад

      এখানে খাসির মাংসের কিলো ১০০০ টাকা। আপনাদের ওখানে থেকে বেশি। সে হিসেবে চুইয়ের দাম সমান, বেশি নয়।

  • @subhajitghosh8601
    @subhajitghosh8601 Год назад +3

    অনবদ্য উপস্থাপনা 👌 দারুন প্রাপ্তি হলো 😊 ভালো থাকবেন 🙏❤️

  • @ChutysGoldenEye
    @ChutysGoldenEye Год назад +3

    চুইঝাল দিয়ে খাসীর মাংস আমি প্রথম খেয়েছিলাম ২০১৭ সালে আমাদের পুরান ঢাকায় থাকা খুলনার একটা পরিবারের বিয়ের অনুষ্ঠানে। সত্যি বলছি শিবাজি দা, ঢাকাইয়া কুট্টি হিসেবে মাংসের বিভিন্ন পদ আমি প্রতি সপ্তাহেই খাই, কিন্তু এই চুইঝালের মাংসের ব্যাপারটা সত্যিই অন্যরকম। তোমাদের পশ্চিমবঙ্গে চুইঝাল পাওয়া যায় কী? আমার ঠিক জানা নেই, কখনো কাউকে বলতে শুনিনি আমি।

    • @f3470
      @f3470 Год назад

      পাওয়া যায়। এখানে মাংসে অনেকেই চুই ঝাল দিয়ে খায়।

    • @ChutysGoldenEye
      @ChutysGoldenEye Год назад

      @@f3470 তাই? আমি আজ ১ম শুনলাম। 🙂

    • @f3470
      @f3470 Год назад

      @@ChutysGoldenEye yes .পশ্চিম বঙ্গে আসার আমন্ত্রণ রইল ☺️

    • @rideformemories463
      @rideformemories463 Год назад

      @@f3470 kon jaygay Thikana bolun

    • @ChutysGoldenEye
      @ChutysGoldenEye Год назад +1

      @@f3470 অনেক ধন্যবাদ। আমি গত অক্টোবরেও ঘুরে এলাম। আবার আসবো। আপনাকেও আমাদের বাংলাদেশ ভ্রমণের নিমন্ত্রণ দিলাম দাদা।😊

  • @tanvirahmad2010
    @tanvirahmad2010 Год назад +11

    গত দিন কমেন্ট করেছিলাম, খুলনা গিয়ে চুই ঝালের মাটন খেলেন না মশাই।। যাক, অবশেষে ট্রাই করলেন।। ভেবেছিলাম, ওটাই বাংলাদেশে আপনাদের লাস্ট এপিসোড।।

  • @surojitdaspal5838
    @surojitdaspal5838 Год назад +1

    Darun enjoy korlam ei last year er Bangladesh series! Bangladesh er khawa dawa sotti osadharon 😋

  • @mdkabiruddinmasud4225
    @mdkabiruddinmasud4225 Год назад +1

    দাদা আমি অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম কবে খুলনার পব` দেখবো, ভালো লাগলো, খুলনার সব গুলো পব` দেখলাম আপনার।

  • @koushikbiswas4391
    @koushikbiswas4391 Год назад +1

    Dada amar bari Newbarrackpur, apnar khulna video ta khub valo lagache,Abbas er chuijhal er mansho khate jachi may te

  • @ujjaldasgupta4456
    @ujjaldasgupta4456 Год назад +7

    শেষ হয়ে গেলো তাই একটু খারাপ লাগছে কিন্তু এটা শেষ নয়, বাংলাদেশ কে আরো explore করা যাবে। পরের বার।

  • @marufkaisar3079
    @marufkaisar3079 Год назад +7

    জীবনানন্দ যে কলেজে পড়াতেন সেট মিস করলেন।
    তার পৈত্রিক নিবাসটাও দেখাতে পারতেন।
    বাংলা সাহিত্যের সবচেয়ে প্রতিভাবান কবি নিঃসন্দেহে জীবনানন্দ।

  • @md.tayhedarifchowdhury8683
    @md.tayhedarifchowdhury8683 Год назад

    দারুন। বই পত্রে যা পড়েছি তা আপনার মাধ্যমে দেখতে পারলাম। ধন্যবাদ আপনাকে।

  • @subhamoyghosh6778
    @subhamoyghosh6778 Год назад +3

    Byapok 👌👌👌
    Thanks for sharing 😊
    Love from Mumbai 🤗

  • @farukraihan4894
    @farukraihan4894 Год назад +1

    আমাদের যশোর থেকে খুব কাছাকাছি,সময় পেলে যাওয়া হয়, খুব সুন্দর রান্না আব্বাসের হোটেলের চুই ঝালের খাসির মাংস। ভালো থাকবেন দাদা, আমার কোলকাতায় যাওয়া পড়ে, আপনার চ্যানেল খুব ই ভালো লাগে। আপনার সাথে কোলকাতায় সুযোগ পেলে দেখা করার ইচ্ছে আছে।

  • @ritaganguly3155
    @ritaganguly3155 Год назад +2

    আমাদের বাংলাদেশ নিয়ে যাওয়ায় ব‍্যাবসহা করুন। টাকা দিয়ে যাব। বাংলাদেশ 10 দিনের 1 টা ট‍ুর করুন খুব খুশী হব। না হলে খারাপ হবে শিবাজী দা ।

  • @mdhossain-gi3yo
    @mdhossain-gi3yo Год назад +4

    দাদা, আমার বাড়ীর এত নিকটে এলেন আর দেখাটাই করতে পারলাম না ইসসসসস🤦‍♂️🤦‍♂️
    ভালবাসা অবিরাম দাদা❤️❤️❤️❤️❤️

  • @sudeshnamukherjee1772
    @sudeshnamukherjee1772 Год назад +1

    আপনি travel tour এর সঙ্গে সঙ্গে ফুড tour ও সমানভাবে করতে থাকুন।।।।দারুন লাগছে

  • @pritommondal7165
    @pritommondal7165 Год назад +4

    আপনি আমার এলাকায় আসছিলেন জানলে দেখা করতাম দাদা 😍😍,,,
    আব্বাস হোটেলের রান্না অসাধারণ

  • @prithasaha9167
    @prithasaha9167 Год назад +2

    Dada aamar full family originally from Dhaka but Ami ei Desh ei hoyechhi tai Bangladesh somporke kono idea nei. Aapnar video gulo besh besh valo lage.

  • @ummahskitchenbd
    @ummahskitchenbd Год назад +4

    আব্বাসের এখানে আমার খুব খাওয়ার ইচ্ছে। এখনোও এখানে যাওয়া হয় নাই। ইস...! দাদার খাওয়া দেখে সেইরকম ক্ষুধা লেগে গেল...!

  • @meghlab2978
    @meghlab2978 Год назад +1

    চুই ঝাল এই প্রথমবার শুনলাম। এটা আসলে কি ভাবে রান্না করে। দাদা আপনি এত উপভোগ করে খেলেন কি বলবো?? অসাধারণ, অসাধারণ ভিডিও। 👍👍👍👍👌👌

    • @shahshakib8515
      @shahshakib8515 Год назад +3

      এটা এক ধরনের পানের গাছ।ঝাল হিসেবে ব্যাবহার হয়

    • @tahsinhamim6170
      @tahsinhamim6170 Год назад +3

      @@shahshakib8515 এটা পানের গাছের মত দেখতে তাই বলে পানের কাছ না। আমাদের নিজেদের বাগান আছে চুলঝাল গাছের। চুইঝালের গাছ পানের থেকে বেশ আলাদা ধরনের্।

    • @shahshakib8515
      @shahshakib8515 Год назад

      @@tahsinhamim6170 হইতে পারে ভাই।আমাদের পঞ্চগড়ে আবার গাছনা পান বলে

  • @travellovesarpan
    @travellovesarpan Год назад +2

    শিবাজী স্যার অনেক ধন্যবাদ আপনাকে। আজকে আপনার জন্য আমরা কত অজানা জিনিস জানতে পারি। শিবাজীর dictionary আর ও সমৃদ্ধ হক❤️❤️

  • @kunaldutta634
    @kunaldutta634 Год назад +1

    Sotti sibaji da darun ek creative food vlog sotti eta ekdm onno rkm Khabar....... darun bangal r mel bondhon

  • @arnabbhowal7518
    @arnabbhowal7518 Год назад

    শিবাজিদা আপনার ভিডিগুলো আমি গত একমাস থেকে দেখা শুরু করেছি। দারুন লাগছে। আপনাদের বাংলাদেশ পর্বটা আমার দারুন ভালো লাগলো। আমি আপনার খুব ভক্ত হয়ে গেছি। আপনার বয়স প্রায় 50 আর আমার বয়স 44 তাই আপনি আমার দাদার মতো। আপনি আগে টিউশন পড়াতেন আর আমি নিজেও টিউশন পড়াই। যদিও আমি একটি গভঃ স্কুলে ল‍্যাব অ‍্যাটেন্ড‍্যান্ট পদে চাকরিও কবি। তবে আমি খুব একটা ঘুরতে যেতে পারি না। তাই আপনার ভিডিও গুলি আমার সেই অপূর্ণ ঘুরতে যাবার ইচ্ছে গুলোকে অনেকটাই পূর্ণ করছে।আর আমিও আপনার মত মিষ্টি খুব একটা পছন্দ কবি না ঝালটা খুব পছন্দ করি। আসলে মনে হচ্ছে আমরা দুজনেই বাঙাল😊। আর আপনার বাড়ি সোদপুর আর আমার বাড়ি ঠিক গঙ্গার ওপারে রিষড়ায়। আপনি এর উত্তরে কিছু লিখে জানালে খুব খুশি হব।🙏🙏

  • @satyabrataghosh8420
    @satyabrataghosh8420 Год назад +1

    বেশ উপভোগ করলাম ভালো লাগল।আপনারা ভালো থাকবেন ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @MrSouravkarmakar
    @MrSouravkarmakar Год назад +1

    Ei dokan ta khub famous adnan da er video te dekhechi tomar video o khub valo👍👍

  • @commonmankolkata
    @commonmankolkata Год назад

    Dada apnar shob video dekhechi bangladesh niye.
    Darun hoyche.
    Baba ke niye rajshahi naogaan jabo. Dhaka te kotha theke gari vara paoa jae please janaben.

  • @sanaulsani1833
    @sanaulsani1833 Год назад +1

    সিবাজী দা তোমার উপস্থাপন আসলেই চমৎকার। খুব সাজিয়ে গোছিয়ে স্পষ্ট কলা বলো বেশ ভালো লাগছে।
    ধন্যবাদ।
    আমরাতো চাই সার্কভুক্ত দেশ গুলিতে ভিষা মুক্ত হউক। তুমিও সার্কের দেশগুলিতে ভিষামুক্ত প্রবেশাধীকার নিয়ে কথা বলো না কেন?

  • @debjitghosh9299
    @debjitghosh9299 Год назад +1

    Taratari taratari taratari....... Next series suru krun 💗💗💗❤️❤️❤️ camping 🏕️..... 💗💗💗

  • @rajibbiswas1809
    @rajibbiswas1809 Год назад +4

    Sir, Chuijhal is available at Sajirhat on Madhyamgram Sodpur road. Near to you.

  • @uditaraychaudhuri5017
    @uditaraychaudhuri5017 Год назад

    Excellent shibaji da excellent. Apnar aager porbe prithwijit da r bola katha ta darun chilo. Oi chicken ta chicken r moto i khete 😃😃. Darun darun . Khub valo lagche

  • @rumkibhattacharjee8225
    @rumkibhattacharjee8225 Год назад +4

    Lobhoniyo jinis dakhei jive jol chole elo 😀👌👌🙏🙏

  • @rajotavo
    @rajotavo Год назад +9

    Mouth watering @Shibaji!! Khub bhalo laglo....btw "Piper chaba is commonly called piper chilli and it's a flowering vine in the family Piperaceae that is native to South and Southeast Asia. P. chaba is called চুই ঝাল (Chui Jhal) or চই ঝাল (Choi Jhal) in the Khulna Division of Bangladesh, and the states of Tripura and West Bengal in India. P. chaba is found throughout India, and other warmer regions of Asia including Malaysia, Indonesia, Singapore and Sri Lanka. People in Bangladesh's south-western districts like Khulna Division cut down the stem, roots, peel the skin and chop it into small pieces - and cook them with meat and fish, especially with mutton and beef curry. Chuijhal Meat Curry is a very popular dish in Khulna region. The spicy pungent flavor of Choi Jhal is a year-round additive spice. In Indian states of West Bengal and Tripura people use this spice similarly with exception to some people in South Bengal who prepare a complete dish with the Chaba as the base ingredient, it is very spicy. In Thailand, P. chaba is known commonly as dee plee and also referred to as "Thai long pepper" and it is consumed both in fresh and dried forms. Ground by mortar and pestle, P. chaba is an ingredient in a variety of Thai sauces and pastes, and it is added to soups to mute excessively strong fish flavors.
    In Bangladesh, the stems of the plant are used as a spice in meat and fish dishes. In most countries of South and South-East Asia, the fruit of the Piperaceae vines is well known as a spice and is called the "long pepper". However, in Bangladesh the use of Choi Jhal is unique, because the twigs, stems or roots of P. chaba - not the fruit - are used as a spice. It is a relatively expensive spice in Bangladesh, and the roots are usually more expensive than the stems because of their stronger aroma. The taste is similar to horseradish."

  • @GUULLIVER
    @GUULLIVER Год назад +2

    অনেকে বলছেন চুইঝাল এখানে পাওয়া যায় ওখানে পাওয়া যায়। যায় বৈকি। কিন্তু হাতের পাঁচটা আঙুল যেমন সমান না যদিও সবগুলিই আঙুল - তেমনি সব চুইঝালও আসলে সমান না। বাংলাদেশেও একাধিক জায়গায় এটা পাওয়া যায়। এমনকি খুলনা জেলার একদম লাগোয়া যশোরেও প্রচুর চুই হয়। কিন্তু খুলনা-সাতক্ষীরার চুইয়ের ধারেকাছেও লাগে না। মাত্র একটা ডিস্ট্রিক্ট পেরুতেই যদি এই অবস্থা হয় তাহলে আরও দূরে গেলে কি অবস্থা হয় বলার আর অপেক্ষা রাখে না!!! 😇

  • @mahadevsingharoy4438
    @mahadevsingharoy4438 Год назад

    I wait for the video,your all videos is mindblowing,waiting for the next video,but could not wait,as soon as possible reslise the video

  • @ArpitaAdak2023
    @ArpitaAdak2023 Год назад +1

    দাদা, আপনার গলার স্বর এবং কথা বলার ধরণ অপূর্ব।

  • @nayanchakraborty5875
    @nayanchakraborty5875 Год назад +1

    দাদা তুমি সোদপুর এ কোথায় থাক?

  • @sksoyebali7654
    @sksoyebali7654 Год назад +3

    দাদা সোদপুরের অদূর সাজিরহাটে ও চুই ঝাল বিক্রি হয়, কিনে এনে রান্না করে খেতে পারেন, অসাধারণ মসলা এটা দাদা ✌🏼✌🏼✌🏼

  • @sujatamondal1773
    @sujatamondal1773 Год назад +1

    আপনার খাওয়া দেখে আমার মুখে জল চলে এল। খুব ভাল লাগল। আপনারা ভাল থাকবেন। 🤤🤤🤤🤤

  • @rajkumarkarfa1142
    @rajkumarkarfa1142 Год назад

    Shibaji da mukuer expression tha awesome 👍. Heavenly.

  • @mishukmondal5335
    @mishukmondal5335 Год назад

    দাদা আপনি তো হেব্বি জিনিস। বাংলাদেশে কিছুদিন এসে একেবারে সব ঘুরে গেলেন। আর আমি তো বাংলাদেশে থেকে আপনার অর্ধেক ও ঘুরলাম না হিহি। আমার বাড়ি খুলনাতে দাদা। আপার ভিডিও গুলো খুব ভালো লাগে।

  • @shahfiurnabil7835
    @shahfiurnabil7835 Год назад +5

    চট্টগ্রামের কালা ভুনা, খুলনার চুই ঝাল,তেমনই সিলেটের সাত কড়া দিয়ে মাংস রান্না হয় খেয়ে দেখবেন। 🙂

  • @antarjyotisarkar7159
    @antarjyotisarkar7159 Год назад +4

    বাড়িতে এখন শুক্তর ডাল খেতে খেতে এই video টি দেখছি 🙂 💔💔 can't explain my emotion

  • @neamulkarim6540
    @neamulkarim6540 Год назад +1

    খুব এনজয় করে খেলেন। আর আমি আপনার খাওয়াটা এনজয় করলাম। ধন্যবাদ দাদা।

  • @souravmajumder1214
    @souravmajumder1214 Год назад +3

    ওখানে যাওয়ার ইচ্ছে রইল।কিন্তু পৃথ্বীজিত দা র পিস টার জন্য।মন খারাপ।হয়ে গেলো😋😋😋😋😋

  • @travellovesarpan
    @travellovesarpan Год назад +1

    Sir আপনার খাওয়া দেখে আর বিশ্লেষণ শুনে, রাত ১১:৩০ টার সময় আবার ও ক্ষিদে পেয়ে যাচ্ছে😊😊আর যারা health conscious তারা এই ভিডিও টা দেখার পর সেটা আর থাকবে কি না সন্দেহ আছে😃😃

  • @mitraindy8463
    @mitraindy8463 Год назад +1

    Indian Mark Weins . Keep it up. Your presentation is highly appreciable. Good show Mr. Shivaji

  • @travelwithsuhasini
    @travelwithsuhasini Год назад

    Asadharan hoiche 🥰.. Aapnar video dekhle anek kichu information peye jai.. East or west Shibaji is the best

  • @dolonmondal7839
    @dolonmondal7839 Год назад +3

    চুইঝাল সোদপুর ও পাওয়া যায়।বাজারে গিয়ে খোঁজ করবেন ।motton এ চুইঝল দারুণ লাগে

  • @mahbubkhan1357
    @mahbubkhan1357 Год назад +2

    চুই ঝাল! এইটা খুলনা অঞ্চলের ঐতিহ্য। তেমনি সিলেট অঞ্চলে রয়েছে সাতকড়া দিয়ে মাংস রান্না। এই স্বাদ নিতে একবার সিলেট যাবেন নিশ্চয়ই!!

    • @GUULLIVER
      @GUULLIVER Год назад

      সাতকড়ার স্বাদ অ-সিলেটিরা বুঝবে না। তারচেয়ে আদাজামির / আদালেবু ভাল।

  • @salimjaved1890
    @salimjaved1890 Год назад +5

    You have done justice to the mutton curry by making a special video on that. Bad luck that we were not present there.

  • @pramodroy800
    @pramodroy800 Год назад +1

    শিবা দা আপনি সোনার বাংলা তে সম্পূর্ণ ইঞ্জয় করছেন কিন্তু। Good luck

  • @binoykrishnaghosh7292
    @binoykrishnaghosh7292 Год назад +3

    Visa and total kharocher upor ekta video dile valo hoy

  • @atonudasgupta891
    @atonudasgupta891 Год назад

    সত্যি কথা - একশত ভাগ সত্যি কথা - এসব ব্যাপারে পাসপোর্ট ভিসা উঠিয়ে দেওয়া উচিত - খাসির মাংসের স্বাদ আমারও এখনো পাওয়া হয়নি। এবার তোমাকে দেখার পর যেতে হবে দেখছি!! 🥘🍲

  • @malaybanerjee3172
    @malaybanerjee3172 Год назад +1

    Ahare prithyijitda ektu shakto mutton er piece pelo.etai dukhyer.Jai hok chuizhal mutton khubyi tasty.shibajida darun laglo.explorer bapare tumi masterblaster.bhalo theko.

  • @senddev
    @senddev Год назад

    Aj ker video editing khub bhalo hoyecho