বাচ্চার স্পর্শ অনুভূতিতে অসুবিধা থাকলে করণীয় | Touch sense of Autism child | INDR
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- আপনার বাচ্চা কি কলার ওয়ালা বা এই ধরনের কোন পোশাক পড়তে চাচ্ছেনা? কিংবা ক্যাপ পড়তে চাচ্ছেনা?
কাউকে টাচ করে বার বার? অথবা কারো চুলে গায়ে বারবার হাত দিচ্ছে?
ব্রাশ করতে দিচ্ছে না?
চুল আছড়াতে দিচ্ছে না? অথবা চুল পরিষ্কার করতে দিচ্ছে না?
গোসলের সময় মাথায় পানি দিলে বিরক্ত হচ্ছে?
নরম খাবার খাচ্ছে না? আবার কেউ কেউ শক্ত খাবার খাচ্ছে না?
কসমেটিকস যেমন লোশন পাউডার বা ক্রিম দিতে দিচ্ছে না আবার আপু এগুলো নিয়ে মাখামাখি করছে?
এই সমস্যাগুলো আসলে কিসের সমস্যা বাচ্চারা কেন এমন করছে অথবা করে?
আজকের পুরো ভিডিও জুড়ে এইসব বিষয় নিয়ে আলোচনা করবেন উম্মে সাইকা নীলা ম্যাডাম।
তাই এই ভিডিওটি না টেনে পুরোটা দেখুন। ধন্যবাদ।
ট্রিটমেন্ট পেতে - 📞 01931405986
খরচ কেমন
খরচ তো পরের কথা। বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট আছে। আগে দেখালে আমাদের স্পেশালিস্ট গণ কি কি ধরনের ম্যানেজমেন্ট লাগবে সেটা প্ল্যান করে দিবেন। এর পরে অফিস থেকে সেই অনুযায়ী আপনাকে খরচ জানিয়ে দিবে।