শুভ নয় একদমই। তবুও কিছু করার না থাকলে, সিঁড়িতে হালকা রং করুন। আর যেই দিক মুখ করে ঘরে ঢুকছেন, সেই দিকে mirror রাখুন।যাতে কেউ এলে তার প্রতিচ্ছবি আয়নাতে পরে।
@@monerakhun দরজা সিঁড়ির তলা দিয়ে দক্ষিণ মুখী অর্থাৎ আমরা যখন ঘ্রে প্রবেশ করি তকন আমাদের মুখ থাকে উত্তর দিকে। আয়না লাগানোর জায়গা আছে এটা লাগালেই কি আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবো। নূতন বাড়ি ১ বছর প্রবেশ করেছি।
@@ভাগ্যকথা আপনি তার সাথে আর্থিক অবস্থার উন্নতির জন্য কিছুটা দারুচিনি গুঁড়ো করে সাদা কাগজে মুড়ে নিজের মানিব্যাগে রেখে দিন। বৃহস্পতিবার বা শুক্রবার করে করবেন । আলমারি বাড়ির উত্তর দিকে রাখুন। 2 চামচ দুধ তুলসী গাছে ঢালবেন মঙ্গলবার ও বৃহস্পতিবার করে।
Ghum valo hobe temon kichu tips din.khub upokar hoy
একটি সম্পূর্ণ তেজ পাতা আর একটি শুকনো লঙ্কা বালিশের নীচে রেখে দিন। দেখবেন ভালো ঘুম হবে।7 দিন পর পাল্টে নেবেন।
@@monerakhun onek dhonyobad
জয় হনুমান
🙏
Dada akta kastomer totka din
Khub bhalo hoy
মানে কাস্টমার বাড়ানোর টোটকা?
@@monerakhun হে দাদা
@@debkumar5293 আপনি লাল কাপড়ের মধ্যে ফিটকিরি রেখে বৃহস্পতিবার করে ব্যবসার টাকার জায়গায় রেখে দিন।ফিটকিরিটি এক মাস পর পাল্টাবেন ।
ভাই আমার সামি সবাইকে টাকা ধার দেয় আমি কিছু করতে বললে করেনা। টোটকা দিন
সিঁড়ির তলা দিয়ে প্রধান প্রবেশ পথ। এটা শুভ না অশুভ। অশুভ হলে কি করব? প্রচুর আর্থিক সমস্যা আসছে কি এর জন্যই?
শুভ নয় একদমই।
তবুও কিছু করার না থাকলে,
সিঁড়িতে হালকা রং করুন।
আর যেই দিক মুখ করে ঘরে ঢুকছেন, সেই দিকে mirror রাখুন।যাতে কেউ এলে তার প্রতিচ্ছবি আয়নাতে পরে।
@@monerakhun দরজা সিঁড়ির তলা দিয়ে দক্ষিণ মুখী অর্থাৎ আমরা যখন ঘ্রে প্রবেশ করি তকন আমাদের মুখ থাকে উত্তর দিকে। আয়না লাগানোর জায়গা আছে এটা লাগালেই কি আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবো। নূতন বাড়ি ১ বছর প্রবেশ করেছি।
@@ভাগ্যকথা আপনি তার সাথে আর্থিক অবস্থার উন্নতির জন্য কিছুটা দারুচিনি গুঁড়ো করে সাদা কাগজে মুড়ে নিজের মানিব্যাগে রেখে দিন। বৃহস্পতিবার বা শুক্রবার করে করবেন ।
আলমারি বাড়ির উত্তর দিকে রাখুন।
2 চামচ দুধ তুলসী গাছে ঢালবেন মঙ্গলবার ও বৃহস্পতিবার করে।
@@monerakhun ধন্যবাদ আমি করে দেখব। যেন উপকার পাই। আর আপনি কি বাস্তু শেখান?
তোরন টি কি বুঝতে পারছি না
আমরা যে আমপাতার দড়িতে বেধে দরজায় উপর লাগাই। খানিকটা তার মতোনই। আপনি দশকর্মার দোকানে গিয়ে তোরন বলবেন, দিয়ে দেবে।