গুরু নানক : মুসলমান নাকি হিন্দু? : আশ্চর্য জীবন কাহিনী / Guru Nanak Life Story : Hindu or Muslim?

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • This Bengali video is about: Guru Nanak Life Story : Is he Hindu or Muslim? (গুরু নানক জীবন কাহিনী : তিনি মুসলিম নাকি হিন্দু?). This is his biography (জীবনী) that is really very impressive. It can be termed as 'larger than life.'
    গুরু নানক কি মুসলিম ছিলেন? নাকি হিন্দু ছিলেন?
    যাঁরা বিশ্বাস করেন, গুরু নানক মুসলিম ছিলেন, তাঁদের যুক্তিগুলি হল, নানক মুসলিমদের মতই ছিলেন একেশ্বরবাদী। আবার মুসলিমদের মতই তিনি মূর্তি পূজার বিরোধী ছিলেন। তাছাড়া, ইতিহাস বলছে, গুরু নানক মক্কায় কাবাতে প্রবেশ করেছিলেন। মনে করা হয়, গুরু নানক মুসলিম ছিলেন বলেই কাবাতে তিনি প্রবেশের অধিকার পেয়েছিলেন। তাছাড়া, গুরু নানক বেশিরভাগ সময়েই মুসলিম দরবেশদের মতোই ঢিলেঢালা জোব্বা পোশাক পরতেন, বহু মুসলিম সুফি-সন্ত তাঁর ঘনিষ্ঠ বন্ধুও ছিলেন। এসব বহু কারণে অনেকে মনে করেন যে, গুরু নানক আসলে মুসলিম ছিলেন।
    তবে একথাও মনে রাখা দরকার যে, গুরু নানক হিন্দুদেরও অনেক ধর্মীয় আচার অনুষ্ঠানের আন্তরিক অনুসারী ছিলেন। হিন্দুদের মতই তিনি জন্মান্তর বাদে বিশ্বাসী ছিলেন। আবার মৃত্যুর পর মৃতদেহ দাহ করা, বিবাহিত মহিলাদের সিঁথিতে সিঁদুর পড়া ইত্যাদি শিখ ধর্মের বহু বিষয় হিন্দু ধর্মের আচার অনুষ্ঠানের সাথে নিবিড়ভাবে সঙ্গতিপূর্ণ, সদৃশ।
    তবে গুরু নানক জন্মসূত্রে যে হিন্দু ছিলেন, সে বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে কোন দ্বিমত বা কোন বিতর্ক দেখা যায়নি। মোটামুটি ভাবে সকলেই এ বিষয়ে একমত যে, গুরু নানক একটি হিন্দু পরিবারেই জন্মগ্রহণ করেছিলেন। এক হিন্দু রমণীকে তিনি বিয়ে করেছিলেন। তাঁর দুই ছেলের নামগুলিও -- শ্রীচাঁদ ও লক্ষ্মী চাঁদ -- হিন্দু ধর্মের সাথে অর্থাৎ হিন্দু মানুষদের নামের সঙ্গে বিশেষভাবে সঙ্গতিপূর্ণ।
    তা, হিন্দু ও মুসলিমদের এই দাবি-পাল্টা দাবীর থেকে সম্মানজনক দূরত্বে দাঁড়িয়ে শিখরা কিন্তু বলছেন, গুরু নানক হিন্দুও নন, মুসলিমন নন --- তিনি শিখ।
    আর গুরু নানক নিজের সম্পর্কে কি বলেছেন? তা জানতে আপনাকে এই ভিডিও দেখতেই হবে।
    এই ভিডিও তৈরি করার জন্য এই ভিডিও তৈরি করার জন্য আমি কৃতজ্ঞ নিম্নলিখিত বইগুলি ও তথ্যভান্ডারের কাছে।
    তথ্যসূত্র:
    ১) ভারতের সাধক (৫ম খন্ড)
    By শঙ্করনাথ রায়
    ২) বিশ্বের নির্বাচিত সাধক সাধিকা
    By পৃথ্বীরাজ সেন
    ৩) উইকিপিডিয়া
    #gurunanak #গুরুনানক #nanak
    Now please watch this video and express your views in the comment section below.
    yours faithfully
    The Galposalpo
    Video in Text : thegalposalpo....
    Blog : thegalposalpo.b...
    Facebook : / thegalposalpo
    Instragram : / thegalposalpo
    Twitter : th...
    and
    RUclips: / thegalposalpo
    Background Music:
    1) Rubix Cube by Audionautix is licensed under a Creative Commons Attribution licence (creativecommon...)
    Artist: audionautix.com/
    2) Amazing Grace 2011 - Classical Whimsical by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution licence (creativecommon...)
    Source: incompetech.com...
    Artist: incompetech.com/

Комментарии • 284

  • @tarokakotha
    @tarokakotha Год назад +17

    গুরু নানকও মানবধর্মের কথা বলেছেন। তৎকালীন সময়ে হিন্দু ও মুসলিম দাঙ্গা তিনি মোটেই পছন্দ করতেন না। তিনি সবসময় এক ঈশ্বরের কথা বলেছেন। ধর্মীয় জীবনে সমাজে প্রচলিত সব ধরনের আচার অনুষ্ঠান,উৎসবাদি , কু-সংস্কারগুলো এবং ভন্ডামি গোঁড়ামিকে নিন্দা করতেন। অনেকটা লালন শাহ্ এর মত।
    খুব চমৎকার আলোচনা করেছেন.. 🙏🙏🌺

    • @jamestabi2032
      @jamestabi2032 Год назад +1

      @@zz-ly4qd দাঙ্গা পছন্দ না করা আর আত্মরক্ষা করা, এই ২ টা কি এক ?

    • @zz-ly4qd
      @zz-ly4qd Год назад

      @@jamestabi2032 দাঙ্গা বলে কিছু নেই, আসল কথা কাফের হত্যা করো তত্ত্ব।সেদিক দিয়ে নানক ও কাফের।সে পছন্দ করলো না বা করলো না তার কোনো যৌক্তিকতা নেই।আর নানক কখনো বলেনি সে শিখ। আত্মরক্ষা বলে কিছু হয় না , অন্যকে হত্যা করতে হলে তলোয়ার লাগে,আর অন্যকে হিংসা না করলে হত্যা করবে কি করে।তুমি পালিয়ে যাও, ওই স্থান ছেড়ে জঙ্গলে গিয়ে থাকো ।কি হবে হিংসা করে, তুমি মহান ।পালাও। অহিংসা ই পরম ধর্ম, তুমি পালাও । বুদ্ধ ই পরম বুদ্ধিমান সেই পরম জ্ঞান দিয়েছে পায়েস খেয়ে। আইনস্টাইন রা গাধা। জ্ঞান যত পরম হয় ততই মঙ্গল।

  • @nikhilhal6602
    @nikhilhal6602 4 месяца назад +4

    গুরু নানক একজন শিখ।এরা বৃহত্তম হিন্দু ধর্মের অন্তর্গত।

  • @UJJWAL11000
    @UJJWAL11000 Год назад +6

    গুরু নানক কার্যত মুসলিমই ছিলেন, আচার-আচরণে ও ধর্মীয় ভাবনায়। আধ্যাত্মিকতার সন্ধানে তিনি কখনো কোন হিন্দু পন্ডিতের সঙ্গে ধর্মীয় আলোচনা করতেন না ( অবশ্য তিনি কোন সংস্কৃত ও জানতেন না)। তাঁর একটি আলখাল্লা পাওয়া যায় যাতে শুধুমাত্র কুরআনের অনেকগুলি বাণী লিপিবদ্ধ আছে। এই আলখাল্লাটি এখনো সংরক্ষিত আছে। তিনি সারাটা জীবন প্রায় সম্পূর্ণনত পিতার বয়সী এক মুসলিম ব্যক্তির সঙ্গে কাটিয়েছেন। গুরুনানক গান গাইতেন এবং সেই মুসলিম ব্যক্তিটি বাদ্যযন্ত্র বাজাতেন, তাঁকে নিয়েই গুরুনানক সব জায়গায় যেতেন। সমসাময়িক হিন্দুরা গুরুনানককে হিন্দু বলে মানতই না। যে মন্দিরের উপরে উঠে গান গাইতেন উনি, পরে সেই মন্দিরটিকে বিশুদ্ধ করার জন্য গোবর দিয়ে পরিষ্কার করা হতো।
    গুরু নানক এত জায়গায় ঘুরেছেন কিন্তু সেটা কখনো অন্য ধর্মের বা ধর্মীয় ব্যাক্তির কথা শুনতে নয়, শুধু নিজের কিছু ধর্মীয় ভাবনা প্রকাশ করার জন্য ঘুরেছেন( ঈশ্বর এক এবং মূর্তি পূজা অর্থহীন)।
    সমসাময়িক মুসলিম শাসকরা তাঁর অনুগামীদের সঙ্গত কারণে মুসলিম বলেই ভাবতেন; কিন্তু সেই অনুগামীরা যখন নিজেদেরকে মুসলিম বলতে অস্বীকার করলেন , তখন সুলতানরা রাগে ফেটে পড়লেন। অবস্থা এমন হল, তার এক অনুগামীকে আরঙ্গজেব শিরচ্ছেদ করেন। পরবর্তীকালে গুরু গোবিন্দ সিং হিন্দু ধর্মকে ইসলাম থেকে রক্ষার জন্য সৈন্য রুপী শিখ ধর্ম প্রবর্তন করেন ( সুতরাং গুরুনানক যিনি অনেক আগের লোক ছিলেন তিনি নিজে কীকরে শিখ হলেন?)।শিখ ধর্মের সৃষ্টির কারণ হলো মুসলিম ধর্ম থেকে হিন্দু ধর্মকে রক্ষা করা ।আশ্চর্য, যে শিখদের সৃষ্টি হয়েছিল হিন্দু ধর্ম রক্ষার জন্য তারা এখন নিজেকে আর হিন্দু বলে না। কিন্তু এরা সকলে বৃহৎ সনাতন ধর্মেরই অংশ। যারা গ্রন্থসাহেব লিখেছেন তারা গুরু নানকের নিজস্ব ভাবনা থেকে অনেকখানি সরে গিয়ে অনেক হিন্দু ভাবনার অনুগামী হয়েছেন, সনাতনী হয়েছেন এবং ব্যাক্তি গুরুনানক থেকে অনেক সরে গেছেন।

  • @vivekacharya3533
    @vivekacharya3533 Год назад +11

    মানুষ হয়ে মানুষের পাশে দাড়ান , সেখানে কোনো জাত পাত ভেদাভেদ দেখার দরকার নেই।ধর্ম ধর্ম করে রাজনীতি, হানাহানি না করে সবাই মিলে মিসে কাজ করে এগিয়ে যাই। সভ্য সমাজে।

  • @kpbiswas3238
    @kpbiswas3238 Год назад +2

    খুবই ভালো লাগল ধন্যবাদ আপনাকে ।

  • @SanataniLion-by6xy
    @SanataniLion-by6xy Месяц назад +1

    ॐ नमो महादेवाय ॐ नमो महादेवाय ॐ नमो महादेवाय ॐ नमो भगवते वासुदेवाय राम राम जय श्री राम जय श्री कृष्ण जय मा काली जय मा काली जय मा काली

  • @mdaynurrahaman9900
    @mdaynurrahaman9900 Год назад +1

    অতিব তথ‍্যসমৃদ্ধ সুখশ্রুত বিশ্লেষণ,ধন‍্যবাদ।

  • @sayan0006
    @sayan0006 Год назад +11

    এই কাবার গল্প আর মৃতদেহ ফুল হয়ে যাবার গল্প দুটোই লোককথা। আরও অনেক সাধুসন্তকে এই দুই কাহিনী চালু আছে।

  • @priyatoshghosh1833
    @priyatoshghosh1833 Год назад +10

    গ্রন্থ সাহিবে কী আছে জানি না, তবে শিখদের কীর্তনে "ওঁ" ধ্বনি বা ওঙ্কারের উচ্চারণ শোনা যায় বারবার। এ বিষয়টাও আলোচক মশাইয়ের বিবেচনার আলোকে আনার জন্য অনুরোধ রাখবো।

    • @Ripon_Momin
      @Ripon_Momin 4 месяца назад

      ওঁ ভাই এক কোনকার এর বাংলা অর্থ হলো ঈশ্বর নিরাকার ঈশ্বরের কোনো মুর্তি নয় শিখ ধর্মে মুর্তি পূজা বিরোধী মুর্তি পূজা করে না আমি ও শুরুদুয়ারা পাট করি

  • @asitkumarkhan8529
    @asitkumarkhan8529 Год назад +22

    গুরু নানক এর কোন ধর্ম এর ছিলেন বিতর্ক না করে বর্তমানে তাঁর আদর্শ আমাদের সমাজের সংহতি আনতে পারে। আপনার আলোচনা সময় উপযোগী, ধন্যবাদ ।

  • @aladalevel3132
    @aladalevel3132 Год назад +15

    ইসলামই একমাত্র মহান আল্লাহতালার অনুগত ধর্ম❤

    • @narayankar2284
      @narayankar2284 Год назад

      বিভেদ আর জঙ্গিয়ানা যে ধর্ম শেখায় সেটা কোন ধর্ম নয়। জঙ্গি সংগঠণ।

    • @SleepyBinaryCode-wy8ul
      @SleepyBinaryCode-wy8ul 6 месяцев назад +2

      বাংলা কোরান পড়ে আমার সেরকম কিছুই মনে হয়নি।হিন্দু এবং বৌদ্ধ ধর্ম সত্যিই মহান।মানুষকে দেবত্বে উন্নিত করে।

  • @brojosingha6700
    @brojosingha6700 Год назад +8

    তাহলে জানা দরকার কোন খৃষ্টাবদে কোন বছর অমুসলিমদের মক্কায় যাওয়া, প্রবেশ করা নিষিদ্ধ হয়েছিল ? মনে হচ্ছে তখন নিষিদ্ধ ছিল কিন্ত তিনি মুসলিম সেঝে প্রবেশ করেছিলেন। ধন্যবাদ ।

  • @kajaldutta9096
    @kajaldutta9096 Год назад +6

    গুরুনানকের সম্পর্কে বিতর্কত বিষয়টা খুব ভালো লাগলো। অত্যন্ত তথ্যপূর্ণ আলোচনা।

  • @debapriyadas8899
    @debapriyadas8899 Год назад +19

    ধর্মমত আর শুধু ধর্ম একই ব্যাপার নয়। যা এক ও অদ্বিতীয় ঈশ্বরের অস্তিত্বকে মেনে তার উপাসনা করে তাই হল সনাতন ধর্ম যার প্রতিধ্বনি গুরু নানকের কথায় প্রতিফলিত।

    • @Banglades735
      @Banglades735 Год назад +3

      এক কোন প্রতিমা বা কোন মাধ্যম ছারা এক ইশ্বরের পুজা যে করে সেই মুসলিম। কিন্তুু যে কোন প্রতিমা পুজা করে সেই মুশরিক

  • @TheKauddin
    @TheKauddin Год назад +6

    I also know Hindus also believe in one God.

  • @ckbanerjee5872
    @ckbanerjee5872 Год назад

    Guru Nanak ji amader kache GURU Nanak Please enlighten us more

  • @sanatanpal6941
    @sanatanpal6941 2 месяца назад

    তাইতো :জীবে ঈশ্বরে অভেদ আত্মা , নজরুল ইসলাম।

  • @chandmiah704
    @chandmiah704 4 месяца назад

    শিখ,বৌদ্ব,জৈন যাই কিছু বলেন ,এই গুলো হলো যুগে যুগে ঘটানো হিন্দু ধর্মের reformation. মূলত: এরা সবাই হিন্দু ।

  • @BINDUSHAKHAR
    @BINDUSHAKHAR 2 месяца назад

    শিখ,জৈন,বৌদ্ধ ও খ্রীষ্ট ধর্মের মধ্যে সামান্য মতভেদ থাকলেও বিশেষ কোন সংঘাত হয়না।এই ধর্মগুলো ইসলামের ভয়ংকর নয়।যারা অন্য ধর্মাবলম্বীদের সহ্য করতে পারেন না ও মানতেও পারেন না।

  • @NaimIslam-z2u
    @NaimIslam-z2u 7 месяцев назад +1

    Ki hassokor😂😂😂😂

  • @uniquemountain525
    @uniquemountain525 2 месяца назад

    Hindur bachcha , kintu , muslim family te boro hoyechhilo .

  • @sanatanpal6941
    @sanatanpal6941 2 месяца назад

    ভাইয়া, যেখানে মানুষ প্রজাতিতে মানবসন্তান উৎপাদনের প্রক্রিয়া একটা, সেখানে মানুষে মানুষে বিভেদ কেন ? আর বিভেদ থেকেই সৃষ্টি হয় অশান্তি, যেখানে শান্তিই প্রতিটি মানুষের জীবনে কাম্য।
    তাহলে আমাদের ভারতমাতার দেশে
    এমন বৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা স্থাপন
    করতে হবে, যাতে মানুষে মানুষে বিভেদ নয়, মিলনের পথে আগাতে
    হবে।
    আমার বয়স হয়েছে, তোমরা ভেবে দেখো, হটকারী হবে না, সবাইকেই একটা দেশে বাস করতে হবে।
    অসহায় কে সাহায্য করাই তো বড়ো
    ধর্ম।
    তাইতো স্বামী বিবেকানন্দ লিখেছেন,
    "বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর,
    জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর।"
    "ঈশ্বরে আল্লাহ তেরি নাম "
    জনসমাজে প্রনাম করে গেলাম।

  • @mohammedfarooque8337
    @mohammedfarooque8337 Год назад +18

    Sir, আপনার নিরপেক্ষ উপস্থাপন করার জন্য অসংখ্য অভিনন্দন।

  • @mahafuj7770
    @mahafuj7770 2 месяца назад

    মক্কায় কিভাবে গেলেন মুসলিম পরিচয় না দিয়ে

  • @tapanmandal2426
    @tapanmandal2426 Год назад +45

    শিখ, জৈন, বৌদ্ধ ধর্ম গুলো হিন্দু ধর্মের অংশ্ ।

    • @muhammadmahbuburrahmanrati6323
      @muhammadmahbuburrahmanrati6323 Год назад

      শিখরা সেটা মানেনা! তারা নিজেদের স্বতন্ত্র ধর্মের অনুসারী মনে করেন! আপনি বললেই সেটা হবেনা ভাই!😌

    • @CACOPHONIE
      @CACOPHONIE Год назад +6

      শুধু তাই নয়, হিন্দু ধর্ম নিজেই স্বয়ং সনাতন ধর্মের অন্তর্গত।

    • @pramanik99
      @pramanik99 Год назад

      শিখ, জৈন, বৌদ্ধ ধর্মে জাতপাত নেই কিন্তু হিন্দু ধর্মের উচু নিচু জাতপাতের কারণে নিম্ন জাতের শূদ্র, মূচি, মেথর মানুষের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। হিন্দু ধর্মের জাতপাতের কারণেই এই ধর্মগুলোর উৎপত্তি হয়েছে। যে ধর্ম ধর্মীয়ভাবে মুচি মেথরের জন্ম দেয় সে ধর্ম নিয়ে বড়াই করার কিছু নাই।

    • @ProshantoBairagy
      @ProshantoBairagy Год назад +1

      R8 bro

    • @mallikamandal8848
      @mallikamandal8848 Год назад +1

      এটা আমারও মত!

  • @tridipbhattacharyya5717
    @tridipbhattacharyya5717 5 месяцев назад

    Ami manus..God / Allah / vogoban noi or Allah / God / vogoban r dut o noi..amar porichoy ami manus, likes books r identity book..pen r identity pen , shirt r identity shirt ..ami jodi shirt kinte jai dokan e giye ami ki bolbo pant dekhan..??????..ami jaa ami seta chara r kichu noy..I am man . I am son of my father..bt all are amritosso putro..amra sobai tar chale ba sontan

  • @ib1benuralo
    @ib1benuralo Год назад +2

    ক্বাবাঘরের দিকে পা দেয়া আমাদের মুসলিমদের কাছে অন্যায় কিছু না! যারা মনে করেন অন্যায় এটা তাদের প্রচলিত ভুল!

  • @subratapaul8355
    @subratapaul8355 2 месяца назад

    Nice 👍

  • @etherhabiblearning7833
    @etherhabiblearning7833 Год назад

    all time suni from Rangpur Bangladesh

  • @ashokeranjanchakraborty9918
    @ashokeranjanchakraborty9918 11 месяцев назад

    কিছু তথ্য আপনি বলেন নি । গুরু নানক জগন্নাথ দর্শন করতে পুরী গিয়ে ছিলেন কিন্তু সেবায়েত গন ঢুকতে দেয়নি । আবার কথিত আছে স্বয়ং প্রভু জগন্নাথ নানককে দেখা দেন ।প্রভুর সোনার থালায় নানকে প্রসাদ খাওয়ালেন। এই তথ্যটি ইউ টিউবে পাওয়া ।

  • @gourighosh4167
    @gourighosh4167 10 месяцев назад

    Hybrid. Spread science not all kinds of irrational gossips. Already we had enough violence by the name of religion. India divided in to 3 parts.

  • @Satkhira2012
    @Satkhira2012 2 месяца назад

    Why the controversy? He was never a Muslim, period! Nanak was a Hindu and Sikhism is part of Hinduism…

  • @md.sohaghosan4902
    @md.sohaghosan4902 Год назад +1

    দাদা আপনার জানার ভুল আছে সাধক কবির এর কাহীনী

  • @mohammadshafiqulislam8712
    @mohammadshafiqulislam8712 Год назад +3

    একথা নিশ্চত ভাবেই বলা যায় যে তিনি একজন উপমহাদেশীয় বিশ্বজনীন মহাত্মন ছিলেন এবং সার্বজনীন অনুসরনীয় হয়ে আছেন।

  • @pradipsen8683
    @pradipsen8683 11 месяцев назад

    উনি দুটো পান্চিঙ মাল

  • @MizanurRahman-sh9rs
    @MizanurRahman-sh9rs Год назад +2

    Whatever you may believe but I want to say that Quran is the only guideline of human life . If you believe and obey Allah sb will give you peace in this earth and here after of course otherwise not. Amin

    • @eskay2261
      @eskay2261 Год назад

      Carry on with your believe.

  • @radhakantamondal3187
    @radhakantamondal3187 Год назад +7

    ধর্ম গুরু কোন জাতের এটি বিচার করা উচিত নয় কারন তিনিরা মানব জাতির কল্যাণে র জন্য আসেন।জয় শ্রী রাম।,

  • @SomnathDe-y2z
    @SomnathDe-y2z 11 месяцев назад

    It is wrong information the debate of Muslims and Hindus was after the death Kabir.

  • @debashishmallick529
    @debashishmallick529 Год назад +5

    সব ধর্মের সর্বোচ্চ স্তরের নেতারা মোটামুটি একই কথা বলে থাকেন ৷ অন্তরের ঈশ্বর অনুভূর্তিই ধর্ম। কিন্তু সেখানে যাওয়ার জন্য অনেক পথ আছে ৷ এক একটা পথ হল এক একটা ধর্মমত ৷ এটা যেন আমরা ভুলে না যাই ৷ এই কথাটা হিন্দু ধর্মের মত আর কোথাও এত জোর -এর সাথে বলা হয়নি ৷ তাই হিন্দুধর্ম , আরও পরিষ্কারভাবে বললে সনাতন ধর্ম জননীস্বরূপ ৷

  • @AhmedBiswas-rq5pf
    @AhmedBiswas-rq5pf 3 месяца назад

    all verse from muslim scholars word not from Allah.

  • @Abcdefghji000akdn
    @Abcdefghji000akdn Год назад +3

    আমি অবাক হই,যারা আজের যুগেও নিজেকে সনাতন হিন্দু বলে দাবী করেন আবার মুসলিমরাও নিজেদেরকে সনাতন মুসলিম ধর্মের বলে দাবি করেন! আশ্চর্য!!! যারা এই সব দাবী করেন তাঁরা মধ্যযুগের বর্বর। হিন্দু 😀 সনাতন 😀 মুসলিম 😀 !যারা ধর্ম নীয়ে ভেদাভেদ করেন তাদের থেকে বনের পশু পাখি 🐦 অনেক ভালো।(আমার এই মন্তব্য থেকে যারা মনে আঘাত পাবেন তাঁরা নিশ্চয়ই সনাতন হিন্দু নয়তো সনাতন মুসলিম 😀) সনাতন 😀😀😀😀!আজথেকে মাএ দশ হাজার বছর আগে পৃথিবীতে কোনো ধর্মই ছিল না। (এবার হয়তো ভাববেন আমি নাস্তিক 😀 😀 )...এই চ্যানেলের কনটেন্ট Creatorকে অসংখ্য ধন্যবাদ ❤️🙏... কারণ আপনি সব ভিডিওতে মানবতার পক্ষে কথা বলেন এবং আমাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেন। ধন্যবাদ দাদা ❤️🙏

    • @RashedYaqub-m5j
      @RashedYaqub-m5j 2 месяца назад

      তা আপনার এই "মানবতা" ধারণাটাও একেবারে নতুন। আপনি সনাতনী মানবতাবাদী 😂😂

  • @naimkhan8161
    @naimkhan8161 Год назад +1

    গুরু নানক কাফির

  • @BINDUSHAKHAR
    @BINDUSHAKHAR 2 месяца назад

    হিন্দুরা আজও তাদের ঘরে বৌদ্ধমূর্তি ও খ্রীষ্টমূর্তি রাখেন।

    • @RashedYaqub-m5j
      @RashedYaqub-m5j 2 месяца назад

      হমম, সেইজন্য উত্তর ভারতে খ্রীস্টান জনসংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। ভালইতো।
      আবার ইতিহাসে দেখতে পাই অষ্টম মশতকের পর সেন রাজাদের হাতে বৌদ্ধদের উপর এমন ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল যে সমতল জনপদ ছেড়ে বৌদ্দরা তল্পিতল্পা সহ পূব দিকের পাহাড়ি অঞ্চলে পালিয়ে বাঁচতে পেরেছিল। সেইজন্য পাহাড়ি এলাকাগুলো এখনও মূলতঃ বৌদ্ধ প্রধান। অন্য দিকে অশোক পরবর্তী যুগে নিম্নবর্ণের জনগণ প্রবলভাবে বৌদ্ধধর্ম গ্রহণ করতে থাকলে হিন্দু ধর্মের গুরুকুল প্রমাদ গুণতে শুরু করেন। সেই অবস্থায় ক্রমেক্রমে বৌদ্ধ ধর্মের প্রতাপ নিস্ক্রিয় করে দিতে বুদ্ধকে ভগবান আখ্যা দিয়ে হিন্দু ধর্মের ১০ম অবতার হিসেবে বরণ করার বিধান দেওয়া হয়। এখানে তথ্যগত কোন ভুল থাকলে সচেতন পাঠকের অংশগ্রহণ স্বাগতম।

  • @sknurulhudaskbanty5590
    @sknurulhudaskbanty5590 Год назад +1

    গুরু নানক,বাবা ফরিদ উদ্দীন চিশতীর শিষ্য ছিলেন (মুরিদ) ছিলেন, এ কথা জানা যায়।

  • @ShamselHaqueChisty
    @ShamselHaqueChisty Год назад

    হিন্দু হলে চিতায় জ্বলবি মুসলিম হলে ঘুরে মানুষ হলে অনন্ত কাল থাকবে অমরপুরে চিশতি বাউল মানুষ হও

  • @souravrakshit3447
    @souravrakshit3447 Год назад +5

    The story of flowers in place of dead body I heard about Kabir. It features in Bharatvarsh episode of Rajyasabha TV

    • @kasturisengupta3139
      @kasturisengupta3139 Год назад +1

      Ami o tai jantam....

    • @zz-ly4qd
      @zz-ly4qd Год назад

      সত্য চাপা দেওয়ার উদ্দেশ্য কি ? যারা চাপা দিল তারা কি আদৌ সৎ ছিল?? তাদের মানসিকতা কি ছিল ??

  • @abinashbala1840
    @abinashbala1840 Год назад

    আপনি মক্কার যে কাহিনীটা বললেন, আমি জানতাম এটা লোকনাথ ব্রহ্মচারীর কাহিনী, ভাল করে জেনে একটু বলবেন সত্য কোনটা । আব্দুল হাদী নামে একজন ব্রহ্মজ্ঞ কাবা শরিফে থাকতেন, এটাই জানতাম । সত্য কোনটা ? নানক না লোকনাথ ?

    • @thegalposalpo
      @thegalposalpo  Год назад

      নানক। তথ্যসূত্র ভিডিওর শেষে বা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।

  • @bhabeshchandramanna5562
    @bhabeshchandramanna5562 11 месяцев назад

    Not hindu sikh, which semi-hindu.

  • @tipusultan930
    @tipusultan930 Год назад +1

    ভাই আমাদের প্রিয় নেতা হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলবেন
    ইনশাআল্লাহ

    • @thegalposalpo
      @thegalposalpo  11 месяцев назад

      বলতে তো চাই। অনেকবার প্রস্তুতিও নিয়েছিলাম। কিন্তু হযরত মুহাম্মদের নাম বলতেই বিপত্তি বেঁধে গেল। প্রচুর মানুষ বললেন, তাঁর নামের আগে "সালাল্লাহু আলাইহি......" ইত্যাদি আরবী শব্দগুলি উচ্চারণ করতে হবে। গল্প বলতে গেলে কি অত কিছু রক্ষা করা সম্ভব হয়! আমি তো গল্পের চালে অসাধারণ মানুষদের জীবনের নানা ঘটনা সাধারণ মানুষকে জানাতে চাই। কিন্তু হযরত মুহাম্মদ এর ক্ষেত্রে সেটা আমার পক্ষে প্রায় সম্ভব হচ্ছে না কারণ আমি ঐ আরবি শব্দগুলি বলতে চাই না। তা পুরো ব্যাপারটা বিতর্কিত হতে পারে বলে আমি পিছিয়ে এসেছি।

    • @tipusultan930
      @tipusultan930 11 месяцев назад +3

      @@thegalposalpo আপনি শুধু " মুহাম্মাদ " বললেই হবে। নামের শেষে "সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম "বলা শুধু মুসলমানদের জন্য বাধ্যতামূলক

    • @RashedYaqub-m5j
      @RashedYaqub-m5j 2 месяца назад

      ​@@tipusultan930ঠিক। আপনার ঢঙে আপনি শুরু করুন।

  • @Makter-k3r
    @Makter-k3r 4 месяца назад

    Nauzubillah

  • @abhishekghoshal6053
    @abhishekghoshal6053 Год назад +2

    khub sundar laglo Guru Nanaker janmadine amon ak tothyosamriddho baktobyo uposthapon korar jonyo

  • @prasantrakar7737
    @prasantrakar7737 Год назад

    স্বর্ণমন্দির দর্শন করতে অজস্র হিন্দু যায় কিন্তু কজন মুসলিম যায়?

  • @mdnazrul1809
    @mdnazrul1809 Год назад +15

    ধন্য মানবতাবাদী গুরু নানক।

  • @danielobrayen6671
    @danielobrayen6671 Год назад

    এই লোকটি সবসময় ভূল ব্যাখ্যা করে

    • @thegalposalpo
      @thegalposalpo  Год назад

      সঠিক ব্যাখ্যার জন্য অন্য চ্যানেল দেখুন। এই চ্যানেল আপনার জন্য নয়।

  • @debamitabhatta7822
    @debamitabhatta7822 Год назад +1

    Ei kotha ami saint kobirer khetre sunechi konta sotyi janina

  • @masudulalam7307
    @masudulalam7307 Год назад +2

    জনাব গুরু নানক তিনি একজন আল্লাহর ওলি দরবেশ ছিলেন। গুরু নানক তিনি প্রথমে হিন্দু উচ্চ বংশে জন্মগ্রহণ করেন তবে তিনি একজন আল্লাহর ওলির সোহবতে থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন ও ইসলামের সুফি বাদের আদর্শ অনুসরণ করেন। সুফিদের সাধনার বিভিন্ন স্তর আছে তিনি সেই পদ্ধতি অনুযায়ী মানুষ কে আল্লাহর দিকে ডাকেন । এখন ভারতের অধিকাংশ মানুষ হিন্দু তথা মুর্তি পুজারি। গুরু নানক তিনি ভারতের পথভোলা মানুষ কে সঠিক পথে আসার জন্য একটি কৌশল অবলম্বন করেন। তাঁর কৌশলের অংশ হিসেবে সকল মুর্তি পুজারি কে তাঁর দরবারে এনে বিভিন্ন স্তরের আমল দিতেন তাই যে সমস্ত মুর্তি পুজারি প্রথম দিকে আসতেন তারা এক ইশ্বরের পুজারি হতেন এরপরে ধিরে ধিরে তারা ইসলামের সঠিক পথে আসত এখন এই আসার পথে যারা মাঝামাঝি অবস্থায় ফিরে যেত এরা নিজেদের শিখ হিসাবে পরিচয় দিত আর যারা গুরু নানকের আদর্শ সঠিকভাবে মেনে চলত তারা মুসলিম হয়ে আল্লাহর ওলিতে পরিনত হত আর যারা শুধু মাত্র দূর থেকে তাঁকে ভক্তি ও শ্রদ্ধা করত তারা হিন্দু অথবা মুর্তি পুজারি থেকে গেছে এভাবেই কালের বিবর্তনে একটি নতুন ধর্মের গোরাপত্তন হয়েছে শিখ ধর্ম। আর মুসলমানরা ও হিন্দু বা মুর্তি পুজারি রা তাঁকে দূর থেকে শ্রদ্ধা করে ভালবাসে। প্রত্যেক আল্লাহর ওলি সকল মানুষ সহ সকল সৃষ্টি যগতের জন্য মহান সর্বপ্রিয় পবিত্র আল্লাহর দরবারে মঙ্গলের জন্য প্রার্থনা করেন গুরু নানক তাদের সকলের মধ্যে একজন। আল্লাহপাক আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমান ও হেদায়েত দান করুন । আমিন । ধন্যবাদ ।

    • @shachinchakraborty3762
      @shachinchakraborty3762 Год назад

      Masudul Alaom বেটা গাঁজাখোর ,গুরু নানকের ধর্ম বিষয়ক গাঁজাখোরী গল্প কোথায় পেলে ,-- মন গড়া থিয়োরি বানাও? বোকচোদ ।

  • @anupamkantisaha7102
    @anupamkantisaha7102 Год назад +1

    Will please tell what happend after the death of KABIR.( As he has both Hindu& Muslim followers). Reply solicited provided if you know the correct answer. Thanks.

  • @ratul-rh8hk
    @ratul-rh8hk Год назад +2

    আপনাকে আামাদের মাঝে পেতে চাই সব সময়।

  • @uniquemountain525
    @uniquemountain525 Год назад +2

    The Hindus Buddhist jains shikhs are the bonafide inhabitants of undivided India. Others are foreigners.

    • @RashedYaqub-m5j
      @RashedYaqub-m5j 2 месяца назад

      ভালই বলেছেন। শিখ ধর্মের শুরুর আগেথেকে মুসলমানেরা ভারতে এসে গেছে। খাজাবাবা খোদ দিল্লিতে থিতু হয়েছেন। নিজামুদ্দিন আউলিয়া বনে গেছেন। জন্মথেকে মৃত্যু এই মাটিতেই। তবুও তারা অন্তত ভারতবর্ষে বিদেশী।
      মানুষের জীবনে প্রাথমিক স্কুলের শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। এই পর্যায়ে গলতি থাকলে তাকে মানুষ বানানো বাস্তবিকই কঠিন কাজ।

  • @AhmedBiswas-rq5pf
    @AhmedBiswas-rq5pf 3 месяца назад

    False statement

  • @amarroy4422
    @amarroy4422 Год назад

    এই প্রতিবেদনটির জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। স্যার , আপনাকে একটা অনুরোধ করবো আপনি যদি দয়া করে শিখদের দশম গুরু , তেগ বাহাদুর সম্বন্ধে একটি প্রতিবেদন করেন , তাহলে আপনার প্রতি কৃতজ্ঞ থাকব ।

  • @ckbanerjee5872
    @ckbanerjee5872 Год назад +1

    After More than five hundred fifty years GURU Nanak amader kache GURU NANAK DEB

  • @mohammadalidhaka2933
    @mohammadalidhaka2933 4 месяца назад

    লালন শাহ কে নিয়ে কিছু বলেন

  • @SantanuBanerjie0510
    @SantanuBanerjie0510 Год назад +1

    কবির সম্পর্কেও একই রকম বিতর্ক ছিল |

  • @sokhiakter7103
    @sokhiakter7103 Месяц назад

    Nastik

  • @manashiroy7697
    @manashiroy7697 Год назад +1

    🙏🙏🙏🌹

  • @kuntalchaki4152
    @kuntalchaki4152 Год назад +3

    এই ফুলেরটা তো কবিরের গল্প,

  • @kalidasmandal9683
    @kalidasmandal9683 Год назад +1

    গুরু নানক একজন সিদ্ধ পুরুষ। তাঁর গুরুর নাম কখনো তিনি প্রকাশ করেননি। তবে আমার মনে হয় তাঁর গুরু কোনো সুফি পীর ছিলেন। খুব অল্প সময়ের জন্য ই তিনি তাঁর সান্নিধ্য পেয়েছিলেন। তাই নানকের ধর্মে সুফিবাদের অনেক মিল খুঁজে পাওয়া যায়।

    • @adnanbabu2868
      @adnanbabu2868 Год назад +1

      গুরু নানক মুসলিম দরবেশ কবিরের শিষ্য ছিলেন।

  • @mojammalsk6326
    @mojammalsk6326 Год назад

    গাজাখোরি গল্প কোথায় শিখেছেন শিখ ধর্ম এক স্বতন্ত্র ধর্ম

  • @ardenbhattacharya4421
    @ardenbhattacharya4421 Год назад +1

    A Great Sou HE WAS A SAVJOUR OF HUMANITY AND PREACHER OF PEACE AND EAUALITY AND SAVIOUR OF THE THEN HINDU DHARMA FROM DISTORTIKN ZND CORRUPT PRACTICES BY INTRODUCING PURITY OR KHALSA. GREAT PEOPLE DO NOT WANT PRAISE BUT PRAY FOR PURE AND DECENT DEEDS IN LIFE. MAY GOD GIVE HIM ETERNAL PEACE AND SOLACE! SATAYA MEBO JAIETE!!!!!
    l

  • @di6213
    @di6213 Год назад +1

    Gurunanak Hindu 🚩🚩🚩💪💪💪💪💪💪💪💪💪💪

  • @basude4330
    @basude4330 Год назад +1

    খুব প্রাসঙ্গিক আলোচনা। গুরু নানকের জীবনের কিছু তথ্য জানতে পেরে উপকৃত হলাম। আপনাকে ধন্যবাদ ভিডিওটি সুন্দর করে পরিবেশনের জন্য। সৎ শ্রী কাল।

  • @abdussalamsiddique680
    @abdussalamsiddique680 4 месяца назад

    গুরু নানকের মহত্ত্ব তাহলে কোথায়?

  • @debikaroychoudhury8717
    @debikaroychoudhury8717 3 месяца назад

    Khub Valo laglo.Jarje Washington samparke janan khub Valo lagbe.Valo thakben.Dhanyabad.

  • @purnimasarkarsong9697
    @purnimasarkarsong9697 Год назад +8

    Yes I also believe Creator is a unique power that has no statue , picture and figure ❤️❤️❤️❤️Sikh religion is combined of Hindu +muslim.He wanted to bring unity among human beings.

    • @seeker5634
      @seeker5634 Год назад +2

      You should embrace Islam...U will find ur answers

    • @zz-ly4qd
      @zz-ly4qd Год назад

      একটা চটি ও সৃষ্টি , ফুলদানি ও সৃষ্টি কিন্তু দুটির প্রভাব মনের ওপর আলাদা। তাই অকার মন কে পরিচালনার জন্য জরুরি।যেটা ছবি বিহীন মনে করছেন , সেটা ধ্বংস র জন্য তৈরী হয়েছে । আকারের প্রয়োজন না থাকলে পৃথিবী স্রষ্টির প্রয়োজন ছিল না । আর গুরু কেন্দ্রিক সব কিছুই সংকীর্ণ গোস্তিবাদে পরিণত হয় ও অস্তিত্ব রক্ষায় হিংসা দাড়া পরিচালিত হয়।

    • @sreejitsarkar5908
      @sreejitsarkar5908 Год назад

      @@seeker5634 Not interested....Only damnation

  • @Nil-217
    @Nil-217 Год назад

    গুরু নানকের পিতার নাম কালু বেদী । তাঁরা জাতিতে ছিলেন হ্মত্রিয় তৎকালীন সময়ে ঐরকম আনচ্ঞলিক পোষাক বহু প্রচলিত ছিলো। যখন যে জাতি ভারতবর্ষ শাষণ করেছে মানুষের মুখেও সেই ভাষার একটা চল থাকে। গুরু গ্ৰন্থসাহিবজী পাঠ করলে অবাক হবেন ------ শ্রীমণ্ নিত্যানন্দ প্রভু দাহ্মিণাত্য ভ্রমণকালে তাঁকে দীহ্মা দিয়ে ছিলেন।

  • @kamalkantimitra7583
    @kamalkantimitra7583 Год назад

    গুরুনানকের জন্ম বৃত্তান্ত সম্পর্কে একটি ভিডিও দিবার অনুরোধ করছি

  • @samarhare3779
    @samarhare3779 Год назад +6

    আমরা গুরু নানকের মতই একজন গুরুদেব চাই, যাহার প্রবর্তিত ধর্মে কোনো হিংসা, বিদ্বেষ, দলাদলি, হত্যা করার কোনো নির্দেশ নাই। এমন গুরুদেবের কৃপায় আমরা সকলের শান্তি চাই।

    • @zz-ly4qd
      @zz-ly4qd Год назад

      যেখানে গুরু সেখানে সম্প্রদায় সেখানে হিংসা ও সংঘাত আসবেই। গুরুর সৃষ্টি ই বিভাজনের জন্য। জ্ঞানের থেকে গুরুর ব্যাক্তি অবস্থান ই মুখ্য হয়ে ওঠে।

    • @RashedYaqub-m5j
      @RashedYaqub-m5j 2 месяца назад

      এরকম একজনই আছে তার নাম দামোদর নরেন্দ্র মোদী।

  • @pranitamandal3242
    @pranitamandal3242 Год назад +2

    মানুষকে বিচার করতে গেলে ধর্ম কোনো ব্যাপার নয় - কথাটা সম্পূর্ণ সত্যি নয় , আংশিক সত্যি । কারণ এক এক ধর্ম এক এক রকম " বিশ্বাস " নিয়ে তৈরি । মানুষের বিশ্বাস তার ভাবনাকে তার কাজকে প্রভাবিত করে । এবং সব ধর্মই নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করে । আর সেখানেই বিভেদের বীজ রোপিত হয়েছে । আরও একটা বিষয় হলো সব ধর্মই মানুষের তৈরি ।

    • @seeker5634
      @seeker5634 Год назад

      Apnar dharona bhul

    • @SOTOTA66
      @SOTOTA66 Год назад

      Pranita Monda :তুমি একদম ঠিক বলেছো ,ধর্ম মানুষের সৃষ্টি ! আর দেরি নেই 50 -60 বছর পর ধর্ম বলে কিছু থাকবে না ( অন্ততঃ ভারতে ) কারণ তখন মানুষ এক মুঠো ভাত আর দুটো রুটি র জন্য মানুষ অস্থির হয়ে যাবে....! ফাঁকা মন্দির ,মসজিদে তখন ইঁদুর টিকটিকি উল্লাস নৃত্য করবে ! মানুষ ওখানে যাওয়ার কথা ভুলে যাবে ! পাগলের মতো নতুন জীবনের খোঁজ করবে !

    • @dhrubajyotisarmah6733
      @dhrubajyotisarmah6733 Год назад

      @@seeker5634 your dalla correct no dharma mane voidik .aboidik noi

  • @shibanisamanta5587
    @shibanisamanta5587 Год назад

    ধর্ম ছাড়া মানুষ হয় না।প্রত্যেকের কাছে তার ধর্ম‌ই সেরা।ধর্ম যদি কিছুই না হয় তবে চাকরির ফর্ম ফিলাপের সময় ফর্মে কোন ধর্মের লোক জিজ্ঞাসা করা হয় কেন?কেউ কোন কিছু না মানতেই পারে কিন্তু তাতে তার অস্তিত্ব নেই এটা ভুল।তাহলে পৃথিবীতে এতো কোটি কোটি মানুষ যারা ধর্ম মানে তারা ভুল?প্রতিটি মানুষ কোন না কোন ধর্ম পালন করেই।সব ধর্মের শেষ কথা সর্বশক্তিমান ঈশ্বর।

  • @solomonjoseph9418
    @solomonjoseph9418 Год назад

    At that time might be Hindu-Muslim harmony was an important factor and still at this time also.But truth is truth either it is in past or present or in future. Truth is Creator of this universe is Supreme power in which Hindu, Islam and Sikh are all agree. Islam has last Testament sent by that creator for Mankind which has not been changed and will not be changed in future that is Holy Qura'n. In Qura'n, That supreme creator is only one who has no partner, no statute, no picture, no son, no father or no mother and none is compare with Him in any form or any way.He is present everywhere and He knows everything thing and all wise. Our human intelligence, present science and logic say also the same thing. If Great Man Nana Saheb brought the same message then of course he was an Muslim by this monotheism faith. Also yes, Spirit has no change , Spirit (Rooh) has given by God at the mother's womb and he again take it back when man die and store at Barzakh of all spirit from being to End. One day this universe will be destroyed and all human being will be wake up as Creator will returnback each spirit to each respective human being.Judgment Day will occur and each Human being will be asked about their respective deeds during their life time.If their deeds are comparatively good , they will enter into paradise.

  • @kazitv546
    @kazitv546 Год назад

    এত্তো বুদ্ধিকরে বানোয়াট কাহিনি তরা বানাইলি কিভাবে?

  • @nicemelody3314
    @nicemelody3314 Год назад

    এখানে হিন্দু,মুসলিম, খৃস্টান, শিখ ও বৈদ্য বসবাস করে, এতোগুলি বিশ্বাস কিভাবে বাস্তবিক জীবনে সমন্ময়সাধন হবে সেটা যেন বর্তমানে একটি বড় পেশ্ন। আজকের এই ইন্টারনেট যুগে সকল ধর্ম, কালসার ও কৃষ্টি সমর্কে অনেক জ্ঞান অর্জন করতে পারে। আমারমতে সমন্ময়ের ব্যাপারটি এখন গুরুপ্ত দেয়ার এখন একটি সময় এসেছে।

  • @nayeemquazi8931
    @nayeemquazi8931 Год назад

    Tini jodi Namaji hoa thaken, to tini muslim. Ar namaz na porhle tini hindu ba shikh. Allahke sudhu ak janlei muslim hoi na. Tak a mene tar adesh palon korte hoi, namaz rije korte hoi. Tini jahannami bolei mone hoi.

  • @narendrabhattacharya2370
    @narendrabhattacharya2370 Год назад +1

    Very nice
    Canada

  • @purnimasarkarsong9697
    @purnimasarkarsong9697 Год назад +3

    Sir It is personal opinion don't mind actually most of educated person was been against worship statue I have seen like Ishwar Chandra Vidyasagar, swamiji , Raja Rammohan ❤️❤️❤️

  • @deenmuhammad3573
    @deenmuhammad3573 Год назад

    ধর্ম মূলত:একটাই।তবে,দাবীকারী সম্প্রদাযগুলোর মানুষের অপূর্নতাই বহু ধর্মের প্রকাশহেতু। মৌলিকতা হচ্ছে,ধর্মীয় সকল সঠিক কর্মের প্রতি বিশ্বাসী হযে,সরলতার সঙ্গে উহা নীজ জীবনে সঠিক ভাবে বাস্তবাযন করা।বিশ্বাসির পূর্নতাই প্রভু দরশন ও মানব মুক্তি।

  • @uniquemountain525
    @uniquemountain525 Год назад

    Nanak puropuri Hindu 🕉 . Apadomastak hindu 🕉. Hindur santan .

  • @talukdarmarak7172
    @talukdarmarak7172 5 месяцев назад

    Thank you so much brother for your motivation video. I am very very very listening your valuable speech.

  • @uttammaitra9919
    @uttammaitra9919 2 месяца назад

    Adi Hindu Religion have Main branch Hindu,that means Hindu religion ,long long ago originated from Adi Hindu religion.

  • @subratasen2627
    @subratasen2627 Год назад

    একই কথা কৃষ্ণ মহাভারতে বলে গেছেন।

  • @sarojkumarnandagoswami7603
    @sarojkumarnandagoswami7603 Год назад

    গুরু। নানক। ছিলেন। ইসলাম। কর্মের। আকার

  • @mdshahjamal4704
    @mdshahjamal4704 Год назад

    হেডিং এর চিত্র দেখেই পুরোটা শোনার ইচ্ছা হচ্ছে না

  • @nuhunali2281
    @nuhunali2281 Год назад

    Pritibi sorbo sisto manob hozrat Mohammed (saw) tomi vol bole so

  • @burasaha268
    @burasaha268 Год назад

    ami....world...a...guru..nanok..ka....khub...valobasi...i❤...w.b

  • @kasturisengupta3139
    @kasturisengupta3139 Год назад +1

    Dada, BUDDHADEB BOUDDHA chhilen na, GURU NANAK ki vabe SHIKH hote paren, SIKH shabdatar mane SHISHHYA, GURU ki kakhano SHISHHYA hon?!

  • @tutulchand5491
    @tutulchand5491 Год назад

    লালন বা বাবা লোকনাথ ঠাকুর দের সমদর্শী..... 🙏

  • @gobindaganguly6392
    @gobindaganguly6392 Год назад

    মহর্ষি জনক মানবকল্যান এ জগতে অবতীর্ণ হওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করলে ভগবান তা মঞ্জুর করেন * এই মহর্ষি জনকই গুরুনানক রুপে প্রথমে আবির্ভূত হয়ে ক্রমান্বয়ে দশবার জন্মগ্রহণ করেন শিখদের দশম গুরুরুপে - বলেছেন যুগবতার ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব *

    • @seeker5634
      @seeker5634 Год назад

      Well, the Sikhs don't believe that..

  • @aladalevel3132
    @aladalevel3132 Год назад

    Shobar opor e Quran Shotto. Quran e ja ase setai shotto

  • @nirobshohan9628
    @nirobshohan9628 Год назад

    Puray Gaza khori golpo 😂😂😂