Belur Math Tour Guide & Details.. বেলুড় মঠের সম্পুর্ণ গাইড, প্রসাদ বিতরণ।

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • বেলুড় মঠ ভ্রমণ সঙ্গে প্রসাদের বিবরণ।
    বেলুড় মঠ, এই ভিডিওতে বেলুড় মঠের সম্পূর্ণ ডিটেইলস আপনারা পাবেন। আপনারা কিভাবে বেলুড় যাবেন, কি কি দেখবেন , মহারাজের প্রণাম গ্রহণ করবেন, মন্দির কতক্ষণ খোলা থাকে , প্রসাদ কিভাবে ভাবেন, প্রসাদ কি বাড়ি নিয়ে যেতে পারবেন, এই সমস্ত প্রশ্নের উত্তর থাকছে এই ভিডিওতে সেজন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন।
    বেলুড় মঠ:
    বেলুড় মঠ হল রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয়। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া শহরের বেলুড় অঞ্চলে হুগলি নদীর পশ্চিম পাড়ে অবস্থিত বেলুড় মঠ কলকাতা-সন্নিহিত অঞ্চলের অন্যতম দ্রষ্টব্যস্থল। বেলুড় মঠের রামকৃষ্ণ মন্দির রামকৃষ্ণ ভাব-আন্দোলনের প্রাণকেন্দ্র। এই মন্দিরটি হিন্দু, ইসলামী, বৌদ্ধ ও খ্রিস্টান স্থাপত্যের মিশ্রণে নির্মিত একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন।৪০ একর জমির উপর অবস্থিত মূল মঠপ্রাঙ্গণে রামকৃষ্ণ পরমহংস, সারদা দেবী, স্বামী বিবেকানন্দের দেহাবশেষের উপর অবস্থিত মন্দির ও রামকৃষ্ণ মিশনের সদর কার্যালয় অবস্থিত। এছাড়াও স্বামী ব্রহ্মানন্দ মন্দির ও রামকৃষ্ণ মঠ ও মিশনের ইতিহাসকে তুলে ধরার লক্ষ্যে একটি সংগ্রহশালাও এখানে স্থাপিত হয়েছে। বেলুড় মঠ-সন্নিহিত একটি প্রাঙ্গণে গড়ে উঠেছে রামকৃষ্ণ মিশন অনুমোদিত বিভিন্ন শিক্ষাকেন্দ্র।স্বামী বিবেকানন্দের পূর্বপরিকল্পনা অনুসারে মন্দিরের নকশা নির্মাণ করেছিলেন রামকৃষ্ণ পরমহংসের অপর সাক্ষাতশিষ্য স্বামী বিজ্ঞানানন্দ। বেলুড় মঠ ভারতের একটি প্রধান পর্যটন আকর্ষণ এবং ভক্তদের নিকট একটি পবিত্র তীর্থ।
    ‪@belurmathofficial‬ ‪@Kathamrita‬ ‪@SwamiVivekanandaswords‬

Комментарии • 9