@@nayeemalizamadar পাতিহাল গ্রামে : পাতিহাঁল দামোদর হাই স্কুল, মা মণ্ডলার মন্দিরে যাওয়ার আগে বহু পুরানো পাতিহাঁল বালিকা বিদ্যালয়, নিজবালিয়া গ্রামের অতি কাছেই বুড়িপুকুর মহাশশান, একটু এগিয়ে গেলেই বহু পুরানো অনেক বড় গড়বালিয়া হাই স্কুল, বালিকা বিদ্যালয়, প্রাইমারি স্কুল, একই পরিসরে আলাদা আলাদা ভবনে, মুন্সিরহাট অনুকূল ঠাকুরের মন্দিরের অতি নিকটে বহু পুরানো চিন্তামণি হাই স্কুল । বেশিরভাগ স্কুলই আমাদের দেশ স্বাধীন হওয়ার আগের। জানতে চাইবার জন্য ধন্যবাদ, গর্বের সাথে উক্ত তথ্য দিতে পারলাম বলে।
মন্দিরের পাশে থাকা রায় পরিবারের এক সদস্য বলছিলেন। সঙ্গে ছিলেন ওই এলাকার কয়েকজন, মন্দির কমিটির সদস্য। রায়েদের জমিতেই গড়ে উঠেছিল এই মন্দির। এছাড়াও কিছু পুরনো লেখাতেও একই তথ্যই পেলাম। অন্য কিছু কি আপনার জানা আছে, তাহলে সেটাও এখানে জানাতেই পারেন। বহু মানুষজন কমেন্টগুলিও যত্ন করে পড়েন, তারা তাহলে জানতে পারবেন।
দারুণ দেখলাম
Debjani Sengupta
Vison valo laglo puro video ta.
খুব ভাল লাগল ।
Again , as usual a nice presentation
খুব সুন্দর লাগলো ভিডিওটি দাদা
খুব ভালো লাগলো।
asadharon prakritik soundarjyo, apurbo prachin nabin mandirguli, prachin mandirgulir andore kandore itihas kotha koy
পাতিহাল স্টেশন সংলগ্ন দক্ষীন দিকের রাস্তা টির চলার অযোগ্য সে টি দেখালে ভালো হতো ।
ঠিক আছে, কিন্তু সাধারণ !
Dada pantihal puro gram ta dekhan apnar video te🙏
Amar gram Chandul.
পাতিহালে সুরুচি চপের দোকান টা কী বিখ্যাত? বিকালে কখন খোলে?
পাতিহাল গ্রাম এত পুরোনো একটা স্কুল আছে সেটা দেখাতে পারতেন। যাইহোক এইসব জায়গা দেখলে ভালো লাগে। ধন্যবাদ নিবেন। সোমনাথ পাল। নিজবালিয়া, হাওড়া।
School r name?
@@nayeemalizamadar পাতিহাল গ্রামে : পাতিহাঁল দামোদর হাই স্কুল, মা মণ্ডলার মন্দিরে যাওয়ার আগে বহু পুরানো পাতিহাঁল বালিকা বিদ্যালয়, নিজবালিয়া গ্রামের অতি কাছেই বুড়িপুকুর মহাশশান, একটু এগিয়ে গেলেই বহু পুরানো অনেক বড় গড়বালিয়া হাই স্কুল, বালিকা বিদ্যালয়, প্রাইমারি স্কুল, একই পরিসরে আলাদা আলাদা ভবনে, মুন্সিরহাট অনুকূল ঠাকুরের মন্দিরের অতি নিকটে বহু পুরানো চিন্তামণি হাই স্কুল । বেশিরভাগ স্কুলই আমাদের দেশ স্বাধীন হওয়ার আগের। জানতে চাইবার জন্য ধন্যবাদ, গর্বের সাথে উক্ত তথ্য দিতে পারলাম বলে।
আপনার চোখ দিয়েই হাওড়া দেখলাম, তবে বড়ই নির্জন গ্রাম, মন্দির, রাস্তাঘাট।
বেশ ভালো লাগলো। তবে আপনি মণ্ডলা কালী মন্দিরের যে বর্ননা দিলেন সেই লেখাটা কোথা থেকে পেলেন?
মন্দিরের পাশে থাকা রায় পরিবারের এক সদস্য বলছিলেন। সঙ্গে ছিলেন ওই এলাকার কয়েকজন, মন্দির কমিটির সদস্য। রায়েদের জমিতেই গড়ে উঠেছিল এই মন্দির। এছাড়াও কিছু পুরনো লেখাতেও একই তথ্যই পেলাম। অন্য কিছু কি আপনার জানা আছে, তাহলে সেটাও এখানে জানাতেই পারেন। বহু মানুষজন কমেন্টগুলিও যত্ন করে পড়েন, তারা তাহলে জানতে পারবেন।
খুব ভালো লাগলো আগামী রবিবার এই জায়গায় যাবার ইচ্ছে আছে । আমার বাড়ি ডোমজুড় ব্লকের প্রশস্থ নামক গ্রামে ।
Beautifull work❤kip it up