নেতাজি কি কমিউনিস্ট ছিলেন? ফরওয়ার্ড ব্লককে শেষ করার চক্রান্ত | Kunal Bose

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024

Комментарии • 763

  • @DrManikaBasu
    @DrManikaBasu 5 месяцев назад +90

    পরম শ্রদ্ধেয় দেশনায়ক'কে জানাই কুর্নিশ।
    জয় হিন্দ!

  • @sanjuktabagchi2404
    @sanjuktabagchi2404 5 месяцев назад +36

    ভারতের ইতিহাস আবার লেখা হোক এই আর্জি জানাই কুনাল।
    জয় হিন্দ বন্দেমাতরম।

  • @keyabhattacharjee8474
    @keyabhattacharjee8474 4 месяца назад +7

    বড় ভালো লাগলো আজ এই প্রতিবেদন, সত্যি জানতে পারলাম এতবছর পরে যে নেতাজীর ফরোয়ার্ড ব্লক পৃথক সত্ত্বা। ধন্যবাদ আপনাকে , অনেক কিছু জানতে পারছি আমাদের দেশনায়ক নেতাজী সম্পর্কে।

  • @swapanbasu6460
    @swapanbasu6460 5 месяцев назад +44

    অজস্র ধন্যবাদ দাদা সত্য ইতিহাস তুলে ধরার জন্য জয় হিন্দ🙏

  • @sushovannath3571
    @sushovannath3571 5 месяцев назад +48

    তথ্যপূর্ণ যুক্তিযুক্ত আলোচনা। দুর্দান্ত।
    জয় হিন্দ্ জয়তু নেতাজী

  • @sonar.bangla
    @sonar.bangla 5 месяцев назад +29

    অজানা সত্য ইতিহাস....
    তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ...

  • @AbhaiSaha
    @AbhaiSaha 5 месяцев назад +45

    আমি ইতিহাসের শিক্ষক, ইতিহাসই আমার ভালোবাসা। আমি প্রচুর বই পড়ি। আমি জানি কমিউনিস্টরা কবে থেকে দেশদ্রোহিতা করল এবং কমিউনিস্টদের জন্য ভারত রাষ্ট্রের কতটা ক্ষতি হয়েছিল। কিন্তু আমি এটা কিছুতেই বুঝতে পারছিনা, ফরওয়ার্ড ব্লক কি কারনে কমিউনিস্টদের সাথে জোট করে রয়েছে l এর বিষয়ে সত্যি আমি খুব জানতে চাই। আমি ফরওয়ার্ড ব্লকের অনেক বড় বড় নেতার কাছেও এই প্রশ্নটা জিজ্ঞাসা করেছি, কিন্তু তারা কোন উত্তরই দেয় না।

    • @tapatibiswas8297
      @tapatibiswas8297 5 месяцев назад

      Power bhog korbe bole.
      CPIM k help chara ekta seat jitte parbe?
      Dukhkho korben na, talay talay CPIMer anek kshati korar chesta ora kore. Amra sadharan manus tar sakshi.

    • @UNAS2000
      @UNAS2000 4 месяца назад +8

      নেতাজির ফরওয়ার্ড ব্লক ও এখনকার ফরওয়ার্ড ব্লক এক নয়।

    • @paramitadaskanaujia4999
      @paramitadaskanaujia4999 4 месяца назад +3

      পয়সা, বাপ বড়া না ভাইয়া সব সে বড়া রুপাইয়া

    • @anasuabanerjee3487
      @anasuabanerjee3487 4 месяца назад +1

      Ei sob history natun projonmor Jana darkar, school ter history book e ei sob kotha lekha dorkar,

    • @AnikMajumder92
      @AnikMajumder92 4 месяца назад

      ​@@UNAS2000 Ekhon Netajir dol ki? TMC na BJP?

  • @sukhendudutta4392
    @sukhendudutta4392 5 месяцев назад +36

    অত্যন্ত মূল্যবান তথ্য। বিগত ৭৭বছরে এর উদঘাটনের প্রয়োজন অবশ্যই ছিল আর আজ হয়তো আরও বেশি করে আছে।

  • @bhaskarchowdhury3029
    @bhaskarchowdhury3029 5 месяцев назад +10

    তথ্য সমৃদ্ধ আলেখ্য , অসাধারণ উপস্থাপনা,সত্যের উন্মেষ ঘটেছে । ধন্যবাদ 🙏🏻

  • @parthamukherjee968
    @parthamukherjee968 5 месяцев назад +63

    খুব ভাল লাগল। আরো ইতিহাস জানতে চাই। কমিউনিস্ট পার্টির মোহ অনেক দিন আগেই ভেঙেছে। আজ দেশনায়ক নেতাজী সুভাষ চন্দ্র থাকলে আমাদের দেশের এতদিনে অনেক উন্নতি হতো।

  • @prabalroy5412
    @prabalroy5412 5 месяцев назад +50

    কুণাল বাবু, আমি অসমের এক প্রত্যন্ত অঞ্চলে বাস করি।আপনার প্রতিটি ঐতিহাসিক বিশ্লেষণ আমাকে অনুপ্রাণিত ও উজ্জীবিত ও প্রকৃত সত্য জানতে সাহায্য করে। আপনি সুস্থ ও নীরোগ থাকুন ঈশ্বরের কাছে বিনীত প্রার্থনা করি।

  • @ashutoshroy2963
    @ashutoshroy2963 4 месяца назад +6

    নেতাজি সুভাষ বোস কে সংবর্ধনা জানানোর আমার ভাষা নেই তিনি ভগবানেরও ঊর্ধ্বে কিন্তু দাদা আপনাকে অনেক অনেক প্রণাম রইল l সকলের কাছে অনুরোধ রইল বেশি বেশি করে শেয়ার করুন এই ভিডিওটা l

  • @KushalDutta93
    @KushalDutta93 5 месяцев назад +27

    ফরওয়ার্ড ব্লক ✊❤️❤️
    সুভাষবাদ জিন্দাবাদ ।
    সুভাষবাদ-ই ভবিষ্যৎ ।
    📍ফরওয়ার্ড ব্লক সম্পর্কিত বই গুলো পড়ুন আর জানুন ফরওয়ার্ড ব্লক দেশের স্বাধীনতার জন্য কি করেছে ।
    আর কুণাল দার এই ভিডিও টা দেখে অনেক কিছু জানতে পারলাম । ভিডিও টা শেয়ার করুন সবাইকে জানতে সুযোগ করে দিন ।

    • @Prithibir_Pothe
      @Prithibir_Pothe 5 месяцев назад

      যে সুভাষ নিজে কোনো মতাদর্শ(ism) প্রতিষ্ঠিত করেননি, আজ তার নামে “সুভাষবাদ”(ism) বলে বাজারে প্রচার করাটা ভণ্ডামি ছাড়া আর কিছুই না।

    • @dipankarbiswas5506
      @dipankarbiswas5506 4 месяца назад +1

      সুভাষবাদই ভবিষ্যত।

  • @dibyenduhazra9768
    @dibyenduhazra9768 5 месяцев назад +7

    বাঃ দারুন লাগলো, অনেক সত্য জানতে পারলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নেতাজি সুভাষচন্দ্র বসু আমার হৃদয়ে আছেন, তাঁর সম্পর্কে আলোচনা শুনলেই মন ভরে ওঠে, আলাদা মানসিক তৃপ্তি পাওয়া যায়। তিনি ছিলেন আমাদের নেতা,এটা ভাবলেই ভীষণ গর্বিত হই।

  • @AnupamDey-wk2eb
    @AnupamDey-wk2eb 5 месяцев назад +8

    তোমার তথ্যবহুল এইসব ভিডিওগুলো এককথায় অসাধারণ, গায়ে কাঁটা দিয়ে ওঠে আপনার তথ্য পরিবেশনায় এবং অজানা ইতিহাস জেনে। সত্যি, মানুষটা বাইরের এবং তার থেকেও বেশি নিজের দেশের শত্রুদের থেকে এত বিরোধীতা পেয়েও শুধুমাএ দেশকে ভালোবেসে লড়াই চালিয়ে গেলেন, আমরা, ভারতের নাগরীক তাঁর প্রাপ্য সম্মানটাও দিতে পারলাম না, আপনি দিচ্ছেন কুনাল দা, আপনাকে কুর্নীশ, আশা করি একটা জোয়ার আসবে, ইতিহাসটা পাল্টে দেওয়ার জোয়ার.......

  • @subhranshubanerjee5893
    @subhranshubanerjee5893 5 месяцев назад +3

    Carry on courageous Heart.
    Patriotism lives forever.
    Legacy of Bose will protect the Truth and the "Candle in the Wind " ❤

  • @mihirpandit4420
    @mihirpandit4420 5 месяцев назад +7

    শুধুই স্বার্থপরতা।সত্যের জয় হবেই।জয়হিন্দ।জয়তু নেতাজী।

  • @SWAPANKUMARDUTTAKOLKATA
    @SWAPANKUMARDUTTAKOLKATA 5 месяцев назад +13

    অসাধারণ , জয়তু আমার দেশের শ্রেষ্ঠ নেতা , নেতাজি। জয় হিন্দ। 🙏🙏🙏🙏

  • @sarojbanerjee896
    @sarojbanerjee896 5 месяцев назад +5

    কুনাল তোমাকে ধন্যবাদ। তোমার প্রচেষ্টা সফল হোক। ঈশ্বর তোমার সহায় হন।

  • @sumithazra1748
    @sumithazra1748 5 месяцев назад +126

    কমিউনিস্টদের মুখোশ সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ 🙏🙏🙏🙏

    • @SumanDas-te6ey
      @SumanDas-te6ey 5 месяцев назад

      আর হিন্দুমহাসভার মুখোশ? সেটা তো নেতাজি নিজেই খুলে দিয়েছেন ;)

    • @Influencemind
      @Influencemind 5 месяцев назад +8

      Mithya kotha valoi lage sunte....rss er bhumika ki ?

    • @Chinuchoronkhosnobis
      @Chinuchoronkhosnobis 5 месяцев назад

      এই কারণেই কমিউনিস্ট পার্টি ভারতবর্ষে আজ অপ্রাসঙ্গিক। পাপ বাপকে ছাড়ে না।

    • @tuhinghosh7638
      @tuhinghosh7638 5 месяцев назад +6

      I am bose rss এর মিডিয়া

    • @Chinuchoronkhosnobis
      @Chinuchoronkhosnobis 5 месяцев назад +5

      কমিউনিস্ট সর্বোতভাবে বর্জনীয়

  • @somnathbanerjee2534
    @somnathbanerjee2534 5 месяцев назад +5

    এত পষ্ট ভাবে জানা ছিল না
    অসংখ্য ধন্যবাদ
    হে বীর তোমার আসন শূন্য আজও পূর্ণ কর।

    • @dipankarbiswas5506
      @dipankarbiswas5506 4 месяца назад

      সুভাষবাদই ভবিষ্যৎ।

  • @nimaichandmondal6320
    @nimaichandmondal6320 3 месяца назад

    খুব ভালোলাগলো অনেক অজানা ইতিহাস জানতে পারলাম, এককথায় অসাধারণ।

  • @cdas8295
    @cdas8295 5 месяцев назад +19

    খুব সুন্দর তথ্য বহুল আলোচনা, এই রকম বিষয় গুলি শুনতে জানতে চর্চা করতে খুবই ভালো লাগে।
    নেতাজির ফাইল প্রকাশ নিয়ে
    BJP ও RSS এর কি মতামত? এ বিষয়ে বিস্তারিত বলবেন, প্লিজ!
    Thank you so much

    • @St4321d
      @St4321d 5 месяцев назад

      Netaji file niye rti er answer deoa hoyeche.sarkar akhno parbena sob kichu open korte.krn holo desh akhno nijer paaye puro puri darayni.r swadhinotao to noy eta samjhota tai ki ki gopon chukti lero korechilo amra jnina.tai viswer dada na hole hoyto bharat parbe na purno khobor smne ante

  • @sumithazra1748
    @sumithazra1748 5 месяцев назад +33

    কমিউনিস্টদের দেশবিরোধী এবং নেতাজি সুভাষ বিরোধি কার্যকলাপ সম্বন্ধে আরো গভীরে জানতে চাই , আশা করছি এবিষয়ে আরো ভিডিও পাবো। 🙏🙏🙏🙏🙏❤️❤️

  • @surajitsarkar3982
    @surajitsarkar3982 5 месяцев назад +10

    ধন্যবাদ আপনাকে আজনা ইতিহাস জানানোর জন্য।

  • @abhijitruj2582
    @abhijitruj2582 5 месяцев назад +6

    ঘরে বাইরে বিরোধিতা নিয়েই নেতাজী চিরতরে মানুষ এর হৃদয়েই থেকে গেলেন।

  • @krishanudas7928
    @krishanudas7928 5 месяцев назад +21

    এবারের ভোটেওতো কোনো দল বা নেতা নেতাজির নাম নিল না! কি ভাবে যে সত্য উদঘাটন হবে বুঝতে পারছি না। হতাশ হয়ে যাচ্ছি।

  • @Chinuchoronkhosnobis
    @Chinuchoronkhosnobis 5 месяцев назад +11

    নেতাজির সাথে যারা অন্যায় করেছে, তারা আজ পাপের ফল ভোগ করছে। কর্মফল তাদের পিছু ছাড়বে না। ভারত মাতা কী জয়!

  • @subhodipmondal4276
    @subhodipmondal4276 5 месяцев назад +8

    কুণাল দা , খুব ভালো একটা ভিডিও দেখলাম আমরা আরো জানতে চাই , শুধু এই মানুষ টার সম্পর্কে । এই মানুষ টা আমার কাছে তো god

    • @dipankarbiswas5506
      @dipankarbiswas5506 4 месяца назад

      সুভাষবাদই ভবিষ্যৎ

  • @tapansengupta3451
    @tapansengupta3451 5 месяцев назад +2

    অসাধারণ । অসংখ্য ধন্যবাদ আপনাকে । আরও নতুন কিছু তথ্য পাওয়ার আশায় রইলাম।

  • @barundas9717
    @barundas9717 4 месяца назад +1

    বেশ লাগলো আপনার বিশ্লেষণ। অত্যন্ত প্রাণবন্ত উপস্থাপনা এবং যুক্তিপূর্ণ।

  • @shresthangshimitra2501
    @shresthangshimitra2501 5 месяцев назад +9

    কমিউনিষ্টদের মিথ্যা প্রোপোগান্ডার বিরুদ্ধে বাংলায় আপনার মতো তথ্য সমৃ্দ্ধ বক্তব্য একান্ত প্রয়োজন....🙏

  • @NituBera-z2m
    @NituBera-z2m Месяц назад

    খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। ধন্যবাদ। জয় হিন্দ 🇮🇳

  • @পেন্ডুhddyugx
    @পেন্ডুhddyugx 5 месяцев назад +19

    *নেতাজি সুভাষচন্দ্র বসু থাকলে হয়তো দেশ ভাগ হতো না আমরা বাংলাদেশ-ভারত একসাথে থাকতাম*

    • @sayanmukherjee7571
      @sayanmukherjee7571 4 месяца назад +1

      সত্যি।❤

    • @suhasmukherjee8830
      @suhasmukherjee8830 3 месяца назад

      Bangladesh thakleo ...soyabordi ke subhas support kortona...karon onara muslim rastro chaiten..

    • @পেন্ডুhddyugx
      @পেন্ডুhddyugx 3 месяца назад

      @@suhasmukherjee8830 এমন কিছু ঘটলে হয়তো বা বঙ্গ ভাগ হয়তো কিন্তু দেশ অখণ্ড থাকতো

    • @suhasmukherjee8830
      @suhasmukherjee8830 3 месяца назад

      @@পেন্ডুhddyugx kokhonoi sombhob hotona...netaji beche thakleo einsomosyar somadhan hotona...apnara hoyto janena....British er sathe ei deser hindu der joto diner conflict..tar tahle anek bochor besi conflict Mughal der ba muslim der sathe...tar karon ...muslim ra ajao nijeder Mughal er bongsodhor bhabe.....taai eta sombhob chilona ...even Bangladesh er mukti yuddhe janen 80 percentanus Pakistan er pokkhe chilo...only 20 percent natun bangladeshh er pokkhe chilo..

  • @PANKAJBARMAN-i3k
    @PANKAJBARMAN-i3k 5 месяцев назад +15

    PRONAAM KUNAL DA

  • @anjalijotobarshunitotobari8806
    @anjalijotobarshunitotobari8806 5 месяцев назад +4

    নেতাজী র ভাবনায় ছিলো স্বচ্ছতা ও একটা সুন্দর দেশ গঠন করা।

  • @ArupChattoraj
    @ArupChattoraj 4 месяца назад +1

    প্রিয় কুনাল বোস, আপনার তথ্যভিত্তিক ভিডিওগুলো দেখি ও শুনি। এই ঐতিহাসিক তথ্য
    থেকে কিছু জ্ঞানের শ্রী বৃদ্ধি ঘটে। আপনার মতো উচ্চ শিক্ষিত মানুষ না। কিন্তু খেটে খাওয়া মানুষের সঙ্গে লাল ঝান্ডার সমর্থিত মানুষ। ইতিহাসের অনেক কিছু জানতাম না, আপনার মাধ্যমে জানলাম। আমি আপনার প্রায় সব ভিডিও দেখার চেষ্টা করি। এটা বলা যায় এক ৬৫ + আপনার গুণমুগ্ধ ব্যক্তি। লাল সেলাম। ✊✊✊

  • @rakeshkundu8954
    @rakeshkundu8954 5 месяцев назад +6

    Thank you from Bottom my heart for unearthing our Netaji.....Jai Hind.......Respect for your endeavour......

  • @ruthchatterjee4731
    @ruthchatterjee4731 5 месяцев назад +1

    আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মূল্যবান ভিডিও টি সামনে আনার জন্য

  • @ami_ar_amra
    @ami_ar_amra 5 месяцев назад +8

    নেতাজী সুভাষচন্দ্র ছিলেন স্বামী বিবেকানন্দের পরম ভক্ত ।

  • @pranab8858
    @pranab8858 5 месяцев назад +14

    Cpm and cpi was packed to destroy forward block party. Forward Block now no 1 chamcha of cpm.

  • @sukdebbiswas7657
    @sukdebbiswas7657 4 месяца назад +1

    আপনার প্রতিবেদন আমার খুবই ভালো লাগে । এগিয়ে যান দাদা ।

  • @TamalRoy-d6l
    @TamalRoy-d6l 5 месяцев назад +1

    কুনাল দা আমরা সবাই তোমার পাশে আছি এবং থাকবো। 🙏রাজনীতির দিক দিয়ে অনেকই অনেক কথাই বলবে, অনেক কিছুই না জেনে। কারণ তাদের দীর্ষ্টি শক্তি হয়নি। তুমি এগিয়ে যাও।। 🙏

  • @debasisbanerjee3480
    @debasisbanerjee3480 5 месяцев назад +1

    অসাধারণ। মুগ্ধ হলাম সত্য ঘটনাগুলো জেনে। আমার দেশনায়ক শুধুই নেতাজী। বিবেকানন্দ মুখোপাধ্যায়ের ভারতের স্বাধীনতা আন্দোলনের উপর লেখা বই এ রকম অনেক তথ্য জানা যায়। ধন্যবাদ।

  • @debasishbhattacharyya2845
    @debasishbhattacharyya2845 4 месяца назад

    Wonderful presentation Kunal.
    Stay blessed.

  • @kaushikidasgupta5909
    @kaushikidasgupta5909 Месяц назад

    Tumi theko bhai ...osadharon

  • @royAlo-ic2iy
    @royAlo-ic2iy 5 месяцев назад +7

    খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ।

  • @ayangoswami9005
    @ayangoswami9005 5 месяцев назад +5

    🎉 অনেক অনেক শুভেচ্ছা, এই রকম আরো তৈরি হোক।

  • @subratadey9257
    @subratadey9257 4 месяца назад +1

    Onk vhalo laglo apni je information guli je boi(books) theke pelen please sob details pdf kore discription diye diben 🙌 onk dhonnobad dada

  • @MrSouvickadak
    @MrSouvickadak 5 месяцев назад +2

    অসাধারণ উপস্থাপনা কুনাল। দারুন হয়েছে।

  • @pradiptabhattacharjee6146
    @pradiptabhattacharjee6146 5 месяцев назад +7

    আপনি তো একসে বরকার এক তথ্যমূলক ভিডিও দিচ্ছেন ...!! অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

  • @SuvenduMukherjee-zf4pb
    @SuvenduMukherjee-zf4pb 5 месяцев назад +250

    ইতিহাস যদি নতুন করে লেখা হয় ,তাহলে কংগ্রেস ও সিপিএম অবস্থা কি হবে তা ভাবাই যাবে না !! নতুন করে ভারতের ইতিহাস লেখা হোক আমি এই দাবি আমি জানাই ।

    • @subirroy9778
      @subirroy9778 5 месяцев назад +9

      Akdom

    • @dipankarbarman8049
      @dipankarbarman8049 5 месяцев назад +13

      Ekdom ... taholei Netaijir swapner Bhart hobe

    • @suklakali9130
      @suklakali9130 5 месяцев назад +5

      Aro bistarito janale valo hoi

    • @politicswallah
      @politicswallah 5 месяцев назад +5

      Nije janar chesta korun video dekhe ek pokhiyo hoben na
      এটাই ভগবানের প্রতি অন্যায় করা হবে ।। ❤

    • @shivam9673
      @shivam9673 5 месяцев назад +12

      ওরখম বলবেন না.. আপনা কে এখনি হোয়াটস্যাপ ইউনিভার্সিটির ছাত্র ঘোষণা করে দেবে। 😂😂

  • @compactcare.ahomeappliance3115
    @compactcare.ahomeappliance3115 5 месяцев назад +47

    আমরা সবাই কি পারিনা মহানায়ক সুভাষ চন্দ্র বসু র তৈরি দল ( সুভাষ বাদ) পুনঃনির্মাণ ও প্রতিষ্ঠিত করতে। জয় হিন্দ।

    • @madhusudanjana6959
      @madhusudanjana6959 5 месяцев назад +2

      Yes

    • @sunandas5664
      @sunandas5664 5 месяцев назад

      সেই দলের যে নীতি এবং কর্মকাণ্ডের জন্য আপনাদের কে নকশাল বলা হবে।
      জমিদার শ্রেণী ও পুঁজিপতি শ্রেণীর উচ্ছেদ শোষান মুক্ত ভারত।

    • @indranilpaul772
      @indranilpaul772 5 месяцев назад

      আমি আছি 🤚

    • @SukalyanChatterjee-ft7dq
      @SukalyanChatterjee-ft7dq 5 месяцев назад

      দল টার বর্তমান position জানেন? কাদের হাতে এই দল?

    • @indranilpaul772
      @indranilpaul772 5 месяцев назад

      @@SukalyanChatterjee-ft7dq hard-core কম্যুনিস্ট der হাতে

  • @ImonGhosh-mo7nk
    @ImonGhosh-mo7nk 5 месяцев назад +2

    Thankyou Kunal da sobai ke sotti ta jananor jonno🇮🇳

  • @BiswajitDas-nw9vv
    @BiswajitDas-nw9vv 5 месяцев назад +2

    Very good and Authentic .

  • @asimkumargoswami4931
    @asimkumargoswami4931 5 месяцев назад

    Salute you brother
    For your research to unearth the earth ....
    Thanks unknown narratives

  • @Sunitkumardas-jo4nw
    @Sunitkumardas-jo4nw 4 месяца назад

    Thank u for your real untold history of Subhas Bose.

  • @BimanChandraVlogs
    @BimanChandraVlogs 5 месяцев назад +12

    আমি সুভাষবাদ 💪❤️🇮🇳
    ভিডিও টি ডাউনলোড করে রাখলাম ❤
    ফরওয়ার্ড ব্লক নিয়ে মাস খানেক আগে একটি কমেন্ট করেছিলাম, সেখানে মানুষের পতিক্রিয়া দেখে বুঝলাম এখনও নেতাজী কে ভালোবাসার মানুষ আছে , এখনও ফরওয়ার্ড ব্লককে ভালোবাসার মানুষ আছে। ❤
    যুব সমাজকেই দায়িত্ব নিয়ে ফিরিয়ে আনতে হবে নেতাজীর আগের ফরওয়ার্ড ব্লক কে ❤
    আমি সবসময়ই আগে আছি কিন্তু সঙ্গী চাই , আরো সুভাষবাদ চাই ❤

    • @Prithibir_Pothe
      @Prithibir_Pothe 5 месяцев назад

      যে সুভাষ নিজে কোনো মতাদর্শ(ism) প্রতিষ্ঠিত করেননি, আজ তার নামে “সুভাষবাদ”(ism) বলে বাজারে প্রচার করাটা ভণ্ডামি ছাড়া আর কিছুই না।

    • @dipankarbiswas5506
      @dipankarbiswas5506 4 месяца назад +3

      সুভাষবাদই ভবিষ্যৎ।

    • @pranabdebnath3452
      @pranabdebnath3452 2 месяца назад +1

      আমি আছি, আরো অনেকে আছে। সবাকে একসাথে করতে হবে। কি করে এই কাজ হবে তা এখনি ভাবা দরকার। জয় হিন্দ। জয় সুভাষবাদ।

    • @BimanChandraVlogs
      @BimanChandraVlogs 2 месяца назад

      @@pranabdebnath3452 আমি ফরওয়ার্ড ব্লকের বর্তমান রাজ্য কমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু হয়ে উঠছে না। তাদের সঙ্গে আলোচনা করেই আমরা এগোতে চাই ।

  • @pathofjoker7684
    @pathofjoker7684 5 месяцев назад +9

    Thanks a lot for giving a full proof of making Propaganda video during election time.

  • @shiulidas9731
    @shiulidas9731 5 месяцев назад +8

    Netaji Subhash our hero as always ..no matter what ..Subhash is Subhash ..Numero uno ..Jai hind

  • @anupamchaandra
    @anupamchaandra 5 месяцев назад

    অসাধারণ উপস্থাপনা। নেতাজি কে নতুন করে জানার মাধ্যম আপনার এই channel টি।
    আপনাকে অনুরোধ করব সুভাষবাদ নিয়ে একটি series করার।

  • @koushikmaity5298
    @koushikmaity5298 5 месяцев назад +1

    সত্যিই আপনার কাছ থেকেই অনেক তথ্য জানা গেল । নেতাজীর জীবনীকার হবার জন্য আপনাকে প্রণাম জানাই।

    • @dipankarbiswas5506
      @dipankarbiswas5506 4 месяца назад

      সুভাষবাদই ভবিষ্যৎ।

  • @saikatmallick3365
    @saikatmallick3365 5 месяцев назад +6

    আপনি রাজনীতিতে আসুন দাদা , বা টেলিভিশন এ টিভিতে বিতর্ক অনুষ্ঠানে আসুন , আজকের রাজনীতিতে আপনার মতন মানুষের খুবই প্রয়োজন , একজন রাজনৈতিক ব্যক্তিত্বের প্রয়োজন যে সুভাষ বাদ সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেবে। কারণ ইউটিউব এর access সকল মানুষের কাছে নেই ।

  • @ranjanbasu7178
    @ranjanbasu7178 5 месяцев назад +26

    ১৯৮০ সালে রামকৃষ্ণ মিশন ও তৎকালীন বাংলার বামপন্থী শাসকের মধ্যে একটি বিবাদ তৈরি হয়, যা প্রথমে মহামান্য হাই কোর্ট ও পরে সুপ্রিম কোর্ট অবধি যায়।
    সেই ব্যাপারে একটা বিষদে এবং যুক্তিপূর্ণ ব্লগ পেলে ভীষণভাবে উপকৃত হব।
    ধন্যবাদ 🙏

    • @indbap1
      @indbap1 5 месяцев назад

      রামকৃষ্ণ মিশনের শিক্ষা প্রতিষ্ঠানের অধিকার কমিউনিস্টরা জোর করে কেড়েনিতে চেয়েছিল।তাই সুপ্রিম কোর্ট অবধি গড়ায়।আর সেই case কমিউনিস্ট রা হেরে যায় আর তারা ধিকৃত হয় ওই ন্যক্কারজনক সিদ্ধান্তের বিরুদ্ধে।

    • @sougata43
      @sougata43 5 месяцев назад

      Khub valo hoy ,onek ojana katha jabe

  • @dineshray1220
    @dineshray1220 5 месяцев назад

    Great, discussion, joy hind 🙏

  • @digambardas6203
    @digambardas6203 5 месяцев назад +4

    जय भारत माता ❤🙏💯🔱🇮🇳
    জয় ভারতবর্ষ ❤🙏💯🔱🇮🇳
    Jai bharatvarsh ❤🙏💯🔱🇮🇳
    I salute to
    The great leader, 1st pm of India, real father of the nation, our national hero Netaji Subhash Chandra Bose ❤🙏💯🔱🇮🇳
    Jai hind, Bandemataram ❤🙏💯🔱🇮🇳

  • @manishazra3836
    @manishazra3836 5 месяцев назад

    khub valo research work❤...Hat's off to you

  • @ManikBhunia-du8mt
    @ManikBhunia-du8mt 2 месяца назад

    Darun, Darun,

  • @poulomisaha1053
    @poulomisaha1053 5 месяцев назад +3

    Thnks Mr.Bose..kurnish janai Tomar Knowledge r Tomar study ke..Jani na future Tomar Sathe Kono din dakha Hobe Ki na Jani hoi toh ek na ek din nischoi Hobe but toto diner jono tomake onek onek thnks Eto sundor Ekta video r jonno..

    • @IAMBOSE
      @IAMBOSE  5 месяцев назад +2

      ভালো থাকবেন।

    • @poulomisaha1053
      @poulomisaha1053 5 месяцев назад

      Sorry bhul kore Ami apnake Tumi bolar jonno..apni o valo thakben.karon apni valo thakle amrao valo thakbo.

  • @KrishnaMandal-gv5ip
    @KrishnaMandal-gv5ip 5 месяцев назад +4

    দাদা আপনার উপস্থাপনা মাথায় স‍ত‍্যের আগুন জ্বালিয়ে দিলেন, জয়গুরুদেব জয়হিন্দ

  • @anuskaroy5907
    @anuskaroy5907 5 месяцев назад

    অনেক ধারণা পরিষ্কার হল দাদা। এরকম episode আরো আশা করছি। জয় হিন্দ

  • @saikatsen9214
    @saikatsen9214 5 месяцев назад +2

    Onek onek suvechha janai apnake ' Subhash Chandra Bose the real hero of India 🇮🇳 I slute Netaji Subhash Chandra Bose Jay Hind Bharat Mata ki Jay

  • @satyabratasvlog
    @satyabratasvlog 5 месяцев назад

    দুর্দান্ত/ অনেক অজানা তথ্য জানতে পারলাম / নমস্কার নেবেন।

  • @SayanMitra-nr6fl
    @SayanMitra-nr6fl 5 месяцев назад +17

    ভারতের স্বাধীনতা আন্দোলনে RSS এর অবদান,
    অপেক্ষায় রইলাম।
    জয় হিন্দ

    • @nilanjandutta935
      @nilanjandutta935 5 месяцев назад +1

      Ebar kerela te 2 ta ...r Sara deshe maximum 4 ta

    • @mukulikachakraborty7891
      @mukulikachakraborty7891 5 месяцев назад +1

      শূণ্য।

    • @ankitbasuray6629
      @ankitbasuray6629 5 месяцев назад

      ​@@mukulikachakraborty7891Bharatiya Janoarder Party o banglay corporation e sunno peyeche

    • @TravelandFood
      @TravelandFood 5 месяцев назад +1

      ​@@ankitbasuray66292024 e maku ra abar 00 pabe ar Modi abar pm hobe ..desher manush lal boraho maku der dustbin e chure dieche...😂😂

    • @shubhadeepsdd1006
      @shubhadeepsdd1006 5 месяцев назад +1

      No obodan..

  • @avirupchakraborty3306
    @avirupchakraborty3306 5 месяцев назад +6

    স্বাধীনতা আন্দোলনে RSS ও হিন্দু মহাসভার অবদান ও তাদের প্রতি নেতাজীর কি ধারণা ছিল ,সেটা নিয়ে যদি পরের ভিডিও টা বানান।

  • @ShyamalMajumder-c2r
    @ShyamalMajumder-c2r 5 дней назад

    Right Explanation

  • @tirthaadhikari4617
    @tirthaadhikari4617 5 месяцев назад +2

    Really a great episode.

    • @IAMBOSE
      @IAMBOSE  5 месяцев назад

      Thanks 🙏

  • @bibekghatak5860
    @bibekghatak5860 5 месяцев назад

    Many thanks to Kunal for this video .

  • @sutapabanerjee8116
    @sutapabanerjee8116 5 месяцев назад +6

    খুবভালো,আরো চাই।

  • @sumanchandramalo8698
    @sumanchandramalo8698 3 месяца назад

    Sotto udghatone apnar prochestake pronam janai.❤

  • @JyotirishChakravarti
    @JyotirishChakravarti 2 дня назад

    Birds of the same feathers flock together apniakpabitra kartabya karchhen apnar bisletion asadharan aki mindset er manush

  • @madhumitadas9094
    @madhumitadas9094 4 месяца назад

    খুব সুন্দর প্রতিবেদন

  • @niradbarankarmakar1885
    @niradbarankarmakar1885 4 месяца назад

    Dhannyabad apanar baktyabyake

  • @sabyasachibhattacharjee1536
    @sabyasachibhattacharjee1536 5 месяцев назад +6

    এই ধরনের রাজনৈতিক আলোচনা আজকের ছাত্র যুব সমাজের কাছে প্রায়ই অজানা। তবে ইতিহাস নিয়ে যখন বলছেন তখন আরো এ বিষয়ে জানা দরকার ছিল অনেক তথ্য ভুল আছে তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো রামেশ্বর ব্যানার্জি ব্লকের ছাত্র সংগঠনের লিডার ছিলেননা তাছাড়া রামগড় সম্মেলনের অনেক বিষয় অনেক বিষয় আপনি বলেননি।

  • @keshabchandradey1999
    @keshabchandradey1999 5 месяцев назад +4

    ধন্যবাদ কুনাল বাবু, আপনার প্রয়াস বিফলে যাবে না। সত্যি প্রকাশ্ পাবে।

  • @goutamsinha9468
    @goutamsinha9468 4 месяца назад

    Asadharon anobadya excellent 👌👍👌 jayatu netaji.jaihind🙏🇮🇳🙏

  • @RakeshSome-vn2ym
    @RakeshSome-vn2ym 5 месяцев назад +1

    খুব সুন্দরহয়েছে।জয় হিন্দ।

  • @krishnahalder7365
    @krishnahalder7365 3 месяца назад

    এইধরনের তথ্য সমৃদ্ধ পোস্ট গুলো কি ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও দেওয়া যায় না?

  • @delhosain749
    @delhosain749 3 месяца назад

    Nataji was a man with knowledge and understanding and a great man with tremendous human spirit aiming to hold the entire subcontinent together irrespective of religious differences, differences of cast, colour and creed opposing the heinously divisive policy of the British Colonialism. It was no doubt a great Loss for all us that such a wonderful person Like Shubash Chandra Bose couldn't triumph to reach his ultimate goal of unity in diversity. But we will keep on remembering his memory and respecting his ideals for the good of all Mankind. Thank you Kunal for all your valued endeavours. Best wishes.

  • @aditisarkar6606
    @aditisarkar6606 4 месяца назад

    Asadharon. ❤❤❤❤❤

  • @dev7426
    @dev7426 5 месяцев назад

    ধন্যবাদ কুনাল দা এই ভিডিওটির জন্য।❤

  • @lingkanbhakatalingkanbhaka9398
    @lingkanbhakatalingkanbhaka9398 3 месяца назад

    ভালো লাগে আপনার কথা।

  • @SuvenduMukherjee-zf4pb
    @SuvenduMukherjee-zf4pb 5 месяцев назад +5

    আমরা পরের বাবাকে বাপ বলতে খুব ভালবাসি । ভারতীয় সভ্যতা বিশ্ব সভ্যতা, এই সভ্যতা থেকে সারা বিশ্ব সভ্যতা অর্জন করেছে । আমরা ধার করে বিদেশ থেকে মহাপুরুষ আমদানি করি না , আমাদের যা আছে তারাই মহান !!!!

  • @somaghosh6336
    @somaghosh6336 5 месяцев назад +2

    Khub bhalo laglo onek ojana bisay jante parlam bhalo theko

  • @shibsankar6316
    @shibsankar6316 5 месяцев назад +3

    এই ভারতীয়তাকে ঋষি অরবিন্দ ঘোষ মনেপ্রাণে চেয়েছিলেন। কিন্তু প্রথম প্রধানমন্ত্রী ক্ষমতার মোহ এবং ভ্রান্ত দৃষ্টিভঙ্গি যা কিনা এই মহান দেশের পক্ষে উপযুক্ত নয় সেই পথে দেশকে চালনা করলেন।

  • @ManashSarbadhikari
    @ManashSarbadhikari 4 месяца назад

    Very good.

  • @tapanmandal4561
    @tapanmandal4561 4 месяца назад

    Absolutely Right ❤❤❤

  • @souptikdas2079
    @souptikdas2079 5 месяцев назад

    অনেক অজানা তথ্য জানতে পারছি, এক কথায় অসাধারণ

  • @madhumitakabya5448
    @madhumitakabya5448 Месяц назад

    Khub bhalo laglo

  • @saptarshighosh4563
    @saptarshighosh4563 5 месяцев назад +3

    Khub bhalo uposthapona