অনেকদিন পর এতো ভালো একটা পডকাস্ট শুনলাম। ভয় লাগার পাশাপাশি ওই হাসপাতাল আর পুলিশ প্রশাসনের ওপর ক্ষোভও হচ্ছিলো। হৃত্তিক ভাই খুব ভালো ভাবেই ব্যক্ত করেছে নিজের কষ্ট আর ভৌতিক অভিজ্ঞতা। ওর পরিবারের সকলের জন্য শুভকামনা রইল। ভগবান ওনাদের সুস্থতা দান করুক, আর খুব ভালো রাখুক।
এত বছর শুনছি কিন্তু এত খারাপ আগে কখনও লাগেনি ... সেই পুলিশকর্মী মানসিকতা বা ডোমের মানসিকতা ছিঃ ধিক্কার!! আপনি ও আপনার পরিবার অভিশাপ মুক্ত হন এই প্রার্থনা করি 🙏🙏
সত্যি গায়ে goosebumps দিচ্ছে। কি সাংঘাতিক কি ভয়ংকর তার সঙ্গে কী বিভৎস টুকরো টুকরো কিছু সত্য ঘটনা চোখের সামনে যেন ঘটতে দেখছি। Just unbelievable, ভাবতেও অবাক লাগছে মানুষের জীবনে কত কিছু ঘটতে পারে আশ্চর্যজনক, কতটা কষ্ট, সত্যিই কতটা অসহায় মানুষ 😮 স্তম্ভিত হয়ে ঘটনাগুলো শুধু শুনে যাচ্ছি.. আজকের পডকাস্ট শুনে আমার হাত পা পুরো অবশ হয়ে গেছে, আমি বাকরুদ্ধ কিছু কাজ করতে পারছিনা কিছুক্ষণ। এমনও হয়ে পৃথিবীতে
সত্যি গৌরব দা .. আজ এতদিন যাবৎ প্রেতকথার লাইভ পডকাস্ট শুনছি.. এত ভালো ভালো মানুষ তাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা শুনিয়েছে. ভয়ও পেয়েছি... কিন্তু আজ এমন একটা ঘটনা শুনলাম.. আজ আর ভয় না.. নিজের অজান্তেই চোখ থেকে জল বেরিয়ে এল.....কতটা নিচে নামতে পারলে এইরকম কাজ করতে পারে ... কিছু টাকার জন্য... তাদের কাছে অসহায় মানুষের আর্তনাদ কিছু টাকার বিনিময়ে বিক্রি হয়.... ঈশ্বরের হাতে সৃষ্টি সর্বকালের সর্বশ্রেষ্ঠ জীব মানুষ......হাসি লাগে শুনতে.
ভয় থেকেও বড় কথা হচ্ছে যখন কেও মারা যায় তার পরিবারের উপর দিয়ে কত বড় একটা চাপ যায় আর এই সময় আমাদের প্রশাসন এইসব করে। আমি ওর যায়গায় আমাকে দেখছিলাম। ও আসলেই অনেক strong। আমার মনে হয় খুব কম মানুষই এত কিছু নিতে পারবে।
এই কথাগুলো সবার কানে চলে এলো।তার জন্য কিছুটা দোষো কেটে গেল বাড়িটার। ঋত্বিকের পরিবার যেনো ভালো থাকেন।নিজের সমস্যা সে বড়োই কঠিন সমস্যা ই হয় নিজেদের কাছে।
One of the best podcasts in pretkotha history , when sufferer tells about his suffering , ঋত্বিক দা আবার এসো , ভালো থেকো ঋত্বিক দা , আমরা তোমার পাশে আছি
R.g kar এইভাবে কত কত মানুষের জীবন শেষ করেছে... ছিঃ..ধিৎকার r.g kar... এই প্রথম কোনো ঘটনা শুনে আমার পরিবারের সবার চোখে জল... ঋত্বিক দার প্রতি আমাদের পরিবার থেকে শুভকামনা ও আশীর্বাদ রইল
ঘটনার মধ্যে আমি গভীর ভাবে ঢুকে গেছি,দারুন লাগলো ঘটনাটি। আর দাদাটার যেন একটা সঠিক সমাধান হয়, এই কামনা করি। এই সব ঘটনা কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি কিন্তু বিশ্বাস করি।
কতটা কষ্ট হয়েছে আর ভয় পেয়েছি বলে বোঝাতে পারবো না... শুধু এটুকুই প্রার্থনা করব, দাদাটার ভবিষ্যত যেন সুন্দর হয়,, কোনো বিপদ ,অশুভ শক্তি ওনাকে আর ওনার পরিবারকে যেন ক্ষতিগ্রস্ত না করেন... ঈশ্বর মঙ্গল করুন ওনার।
🕊️🕊️🌱গল্পটা শুনছি তবে ... ২০১২ তে আমি যখন ক্লাস ৯ এ পড়ি তখন আমাকেও এই ভাবে " বান মারা " হয়েছিল এবং আমাদের বাড়িতে উঠোনে বারুইপুরের পেয়ারা গেছে পেরেক পুঁতে রাখা হয়েছিল , গাছ টা মারা যায় ও আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার জীবনে এই বান মারা নিয়ে খুব বড় একটা বিপদ হয়েছিল । আমি আমার ঘটনাটা পাঠিয়েছিলাম মেইল করে কিছু মাস আগে কিন্তু মনে হয় সিলেক্ট হয়নি ।
প্রশাসন যে এতটা নীচে নামতে পারে সেটা ভাবা যায় না মানুষ যদি এখন প্রতিবাদ না শুরু করে ভবিষ্যত কোন জায়গা দাঁড়াবে ভাবতে ভয় লাগে সেটা🥺😭 খুবি দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা😢
আজ প্রথম বার এতো ভয় পেলাম। রোজ রাতে এগারোটার নাগাদ ছাদে গিয়ে একটা সিগারেট খাই। যাবার সময় সিড়ির লাইট বন্ধ করে যাই। ছাদ পুরো অন্ধকার থাকে। আজ আর লাইট বন্ধ করার সাহস হয়নি। ছাদে পাইচারি করছি। ঠান্ডা আর অন্ধকার। দূরে দেখি এক অন্ধকার ছাদে এতো রাতে কেরসিনের ষ্টোভ জ্বালিয়ে কেউ কিছু করছে। লাল আগুন পুরো এক ফুটের মত জ্বলছে। দেখে সিগারেট ফেলে সোজা ঘরে। এখানেই শেষ নয়। ঘরে ঢুকে লাইট বন্ধ করতেই শুনি অন্ধকার বাথরুমের কল থেকে জল পরে যাচ্ছে। তখন কি অবস্থা। লাইট জ্বালিয়ে আস্তে করে দরজা খুলে দেখি কোমটের ফ্লাশটা উপরেই আটকে রয়েছে। আর জল বেরিয়ে যাচ্ছে। বাপরে বাপ 🤯🤯🤯🤯
আমি সচরাচর কমেন্ট করি না কিন্তু এই ঘটনাটি শুনে কমেন্ট করতে বাধ্য হলাম😢 ঘটনাটি ভয়ের থেকেও বেশি মর্মান্তিক লেগেছে আমার কাছে ঠাকুরের কাছে প্রার্থনা করি সব ঠিক হয়ে যাক
ভগবান দাদাটাকে ভালো রাখুক ,, সুস্থ থাকুক সব সময়, আর কোনো খারাপ কিছু না ঘটুক ওনার পরিবারের সাথে 🙏ওনার বাবার ঘটনাটি শুনে সত্যি খুবই দুঃখ কষ্ট হচ্ছিল, তার থেকেও বেশি হচ্ছিল প্রশাসনের উপর রাগ
ভয় তো লাগলে শুনে কিন্তু সব চেয়ে বেশি, ভীষণ মন খারাপ হয়ে গেলো আমার 😔 এতোটা খারাপ প্লিজ জেনো ওদের সাথে আর না হয়... সব কিছুর তো সমাধান থাকে এটার ও সমাধান আছে.. রানা দা যেনো এর সমাধান এর চেষ্টা করে... ঋত্বিককে দেখে ভীষণ helpless লাগলো ওর যন্ত্রণা গুলো ওর মুখে ওর চেহারার মধ্যে ফুটে উঠেছে... ভগবান যেনো আর খারাপ না করে ওদের সাথে... ভালো থাকুক ঋত্বিক ওর মা ওদের পরিবারের সবাই ।
আমি নিজে বুঝতে পারছি না যে কি বলব আমি, আমি পুরো অবাক হয়ে গেলাম,পৃথিবীতে এমন কিছু মানুষ থাকে যারা কিনা অন্যর ক্ষতি করতে খুব ভালবাসে। আমি এত দিন ধরে প্রেতকথা শুনছি আমি এমন ঘটনা আগে কখনও শুনিনি। আমি চাই যে যত তাড়াতাড়ি সম্ভব ঋত্বিকদের বাড়িটা বন্ধন করানো হোক এবং ঋত্বিকএর পরবর্তী যে ভৌতিক অভিজ্ঞতা সেটা প্রেতকথা পরিবারের শ্রোতারা সকলেই খুব তাডাতাড়িই শুনতে পাবে। ঈশ্বর আর কাছে একটাই প্রার্থনা যে ঋত্বিকদের পরিবারের লোকেরা যেন সবাই সুস্থ থাকে। Love you PRETKOTHA ❤❤❤
Khub bhoy laglo ghotona ta sune ...... .ar ghotona bolar dhoron tao khub sundor chilo.....bon ar ami sunchilam ar bhoy pacchilam .....jodio bhoy pete valoi lagchilo .......❤
তবে সবাই খারাপ হয় না এক আধ জন ভালো অবশ্যই থাকেন কিন্তু তাকে টিকে থাকার জন্য অস্বাভাবিক মানষিক যন্ত্রণা ও বিভিন্ন রকমের অত্যাচার সহ্য করতে হয় । তবে ভালো কাজের আনন্দ টা সারা জীবন সঙ্গ দেয় । তবে ঐই পরামর্শ টা খুবই ভালো দিয়েছেন যাদের অতিরিক্ত টাকার লোভ তারা তাদের বাড়ির মেয়ে বউদের রেডলাইনে লাইটপোষ্টের তলায় দাঁড় করিয়ে দিক । তবে যারা সত্যিই সততার সাথে কাজ করেন তাদের জন্য আমার স্বশ্রদ্ধ প্রণাম ও সহস্র আশীর্বাদ রইল ❤।
ভগবানের কাছে প্রার্থনা করি ,, এই দাদার পরিবার ভবিষ্যতে যেনো ভালো থাকে🥺 কি মর্মান্তিক ঘটনা শুনলাম খুব রাগ এবং কষ্ট হলো শুনে। আমার ও উত্তর 24 পরগনার বনগাঁ থানার পাশে বাড়ি এবং দোকান আমি এরকম অনেক প্রশাসনিক অত্যাচার সহ্য করে যাচ্ছি বড় হয়েছি আমি জানি মানুষ কতটা নির্লজ্জ হলে এরকম মানুষের সাথে করতে পারে🥺🥺
ঘটনা stop করে 42:26 কমেন্ট করেছি। ঘটনা টি শুনে যতটা ভয় না পেলাম তার থেকে বেশি দুঃখ লাগলো। সত্যি কিভাবে যে সেই মুহূর্ত গুলি কেটেছে একমাত্র সেই উপলব্ধি করতে পারবে। আশা করছি ভবিষ্যত টা খুব ভালো ভাবে কাটবে । Love you brother ❤
যে ঘটনাটা বলছে তার সাথে আমার জীবনের অনেকটাই মিল আছে। আমার বাবা-মাও আজ আর জীবিত নেই। তাদেরকে নিয়েও এভাবে অনেক হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হয়েছিল আমাদের। সত্যিই হাসপাতাল কর্তৃপক্ষ খুবই খারাপ ব্যবহার করে রোগীর পরিবারের সাথে। এমনকি রোগীদের সাথেও ঠিকঠাক ব্যবহার বা চিকিৎসা করে না। যদি করতো তাহলে হয়তো আজ আমাদের এভাবে বাবা-মাকে হারাতে হতো না। তারাও অসুস্থ হয়ে মারা গেছে, কিন্তু যথাযথ চিকিৎসা পেলে হয়তো আরো কয়েক বছর আমাদের সাথে কাটাতে পারতো... ঘটনাটা যতক্ষণ শুনলাম আমার সেই পুরনো কথাগুলোই মনে পড়ছিল। কিভাবে আমি আর আমার দুই দিদি নাজেহাল হয়েছিলাম। আর পকেটে টাকা না থাকলে যে আরো কত কিছু সহ্য করতে হয় সেটাও ভালোই জানি। সত্যিই যিনি ঘটনাটি বলছে তার কষ্টটা আমি অনুভব করতে পারছি ভিতর থেকে, আর নিজের বাবা-মার কথা মনে পড়ায় কোথাও না কোথাও চোখের কোনায় জলও চলে আসলো...🙂
41:47 প্রথম কোনও ঘটনা শুনতে গিয়ে এত disturb feel করছি.. ওনার বাবার শেষ সময়ে পাওয়া কষ্ট এর কথা শুনে খুব কষ্ট লাগছে.. রেগে যাচ্ছি ঘুষখোর পুলিশ এর কথা শুনে.. উচিৎ দাম পেলে এরা নিজের মা বাপকেও বেচে দেবে..
গৌরব আমি বুঝতে পারছি, অশরীরী বলি বা অলৌকিক যাই বলিনা কেন, তার কাছে আমরা কতটা অসহায় হয়ে পরি। করুর কি কিছুই করার নেই? এখনও এ সব কিছু ঘটে। এই পরিবারের মানসিকভাবে খুব সাপটের দরকার। আমি শুনছি আর সবকিছু যেনো সামনে দেখতে পারছি। ঈশ্বর তোমাদের রক্ষা করবেন। আর কিছু বলার নেই! মনের জোর হারিয়ে ফেলনা।
সত্যি ভীষণ ই কষ্টদায়ক😢 সাথে প্রচণ্ড ভয়ও পাওয়ার মতো একটা ঘটনা।ঋত্বিকদা ভীষণ আবেগ নিয়ে ঘটনাটা বললেন।ওনার জায়গাটা যেন অনুভব করতে পারছিলামকিছু বলার ভাষা নেই😢ঈশ্বর রক্ষা করুক🙏🏻
প্রেত কথার এর আগে কখনো এই রকম কষ্ট ও বেদনা যনক ঘটনা শুনিনি এই ধরনের ঘটনা ভয়ের থেকেও বেশি কষ্ট পেয়েছি । ভগবানের কাছে প্রার্থনা করি এমন যেনো কারো পরিবারের সাথে না ঘটে। ভগবানের কাছে প্রার্থনা করি দাদা তুমি ও তোমার পরিবার যেনো ভালো থাকো ও সুস্থ থাকো , যা কপালে ছিলো তা হয়েগেছে। পুরো কথা আর মনে করোনা ।❤
প্রেতকথার আমি একজন বড়ো ভক্ত। আমার কাছে প্রেতকথা একটা নেশার মতো। এমন কোনো ঘটনা নেই যেটা শুনিনি। প্রত্যেকটা ঘটনাই আমার শোনা। তবে এই ঘটনাটা অনেকটাই অন্যরকম ঘটনা। অনেকটা বেদনাদায়ক, মর্মান্তিক এবং সাথে অনেকটাই ভয়ংকর। এই প্রশাসন, আর জি কর - কে নিয়ে তো আর কিছু বলার ভাষা নেই। শুধু এটাই বলতে চাই, এই পরিবারটা যেনো খুব তাড়াতাড়ি অভিশাপমুক্ত হোক এবং পরিবারের সব সদস্যরাও যেনো খুব ভালো থাকেন। এই গল্পের দ্বিতীয় পডকাস্টের অপেক্ষায় রইলাম।।❤
এরকম একটা অদ্ভুত কাহানি প্রথমবার শুনলাম যতই শুনছি অবাক হয়ে যাচ্ছি সত্যি কি বাস্তবে এরকম হয় অবাক কান্ডো ভগবানের কাছে প্রার্থনা করি যেন ঠাকুর ওনাদের পরিবারের উপর থেকে এই সাপ মুক্ত করে দেয়
খুবই দুঃখজনক ঘটনা শুনলাম !! 🥲 ভগবানের কাছে প্রার্থনা করি ঋত্বিক দাদা এবং তার পরিবারের সবাই সুস্থ থাকুক এবং ভালো থাকুক। আমি নিজে বুঝতে পারছি না যে কি বলব, আমি পুরো অবাক হয়ে গেলাম, পৃথিবীতে এমন কিছু মানুষ থাকে যারা কিনা অন্যর ক্ষতি করে খুব আনন্দ পায় । আমি এত দিন ধরে প্রেতকথা শুনছি আমি এমন ঘটনা আগে কখনও শুনিনি। এমন ঘটনা শুনে সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল, ঈশ্বরের কাছে প্রার্থনা, সব ঠিক হয়ে যাক। সত্যি গায়ে goosebumps দিচ্ছিল যখন ঘটনা শুনেছিলাম। কি সাংঘাতিক কি ভয়ংকর তার সঙ্গে কী বিভৎস কিছু সত্য ঘটনা চোখের সামনে যেন ফুটে উঠছিল । Just unbelievable, ভাবতেও অবাক লাগছে মানুষের জীবনে কত কিছু ঘটতে পারে আশ্চর্যজনক, কতটা কষ্ট, সত্যিই কতটা অসহায় মানুষ ।।🥺😊
আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও গুলো দেখি।।প্রেতকথাও শুনি।।কখনো কমেন্ট করা হয় নি।।আজকের ঘটনাটা শুনে খুবই কষ্ট লাগছে।।ঘটনার চেয়ে হসপিটালের কথা গুলো শুনে বেশি কষ্ট পেলাম।এদের কি ঘরে বাবা মা এরা এইসব কিভাবে করে।।ভগবান ওদের বিচার করবে।। তোমার জন্য আশীর্বাদ রইলো ভগবান যেন সবকিছু থেকে তোমাকে রক্ষা করে।
The time is 3:25, and I’m still engrossed, eagerly listening till the end. The thrilling storyline has left me completely speechless and utterly stunned, surpassing even the intrigue of police behavior.
ঘটনাটা খুব বেদনাদায়ক কিন্তু তার থেকেও ভয়ংকর হলো এত অল্প বয়সে এত কিছু নিজেকে সম্মুখীন হতে হয়েছে। তবে পুরো podcast episode টায় একটা খুব ভালো লেগেছে যে এত বছর বাদে হলেও সে গৌরব দার সাথে সবকিছু share করতে পেরেছে। গৌরব দা অসংখ্য ধন্যবাদ।
43:00 My God! আমি ভাবতেও পারছিনা ছেলেটা কি ট্রমা পার করেছে ঐ সময়! অসহায় মানুষগুলোর হায় লাগে না ওদের? কটা টাকার জন্য মানুষ এতটা অমানুষ হয়ে যায়? ছিঃ। 😢 ভালো থেকো ভাই, ভগবান তোমাদের রক্ষা করুক
গৌরব দা , ঋত্বিক দাকে একটু হেল্প করে দাও... ভগবানের কাছে প্রার্থনা করি ঋত্বিক দা ও তার পরিবার খুব তাড়াতাড়ি এই বাজে ছায়া থেকে বেরিয়ে আসুন, তাদের জীবন খুব স্বাভাবিক হোক, আনন্দে ভরে উঠুক, প্রতিটা মানুষের সুস্থতা কামনা করি।
সত্যিই মানে প্রেত কথা এত ঘটনা শুনেছি পডকাস্ট চালান এত ঘটনা শুনেছি কিন্তু এই ঘটনার সাথে কোন ঘটনার কোন তুলনা হবে না অসাধারণ এক কথায় সত্যিই অসাধারণ বাপের জন্মে কোনদিনও এরকম ঘটনা শুনেনি ❤
Sotti.... Golpo ta sune khub kosto pelam ei first' emon golpo sunlam khub khub kosto pelam....🙃😖ei golpo tar songe jara jukto chilo sobai k khub helpless mone holo 😶🤐ar R.G. KAR chi chi parle manush der actu Help koro kosto diyo na Police der o tai bolchi nijer bari r hole apnara ki korten akbar ei chele ta k nijer jaigay bosiye dekho bhujte parben....
সত্যিই খুব মন খারাপ করা একটা ঘটনা।।।।।😢😢😢😢 শুনতে-শুনতে গায়ে কাঁটা দিচ্ছে এর থেকে বোঝা যায় আমাদের রাজ্যের সরকারি হাসপাতাল পরিষেবা ও পুলিশ প্রশাসন পরিষেবা কতটা নোংরা ও নিচে নেমে গেছে 😐😐😐😐😞😞
প্রতিটা ছত্রে ছত্রে শিহরিত হয়ে উঠছি.. কি মর্মান্তিক অভিজ্ঞতা এইটুকু জীবনে হৃত্বিক তোমার!
তোমার সাথে সকল শ্রোতার অগুণতি শুভ কামনা থাকবে, ভাই, সাবধানে থেকো..ভালো থেকো, আগামী দিনে|
এতো ঘটনা শুনেছি গৌরব দার চ্যানেলে ভয় ও পেয়েছি আজকের ঘটনা টা শুনে কষ্ট বেশি। চোখে জল এসে গেল। ছিঃ R.G KAR
Seriously R.G kar already niche neme geche, jani na r koto niche nambe 😣
ঠিক কথা বলেছেন।😢😢
Sotti Ato baje R.G kar jantam Na chi
RG hospital banned kore dik
Ei chele ta ei pod cast tar por threat khabe sasok dol er kach theke
এত বছর প্রেতকথা শুনছি,এমন মন খারাপ কখনও হৎনি।ঈশ্বরের কাছে প্রার্থনা,সব ঠিক হয়ে যাক।ঋত্বিক ভাই ও তার পরিবার অভিশাপ মুক্ত হন।
I agree 😢
Khub kosto laglo tomar ghotona sune. Tomar poribar avishap mukto hok ei prarthona kori
Khub kosto laglo babar sorir jokhon postmortem hbe na r tar sorir ta oi chino kore rakha deya cha
Thik katha...@@sweetyroy2307
Eisb just normally holo...vut pret kicu nai
অনেকদিন পর এতো ভালো একটা পডকাস্ট শুনলাম। ভয় লাগার পাশাপাশি ওই হাসপাতাল আর পুলিশ প্রশাসনের ওপর ক্ষোভও হচ্ছিলো।
হৃত্তিক ভাই খুব ভালো ভাবেই ব্যক্ত করেছে নিজের কষ্ট আর ভৌতিক অভিজ্ঞতা। ওর পরিবারের সকলের জন্য শুভকামনা রইল। ভগবান ওনাদের সুস্থতা দান করুক, আর খুব ভালো রাখুক।
প্রশাসন শুধু টাকা খেতে জানে
😂😂😂😂
এত বছর শুনছি কিন্তু এত খারাপ আগে কখনও লাগেনি ... সেই পুলিশকর্মী মানসিকতা বা ডোমের মানসিকতা ছিঃ ধিক্কার!!
আপনি ও আপনার পরিবার অভিশাপ মুক্ত হন এই প্রার্থনা করি 🙏🙏
আমি মহাদেবের কাছে প্রার্থনা করি উনি আর উনার পরিবারের উপর থেকে যেনো এই অভিশাপ কেটে যায়। ভগবান ওনাদের উদ্ধার করুক ❤️🙏
সত্যি গায়ে goosebumps দিচ্ছে। কি সাংঘাতিক কি ভয়ংকর তার সঙ্গে কী বিভৎস টুকরো টুকরো কিছু সত্য ঘটনা চোখের সামনে যেন ঘটতে দেখছি। Just unbelievable, ভাবতেও অবাক লাগছে মানুষের জীবনে কত কিছু ঘটতে পারে আশ্চর্যজনক, কতটা কষ্ট, সত্যিই কতটা অসহায় মানুষ 😮 স্তম্ভিত হয়ে ঘটনাগুলো শুধু শুনে যাচ্ছি.. আজকের পডকাস্ট শুনে আমার হাত পা পুরো অবশ হয়ে গেছে, আমি বাকরুদ্ধ কিছু কাজ করতে পারছিনা কিছুক্ষণ। এমনও হয়ে পৃথিবীতে
সত্যি গৌরব দা .. আজ এতদিন যাবৎ প্রেতকথার লাইভ পডকাস্ট শুনছি.. এত ভালো ভালো মানুষ তাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা শুনিয়েছে. ভয়ও পেয়েছি... কিন্তু আজ এমন একটা ঘটনা শুনলাম.. আজ আর ভয় না.. নিজের অজান্তেই চোখ থেকে জল বেরিয়ে এল.....কতটা নিচে নামতে পারলে এইরকম কাজ করতে পারে ... কিছু টাকার জন্য... তাদের কাছে অসহায় মানুষের আর্তনাদ কিছু টাকার বিনিময়ে বিক্রি হয়....
ঈশ্বরের হাতে সৃষ্টি সর্বকালের সর্বশ্রেষ্ঠ জীব মানুষ......হাসি লাগে শুনতে.
ভয় থেকেও বড় কথা হচ্ছে যখন কেও মারা যায় তার পরিবারের উপর দিয়ে কত বড় একটা চাপ যায় আর এই সময় আমাদের প্রশাসন এইসব করে। আমি ওর যায়গায় আমাকে দেখছিলাম। ও আসলেই অনেক strong। আমার মনে হয় খুব কম মানুষই এত কিছু নিতে পারবে।
এই কথাগুলো সবার কানে চলে এলো।তার জন্য কিছুটা দোষো কেটে গেল বাড়িটার। ঋত্বিকের পরিবার যেনো ভালো থাকেন।নিজের সমস্যা সে বড়োই কঠিন সমস্যা ই হয় নিজেদের কাছে।
প্রচন্ডভাবে মর্মান্তিক এবং হৃদয় বিদারক ঘটনা।
One of the best podcasts in pretkotha history , when sufferer tells about his suffering , ঋত্বিক দা আবার এসো , ভালো থেকো ঋত্বিক দা , আমরা তোমার পাশে আছি
R.g kar এইভাবে কত কত মানুষের জীবন শেষ করেছে... ছিঃ..ধিৎকার r.g kar...
এই প্রথম কোনো ঘটনা শুনে আমার পরিবারের সবার চোখে জল...
ঋত্বিক দার প্রতি আমাদের পরিবার থেকে শুভকামনা ও আশীর্বাদ রইল
Hrithik dada khub e pure hearted..asche life e jeno tomar songe shob valo hoi❤
1st time eto voyonkor 1 ta ghotona sunlam 🙂🙂
Sotti.... Asadharan 😊
Apekkhay thaklam gourav da part 2 er jonno.
এই ঘটনা আগেই শুনেছি হৃত্বিক এর বন্ধু হওয়ায় সুবাদে আজ এই প্লাটফর্ম এ শুনে আবার সেই শিহরণ হচ্ছে যেন গায়ে কাঁটা দিচ্ছে সব ঠিক হোক ভালো হোক তাই চাই🥺❤️
ঘটনার মধ্যে আমি গভীর ভাবে ঢুকে গেছি,দারুন লাগলো ঘটনাটি। আর দাদাটার যেন একটা সঠিক সমাধান হয়, এই কামনা করি। এই সব ঘটনা কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি কিন্তু বিশ্বাস করি।
Onek din por, honestly speaking, ei podcast ta mon diye shunlam, dekhlam, osadharon laglo.... Genuine laglo khub, maane sotti laglo... Aager kichu episode puro bogus legeche... Bhai tar future jeno secured hoy, Rana da jeno help kore eta tumi confirm koro Gourab.... Opekkhay roilam porer obhiggotar jonno.....
কতটা কষ্ট হয়েছে আর ভয় পেয়েছি বলে বোঝাতে পারবো না... শুধু এটুকুই প্রার্থনা করব, দাদাটার ভবিষ্যত যেন সুন্দর হয়,, কোনো বিপদ ,অশুভ শক্তি ওনাকে আর ওনার পরিবারকে যেন ক্ষতিগ্রস্ত না করেন... ঈশ্বর মঙ্গল করুন ওনার।
🕊️🕊️🌱গল্পটা শুনছি তবে ... ২০১২ তে আমি যখন ক্লাস ৯ এ পড়ি তখন আমাকেও এই ভাবে " বান মারা " হয়েছিল এবং আমাদের বাড়িতে উঠোনে বারুইপুরের পেয়ারা গেছে পেরেক পুঁতে রাখা হয়েছিল , গাছ টা মারা যায় ও আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার জীবনে এই বান মারা নিয়ে খুব বড় একটা বিপদ হয়েছিল । আমি আমার ঘটনাটা পাঠিয়েছিলাম মেইল করে কিছু মাস আগে কিন্তু মনে হয় সিলেক্ট হয়নি ।
খুবই দুঃখজনক!!
শ্রী গুরুর কাছে প্রার্থনা করি ঋত্বিক এবং তার বাড়ির সমস্ত পরিজনের সুস্থ শরীর এবং দীর্ঘায়ু প্রদান করুন।
প্রশাসন যে এতটা নীচে নামতে পারে সেটা ভাবা যায় না মানুষ যদি এখন প্রতিবাদ না শুরু করে ভবিষ্যত কোন জায়গা দাঁড়াবে ভাবতে ভয় লাগে সেটা🥺😭 খুবি দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা😢
Lakhir bhandar mukh bondho kore rekheche,bipode na porle manush bujhte parbena ki cholche
আজ প্রথম বার এতো ভয় পেলাম। রোজ রাতে এগারোটার নাগাদ ছাদে গিয়ে একটা সিগারেট খাই। যাবার সময় সিড়ির লাইট বন্ধ করে যাই। ছাদ পুরো অন্ধকার থাকে। আজ আর লাইট বন্ধ করার সাহস হয়নি। ছাদে পাইচারি করছি। ঠান্ডা আর অন্ধকার। দূরে দেখি এক অন্ধকার ছাদে এতো রাতে কেরসিনের ষ্টোভ জ্বালিয়ে কেউ কিছু করছে। লাল আগুন পুরো এক ফুটের মত জ্বলছে। দেখে সিগারেট ফেলে সোজা ঘরে। এখানেই শেষ নয়। ঘরে ঢুকে লাইট বন্ধ করতেই শুনি অন্ধকার বাথরুমের কল থেকে জল পরে যাচ্ছে। তখন কি অবস্থা। লাইট জ্বালিয়ে আস্তে করে দরজা খুলে দেখি কোমটের ফ্লাশটা উপরেই আটকে রয়েছে। আর জল বেরিয়ে যাচ্ছে। বাপরে বাপ 🤯🤯🤯🤯
আমি সচরাচর কমেন্ট করি না কিন্তু এই ঘটনাটি শুনে কমেন্ট করতে বাধ্য হলাম😢 ঘটনাটি ভয়ের থেকেও বেশি মর্মান্তিক লেগেছে আমার কাছে ঠাকুরের কাছে প্রার্থনা করি সব ঠিক হয়ে যাক
ভগবান দাদাটাকে ভালো রাখুক ,, সুস্থ থাকুক সব সময়, আর কোনো খারাপ কিছু না ঘটুক ওনার পরিবারের সাথে 🙏ওনার বাবার ঘটনাটি শুনে সত্যি খুবই দুঃখ কষ্ট হচ্ছিল, তার থেকেও বেশি হচ্ছিল প্রশাসনের উপর রাগ
ভয় তো লাগলে শুনে কিন্তু সব চেয়ে বেশি, ভীষণ মন খারাপ হয়ে গেলো আমার 😔 এতোটা খারাপ প্লিজ জেনো ওদের সাথে আর না হয়... সব কিছুর তো সমাধান থাকে এটার ও সমাধান আছে.. রানা দা যেনো এর সমাধান এর চেষ্টা করে... ঋত্বিককে দেখে ভীষণ helpless লাগলো ওর যন্ত্রণা গুলো ওর মুখে ওর চেহারার মধ্যে ফুটে উঠেছে... ভগবান যেনো আর খারাপ না করে ওদের সাথে... ভালো থাকুক ঋত্বিক ওর মা ওদের পরিবারের সবাই ।
দাদা আমি শুধু একটাই কথা বলব যে,ছেলেটার সাহস আছে।সাহস না থাকলে কেউ এত কিছুর সম্মুখীন হতে পারে না।আমরা সবাই চাই,তুমি ছেলেটাকে যেভাবে পারো সাহায্য কর।।❤
আমি নিজে বুঝতে পারছি না যে কি বলব আমি, আমি পুরো অবাক হয়ে গেলাম,পৃথিবীতে এমন কিছু মানুষ থাকে যারা কিনা অন্যর ক্ষতি করতে খুব ভালবাসে। আমি এত দিন ধরে প্রেতকথা শুনছি আমি এমন ঘটনা আগে কখনও শুনিনি। আমি চাই যে যত তাড়াতাড়ি সম্ভব ঋত্বিকদের বাড়িটা বন্ধন করানো হোক এবং ঋত্বিকএর পরবর্তী যে ভৌতিক অভিজ্ঞতা সেটা প্রেতকথা পরিবারের শ্রোতারা সকলেই খুব তাডাতাড়িই শুনতে পাবে। ঈশ্বর আর কাছে একটাই প্রার্থনা যে ঋত্বিকদের পরিবারের লোকেরা যেন সবাই সুস্থ থাকে।
Love you PRETKOTHA ❤❤❤
ঐ সব কথা শুনে ছেলাটার মুখে শীতের রাতেও আমি ঘামছি । You were so strong 😢may God bless you 🙏
Khub bhoy laglo ghotona ta sune ......
.ar ghotona bolar dhoron tao khub sundor chilo.....bon ar ami sunchilam ar bhoy pacchilam .....jodio bhoy pete valoi lagchilo .......❤
কি জঘন্য প্রশাসন!! ছিঃ।। ভয়ের থেকেও বেশি দুঃখ হচ্ছে।। উনি এবং উনার পরিবার ভালো থাকুন এটাই প্রার্থনা করি 🙏🏻
Hospital r ki obostha edike sbai nki Dr hocche 😡chi
Kono rokom prosashon discipline kicchu nei 😢
karma comes for everyone.
Sotti
একটি অসহায় ছেলে ওর মঙ্গল কামনা করি যাতে সুস্থ থাকে এবং তার পরিবারও।
ঘটনাটি অত্যন্ত কষ্টের এবং ভয়ের ছিল ❤️
Love from bally, Howrah
ছেলেটির কথা শুনে চোখে জল ধরে রাখতে পারলাম না 😢 ভগবান এদের মঙ্গল করুন
Ki natok Bawa 😂😂
Khub kharap laglo ghotona ta shune. Manusher sathe koto kichu hoy . Eshwar sobar mongol korun.
Thik bolecho ghotoñagulo khub odbhut.
নাটকের কি আছে সবাই কি তোমার মত@@BiswajitBasu-kz7li
Bipode Bhogoban kantha muri diye ghumaye 😂
এত দিনে প্রথম কোনো স্টোরি শুনে এত টা ভয় পেয়েছি। এই রকম গল্পঃ আরো চাই দাদা, 😊
তবে সবাই খারাপ হয় না এক আধ জন ভালো অবশ্যই থাকেন কিন্তু তাকে টিকে থাকার জন্য অস্বাভাবিক মানষিক যন্ত্রণা ও বিভিন্ন রকমের অত্যাচার সহ্য করতে হয় ।
তবে ভালো কাজের আনন্দ টা সারা জীবন সঙ্গ দেয় ।
তবে ঐই পরামর্শ টা খুবই ভালো দিয়েছেন যাদের অতিরিক্ত টাকার লোভ তারা তাদের বাড়ির মেয়ে বউদের রেডলাইনে লাইটপোষ্টের তলায় দাঁড় করিয়ে দিক ।
তবে যারা সত্যিই সততার সাথে কাজ করেন তাদের জন্য আমার স্বশ্রদ্ধ প্রণাম ও সহস্র আশীর্বাদ রইল ❤।
ভগবানের কাছে প্রার্থনা করি ,, এই দাদার পরিবার ভবিষ্যতে যেনো ভালো থাকে🥺 কি মর্মান্তিক ঘটনা শুনলাম খুব রাগ এবং কষ্ট হলো শুনে। আমার ও উত্তর 24 পরগনার বনগাঁ থানার পাশে বাড়ি এবং দোকান আমি এরকম অনেক প্রশাসনিক অত্যাচার সহ্য করে যাচ্ছি বড় হয়েছি আমি জানি মানুষ কতটা নির্লজ্জ হলে এরকম মানুষের সাথে করতে পারে🥺🥺
এত ঘটনা শুনেছি এই প্রেত কথায়
কিন্তু এই ঘটনাটা ছেলেটির মুখে শুনে ভীষণ সত্য মনে হলো।
ভীষণ মর্মান্তিক ঘটনা। বলার কোনো ভাষা নেই আর।
ভীষণ ভালো লাগল। সত্যি বলতে, আমি প্রথমে বিশ্বাস করেনি। কিন্তু পরে বিশ্বাস করতে বাধ্য হয়ে ছিলাম। সত্যি বিশাল ভয়ানাক ছিল।
খুব ভালো story teller ছেলেটা, বেশ ভালো লাগল গল্প গুলো শুনে। এগুলো গল্প ইমোশনাল হয়ে শুনছেন ঠিক আছে, এগুলো নিয়ে ভয় পাওয়ার কোন কারণ নেই।
Apni ato gyani bhalo laglo akjoner jiboner ato dukher kotha shune goppo mone hocche bhebei apner gyaner poridhi bujhlam
Keu nijer baba nijer barir lokjon ke niye mitthe bolena nischoi apni bodh hoy dhoper story banan tai apnar emon mone hochhe er theke apni kotota chhoto moner manush seta bojha jachhe
ঘটনা সুনে মনে হলো আমি আমার পুরোনো দিনের কথা মনে পড়ে গেলো।
খুবই মর্মান্তিক একটি হৃদয় ব্যথিত হওয়ার ঘটনা
ঘটনা stop করে 42:26 কমেন্ট করেছি। ঘটনা টি শুনে যতটা ভয় না পেলাম তার থেকে বেশি দুঃখ লাগলো। সত্যি কিভাবে যে সেই মুহূর্ত গুলি কেটেছে একমাত্র সেই উপলব্ধি করতে পারবে। আশা করছি ভবিষ্যত টা খুব ভালো ভাবে কাটবে । Love you brother ❤
Khubi mormantik,,,,, eituku chele jibon er koto kothin poristhitir sonmokhin hoyeche.... Bhogoban oder rokkha korun🙏🏻🙏🏻
এই পডকাস্ট টা শুনে সত্যিই খুব ভালো লাগলো। আর ঋত্বিক দার পরিবার যেন অভিশাপ মুক্ত হয় সবাই প্রার্থনা করবেন
Ami ghotonata prai 10bar toh sunlam e darunnn!!!
যে ঘটনাটা বলছে তার সাথে আমার জীবনের অনেকটাই মিল আছে। আমার বাবা-মাও আজ আর জীবিত নেই। তাদেরকে নিয়েও এভাবে অনেক হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হয়েছিল আমাদের। সত্যিই হাসপাতাল কর্তৃপক্ষ খুবই খারাপ ব্যবহার করে রোগীর পরিবারের সাথে। এমনকি রোগীদের সাথেও ঠিকঠাক ব্যবহার বা চিকিৎসা করে না। যদি করতো তাহলে হয়তো আজ আমাদের এভাবে বাবা-মাকে হারাতে হতো না। তারাও অসুস্থ হয়ে মারা গেছে, কিন্তু যথাযথ চিকিৎসা পেলে হয়তো আরো কয়েক বছর আমাদের সাথে কাটাতে পারতো... ঘটনাটা যতক্ষণ শুনলাম আমার সেই পুরনো কথাগুলোই মনে পড়ছিল। কিভাবে আমি আর আমার দুই দিদি নাজেহাল হয়েছিলাম। আর পকেটে টাকা না থাকলে যে আরো কত কিছু সহ্য করতে হয় সেটাও ভালোই জানি। সত্যিই যিনি ঘটনাটি বলছে তার কষ্টটা আমি অনুভব করতে পারছি ভিতর থেকে, আর নিজের বাবা-মার কথা মনে পড়ায় কোথাও না কোথাও চোখের কোনায় জলও চলে আসলো...🙂
😞😞
😢
হাসপাতাল+ডাক্তার+ষ্টাফ+নার্স = আমাদের অসহায় অবস্থা।
41:47 প্রথম কোনও ঘটনা শুনতে গিয়ে এত disturb feel করছি.. ওনার বাবার শেষ সময়ে পাওয়া কষ্ট এর কথা শুনে খুব কষ্ট লাগছে..
রেগে যাচ্ছি ঘুষখোর পুলিশ এর কথা শুনে.. উচিৎ দাম পেলে এরা নিজের মা বাপকেও বেচে দেবে..
Police to nijer bou ke bazar e bikri korte didhabodh korbe na emn tara.. osovver jat
Eai podcast Ta onek onek Share koro Sobai Eta amar Request....Goverment er Kajer sathe Involve kichu Manusher character gulo Sobar Jana uchit😢😢😢😢
Agay arkom episode shunini.serously Goosebumps dichay
এত বছর প্রেতকথা শুনছি, এমন মন খারাপ কখনও হৎনি। ঈশ্বরের কাছে প্রার্থনা, সব ঠিক হয়ে যাক। ঋত্বিক ভাই ও তার পরিবার অভিশাপ মুক্ত হন। রানা দার সাথে কথা বলো
গৌরব আমি বুঝতে পারছি, অশরীরী বলি বা অলৌকিক যাই বলিনা কেন, তার কাছে আমরা কতটা অসহায় হয়ে পরি। করুর কি কিছুই করার নেই? এখনও এ সব কিছু ঘটে। এই পরিবারের মানসিকভাবে খুব সাপটের দরকার। আমি শুনছি আর সবকিছু যেনো সামনে দেখতে পারছি। ঈশ্বর তোমাদের রক্ষা করবেন। আর কিছু বলার নেই! মনের জোর হারিয়ে ফেলনা।
সত্যি ভীষণ ই কষ্টদায়ক😢 সাথে প্রচণ্ড ভয়ও পাওয়ার মতো একটা ঘটনা।ঋত্বিকদা ভীষণ আবেগ নিয়ে ঘটনাটা বললেন।ওনার জায়গাটা যেন অনুভব করতে পারছিলামকিছু বলার ভাষা নেই😢ঈশ্বর রক্ষা করুক🙏🏻
প্রেত কথার এর আগে কখনো এই রকম কষ্ট ও বেদনা যনক ঘটনা শুনিনি এই ধরনের ঘটনা ভয়ের থেকেও বেশি কষ্ট পেয়েছি । ভগবানের কাছে প্রার্থনা করি এমন যেনো কারো পরিবারের সাথে না ঘটে। ভগবানের কাছে প্রার্থনা করি দাদা তুমি ও তোমার পরিবার যেনো ভালো থাকো ও সুস্থ থাকো , যা কপালে ছিলো তা হয়েগেছে। পুরো কথা আর মনে করোনা ।❤
সত্যি মর্মান্তিক এবং হৃদয় বিদারক ঘটনা 😢😢
One off the best podcast in pret kotha....
এত ঘটনা শুনেছি তোমার এপিসোড গুলোতে এটা তার মধ্যে বেস্ট। যেন মনে হলো, সমস্ত ব্যাপারটা চোখের সামনে দেখলাম।
খুব কম যেকটা চ্যানেলের গল্প না শুনেই like করে দিই, এটা তার মধ্যে অন্যতম ❤🙌🏼 and as I always say, special respect for Gourab !
প্রেতকথার আমি একজন বড়ো ভক্ত। আমার কাছে প্রেতকথা একটা নেশার মতো। এমন কোনো ঘটনা নেই যেটা শুনিনি। প্রত্যেকটা ঘটনাই আমার শোনা।
তবে এই ঘটনাটা অনেকটাই অন্যরকম ঘটনা। অনেকটা বেদনাদায়ক, মর্মান্তিক এবং সাথে অনেকটাই ভয়ংকর।
এই প্রশাসন, আর জি কর - কে নিয়ে তো আর কিছু বলার ভাষা নেই।
শুধু এটাই বলতে চাই, এই পরিবারটা যেনো খুব তাড়াতাড়ি অভিশাপমুক্ত হোক এবং পরিবারের সব সদস্যরাও যেনো খুব ভালো থাকেন।
এই গল্পের দ্বিতীয় পডকাস্টের অপেক্ষায় রইলাম।।❤
❤❤
এরকম একটা অদ্ভুত কাহানি প্রথমবার শুনলাম যতই শুনছি অবাক হয়ে যাচ্ছি সত্যি কি বাস্তবে এরকম হয় অবাক কান্ডো ভগবানের কাছে প্রার্থনা করি যেন ঠাকুর ওনাদের পরিবারের উপর থেকে এই সাপ মুক্ত করে দেয়
Khub Mormantik, khub koster
এই দাদা কে শীঘ্রই সাহায্য করা উচিত 🙏🏼
একদম ঠিক
খুবই দুঃখজনক ঘটনা শুনলাম !! 🥲
ভগবানের কাছে প্রার্থনা করি ঋত্বিক দাদা এবং তার পরিবারের সবাই সুস্থ থাকুক এবং ভালো থাকুক।
আমি নিজে বুঝতে পারছি না যে কি বলব, আমি পুরো অবাক হয়ে গেলাম, পৃথিবীতে এমন কিছু মানুষ থাকে যারা কিনা অন্যর ক্ষতি করে খুব আনন্দ পায় । আমি এত দিন ধরে প্রেতকথা শুনছি আমি এমন ঘটনা আগে কখনও শুনিনি।
এমন ঘটনা শুনে সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল, ঈশ্বরের কাছে প্রার্থনা, সব ঠিক হয়ে যাক।
সত্যি গায়ে goosebumps দিচ্ছিল যখন ঘটনা শুনেছিলাম। কি সাংঘাতিক কি ভয়ংকর তার সঙ্গে কী বিভৎস কিছু সত্য ঘটনা চোখের সামনে যেন ফুটে উঠছিল । Just unbelievable, ভাবতেও অবাক লাগছে মানুষের জীবনে কত কিছু ঘটতে পারে আশ্চর্যজনক, কতটা কষ্ট, সত্যিই কতটা অসহায় মানুষ ।।🥺😊
আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও গুলো দেখি।।প্রেতকথাও শুনি।।কখনো কমেন্ট করা হয় নি।।আজকের ঘটনাটা শুনে খুবই কষ্ট লাগছে।।ঘটনার চেয়ে হসপিটালের কথা গুলো শুনে বেশি কষ্ট পেলাম।এদের কি ঘরে বাবা মা এরা এইসব কিভাবে করে।।ভগবান ওদের বিচার করবে।। তোমার জন্য আশীর্বাদ রইলো ভগবান যেন সবকিছু থেকে তোমাকে রক্ষা করে।
sotti goosebumps chole elo sune,
Vogoban rittik da ar dadar family k valo rakuk 🥺❤️
চলে এলাম ❤ দাদার ঘটনা টা দারুণ লাগছে শুনতে 🔥 আর গৌরব দার কন্ঠে প্রেতকথার ঘটনা জীবন্ত হয়ে ওঠে 😍🌼 এই ঠান্ডায় প্রেতকথা উফফফফ পুরো জমে যাবে💝
ভাই টাকে দেখে সত্যি মায়া লাগছে,কতটাই না খারাপ পরিস্থিতি র সম্মুখীন হয়েছে,
ঘটনাটা সত্যি খুব বেদনা দায়ক,
সত্যিই গায়ে কাঁটা দেওয়ার মতো ঘটনা সত্যিই ভালো।
Best podcast ever ...
Ek kothai osabhavik...ভয়ানক
সত্যি শুনে খুবই কষ্ট হচ্ছে। 😢😢😢
Dada tumi akjon khub sahoshi manush......r khub pure heart....... episode ta sune voy ar thke dukho legeche khub.......
R.G KAR হসপিটালে ডাক্তারের রেপ হয়ে যায়,
সেখানে একজন রুগীর সঙ্গে আর কিবা ভালো হতে পারে। 😢😢😢😢😢😢
The time is 3:25, and I’m still engrossed, eagerly listening till the end. The thrilling storyline has left me completely speechless and utterly stunned, surpassing even the intrigue of police behavior.
গৌরব দা তোমার মুখের বলা কথা সত্যি হয়ে যাবে।মুখের কথা কখনো বিফল যাবে না।তাই সকলকে আশীর্বাদ দিও।কাউকে কখনো অভিশাপ দিও না।
ঘটনাটা খুব বেদনাদায়ক কিন্তু তার থেকেও ভয়ংকর হলো এত অল্প বয়সে এত কিছু নিজেকে সম্মুখীন হতে হয়েছে। তবে পুরো podcast episode টায় একটা খুব ভালো লেগেছে যে এত বছর বাদে হলেও সে গৌরব দার সাথে সবকিছু share করতে পেরেছে। গৌরব দা অসংখ্য ধন্যবাদ।
গল্প শুনে মনে হচ্ছে ভুতের থেকে মানুষ আরো বেশি ভয়ঙ্কর😢😢
বৃষ্টি ভেজা শীতের রাত সাথে প্রেতকথা.. আহা দারুন ❤️
Darun feelings
কি বলবো কোনো ভাষা নেই,এতটা হৃদয় বিদারক বলার মত নয়।
Khub bhalo laglo & Sotti he brought each n every evidence with him. So true of him.. Respect 💯
43:00 My God! আমি ভাবতেও পারছিনা ছেলেটা কি ট্রমা পার করেছে ঐ সময়! অসহায় মানুষগুলোর হায় লাগে না ওদের? কটা টাকার জন্য মানুষ এতটা অমানুষ হয়ে যায়? ছিঃ। 😢 ভালো থেকো ভাই, ভগবান তোমাদের রক্ষা করুক
অসাধারণ ঘটনা টা । ঘটনাটা যখন শুনছি তখন মনে হচ্ছে আমি সেই খানে আছি ❤❤❤
তাড়াতাড়ি শুনতে চাই next episode plz
Bhai tumi eto kichu dekhecho.. Amar bolar kichu nei.. You are a brave soul. Take care 😢
গৌরব দা , ঋত্বিক দাকে একটু হেল্প করে দাও...
ভগবানের কাছে প্রার্থনা করি ঋত্বিক দা ও তার পরিবার খুব তাড়াতাড়ি এই বাজে ছায়া থেকে বেরিয়ে আসুন, তাদের জীবন খুব স্বাভাবিক হোক, আনন্দে ভরে উঠুক, প্রতিটা মানুষের সুস্থতা কামনা করি।
এইরকম ঘটনা সত্যিই মর্মান্তিক। ঋত্বিক ভাই এবং তার পরিবার যেনো অভিশাপ থেকে মুক্ত হয়। ঈশ্বর কৃপা করো
সত্যিই মানে প্রেত কথা এত ঘটনা শুনেছি পডকাস্ট চালান এত ঘটনা শুনেছি কিন্তু এই ঘটনার সাথে কোন ঘটনার কোন তুলনা হবে না অসাধারণ এক কথায় সত্যিই অসাধারণ বাপের জন্মে কোনদিনও এরকম ঘটনা শুনেনি ❤
পেট কোথায় 😅😅😅😅😅😅😅😅। এটা হবে 'প্রেত কথা '।
@kuhelibasukar6838 😁 মিস টেক😜😝😛
খুব কষ্ট হচ্ছে ভাইটার কথা শুনে, বুকটা ফেটে যাচ্ছিলো। ভগবান ওর সহায় হন এই প্রার্থনা করি 🙏
Dada go aaj tomake didi no 1 e dekhlam ami mugdhoooo I am your big fan dadavai love you lot from asansol ❤❤❤❤❤❤❤❤❤❤❤i really enjoyed
Sotti.... Golpo ta sune khub kosto pelam ei first' emon golpo sunlam khub khub kosto pelam....🙃😖ei golpo tar songe jara jukto chilo sobai k khub helpless mone holo 😶🤐ar R.G. KAR chi chi parle manush der actu Help koro kosto diyo na Police der o tai bolchi nijer bari r hole apnara ki korten akbar ei chele ta k nijer jaigay bosiye dekho bhujte parben....
সত্যিই খুব মন খারাপ করা একটা ঘটনা।।।।।😢😢😢😢
শুনতে-শুনতে গায়ে কাঁটা দিচ্ছে এর থেকে বোঝা যায় আমাদের রাজ্যের সরকারি হাসপাতাল পরিষেবা ও পুলিশ প্রশাসন পরিষেবা কতটা নোংরা ও নিচে নেমে গেছে 😐😐😐😐😞😞
Thik
দারুণ ঘটনা গুলো ❤😮
অনেকদিন পর বেশ ভয় লাগলো। দুর্দান্ত ভয়াবহ এবং বেদনাদায়ক ।
Omg.i am getting goose bumps.i love the way this man is narrating very simply yet so intersting.
Thank you..
অসাধারণ, গৌরব এন্ড ঋত্বিক,
খুব মর্মান্তিক ঘটনাগুলো। শুনে বলার কোনো ভাষা নেই।
অসাধারণ ঘটনা ❤
এতো মর্মান্তিক এতো কষ্ট দায়ক আর এতো ভয়ংকর ঘটনা মনে হচ্ছে আগে শুনিনি খুব কষ্ট এবং ভয় দুটোই লাগছে 😢😢
এতো পেত কথা শুনেছি কিন্তু এটা শুনে চোখ দিয়ে জল চলে এসেছে 😢
Onak din por sunlam abar pretkotha....voy o লাগছিল কিন্তু কষ্ট পেয়েছি.. ভালো থেকো vai tomara 2jon e vai valothako susto thako