দেশকে যারা ভালো বাসে দেশের জন্য করে কাজ তাদের উন্নতি তো হবেই তাতে নেই তো কোনো লাজ। নেই হানাহানি কাটাকাটি নেই কো কোনো দ্বন্দ্ব তাতেই এত উন্নতি, নেই তো কোনো সন্দ। গগন চুম্বী অট্টালিকা চমৎকার সব ভবন দেখে শুনে অবাক হয়েছি আমরা সঙ্গে ভাই সুমন। ধন্যবাদ সুমন ভাই ।ভালো থাকবেন সুস্থ্য থাকবেন ।আপনার চীন সফর সফল হোক। বয়ে আনুক শান্তি বাণী।
ভাইয়া আপনার ভিডিও তিনবছর ধরে দেখছি আমি ভুল না করেলে হয়তো সাংবাদিকও ছিলেন তখন থেকে চেনা আপনাকে, এত দেশে যান বাংলাদেশের বাহিরে এত কষ্ট করেন, হয়তো ভিডিওর টাকা ভিডিওতেই চলে যায়, তারপরও মানুষকে দেখান নিজেরও ভালো লাগে, তবে আপনি যখন ক্লান্ত হয়ে ঘুরে ফিরে দেখান আপনার মুখটা এত শুকনো গলার সুর এত শুকনো, মনে হয় অনেকটা ক্ষুধার্ত, বিভিন্ন দেশে গেলে অনেক ভাষা নিয়েও প্রবলেমে পড়েন কাজ যেটাই হোক আসলে পরিশ্রমই, অনেক অনেক দোয়া ও ভালোবাসা ভাইয়া আপনার জন্য❤
মেট্রোরেল পাতালপথ এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৃতীয় টার্মিনাল নভোথিয়েটা এগুলো করেছে তার শুকরিয়া আদায় করন।৭টি বিশ্ববিদ্যালয়ে থেকে ৫২ টি। ২০ পলিটেকনিক থেকে ২য় শিফট ধরলে ১০৬ টাকার। ৫টি মেডিকেল কলেজ থেকে ৫০টি ইত্যাদি।
সুমন ভাই আমি ভারতের আসাম শিলচর থেকে দেখছি,, আমি তোমার ভিডিও সব সময় দেখি,, মক্কা শরীফ ও মদিনা শরীফ,, এবং মিজোরামের সব দেখেছি, তুরস্ক ডান্সিং বেশ সুন্দর লাগছে
চীন যে অনেক দুর এগিয়েছে জানতাম, কিন্তু প্রযুক্তি ও উন্নতির শীর্ষে এতোদুর এগিয়েছে আপনার ভিডিও না দেখলে হয়তো বিশ্বাসই করতামনা।। আমি মুষ্টিমেয় যে কয়েকজনের ভিডিও দেখে স্বস্তি, আনন্দ পাই এবং বিশ্বাস করি,, সে কয়েকজনের মধ্যে আপনি শীর্ষে। আপনার মঙ্গল কামনা করি
আপনার ভিডিও দেখে! আজকে একটি ধারণা পেলাম! মানুষ যদি এত সুন্দর স্থাপনা তৈরি করতে পারে! আমাদের রব মহান (আল্লাহ) তায়ালl( জান্নাত)না কত সুন্দর করেই তৈরি করেছে !সেজদা তোমায় আল্লাহ
কি সুন্দর পরিবেশ,গাছগুলো ও রেখেছে,কাটেনি, যা প্রকৃতির জন্য খুবই ভালো।কোথাও কোন কোলাহল নেই,দূর্নিতি, মারামারি,হানাহানি,লুটতরাজ,রাজনৈকিক দাঙ্গা, কিছুই নেই।
চীন ও জাপান বাংলাদেশ থেকে কমপক্ষে ৫০০ বছর এগিয়ে আছে, তবু ও হাসিনা বলছে আমরা নাকি স্মার্ট ও ডিজিটাল দেশ হয়ে গেছি, সেই হিসেবে চীন ও জাপান কে হাসিনা কি বলবে।
বাংলাদেশের মানুষের বেরেইন চায় কিভাবে সভাপতি,সহ-সভাপতি আর সমন্বয়ক, সহ-সমন্বয়ক, ধর্মের খেলাফত অর্জন করা যায়। চিনএবং জাপানের ৭০% লোক ধর্ম বিশ্বাস করেনা। বাংলাদেশে হলে কি হতো জানেন??? কাফের কাফের মালাউন 😂😂😂😂 কিন্তু দেখেন মানবতা সভ্যতা আভিজাত্যতা শুধু তাদের মাঝেই আছে।❤❤❤
চীনে কয়বার গিয়েছেন,কতটুকু জানেন চীন সম্পর্কে? এই শহরের থেকে বেশি দূর নয় যেখানে গ্রামের দেখা পাবেন। আমাদের থেকেও করুন অবস্থায় আছে গ্রামের অনেক মানুষ। চীন হলো অশুভংকরের ফাকি। এতো সস্তায় শ্রম চায়নায়, দ্রব্য মুল্যের দাম কমের কারন এই সস্তায় শ্রম।
অনেক সুন্দর ভাল লাগল. সুমন ভাই ধন্যবাদ আপনাকে,আপনার উপস্থানা আমার খুব ভাল লাগে,মনে হচ্ছে আমি নিজে ওখানে আছি,সত্য আপনার ভিডিও বর্ণনা দেওয়া এত সুন্দর,মনে হচ্ছে আমি আপনার সাথেই আছি। এরকম ফিল হচ্ছে।
আমি,পশ্চিমবঙ্গ, ভারত থেকে।আপনার অনেক ভিডিও আমি দেখি খুব ভালো লাগে। আজও এই ভিডিও টি দেখতে দেখতে মনে হচ্ছিল যেন শেষ না হয়। বাড়ি তে বসেই চিন ভ্রমন করলাম আপনার ভিডিও র সুবাদে, খুব ব ভালো লাগলো, ভালো থাকবেন। ধন্যবাদ.....
আসসালামুয়ালাইকুম ভাই কেমন আছেন আমি এর আগে আপনার চীন দেশের একটা ভিডিও দেখছিলাম যেটা প্রথমে ভিডিওটি আপলোড করেছিলেন সেই ভিডিওটা আমি দেখেছিলাম অনেক আমার কাছে ভালো লাগে ছিল আপনি সুন্দর সুন্দর ভিডিও গুলো ছাড়বেন এরপর আপনি যাবেন মরিশাস
সালাউদ্দিন সুমন ভাই আপনার ভিডিও গুলো সবই আমি দেখি চীনের সিরিয়াল গুলো অবশ্যই দেখবো আপনি আমার কে চীনের প্রাচীরের ভিডিও গুলো অবশ্যই দেখাবেন আপনাকে আল্লাহ সুবহানাতায়ালা হাজার বছর হায়াত দান করুন
একটা বিষয় অবাক হয়েছি, জিলাপির প্যাচের মতন রাস্তা ও ফ্লাইওভার সেই সাথে জগৎ বিখ্যাত ও রেকর্ড করা বিল্ডিং অথচ শহর সাজিয়েছে গাছাপালা দিয়ে কতটা মানুষকতা ভালো হলে এমন পরিবেশ তৈরি করা সম্ভব আর কতটা আধুনিক শহর ও মানুষ। আগে মানুষ হওয়া জরুরি। তা হলে বাংলাদেশটাও কিছুটা উন্নত হতো।
_Our country will be developed one day_ *TALK IS CHEAP.* WHEN your bangladesh looks like Japan and China and South Korea and Singapore then you can open YOU BIG MOUTH. *THE WORLD LAUGHS AT PERSON WHO BRAG AND BOAST AND TALK BIG SHIIITTTEE BUT DO ABSOLUTELY NOTHING.*
❤ আসসালামুয়ালাইকুম সুমন ভাই। আপনার এই প্রতিবেদনটা খুবই ভালো লাগলো। আপনার দেখানো এই প্রতিবেদনে অনেক মজা পেলাম। এবং আশাও বেড়ে গেল। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আমিও যাব। শুভকামনা রইল ভাই❤
আমরা কুয়োর ব্যাঙ এর মতো জীবন কাটাচ্ছি। এত বড় দুনিয়াতে কত কিছু দেখার ও জানার আছে,কিন্তু ভাগ্যে নেই। আপনার চোখ দিয়ে অনেক কিছু দেখলাম। ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
ভাই সুমন, তোমার প্রতিটি ভিডিও অসাধারণ। যেমন নিখুঁত ভাবে তুমি বর্ণনা করো আর তোমার একদম স্বাভাবিক শৈল্পিক বাংলা বচন আমাকে বারে বারে টানে তোমার ভিডিও গুলা দেখার জন্য। তোমার উত্তরোরতর উন্নতি কামনা করছি।
সুমন ভাই,,, আপনার ভিডিও দেখে চীন দেশ ঘুরে দেখার অনুভূতির স্বাদ গ্রহন করলাম। কারন আমার তো পয়সা খরচ করে দেখার সাধ্য নাই। তাই আপনার বিভিন্ন দেশের ভ্রমন ভিডিও গুলো মনোযোগ দিয়ে A to Z পর্যন্ত দেখি।
সালাউদ্দিন সুমন সাহেব, আপনার প্রত্যেকটা ভিডিও অনেক সুন্দর লাগে। চায়না ট্যুরের দুইটা ভিডিও দেখে ফেলেছি, এবং দুইটিই অসাধারণ ছিল। পরবর্তী পর্বগুলো দেখার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।
আপনি বেঁচে থাকুন হাজার বছর প্রিয় সালাহউদ্দীন সুমন ভাই কারণ আপনার মাধ্যমে আজকের এই আধুনিক বিশ্বের অনেক অজানা তথ্য জানতে পারলাম ও অনেক আকর্ষণীয় ও দর্শনীয় জায়গা দেখতে পারলাম❤🙏।
সৃষ্টি আর শ্রস্টা আলাদা কিছু নয়,,সৃষ্টির মাধ্যমেই শ্রস্টার প্রকাশ।। তবুও কিছু মানুষের ভিন্ন মত থাকবেই,,তাতে শ্রস্টার যায় আসে না। তিনি সুমহান আরশিল আজীমের অধিপতি!!
I am not a fan of your episode but I appreciate your presentation episodes. I watch from London and I like it a lot and your style of conversation is very interesting. Thank you.💕😊✈️🤝🇧🇩🇨🇳🇬🇧
খুব ই ভালো লাগলো, একমাত্র সঠিক রাজনৈতিক ব্যবস্থা ই একটি দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে
দেশকে যারা ভালো বাসে দেশের জন্য করে কাজ
তাদের উন্নতি তো হবেই তাতে
নেই তো কোনো লাজ।
নেই হানাহানি কাটাকাটি নেই কো কোনো দ্বন্দ্ব
তাতেই এত উন্নতি, নেই তো
কোনো সন্দ।
গগন চুম্বী অট্টালিকা চমৎকার সব ভবন
দেখে শুনে অবাক হয়েছি আমরা সঙ্গে ভাই সুমন।
ধন্যবাদ সুমন ভাই ।ভালো থাকবেন সুস্থ্য থাকবেন ।আপনার চীন সফর সফল হোক। বয়ে আনুক শান্তি বাণী।
চীন যে কতো আধুনিক তা আপনার বিডিওর মাধ্যমে ওয়াংঝু শহর না দেখলে বুঝতামিই না❤ধন্যবাদ সুমন ভাই ❤
চিন আরো বেশি উন্নত। এখানে কিছু জিনিস দেখেছেন।
আমার মতে চিন জাপান হতেও বেশি উন্নত।
ight
@@BDBigBangright
এত সুন্দর গোছানো ভাবে আগে কখনো চিন দেখা হয় নাই, ধন্যবাদ সুমন ভাইকে।
ভাইয়া আপনার ভিডিও তিনবছর ধরে দেখছি আমি ভুল না করেলে হয়তো সাংবাদিকও ছিলেন তখন থেকে চেনা আপনাকে, এত দেশে যান বাংলাদেশের বাহিরে এত কষ্ট করেন, হয়তো ভিডিওর টাকা ভিডিওতেই চলে যায়, তারপরও মানুষকে দেখান নিজেরও ভালো লাগে, তবে আপনি যখন ক্লান্ত হয়ে ঘুরে ফিরে দেখান আপনার মুখটা এত শুকনো গলার সুর এত শুকনো, মনে হয় অনেকটা ক্ষুধার্ত, বিভিন্ন দেশে গেলে অনেক ভাষা নিয়েও প্রবলেমে পড়েন কাজ যেটাই হোক আসলে পরিশ্রমই, অনেক অনেক দোয়া ও ভালোবাসা ভাইয়া আপনার জন্য❤
অসংখ্য ধন্যবাদ সালাউদ্দিন ভাই ও নিলয় দাদার জন্য আপনাদের দ্বারাই আমরা বাংলাদেশের মানুষ ঘরে বসেই চীন শহর দেখতেছি শুভকামনা রইল আপনাদের জন্য
মেট্রোরেল পাতালপথ এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৃতীয় টার্মিনাল নভোথিয়েটা এগুলো করেছে তার শুকরিয়া আদায় করন।৭টি বিশ্ববিদ্যালয়ে থেকে ৫২ টি। ২০ পলিটেকনিক থেকে ২য় শিফট ধরলে ১০৬ টাকার। ৫টি মেডিকেল কলেজ থেকে ৫০টি ইত্যাদি।
আপনার প্রফেশনটাই সবথেকে বেস্ট আমি মনে করি,
একদিকে টাকা কামাচ্ছেন, অন্যদিকে পৃথিবীটা দেখা হয়ে যাচ্ছে,
শুভকামনা রইল,,,,
সুমন ভাই আমি ভারতের আসাম শিলচর থেকে দেখছি,, আমি তোমার ভিডিও সব সময় দেখি,, মক্কা শরীফ ও মদিনা শরীফ,, এবং মিজোরামের সব দেখেছি, তুরস্ক ডান্সিং বেশ সুন্দর লাগছে
❤❤
Hello love from China, Thank you for visiting China
আপনার চোখ দিয়ে সারা দুনিয়া দেখা হয়ে যাচ্ছে, সুমন ভাই ধন্যবাদ আপনাকে
চীন যে অনেক দুর এগিয়েছে জানতাম, কিন্তু প্রযুক্তি ও উন্নতির শীর্ষে এতোদুর এগিয়েছে আপনার ভিডিও না দেখলে হয়তো বিশ্বাসই করতামনা।।
আমি মুষ্টিমেয় যে কয়েকজনের ভিডিও দেখে স্বস্তি, আনন্দ পাই এবং বিশ্বাস করি,, সে কয়েকজনের মধ্যে আপনি শীর্ষে।
আপনার মঙ্গল কামনা করি
Welcome more Bangladeshi friends to travel to China, love from Guangzhou, China👄
油管二极管
Thank,s
Form Bangladesh
Would you Come to Bangladesh one day?
Hi
আপনার ভিডিও দেখে! আজকে একটি ধারণা পেলাম! মানুষ যদি এত সুন্দর স্থাপনা তৈরি করতে পারে! আমাদের রব মহান (আল্লাহ) তায়ালl( জান্নাত)না কত সুন্দর করেই তৈরি করেছে !সেজদা তোমায় আল্লাহ
❤❤❤..
আমিও মে মাসে চীনের গুয়াংজুতে গেছিলাম। ক্যান্টন টাওয়ারে উঠছিলাম, ভালোই লাগছে।
ভাই একমাত্র আপনার ভিডিও গুলো না টেনে আমি দেখি।খুব ভালো লাগে। দোয়া চাই আমার-ও স্বপ্ন আছে। আল্লাহ যেন কবুল করেন আমিন। ❤❤❤❤
অসংখ্য ধন্যবাদ সালাউদ্দিন ভাই আপনার দ্বারাই আমরা ঘরে বসেই দেখতে পাচ্ছি চীন শহর
কি সুন্দর পরিবেশ,গাছগুলো ও রেখেছে,কাটেনি, যা প্রকৃতির জন্য খুবই ভালো।কোথাও কোন কোলাহল নেই,দূর্নিতি, মারামারি,হানাহানি,লুটতরাজ,রাজনৈকিক দাঙ্গা, কিছুই নেই।
চীন ও জাপান বাংলাদেশ থেকে কমপক্ষে ৫০০ বছর এগিয়ে আছে, তবু ও হাসিনা বলছে আমরা নাকি স্মার্ট ও ডিজিটাল দেশ হয়ে গেছি, সেই হিসেবে চীন ও জাপান কে হাসিনা কি বলবে।
বাংলাদেশের মানুষের বেরেইন চায় কিভাবে সভাপতি,সহ-সভাপতি আর সমন্বয়ক, সহ-সমন্বয়ক, ধর্মের খেলাফত অর্জন করা যায়।
চিনএবং জাপানের ৭০% লোক ধর্ম বিশ্বাস করেনা। বাংলাদেশে হলে কি হতো জানেন??? কাফের কাফের মালাউন 😂😂😂😂
কিন্তু দেখেন মানবতা সভ্যতা আভিজাত্যতা শুধু তাদের মাঝেই আছে।❤❤❤
সভ্যতার দিক দিয়ে তারা আমাদের থেকে পিছিয়ে আছে। কিন্তু প্রযুক্তির দিক দিয়ে তারা এগিয়ে আছে
চীনে কয়বার গিয়েছেন,কতটুকু জানেন চীন সম্পর্কে?
এই শহরের থেকে বেশি দূর নয় যেখানে গ্রামের দেখা পাবেন। আমাদের থেকেও করুন অবস্থায় আছে গ্রামের অনেক মানুষ।
চীন হলো অশুভংকরের ফাকি।
এতো সস্তায় শ্রম চায়নায়, দ্রব্য মুল্যের দাম কমের কারন এই সস্তায় শ্রম।
Bangladesh er manush je kharap oita to bolben na to bortoman shorkar ki bal chirtase?
তোমারা সভ্যতা বুজো, ওদের দেশের একটা ছোট বাচ্চা যে সভ্যতা বুজে তা তুমিও বুজো না।@@MASUD_KHAN.
চীন দেশ অনেক উন্নত ভাই❤
অনেক সুন্দর একটি দেশ আপনার মাধ্যমে দেখতে পারলাম, ধন্যবাদ ভাই
চায়না তো বেশ গোছানো এবং সুন্দর।
আমার ব্যবসায়িক প্রয়োজনের আমি বেশ কয়েকবার চায়নাতে গিয়েছি। সেই সুবাদে আমি চায়নার বেশ কিছু সিটিতে ঘুরেছি এবং নতুন উন্নত চায়নাকে দেখেছি। 😊😊
অনেক সুন্দর ভাল লাগল. সুমন ভাই ধন্যবাদ আপনাকে,আপনার উপস্থানা আমার খুব ভাল লাগে,মনে হচ্ছে আমি নিজে ওখানে আছি,সত্য আপনার ভিডিও বর্ণনা দেওয়া এত সুন্দর,মনে হচ্ছে আমি আপনার সাথেই আছি। এরকম ফিল হচ্ছে।
খুবই ভালো লাগে আপনার ভিডিও গুলো।
অনেক অনেক শুভেচ্ছা রইলো
কত উন্নত দেশ চিন,৷ ❤
আমি,পশ্চিমবঙ্গ, ভারত থেকে।আপনার অনেক ভিডিও আমি দেখি খুব ভালো লাগে। আজও এই ভিডিও টি দেখতে দেখতে মনে হচ্ছিল যেন শেষ না হয়। বাড়ি তে বসেই চিন ভ্রমন করলাম আপনার ভিডিও র সুবাদে, খুব ব ভালো লাগলো, ভালো থাকবেন। ধন্যবাদ.....
বাংলাদেশ এরকম তৈরি হতে এখনো ৫০০ বছর লেগে যাবে,, আফসোস! আমাদের দেশকে নিজের চোখে এমন উন্নত দেখে যেতে পারবো না 😢
আপনার ধারণা খুবই বাজে নিজের প্রতি আস্থা রাখুন আল্লাহর প্রতি ভরসা রাখুন ইনশাআল্লাহ কয়েক বছরের মধ্যে বাংলাদেশেও এরকম অভূতপূর্ণ পরিবর্তন আসতে পারে
😅😅@@AzizurRahman-hp2lc
ভারতের সঙ্গে দেশটি মিলিয়ে নিয়ে নাও তাহলে হবে। বাংলাদেশ আলাদা থাকলে হবে না, কারণ বাংলাদেশের নেতারাই দূর্নীতিতে মগ্ন হয়ে থাকেন।
হাসিনা থাকলে বাশ কে রড বানিয়ে ১৩২ তলা বিল্ডিং বানিয়ে ফেলতো
কিভাবে দেখবেন আপনার দেশের ৯৯% মানুষ অসৎ চোর।
আসসালামুয়ালাইকুম ভাই কেমন আছেন আমি এর আগে আপনার চীন দেশের একটা ভিডিও দেখছিলাম যেটা প্রথমে ভিডিওটি আপলোড করেছিলেন সেই ভিডিওটা আমি দেখেছিলাম অনেক আমার কাছে ভালো লাগে ছিল আপনি সুন্দর সুন্দর ভিডিও গুলো ছাড়বেন এরপর আপনি যাবেন মরিশাস
সালাউদ্দিন সুমন ভাই আপনার ভিডিও গুলো সবই আমি দেখি চীনের সিরিয়াল গুলো অবশ্যই দেখবো আপনি আমার কে চীনের প্রাচীরের ভিডিও গুলো অবশ্যই দেখাবেন আপনাকে আল্লাহ সুবহানাতায়ালা হাজার বছর হায়াত দান করুন
সুমন ভাই আমরা ঘরে বসে চিন শহর দেখতে পারছি এটাই বা কম কিসের। খুব ভালো লাগছে।
একটা বিষয় অবাক হয়েছি, জিলাপির প্যাচের মতন রাস্তা ও ফ্লাইওভার সেই সাথে জগৎ বিখ্যাত ও রেকর্ড করা বিল্ডিং অথচ শহর সাজিয়েছে গাছাপালা দিয়ে কতটা মানুষকতা ভালো হলে এমন পরিবেশ তৈরি করা সম্ভব আর কতটা আধুনিক শহর ও মানুষ। আগে মানুষ হওয়া জরুরি। তা হলে বাংলাদেশটাও কিছুটা উন্নত হতো।
ভাই আপনার আমি সব ভিডিও গুলোই দেখি। সব সিরিজ দেখেছি । খুব ভালো বাসি আপনাকে আপনার প্রতিটা ভিডিও গুলোকে । ❤❤
আপনার ভিডিও গুলো যতই দেখি ততই মুগ্ধ হই। আপনার এ কর্মের জন্য আপনাকে ধন্যবাদ।
আপনার প্রত্যেকটি ভিডিও দেখা হয়। আপনার উপস্থাপনা অনেক সুন্দর।
অবিরাম ভালবাসা ❤️❤️
দোয়া ও শুভকামনা রইল। ভাই
আমিও বেঙ্গল ভিস্তা থেকে ভিসা প্রিন্সিং করব ভাই ইনশাআল্লাহ ❤️❤️❤️আপনি বাংলাদেশ আসবেন কবে ভাই
ধন্যবাদ ভাই আপনাকে, আপনার ভিডিও তে ফাস্ট টাইম চায়না শহর দেখলাম।দূ❤
আসুন আমরা ও দেশ কে ভালোবাসি।। আমাদের দেশ ও একদিন উন্নত হবে।।ইনশাআল্লাহ
সিন্ডিকেট না থামলে কোনদিন উন্নত হবে না বাংলাদেশ।
আপনাদের দেশ সেদিন উন্নত হবে যেদিন ধর্ম জাতি ভেদাভেদ ভুলে মানুস হিসেবে পরিচয় দিবেন😊
তোমরা ধর্ম, জিহাদ, এসব নিয়ে পড়ে থাকো, তোমাদের উন্নতি কখন হবে, কিন্তু তোমরা জান্নাত বাসী হবে😂
যেখানে ধর্মের চাষ হয় সেখানে আবার উন্নত।
_Our country will be developed one day_ *TALK IS CHEAP.*
WHEN your bangladesh looks like Japan and China and South Korea and Singapore then you can open YOU BIG MOUTH.
*THE WORLD LAUGHS AT PERSON WHO BRAG AND BOAST AND TALK BIG SHIIITTTEE BUT DO ABSOLUTELY NOTHING.*
❤ আসসালামুয়ালাইকুম সুমন ভাই। আপনার এই প্রতিবেদনটা খুবই ভালো লাগলো। আপনার দেখানো এই প্রতিবেদনে অনেক মজা পেলাম। এবং আশাও বেড়ে গেল। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আমিও যাব। শুভকামনা রইল ভাই❤
ভা্ই অনেক ভালো লাগলো , বিমেষ করে আপনার জন্য এই অনুষ্ঠান গুলো দেখি আমার খাব ভালো লাগে
আমরা কুয়োর ব্যাঙ এর মতো জীবন কাটাচ্ছি। এত বড় দুনিয়াতে কত কিছু দেখার ও জানার আছে,কিন্তু ভাগ্যে নেই। আপনার চোখ দিয়ে অনেক কিছু দেখলাম। ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
অপেক্ষায় ছিলাম ভাই ❤❤❤
Kemun achen apni video korche na kano
@@minajuddinsk1474 পরশুদিন দেবো ভাই
সালাহউদ্দীন ভাইয়ের ভিডিও তে অসাধারণ লাগচে চীন শহর টি। আলহামদুলিল্লাহ 🌏🇧🇩
Sumon Da Aponar Video Khup Khup Valo Laga
Onk sundor vai. Apnr video gula amr kace onk vlo lage❤️❤️
অনেককিছু সুযোগ দিচ্ছেন সালাহউদ্দিন ভাই। অনেক ধন্যবাদ আপনাকে।
ভাই সুমন, তোমার প্রতিটি ভিডিও অসাধারণ। যেমন নিখুঁত ভাবে তুমি বর্ণনা করো আর তোমার একদম স্বাভাবিক শৈল্পিক বাংলা বচন আমাকে বারে বারে টানে তোমার ভিডিও গুলা দেখার জন্য। তোমার উত্তরোরতর উন্নতি কামনা করছি।
Sumon vaiya ami apner sob video dakie onik vlo lage apner video ❤
সুমন ভাই,,, আপনার ভিডিও দেখে চীন দেশ ঘুরে দেখার অনুভূতির স্বাদ গ্রহন করলাম। কারন আমার তো পয়সা খরচ করে দেখার সাধ্য নাই। তাই আপনার বিভিন্ন দেশের ভ্রমন ভিডিও গুলো মনোযোগ দিয়ে A to Z পর্যন্ত দেখি।
সালাউদ্দিন সুমন সাহেব, আপনার প্রত্যেকটা ভিডিও অনেক সুন্দর লাগে। চায়না ট্যুরের দুইটা ভিডিও দেখে ফেলেছি, এবং দুইটিই অসাধারণ ছিল। পরবর্তী পর্বগুলো দেখার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।
অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়🙏💕
Wonderful great China and great Chinese.
মাশাআল্লাহ চীন তো অনেকে সুন্দর,
সুমন ভাইয়ের ভিডিও না দেখলে বুঝতেই পারতাম না।
একদম পরিষ্কার-পরিচ্ছন্ন মনমুগ্ধকর একটি দেশ খুব সুন্দর লাগলো আপনার ভিডিওটা দেখে❤
সুন্দর পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই বাংলাদেশ 🎉
আপনি বেঁচে থাকুন হাজার বছর প্রিয় সালাহউদ্দীন সুমন ভাই কারণ আপনার মাধ্যমে আজকের এই আধুনিক বিশ্বের অনেক অজানা তথ্য জানতে পারলাম ও অনেক আকর্ষণীয় ও দর্শনীয় জায়গা দেখতে পারলাম❤🙏।
আপনার ভিডিও অনেক দেখি ভালো লাগে।আমার। ভালোলাগাটা অনেক ভালো বাসা হিসাবে রূপান্তরিত হল। ধন্যবাদ দাদা
❤❤❤❤
উন্নত বিশ্বের অন্যতম দেশ চীন। যদিও তাদের এই উত্থান খুব বেশি দিন আগের নয়।❤😮
This is the power of Buddhist country 💗💗💗💗
মানব সৃষ্ট বিল্ডিং গুলো দেখে এইসব নিজেকে ক্ষুদ্র মনে করতেছেন তাহলে আল্লাহর সৃষ্টিকে একবার উপলব্ধি করুন
আল্লাহ বা ঈশ্বরের কি সৃষ্টি থাকে , প্রকৃতির সৃষ্টি কে আল্লাহ বা ঈশ্বরের সৃষ্টি বলে ভুল করলে মানুষ কোন দিন উন্নতি করতে পারবে না ।
@@shyamalkumar3382 আমি তোমার ধর্মকে সমর্থন করে বলতেছি। তুমি কি প্রকৃতি থেকে সৃষ্টি না সৃষ্টিকর্তার হাতে সৃষ্টি।
Right
সৃষ্টি আর শ্রস্টা আলাদা কিছু নয়,,সৃষ্টির মাধ্যমেই শ্রস্টার প্রকাশ।। তবুও কিছু মানুষের ভিন্ন মত থাকবেই,,তাতে শ্রস্টার যায় আসে না। তিনি সুমহান আরশিল আজীমের অধিপতি!!
এসব ভাব বাদী মানুষের চিন্তা@@FamilyAccount-qf9oy
প্রবাস থেকে দেশের করুন খবর দেখে, আপনার ভিডিও তে আসলাম আনন্দ উপভোগ করতে
ভাই ভিডিওটা দেখে অনেক উপকৃত হলাম। দোয়া করি সামনের দিকে এগিয়ে যান।
আর সব দেশে গিয়ে এরকম ভিডিও দেখতে চাই
খুবই ভালো লাগলো। ধন্যবাদ সুমন ভাইকে।
আপনার ভিডিওগুলা অনেক ভালো লাগে দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর ভিডিও দেখানোর জন্য
ভাই গুয়াংজু থেকে শেনঝেন আরো সুন্দর ও সুউচ্চ বিল্ডিং রয়েছে।
রাইট
সাংহাই, হংকং এর পরে সেনজেন চীনের তৃতীয় বৃহৎ বাণিজ্যিক শহর।
আপনার ভিডিও দেখতে বেশ ভালো লাগে। চীন দেখতে বেশ ভালো লাগছে
First of all congrats to you for your best award in Congress. I watch your videos regularly. Your voice over and consistency impresses me.
চীনের মুসলিম অধ্যুষিত শিনজিয়াং প্রদেশে একটা ভ্লোগ করেন,,,
জিনজিয়াং হবে। গুয়াংজু থেকে জিনজিয়াং অনেক দূরে।
@@Lightidea999 আমি যেটা বলছি সেটাই ঠিক 🤔 Xinjiang - শিনজিয়াং
oni Bangladesh e chole asce kobe🤣
I am not a fan of your episode but I appreciate your presentation episodes. I watch from London and I like it a lot and your style of conversation is very interesting.
Thank you.💕😊✈️🤝🇧🇩🇨🇳🇬🇧
অসাধারণ একটি ভিডিও সুমন ভাই
আপনার পাকিস্তান ও ভুটান ভ্রমণের ভিডিও চাই
জি ভাই ঠিক বলেছেন
অদেখা "চিন" সম্পর্কে অনেক কিছু জানতে ও দেখতে পেলাম আপনার মাধ্যমে, ধন্যবাদ সুমন ভাই।
দেখতে চমৎকার চীনদেশ
ছোট ভাই সুমন আপনার সিন সবর আমাকেআশ্চর্য করেছে অনেক অনেক ধন্যবাদ
ধন্যবাদ ভাই
আপনাদের মাধ্যমে আমরা ঘরে বসে বিশ্বভ্রমণ করতে পারি
মাঝে মধ্যে ভাবি কোন দেশে পরে আছি।, আর এটাও মনে হয় আমার ভবিষ্যত দশ পর্যন্ম এই রকম অন্নতি বাংলাদেশ করতে পারবেনা 😭😭
অসাধারণ একটা ভিডিও দেয়ার জন্য ধন্যবাদ সুমন ভাই❤❤
আপনার ভিডিওর অপেক্ষায় ছিলাম সুমন ভাই ❤❤❤❤
আপনার ভিডিও ভালো লাগে
দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষায় ছিলাম ❤
খুবই বিস্মিত হলাম চীনাদের আধুনিকতা দেখে।
অসাধারণ একটা ভিডিও উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ
অসাধারণ ভিউ সুমন ভাই ❤❤
সালাহউদ্দিন সুমন ভাইয়ের প্রেমে আশক্ত হয়ে গেলাম, আপনার যেকোন একটি ভিডিও দেখা শুরু করলে শেষ না করে পারি না।
মাঝে মধ্যে আপনার ভিডিও গুলো দেখা হয়।আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে।
অনেক ধন্যবাদ ভাই💕
আমি সুমন ভাইর সব ভিডিও দেখি @@SalahuddinSumon
খুব সুন্দর ভিডিও দেখালেন ভাই সালাউদ্দিন অনেক দিন পর আপনাকে ফের পেলাম খুব ভালোই লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ
বিডিও আর টি ওনেক ভালো লাগলো
সালাউদ্দিন সুমন ভাইআপনার ভিডিওর মাধ্যমে অনেক অজাননা কিছু জানতে পারলাম ধন্যবাদ
অসাধারণ ভালোবাসা অবিরাম ভাই ❤❤
*4:10** **4:11** **4:12** **4:14** **4:15** কবে যে আমার সোনার বাংলা দেশটা এরকম সুন্দর হবে কে জানে দেখে যেতে পারবো কিনা জানিনা😢😢*
many many thanks Salauddin Suman bhai video resolution 2160p🎉❤
সুমন ভাই আমি ভারতের আসাম শিলচর থেকে দেখছি,, আমি তোমার ভিডিও সব সময় দেখি
চমৎকার চীন।
চীনের গ্রামীন এলাকায় কখন যাবেন সেই অপেক্ষায় আছি।
সুমুনদাতোমারভিডিওদেখতেখুবভালোলাগে
চীন ভ্রমনে কত খরচ হতে পারে,ভিসার জন্য কত টাক্ লাগে এর একটা বিস্তারিত তথ্য যদি জানান তো খুব ভালো হয়।
চমৎকার লাগছে ভিডিও গুলো।
জানাবো ভাই💕
মাশাল্লাহ অনেক সুন্দর একটি দেশ
অসম্ভব সুন্দর এবং ভালো লাগার মতো।
Khobor sundor jayga,,onk bar e giyechi,,,aro jawar hoby,,,but Tara English bujhe na bollei coly 😂
ভিডিওটি দেখে অনেক ভাল লেগেছে তবে চীনের গ্রাম অঞ্চল গুলো ঘুরে ঘুরে দেখালে আরো বেশি ভালো লাগতো
অসংখ্য ধন্যবাদ ভাই তারা তারি দেওয়ার জন্য
খুব ই ভালো লাগলো, একমাত্র সঠিক রাজনৈতিক ব্যবস্থা ই একটি দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে
২০১৬ সালে গুয়ংজু& জাইমেন শহর দেখার সৌভাগ্য হয়েছিলো......
Most beautiful city ……
দেখে মনটা ভরে গেল কি সুন্দর শহর