হয়ত বহু বছর পরে, এমনি এক গ্রীষ্মের সন্ধ্যায়, অন্ধকার বারান্দায় বসে এই গানটি শুনতে শুনতে ফাঁকা আকাশের দিকে তাকিয়ে দু-দন্ড শান্তি খোঁজার চেষ্টা করবে আমারই মত কোনো এক বছর বাইশের মেয়ে। ❤
আর সেই ২২ বছরের মেয়ের জীবনে এই গানে জানানো সকল আকুতি পূর্ণ করবার জন্য কোনো এক শরৎ এ- গ্রামের মেঠো পথে গোধূলি লগ্নে ধূলোমাখা পায়ে হেঁটে আসুক বছর ছাব্বিশের তরুণ...
কমেন্ট রেখে গেলাম। অনেকদিন পরে যখন আমরা থাকবোনা আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে আমাদেরও পছন্দ ছিলো গানটি ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা সিগারেটের ধোঁয়ামাখা সন্ধ্যায় গানটি শুনবে আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে, ঋতু বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত!
কৈশোরে শুনেছি, যৌবনে শুনেছি, এখন তরুন তাও শুনছি... একা জীবনে শুনেছি, নিঃস্ব জীবনে শুনেছি, সন্তানের বাবা হয়ে শুনছি, বৃদ্ধ কালেও শুনবো! কালজয়ী গান একেই বলে?
১৪,০৭,২০২০। করোনাতে যখন পুরো পৃথবী অশান্ত, ঠিক তখন আমি, রাত ০৩.১০ মিনিটে এই গানটি শুনছি, একা, ভবিষ্যতের কথা ভেবে, একরাশ দুঃখ ক্ষোভ যন্ত্রণা নিয়ে এই গান শুনছি। আশা করি সব ভালো হয়ে যাবে তাড়াতাড়ি, আসলে মানুষ হিসেবে এত্তটাই তুচ্ছ আমরা যে প্রার্থনা, আশা আর চেষ্টা ছাড়া আমাদের হাতে আর কিছু নেই। এই কমেন্টটা থাকলো, আমার মতো যাজাবর দের জন্য, এই গান টা কোথাও গিয়ে যেমন বেদনা দেয় ঠিক তেমনি শান্তিও দেয়।
বাংলা গান নিয়ে যাদের দ্বিমত আছে..... তাদেরকে বলবো aktu শুনুন..... বাংলা ভাষার প্রেমে পড়ে যাবেন...... মৌসুমী দিদি... আগে আপনার গান শুনি নি কোনো দিন.... এটাই প্রথম... তাতেই ভক্ত হয়ে গেলাম
এক করুন হৃদয়ের আর্তি এ গান। আমার কলেজ জীবন,আবার অস্থির সময় আবার আমাদের একা লাগা সব মিলে মিশে একাকার। প্রিয়তম সেই দিনগুলোর স্বপ্ন দেখাত। আর এইসব গান শুনতাম। আমার আর কিছুই কথা নেই।
আর কিছু না হোক; অন্তত 'কালজয়ী সৃষ্টি' এই গানটির জন্য নোবেল পুরস্কার অথবা জাতীয় পুরস্কার প্রাপ্য । এই গান শুধু গান নয়, একটি রত্ন। যতদিন 'গান' শব্দটি থাকবে ততদিন এই অসামান্য সৃষ্টিটিও থাকবে। আমার বিনম্র প্রণাম সেই শিল্পীকে যিনি এই গানটি সৃষ্টি করেছেন 🙏🏻❤️😌
মানুষ স্মৃতি রেখে যেতে ভালোবাসে, আমিও রেখে গেলাম। যাতে কেউ এই অসাধারণ গানটা শুনতে এসে আমার এই কমেন্টে একটা লাইক অথবা রিপ্লাই করলে আমার ফোনে একটা নটিপিকেশন আসে। আর আমি গানটা আবার মন ভরে শুনতে পারি! ❤️
এটা শুধু একটা গান নই, অনেক মনের অব্যাক্ত কথা । প্রাণ ভরে যায় যতবার এই গানটা শুনি,মনের অজান্তে চোখের জল মুছে ফেলে, একরাশ কষ্টজড়ানো দীর্ঘনিঃশ্বাস সাথে কিছু স্রিতি বার বার এই গান শোনার দাবী রাখে।❤️
অনার্স তৃতীয় বর্ষ, ২০১৮, নভেম্বর এর কোন এক বিকেল.. মোমেনা ম্যাডাম এর কন্ঠে এই গান. গান টি গাইতে গাইতে, ম্যাডাম এর চোখ ভিজে উঠেছিল. কি সুন্দর সময় ছিল, বন্ধু রা সব এক সাথে ছিল. কেউ নেই এখন, শুধু গান টি ই আছে 🙂 আজীবন থাকবে❤
কি অসাধারণ গান। ২০২৪ চলছে, তাও অসম্ভবরকম ভালোবাসা আছে বলেই শুনেই যাচ্ছি ❤️ বেঁচে থাকুক গানটা প্রত্যেকটা মানুষের মধ্যে, বেঁচে থাকুক গানের প্রত্যেকটি শব্দ এইভাবে মানবজাতির মধ্যে 😊❤️🙌🏼
প্রতিটা মেয়ে দের জন্য এই গান টা, 2014 সালে আমি কলেজে প্রথম গান টা শুনি দাদার কাছে, দাদা বলেছিলো গানটা প্রতিটা মেয়ের না পাওয়া ইচ্ছা গুলো যেনো এই গান টাই তুলা ধরা হয়েছে।
For people who love this song but don't know the meaning, here's the translation by Ritwick Banerjee that I came across: . I heard that the other day you went to touch the blue horizon riding the waves I heard that the other day, you walked along the salty shores for miles and miles I have never seen the sea, never glided on blues never caught a glimpse of the seagull's wings Next time, when you'll go to the sea will you take me along? Will you? I heard that the other day, you, you and you in an ensemble, discussed many complex conundrums and unspoken words. Why this eternal rat-race? Why endless series of monologues? Living on, this self centered life if there is no love only empty loneliness Where can I get a dollop of peace? Where can I? I have heard that you still dream, still write stories, and chant music from bottom of your soul The Saga of human existence still makes you think Love still blossom like a rose in your heart. Today I am here at your doorstep with this faithless soul, open arms and bending knees… Only emptiness in deep of my eyes, there are no dreams in my nights To dream I opened my eyes to dream I opened my arms towards you. ❤️
গানটি প্রথম শুনি যখন ৬ষ্ট শ্রেণীতে পড়ি তখনই প্রথম প্রেম হয় আমাদের ২০০৬ সালে, বিয়ে হয় ২০১০ সালের ১২ ডিসেম্বর। আর এখন, ২০২১ সাল তার সাথেই বিয়ে হলো। আজ আমাদের মেয়ের বয়স পূর্ণ হলো ৬ বছর। এখন দুপুর ১.০৯ মিনিট নিজের বউ এবং কন্যা কে নিয়ে এই গানটি শুনতেছি। তাই কমেন্টটা করে রাখলাম। হয়তো নিজের মেয়ে একদিন এই গানটি শুনতে এসে আমার কমেন্টটি দেখতে পারবে ধন্যবাদ সকলকে।
আমি মোজাহার এই গানটি আজ ২৩-১২-২০২১ রাত ১ টা ৩০ মিনিটে শোনলাম, বাংলা গান যে এতো সুন্দর হতে পারে আগে জানতাম না, আল্লাহ যদি আমাকে বাচিয়ে রাখে এনশা আল্লাহ একদিন আমার সন্তান ও এই গান শোনবে আর আমার কমেন্ট দেখে বলবে , বাবা তুমিও এই গানের প্রেমে পড়ে ছিলে?
Have been listening to this song since Science College days. Still got mesmerized and amazed even after listening to this song over decades. Heartfelt Thanks for voice, words and tune.. perfect amalgamation to touch the soul smoothly. Great thoughtful singer
যতই শুনি ততই মুগ্ধ, আহা কি সুর 🥰 মন খারাপের সময় সমুন্দের ধারে বসে থাকতে অসম্ভব বেশি ভালো লাগে আর সাথে যদি এই গানটা হয় সত্যিই হারিয়ে যায় কোন এক অজানা দেশে
জীবন এক অন্যরকম সময়ে এসে গানটি শুনছি। জীবনের কাছে, বাস্তবতার কাছে, ভালবাসার মানুষের কাছে হেরে গিয়ে এক ব্যর্থ মানুষ আমি। ক্লান্তিকর এই ব্যর্থতার সময় গানটি আমাকে শুধুই কঁাদয়....
Truly speaking, I listened this song sung by many Singers (though well sung) but it blossomed the inner feeling so intensely when sung by Moushumi Bhowmic with her most appealing expressions to give the Song a life to live with eternity. Great. God Bless her.
@@arpitasinha9281 Thanks. This song forwarded to my niece staying at Hyderabad and it was even liked by local friends because of its unique lyrics & tunings with extraordinary blending of emotion at our core. However, lyrics were translated by my niece in English to grasp the meaning and enjoy. I felt proudly to know it.
To be honest, I don't have any wish to live in this cruel and merciless world. But after listening this beautiful and insightful song of legendary maestro Srimoti Mousumi Bhowmik I've wished once again to live on the earth. This masterpiece is quite unparalleled and magical. It’s amazing to the lees. Hats off Madame.
সত্যিই অসাধারণ। গানটা প্রথম শুনেছি ইউনিভার্সিটিতে আড্ডা দেয়ার সময় এক বান্ধবীর মুখে অসাধারণ ছিল।হলে এসে ইউটিউবে সার্চ করে শুনলাম আরএকটা স্মৃতি রেখে গেলাম তোমাদের মাঝে 🥰🥰
সুস্মিতা ভৌমিকের গলায় বাংলার মাটির সোঁদা(2) গন্ধ খুঁজে পাওয়া যায়। ওনাকে আমার বিশেষ অনুরোধ যে উনি যেন জীবনানন্দ দাশের কবিতার "আবার আসিব ফিরে "- ওনার সুরের মূর্ছনা/ ঘরানা অনুযায়ী এই গানটি তৌরি করে । কেননা বাজারে প্রচলিত এই গানটির সুরের সঙ্গে তার প্রাকৃতিক গাছগাছালি, পশুপাখি , ভৌগলিক সৌন্দর্জের কোনো রকমের মিল ই খুঁজে পাওয়া যাবে না ।
মাঝরাত, অন্ধকার ঘর, একাকী মন আর এই কালজয়ী গান। 💜 বার বার ফিরে আসি এই গান শুনতে। মন ভরে যায়। আস্থা হারানো মন ভরসা খুঁজে পায়। বহুবছর পর আবার কোনো তরুণী এই গান শুনে ভরসা ফিরে পাবে। তাদের জন্য একরাশ শুভকামনা 😌💜
Aha, what a beautiful song, what expressive lyrics, what a great voice. A timeless song one can hear endlessly. I cannot thank Moushumi Vhoumik, enough, for singing such an immortal song, which touches one's heart and soul.
When you feel there is peace outside,everyone has slept around,this song hits you hard. Like a cyclone! Disturbing everything that you caged inside yourself! Whatever thoughts you tried suppressing,this song releases all of them,altogether. The song makes you remember everything you tried forgetting for a long time! You would feel sad and happy both at the same time hearing this. Beautiful voice,perfectly splendid lyrics and what a mesmerizing composition!
Every time I hear this song, It tears me up :') such hopeless optimism for humanity! Such innocence, such helpless cry for one ray of goodness. Urggghhh, almost makes me not be a nihilist anymore
Again and again I have been listening to this song, spell bound, Oh what a voice with the same appetite. What a balance, really really it always touches my heart and makes me nostalgic. Whenever I am in vacant or painsive mood,it soothes my heart and makes me serene. I wish to live more more years just to listen and voice my voice with her. Marvelous and permanent appeal
২০০৮ এ প্রথম শুনেছিলাম- তারপর থেকে প্রায়শই শুনেই যাচ্ছি, এমনকি নিজের মত করে গাইতেও পারি। আজ প্রথমে গাইলাম,পরে শুনলাম। শোনার সময় মনে হলো- মৌসুমী ভৌমিক দিদি যেন আমার কথা গুলো খুব যত্ন করে আমাকেই শুনিয়ে গেলেন।
আমার বয়স সত্তর ছুঁইছুঁই। আমার নাতনি সাড়ে ছ'বছর।ও আমার কাছে এই গান শুনতে চায়। কখনও আমি শোনাই, কখনও এই গানটা চালিয়ে দিই। বিশেষ করে ওর ঘুমের সময়ে।ও এমনিতে খুবই দুরন্ত। গানটা চুপচাপ শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে।
I heard that the other day you went to touch the blue horizon riding the waves I heard that the other day, you walked along the salty shores for miles and miles I have never seen the sea, never glided on blues never caught a glimpse of the seagull's wings Next time, when you'll go to the sea will you take me along? Will you? I heard that the other day, you, you and you in an ensemble, discussed many complex conundrums and unspoken words. Why this eternal rat-race? Why endless series of monologues? Living on, this self centered life if there is no love only empty loneliness Where can I get a dollop of peace? Where can I? I have heard that you still dream, still write stories, and chant music from bottom of your soul The Saga of human existence still makes you think Love still blossom like a rose in your heart. Today I am here at your doorstep with this faithless soul, open arms and bending knees… Only emptiness in deep of my eyes, there are no dreams in my nights To dream I opened my eyes to dream I opened my arms towards you. Translation by Ritwick Banerjee.
অবিশ্বাস্য লাগে যে এই রকম একটি গানের নীচে ২.৫ হাজার ডিজলাইক থাকতে পারে। এরা কারা ? কোথায় জন্ম তাদের ? তাদের মন কেমন ? সেখানে কি শুধুই পাথরের অস্তিত্ব ?
যত দুরেই যাওনা কেনো~ থাকবো তোমার পাশে,,, যেমন করে বৃষ্টির ফোটা~ জড়িয়ে থাকে ঘাসে। কাছে আমায় পাবে তুমি~ হাত বাড়াবে যেই,,,, যদি না পাও ভেবো সেদিন~ আমি আর ত্রি-ভূবনে নেই,,,,,,,,,
কতো যে ক্লান্তি, কতো যে পরিশ্রম আছে একটা জীবনে... সব কিছু যেন মুহূর্তের জন্য ম্লান হয়ে যায়, থমকে যাই, শান্ত হয়ে যায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, এই ভাবে হাজার হাজার বার নিজেকে শান্ত করার প্রয়াস করবো আমরা, খুঁজে নেবো নিজেদের শান্তি কে। মন টা বেশ ভালো লাগে... কিছুক্ষন চুপ থাকি, তারপর ফিরে যাই আমরা যে যার ব্যস্ততায়।
OMW - A BEAUTIFUL SONG I MAY HAVE NEVER COME ACROSS - BUT LISTERNING TO IT MAKES MY HEART GO SO SOFT... I UNDERSTAND THE MEANINGS IN FULL AS I COME FROM BANGLADESH & ALSO SPEAK URDU/HINDI - LIVING IN ENGLAND SINCE 07/1980 - THE PEOPLE OF BANGLA/BENGAL WENT THROUGH ALOT - 1971 - 1972 A BIG THANK YOU TO ALL OUR BANGLA - BENGALI HERO'S - SALAAM.
অাহ্.... কি অসাধারণ! প্রকৃতপক্ষে অামি একজন কট্টর সঙ্গীতপ্রেমী অার অামার বয়স অনুসারে যখন থেকে গান শোনার অভ্যাস হয় ঠিক তখন থেকেই অামি এগানটি শুনে অাসছি, কি অাজব ব্যপার প্রতিদিন কমকরে হলেও একবার শোনা হয় কিন্তু অাজো অামার তিয়াস মেটেনি! অনবদ্য মৌসুমি ভৌমিক।
S. Allah loving eyes dearest vaumic one song enough yes Allah blessing touching all the mankind allah blessing soul .heart I am allways believing. all CV
7:43 am wed 20/2/2019, nyc. dhonnobad mushumi bhowmik. ei shomoyeo apnar ganti eto valo lage bole bojhate parbona. ar dhonnobad purono ek bondhuke je moushumi bhowmiker gaan recommend korechilo.
হয়ত বহু বছর পরে, এমনি এক গ্রীষ্মের সন্ধ্যায়, অন্ধকার বারান্দায় বসে এই গানটি শুনতে শুনতে ফাঁকা আকাশের দিকে তাকিয়ে দু-দন্ড শান্তি খোঁজার চেষ্টা করবে আমারই মত কোনো এক বছর বাইশের মেয়ে। ❤
অসাধারণ ভাষাগত দক্ষতা
♥️ঠিক তাই♥️
আর সেই ২২ বছরের মেয়ের জীবনে এই গানে জানানো সকল আকুতি পূর্ণ করবার জন্য কোনো এক শরৎ এ- গ্রামের মেঠো পথে গোধূলি লগ্নে ধূলোমাখা পায়ে হেঁটে আসুক বছর ছাব্বিশের তরুণ...
@@abcshorttalk wah bhai,,
অনেক দিন পর গানটা আবার শুনলাম। ৪৭ বছর বয়সে, জীবনের কঠিন বাঁকগুলো মন চায় সরল করতে, আপনা আপনি দু চোখ বেয়ে জল পড়ল। কী সুন্দর কণ্ঠ, রচনা আর মিউজিক !
যত বড় হবো এই গান গুলো হয়তো আরো অনেক কাছের হবে🙂
একদম 🙂
Hmm
সমস্ত চঞ্চলতা, দুশ্চিন্তা, মনখারাপ সমস্ত কিছু নীরব হয়ে যায় এই সুরটা কানে এলে...
কী অদ্ভুত এক শান্তি আছে এই গানে...❤️
বয়স যত বাড়ে এই ধরনের গান গুলোর প্রতি আর্কষণ বাড়ে❤🙂
কমেন্ট রেখে গেলাম।
অনেকদিন পরে যখন আমরা থাকবোনা আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে আমাদেরও পছন্দ ছিলো গানটি ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা সিগারেটের ধোঁয়ামাখা সন্ধ্যায় গানটি শুনবে আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে, ঋতু বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত!
Darun.. Cmnt er vasa apnar... ek mot Holm apnar ste
DaDa Shows এই সুন্দর পৃথিবী ছেরে চলে জেতে হবে এটাই বাস্তব
Vai sei ekta kotha bolsen
ei kothagulo je ki bhishon mon kharapiwala ar ki bhishon shundor apni janen nishchoi
ভালো থাকবেন ভাই
কৈশোরে শুনেছি, যৌবনে শুনেছি, এখন তরুন তাও শুনছি... একা জীবনে শুনেছি, নিঃস্ব জীবনে শুনেছি, সন্তানের বাবা হয়ে শুনছি, বৃদ্ধ কালেও শুনবো! কালজয়ী গান একেই বলে?
Like "Oniket prantor"😍
আমার অনেক প্রিয় গান
hmmm
Right
"wahed uddin" apner lekha ta darun
১৪,০৭,২০২০। করোনাতে যখন পুরো পৃথবী অশান্ত, ঠিক তখন আমি, রাত ০৩.১০ মিনিটে এই গানটি শুনছি, একা, ভবিষ্যতের কথা ভেবে, একরাশ দুঃখ ক্ষোভ যন্ত্রণা নিয়ে এই গান শুনছি। আশা করি সব ভালো হয়ে যাবে তাড়াতাড়ি, আসলে মানুষ হিসেবে এত্তটাই তুচ্ছ আমরা যে প্রার্থনা, আশা আর চেষ্টা ছাড়া আমাদের হাতে আর কিছু নেই। এই কমেন্টটা থাকলো, আমার মতো যাজাবর দের জন্য, এই গান টা কোথাও গিয়ে যেমন বেদনা দেয় ঠিক তেমনি শান্তিও দেয়।
♥️
vallagse
দারুন বললে
যতো শোনেন আপনার ততোই ভালো লাগবে!🖤💓
Akono ami sunche... Tumi ki suncho?
আবার......
আবার নতুন করে বেঁচে ওঠার....
আবার নতুন করে জেগে ওঠার....
এ কী গভীর আকুতি!!!!!!
সারা গান জুড়ে এতো মায়া!!!!
এ বিষাদ আজ রাখবো কোথায়?!!!
বাংলা গান নিয়ে যাদের দ্বিমত আছে..... তাদেরকে বলবো aktu শুনুন..... বাংলা ভাষার প্রেমে পড়ে যাবেন...... মৌসুমী দিদি... আগে আপনার গান শুনি নি কোনো দিন.... এটাই প্রথম... তাতেই ভক্ত হয়ে গেলাম
Ganti kintu bangladesh a lekha. Bangladesh k valobasun. Amar mone hoi bangla culture ta ekhono bangladesh e dhore rekheche.
@@indranilchowdhury9177 you are correct bro...
@@indranilchowdhury9177 mousumi bhowmick Indian bengali bro
@@shrayanbasu7671 ami jani vai. Ami bolechi ganti likhechen Bangladeshi kobi, okhane gaoa o hoyecheilo.
বাংলা নিয়ে ২বাংলার বাঙালিদের দ্বিমত নেই।
শুধু ❣︎ দিল্লির বং ❣︎ দাদাদের সমস্যা হয়
ডুয়ার্সের এক ক্লান্ত সন্ধ্যায়, নদীর স্রোতের আওয়াজ, ঠোঁটে গোল্ডফ্লেকের চুমু, কালো মেঘের সারি, পাহাড়, খোলা ব্যালকনি, আমরা দুজন, আর এই গান টা ....❤️
Oshadharon..
আজ আমি একা ।
পাশে কেউ নেই.....
আছে শুধু ক্লান্ত মন , দীর্ঘশ্বাস আর এই গানটা ।
হৃদয় নিঙরানো গান। এ যেন এক যুগান্তকারী মনের ভিতরের সমস্ত ব্যাথার বহিপ্রকাশ। এ গান শুনে মন্তব্য করার ধৃষ্টতা নেই। বেচে থাকুক মনের গভীরে।
2019 এ শুনতেছেন এমন কেউ আছেন??শুধুমাত্র ২০১৯ এ নই আজীবন শুনার মত একটা গান
hmm
👍
👍
Ami 😊
me
এক করুন হৃদয়ের আর্তি এ গান। আমার কলেজ জীবন,আবার অস্থির সময় আবার আমাদের একা লাগা সব মিলে মিশে একাকার। প্রিয়তম সেই দিনগুলোর স্বপ্ন দেখাত। আর এইসব গান শুনতাম।
আমার আর কিছুই কথা নেই।
আর কিছু না হোক; অন্তত 'কালজয়ী সৃষ্টি' এই গানটির জন্য নোবেল পুরস্কার অথবা জাতীয় পুরস্কার প্রাপ্য । এই গান শুধু গান নয়, একটি রত্ন। যতদিন 'গান' শব্দটি থাকবে ততদিন এই অসামান্য সৃষ্টিটিও থাকবে। আমার বিনম্র প্রণাম সেই শিল্পীকে যিনি এই গানটি সৃষ্টি করেছেন 🙏🏻❤️😌
মানুষ স্মৃতি রেখে যেতে ভালোবাসে, আমিও রেখে গেলাম। যাতে কেউ এই অসাধারণ গানটা শুনতে এসে আমার এই কমেন্টে একটা লাইক অথবা রিপ্লাই করলে আমার ফোনে একটা নটিপিকেশন আসে। আর আমি গানটা আবার মন ভরে শুনতে পারি! ❤️
Love u
@@tanmoymondal6394
🥰🥰🥰
❤
Thanks 🥰
এটা শুধু একটা গান নই, অনেক মনের অব্যাক্ত কথা । প্রাণ ভরে যায় যতবার এই গানটা শুনি,মনের অজান্তে চোখের জল মুছে ফেলে, একরাশ কষ্টজড়ানো দীর্ঘনিঃশ্বাস সাথে কিছু স্রিতি বার বার এই গান শোনার দাবী রাখে।❤️
একটা সময় গানটা দিনে ৩০/৪০বার শুনতাম তারপর হঠাৎ শুনা বন্ধ আজকে
আবার ৬বছর পর শুনলাম, গান শুনে মনে পরেগেল সেই পাগলামি করা দিনের কথা 😞
Same to you
এক সময় গানটা দিনে ২৩০/২৪০ বার শুনতাম। আজ প্রায় ২১ বছর পর আবার গানটা শুনতেছি।
Babu same here
অনার্স তৃতীয় বর্ষ, ২০১৮, নভেম্বর এর কোন এক বিকেল.. মোমেনা ম্যাডাম এর কন্ঠে এই গান. গান টি গাইতে গাইতে, ম্যাডাম এর চোখ ভিজে উঠেছিল. কি সুন্দর সময় ছিল, বন্ধু রা সব এক সাথে ছিল. কেউ নেই এখন, শুধু গান টি ই আছে 🙂 আজীবন থাকবে❤
আমার মতো
কি অসাধারণ গান। ২০২৪ চলছে, তাও অসম্ভবরকম ভালোবাসা আছে বলেই শুনেই যাচ্ছি ❤️ বেঁচে থাকুক গানটা প্রত্যেকটা মানুষের মধ্যে, বেঁচে থাকুক গানের প্রত্যেকটি শব্দ এইভাবে মানবজাতির মধ্যে 😊❤️🙌🏼
আহা! কি এক অপূর্ণতা নিয়ে গানটিতে পূর্ণতার অস্তিত্ব পাওয়া যায়!! হৃদয়ে কি এক চিনচিনে ব্যাথা অনুভুত হয়😢 নিজের জন্য বাচা নিজেকে নিয়ে।
Jii
@@mdwieskuruni5298 ruclips.net/video/e2NLmHztlaI/видео.html plz I've tried this first time must listen
প্রতিটা মেয়ে দের জন্য এই গান টা, 2014 সালে আমি কলেজে প্রথম গান টা শুনি দাদার কাছে, দাদা বলেছিলো গানটা প্রতিটা মেয়ের না পাওয়া ইচ্ছা গুলো যেনো এই গান টাই তুলা ধরা হয়েছে।
For people who love this song but don't know the meaning, here's the translation by Ritwick Banerjee that I came across:
.
I heard that the other day you went to touch the blue horizon
riding the waves
I heard that the other day, you walked along the salty shores
for miles and miles
I have never seen the sea, never glided on blues
never caught a glimpse of the seagull's wings
Next time, when you'll go to the sea
will you take me along?
Will you?
I heard that the other day, you, you and you
in an ensemble, discussed many complex conundrums
and unspoken words.
Why this eternal rat-race?
Why endless series of monologues?
Living on, this self centered life
if there is no love
only empty loneliness
Where can I get a dollop of peace?
Where can I?
I have heard that you still dream, still write stories, and
chant music from bottom of your soul
The Saga of human existence still makes you think
Love still blossom like a rose in your heart.
Today I am here at your doorstep
with this faithless soul, open arms
and bending knees…
Only emptiness in deep of my eyes,
there are no dreams in my nights
To dream I opened my eyes
to dream I opened my arms
towards you.
❤️
Lopps!
Thank you very much.
Your comment is now pinned. Good work should be appreciated.
Thank you very much...
Venisha Sumi Jr. 0
গানটি প্রথম শুনি যখন ৬ষ্ট শ্রেণীতে পড়ি তখনই প্রথম প্রেম হয় আমাদের ২০০৬ সালে,
বিয়ে হয় ২০১০ সালের ১২ ডিসেম্বর।
আর এখন, ২০২১ সাল তার সাথেই বিয়ে হলো।
আজ আমাদের মেয়ের বয়স পূর্ণ হলো ৬ বছর।
এখন দুপুর ১.০৯ মিনিট নিজের বউ এবং কন্যা কে নিয়ে এই গানটি শুনতেছি।
তাই কমেন্টটা করে রাখলাম।
হয়তো নিজের মেয়ে একদিন এই গানটি শুনতে এসে আমার কমেন্টটি দেখতে পারবে ধন্যবাদ সকলকে।
আমি মোজাহার এই গানটি আজ ২৩-১২-২০২১ রাত ১ টা ৩০ মিনিটে শোনলাম, বাংলা গান যে এতো সুন্দর হতে পারে আগে জানতাম না, আল্লাহ যদি আমাকে বাচিয়ে রাখে এনশা আল্লাহ একদিন আমার সন্তান ও এই গান শোনবে আর আমার কমেন্ট দেখে বলবে , বাবা তুমিও এই গানের প্রেমে পড়ে ছিলে?
🥰❤️
@@bhootfm2133 Hisebe Millo na j Dada , akdm e , Apnar ei confession
@MR ki hisab millo nah?🙄
best comment❤
গানটির মধ্যে কেমন যেন এক অদৃশ্য মায়া আছে।। অনেক বার শুনেছি। গানটির প্রতি ভালোলাগা একটু ও কমেনি।। 🙂🙂
কোথায় শান্তি পাবো...কোথায় গিয়ে...বলো কোথায় গিয়ে ? অসাধারণ 🙏🙏🙏 বিনম্র শ্রদ্ধা
বাংলা গান কত সুন্দর! এই গানটা তার প্রমাণ। মন খারাপ হলে শুনি....প্রায়শই শুনি। যুগের পর যুগ গানটা হৃদয়ে হৃদয়ে থাকবে অম্লান।
বৃষ্টির দিনে যখন খুব একা লাগবে এই গানটা আরো একাকীত্ব বাড়িয়ে দিবে🙃
চারপাশ নিরব করে দিবে, সব চুরমার করে দিবে...🙂
এই রকম কালজয়ী, অসাধারণ গানের জন্য সর্বকালের প্রতিক্ষারত আমরা ...
বারবার শুনলেও মন ভরে না।
উফফফফ! কি আন্তরিকতা! কি আবেগ!
বলার কোনো ভাষা নেই।
Hindi songs dj
শিল্পীদের পেটের ভাত মেরে ডিজেকেত্তন বন্ধ হোক
bolar kisui nai
R8
রাত 2 টা ।।।
খুব শান্ত সব।ঘুম আসবে না আজ ।।রক্তে ছড়াচ্ছে সব ।। আগেও ছড়াতো।। পরেও ছড়াবে।। স্বপ্নের নেশা ঘুম হীন চোখে ।।
Ekhono raat 2to........amio ekhn sunchhi......abaro sunchiii....ja chironton, taa abinoswor....ন হণ্যতে
Ami sara jibon er priyo gan
@@sujoydas3768 sotti e.......❤️
আক্ষেপ: গান টা আর তার স্রষ্টা কে এতদিন পর জানলাম বলে।
প্রাপ্তি: অনির্বচনীয়।
উপলদ্ধি : সমৃদ্ধ হলাম।
Ki korben dada j somoye gaan ta lekha hoyechilo tokhon e kaora gache phol dhoreche aankh maare ei son sorokchap music directors der jug chilo.
গানটারসষ্ট্রা কে জানালে খুব উপকৃত হতাম।
গানটা যে কত প্রিয় তা প্রকাশের ভাষা আমার নেই,যত শুনি ততই ভালো লাগে
@@aliurrahamankhan7671 আমি মৌসুমী ভৌমিক কে উদ্দেশ্য করে বলেছিলাম...যত দূর জানি এ গানের স্রষ্টা তিনিই।
আমি শুনেছি সেদিন তুমি
সাগরের ঢেউয়ে চেপে
নীলজল দিগন্তে ছুঁয়ে এসেছো।
আমু শুনেছি সেদিন তুমি
নোনা বালি তীর ধরে
বহুদূর বহুদূর হেঁটে এসেছো।
আমি কখনো যাইনি জলে
কখনো ভাসিনী নীলে
কখনো রাখিনি চোখ ডানামেলা গাঙ্গচিলে
আবার যেদিন তুমি
সমুদ্র স্নানে যাবে
আমাকেও সাথে নিও
নেবে তো আমায়
বলো নেবে তো আমায়?
❤❤❤❤❤❤❤
Have been listening to this song since Science College days. Still got mesmerized and amazed even after listening to this song over decades. Heartfelt Thanks for voice, words and tune.. perfect amalgamation to touch the soul smoothly. Great thoughtful singer
গানটির মধ্যে কেমন যেন এক অদৃশ্য মায়া আছে!
আটকিয়ে রাখে পরম আদরে!
যেমন লিরিকস তেমন গেয়েছেন।এক কথায় অসাধারণ! ::
"আমি শুনছি তোমারা নাকি, এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখ, গান গাও প্রাণভরে"🌻 this line's hit different 💔
যতই শুনি ততই মুগ্ধ, আহা কি সুর 🥰 মন খারাপের সময় সমুন্দের ধারে বসে থাকতে অসম্ভব বেশি ভালো লাগে আর সাথে যদি এই গানটা হয় সত্যিই হারিয়ে যায় কোন এক অজানা দেশে
এই অবক্ষয়ের উৎসবের মাঝে দাঁড়িয়ে যাঁরা আজও স্বপ্ন দেখতে ভালবাসে এবং ভালবাসে ,তাঁদের গান হয়ে থাকবে ।
অসাধারণ! যতবার শুনি ততবারই ভালোলাগে,মনের অজান্তে কেমন যেনো একটা ভালো লাগা সৃষ্টি হয়ে যায়।
আজ এই নিয়ে যে কতো বার শুনলাম তার ঠিক নেই।।।❤❤❤ অনেক ভালোবাসা আপনাকে এই সৃস্টি জন্য 🙏🙏🙏।।
অসাধারণ এই গান। কেউ এই গানের মর্যাদা দিতে পারে না বলে কষ্ট হয়। বার বার শুনলেও মন ভরে না তাই যখনই সময় পাই শুনি। ⚘⚘⚘⚘
জীবন এক অন্যরকম সময়ে এসে গানটি শুনছি। জীবনের কাছে, বাস্তবতার কাছে, ভালবাসার মানুষের কাছে হেরে গিয়ে এক ব্যর্থ মানুষ আমি। ক্লান্তিকর এই ব্যর্থতার সময় গানটি আমাকে শুধুই কঁাদয়....
শিল্পী: মৌসুমী ভৌমিক
কথা ও সুর: মৌসুমী ভৌমিক
অ্যালবাম : এখনো স্বপ্ন দেখো (২০০০ সন)
তবে গানটি লেখা হয় ১৯৯৬ সনে।
Thanks
Kon deshi Singer ?
ruclips.net/video/e2NLmHztlaI/видео.html plz I've tried this first time must listen
@@oneaninspiration7099 ruclips.net/video/e2NLmHztlaI/видео.html plz I've tried this first time must listen
@@rakib.raihan1356 ruclips.net/video/e2NLmHztlaI/видео.html plz I've tried this first time must listen
আহা, বেঁচে থাকার, স্বপ্ন দেখার কী আকুতি!! জীবন বয়ে যায়....বড় হই, হারানোর তীব্র যন্ত্রণা নিয়ত দাগ কাটে হৃদয় গভীরে!! এসব গান শুনি আবার জেগে উঠি।।
Truly speaking, I listened this song sung by many Singers (though well sung) but it blossomed the inner feeling so intensely when sung by Moushumi Bhowmic with her most appealing expressions to give the Song a life to live with eternity. Great. God Bless her.
Agreed Sir...with all due respect to all the other artist...Moshumi Ma'am er gawa ta moner kono ek ghovire giye chunye jaye...
@@arpitasinha9281 Thanks. This song forwarded to my niece staying at Hyderabad and it was even liked by local friends because of its unique lyrics & tunings with extraordinary blending of emotion at our core. However, lyrics were translated by my niece in English to grasp the meaning and enjoy. I felt proudly to know it.
To be honest, I don't have any wish to live in this cruel and merciless world. But after listening this beautiful and insightful song of legendary maestro Srimoti Mousumi Bhowmik I've wished once again to live on the earth. This masterpiece is quite unparalleled and magical. It’s amazing to the lees. Hats off Madame.
কোন এক অপূর্ণ ইচ্ছা এই গানটাতে লুকিয়ে অাছে,,,যে জন্য বারবার শুনতে ইচ্ছা করে।।
যখন আমি একা... সাথে মৌসুমি ভৌমিক
Hey
❤❤
😊
Ekdom
সত্যিই অসাধারণ। গানটা প্রথম শুনেছি ইউনিভার্সিটিতে আড্ডা দেয়ার সময় এক বান্ধবীর মুখে অসাধারণ ছিল।হলে এসে ইউটিউবে সার্চ করে শুনলাম আরএকটা স্মৃতি রেখে গেলাম তোমাদের মাঝে 🥰🥰
রাত ২.৩০ মিনিট।
অনেক বৃষ্টি হচ্ছে, জানালা খুলে হেডফোন কানে দিয়ে ২০২১ সালে গান শুনিতেছি, অসাধারণ অনুভূতি হচ্ছে 🥰
সুস্মিতা ভৌমিকের গলায় বাংলার মাটির সোঁদা(2) গন্ধ খুঁজে পাওয়া যায়।
ওনাকে আমার বিশেষ অনুরোধ যে উনি যেন জীবনানন্দ দাশের কবিতার "আবার আসিব ফিরে "- ওনার সুরের মূর্ছনা/ ঘরানা অনুযায়ী এই গানটি তৌরি করে ।
কেননা বাজারে প্রচলিত এই গানটির সুরের সঙ্গে তার প্রাকৃতিক গাছগাছালি, পশুপাখি , ভৌগলিক সৌন্দর্জের কোনো রকমের মিল ই খুঁজে পাওয়া যাবে না ।
মাঝরাত, অন্ধকার ঘর, একাকী মন আর এই কালজয়ী গান। 💜
বার বার ফিরে আসি এই গান শুনতে। মন ভরে যায়। আস্থা হারানো মন ভরসা খুঁজে পায়।
বহুবছর পর আবার কোনো তরুণী এই গান শুনে ভরসা ফিরে পাবে। তাদের জন্য একরাশ শুভকামনা 😌💜
অদ্ভুত ভাবে নিজের nihshongota আয়নার মত প্রতিফলিত হয় এই গান এ.. মন ভরে থাকে এক নিরুদ্দেশ প্রেমে..বারে বারে শুনি..আর একাত্ম হয়ে যাই
আজীবন শুনলেও পুরাতন হবে না এইরকম একটি গান😘😍
Sotti oi tai
একদম বলেছেন! গানটা শুনে যেনো মানুষ হতে ইচ্ছে হয়!
@@rabbihihasan3564 হচপ
Hmm thik
তুমিও কখনো পুরাতন হবে না।।
শতবর্ষ চলে যাবে, আবির্ভাব হবে নতুন প্রজন্ম তবু রয়ে যাবে এমন গান
যত বেশি পরিণত হচ্ছি ততই ভালো বেশি বেশি ভালো লাগতে লাগলো এই গানগুলোই। আসলেই একটা করে মোমের বাতি বাড়ছে প্রতিবছর!আর পৃথিবীতে থাকার সময় ফুরাচ্ছে।
অসম্ভব সুন্দর এবং মধুময়।।। গানের সাথে স্বর যেন এক অবিচ্ছেদ্য মুগ্ধতা তৈরী করেছে।। 🥰🥰
এই গানটা শুনলে প্রেম জাগে ۔۔গহীন শান্তি নেমে আসে চেতনার পরতে পরতে ۔۔কী একটা অব্যক্ত ব্যাথা মিশে আছে গানটায় ۔۔মনে হয় আরো যদি ভালোবাসতে পারতাম ❤❤
সুন্দর বললেন
Aha, what a beautiful song, what expressive lyrics, what a great voice. A timeless song one can hear endlessly. I cannot thank Moushumi Vhoumik, enough, for singing such an immortal song, which touches one's heart and soul.
Kotobar je shuni! Thank you Moushumi
বুয়েট...২০০৪-০৫... সোহরাওয়ার্দী হলের নিচতলা ... ১০১০... মন খারাপ করা দুপুর... অনেক কিছু মনে করিয়ে দেয় এই গান।
Tanimul Hoque ki hoisilo vaai?
Mana da
কি মন খারাপ ভাই?
Asolei vai gan ta onek kichu mone koriye dei
১০১০...?🙄🙄🤔🤔কিন্তু আপনাকে দেখে তো অত আগের মানুষ মনে হয় না!
When you feel there is peace outside,everyone has slept around,this song hits you hard.
Like a cyclone! Disturbing everything that you caged inside yourself! Whatever thoughts you tried suppressing,this song releases all of them,altogether.
The song makes you remember everything you tried forgetting for a long time!
You would feel sad and happy both at the same time hearing this.
Beautiful voice,perfectly splendid lyrics and what a mesmerizing composition!
❤️
হ্যাঁ রে বানকির খ্যাটা...বাংলা বল না
Same feelings!!
You wrote all of my inside feelings !!
This is really a gem just like your comment... thank you for your thoughts regarding this song🙏🙏
@@drsomenathghosh appreciate your compliment.
৫ শ্রেণী থেকে শুনছি এবং এখনো🌻 ২৬ এ এসেও একি লাগে😊
Right
Shunchi Ami onadikaler provat hote
Hai hai Apu ki bolen 🌚
Ami mattro mash khanek Holo ganta shuni
Sotti preme pore gechi daily shuni
আহা
Me Too same year
বেশ কয়েকদিন আগে শুনেছিলাম আবারও একবার শুনতেছি আওলাইয়া যাইতেছি।
২০২০ এ কারা শুনতেছেন?
হিট লাইক😎
Ami❤❤
প্রথমবার?
আমি🙋🙋
Ami protidin
ami
Every time I hear this song, It tears me up :') such hopeless optimism for humanity! Such innocence, such helpless cry for one ray of goodness. Urggghhh, almost makes me not be a nihilist anymore
Again and again I have been listening to this song, spell bound, Oh what a voice with the same appetite. What a balance, really really it always touches my heart and makes me nostalgic. Whenever I am in vacant or painsive mood,it soothes my heart and makes me serene.
I wish to live more more years just to listen and voice my voice with her.
Marvelous and permanent appeal
Excellent 👌
২০০৮ এ প্রথম শুনেছিলাম-
তারপর থেকে প্রায়শই শুনেই যাচ্ছি,
এমনকি নিজের মত করে গাইতেও পারি।
আজ প্রথমে গাইলাম,পরে শুনলাম।
শোনার সময় মনে হলো-
মৌসুমী ভৌমিক দিদি যেন আমার কথা গুলো খুব যত্ন করে আমাকেই শুনিয়ে গেলেন।
এই রকম কালজয়ী গানের জন্য সর্বকালের প্রতিক্ষারত আমি!!! ❤❤❤
সত্যি ভালো গান মন কে ভালো করে দেয়।আর ফেলে আশা সৃতি গুলো ফিরিয়ে দেয়।।।দিদি ধন্যবাদ ।।।
আজ ঈদের দিন।
জানি তুই দূরে!এ গানের নির্মাল্য তোকে পৌঁছে দিলো আমার কাছে।😓
ভালোবাসি।পবিত্র ঈদের শুভেচ্ছা আমার নিভে যাওয়া প্রদীপ।,😊
@Mohammad Shakil ruclips.net/video/e2NLmHztlaI/видео.html plz I've tried this first time must listen
Janina.....aapni Kon kachher manush er janya ei hridoi bhora bhalobasa utsargo korlen..... Aapnar akuti tuku chirokalin amor hoye thak..... Benche thakuk prem.............
আমার বয়স সত্তর ছুঁইছুঁই। আমার নাতনি সাড়ে ছ'বছর।ও আমার কাছে এই গান শুনতে চায়। কখনও আমি শোনাই, কখনও এই গানটা চালিয়ে দিই। বিশেষ করে ওর ঘুমের সময়ে।ও এমনিতে খুবই দুরন্ত। গানটা চুপচাপ শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে।
I heard that the other day you went to touch the blue horizon
riding the waves
I heard that the other day, you walked along the salty shores
for miles and miles
I have never seen the sea, never glided on blues
never caught a glimpse of the seagull's wings
Next time, when you'll go to the sea
will you take me along?
Will you?
I heard that the other day, you, you and you
in an ensemble, discussed many complex conundrums
and unspoken words.
Why this eternal rat-race?
Why endless series of monologues?
Living on, this self centered life
if there is no love
only empty loneliness
Where can I get a dollop of peace?
Where can I?
I have heard that you still dream, still write stories, and
chant music from bottom of your soul
The Saga of human existence still makes you think
Love still blossom like a rose in your heart.
Today I am here at your doorstep
with this faithless soul, open arms
and bending knees…
Only emptiness in deep of my eyes,
there are no dreams in my nights
To dream I opened my eyes
to dream I opened my arms
towards you.
Translation by Ritwick Banerjee.
"বলার মতো কিছু নেই"সত্যিই অসাধারণ!
অবিশ্বাস্য লাগে যে এই রকম একটি গানের নীচে ২.৫ হাজার ডিজলাইক থাকতে পারে। এরা কারা ? কোথায় জন্ম তাদের ? তাদের মন কেমন ? সেখানে কি শুধুই পাথরের অস্তিত্ব ?
তুমি তো মনন শীল ওরা অবুঝ অচৈতন্য ।
@@sujitbiswas838 ruclips.net/video/e2NLmHztlaI/видео.html plz I've tried this first time must listen
@@kanizfahmida2439 ruclips.net/video/e2NLmHztlaI/видео.html plz I've tried this first time must listen
Erakam chetahin pranio achhe
Eder jonmo jahaannam a .....
What a mellifluous rendition, what a beautiful lyrics, truly a timeless classic.
আজকে সারাদিনে ২০ বার এর বেশি গান টা শুনেছি,,এত টা প্রেমে কোনো গানে পড়ি নাই😍😍
আজকেও কি শুনেছিলেন। নারী দিবসের গান যে এটা। ভালোবাসা রইল সকল নারীর জন্য।
Ami ajj mne. 23may onk bar sulm count kori ni
Apu Ami kintu everyday 30bar dune
Me2
Ekdom 😊
যত দুরেই যাওনা কেনো~
থাকবো তোমার পাশে,,,
যেমন করে বৃষ্টির ফোটা~
জড়িয়ে থাকে ঘাসে।
কাছে আমায় পাবে তুমি~
হাত বাড়াবে যেই,,,,
যদি না পাও ভেবো সেদিন~
আমি আর ত্রি-ভূবনে নেই,,,,,,,,,
Fantastic.
চমৎকার 😊।
Last two lines are great
জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে অব্দি এই গানটা favourite list এর প্রথম সংখ্যাতেই থাকবে ❤️❤️❤️...
কোথায় শান্তি পাবো বলো কোথায় গিয়ে 😢
অস্থির সময় আর অস্থির মন তার ভাঙা গড়া ধরা পড়া আপনার গানে। আপনার গানে জটিল সময় অবকাশ খোঁজে। অসাধারণ ভালো লাগলো গানটা।
অপূর্ব ....নাইবা থাকলো প্রচার ...ফুল ফুটলে ফুল কি প্রজাপতির কাছে যায় ?
osadharon blechen dada....emon gan er emon e byakha hoa dorkar.
yes
Likhata vlo laglo
এই গানটি শুনেনি এমন মানুষ কমই আছে। কত শিল্পীতো আসে যায় । তবে আমি বিশ্বাস করি ,এই একটি গানই তাকে শ্রোতাদের মাঝে বাঁচিয়ে রাখবে যুগ যুগ ধরে।
আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে
আমাকেও সাথে নিও
নেবে তো আমায়😘😘
কতো যে ক্লান্তি, কতো যে পরিশ্রম আছে একটা জীবনে... সব কিছু যেন মুহূর্তের জন্য ম্লান হয়ে যায়, থমকে যাই, শান্ত হয়ে যায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, এই ভাবে হাজার হাজার বার নিজেকে শান্ত করার প্রয়াস করবো আমরা, খুঁজে নেবো নিজেদের শান্তি কে।
মন টা বেশ ভালো লাগে... কিছুক্ষন চুপ থাকি, তারপর ফিরে যাই আমরা যে যার ব্যস্ততায়।
বাইরে বৃষ্টি, হাতে এক কাপ চা,সন্ধ্যা...বারান্দায়
সাথে গানটা.....❤️
এসব মাস্টারপিস বার বার আসে নাহ💜
২০২৩ সালে এসে যারা এই গানটি শুনছেন ,তাদের রুচির প্রশংসা করতেই হয় ।
অসাধারন দক্ষতা !যেমনি ছন্দে ৷তেমনি সুরে সুরো
ক্লাস ফোর থেকে এই গানটি এখন ও ভালোলাগার এবং শান্তির শীর্ষে রয়েছে চমৎকার গেয়েছেন।
OMW - A BEAUTIFUL SONG I MAY HAVE NEVER COME ACROSS - BUT LISTERNING TO IT MAKES MY HEART GO SO SOFT... I UNDERSTAND THE MEANINGS IN FULL AS I COME FROM BANGLADESH & ALSO SPEAK URDU/HINDI - LIVING IN ENGLAND SINCE 07/1980 - THE PEOPLE OF BANGLA/BENGAL WENT THROUGH ALOT - 1971 - 1972
A BIG THANK YOU TO ALL OUR BANGLA - BENGALI HERO'S - SALAAM.
আমার আপুর প্রিয় গান এইটা 😭
কিন্ত আমার আপু মারা গেছে ২০১৭
সালে 😭😭আমার প্রিয় থাকবে গানটা চির জীবন ।।
😭❤
May Allah keep your Apu happy forever in afterlife.
Onar atma r chiro shanti hok.
অাল্লাহ্ অাপনার অাপুকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। অামিন।
Dukko
হ্রদয়টা এক অদ্ভূত শূন্যতায় ভরে গেল। ইচ্ছে করছে শুধু একা নিঃশব্দে কাঁদি; বুকের ভেতর জমে থাকা দুঃখ বেদনার গ্লানি দূর হয়ে যাক।
ক্ষণস্থায়ী পৃথিবীতে স্মৃতি রেখে গেলাম অনেক পছন্দের একটি গানে।
২০২০ এসে কারা গানটি শুনছেন হিট লাইক😍😍😍😍ধন্যবাদ দিদি।😍😍 কোয়ারান্টাইনের একটা দিন সুন্দর কাটলো গানাটা শুনতেছি 😊😊😊
কমেন্ট করে রেখে গেলাম
যখন আমরা থাকবো না এই মায়াভরা ধরণীতে তখন পরবর্তী জেনারেশন এসে জানবে ঠিক কতখানি প্রিয় ছিলো এই গানগুলি :(২০১৯:)
অাহ্....
কি অসাধারণ!
প্রকৃতপক্ষে অামি একজন কট্টর সঙ্গীতপ্রেমী
অার অামার বয়স অনুসারে
যখন থেকে গান শোনার অভ্যাস হয়
ঠিক তখন থেকেই অামি এগানটি শুনে অাসছি,
কি অাজব ব্যপার প্রতিদিন কমকরে হলেও একবার শোনা হয়
কিন্তু অাজো অামার তিয়াস মেটেনি!
অনবদ্য মৌসুমি ভৌমিক।
মন ছুয়ে যাওয়া একটা গান, যতো শুনি ততো এই ভালোলাগে, এক কথায় সেরা।
SA Shakil
ami valo basi shudu tomai
S. Allah loving eyes dearest vaumic one song enough yes Allah blessing touching all the mankind allah blessing soul .heart
I am allways believing. all CV
7:43 am wed 20/2/2019, nyc. dhonnobad mushumi bhowmik. ei shomoyeo apnar ganti eto valo lage bole bojhate parbona. ar dhonnobad purono ek bondhuke je moushumi bhowmiker gaan recommend korechilo.
2019 এ কে কে শুনছো?
আমি 🙋😀
Ami🙋😘😘😉
ami
এপ্রিল-৭
Juge juge shunbo
গানটা শুনার পর অলৌকিক একটা প্রশান্তি খুজে পাই এবং আমাকে ভাঁবায়।
সুরেলা কন্ঠের মাঝে হারিয়ে যাই তারুণ্যের প্রথম থেকেই '।
R8
মধ্যরাতে অনেক কষ্ট বুকে নিয়ে যখনই গানটা শুনি , অজান্তে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে।
সত্যি কেন চোখ ভিজে যায় এই গান শুনলে বুঝি না