বাবার আগে সন্তান মারা গেলে নাতী নাতনী সম্পত্তি পাবে কি? | মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১ |

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 60

  • @AymanAyman-n2e
    @AymanAyman-n2e 6 месяцев назад +3

    আমার বাবা আমাদের ৮ ভাই বোনদের নামে চার একর জমি হেবা দলিল করে দেয় ১৯৮৩ সালে , কিন্তু হেবা দলিল গ্রহীতাদের মধ্যে আমার ছোট ভাই ১৯৮৩ সালে জন্ম গ্রহণ করে , এবং বাবা যখন হেবা দলিল করে দেয় ১৯৮৩ সালে তখন ওই ছোট ভাইয়ের নামে ও হেবা দলিল করে দেয়, কিন্তু দলিল করার ৬ মাস পর ওই ছোট ভাইটি মারা যায়। আমি হেবা দলিল পড়ে দেখেছি ওই দলিলে মৃত ছোট ভাইয়ের নামও আছে, কিন্তু বর্তমানে আমাদের বাবা-মা কেউ বেচে নেই, তাহলে ওই ছোট মৃত ভাইয়ের সম্পত্তি কি এখন আমরা পাব? বর্তমানে আমরা তিন ভাই তিন বোন জীবিত আছি, এবং একজন সৎ ভাই জীবিত আছে। এদের মধ্যে মৃত ভাইয়ের জমির ফারায়েজ কিভাবে হবে। জানালে উপকৃত হবো। আশা করি কমেন্ট করে ফারায়েজ টি জানাবেন। ধন্যবাদ

  • @ShahnajShoily
    @ShahnajShoily Год назад +1

    দাদার আগে বাবা মারা গেছেন, দাদা বেঁচে থাকতে একটি জমি অছিয়ত করে গেছেন, এবং ওই দলিলে কাকারা লিখিয়েছেন তোমরা আর নাল জমি পাবা না। দাদার তখন হিতাহিত জ্ঞান ছিল না। এখন দাদা নাই। আমার প্রশ্ন হলো আইন অনুযায়ী আমরা কি কোন জমি পবো।বা চ্যলেজ্ঞ করতে পারবো । জানা থাকলে জানাবেন প্লিজ।

  • @MstNajma-co9pl
    @MstNajma-co9pl 3 месяца назад +1

    দাদার আগে আমার বাবা মারা গেছেন, আমি একজন মেয়ে, আমি ও কি একি সমান জমির ভাগ পাবো,দয়া করে একটু জানাবেন

  • @shreakabir6853
    @shreakabir6853 7 месяцев назад +2

    আমরা ৩বোন ১ ভাই ছিলাম।আমার বাবা জীবিত।আমার ভাই একটি মেয়ে রেখে মারা গেছে।এখন আমার বাবা মারা গেলে সম্পত্তি কিভাবে বন্টন করা হবে?

  • @RaziaSultana-xl7pq
    @RaziaSultana-xl7pq 3 месяца назад

    আপনি ঠিক কথা বলেছেন ❤️❤️❤️❤️❤️❤️

  • @HkKa-h4t
    @HkKa-h4t 21 час назад

    স্যার ধরেন ছেলে ১৯৫৫ সালে মারা গেছে তার বাবা মারা য়ায় ১৯৬১ সালের পরে এটা কি কোনো ব্যাক্তির সাথে সম্পক আছে

  • @Mdhasam-kw2hy
    @Mdhasam-kw2hy 2 месяца назад +1

    নানির সমপতি বড় মেয়ে পেল কিন্তু নামজারি হয় নাই এবং দুই ছেলে এক মেয়ে আরেকটা পালক মেয়ে মা মারা গেছে পালক মেয়ে কি সমপতি পাবে আইন অনুযায়ী মুরাদপুর থেকে বলছি জানতে চাই

  • @kamaluddinmajumder5833
    @kamaluddinmajumder5833 Месяц назад

    ওয়ারিশ সম্পত্তির মূল্য ও গুরুত্ব তারতম্যের কারণে আপোষ মিমাংশার মাধ্যমে ওয়ারিশণণের মধ্যে সম্পত্তির পরিমাণ বেশি বা কম দিয়ে বন্টন করা যাবে কি না? যদি এরূপ করা হয়, পরবর্তীতে নামজারি বা বন্টননামা দলিল রেজিস্ট্রেশন করতে অসুবিধা হবে কি না? আমাদের মধ্যে উল্লেখিত কারণে একজনকে তিন শতাংশ জমি বেশি দিয়ে আপোষ নামায় সকলে স্বাক্ষর করেছে। এখন নামজারিতে ঐ বেশি অংশ টিকবে কিনা? জানালে উপকৃত হব। ধন্যবাদ।

  • @asiksorder2721
    @asiksorder2721 19 дней назад

    আমার প্রশ্ন স্যার।আমার বাবার আগে আমার ভাই মারা যায় মৃত্যু পরে আবার বাবা মারা যায়। এবং মারা জাওয়ার সময় রেখে জানজাদের তারা হলো আমরা তিন ভাই দুই বোন ওমা আর আমার মৃত ভাই এর চার মেয়ে ও তার স্হী রেখে জান এখন আমাদের জমি কি ভাবে ভাগ করবো জানাবেন।

  • @RuhulAmin-e2k9c
    @RuhulAmin-e2k9c Год назад

    ১৯৬১ সালের আগের আইনে কি এখন জমি পাওয়া যাবে না?

  • @MstPapiaRahman
    @MstPapiaRahman Месяц назад

    স্যার আসসালামুয়ালাইকুম আমি একটি প্রশ্নের উত্তর জানতে চাই আমার ভাগ্নের বাবা আগে মারা গেছে তার দাদার আগে পরে দাদা ও মারা গেছে তারপর ভাগ্নের বড় আব্বা মারা গেছে বা বড় চাচা মারা গেছে তিনি ছিলেন নিসন্তান তার অনেক জমিজমা আছে এখন আমার প্রশ্ন আমার ভাগ্নে কোন সম্পত্তির ওয়ারিশ হবে কিনা

  • @sobujrana7777
    @sobujrana7777 Месяц назад

    স্যার প্লিয আমার প্রশ্নের উত্তর দিবেন।
    নানার আগে মা মারা গেছে ১৯৫৫ সালের দিকে এক ছেলে রেখে।
    সেই ছেলেটা ১৯৮১ সালে নানার জমির ভাগ দাবি করে নানার বাড়ির এক ওয়ারিশের কাছে জমি টা বিক্রি করে যায়।
    ওন্যন্য ওয়ারিশ রা এইটা মানতেছে না।
    কারন আইন তো হইছে ১৯৬১ সালের পর।
    আইন হওয়ার আগেই তো তার মা মারা গেছে।
    এখন যার কাছে জমি বিক্রি করে গেছে সে বার বার জমি দাবি করতেছে।
    সমাধান কি?

  • @abdurrashidabdurrashid2736
    @abdurrashidabdurrashid2736 10 месяцев назад

    আপনার সকল ভিডিও আমি মনোযোগ সহকারে দেখি। chanel subscribe করেছি অনেক আগেই। আমি জানতে চাই,এক মহিলার দুটি পুত্রচ দুটিই মায়ের আগে মারা গেল।প্রথমটার ওয়ারিশ থাকলো দুই পুত্র এক কন্যা এক স্ত্রী,দ্বিয়োটার ওয়ারিশ থাকলো এক স্ত্রী এক কন্যআ কিভাবে সম্পত্তি বণ্টন হবে
    ওয়ারিশ থাকলো এক কন্যআ এক স্ত্রী ক

  • @hanifmiah-w5r
    @hanifmiah-w5r 2 месяца назад

    আপনার সাথে একটু কথা বলতে চাই। কিভাবে বলতে পারি।

  • @limonislam4904
    @limonislam4904 Год назад +3

    পিতার আগে কন্যা মারা গেছে কন্যার ছেলে-মেয়ে আছে তারা সম্পত্তি পাবে কিনা

  • @JannatulBushra-qe1bp
    @JannatulBushra-qe1bp Месяц назад

    আসসালামু আলাইকুম। আমার বাবারা ২ ভাই ও ২বোন ছিল। কিছুদিন আগে আমার বড় ফুপি মারা গেছে। উনি অবিবাহিত।এখন উনার যে সম্পত্তি আছে সেটা কিভাবে বন্টন হবে? আমার দাদা বেঁচে আছেন। জানালে উপকৃত হব।

  • @AbuHasan-gt7sc
    @AbuHasan-gt7sc 2 месяца назад

    Amr nanar age amr ma mara gece akhon amra ki somptti pabo

  • @abusaeid6837
    @abusaeid6837 7 месяцев назад +1

    আল কোরআনের আল্লাহর আইন অনুযায়ি মৃত ব্যক্তি কোন সম্পদ পাবেন না । তবে তাদের কে কিছু সম্পত্তি দান করার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে । আর আল্লাহর থেকে অন্য কেউ বান্দাকে বেশি ভালোবাসে না । আয়ুব খানের আইন কোরআন বিরোধী ।

    • @deskoflawyer
      @deskoflawyer  7 месяцев назад

      আপনার সাথে আমি একমত। কিন্তু আইন তো আমাদের মানতে হবে। আইন বাতিল না করলে অবশ্যই মেনে নিতে হবে।

  • @Jannat-2004
    @Jannat-2004 3 месяца назад

    আমার স্বামী মারা গেছে বিবাহের ১মাস পরে তার নামে কোন সম্পত্তি নাই তার শুধু ২ জন বোন আছে এখন স্ত্রী হিসেবে আমি কি কোন সম্পত্তি দাবি করতে পারি।

  • @MorshedaAlpona
    @MorshedaAlpona 23 дня назад

    মা ছাড়াছাড়ি হয়ে 2য় বিয়ে হয়েছে। তার 1ম স্বামীর কাছে 1 সন্তান আছে।এখন মা তার বাবার বাড়ি থেকে যে সম্পত্তি পাবেন তাতে কী তার ঐ সন্তান মালিক হবে

    • @deskoflawyer
      @deskoflawyer  22 дня назад

      অবশ্যই পাবে কারণ তিনি তো তার গর্ভজাত ও সন্তান

  • @asiksorder2721
    @asiksorder2721 4 месяца назад

    আমার প্রশ্ন আমার দাদার আগে আমার পিতা মারা যায় আমরা শুধু ২ বোন এখন আমার চাচা এবং দাদী ওফুপুরা আছেন। এখন আমরা ২ বোনেরা দাদার সম্পতি কতটুকু পাবো।জানাবেন।

  • @Suniliyaprosantohasda-gs2uh
    @Suniliyaprosantohasda-gs2uh 22 дня назад

    Amr nani mara geche ,kintu nanir ma beche achen ,akhon nanir ma sompotti vag Kore dawar agei Jodi mara Jan tahole nanir natira pabe kina vag?

  • @shahaidullah3724
    @shahaidullah3724 8 месяцев назад +1

    আমার দাদাজীবিত থাকা আবস্তায় আমার বাবা মারা যায়।আমার মা এক বছর পর বিয়ে বসে।আমার ওবিয়ে হওয়ার পর দাদা মারা যান। আমার বাবার নামে কোন সম্পতী নাই।আমি বাবার এক মাএ মেয়ে এখন দাদার সম্পতীর কত অংশ আমি পার। আমার ১জেঠা,১ চাচা,৪জন ফুফু আছে। গঠনা টি আমি জেঠ ভাতিজীর কথা লিখলাম।

    • @deskoflawyer
      @deskoflawyer  8 месяцев назад

      ঘটনাটা কি ১৯৬১ সালের আগে না পরে এটা কাইন্ডলি জানাবেন

  • @md.nayeemhasansujan3078
    @md.nayeemhasansujan3078 Год назад +1

    বাবার আগে মেয়ে মারা গেলে সেই মেয়ের পুত্র সন্তান থাকলে নানার সম্পত্তির অধিকার কতটুকু।

    • @deskoflawyer
      @deskoflawyer  Год назад +1

      ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর কমেন্ট করার জন্য। আমি কিন্তু ভিডিওটাই হেডিংয়ে দিয়েছি সন্তানের কথা বলেছি কোন মেয়ে বা ছেলের কথা বলিনি অর্থাৎ সন্তান বলতে সন্তানই বোঝাবে ছেলে মেয়ে যাই হোক ধন্যবাদ

    • @ruhulamin8475
      @ruhulamin8475 8 месяцев назад

      নানার সম্পত্তি নাতি নাতিরা পাবে না । কিন্তু সেই আপনার নানা তার মেয়ের ১/৬ অংশ সম্পত্তি নানা পাবে।

  • @SirajulIslam-du9ol
    @SirajulIslam-du9ol 7 месяцев назад +2

    মৃত ব্যক্তির পুএ ও কন্যা আছে তাহার জমি মা ও বাবা পাবে কি না।

  • @NafisMahmud-y3y
    @NafisMahmud-y3y 3 месяца назад

    স্যার আমার জন্মের পরেই আমার মা মারা গেছে এখন আমার দুই মামা জীবিত আছে এখন সম্পত্তি আমার নানীর সেও মারা গেছেন এখন আমি কি ভাবে ঐ সম্পত্তি পেতে পারি

  • @MonirHossen-uq3uj
    @MonirHossen-uq3uj 8 месяцев назад +1

    ধন্যবাদ ভাইয়া 1961 সালে সম্পওির যে আইনটি বাদ দেওয়া হয়েছে এই আইনটি কত সালে করা হয়েছে বললে উপকার হতো❤

    • @deskoflawyer
      @deskoflawyer  8 месяцев назад

      আসলে আগে যেটা চলত 1961 সালের আগে সেটা কোন আইন না কিন্তু ওটা ছিল মুসলিম আইন অনুযায়ী ফারায়েজ । ওটা ১৪০০ বছর আগে থেকে যখন পবিত্র কোরান নাজিল হয়েছে তখন থেকে চলছিল।

  • @SaifulHoque-b2c
    @SaifulHoque-b2c 5 месяцев назад +1

    আমার নানির একমাত্র মেয়ে আমার মা আমার নানি মারা গেছে ১৯৫৯সালে, আমার নানির পিতা মারা গেছে ১৯৮৫সালে আর আমার মা মারা গেছে ২০২১সালে এখন আমার মা নানার সম্পতির ওয়ারিশ হবে কি না

    • @deskoflawyer
      @deskoflawyer  5 месяцев назад

      খুবই ভালো প্রশ্ন ভাই ধন্যবাদ কমেন্টটা করার জন্য। হ্যাঁ আপনার মা ওয়ারিশ হবেন কারণ আপনার নানা সম্পত্তি ভাগ হবে সেহেতু আপনার নানা সম্পত্তিতে আপনার মা ওয়ারেস হবেন ।

    • @SaifulHoque-b2c
      @SaifulHoque-b2c Месяц назад

      আমার বড় আব্বা বা আমার মা র নানা মারা যান ১৯৮৫ সালে। তিনি মারা যাওয়ার সময় ৪৮০ শতক জমি রেখে য়ান। আমার বড় আম্মা বা আমার মা র নানী মারা যান ১৯৮৮সালে।আমার নানী মারা যান ১৯৫৯ সালে আর আমকর মা মারা যান ২০২১ সালে।আমার মা আমার নানীর একমাত্র সন্তান। এখন আমার প্রশ্ন হলো, ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন ৪ধারা মোতাবেক আমার মা আমার নানীর ওযারিশ হিসাবে আমার বড় আব্বা বা আমার মা র নানা-নানীর সম্পত্তির উত্তরাধিকার বা পতিনিধিত্ত হবে কি না। যদি হয় তাহলে কতটুকু সম্পত্তি পাবে। জানালে খুব উপকার হবে। ধন্যবাদ2:25 2:25

  • @HamizanSabri
    @HamizanSabri 9 месяцев назад +1

    ১৯৬১ সালের কোন তারিখ থেকে আইনটা কার্যকর হয়?

  • @SarifulIslam-ju8ss
    @SarifulIslam-ju8ss 11 месяцев назад

    ধন্যবাদ আপনাকে

  • @indiancricketteamindiancri4113
    @indiancricketteamindiancri4113 10 месяцев назад

    Vai ata ki songbidan onugayi nki islam onugayi

  • @SumaiyaSahab
    @SumaiyaSahab 8 месяцев назад +1

    আসসালামু আলাইকুম। আমার বাবা মারা গেছে। আমার দাদা জীবিত আছে। আমার বাবার তিন মেয়ে
    তাহলে সম্পওি কিভাবে বন্টন হবে।প্লিজ কমেন্ট এর রিপ্লাই করবেন🙏🙏

    • @deskoflawyer
      @deskoflawyer  8 месяцев назад

      এই বিষয়ের নিচের লিঙ্ক এর ভিডিও দেখুন। ruclips.net/video/0wUEuEkWb8Q/видео.html

  • @chanchalahmed8656
    @chanchalahmed8656 7 месяцев назад

    মৃত ব্যক্তির ১ওয়াইফ ১ ভাই ৭ বোন।কে কতটুকু পাবে?

  • @muhammedyousuf9127
    @muhammedyousuf9127 8 месяцев назад

    তিন ভাইয়ের মধ্য এক ভাই নিঃসন্তান মৃত ভাইয়ের ইসএি জীবিত তাকলে ঐ দুই ভাই বাবার সব সমপর্তির মালিক।একটুজানতে পারলে ভাল হয়।

  • @SabbirHussain-d2r
    @SabbirHussain-d2r 7 месяцев назад

    আমার মা মরা গেছেন মামা রা আমার মাকে রেকড তেকে বাদ দিয়ে দিছে একন কি করব

    • @deskoflawyer
      @deskoflawyer  7 месяцев назад

      রিপোর্ট সংশোধনের মামলা করেন

  • @chanchalahmed8656
    @chanchalahmed8656 7 месяцев назад

    মৃত ব্যক্তির ১ ওয়াইফ ১ কন্যা ১ ভাই ৭ বোন।কে কতটুকু পাবে?

  • @HasibulIslam-id1go
    @HasibulIslam-id1go 7 месяцев назад

    পিতার আগে ছেলে মৃত হ্লে, মৃত ছেলের একমাত্র কন্যা সম্পত্তির কত অংশ পাবে ?

  • @mdfarukhossain7448
    @mdfarukhossain7448 10 месяцев назад

    মা বেচে থাকতে মেয়ে মারা গেলো সন্তানাদি রেখে(৩ ছেলে ৩মেয়ে) মৃত মেয়ের সম্পওিতে মায়ের অংশ কতটুকু। (বাবার ওয়ারিশ সম্পত্তি)

    • @ruhulamin8475
      @ruhulamin8475 8 месяцев назад

      মায়ের ১/৬

  • @MDHasan-h4t5r
    @MDHasan-h4t5r Год назад +1

    ১৯৬১ সালের আগে এরকম হয়ে থাকলে তারা এখন দাবি করলে কি পাবে

    • @deskoflawyer
      @deskoflawyer  Год назад

      প্রথমত, কিছুই পাবে না তবে কেস হলে কোর্টে প্রমাণ সাপেক্ষ ব্যাপারটা