সিনেমা টা দেখার সুযোগ হলো ক্যালকাটা ইউনিভার্সিটির বাংলা স্নাতকের সিলেবাসে আছে বলে। প্রথম পার্ট টা দেখে খুব একটা মিনিংফুল লাগছিল না যখন পিছনের গল্পঃ টা জানলাম তখন সত্যিই অসাধারণ লাগলো ❤
বড় চমৎকার ও উৎকৃষ্ট মানের ছবি l মনে হচ্ছিলো সেই সুদূর অতীতে হারিয়ে গেলাম ক্ষনিকের জন্য l মোঘল আর বাদশাহী আমেজের স্মৃতির ভিতর নিজেকেই মনে হচ্ছিলো আমিই সেই যুগের একজন l ধন্যহ! সিনহা জি l
সৌমিত্র বাবুর ছবি আমার সব দেখা হয়ে গেছে বিশেষ করে সাদা কালো ছবি গুলো। খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত এই ছবিটা পেলাম অদেখা। কিন্তু না, বুঝতে পারলাম এটাও দেখেছি বহু বছর আগে। সৌমিত্র মানেই আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ। খুব মিস করি তাকে, আন্তর্জাতিক ক্ষেত্রে একমাত্র বাংলার গৌরব তিনি। আপনি যেখানেই থাকুন ভালো থাকুন।
স্যার, দয়া করে উত্তমকুমার অভিনিত "লালপাথর", " বাঘ বন্ধি খেলা", এবং বিকাশ রায় অভিনিত "উত্তর ফাল্গুনী" সিনেমাগুলি আপলোড করার চেষ্টা করবেন। মনে করুন ভিক্ষা চাইছি।
Rabindranath's story, Tapan Sinha's script & direction, Ali Akbar's music and ofcourse Bimal Mukherjee's master cinematography this was a classic movie. Got to see this after a long time. Thanks for uploading.
@@rimasaha6926 একদম। আমি শুধু চিন্তা করি, যদি আমি সেই যুগের দর্শক হতাম তাহলে হয়তো গলার মধ্যে Marry Me সাইন বোর্ড ঝুলিয়ে রাখতাম 😍😍। He is the ultimate boyfriend material.
শেষ দৃশ্য বড়ই উদাস করা, সত্যিকারের সমস্ত প্রেম কেন যে সাফল্য পায়না ঈশ্বর জানেন। তবে এমন সম্মোহন করা ছবি আমার জীবনে আর দ্বিতীয়টা দেখিনি। চমৎকার আবহ, লেখনী ও অভিনয়। এবার আমার অনেকটা সময় লাগবে এই মোহ থেকে স্বাভাবিক হতে 😅
আমি মিষ্টি মিষ্টি কথা বলে ছবিটার চাটুকারিতা করবো না। তপন সিনহার প্রতি শ্রদ্ধা রেখে বলছি... এটা গুরুর একটি ক্লাসিক abstract গল্প। গল্পকে সিনেমায় ফুটিয়ে প্রায় অসাধ্য কাজ আর এই গল্পটাত নামুনকিন। গল্পের আমেজ এ ছবিতে সামান্য। সবচেয়ে বড় ত্রুটি হলো মিউজিক। ওটা দিয়ে অনেকটা আমেজ আনা সম্ভব ছিল। যেমন... বাজে গো বীনা ( মান্না দে, মর্জিনা আবদাল্লা) গানটার মিউজিকের ধরনের বাজনা কাজে লাগানো। পুরুষের হেড়ে গলার উচ্চাঙ্গ সঙ্গীত এখানে প্রযোজ্য হয়নি। অনেক আগের ছবি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা... এই আরকি।
তপন সিংহের পরিচালনা, সৌমিত্র চট্টোপাধ্যায়, অরুন্ধতী দেবী, ছবি বিশ্বাস, রাধা মোহন ভট্টাচার্যের অভিনয়, ওস্তাদ আলী আকবর খানের সঙ্গীত, এই তিনের সমন্বয়ে নির্মিত অনবদ্য চলচ্চিত্রের এই সমালোচনা করেছে এমন একজন যে ধরণের চলচ্চিত্র বোঝবার দর্শক ই নয়🤔 আলী আকবর খানের আবহ সঙ্গীত, আমীর খা'র গাওয়া গানের সঙ্গে তুলনা করছে মর্জিনা আবদুল্লা ছবির। আবার আমীর খানের কণ্ঠ কে বলেছে 'হেড়ে'😅😊 নুনের পুতুল গেছে সাগর মাপতে😮
@@shibaniganguli2212 একদমই তাই। এইসব ছবি ও গায়ক সম্বন্ধে চটজলদি মন্তব্য একেবারেই অনভিপ্রেত 🙁 ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা ছবিতে শঙ্করের ( অনিল চট্টোপাধ্যায়) লিপে আছে আমীর খানের বিখ্যাত রাগ মারোয়া 👌
কোনো সন্দেহ নেই ছবিতে অনেক পয়সা খরচ হয়েছে কিন্তু মনে হয়না ছবিটা ভালো চলেছে। আমার মতে স্টোরি তেমন ভালো ছিলোনা, যতই রবীন্দ্রনাথ এর লেখা হোক। তপন সিনহা গুণী পরিচালক কিন্তু গল্প সুইট্যাবল না হলে বেচারা কি করবে ? উনি যদি সাধারণ গল্প নিয়ে ছবিটা বানাতেন তাহলে বেটার করতেন।
রবীন্দ্রনাথের এই অসাধারণ গল্প বলেই তপন সিংহ ছবিটি করেছিলেন। এইসব ছবি সাধারণত: যাকে হিট বলে তা সবসময় হয় না। পরিচালক, প্রযোজকরাও সেটা জেনেই এই ধরণের ছবিগুলো করেন যাতে একটি সম্পদ হয়ে থাকে 👌
সিনেমা টা দেখার সুযোগ হলো ক্যালকাটা ইউনিভার্সিটির বাংলা স্নাতকের সিলেবাসে আছে বলে। প্রথম পার্ট টা দেখে খুব একটা মিনিংফুল লাগছিল না যখন পিছনের গল্পঃ টা জানলাম তখন সত্যিই অসাধারণ লাগলো ❤
রবীন্দ্রনাথের এই অনবদ্য গল্পটা আগে পড়া নেই 🤔 সিনেমাটা দেখার সুযোগ হলো...... 🤫
কাহিনী- রবীন্দ্রনাথ এর বিখ্যাত গল্প, খুব সুন্দর ছবিটি, আপলোড করার জন্য অনেক ধন্যবাদ।
Khub sunder
Ok
@@maitreyikanjilalbyby1524😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 😅
বড় চমৎকার ও উৎকৃষ্ট মানের ছবি l মনে হচ্ছিলো সেই সুদূর অতীতে হারিয়ে গেলাম ক্ষনিকের জন্য l মোঘল আর বাদশাহী আমেজের স্মৃতির ভিতর নিজেকেই মনে হচ্ছিলো আমিই সেই যুগের একজন l ধন্যহ! সিনহা জি l
সৌমিত্র বাবুর ছবি আমার সব দেখা হয়ে গেছে বিশেষ করে সাদা কালো ছবি গুলো। খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত এই ছবিটা পেলাম অদেখা। কিন্তু না, বুঝতে পারলাম এটাও দেখেছি বহু বছর আগে। সৌমিত্র মানেই আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ। খুব মিস করি তাকে, আন্তর্জাতিক ক্ষেত্রে একমাত্র বাংলার গৌরব তিনি। আপনি যেখানেই থাকুন ভালো থাকুন।
অনেক ধন্যবাদ এই অসামান্য সিনেমাটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য। অনবদ্য সঙ্গীত পরিচালনা, উস্তাদ আলি আকবর খাঁ সাহেবের।🙏
অসাধারণ একটি সিনেমা❤
অনেক দিন ধরে সিনেমাটা দেখার ইচ্ছে ছিলো। ধন্যবাদ দেখানোর জন্য।
স্যার, দয়া করে উত্তমকুমার অভিনিত "লালপাথর", " বাঘ বন্ধি খেলা", এবং বিকাশ রায় অভিনিত "উত্তর ফাল্গুনী" সিনেমাগুলি আপলোড করার চেষ্টা করবেন। মনে করুন ভিক্ষা চাইছি।
Such a beautiful movie❤
Acha friend apni ki 5th sem a poren
অনেক অনেক ধন্যবাদ এই বিখ্যাত ছবিটি দেবার জন্য।
Darun ❤❤
Bolchi friend apni ki 5 th sem a poren akta help korben please
@@SayanJana-d4c ami 3rd semer student ami 5th seme pori na
@@shrutisarkar3286 ok
খুব সুন্দর & ভালো লাগলো অনেক ধন্যবাদ
1:26:38 ভাবা যায়না সৌমিত্র চট্টোপাধ্যায় এত সুন্দর হিন্দি বলতে পারতেন?সত্যিই উনি প্রকৃত মহানায়ক 🙏🙏🙏
সৌমিত্র চট্টোপাধ্যায় অনেক সাক্ষাৎকারে বলেছেন, তপন সিংহের কাছে আমি অনেক কিছু শিখেছি। অভিনয়, হাটা, হিন্দি বলা, ঘোড়ায় চড়া ইত্যাদি👌
উনি দারুন অভিনেতা এবং নায়ক। মহানায়ক কিন্তু একজনই।
Rabindranath's story, Tapan Sinha's script & direction, Ali Akbar's music and ofcourse Bimal Mukherjee's master cinematography this was a classic movie. Got to see this after a long time. Thanks for uploading.
সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছবি দেখতে বসলে বিপদে পড়ে যাই, উনাকেই দেখবো নাকি তাঁর অভিনয় দেখবো! এত নিষ্পাপ অথচ বুকে ব্যথা দেয়ার মতো সুন্দর মুখশ্রী! উস্তাদ আকবর আলী খানের অসাধারণ সঙ্গীত রীতিমতো অনবদ্য। আর অরুন্ধতী দেবীর কথা কী বলবো, ধ্রুপদী সুন্দরী। সবমিলিয়ে চমৎকার ছবি।
আমি একেবারে একমত। উনি আমার belated yet evergreen crush. 🥹
@@rimasaha6926 একদম। আমি শুধু চিন্তা করি, যদি আমি সেই যুগের দর্শক হতাম তাহলে হয়তো গলার মধ্যে Marry Me সাইন বোর্ড ঝুলিয়ে রাখতাম 😍😍। He is the ultimate boyfriend material.
ঠিক বলেছেন সুন্দর নিষ্পাপ কিন্তু কেমন অভিমান ব্যাথা ভরা চাহনি ۔কি ব্যাখ্যা কে জানে
Excellent movie. Many many thanks for uploading this movie.
বাংলা ছবির সম্বন্ধে বাঙালি হয়ে বাংলায় মন্তব্য করলে বিষয়ের সঙ্গে সাযুজ্যপূর্ণ হতো
শেষ দৃশ্য বড়ই উদাস করা, সত্যিকারের সমস্ত প্রেম কেন যে সাফল্য পায়না ঈশ্বর জানেন। তবে এমন সম্মোহন করা ছবি আমার জীবনে আর দ্বিতীয়টা দেখিনি। চমৎকার আবহ, লেখনী ও অভিনয়। এবার আমার অনেকটা সময় লাগবে এই মোহ থেকে স্বাভাবিক হতে 😅
অসাধারণ একটি সিনেমা ছিলো
খুব ভালো লাগলো সিনেমাটি
asadharan picture anekbar dekheo ash meteni
যে ছবিতে ছবি বিশ্বাস আছে সেই ছবি হিট হবে এটাই স্বাভাবিক।
ছবি বিশ্বাস অনবদ্য অভিনেতা 👌 কিন্তু এই ছবিতে উনি মুখ্য ভূমিকায় ছিলেন না।
হিট নয়××× আনন্দ, শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে
দেখা হয় ছবিগুলি 👏
অসাধারণ
সাইফুল। ভৈরব, কিশোরগঞ্জ
০৮/১২/২০২৩
Ki66u bolar nei r ....amon sundor cinema .
51:00 অসাধারন নৃত্য শৈলী,তার সাথে অসাধারন মিউজিক।
ei rokom cenema dekhar por bakrudhho hoe jai
মহানায়ক উত্তম কুমারের "কার পাপে"? সিনেমা টা প্লিজ আপলোড করুন।
Thank you
Sangsar simante chai🙏🙏
Nice
Excellent movie
Asadharon cinema
২২-১১-২০২৩ মুভিটা দেখলাম
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ভালো তো হবেই, তবে তখনকার দিনে অল্প সাধনে এই সিনেমা করা একমাত্র শ্রদ্ধেয় তপন কুমার সিনহার পক্ষেই সম্ভব। 🙏🏿🙏🏿🙏🏿
ধন্যবাদ।
১০/০৯/২০২৩
মানিক হার। গোপালগঞ্জ
🇧🇩
48:49 Ah, the Rubaiyat of Omar Khayyam
পুরো সিনেমাটা দিন
বড় কঠিন। ছায়াছবির মর্মার্থ বুঝতে পারলাম না।
😏
বুঝতে মন লাগে
Place name & place
Chiro Kumar Sabha cinema ti dekhte chai
कृपया नाम बताएँ मूवी का ---- एक बंगाली मूवी में सौमित्र चटर्जी ने अपनी माँ को अपने से हाथ छुड़ाकर पानी में बहने दिया था ।
Jyotishi naam tha uss movie ka
05/12/2023
🍁 Start now
আমি মিষ্টি মিষ্টি কথা বলে ছবিটার চাটুকারিতা করবো না। তপন সিনহার প্রতি শ্রদ্ধা রেখে বলছি... এটা গুরুর একটি ক্লাসিক abstract গল্প। গল্পকে সিনেমায় ফুটিয়ে প্রায় অসাধ্য কাজ আর এই গল্পটাত নামুনকিন। গল্পের আমেজ এ ছবিতে সামান্য। সবচেয়ে বড় ত্রুটি হলো মিউজিক। ওটা দিয়ে অনেকটা আমেজ আনা সম্ভব ছিল। যেমন... বাজে গো বীনা ( মান্না দে, মর্জিনা আবদাল্লা) গানটার মিউজিকের ধরনের বাজনা কাজে লাগানো। পুরুষের হেড়ে গলার উচ্চাঙ্গ সঙ্গীত এখানে প্রযোজ্য হয়নি। অনেক আগের ছবি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা... এই আরকি।
তপন সিংহের পরিচালনা, সৌমিত্র চট্টোপাধ্যায়, অরুন্ধতী দেবী, ছবি বিশ্বাস,
রাধা মোহন ভট্টাচার্যের অভিনয়, ওস্তাদ আলী আকবর খানের সঙ্গীত, এই তিনের সমন্বয়ে নির্মিত অনবদ্য চলচ্চিত্রের এই সমালোচনা করেছে এমন একজন যে ধরণের চলচ্চিত্র বোঝবার দর্শক ই নয়🤔
আলী আকবর খানের আবহ সঙ্গীত, আমীর খা'র গাওয়া গানের সঙ্গে তুলনা করছে মর্জিনা আবদুল্লা ছবির। আবার আমীর খানের কণ্ঠ কে বলেছে 'হেড়ে'😅😊
নুনের পুতুল গেছে সাগর মাপতে😮
এইসব অর্বাচীন মন্তব্য থেকে বোঝা যায়
মন্তব্যকারী এসব ছবির প্রকৃত দর্শক নয়।
ওস্তাদ আমীর খানের কণ্ঠ কে বলছে 'হেড়ে গলা 🤔😂
অসাধারণ সিনেমা
উচ্চাঙ্গ সংগীত মনে হয় উনি শোনেন না তাই আমির খাঁ সম্বন্ধে এই মন্তব্য করতে পেরেছেন।
@@shibaniganguli2212 একদমই তাই।
এইসব ছবি ও গায়ক সম্বন্ধে চটজলদি মন্তব্য
একেবারেই অনভিপ্রেত 🙁
ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা ছবিতে শঙ্করের
( অনিল চট্টোপাধ্যায়) লিপে আছে আমীর খানের বিখ্যাত রাগ মারোয়া 👌
কোনো সন্দেহ নেই ছবিতে অনেক পয়সা খরচ হয়েছে কিন্তু মনে হয়না ছবিটা ভালো চলেছে। আমার মতে স্টোরি তেমন ভালো ছিলোনা, যতই রবীন্দ্রনাথ এর লেখা হোক। তপন সিনহা গুণী পরিচালক কিন্তু গল্প সুইট্যাবল না হলে বেচারা কি করবে ? উনি যদি সাধারণ গল্প নিয়ে ছবিটা বানাতেন তাহলে বেটার করতেন।
রবীন্দ্রনাথের এই অসাধারণ গল্প বলেই তপন সিংহ ছবিটি করেছিলেন। এইসব ছবি সাধারণত: যাকে হিট বলে তা সবসময় হয় না। পরিচালক, প্রযোজকরাও
সেটা জেনেই এই ধরণের ছবিগুলো করেন
যাতে একটি সম্পদ হয়ে থাকে 👌
@@-ey8vbএটা ঠিক
@@ron123mr স্টোরি = গল্প।
স্যুটেবল (স্যুইট্যাবল ××××) = উপযুক্ত, উপযোগী
@@-ey8vbসঠিক বলেছেন।
@@banibratadas2589 ধন্যবাদ 🤝