গুরু নানক : মুসলমান নাকি হিন্দু? : আশ্চর্য জীবন কাহিনী / Guru Nanak Life Story : Hindu or Muslim?

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 289

  • @kajaldutta9096
    @kajaldutta9096 2 года назад +6

    গুরুনানকের সম্পর্কে বিতর্কত বিষয়টা খুব ভালো লাগলো। অত্যন্ত তথ্যপূর্ণ আলোচনা।

  • @tarokakotha
    @tarokakotha 2 года назад +17

    গুরু নানকও মানবধর্মের কথা বলেছেন। তৎকালীন সময়ে হিন্দু ও মুসলিম দাঙ্গা তিনি মোটেই পছন্দ করতেন না। তিনি সবসময় এক ঈশ্বরের কথা বলেছেন। ধর্মীয় জীবনে সমাজে প্রচলিত সব ধরনের আচার অনুষ্ঠান,উৎসবাদি , কু-সংস্কারগুলো এবং ভন্ডামি গোঁড়ামিকে নিন্দা করতেন। অনেকটা লালন শাহ্ এর মত।
    খুব চমৎকার আলোচনা করেছেন.. 🙏🙏🌺

    • @jamestabi2032
      @jamestabi2032 Год назад +1

      @@zz-ly4qd দাঙ্গা পছন্দ না করা আর আত্মরক্ষা করা, এই ২ টা কি এক ?

    • @zz-ly4qd
      @zz-ly4qd Год назад

      @@jamestabi2032 দাঙ্গা বলে কিছু নেই, আসল কথা কাফের হত্যা করো তত্ত্ব।সেদিক দিয়ে নানক ও কাফের।সে পছন্দ করলো না বা করলো না তার কোনো যৌক্তিকতা নেই।আর নানক কখনো বলেনি সে শিখ। আত্মরক্ষা বলে কিছু হয় না , অন্যকে হত্যা করতে হলে তলোয়ার লাগে,আর অন্যকে হিংসা না করলে হত্যা করবে কি করে।তুমি পালিয়ে যাও, ওই স্থান ছেড়ে জঙ্গলে গিয়ে থাকো ।কি হবে হিংসা করে, তুমি মহান ।পালাও। অহিংসা ই পরম ধর্ম, তুমি পালাও । বুদ্ধ ই পরম বুদ্ধিমান সেই পরম জ্ঞান দিয়েছে পায়েস খেয়ে। আইনস্টাইন রা গাধা। জ্ঞান যত পরম হয় ততই মঙ্গল।

  • @abhishekghoshal6053
    @abhishekghoshal6053 2 года назад +2

    khub sundar laglo Guru Nanaker janmadine amon ak tothyosamriddho baktobyo uposthapon korar jonyo

  • @kpbiswas3238
    @kpbiswas3238 2 года назад +2

    খুবই ভালো লাগল ধন্যবাদ আপনাকে ।

  • @mdaynurrahaman9900
    @mdaynurrahaman9900 2 года назад +2

    অতিব তথ‍্যসমৃদ্ধ সুখশ্রুত বিশ্লেষণ,ধন‍্যবাদ।

  • @basude4330
    @basude4330 2 года назад +1

    খুব প্রাসঙ্গিক আলোচনা। গুরু নানকের জীবনের কিছু তথ্য জানতে পেরে উপকৃত হলাম। আপনাকে ধন্যবাদ ভিডিওটি সুন্দর করে পরিবেশনের জন্য। সৎ শ্রী কাল।

  • @mohammedfarooque8337
    @mohammedfarooque8337 2 года назад +19

    Sir, আপনার নিরপেক্ষ উপস্থাপন করার জন্য অসংখ্য অভিনন্দন।

  • @mdnazrul1809
    @mdnazrul1809 2 года назад +15

    ধন্য মানবতাবাদী গুরু নানক।

  • @supriyaghose1021
    @supriyaghose1021 2 года назад +1

    Khub bhalo laglo

  • @mahfuzurrahman3690
    @mahfuzurrahman3690 Год назад

    দারুন লাগল।

  • @asitkumarkhan8529
    @asitkumarkhan8529 2 года назад +22

    গুরু নানক এর কোন ধর্ম এর ছিলেন বিতর্ক না করে বর্তমানে তাঁর আদর্শ আমাদের সমাজের সংহতি আনতে পারে। আপনার আলোচনা সময় উপযোগী, ধন্যবাদ ।

  • @debapriyadas8899
    @debapriyadas8899 2 года назад +19

    ধর্মমত আর শুধু ধর্ম একই ব্যাপার নয়। যা এক ও অদ্বিতীয় ঈশ্বরের অস্তিত্বকে মেনে তার উপাসনা করে তাই হল সনাতন ধর্ম যার প্রতিধ্বনি গুরু নানকের কথায় প্রতিফলিত।

    • @Banglades735
      @Banglades735 Год назад +4

      এক কোন প্রতিমা বা কোন মাধ্যম ছারা এক ইশ্বরের পুজা যে করে সেই মুসলিম। কিন্তুু যে কোন প্রতিমা পুজা করে সেই মুশরিক

  • @mdmaruf-ui3lr
    @mdmaruf-ui3lr 4 месяца назад

    অনেক সুন্দর লালালো ভাই।

  • @ckbanerjee5872
    @ckbanerjee5872 Год назад +1

    After More than five hundred fifty years GURU Nanak amader kache GURU NANAK DEB

  • @debikaroychoudhury8717
    @debikaroychoudhury8717 4 месяца назад

    Khub Valo laglo.Jarje Washington samparke janan khub Valo lagbe.Valo thakben.Dhanyabad.

  • @UJJWAL11000
    @UJJWAL11000 2 года назад +7

    গুরু নানক কার্যত মুসলিমই ছিলেন, আচার-আচরণে ও ধর্মীয় ভাবনায়। আধ্যাত্মিকতার সন্ধানে তিনি কখনো কোন হিন্দু পন্ডিতের সঙ্গে ধর্মীয় আলোচনা করতেন না ( অবশ্য তিনি কোন সংস্কৃত ও জানতেন না)। তাঁর একটি আলখাল্লা পাওয়া যায় যাতে শুধুমাত্র কুরআনের অনেকগুলি বাণী লিপিবদ্ধ আছে। এই আলখাল্লাটি এখনো সংরক্ষিত আছে। তিনি সারাটা জীবন প্রায় সম্পূর্ণনত পিতার বয়সী এক মুসলিম ব্যক্তির সঙ্গে কাটিয়েছেন। গুরুনানক গান গাইতেন এবং সেই মুসলিম ব্যক্তিটি বাদ্যযন্ত্র বাজাতেন, তাঁকে নিয়েই গুরুনানক সব জায়গায় যেতেন। সমসাময়িক হিন্দুরা গুরুনানককে হিন্দু বলে মানতই না। যে মন্দিরের উপরে উঠে গান গাইতেন উনি, পরে সেই মন্দিরটিকে বিশুদ্ধ করার জন্য গোবর দিয়ে পরিষ্কার করা হতো।
    গুরু নানক এত জায়গায় ঘুরেছেন কিন্তু সেটা কখনো অন্য ধর্মের বা ধর্মীয় ব্যাক্তির কথা শুনতে নয়, শুধু নিজের কিছু ধর্মীয় ভাবনা প্রকাশ করার জন্য ঘুরেছেন( ঈশ্বর এক এবং মূর্তি পূজা অর্থহীন)।
    সমসাময়িক মুসলিম শাসকরা তাঁর অনুগামীদের সঙ্গত কারণে মুসলিম বলেই ভাবতেন; কিন্তু সেই অনুগামীরা যখন নিজেদেরকে মুসলিম বলতে অস্বীকার করলেন , তখন সুলতানরা রাগে ফেটে পড়লেন। অবস্থা এমন হল, তার এক অনুগামীকে আরঙ্গজেব শিরচ্ছেদ করেন। পরবর্তীকালে গুরু গোবিন্দ সিং হিন্দু ধর্মকে ইসলাম থেকে রক্ষার জন্য সৈন্য রুপী শিখ ধর্ম প্রবর্তন করেন ( সুতরাং গুরুনানক যিনি অনেক আগের লোক ছিলেন তিনি নিজে কীকরে শিখ হলেন?)।শিখ ধর্মের সৃষ্টির কারণ হলো মুসলিম ধর্ম থেকে হিন্দু ধর্মকে রক্ষা করা ।আশ্চর্য, যে শিখদের সৃষ্টি হয়েছিল হিন্দু ধর্ম রক্ষার জন্য তারা এখন নিজেকে আর হিন্দু বলে না। কিন্তু এরা সকলে বৃহৎ সনাতন ধর্মেরই অংশ। যারা গ্রন্থসাহেব লিখেছেন তারা গুরু নানকের নিজস্ব ভাবনা থেকে অনেকখানি সরে গিয়ে অনেক হিন্দু ভাবনার অনুগামী হয়েছেন, সনাতনী হয়েছেন এবং ব্যাক্তি গুরুনানক থেকে অনেক সরে গেছেন।

  • @SanataniLion-by6xy
    @SanataniLion-by6xy 3 месяца назад +2

    ॐ नमो महादेवाय ॐ नमो महादेवाय ॐ नमो महादेवाय ॐ नमो भगवते वासुदेवाय राम राम जय श्री राम जय श्री कृष्ण जय मा काली जय मा काली जय मा काली

  • @aladalevel3132
    @aladalevel3132 Год назад +16

    ইসলামই একমাত্র মহান আল্লাহতালার অনুগত ধর্ম❤

    • @narayankar2284
      @narayankar2284 Год назад

      বিভেদ আর জঙ্গিয়ানা যে ধর্ম শেখায় সেটা কোন ধর্ম নয়। জঙ্গি সংগঠণ।

    • @SleepyBinaryCode-wy8ul
      @SleepyBinaryCode-wy8ul 8 месяцев назад +2

      বাংলা কোরান পড়ে আমার সেরকম কিছুই মনে হয়নি।হিন্দু এবং বৌদ্ধ ধর্ম সত্যিই মহান।মানুষকে দেবত্বে উন্নিত করে।

  • @priyatoshghosh1833
    @priyatoshghosh1833 2 года назад +10

    গ্রন্থ সাহিবে কী আছে জানি না, তবে শিখদের কীর্তনে "ওঁ" ধ্বনি বা ওঙ্কারের উচ্চারণ শোনা যায় বারবার। এ বিষয়টাও আলোচক মশাইয়ের বিবেচনার আলোকে আনার জন্য অনুরোধ রাখবো।

    • @Ripon_singh
      @Ripon_singh 5 месяцев назад

      ওঁ ভাই এক কোনকার এর বাংলা অর্থ হলো ঈশ্বর নিরাকার ঈশ্বরের কোনো মুর্তি নয় শিখ ধর্মে মুর্তি পূজা বিরোধী মুর্তি পূজা করে না আমি ও শুরুদুয়ারা পাট করি

  • @drghosh793
    @drghosh793 2 года назад

    ‌অপূর্ব আপনার বিশ্লেষণ।

  • @tipusultan930
    @tipusultan930 Год назад

    মাশা আল্লাহ

  • @talukdarmarak7172
    @talukdarmarak7172 7 месяцев назад

    Thank you so much brother for your motivation video. I am very very very listening your valuable speech.

  • @narendrabhattacharya2370
    @narendrabhattacharya2370 2 года назад +1

    Very nice
    Canada

  • @bijitmazumdar2918
    @bijitmazumdar2918 Год назад

    অসুম্পূর্ন।

  • @sayan0006
    @sayan0006 2 года назад +12

    এই কাবার গল্প আর মৃতদেহ ফুল হয়ে যাবার গল্প দুটোই লোককথা। আরও অনেক সাধুসন্তকে এই দুই কাহিনী চালু আছে।

  • @amiyapandey2533
    @amiyapandey2533 2 года назад

    Dhannyabad

  • @nikhilhal6602
    @nikhilhal6602 6 месяцев назад +4

    গুরু নানক একজন শিখ।এরা বৃহত্তম হিন্দু ধর্মের অন্তর্গত।

  • @fazlulkabir2698
    @fazlulkabir2698 2 года назад +4

    BRILLIANT ANALYSIS OF A GREAT GREAT RELIGIOUS PERSON ONCE AGAIN !

  • @goutammukherjee3673
    @goutammukherjee3673 2 года назад +1

    খুব ভাল লাগল। ।😊👌❤👍

  • @ckbanerjee5872
    @ckbanerjee5872 Год назад

    Guru Nanak ji amader kache GURU Nanak Please enlighten us more

  • @samarhare3779
    @samarhare3779 2 года назад +6

    আমরা গুরু নানকের মতই একজন গুরুদেব চাই, যাহার প্রবর্তিত ধর্মে কোনো হিংসা, বিদ্বেষ, দলাদলি, হত্যা করার কোনো নির্দেশ নাই। এমন গুরুদেবের কৃপায় আমরা সকলের শান্তি চাই।

    • @zz-ly4qd
      @zz-ly4qd Год назад

      যেখানে গুরু সেখানে সম্প্রদায় সেখানে হিংসা ও সংঘাত আসবেই। গুরুর সৃষ্টি ই বিভাজনের জন্য। জ্ঞানের থেকে গুরুর ব্যাক্তি অবস্থান ই মুখ্য হয়ে ওঠে।

    • @RashedYaqub-m5j
      @RashedYaqub-m5j 4 месяца назад

      এরকম একজনই আছে তার নাম দামোদর নরেন্দ্র মোদী।

  • @santoshchakraborty536
    @santoshchakraborty536 2 года назад

    Very Very Nice

  • @mdalmamunhossain8743
    @mdalmamunhossain8743 2 года назад +1

    স্যার আপনার উপস্হাপনায় আমি মুগ্ধ।

  • @tridipbhattacharyya5717
    @tridipbhattacharyya5717 6 месяцев назад

    Correct conduct

  • @subratapaul8355
    @subratapaul8355 4 месяца назад

    Nice 👍

  • @DrTariqulIslam2535
    @DrTariqulIslam2535 Год назад

    very nice

  • @bcbarman3327
    @bcbarman3327 2 года назад

    Nice analysis

  • @PrantaKumarRoy
    @PrantaKumarRoy 28 дней назад +1

    Nomoskar Hare Krishna 🕉️

  • @Sankalpa-rv9iv
    @Sankalpa-rv9iv Год назад

    ❤❤

  • @manashiroy7697
    @manashiroy7697 2 года назад +1

    🙏🙏🙏🌹

  • @etherhabiblearning7833
    @etherhabiblearning7833 2 года назад

    all time suni from Rangpur Bangladesh

  • @purnimasarkarsong9697
    @purnimasarkarsong9697 2 года назад +8

    Yes I also believe Creator is a unique power that has no statue , picture and figure ❤️❤️❤️❤️Sikh religion is combined of Hindu +muslim.He wanted to bring unity among human beings.

    • @seeker5634
      @seeker5634 2 года назад +2

      You should embrace Islam...U will find ur answers

    • @zz-ly4qd
      @zz-ly4qd Год назад

      একটা চটি ও সৃষ্টি , ফুলদানি ও সৃষ্টি কিন্তু দুটির প্রভাব মনের ওপর আলাদা। তাই অকার মন কে পরিচালনার জন্য জরুরি।যেটা ছবি বিহীন মনে করছেন , সেটা ধ্বংস র জন্য তৈরী হয়েছে । আকারের প্রয়োজন না থাকলে পৃথিবী স্রষ্টির প্রয়োজন ছিল না । আর গুরু কেন্দ্রিক সব কিছুই সংকীর্ণ গোস্তিবাদে পরিণত হয় ও অস্তিত্ব রক্ষায় হিংসা দাড়া পরিচালিত হয়।

    • @sreejitsarkar5908
      @sreejitsarkar5908 Год назад

      @@seeker5634 Not interested....Only damnation

  • @souravrakshit3447
    @souravrakshit3447 2 года назад +5

    The story of flowers in place of dead body I heard about Kabir. It features in Bharatvarsh episode of Rajyasabha TV

    • @kasturisengupta3139
      @kasturisengupta3139 2 года назад +1

      Ami o tai jantam....

    • @zz-ly4qd
      @zz-ly4qd Год назад

      সত্য চাপা দেওয়ার উদ্দেশ্য কি ? যারা চাপা দিল তারা কি আদৌ সৎ ছিল?? তাদের মানসিকতা কি ছিল ??

  • @mohammadshafiqulislam8712
    @mohammadshafiqulislam8712 2 года назад +3

    একথা নিশ্চত ভাবেই বলা যায় যে তিনি একজন উপমহাদেশীয় বিশ্বজনীন মহাত্মন ছিলেন এবং সার্বজনীন অনুসরনীয় হয়ে আছেন।

  • @vivekacharya3533
    @vivekacharya3533 2 года назад +12

    মানুষ হয়ে মানুষের পাশে দাড়ান , সেখানে কোনো জাত পাত ভেদাভেদ দেখার দরকার নেই।ধর্ম ধর্ম করে রাজনীতি, হানাহানি না করে সবাই মিলে মিসে কাজ করে এগিয়ে যাই। সভ্য সমাজে।

  • @ardenbhattacharya4421
    @ardenbhattacharya4421 2 года назад +1

    A Great Sou HE WAS A SAVJOUR OF HUMANITY AND PREACHER OF PEACE AND EAUALITY AND SAVIOUR OF THE THEN HINDU DHARMA FROM DISTORTIKN ZND CORRUPT PRACTICES BY INTRODUCING PURITY OR KHALSA. GREAT PEOPLE DO NOT WANT PRAISE BUT PRAY FOR PURE AND DECENT DEEDS IN LIFE. MAY GOD GIVE HIM ETERNAL PEACE AND SOLACE! SATAYA MEBO JAIETE!!!!!
    l

  • @amarroy4422
    @amarroy4422 2 года назад

    এই প্রতিবেদনটির জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। স্যার , আপনাকে একটা অনুরোধ করবো আপনি যদি দয়া করে শিখদের দশম গুরু , তেগ বাহাদুর সম্বন্ধে একটি প্রতিবেদন করেন , তাহলে আপনার প্রতি কৃতজ্ঞ থাকব ।

  • @maitreyeesarkar1341
    @maitreyeesarkar1341 2 года назад

    Thank you .
    Your research - works are authentic and interesting

  • @ib1benuralo
    @ib1benuralo Год назад +2

    ক্বাবাঘরের দিকে পা দেয়া আমাদের মুসলিমদের কাছে অন্যায় কিছু না! যারা মনে করেন অন্যায় এটা তাদের প্রচলিত ভুল!

  • @sukhenpaul8849
    @sukhenpaul8849 2 года назад

    👍❣💞💝💘🙏

  • @TheKauddin
    @TheKauddin 2 года назад +6

    I also know Hindus also believe in one God.

  • @বাগানী
    @বাগানী 7 месяцев назад

    ☪️☪️☪️☪️❤❤❤❤❤

  • @di6213
    @di6213 Год назад +1

    Gurunanak Hindu 🚩🚩🚩💪💪💪💪💪💪💪💪💪💪

  • @burasaha268
    @burasaha268 Год назад

    ami....world...a...guru..nanok..ka....khub...valobasi...i❤...w.b

  • @avzsenify
    @avzsenify 2 года назад +2

    অসাধারণ উপস্থাপনা।।

  • @naimkhan8161
    @naimkhan8161 Год назад +1

    গুরু নানক কাফির

  • @anupamkantisaha7102
    @anupamkantisaha7102 2 года назад +1

    Will please tell what happend after the death of KABIR.( As he has both Hindu& Muslim followers). Reply solicited provided if you know the correct answer. Thanks.

  • @kamalkantimitra7583
    @kamalkantimitra7583 Год назад

    গুরুনানকের জন্ম বৃত্তান্ত সম্পর্কে একটি ভিডিও দিবার অনুরোধ করছি

  • @MizanurRahman-sh9rs
    @MizanurRahman-sh9rs Год назад +2

    Whatever you may believe but I want to say that Quran is the only guideline of human life . If you believe and obey Allah sb will give you peace in this earth and here after of course otherwise not. Amin

    • @eskay2261
      @eskay2261 Год назад

      Carry on with your believe.

  • @deenmuhammad3573
    @deenmuhammad3573 Год назад

    ধর্ম মূলত:একটাই।তবে,দাবীকারী সম্প্রদাযগুলোর মানুষের অপূর্নতাই বহু ধর্মের প্রকাশহেতু। মৌলিকতা হচ্ছে,ধর্মীয় সকল সঠিক কর্মের প্রতি বিশ্বাসী হযে,সরলতার সঙ্গে উহা নীজ জীবনে সঠিক ভাবে বাস্তবাযন করা।বিশ্বাসির পূর্নতাই প্রভু দরশন ও মানব মুক্তি।

  • @krishnaroy4081
    @krishnaroy4081 2 года назад +1

    মিলিয়ে যাওয়া একটি গলপ। মোটকথা সনাতন থেকে নতুনের সন্ধানের পথিক।।

  • @nurejabegam7361
    @nurejabegam7361 Год назад +2

    Lailaha illallahu muhammadar rasulullah sallallahu alaihissalam mashaallah subhanallah alhamdulillah allahuakbar from India assam

  • @nicemelody3314
    @nicemelody3314 Год назад

    এখানে হিন্দু,মুসলিম, খৃস্টান, শিখ ও বৈদ্য বসবাস করে, এতোগুলি বিশ্বাস কিভাবে বাস্তবিক জীবনে সমন্ময়সাধন হবে সেটা যেন বর্তমানে একটি বড় পেশ্ন। আজকের এই ইন্টারনেট যুগে সকল ধর্ম, কালসার ও কৃষ্টি সমর্কে অনেক জ্ঞান অর্জন করতে পারে। আমারমতে সমন্ময়ের ব্যাপারটি এখন গুরুপ্ত দেয়ার এখন একটি সময় এসেছে।

  • @rinkumukherjee6890
    @rinkumukherjee6890 2 года назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️🌷🌷🌷

  • @pranitamandal3242
    @pranitamandal3242 2 года назад +2

    মানুষকে বিচার করতে গেলে ধর্ম কোনো ব্যাপার নয় - কথাটা সম্পূর্ণ সত্যি নয় , আংশিক সত্যি । কারণ এক এক ধর্ম এক এক রকম " বিশ্বাস " নিয়ে তৈরি । মানুষের বিশ্বাস তার ভাবনাকে তার কাজকে প্রভাবিত করে । এবং সব ধর্মই নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করে । আর সেখানেই বিভেদের বীজ রোপিত হয়েছে । আরও একটা বিষয় হলো সব ধর্মই মানুষের তৈরি ।

    • @seeker5634
      @seeker5634 2 года назад

      Apnar dharona bhul

    • @SOTOTA66
      @SOTOTA66 2 года назад

      Pranita Monda :তুমি একদম ঠিক বলেছো ,ধর্ম মানুষের সৃষ্টি ! আর দেরি নেই 50 -60 বছর পর ধর্ম বলে কিছু থাকবে না ( অন্ততঃ ভারতে ) কারণ তখন মানুষ এক মুঠো ভাত আর দুটো রুটি র জন্য মানুষ অস্থির হয়ে যাবে....! ফাঁকা মন্দির ,মসজিদে তখন ইঁদুর টিকটিকি উল্লাস নৃত্য করবে ! মানুষ ওখানে যাওয়ার কথা ভুলে যাবে ! পাগলের মতো নতুন জীবনের খোঁজ করবে !

    • @dhrubajyotisarmah6733
      @dhrubajyotisarmah6733 Год назад

      @@seeker5634 your dalla correct no dharma mane voidik .aboidik noi

  • @prasantrakar7737
    @prasantrakar7737 Год назад

    স্বর্ণমন্দির দর্শন করতে অজস্র হিন্দু যায় কিন্তু কজন মুসলিম যায়?

  • @banarjeerajan2348
    @banarjeerajan2348 2 года назад

    Sir aapni jonmo sutre kon dormer ?

  • @mdidrishahmed8146
    @mdidrishahmed8146 2 года назад

    Where and how could I get a copy or copies of the writings of Mardana along with the translations ?

    • @souvikbhattacharjee810
      @souvikbhattacharjee810 Год назад +1

      Contact with community called doms they are descendents of mardana.... I think it will help you

  • @kalidasmandal9683
    @kalidasmandal9683 Год назад +1

    গুরু নানক একজন সিদ্ধ পুরুষ। তাঁর গুরুর নাম কখনো তিনি প্রকাশ করেননি। তবে আমার মনে হয় তাঁর গুরু কোনো সুফি পীর ছিলেন। খুব অল্প সময়ের জন্য ই তিনি তাঁর সান্নিধ্য পেয়েছিলেন। তাই নানকের ধর্মে সুফিবাদের অনেক মিল খুঁজে পাওয়া যায়।

    • @adnanbabu2868
      @adnanbabu2868 Год назад +1

      গুরু নানক মুসলিম দরবেশ কবিরের শিষ্য ছিলেন।

  • @kuntalchaki4152
    @kuntalchaki4152 2 года назад +3

    এই ফুলেরটা তো কবিরের গল্প,

  • @sanatanpal6941
    @sanatanpal6941 4 месяца назад

    ভাইয়া, যেখানে মানুষ প্রজাতিতে মানবসন্তান উৎপাদনের প্রক্রিয়া একটা, সেখানে মানুষে মানুষে বিভেদ কেন ? আর বিভেদ থেকেই সৃষ্টি হয় অশান্তি, যেখানে শান্তিই প্রতিটি মানুষের জীবনে কাম্য।
    তাহলে আমাদের ভারতমাতার দেশে
    এমন বৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা স্থাপন
    করতে হবে, যাতে মানুষে মানুষে বিভেদ নয়, মিলনের পথে আগাতে
    হবে।
    আমার বয়স হয়েছে, তোমরা ভেবে দেখো, হটকারী হবে না, সবাইকেই একটা দেশে বাস করতে হবে।
    অসহায় কে সাহায্য করাই তো বড়ো
    ধর্ম।
    তাইতো স্বামী বিবেকানন্দ লিখেছেন,
    "বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর,
    জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর।"
    "ঈশ্বরে আল্লাহ তেরি নাম "
    জনসমাজে প্রনাম করে গেলাম।

  • @tutulchand5491
    @tutulchand5491 2 года назад

    লালন বা বাবা লোকনাথ ঠাকুর দের সমদর্শী..... 🙏

  • @tipusultan930
    @tipusultan930 Год назад +1

    ভাই আমাদের প্রিয় নেতা হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলবেন
    ইনশাআল্লাহ

    • @thegalposalpo
      @thegalposalpo  Год назад

      বলতে তো চাই। অনেকবার প্রস্তুতিও নিয়েছিলাম। কিন্তু হযরত মুহাম্মদের নাম বলতেই বিপত্তি বেঁধে গেল। প্রচুর মানুষ বললেন, তাঁর নামের আগে "সালাল্লাহু আলাইহি......" ইত্যাদি আরবী শব্দগুলি উচ্চারণ করতে হবে। গল্প বলতে গেলে কি অত কিছু রক্ষা করা সম্ভব হয়! আমি তো গল্পের চালে অসাধারণ মানুষদের জীবনের নানা ঘটনা সাধারণ মানুষকে জানাতে চাই। কিন্তু হযরত মুহাম্মদ এর ক্ষেত্রে সেটা আমার পক্ষে প্রায় সম্ভব হচ্ছে না কারণ আমি ঐ আরবি শব্দগুলি বলতে চাই না। তা পুরো ব্যাপারটা বিতর্কিত হতে পারে বলে আমি পিছিয়ে এসেছি।

    • @tipusultan930
      @tipusultan930 Год назад +4

      @@thegalposalpo আপনি শুধু " মুহাম্মাদ " বললেই হবে। নামের শেষে "সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম "বলা শুধু মুসলমানদের জন্য বাধ্যতামূলক

    • @RashedYaqub-m5j
      @RashedYaqub-m5j 4 месяца назад

      ​@@tipusultan930ঠিক। আপনার ঢঙে আপনি শুরু করুন।

  • @ratul-rh8hk
    @ratul-rh8hk 2 года назад +2

    আপনাকে আামাদের মাঝে পেতে চাই সব সময়।

  • @radhakantamondal3187
    @radhakantamondal3187 Год назад +7

    ধর্ম গুরু কোন জাতের এটি বিচার করা উচিত নয় কারন তিনিরা মানব জাতির কল্যাণে র জন্য আসেন।জয় শ্রী রাম।,

  • @rathindradey3985
    @rathindradey3985 Год назад +1

    যাহারা মহামানব তাদের কাছে, হিন্দু, ইসলাম,খীষটান বলে কিছু নেই, তাদের নিকট সব এক, উনারা সমদরশি,সেই সব মহানদের চরনে প্রনাম।

    • @RashedYaqub-m5j
      @RashedYaqub-m5j 4 месяца назад

      এমন মহামানব অল্প দিনেই লুপ্ত হয়ে যায়। এইসব হাল্কা ওজনের মতবাদ।

  • @ShamselHaqueChisty
    @ShamselHaqueChisty Год назад

    হিন্দু হলে চিতায় জ্বলবি মুসলিম হলে ঘুরে মানুষ হলে অনন্ত কাল থাকবে অমরপুরে চিশতি বাউল মানুষ হও

  • @Abcdefghji000akdn
    @Abcdefghji000akdn Год назад +3

    আমি অবাক হই,যারা আজের যুগেও নিজেকে সনাতন হিন্দু বলে দাবী করেন আবার মুসলিমরাও নিজেদেরকে সনাতন মুসলিম ধর্মের বলে দাবি করেন! আশ্চর্য!!! যারা এই সব দাবী করেন তাঁরা মধ্যযুগের বর্বর। হিন্দু 😀 সনাতন 😀 মুসলিম 😀 !যারা ধর্ম নীয়ে ভেদাভেদ করেন তাদের থেকে বনের পশু পাখি 🐦 অনেক ভালো।(আমার এই মন্তব্য থেকে যারা মনে আঘাত পাবেন তাঁরা নিশ্চয়ই সনাতন হিন্দু নয়তো সনাতন মুসলিম 😀) সনাতন 😀😀😀😀!আজথেকে মাএ দশ হাজার বছর আগে পৃথিবীতে কোনো ধর্মই ছিল না। (এবার হয়তো ভাববেন আমি নাস্তিক 😀 😀 )...এই চ্যানেলের কনটেন্ট Creatorকে অসংখ্য ধন্যবাদ ❤️🙏... কারণ আপনি সব ভিডিওতে মানবতার পক্ষে কথা বলেন এবং আমাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেন। ধন্যবাদ দাদা ❤️🙏

    • @RashedYaqub-m5j
      @RashedYaqub-m5j 4 месяца назад

      তা আপনার এই "মানবতা" ধারণাটাও একেবারে নতুন। আপনি সনাতনী মানবতাবাদী 😂😂

  • @debamitabhatta7822
    @debamitabhatta7822 2 года назад +1

    Ei kotha ami saint kobirer khetre sunechi konta sotyi janina

  • @debashishmallick529
    @debashishmallick529 2 года назад +5

    সব ধর্মের সর্বোচ্চ স্তরের নেতারা মোটামুটি একই কথা বলে থাকেন ৷ অন্তরের ঈশ্বর অনুভূর্তিই ধর্ম। কিন্তু সেখানে যাওয়ার জন্য অনেক পথ আছে ৷ এক একটা পথ হল এক একটা ধর্মমত ৷ এটা যেন আমরা ভুলে না যাই ৷ এই কথাটা হিন্দু ধর্মের মত আর কোথাও এত জোর -এর সাথে বলা হয়নি ৷ তাই হিন্দুধর্ম , আরও পরিষ্কারভাবে বললে সনাতন ধর্ম জননীস্বরূপ ৷

    • @seeker5634
      @seeker5634 2 года назад +1

      Apnar dharona bhul..

  • @KalipadaBiswas-tl2vp
    @KalipadaBiswas-tl2vp Год назад

    নমস্কার

  • @TheKauddin
    @TheKauddin 2 года назад +1

    Excellent presentation.

  • @BINDUSHAKHAR
    @BINDUSHAKHAR 4 месяца назад

    শিখ,জৈন,বৌদ্ধ ও খ্রীষ্ট ধর্মের মধ্যে সামান্য মতভেদ থাকলেও বিশেষ কোন সংঘাত হয়না।এই ধর্মগুলো ইসলামের ভয়ংকর নয়।যারা অন্য ধর্মাবলম্বীদের সহ্য করতে পারেন না ও মানতেও পারেন না।

  • @ashokeranjanchakraborty9918
    @ashokeranjanchakraborty9918 Год назад

    কিছু তথ্য আপনি বলেন নি । গুরু নানক জগন্নাথ দর্শন করতে পুরী গিয়ে ছিলেন কিন্তু সেবায়েত গন ঢুকতে দেয়নি । আবার কথিত আছে স্বয়ং প্রভু জগন্নাথ নানককে দেখা দেন ।প্রভুর সোনার থালায় নানকে প্রসাদ খাওয়ালেন। এই তথ্যটি ইউ টিউবে পাওয়া ।

  • @Nil-217
    @Nil-217 Год назад

    গুরু নানকের পিতার নাম কালু বেদী । তাঁরা জাতিতে ছিলেন হ্মত্রিয় তৎকালীন সময়ে ঐরকম আনচ্ঞলিক পোষাক বহু প্রচলিত ছিলো। যখন যে জাতি ভারতবর্ষ শাষণ করেছে মানুষের মুখেও সেই ভাষার একটা চল থাকে। গুরু গ্ৰন্থসাহিবজী পাঠ করলে অবাক হবেন ------ শ্রীমণ্ নিত্যানন্দ প্রভু দাহ্মিণাত্য ভ্রমণকালে তাঁকে দীহ্মা দিয়ে ছিলেন।

  • @basudebraha
    @basudebraha 2 года назад

    কাবা গল্প টা ছোট থেকে বাবার মুখে শুনেছি। সেই রকম ভাবে পুরী জগন্নাথ ধাম এ গুরু নানক এর এক গল্প আছে।

    • @seeker5634
      @seeker5634 2 года назад

      Mittha golpo

    • @sreejitsarkar5908
      @sreejitsarkar5908 Год назад

      @@seeker5634 chup kelane

    • @seeker5634
      @seeker5634 Год назад

      @@sreejitsarkar5908 aree mittha mittha

    • @shoubhikbiswas7111
      @shoubhikbiswas7111 Год назад

      @@seeker5634 চাঁদ দিখন্ডিত হ‌ওয়ার ঘটনা মিথ্যা, এর বাস্তবে কোনো প্রমাণ নেই।

  • @manerkotha6214
    @manerkotha6214 2 года назад

    Nanak er padabi ki chilo janale khub Bhalo hato.

  • @mohammadalidhaka2933
    @mohammadalidhaka2933 6 месяцев назад

    লালন শাহ কে নিয়ে কিছু বলেন

  • @BINDUSHAKHAR
    @BINDUSHAKHAR 4 месяца назад

    হিন্দুরা আজও তাদের ঘরে বৌদ্ধমূর্তি ও খ্রীষ্টমূর্তি রাখেন।

    • @RashedYaqub-m5j
      @RashedYaqub-m5j 4 месяца назад

      হমম, সেইজন্য উত্তর ভারতে খ্রীস্টান জনসংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। ভালইতো।
      আবার ইতিহাসে দেখতে পাই অষ্টম মশতকের পর সেন রাজাদের হাতে বৌদ্ধদের উপর এমন ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল যে সমতল জনপদ ছেড়ে বৌদ্দরা তল্পিতল্পা সহ পূব দিকের পাহাড়ি অঞ্চলে পালিয়ে বাঁচতে পেরেছিল। সেইজন্য পাহাড়ি এলাকাগুলো এখনও মূলতঃ বৌদ্ধ প্রধান। অন্য দিকে অশোক পরবর্তী যুগে নিম্নবর্ণের জনগণ প্রবলভাবে বৌদ্ধধর্ম গ্রহণ করতে থাকলে হিন্দু ধর্মের গুরুকুল প্রমাদ গুণতে শুরু করেন। সেই অবস্থায় ক্রমেক্রমে বৌদ্ধ ধর্মের প্রতাপ নিস্ক্রিয় করে দিতে বুদ্ধকে ভগবান আখ্যা দিয়ে হিন্দু ধর্মের ১০ম অবতার হিসেবে বরণ করার বিধান দেওয়া হয়। এখানে তথ্যগত কোন ভুল থাকলে সচেতন পাঠকের অংশগ্রহণ স্বাগতম।

  • @sknurulhudaskbanty5590
    @sknurulhudaskbanty5590 Год назад +1

    গুরু নানক,বাবা ফরিদ উদ্দীন চিশতীর শিষ্য ছিলেন (মুরিদ) ছিলেন, এ কথা জানা যায়।

  • @nuhunali2281
    @nuhunali2281 Год назад

    Pritibi sorbo sisto manob hozrat Mohammed (saw) tomi vol bole so

  • @kashidhampara
    @kashidhampara Год назад +1

    SIKHS AND HINDUS ARE BROTHERS SHARING INDIAN CULTURE AND VALUES

    • @zz-ly4qd
      @zz-ly4qd Год назад

      কালের গতিতে এটা শত্রুতায় পরিণত হবে। গোষ্ঠী সম্প্রদায় বিভাজনের জন্যই সৃষ্টি হয়। যেখানে মনে বিভাজন, তা বাস্তব রূপ নেবেই। আমি হিন্দু নই, এটাই বিভাজনের উৎস।

    • @sreejitsarkar5908
      @sreejitsarkar5908 Год назад +1

      @@zz-ly4qd tumi kelane

  • @purnimasarkarsong9697
    @purnimasarkarsong9697 2 года назад +3

    Sir It is personal opinion don't mind actually most of educated person was been against worship statue I have seen like Ishwar Chandra Vidyasagar, swamiji , Raja Rammohan ❤️❤️❤️

  • @kasturisengupta3139
    @kasturisengupta3139 2 года назад +1

    Dada, BUDDHADEB BOUDDHA chhilen na, GURU NANAK ki vabe SHIKH hote paren, SIKH shabdatar mane SHISHHYA, GURU ki kakhano SHISHHYA hon?!

  • @abdussalamsiddique680
    @abdussalamsiddique680 6 месяцев назад

    গুরু নানকের মহত্ত্ব তাহলে কোথায়?

  • @jagadishroy7516
    @jagadishroy7516 Год назад

    আপনি যা বললেন, আপনি নিজে কি তাই বিশ্বাস করেন - মৃতাদেহের পরিবর্তে ফুল!!!

    • @thegalposalpo
      @thegalposalpo  Год назад

      একদম না। প্রচলিত গল্পটি শুধু বলেছি।

  • @JhumurKhanom-m5b
    @JhumurKhanom-m5b Год назад

    গু

  • @SantanuBanerjie0510
    @SantanuBanerjie0510 2 года назад +1

    কবির সম্পর্কেও একই রকম বিতর্ক ছিল |

  • @gobindaganguly6392
    @gobindaganguly6392 2 года назад

    মহর্ষি জনক মানবকল্যান এ জগতে অবতীর্ণ হওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করলে ভগবান তা মঞ্জুর করেন * এই মহর্ষি জনকই গুরুনানক রুপে প্রথমে আবির্ভূত হয়ে ক্রমান্বয়ে দশবার জন্মগ্রহণ করেন শিখদের দশম গুরুরুপে - বলেছেন যুগবতার ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব *

    • @seeker5634
      @seeker5634 2 года назад

      Well, the Sikhs don't believe that..

  • @rabindranathmandal9027
    @rabindranathmandal9027 Год назад

    The remarks of Tapan Mandal is incorrect.