বিশ্বাস করবেন কিনা জানিনা, আমি নাটকটা যে মুহুর্তে দেখা সে মুহুর্তে আমি পৃথিবীর সবচেয়ে দু:খী মানুষটা ছিলাম। আমি মুখ চেপে চেপে কাঁদছিলাম নাটকটা শুরু হওয়ার আগেও। সারাটাদিন আমি বিছানা ছেড়ে উঠার শক্তি পাইনি। আমি আমার জীবনের সবথেকে বড় শক বোধহয় আজ পেয়েছি। মরে যেতে ইচ্ছা হয়েছে। নাটকটা দেখা শেষে এ আমি অন্তত এতটুকু জানি আমি বাঁচব। একজন সিঙ্গেল মানুষ হয়েই বাঁচব। আমি আর ফেলে আসা দু:খ আঁকড়ে বাঁচব না। নাটকে মেহজাবিনের চরিত্রে আমি পুরো নিজেকে দেখছিলাম। বিশ্বাস ভেঙে দেয়া মানুষ , পরিবার থেকে বিয়ের চাপ, সব যেন মিলে যাচ্ছিলও। তাও নাটকে বাবা বেঁচে ছিল। আমার তো বাবাও নাই। মেহজাবিন আপু যখন টেক্সটে লিখেছিল- আমাকে জড়িয়ে ধরবা, লিখে আবার মুছে ফেলেছিল। মনে হচ্ছিল, এ যেন আমি। এত ভেঙেচুরে বেঁচে আছি কেবল আমি জানি। তবুও সারাদিনের ভয়ানক মানসিক যন্ত্রণা শেষে কিছুটা প্রাণশক্তির জোগান দেওয়ার জন্য নাটকের নির্মাতা ভিকি ভাইয়াকে অনেক ধন্যবাদ । আমার এই কমেন্টটা যারা দেখবেন , তারা আমার গল্পটুকু জেনে বাঁচার আগ্রহটুকু যেন পায় এই কামনা করি। তারা জানুক তারা একা না। তাদের মত এমন অনেক নিশাত আছে।
এ যেনো পুরো গল্পজুড়ে নিজেকে দেখছিলাম...ইনশাআল্লাহ শেষের দিকের মতো করে গড়ে ওঠবো...আল্লাহ উত্তম ফয়সালাকারী।আমার লিখাটা কেউ পড়ে গেলে দোয়া করবেন আমার জন্য🫶
বাঁচার জন্য কত মানুষ যুদ্ধ করে অপরদিকে কিছু মানুষ কোন একটা মানুষের জন্য অথবা কোন একটা কারণে অযথাই নিজের জীবনকে শেষ করে দিতে যায়। না; আত্মহত্যা কোনো সমাধান নয়; সৃষ্টিকর্তার জন্য বাঁচুন; সৃষ্টিকর্তার আপনাকে দেওয়া টাস্ক গুলোকে পূরণ করুন; প্রকৃতিকে ভালোবাসুন। দেখবেন জীবনটা কত সুন্দর হয়ে যাবে। সর্বোপরি, নিজেকে ভালোবাসুন। খুব সুন্দর একটা মেসেজ এই নাটকের মাধ্যমে দেওয়া হয়েছে। ধন্যবাদ।
প্রত্যেকটা মেয়ের মধ্যেই আসলে এমন একটা তিথিডোর আছে। ভালোবাসার খোঁজে আর অপেক্ষা করতে করতে যখন পাগল হয়ে যাচ্ছিলাম। নাটক টা দেখে আসলেই মনে হলো চাইলে অনেক কিছুর জন্যই বেছে থাকা যায়।একটা ভালোবাসাই সব কিছু শেষ করে দেয়ার অধিকার রাখে না ।❤
আমিও নিশাত,৩২ বছর বয়সী নিশাত।ক্রনিক অসুখ আর হৃদয়ভাঙার গল্প নিয়ে আমিও অনেক খারাপ দিন পার করেছি।কিন্তু মরতে চাই নাই।কাঁদতে কাঁদতে পাগল হয়ে যেতাম,একা একা যুদ্ধ করে ক্লান্ত হতাম।তবু টিকে থাকাটাকেই শেষ অপশন হিসেবে বেছে নিতাম দাঁতে দাঁত চেপে।কেউ না থাকলেও আল্লাহ দেখবেন এই ভেবে নিজেকে বাঁচিয়েছি,আর অনেক মানুষের বাঁচার ইন্সপিরেশন হয়েছি।আর আমি নতুন করে বাঁচতে শিখি তিরিশে এসেই,আমার টার্নিং পয়েন্ট ছিল জীবনের।
লেখক বাস্তবতা তুলে ধরেছেন এই সমাজের, আর শেষের বুঝিয়ে দিয়ে গেছেন নিজেক খুশি রাখা খুব প্রয়োজন যে কোন মূল্যে , যে কোনো সময়ে , যেকোনো সুযোগে, জীবনে এ ধরনের টক্সিক মানুষ কত কিছু বলবে, কত কিছু করবে আপনি যেন একটু হেরে যান, একটু দুর্বল হয়ে পরেন, আর সেই মানুষগুলো মন খুলে হাসার সুযোগ পাবে, কিন্তু আপনার হাসি হচ্ছে তাদের সবচেয়ে বড় দুর্বলতার কারণ। 😊❤
আমি নাটক দেখছি আর কমেন্ট পড়ছি!মানুষের জীবনে কত আর্তনাদ আহা। বেঁচে থাকার শক্তি নাই মরে যাওয়ার সাহস নাই 👌👌 আমাদের খারাপ সময়গুলো হয়তো কখনোই শেষ হবেনা। তবু বাঁচতে হবে,নিজের জন্য 🙂
আমি নাটকটি দেখে একদম থমকে গিয়েছিলাম। যখন জীবনকে আমরা গুছিয়ে নিতে চাই তখন ভাগ্য আমাদের সাথে থাকে না। নিয়তির কি খেলা! মানুষের যখন নিজের জীবনকে মূল্যহীন লাগে কিংবা বিরক্ত লাগে তখনই মানুষ মরে যেতে চায়। কিন্তু মেহজাবিন আপু আমাকে বুঝিয়ে দিল, জীবনটা আসলেই সুন্দর। অন্যের জন্য না হোক নিজের জন্য জীবন খুব দামি। আমাদের জীবনে সুখের থেকে বেশি দুঃখই থাকে। কিন্তু এই দুঃখ নিয়েই আমাদের জীবন চলে না। দুঃখের মাঝে ও সুখকে খুঁজে নিতে হয়। এই নাটকটির মাধ্যমে আমার নতুন করে আবার বাঁচতে ইচ্ছে হলো। ধন্যবাদ মেহজাবিন আপুকে।
আমি ৪০ বয়সি একজন সিঙ্গেল মাদার, নাটকের সাথে জীবনের অনেক মিল পেলাম, নিজেকে ভালোবাসতে হবে, প্রতিটা বয়সের সৌন্দর্য আছে,একজন প্রতিষ্ঠিত নারী হয়েও এক বেইমান এর কথা ভাবতে ভাবতে সুইসাইড করতে চাই মাঝে মাঝে 😢 নাটকের শেষ কথাগুলো সত্যি মনে রাখবো
আমি ২৫ বছর বয়সী নিশাত, নিশাত তাসনিম জেরিন। ৪ মাস হয়েছে আমার ডিভোর্সের আর ৯ মাস চলছে আমি আমার বাবা-মায়ের পছন্দ করা স্বামীর থেকে আলাদা আছি। বিয়ের ৭ মাসের মধ্যে আমার ডিভোর্স হয়। আমার চঞ্চলতা, হাসি, কথা, গল্প যে কারোর মন ভালো করে দিতে পারতো। অথচ সেই আমিটাকে সামলে নিতে আমি মাঝেমধ্যে হিমশিম খাই। নাটকটা দেখার সময় অনেক কেঁদেছি। আমাকে আগলে রাখার মতো কেউ কখনো পাশে ছিল না। কিন্তু আমি হেরে যাইনি। সবচেয়ে কঠিন মুহুর্তগুলোতেও আমি বাঁচতে চেয়েছি। আমার সবচেয়ে বড় সার্থকতা, আমি এখনও বেঁচে আছি।
নাটক টা যদি ২০২৪ না হয়ে ২০১৯ এ দেখতে পারতাম তবে জীবন টা একটুখানি গুছিয়ে নেওয়ার চেষ্টা করতাম।প্রতিটা পরিবারের অভিভাবকদের এই নাটক দেখা উচিত। পরিচালকদের এমন সুন্দর সুন্দর ব্যস্তব গল্প উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।
অসম্ভব সুন্দর করে মূলভাবটা প্রকাশ করা হয়েছে নাটকে, কতটা ডিপ্রেশনে থাকলে মানুষ মৃত্যুকে বেছে নেয় আর জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি আর আল্লাহর নিয়ামত এর শুকরিয়া আদায় করলে দেখা যায় জীবন কত সুন্দর, সুন্দরকে আকড়ে ধরেও বাচা যায়, দিবা অনেক সুন্দর করে নিশাতের দৃষ্টিভঙ্গি পালটে দিয়ে চলে গেল, অনেক সুন্দর অভিনয় করেছে মেহজাবীন এবং ছোট্ট দিবা ❤ এরকম বর্তমান পরিপ্রেক্ষিতে বাস্তবধর্মী গল্প এত সুন্দর করে পজিটিভ ভাবে প্রকাশের জন্য ধন্যবাদ ভিকি জাহেদ ভাইকে, শুভকামনা 😊
ক্যান্সারের সাথে লড়ে যখন সুস্থ হয়ে আবারো একটা নতুন জীবন পেয়েছি তখন থেকেই ধীরে ধীরে ডিপ্রেশন শব্দটা আমার জীবন থেকে বিদায় নিতে শুরু করে। মৃত্যু কে কাছ থেকে দেখে বারবার শুধু ভেবেছি জীবন সত্যিই সুন্দর, সেই সৌন্দর্য কে খুঁজে নেয়ার দায়িত্ব অন্য কাউকে দিতে নেই, নিজেকেই খুঁজে নিতে পারলে সুখী হওয়া সম্ভব।
I’m a Bengali from Kolkata. Eta first time Bangladeshi kono film dekhlam. This film is beautifully made. Storyline, acting, makeup, cinematography khub khub shundor. Sending love from Kolkata ❤
নাটকের মাঝপথে এসে নিজের অজান্তেই চোখের পানি চলে আসছে,,বাস্তবতা তো এটাই প্রতিটা মেয়েদের জীবনে এমন অনেক কষ্ট লুকিয়ে থাকে যা প্রকাশ করতে গিয়েও বোবা হয়ে যায়🙂 নিজের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁছে থাকতে হয়,,শেষটা প্রতিটা নারীকে যেন নতুন করে জীবনকে উপভোগ করতে শেখায়😊......ধন্যবাদ নাটকের সাথে সংশ্লিষ্ট সবাইকে☺️ এতো সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য😊
আইসক্রিম,আম্মুর হাসি,হাওয়াই মিঠাই,বৃষ্টি, সাগর,আকাশ, আব্বুকে জরিয়ে ধরা,ঈদের নতুন জামা,জোনাকিপোকা,পাখির ডাক,বেলীফুলের গন্ধ এইরকম আরো কতকিছুর জন্যইতো বেচে থাকা যায়।জীবনের প্রকৃত মূল্য বুঝতে আমরা বড্ড দেরি করে ফেলি। দিবার অভিনয় ছিল এককথায় অনবদ্য অসাধারণ💔
একসাথে দেখা স্বপ্নগুলো যখন অন্য কারোর সাথে পূরণ করতে দেখা যায় তখন জীবনের অর্থ খুঁজে পাওয়া বেশ মুশকিল।মরতে বাচাঁ আর বাচঁতে বাচঁতে মরার এই সময়টাতে জীবনকে নতুন করে জানার সুন্দর এক উপস্থাপনা।
একটা অদ্ভুত গল্প। হারিয়ে যেতে হয় এরকম গল্পের মাঝে । কান্না ধরে রাখতে পারিনি। এমন লেখা নিয়ে বাংলাদেশ নাটক বানায়, প্রণাম ❤️গর্ব বোধ করি প্রতিবেশী দেশ হিসেবে ।
সময়োপযোগী একটা নাটক ❤ বর্তমানে হাজারো মেয়েদের সাথে মিল! শুধু বয়স্ক অবিবাহিত মেয়েরাই ভালো জানে তাদের জীবনটা কত কষ্ট! ধন্যবাদ ভি.কে জাহিদ! ধন্যবাদ মেহেজাবিন!
আমার জীবনের সাথে৭০%ঘটনার মিল আছে।আপনি ঠিক ই বলেছেন,আমি কমেন্ট করলাম,কিন্তু ভাবছিলাম কমেন্ট করব কিনা,আমার মতো হাজারো মেয়ের না বলা ঘটনা এই নাটকে তুলে ধরা হয়েছে,শুধু বলতে পারে না কাউকে।
This one was too sweet❤ আমি নাটক সাধারণত দেখি না। দেখলেও কমেন্ট করি না। কিন্তু আজকে দেখলাম, কি সুন্দর! লাস্ট মোমেন্টে ভেবেছিলাম, নিশাত ওর বাবা-মায়ের পছন্দ করা ছেলের জন্য সাজুগুজু করে ক্যাফেতে বসে আছে। খুশি হলাম। পরক্ষণেই যখন দেখলাম, ও নিজের জন্য সাজুগুজু করেছে,,আরো বেশি খুশি হলাম। Don't give up on yourself! অনেক সুন্দর নাটক।
অনেক অনেক ধন্যবাদ নির্মাতা এবং মেহজাবিন কে। আমার মনে হয় এমন নাটক খুবই দরকার ছিল বর্তমানে যে হারে সুইসাইড বারছে। ডিপ্রেশন ভয়ানক একটা রোগ। এ থেকে মুক্তি পাওয়া কঠিন। আমি নাটকা টা দেখছিলাম আর নিজেকে সেখানে ফিল করছিলাম।। কষ্ট ও হচ্ছিল।। তবে শেষ টা সুন্দর ছিল। জীবনটা আসলেই সুন্দর। আল্লাহ সবাইকে হেফাজত করুক। ভিকি ভাই ও মেহজাবিন আপু ধন্যবাদ আপনাদের এবং শুভকামনা ❤❤❤
আমি কি বলবো জানি না।।আমি নাটকটা দেখে ভাষা হারিয়ে ফেলেছি।। বহুদিন পরে এমন একটা নাটক দেখলাম মুগ্ধ হয়ে।।নিজের অজান্তে চোখ ভিজে গেছে।।আর মেহজাবীন কি অসাধারণ অভিনয় করেছেন।।জীবন অনেক সুন্দর তাই কারো জন্য জীবনকে শেষ করে ফেলা ঠিক না।।💙💙
মেহু আপু পরবর্তী এওয়ার্ড পাওয়ার জন্য প্রস্তুত থাকুন। এটা আমার দেখা বেস্ট নাটক। আমি নাটক দেখি পরিচালক দেখে দেখে। ভিকি জাহেদ আমার এক জন পছন্দের পরিচালক। তার প্রতিটি কাজ ভালো লাগে ❤❤
এই ব্যস্ততার ভিড়ে আমি নিজেকেই হারিয়ে ফেলেছিলাম।কিন্তু নিজের সুখ নিজের কাছে।আমি যখন এই নাটকটা দেখছিলাম আমি আমার অতীতের করা ভুলগুলোর জন্য অঝোরে চোখ ভেসে যাচ্ছিল।নানা মানুষের নানারকম কথা দিনশেষ নিজেকে ছোট মনে হতো এই নাটকটা দেখার পর আমি নিজেকে এতটুকু বুজাতে পারব যে আমি নিজের ভিতরেই নিজের সুখ খুজবো।আর সবই আল্লাহ তালার ইচ্ছায় হয় এটাকে মেনে নিতে সুন্দর মুহূর্ত গুলো উদযাপন করতে হবে। কথায় আছে -"good memories stay always"আমি আবারো good memories শুরু করবো।
Confidence ,detachment are two important qualities to fight depression. Depression is fact of life but it can be overcome by finding meaningful purpose for living . Mehajabien understood this by loving the sweet child fighting a fatal disease. She delivers one of her finest performances till date. Her exceptional talent expresses every emotions, turmoils going in within her conscious as well as subconscious mind. She is the golden girl of Bengali drama. This psychological drama helps persons in pain or depression to come back to life because life is beautiful. In a small role Mr. Abul Hayat is excellent. We must not forget the sweet child who changed everything to positivity.
বয়স তো কেবলমাত্র একটা সংখ্যা। পুরো জীবনটা উপভোগ করতে হবে। প্রত্যেকটা বয়সের একটা সৌন্দর্য আছে ❤। এই ঈদে আমার দেখা বেস্ট একটা নাটক। ধন্যবাদ ভিকি জাহেদ ভাইয়াকে👌👏❤👏❤❤
কমেন্ট গুলো মধ্যে হাজার ও মন ভাঙ্গা মানুষের জীবন কাহিনী লিপিবদ্ধ হয়ে গেছে। আমিও একই পথের পথিক। আমার মতো হয়তো আরো হাজারো আছে। আল্লাহ তায়ালা সবাই কে ভালো রাখুক।
😭😭😭😭😭😭আমি কমেন্ট করার আগে কমেন্ট পড়ে নি।কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। কিন্তু আজ এই কমেন্ট গুলো দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না,😭😭😭😭😭😭যে সব আপুদের বয়স বেড়ে গিছে তাদের ও মনে হয় এমন কষ্টই😭😭
Ami sobai k Namaz and roj aktu kore Qur'an porte bolbo. Amar life er o onek boro golpo ache. 25 years life amar magical chilo but ei 4.5 years life ta j kivabe change hoyeche puro akta movie ready kora jabe. Ake ake moner manus gulo chole geche jara ache tader cheat dorechi. Onek somossa but namaz pore onek santo peyechi. Akn morte icha kore na bcz ami Akhirat er jonne ready na. Tobe Allahr rasta te j sukh ache seta kotha o nei.
সত্যিই নাটকটি চমৎকার ছিলো | নাটকটি দেখে নিজের কান্না আর থামিয়ে রাখতে পারি নি | সত্যি আবার ঘুরে দাঁড়ানো সম্ভব | জীবন টাকে আবার ও সুযোগ দেয়া দরকার আমাদের | চিরকাল কেউ পাশে থাকে না তাই একা বেঁচে থাকা র চেষ্টা করা ও উচিত। আর সফল হলে আমি সবার | ব্যর্থ হলে নিজের একার 😢 ইনশা আল্লাহ আমিও আবার উঠে দাঁড়াবো | নিজের পায়ে দাঁড়াবো | আমি আর কারো ফিরে আসার অপেক্ষা করবো না 😊 life is beautiful (alone Borsha)
নাটকটি দেখে চোখের পানি আটকাতে পারিনি কেঁদে মনটা অনেকটা হালকা হলো কতদিন কাঁদতে পারিনি চেয়েও। মেহেজাবিন এর যায়গায় যেন নিজেকে দেখতে পেলাম কিভাবে এত্তোটা মিলে যায় নাটক মানুষের জীবনের সাথে। সত্যিই হৃদয় ছুয়ে গেল নাটকটি।
পুরা নাটকে মনে হয় আমি আমাকে দেখছিলাম!! ৩০ সংখ্যাটার প্রতি সত্যি বিরক্ত লাগতো,কিন্তু নাটকটা দেখার পর আর লাগছেনা🥰 ধন্যবাদ ভিকি ভাইয়া অনেক অনেক ৩০ বা তার উর্ধ্বে নারীদের ভালোভাবে বাঁচার অনুপ্রেরণা দেওয়ার জন্য 🙋♀️ প্লিজ পার্ট ২ আনবেন কিভাবে নিশাত সব ম্যানেজ করে সামনে আগালো🙂
এটা জীবনের খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একটি অনুপ্রেরণা মাত্র। যে আমাদের আশপাশে অনেক সুন্দর কিছু আছে সেগুলোকে উপভোগ করতে হবে, জীবনে হার মানা যাবে না, সবচেয়ে বড় কথা নিজেকে ভালবাসতে হবে। #এর মানে এই না যে ৩০-৩৫ পর্যন্ত অবিবাহিত থাকতে হবে। আপনার জীবনে হয়তো ১/২/৩/৪ খারাপ মানুষের সাথে আপনার সম্পর্ক হয়েছিল। যদি শতকরা ১/২/৩/৪ জন খারাপ মানুষ হয়,ভাগ্যক্রমে তাদের সাথে সম্পর্ক হয়েছে আপনার। নিজের পছন্দমত কাউকে খুঁজুন এবং বিয়ে করুন। সময় নিন। এ ড্রামার মূল উদ্দেশ্য সম্ভবত "৩০-৪০ বছর অবিবাহিত থাকার অনুপ্রেরণা নয় " এটাই ছিল। শুভকামনা আপনার জন্য, আমি ২০😊
@@srabonydas5776 আপু আমি কিন্তু বিয়ে করা, নায়ক নায়িকা মিল বলিনাই। বলেছি নিশাত কিভাবে সব ম্যানেজ করে সামনে আগালো🙂 আর এইটা ২য় পার্ট চাওয়া দর্শক হয়ে পরিচালকের কাছে অনুরোধ করা যায় 🙂।
I’m also a single mother ! And 32 ! I’m depressed sometimes but I have full tawakkal to Allah subhanatawala! What gone Allah gives us more good things than that !! May Allah bless all good hearted people in this world! Ameen 🤲
সত্যিই এই নাটক টি আমাদের জীবনের ই গল্প। বুকের মধ্যে যে কষ্ট গুলো পাথর হয়ে ভারী হয়ে যাচ্ছিলো নাটক টা দেখতে দেখতে এতো কেঁদেছি যেন কত হালকা হলাম। অনেক ধন্যবাদ আপনাদের এতো অদ্ভুত সুন্দর গল্পের জন্য। এটা দেখার পর এই পরিস্থিতির শিকার অনেক মেয়ে আবার বাঁচার স্বপ্ন দেখবে।
হাজার হাজার নাটক দেখেছি লাইফে কোনদিন কমেন্ট করেনি। আজ প্রথম করলাম জিবনে। এত সুন্দর নাটক, এত নিখুঁত অভিনয়, মেহজাবিন যে আসলেই একজন দক্ষ অভিনেত্রী আজকে আবারও প্রমাণ করলো।❤ প্রতিটা মেয়ের নাটক টা দেখা উচিৎ!!🤍
@@opshoraintown5393 ডিপ্রেশনে যিনি ভুগছেন না তিনি কখনো ভুগতেও পারে। আবার অন্যকে বলতে পারবে। আর লাইফ ইজ বিউটিফুল এটাও জানা দরকার। হাহাহা। মজা করলাম। আসলে আজকে আমার মন ভালো নেই। নাটক দেখা হয় না বহুবছর। ক্লিপ দেখে এলাম এখানে। আমাদের সময়ে এই বয়সে এতোটা সমস্যা ছিলো না। চিঠি ছিল, পরে মোবাইল এলো ৬ টাকা ৯০ পয়সা মিনিট। মাপা কথা, মাপা মেসেজ। পড়াশোনা শেষ, জবে গেছি, ১১টায় ঘুমিয়ে পড়েছি। সবাই ভালো থাকুক।
30+ single lady here. Never been in a relationship, still marriage is not happening for unknown reasons. But I thank the Almighty Allah for my family who's always been there and supportive for me. Allah knows best what's good for a human and will lead them towards their happiness eventually. That faith is still keeping me up. As for this show, I was biting my nails every time she attempted to suicide. Specially, at the last suicide attempt, I felt like this is a lose for all those women who went through it. But in the end it wonderfully turned around. Kudos for the entire team. Love yourself first, know that even if the entire world hates you, God always loves you. You'll always find your way.
অসাধারণ একটি বাস্তবমুখী নাটক। মানুষ যা কিছু করে নিজের সুখী করার জন্য এবং বেচে থাকার জন্য। জীবনের হিসেবে যে সব কিছু সময় মত হিসেব মিলে যাবে এমন নাও হতে পারে। সুস্থ ভাবে বেচে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ। আমার বয়স ৩৫ বছর। এখনো সিংগেল।মানুষের অনেক রকম কথা শুনি। ফ্যামিলির চাপ। বিয়েটাই সব সমাধান নয়। বিয়ের পর অসুখী হওয়ার চেয়ে, একটা ভালো মানুষের সাথে বিয়ে না হলে এর চেয়ে সিংগেল থাকাই ভালো। আর আমাদের সমাজের মানুষ কথা শুনিয়ে মানুষ কে মেরে ফেলতে পারে। সমাজের মানুষের দৃষ্টিভংগি পরিবর্তন করা দরকার। মানুষ কে কটুক্তি না করে সহযোগিতা করা জানতে হয়। ধন্যবাদ মেহজাবিন আপু ও ডিরেক্টর স্যার কে এমন একটি নাটক উপহার দেওয়ার জন্য।
বেঁচে থাকার শক্তি নেই,,,মরে যাওয়ার সাহস নেই,,সত্যি ই অসাধারণ উক্তি,,কান্না দরে রাখতে পারলাম না,,তবে শেষ মূহুর্তটা খুবি সুন্দর ছিল,,,জীবনটা সত্যিই খুব সুন্দর যদি উপলব্দি করা যাই,,,জিবন টা খুবি মূল্যবান,,,বাঁচতে হবে নিজের জন্য,,ভাগ্যে যা আছে তাই হবে,,শুধু আল্লাহ র উপর ভরসা রাখতে হবে,,তাহলেই জীবনটা সুন্দর হবে ইনশাআল্লাহ,,,
বাবা মারা যাওয়ার সাতমাস পেরুতে বড় ভাইকে হারিয়েছি,টেনশন,ডিপ্রেশন কি জিনিস বুঝতেছি প্রতিটা মুহুর্তে। মায়ের বয়স বাড়ছে আবার হার্টের রোগী ওনি।ছোট ভাই আর মাকে দেখা আমি ছাড়া আর কেউ নাই।নিজেরও বয়স বাড়ছে এইতো কয়েকদিন আগেই ২৫এ পা দিলাম।সত্যি বলতে আমিও প্রতিটা মুহুর্ত নিজের সাথে এইভাবেই লড়ছিলাম,না পারছি বাঁচতে আর না পারছি মরতে,,তবে মেহজাবিন আপুর এই নাটকটা অনেকটা অনুপ্রানিত করেছে আমাকে।নতুন করে বাচার ইচ্ছে জাগিয়েছে। আমি জানিনা আমার মত করে কতজন এইভাবে নতুনকরে বাঁচার আশা পেয়েছে। সত্যি খুবই অনুপ্রানিত করা ও প্রশংসনীয় একটা নাটক আপু❤️
সবে মাত্র ২৫।এটা খুব বেশি বয়স না আপু।নিজেকে কখনো একা মনে করবেন না।যার কেউ নাই তার আল্লাহ আছে।তিনি আপনাকে খুব ভালোবাসেন।সবকিছুর আগে আল্লাহকে খুশি করার চেষ্টা করবেন,দেখবেন ইনশাআল্লাহ তিনি আপনাকে খুশি করে দিছেন❤❤
নাটকের সাথে আমার জীবনে।পুরাটা মিল।বইন আমি ও না মরে।বেচে আছি না পারছি মরতে না পারছি বাচতে আমার বয়স ও ২৯ তে পা রাখলাম আমার মা ও হাডের রোগী মা একটু অসুক।হলে।আমি টেকশনে।মরি যদি মার কিছু হয় আমি কই যাইমু কে আমারে।দেখবে😢😢😢 আশের পাশের মানুষ নানা কথা বলে চিনতা করলে আমি বেমারী পড়ি মা না করে চিনতা না করতে আললাহ ওপর ভরসা করে বসে আছি 😢😢নাটক টা পুরা আমার জীবনের সাথে মিল😢😢
@@NusratZahan-xe5uyএকদম ঠিক কথা ই বলেছেন আপনি। এটা দেখে যে মোরাল টা আমার কাছে মনেহয়েছে তা হলো: জীবন থেকে পালিয়ে নয় বরং জীবনের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকাটা ই জীবনের স্বার্থকতা,,,,,,আল্লাহ আমদের সকলকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন এবং সম্মান দান করুক আমিন 🤲।
লিখবার সময় জাহান আপু কতবার নিশাতের মুখোমুখি বসেছেন আমি জানি না। নিশাতের নিজেকে বলা প্রতিটা বাক্যে কেউ না কেউ নিজেকে কতবার খুঁজে পেয়েছে, কতবার নিশাতের কিংবা নিজের মাথায় হাত রাখতে ইচ্ছে করেছে সেটাও জানি না। শুধু জানি, নিজেকে মেনে নেবার এই অনুমতিটুকু কতটা সূক্ষ্ম অথচ বৃহৎ সেটা বোধহয় এর চাইতে সুন্দর করে আর বলা যায় না। Amazing work Vicky Zahed, Mehazabien Chowdhury and Jahan Sultana Apu ❤ 👏
finally নাটক টা দেখা শেষ হলো, speechless 🙂 এতটা সুন্দর করে present করা হয়েছে আর Ending part টা তো!!! বলে বুঝানো যাবে না। আসলেই সেরা নাটক। এখন অবধি বছরের সেরা নাটক এটাই।
আবারও দেখতে আসলাম একটু বেঁচে থাকার অনুপ্রেরণা খুজে পেতে 😊 মানুষ মুলত একা এটা একমাত্র সত্য। তবু আমরা কেন সেই একাকিত্ব মেনে নিতে পারি না। কেও সারাজীবন পাশে থাকে না, মানুষ জীবনে আসে শুধু নিঃস্ব করে দিয়ে চলে যেতে। এত সুন্দর একটা গল্প নির্মাণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। এমন অনেক মানুষ আছে যারা প্রতিদিন মরে যায় আবার বেচে উঠে। এই মানুষগুলাকে বেচে থাকার শক্তি তুমি দিও আল্লাহ ❤️🎉
আমিও আরেক নিশাত,কয়েকদিন ধরে খুব খারাপ লাগছিলো, মনে হচ্ছিল এই পৃথিবীতে আমার মত একা আর কেউ নেই। সকালে নাটক টা দেখে মনটা ফুরফুরে হয়ে গেলো।যাই,আমাকেও ঘুরে দাঁড়াতে হবে। ধন্যবাদ নির্মাতাকে❤❤
দিবার মৃত্যু দেখে আমি না কেঁদে পারলাম না। মানুষ কত কষ্টে আছে আর মানুষ কত সামান্য না পাওয়া নিয়ে ডিপ্রেশনে ভোগে। যে যার অবস্থানে আছে তা নিয়ে আলহামদুলিল্লাহ বলা উচিৎ।
" কেউ অপেক্ষা করে নেই জেনেও মানুষ কেন বাড়ী ফিরে... " আহা কি চমৎকার ও দুর্দান্ত একটা নাটক দেখলাম... নাটকটির গল্পকার ও মেহেজাবিন কে অনেক অনেক ধন্যবাদ.... ❤️💕
একটা সময় মনে করতাম যে জীবনে সব শেষ তার পর আল্লাহ আমার জীবনের একটি ফেরেস্তা পাঠায় আর এখন আমি এই দুনিয়ার সব থেকে সুখি মানুষ ❤ মহান আল্লাহ কাছে অনেক শুকরিয়া ❣️
অসাধারণ একটা নাটক।আমরা অন্য জনকে এতটাই ভালোবাসি যে তখন নিজেকে ভালোবাসতে ভুলে যায়।আগে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে ভালো রাখতে হবে।জীবনে এমন অনেক মুহূর্ত আসবে যে বেঁচে থাকার বিন্দু পরিমানেও ইচ্ছা করবে না।কিন্তু আমাদের উচিত জীবনের প্রতিটি মুহূর্ত কে সুন্দর ভাবে নেয়া।যা হয়েছে ভালোর জন্য হয়েছে,যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে আর যা হবে ভালোর জন্যই হবে।সময় যেমন কারোর জন্য অপেক্ষা করে না তেমনি বয়সটাও কারো জন্য অপেক্ষা করে না ঠিক তেমন আমাদের মনকেও কারো জন্য অপেক্ষা করানোর উচিত না।এই নাটকটা অনেক মেয়ের জীবনের কথা।ধন্যবাদ এতো সুন্দর একটা নাটক আমাদেরকে উপহার দেয়ার জন্য।এটি সত্যি একটা শিক্ষা মূলক নাটক😊
সত্যিই নিজের জীবনের সাথে মিলে গেলো। এমন ডিপ্রেশনে পড়েছিলাম ২০২২ সালে মেহেজাবিন চৌধুরীর ফ্রিল্যান্সার নাদিয়া নাটক দেখার পর।তখন বেঁচে থাকার ইচ্ছা ছিলোনা,মরে যাওয়ার ও সাহস ছিলোনা।আলহামদুলিল্লাহ,আল্লাহ তায়ালার অশেষ রহমত ও দয়ায় এখন সেই ডিপ্রেশন থেকে বেরিয়ে নিজেকে গুছিয়ে নিয়েছি,সবকিছুর জন্য মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আলহামদুলিল্লাহ🤲 সকলেই আমার জন্য দোয়া করবেন🤲সত্যিই তিথিডোর গল্পে আমাদের সমাজের বাস্তবতাকে তুলে ধরেছে,ধন্যবাদ মেহেজাবিন আপুকে এবং ভিকি জাহেদ ভাইয়াকে এমন বাস্তবধর্মী গল্প তুলে ধরার জন্য
শেষটা ভালো লেগেছে। তবে নাটকের মুল ভাব: উঠতি বয়সী ছেলে-মেয়েদের ভুল সিদ্ধান্ত ও একগুঁয়েমি এবং সাধারণত ভালোবাসার টানেই দৈহিক সম্পর্কের কারণে জীবন মন ও পারিপার্শ্বিক সমস্যা তৈরি করে। সকলকেই বলব নিজকে জানুন। ধর্মীয় অনুশাসন মেনে চলুন। দেখবেন জীবন কতটা সুন্দর। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন। আমিন।
নাটকটা আসলেই খুব সুন্দর আর সময়োপযোগী! ❤️ আমরা ইয়াং /মাঝবয়সী ছেলে মেয়েরা প্রায়শই জীবন,পড়াশোনা, সম্পর্ক নিয়ে হতাশ হয়ে যায়...বেঁচে থাকার শক্তি হারিয়ে ফেলি!😥 কোনো আপনজন বা বন্ধুও পাশে পাই না আমরা এই ডিপ্রেশন কাটিয়ে উঠার ক্ষেত্রে! তখন এসব জীবনমুখী নাটক,ফিল্ম আমাদের নতুন করে প্রেরণা জোগাতে অনেক সাহায্য করে!💙🌸
চরিত্র "নিশাতের" তার মা বাবা কে জরিয়ে ধরার মুহূর্তটায় আমি নিজেও কেঁদেছি। প্রচন্ড হতাশার সময় মানসিক যন্ত্রণায় আমরা আশা করি আমাদের প্রিয় মানুষের আলিঙ্গন। খুব করে চাই ! একটা আলিঙ্গন একটা জীবন বাঁচিয়ে দিতে পারে। ❤️🩹
আমার বয়স 25 এখনো সিঙ্গেল ।মেয়েদের বয়স বাড়ার সাথে সাথে তাদের আশেপাশের পরিবেশ, পরিস্থিতি, পরিবারের মানুষ জন কি নিদারুণ ভাবে পরিবর্তন হয়ে যায়। পরিবার, পরিবেশ, পরিস্থিতি আমাকেও ফ্যানের দিকে এক নাগারে অনেকবার তাকিয়ে থাকার সুযোগ করে দিয়ে ছিলো, পরক্ষণে মনে আসলো আখিরাত হারালে যে বড় হার হবে। আজকে পরিবারের খুব কাছের মানুষের কথায় অনেক আঘাত পেয়েছি , সারাদিন না খাওয়া, কান্না করে চোখ ফুলিয়ে ভাঙা একটা মন নিয়ে নাটক টা দেখলাম, অনেক ভালো লাগলো অদ্ভুত শান্তি পেলাম।আসলেই নিজেকে নিজে মেনে নিতে না পারলে অন্য কেউ কিভাবে মানবে।নিজেকে নিজেই ভালোবাসতে হবে ।
আপু আপনাদের সবার জন্য উপদেশ ছোট বোন হিসেবে কোরআনের আমল করুন শীঘ্রই বিয়ে হয়ে যাবে আর যদি কেও তাবিজ করে থাকে বা শত্রু দ্বারা কোন কিছুর স্বীকার হয়ে থাকেন তাহলে তার প্রতিকারের ব্যবস্থা গ্রহন করুন ইনশা আল্লাহ, আল্লাহই রহমত করবেন বেশি বেশি আল্লাহর কাছে চান সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ
Totally a masterpiece, considering the current society and culture. I became 30 recently and I can picture myself in the NISHAT character. I could feel the pain underlying the words, so exact, so deep. There are a lot of DRUBOs around us who ruins your whole life and then live happily ever after. While you are dealing with the heartbreak, to make it more miserable there comes parents emotional torture and pressure from the so called society. I can bet there are a lot of NISHATs around us who are dealing with these and trying not to kill herself. Great story Jahan Sultana, as always perfect acting from Mehzabien. It is a must watch for every family of Bangladesh.
এই নাটকটা দেখে কোথাও যেন নিজেকে খুঁজে পাচ্ছিলাম এজ বেড়ে যাওয়া, মিডলকা্লাস ফ্যামিলি থেকে বিলং করে মা বাবার কথাকে সেচ্ছায় মেনে নেওয়া,, ইত্যাদি ইত্যাদি নাটকটা দেখে ভীষণভাবে অনুপ্রাণিত হলাম❤
ধন্যবাদ নাটকের সমস্ত টিম কে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ,, মরা যাওয়া মানে হার মেনে নেওয়া এটা অনেক আগেই জেনেছিলাম আজ এই নাটক দেখে বুঝতে পাড়লাম জীবনটা কতটা মূল্যবান কতটা সুন্দর,, আমিও একজনকে অনেক ভালোবেসেছিলাম তাকে পাইনি এখন মনে হয় এটা ভগবানের কোন একটা ইশারা কিছু মানুষ থাকতে আসে না, যত তাড়াতাড়ি মানতে পারা যায় চরম সত্যিটা ততই জীবনটাকে উপভোগ করা যায়,,অনেক বার মরার কথা চিন্তা করেছি আমিও আবার ভয় হয় মজার কথা কী জানেন আমি একবার সিদ্ধান্ত নিয়ে ছিলাম মরে যাব মা বকে ছি তাই দড়ি নিয়ে টেবিলের উপর উঠেও ছিলাম ভাবছিলাম টেবিল থেকে পড়ে গিয়ে যদি ব্যাথা পায় কি বোকা ভাবনা তাই না যে মরার জন্য দড়ি নিয়ে টেবিলের উপর দাড়িয়ে অদ্ভুত চিন্তা করে নেমে অসলাম,,আসলে নিজেকে ভালোবাসলে কারো কোন কথায় কষ্ট হয় না ❤️জীবনটা অনেক সুন্দর নাটকটা তাই বুঝিয়ে দিল
Goosebumps ❤❤ বাংলা নাটক এমন অদ্ভুত সুন্দর হয় জানা ছিলনা। মধ্যবিত্ত বাবা মায়েরা বিশেষ করে মেয়ে বাচ্চাদের প্রতি এমনি হয়। এ নাটক তাদেরকে বসায়া দেখানো উচিত। নাটকের এ সংলাপটা খুব সুন্দর প্রতিটি বয়সের আলাদা সৌন্দর্য আছে। নাটকটা একটা হার্স রিয়ালিটি অব টাইম। আর মেহজাবিন খুব গুণী শিল্পী। সবাই খুব দরদ দিয়ে কাজ করেছেন। গল্প ও নির্দেশনা অসাধারণ। ❤❤❤❤
অসাধারণ । অসাধারণ একটি নাটক দেখলাম ।অসাধারণ চিত্রনাট্য , সেই সংগে মেহজাবিনের পরিনত অভিনয় । সবশেষে বলি পরিচালক সব কৃতিত্ত্বের দাবী রাখেন ।Hats off to you.
কমেন্ট করে গেলাম.. মনের ভিতরের সব কষ্টকে মুক্তি দিয়ে ভালো থাকার ইচ্ছে নিয়ে.. বহুদিন পর যদি কেউ কমেন্ট টাতে লাইক করে তখন মনে পড়বে আজকের আমির কথা,আশা করি সেই সময় হয়তো আমি অনেক ভালো রাখতে পারবো নিজেকে আর ভাববো কি বোকা ছিলাম আমি।।
একেক জনের জীবন একেক রকম, এই যে আমি উচ্চ বংশীয় একটা মেয়ে, চাচা জেঠারা ধনী হলেও আবার বাবা দরিদ্র ছিলেন, আমরা পাচ বোন, লেখাপড়ায় ভালো হয়েও বেশি পড়তে পারিনি দরিদ্রতার কারনে 😢 বংশের দাপটে আমারও ভালো পরিবারেই বিয়ে হয়ে যায় ১৬ বছর বয়সে। ১ম মেয়েটা হওয়ার পরে জানতে পারি আমার স্বামী আগে আরও দুটু বিয়ে করেছেন, মাথায় আকাশ ভেঙে পরে, বাবা এবং বংশের সম্মানে কথা ভেবে এত বড় ঘটনা বাবা মায়ের কাছে গোপন করি😢 যদিও সেই স্ত্রীদের ডিভোর্স দিয়েই কিন্তু আমাকে বিয়ে করেছিল, তবুও মনে বিশাল একটা কস্ট চাপা থাকতো, ওকে খমা করে দিয়েছি কারন তাকে আমি প্রচন্ড ভালোবাসতাম ❤ শাশুড়ীর আদর তো কখনই পাইনি কারন আমি আমার জা দের মতো বাপের বাড়ি থেকে যৌতক কিংবা পোটলা আনতে পারিনি, তবুও ২ মেয়েকে নিয়ে সখের পুরুষের সাথে জীবন টা বেশ ভালই কাটছিল, ২০১৮ সাল আমরা বয়স তখন ২৩ চলে, এলাকার কিছু ভূমিদস্যু দিনে দুপুরে আমার ভালোবাসার মানুষটি কে কুপিয়ে হত্যা করে 😢😢😢 আমার সন্তানেরা হলো এতিম আমি হলাম বিধবা 😢 মানুষ কত করমের কথা শুইনাত বয়স কম শহরের মেয়ে থাকবে না চলে যাবে, আসলে ওরা জানতনা আমি আমার স্বামি এবং সন্তানকে কত ভালোবাসি। যেখানে ভালোবাসা থাকে সেখানে বাধন ছিড়ে কেও কখনও যেতে পারে না। আবার আমার ভাসুর দেবর শাশুড়ী কেহই চায়না আমি থাকি, কত মিথ্যা অপবাদ কত জুলুম কত অত্যাচার সহ্য করে মেয়েদের বুকে জরিয়ে টিকে রয়েছি জালিমদের সাথে। ৭ বছর চলতেছে সে মারা গেছে, সেই দরিদ্র ঘরের মেয়ে অভাব অনটনে বড় হওয়া, তার পর বিয়ে বিয়ের পর স্বামী বিয়ে করেছে আরও দুইটা, শাশুড়ির অবহেলা স্বামী মারা যাওয়া, তারপর সমাজের কটুকথা দেবর ভাসুরের অত্যাচার, ছোট্ট একটা জীবনে এত কিছু দেখেছি তবুও কখনও মাথায় আত্যাহত্যার ভুত চাপেনি আলহামদুলিল্লাহ। আমি আশা রাখি আমার সুখ মরনের পরে হবে হয়তো।
যে মহিলা সন্তানের মুখের দিকে তাকা ইয়া বিবাহ বসে।যে মহিলা ২ মেয়ে লা লন পালন করে বড় করে দ্বীনদার পাত্র কাছে বিবাহ দিবে সেই উসিলায় মেয়ের মা বাবাকে আল্লাহ বেহেশতে দিবে।
নাটকটা দেখে খুবই অনুপ্রাণিত হলাম। যদিও আমার বয়স ২২ তবুও নিজের কাছে মনে হচ্ছিল অনেক বয়স বেড়ে গেছে আমার । নাটকটা দেখে এখন মনে হচ্ছে "age doesn't matter...just enjoy your every moment of life"❤❤❤
ভালো থাকতে হলে সবার আগে আসলে আয়নার পাশের মানুষটিকে মেনে নিতে শিখতে হয়, আমিই যদি আমাকে, আমার বাড়ন্ত বয়স,পড়ন্ত সৌন্দর্য, মুখের বলিরেখা, ধূসর হতে থাকা চুল এসব মেনে নিতে না পারি তাহলে অন্য কেউ কিভাবে পারবে!!🌸🌸 অসম্ভব সুন্দর কথাগুলো!!
লেখক বাস্তবতা তুলে ধরেছেন এই সমাজের, আর শেষে বুঝিয়ে দিয়ে গেছেন নিজেকে খুসি রাখা খুব প্রয়োজন যে কোনো মুল্যে, যে কোনো সময়ে, সুযোগে!জীবনে এ ধরনের টক্সিক মানুষ কত কিছু বলবে,কত কিছু করবে,,,! আপনি যেন দুর্বল হয়ে পড়েন আর সেই মানুষ গুলো সেটা দেখে মজা নিবে,,,,কিন্তু আপনার হাসি হচ্ছে তাদের সবচেয়ে বড় দুর্বলতা ❤
গল্পটা আমার, একদম আমার।সাথে যোগ হইছে,বাবা মার মধ্যে ঝগড়াঝাটি, মারামারি। বাবার সংসারে অভাব। বাবার সংসারের দায়িত্ব। ছোট ভাইয়ের খরচ।৩০ বছরেও চাকরি না পাওয়া।প্রিয় মানুষ টার অন্যজনকে নিয়ে সংসার করা,তাদের বাচ্চা দেখা।সমাজের কতোশত কথা শোনা।কতোবার ফ্যানের দিকে তাকিয়ে আত্মহত্যার কথা ভাবা।কিন্তু পরেই মনে হয়,আমি মারা গেলে মা,ভাইয়ের কি হবে? আর কিছুদিন বেঁচেই দেখি না, কি হয়।আকাশের দিকে তাকিয়ে আল্লাহ কে কতো অভিযোগ করি,তার হিসাব নাই।তারপরেই আবার বলি,অন্যদের তুলনায় ভালো ই আছি। কিন্তু খুব করে এক সুখের জীবন পেতে বড্ড ইচ্ছা করে।
আল্লাহর উপর ভরসা রাখুন।দেখবেন জীবন থেকে যা হারিয়ে গেছে তার থেকে হাজারগুণে উত্তম কিছু পাবেন...তখন হাজার বছর বাঁচতে ইচ্ছে করবে।শুধু একটু ধৈর্য্য রাখুন।ইনশাআল্লাহ ভালো কিছু হবে।
I'm 35yrs unmarried and single.. এই গল্পে আমিও নিজেকে খুঁজে পেয়েছি and relate করেছি। আমার বিয়ে না করা, আব্বা মা কে সমাজের কটু প্রশ্ন আমাকে দয়ার নজরে দেখা , সেই ভয়ঙ্কর চাহনি সেই সব উপেক্ষা করে নিজের মতো করে বেঁচে থাকার মধ্যেও শান্তি আছে। নিশাত আর আমার মধ্যে ডিফারেন্স হলো হাজার না পাওয়া কষ্টের মাঝেও আমি ডিপ্রেসড হয়ে যায়নি । বাঁচার শক্তি হারিয়ে ফেলিনি । তবে প্রতিটা মেয়ের উচিত নিজের কিছু earn করা financially প্রতিষ্ঠিত হওয়া l লোক তো বলবেই তাদের নিয়ে মাথা না ঘামিয়ে নিজের আর ফ্যামিলির জন্য বেঁচে থাকা। এখন আমি একটা ছোট business run করি আলহামদুলিল্লাহ। Life is beautiful indeed ❤
ডিপ্রেশনে ভুগছে যারা তারা হয়তো নাটক টা ফিল নিতে পারবে,,,, বেঁচে থাকতে হবে আর পরিশ্রমী হওয়ার সাথে সুন্দর থাকতে হবে।।সুন্দর এর ডেফিনেশন যাদের জানা নেই তারা সৌন্দর্য খুঁজে পেতে ব্যার্থ
এই নাটক টা দেখছিলাম আর নিজের সাথে রিলেট করছিলাম সব।আসলে বয়স হয়ে যাওয়া, শরীরে বয়সের ছাপ, মানুষের কটু কথা , মিডেল ক্লাশের একটা অনার্স বা মাস্টারর্স পড়ুয়া মেয়ের জন্য যে কতটা কষ্টের শুধু তারাই জানে।
পাখির মত হত চাও? এর অন্তঃনিহিত অর্থ আমি ভয় পাই। দেখতে ও ভয় লাগে। বেশ কিছুটা টেনে টেনে দেখলাম। পরিসমাপ্তিটা বেশ ভালো লাগলো। ভালো থাকার ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য সত্য আছে। আয়নার ভিতরের মানুষটাকে ভালাবাসা খুব জরুরি এটাই জীবনের সিদ্ধ সমীকরণ। ❤
আমার বয়স ২৬। ৪ বছর সংসার করার পরেও স্বামীর মন পাইনি। ব্যর্থ জীবনে মরতেও পারেনি। পরকালের ভয়ে। তাই আল্লাহর ইবাদতকে সঙ্গী করে নিয়েছি।আলহামদুলিল্লাহ এখন আর মরতে মন চায় না। কিন্তু আমার স্বামীকে এখনো অনেক ভালোবাসি। দীনের পথে আসুন, আত্মহত্যা মহাপাপ, আল্লাহ তায়ালা এর থেকে আমাদের হেফাজত করুক। আমিন।।।
অসাধারণ অসাধারণ! মেহজাবিন আপু দুর্দান্ত। কতদিন পর একটা বাংলা নাটক এতটা এফেক্ট করলো জানি না। মনে হচ্ছিলো নিজের কঠিন সময় গুলায় ফিরে গেছি।দিবা স্টোল দ্য শো ডেফিনিটলি। আমাদের সবার অন্ধকার জীবনে এমন একটা দিবা আসুক ❤
খুব বাস্তববাদী একটা নাটক। সত্যি প্রতিটা কথা, প্রতিটা চিত্র যেন জীবন থেকেই নেওয়া। আবুল হায়াত স্যারের রোলটা ভালো ছিল এবং ওনার কথাগুলো সত্যিই অনেক ইনস্পায়ারিং আর মেহজাবিনের কথা তো আলাদা করে বলতে হবে না সে বরাবরই অতুলনীয়। ধন্যবাদ ভিকি জাহেদ ভাইয়া এত সুন্দর একটা কাজ আমাদের উপহার দেওয়ার জন্য ❤❤
নাটকে মেহজাবিন আপু যখন তার বাবা মাকে জড়িয়ে ধরলো এই দৃশ্যটা দেখে কান্না আর আটকে রাখতে পারি নি। না চাইতেও বাবা মায়েদের সাথে আমাদের কতটা দুরত্ব সৃষ্টি হয়ে যায়। তবুও আক্ষেপ একটাই যে আমাদের বাবা মায়েরা যদি আমাদের একটু বুঝতো। যদি কাছে ডেকে বলতো মা তোর কি হয়েছে বল মন খুলে সব বল আমরা শুনবো তাহলে হয়তো অনেকের বুক থেকে অনেক বড় বড় পাথর নেমে যেতো।
বিগত অনেক বছরের বাংলা নাটকের মধ্যে এটা best নির্দ্বিধায়। এ রকম ভালো নাটক খুব একটা হয়না আজকাল। অসাধারণ গল্প, হৃদয়স্পর্শী স্পষ্ট সংলাপ, background music, overall music composition, cinematography সবটাই দারুন! মেহজাবিন চৌধুরী ম্যাডাম আসলেই একজন অত্যন্ত উঁচু মাপের অভিনেত্রী। কি দারুন, নিখুঁত, সাবলীল, অনবদ্য অভিনয় তিনি করেছেন! এ রকম নাটক পুরো ক্যারিয়ারে একটা করলেই more than enough. বোদ্ধা দর্শকদের মনে বেঁচে থাকা যায় আজীবন। আমার দেখামতে তিনি এরকম অনবদ্য দুটি চরিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের গন্ডি অতিক্রম করে তিনি চরিত্রের মূলে ঢুকে বাস্তবতাকে স্পর্শ করে গেছেন। কি অনবদ্য অভিনয়, সাথে সংলাপের স্পষ্ট হৃদয়স্পর্শী উচ্চারণ! অন্যরকম একটা উচ্চতা! নাটকটি দেখতে দেখতে চোখের জল বার বার মুছেছি। আসলেই স্ক্রিপ্ট, নাটকের কাহিনীর কারণে একজন শিল্পীর প্রকৃত output, talent বেরিয়ে আসে এ নাটক তার প্রমাণ। অসাধারণ সংলাপ! " তিথিডোর" এ সুন্দর নামের অসাধারণ নাটকটি উপহার দেওয়ার জন্য গল্পকার: জাহান সুলতানা ও পরিচালক: ভিকি জাহেদকে অসংখ্য ধন্যবাদ। ভিন্নধর্মী গল্প, হৃদয়স্পর্শী সংলাপ ও নাটকের প্রতিটি চরিত্রে রূপদানকারী শিল্পী- কলাকৌশলী সকলের ধন্যবাদ প্রাপ্য। অনেকদিন পর এমন একটা দারুন নাটক দেখলাম। Really inspiring. আশাকরি ভবিষ্যতে এ ধরনের আরো অনেক ভালো ভালো নাটক আমরা দেখতে পাবো। In fact এই দহনকালে অনেকেরই মনের মধ্যে এ ধরনের যুদ্ধ নিয়ত চলমান, এই ধরনের চরিত্র বাস্তব জীবনে অসংখ্য পাওয়া যাবে যারা সতত যুধ্যমান এ সমাজ -সংসার ও সর্বোপরি রাষ্ট্রের প্রতিকূল, অসুস্থ , সংকীর্ণ ও হীন মানসিকতার লোকজনদের বিরুদ্ধে। হার না মানা সেসব অদম্য যোদ্ধাদের বাস্তব জীবন কাহিনী যেন এই "তিথিডোর"। কি অসাধারণ সংলাপ- "কেউ অপেক্ষায় নেই জেনেও কেন মানুষ বাড়ি ফেরে? কেন কারো অপেক্ষার অপেক্ষায় থাকে মানুষ?" "আপনার বয়স তিরিশ মানে আপনার অন্ততঃ একটা মন ভাঙ্গার গল্প আছে। হঠাৎ একদিন দেখবেন যে মানুষটা বা মানুষগুলো আপনাকে সব সময় কষ্ট দিয়েছিল সে মানুষটা অনেক ভালো আছে। আর আপনার তখন মনে হবে "this is not fair". কিন্তু আপনাকে সেটাও মেনে নিতে হবে। কারণ আপনি এখন "mature"! তবুও তো কথা থেকে যায়। মাঝরাতে ঘুম ভাঙ্গলে কাউকে প্রশ্ন করতে ইচ্ছা করে আমাদের একসাথে দেখা স্বপ্নগুলো তবে কি হলো? কোথায় হারালো?" "আইসক্রিম, আম্মুর হাসি, হাওয়াই মিঠাই, বৃষ্টি, সাগর, আকাশ, আব্বুকে জড়িয়ে ধরা, ঈদের জামা, জোনাকি পোকা, পাখির ডাক, বেলী ফুলের গন্ধ, এরকম আরও কত কিছুর জন্যই তো বেঁচে থাকা যায়। জীবনের প্রকৃত মূল্য বুঝতে আমরা বড় দেরী করে ফেলি। " "ভালো থাকতে হলে আসলে সবার আগে আয়নার ওপাশের মানুষটাকে মেনে নিতে শিখতে হয়। আমি যদি আমাকে, আমার বাড়ন্ত বয়স, পড়ন্ত সৌন্দর্য, মুখের বলিরেখা, ধূসর হয়ে যাওয়া চুল এসব মেনে নিতে না পারি তাহলে অন্য কেউ কিভাবে পারবে? Depression is real, suicidal tendency is real, by any means I am going to fight these. Because life is beautiful." কিংবা নাটকের শেষ দৃশ্যে restaurant এর waiter এর " Good evening mam, আপনি কি কারো জন্য অপেক্ষা করছেন?" এ প্রশ্নের উত্তরে নিশাতের (মেহজাবিন চৌধুরীর) সংলাপ - "নিজের জন্য অপেক্ষা করছিলাম, এখন খুঁজে পেয়েছি।" Simply extraordinary dialogues! বিশেষ দ্রষ্টব্য : বছর খানেক আগে দীপ্ত টিভিতে প্রচারিত "কাজলের দিনরাত্রি" নাটকটিতেও মেহজাবিন চৌধুরী ম্যাডাম দারুন, সাবলীল, নিখুঁত অভিনয়শৈলী দিয়ে মুগ্ধ করছিলেন একজন প্রতিবন্ধী কিশোরীর চরিত্রে রূপদানকারী হিসেবে। সে নাটকেও তিনি তাঁর অনন্য- অনবদ্য অভিনয়শৈলী ও প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন, যা উল্লেখ না করাটা অনুচিত হবে বোধকরি।
আহ গল্পটা অনুধাবন করার মতো। 🥹 কিভাবে যে ফিরে আসা যায়, সেটা খুব সহজভাবে দেখানো হয়েছে। সত্যি বলতে- বাঁচার জন্য ছোট ছোট কারণই যথেষ্ট। প্রাণ খুলে হাঁসুন, মন থেকে বাঁচুন। 🥰🥰
লাখো মানুষের জীবনের প্রতিচ্ছবি এই নাটকটি...!! ভেঙে যাওয়া মানুষগুলোর এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। Lots of Thanks to # Vicky Jahed #Mehjaben n other's people Who gave us this beautiful drama😊😊
In this play the use of blue clolor-a blue-painted room, blue curtains, and a blue dupatta,blue kurti sets,blue saree-visually represents the idiom *'feeling blue,'* which associated with sadness or depression. The play captures these emotions well, showing how people who feel 'blue' might experience unhappiness, low energy, lack of motivation, or a desire to be alone. Whether this use of blue was intentional or coincidental? I think it was intentional💙
নাটকটি দেখে চোখে জল আসলো। কারণ নিজের সাথে মিলে গেল। আমরা যাদের জন্য নিজের জীবনকে এত কষ্ট দেই তারা আমাদের কোন খোঁজই রাখে না। ইনশাআল্লাহ আমি ও একদিন পারবো নিজেকে গুছিয়ে নিতে।
মানুষ ভীষণ বেইমান স্বার্থপর, তারা প্রথম দিকে বেশি বেশি ভালোবাসা দেখায়, তারপর একদি হুট করে সব কিছু ভেঙে দিয়ে, আমাদের মনের শান্তিটা পর্যন্ত কেরে নিয়ে চলে যায় 😢😢
এ যেন গল্প না,,, মিলে গেলো জীবনের সাথে মেহজাবিনের মাঝে নিজেকে দেখতে পেলাম,,, আসলে এই পৃথিবীতে কেউ কারো নয়,নিজের জন্য বাঁচতে হবে,নিজেকে ভালো রাখতে হবে, নাটকের শেষ সিনটা খুব সুন্দর, দেখে মানুষ বেঁচে থাকার অনুপ্রেরণা পাবে,,, আমিও বিয়ে করে নাই,,, অদ্ভুত এক শিক্ষা পেলাম!!!
কত দিন পরে একটা নাটক দেখে ডুকরে কাঁদলাম, ফুঁপিয়ে কাঁদলাম, আমি জানি না। এই গল্প শুধু নিশাতের একার না, এই গল্প সম্ভবত প্রতিটা থার্টি প্লাস সিঙ্গেল মেয়ের। যারা ফ্যামিলির কাছ থেকে ডিপ্রাইভড, যারা তাদের ভালোবাসার মানুষের কাছ থেকে ধোকা খেয়েছে, যারা প্রায় রাতেই ভাবে এই জীবন রেখে কী হবে, দেই শেষ করে। আমিও নিজেও কি তাদের মধ্যে একজন না, কিংবা ছিলাম না? কিন্তু শেষ পর্যন্ত এটাই সত্যি, "Depression is real, suicidal tendency is real, but by any means I'm going to fight this. Because life is beautiful." হ্যাঁ, আমিও এই লাইনটা মনেপ্রাণে বিশ্বাস করি। মেহজাবিন ও গল্পকার, চিত্রনাট্যকার জাহান সুলতানাকে ধন্যবাদ অসাধারণ এই নাটকটা উপহার দেয়ার জন্য। Loved it. ❤❤❤❤️❤️❤️
এ নাটক টা আমি আজীবন রাখতে চাই নিজের কাছে, শুধু নাটকটা দেখব এমন না,নাটকের প্রতিটা কমেন্ট, প্রতিটা মানুষের হৃদয় ভাঙা গল্প,হারিয়ে গিয়ে ফিরে আসার গল্প, সব সব। আমি এটা থেকে অনেক কিছু শিখব,কাজে লাগাব। ❤❤❤❤
আমার বয়স ২৬ যখন নাটক টি দেখছিলাম মনে হচ্ছিল মেহজবিন চরিত্র এ আমি ডিপ্রেসন বাড়ির থেকে বিয়ের চাপ আমি কিছুতেই কাউকে বোঝাতে পারছি না আমি কি চাই আমাকে কেউ বুঝতেই চাইছে না আমার অনেকবার মনে হয়েছে অমি মরে যাবো কিন্তু ওই যে বেচে থাকার শক্তি নেই মরে যাওয়ার সাহস নেই নাটক টা দেখায় আগে পযন্ত আমি অনেক ভাবনায় ছিলাম কিন্তু এই নাটক টা আমার জীবন নতুন করে ভাবতে শেখালো... অনেক ধন্যবাদ 😊
ডিপ্রেশনের খুব চরম একটা মুহূর্তে নাটকটি দেখলাম। অনেক জোরে জোরে অনেক সময় ধরে কেঁদেছি। জানি না নিজেকে পরিবর্তন করতে পারবো কিনা। তবে খুব চেষ্টা করবো। অনেক ভালো লেগেছে নাটকটি। ❤❤
অসাধারণ, কান্না থামাতে পারলাম না।জীবনের ছোট ছোট মূহুর্তের মধ্যে সুখ লুকানো,শুধু খুঁজে নিতে হয়।নিজের সুখের জন্য নিজের উপর নির্ভর করতে হয়,অন্য কারোর উপর না🌸❤️🌸
প্রতিটা বয়সের একটি আলাদা সৌন্দর্য আছে, আর বয়সটা যখন পেড়িয়ে যায় তখন বোঝা যায়। আমাদের আসলে প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত উপভোগ করা উচিত। আল্লাহ সবাইকে বাঁচার আনন্দ উপভোগ করার তৌফিক দান করুন, আমিন🤲 বি. দ্র.: আমার বয়স এখন ১৭, সুন্দর মনের যেসকল মানুষই আমার এই কমেন্টটি পড়ছেন তারা একটা করে লাইক দিয়ে যাবেন, এতে করে যখন ৩০ বা ৪০ এ পা দিবো তখন ও যেন এই সুন্দর মোটিভেশনাল নাটকটি উপভোগ করতে পারি (ইনশাআল্লাহ)।
বয়স ২৫ হলো ঠিক এমনকি একটা গল্প আমার জীবনের সাথে ঘটেছে। একটা বছর পূর্ণ হতে চলছে নিজেকে অনেকটা সামলে নিয়েছি আলহামদুলিল্লাহ। অন্যের জন্য নয় পৃথিবীতে প্রতিটা মানুষ তার নিজের জন্য বেঁচে থাকাটা জরুরী। ❤
যখন নাটকটি দেখতেছিলাম তখন গল্পের প্রত্যেকটা কথা, চরিত্র, কাহিনী হুবুহু আমার সাথে মিলে যায়। একজন মানুষ কে খুব করে ভালোবেসে ঠকে যাওয়া।💔 মেহজাবিন এর মত আমি ও আজ ও মেসেজ লিখে মুছে ফেলি। যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতন কষ্ট হয় তখন একা একা অনেক কান্না করি।😢 বাবা মা ছাড়া মেহজাবিন এর মতনই আমিও একা একা থাকি যখন বুকের ভেতর কষ্টের ঝড় উঠে যায় তখন মনে হয় কেউ একজন পাশে থাকুক। আমি অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছি কিন্তু পারিনি😢
@@nurjahansultana1241 জীবনটাকে নতুন করে সাজানোর জন্য তো বিশ্বস্ত একজন মানুষকে দরকার। এখন কাউকে বিশ্বাস করার আগে পুরনো আঘাতে কথাটা বেশি মনে পড়ে এর জন্য আর কাউকে বিশ্বাস করতে ইচ্ছা করে না।
বিশ্বাস করবেন কিনা জানিনা, আমি নাটকটা যে মুহুর্তে দেখা সে মুহুর্তে আমি পৃথিবীর সবচেয়ে দু:খী মানুষটা ছিলাম। আমি মুখ চেপে চেপে কাঁদছিলাম নাটকটা শুরু হওয়ার আগেও। সারাটাদিন আমি বিছানা ছেড়ে উঠার শক্তি পাইনি। আমি আমার জীবনের সবথেকে বড় শক বোধহয় আজ পেয়েছি। মরে যেতে ইচ্ছা হয়েছে। নাটকটা দেখা শেষে এ আমি অন্তত এতটুকু জানি আমি বাঁচব। একজন সিঙ্গেল মানুষ হয়েই বাঁচব। আমি আর ফেলে আসা দু:খ আঁকড়ে বাঁচব না। নাটকে মেহজাবিনের চরিত্রে আমি পুরো নিজেকে দেখছিলাম। বিশ্বাস ভেঙে দেয়া মানুষ , পরিবার থেকে বিয়ের চাপ, সব যেন মিলে যাচ্ছিলও। তাও নাটকে বাবা বেঁচে ছিল। আমার তো বাবাও নাই। মেহজাবিন আপু যখন টেক্সটে লিখেছিল- আমাকে জড়িয়ে ধরবা, লিখে আবার মুছে ফেলেছিল। মনে হচ্ছিল, এ যেন আমি। এত ভেঙেচুরে বেঁচে আছি কেবল আমি জানি। তবুও সারাদিনের ভয়ানক মানসিক যন্ত্রণা শেষে কিছুটা প্রাণশক্তির জোগান দেওয়ার জন্য নাটকের নির্মাতা ভিকি ভাইয়াকে অনেক ধন্যবাদ । আমার এই কমেন্টটা যারা দেখবেন , তারা আমার গল্পটুকু জেনে বাঁচার আগ্রহটুকু যেন পায় এই কামনা করি। তারা জানুক তারা একা না। তাদের মত এমন অনেক নিশাত আছে।
Ing sha allah apnr jiboneo onk sukh anuk allh❤
একই অবস্থা আপু
more power to you sister
life is beautiful ❤❤❤❤
Same situation e amio achi.. Amr o Baba nai..amr o Priyo manus mon vengey diyece..ki vbe Beche achi only ami jni😊
এ যেনো পুরো গল্পজুড়ে নিজেকে দেখছিলাম...ইনশাআল্লাহ শেষের দিকের মতো করে গড়ে ওঠবো...আল্লাহ উত্তম ফয়সালাকারী।আমার লিখাটা কেউ পড়ে গেলে দোয়া করবেন আমার জন্য🫶
Fee Amanillah ❤
Feamanillah 🤲🏻
ফি আমানিল্লাহ
ফি আমানিল্লাহ
ফি আমানিল্লাহ
বাঁচার জন্য কত মানুষ যুদ্ধ করে অপরদিকে কিছু মানুষ কোন একটা মানুষের জন্য অথবা কোন একটা কারণে অযথাই নিজের জীবনকে শেষ করে দিতে যায়। না; আত্মহত্যা কোনো সমাধান নয়; সৃষ্টিকর্তার জন্য বাঁচুন; সৃষ্টিকর্তার আপনাকে দেওয়া টাস্ক গুলোকে পূরণ করুন; প্রকৃতিকে ভালোবাসুন। দেখবেন জীবনটা কত সুন্দর হয়ে যাবে। সর্বোপরি, নিজেকে ভালোবাসুন। খুব সুন্দর একটা মেসেজ এই নাটকের মাধ্যমে দেওয়া হয়েছে। ধন্যবাদ।
প্রত্যেকটা মেয়ের মধ্যেই আসলে এমন একটা তিথিডোর আছে।
ভালোবাসার খোঁজে আর অপেক্ষা করতে করতে যখন পাগল হয়ে যাচ্ছিলাম। নাটক টা দেখে আসলেই মনে হলো চাইলে অনেক কিছুর জন্যই বেছে থাকা যায়।একটা ভালোবাসাই সব কিছু শেষ করে দেয়ার অধিকার রাখে না ।❤
আমিও নিশাত,৩২ বছর বয়সী নিশাত।ক্রনিক অসুখ আর হৃদয়ভাঙার গল্প নিয়ে আমিও অনেক খারাপ দিন পার করেছি।কিন্তু মরতে চাই নাই।কাঁদতে কাঁদতে পাগল হয়ে যেতাম,একা একা যুদ্ধ করে ক্লান্ত হতাম।তবু টিকে থাকাটাকেই শেষ অপশন হিসেবে বেছে নিতাম দাঁতে দাঁত চেপে।কেউ না থাকলেও আল্লাহ দেখবেন এই ভেবে নিজেকে বাঁচিয়েছি,আর অনেক মানুষের বাঁচার ইন্সপিরেশন হয়েছি।আর আমি নতুন করে বাঁচতে শিখি তিরিশে এসেই,আমার টার্নিং পয়েন্ট ছিল জীবনের।
❤❤❤❤
আমার অবস্থা ও আপনার অবস্থা একইরকম😢
@@nowsintanzim2436 কতজন আছে এরকম আপু।বলে আর কয়জন!
আমার এখন ৩০ বছর আর এখন থেকেই শিখতেছি একা বাঁচা।সব থাকতেও নাই
@@farjanapiya4535 একা বাঁচেন,দোকা বাঁচেন,যেভাবেই বাঁচেন গ্রেসফুলি বাঁচেন আপু
লেখক বাস্তবতা তুলে ধরেছেন এই সমাজের, আর শেষের বুঝিয়ে দিয়ে গেছেন নিজেক খুশি রাখা খুব প্রয়োজন যে কোন মূল্যে , যে কোনো সময়ে , যেকোনো সুযোগে, জীবনে এ ধরনের টক্সিক মানুষ কত কিছু বলবে, কত কিছু করবে আপনি যেন একটু হেরে যান, একটু দুর্বল হয়ে পরেন, আর সেই মানুষগুলো মন খুলে হাসার সুযোগ পাবে, কিন্তু আপনার হাসি হচ্ছে তাদের সবচেয়ে বড় দুর্বলতার কারণ। 😊❤
Right 👍🏻
0
রাইট 😅😅
@@MdSohag-g4s hmm
Right
আমি নাটক দেখছি আর কমেন্ট পড়ছি!মানুষের জীবনে কত আর্তনাদ আহা।
বেঁচে থাকার শক্তি নাই
মরে যাওয়ার সাহস নাই 👌👌
আমাদের খারাপ সময়গুলো হয়তো কখনোই শেষ হবেনা। তবু বাঁচতে হবে,নিজের জন্য 🙂
বাস্তবতা অনেক কঠিন!
ভুল করে আসা মানুষকে ভুলে কেন যাওয়া যায় না সহজে ?🥲🥲🥲
তারা আমাদের জীবনটাকে অস্বাভাবিক করে দিয়ে চলে যায় তাই চাইলেও আমরা ভুলতে পারি না 😢😅@@munib9406
@@munib9406janina 😅😅. Jibon ta puro alomelo😢
আমি নাটকটি দেখে একদম থমকে গিয়েছিলাম। যখন জীবনকে আমরা গুছিয়ে নিতে চাই তখন ভাগ্য আমাদের সাথে থাকে না। নিয়তির কি খেলা! মানুষের যখন নিজের জীবনকে মূল্যহীন লাগে কিংবা বিরক্ত লাগে তখনই মানুষ মরে যেতে চায়। কিন্তু মেহজাবিন আপু আমাকে বুঝিয়ে দিল, জীবনটা আসলেই সুন্দর। অন্যের জন্য না হোক নিজের জন্য জীবন খুব দামি। আমাদের জীবনে সুখের থেকে বেশি দুঃখই থাকে। কিন্তু এই দুঃখ নিয়েই আমাদের জীবন চলে না। দুঃখের মাঝে ও সুখকে খুঁজে নিতে হয়। এই নাটকটির মাধ্যমে আমার নতুন করে আবার বাঁচতে ইচ্ছে হলো। ধন্যবাদ মেহজাবিন আপুকে।
14:35
"নিজের জন্য অপেক্ষা করছিলাম, এখন খুঁজে পেয়েছি"
ধন্যবাদ ভিকি জাহিদ ও মেহজাবিন এতো সুন্দর একটা অনুভূতি দেওয়ার জন্য
ইসলামী জীবন ধারা মেনে চলা বোধকরি এর সব চেয়ে উত্তম সমাধান।
@@arefinhoosain654 thik bolsen moulana sab, ekta fotowa dea jan
আমি ৪০ বয়সি একজন সিঙ্গেল মাদার, নাটকের সাথে জীবনের অনেক মিল পেলাম, নিজেকে ভালোবাসতে হবে, প্রতিটা বয়সের সৌন্দর্য আছে,একজন প্রতিষ্ঠিত নারী হয়েও এক বেইমান এর কথা ভাবতে ভাবতে সুইসাইড করতে চাই মাঝে মাঝে 😢
নাটকের শেষ কথাগুলো সত্যি মনে রাখবো
আমি ও আপনার মতো 40 বয়সি সিঙ্গেল মাদার মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলি বেঁচে থাকার ইচ্ছা টা হারিয়ে ফেলি
ছি,, যে নারী বিয়ের আগে যেনায় লিপ্ত হয়েছে আল্লাহ্ যেনো ওনাকে না ছারে
@@MostofaKamal-vz2soR je beda Lipto hoyeche, abr chere geche, ONAKE CHARBE???
আমি ২৫ বছর বয়সী নিশাত, নিশাত তাসনিম জেরিন। ৪ মাস হয়েছে আমার ডিভোর্সের আর ৯ মাস চলছে আমি আমার বাবা-মায়ের পছন্দ করা স্বামীর থেকে আলাদা আছি। বিয়ের ৭ মাসের মধ্যে আমার ডিভোর্স হয়। আমার চঞ্চলতা, হাসি, কথা, গল্প যে কারোর মন ভালো করে দিতে পারতো। অথচ সেই আমিটাকে সামলে নিতে আমি মাঝেমধ্যে হিমশিম খাই। নাটকটা দেখার সময় অনেক কেঁদেছি। আমাকে আগলে রাখার মতো কেউ কখনো পাশে ছিল না। কিন্তু আমি হেরে যাইনি। সবচেয়ে কঠিন মুহুর্তগুলোতেও আমি বাঁচতে চেয়েছি। আমার সবচেয়ে বড় সার্থকতা, আমি এখনও বেঁচে আছি।
It will get better. Don't give up on life and happiness. Cheers for a brighter tomorrow and happier days.
?
Kno divorce hoyechay apu.
সব সময় নিজেকে সময় দিন এবং ইবাদত করবেন আপু💓
Kno divorce holo?
নাটক টা যদি ২০২৪ না হয়ে ২০১৯ এ দেখতে পারতাম তবে জীবন টা একটুখানি গুছিয়ে নেওয়ার চেষ্টা করতাম।প্রতিটা পরিবারের অভিভাবকদের এই নাটক দেখা উচিত। পরিচালকদের এমন সুন্দর সুন্দর ব্যস্তব গল্প উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।
রাইট সেম আমার অবস্থা 💔🥀
Perfect time bole kichu hoy na.Aaj j abostha tei achen seikhan thekei notun kore chesta korun , eta sotti j path ager theke kothin hobei kintu ei kharap situation theke match jetale anandai alada.Jodi baa dhorlam jitlen na kintu ager theke abostha r unnoti hobei hobe.Jeta mane ekhane bojhate chaichilam joto ta apni korte chaichen tato ta.
অসম্ভব সুন্দর করে মূলভাবটা প্রকাশ করা হয়েছে নাটকে, কতটা ডিপ্রেশনে থাকলে মানুষ মৃত্যুকে বেছে নেয় আর জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি আর আল্লাহর নিয়ামত এর শুকরিয়া আদায় করলে দেখা যায় জীবন কত সুন্দর, সুন্দরকে আকড়ে ধরেও বাচা যায়, দিবা অনেক সুন্দর করে নিশাতের দৃষ্টিভঙ্গি পালটে দিয়ে চলে গেল, অনেক সুন্দর অভিনয় করেছে মেহজাবীন এবং ছোট্ট দিবা ❤ এরকম বর্তমান পরিপ্রেক্ষিতে বাস্তবধর্মী গল্প এত সুন্দর করে পজিটিভ ভাবে প্রকাশের জন্য ধন্যবাদ ভিকি জাহেদ ভাইকে, শুভকামনা 😊
যখন সিদ্ধান্ত নিবেন শুধু নিজের জন্য বাছবেন তখন আমাদের এই নোংরা সমাজ আমাদের বাছতে দেয়না
Khub khub sundor natok
ক্যান্সারের সাথে লড়ে যখন সুস্থ হয়ে আবারো একটা নতুন জীবন পেয়েছি তখন থেকেই ধীরে ধীরে ডিপ্রেশন শব্দটা আমার জীবন থেকে বিদায় নিতে শুরু করে। মৃত্যু কে কাছ থেকে দেখে বারবার শুধু ভেবেছি জীবন সত্যিই সুন্দর, সেই সৌন্দর্য কে খুঁজে নেয়ার দায়িত্ব অন্য কাউকে দিতে নেই, নিজেকেই খুঁজে নিতে পারলে সুখী হওয়া সম্ভব।
আমিও ক্যানসার রোগী ছিলাম,,,, এখন সুস্থ আছি,,,, মৃত্যু আমার কাছেই ছিল,,,জীবনটা অনেক সুন্দর,,, বড়ই বাঁচতে ইচ্ছে করে,,,,
সুন্দর কথা বলছেন।
এত ডং আর আবেগ এর কথা বলা বাদ দেন। জীবন কখন সুন্দর নাহ।। তার থেকে মৃত্যু ভালো । ইসস আপনার এই ক্যান্সার রোগটা যদি আমার হতো। তাহলে অনেক ভালো হতো
আেু ক্যান্সার রোগ কিভাবে ভালো হয়ছে কোন দেশে গিয়ে চিকিৎসা করছেন😢😢
@@mahemamim6084😢😢😢 এই ভাবে বলতে নেই
I’m a Bengali from Kolkata. Eta first time Bangladeshi kono film dekhlam. This film is beautifully made. Storyline, acting, makeup, cinematography khub khub shundor. Sending love from Kolkata ❤
Amio west Bengal thk, Bangladesh er duto natok dekhechi ora darun kore storyline diye sob korchhe
If you want you can see" Hazot "I hope you will definitely like it.
Eita natok movie na
Ami o Kolkata theke tmr sathe ekmot, sotti asadharon ekta film. Mon chhuye gelo.❤
নাটকের মাঝপথে এসে নিজের অজান্তেই চোখের পানি চলে আসছে,,বাস্তবতা তো এটাই প্রতিটা মেয়েদের জীবনে এমন অনেক কষ্ট লুকিয়ে থাকে যা প্রকাশ করতে গিয়েও বোবা হয়ে যায়🙂 নিজের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁছে থাকতে হয়,,শেষটা প্রতিটা নারীকে যেন নতুন করে জীবনকে উপভোগ করতে শেখায়😊......ধন্যবাদ নাটকের সাথে সংশ্লিষ্ট সবাইকে☺️ এতো সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য😊
আইসক্রিম,আম্মুর হাসি,হাওয়াই মিঠাই,বৃষ্টি, সাগর,আকাশ, আব্বুকে জরিয়ে ধরা,ঈদের নতুন জামা,জোনাকিপোকা,পাখির ডাক,বেলীফুলের গন্ধ এইরকম আরো কতকিছুর জন্যইতো বেচে থাকা যায়।জীবনের প্রকৃত মূল্য বুঝতে আমরা বড্ড দেরি করে ফেলি।
দিবার অভিনয় ছিল এককথায় অনবদ্য অসাধারণ💔
একসাথে দেখা স্বপ্নগুলো যখন অন্য কারোর সাথে পূরণ করতে দেখা যায় তখন জীবনের অর্থ খুঁজে পাওয়া বেশ মুশকিল।মরতে বাচাঁ আর বাচঁতে বাচঁতে মরার এই সময়টাতে জীবনকে নতুন করে জানার সুন্দর এক উপস্থাপনা।
আমি যে মানুষ্কে ভালোবাসতাম সে দেখতে আপনার মত ফেস
@@amougus345এখন ভালোবাসেন না???
আচ্ছা তিথিডোরের যে মেহেজাবীন আপুকে রিংটা দিলো,এইরকম রিং কোথায় পাওয়া যাবে কেউ কি বলতে পারবেন?
হ্যাঁ সবচেয়ে এই লাইন গুলো আমার ভালো লেগেছে ❤️
একটা অদ্ভুত গল্প। হারিয়ে যেতে হয় এরকম গল্পের মাঝে । কান্না ধরে রাখতে পারিনি। এমন লেখা নিয়ে বাংলাদেশ নাটক বানায়, প্রণাম ❤️গর্ব বোধ করি প্রতিবেশী দেশ হিসেবে ।
আপনার দেশে ১ পর্বের খন্ড নাটক হয়না?
😊
সময়োপযোগী একটা নাটক ❤
বর্তমানে হাজারো মেয়েদের সাথে মিল!
শুধু বয়স্ক অবিবাহিত মেয়েরাই ভালো জানে তাদের জীবনটা কত কষ্ট!
ধন্যবাদ ভি.কে জাহিদ! ধন্যবাদ মেহেজাবিন!
Yah Right😮
কথাটা খুব একটা ঠিক না।কিছু ব্যতিক্রম আছে।
@@mouchakraborty1597 Hum tao thik😲
আমার জীবনের সাথে৭০%ঘটনার মিল আছে।আপনি ঠিক ই বলেছেন,আমি কমেন্ট করলাম,কিন্তু ভাবছিলাম কমেন্ট করব কিনা,আমার মতো হাজারো মেয়ের না বলা ঘটনা এই নাটকে তুলে ধরা হয়েছে,শুধু বলতে পারে না কাউকে।
Meyer shonkha bere jawate amonta hocche
This one was too sweet❤
আমি নাটক সাধারণত দেখি না। দেখলেও কমেন্ট করি না। কিন্তু আজকে দেখলাম, কি সুন্দর!
লাস্ট মোমেন্টে ভেবেছিলাম, নিশাত ওর বাবা-মায়ের পছন্দ করা ছেলের জন্য সাজুগুজু করে ক্যাফেতে বসে আছে। খুশি হলাম।
পরক্ষণেই যখন দেখলাম, ও নিজের জন্য সাজুগুজু করেছে,,আরো বেশি খুশি হলাম।
Don't give up on yourself!
অনেক সুন্দর নাটক।
অনেক অনেক ধন্যবাদ নির্মাতা এবং মেহজাবিন কে। আমার মনে হয় এমন নাটক খুবই দরকার ছিল বর্তমানে যে হারে সুইসাইড বারছে। ডিপ্রেশন ভয়ানক একটা রোগ। এ থেকে মুক্তি পাওয়া কঠিন। আমি নাটকা টা দেখছিলাম আর নিজেকে সেখানে ফিল করছিলাম।। কষ্ট ও হচ্ছিল।। তবে শেষ টা সুন্দর ছিল। জীবনটা আসলেই সুন্দর। আল্লাহ সবাইকে হেফাজত করুক। ভিকি ভাই ও মেহজাবিন আপু ধন্যবাদ আপনাদের এবং শুভকামনা ❤❤❤
আমি কি বলবো জানি না।।আমি নাটকটা দেখে ভাষা হারিয়ে ফেলেছি।। বহুদিন পরে এমন একটা নাটক দেখলাম মুগ্ধ হয়ে।।নিজের অজান্তে চোখ ভিজে গেছে।।আর মেহজাবীন কি অসাধারণ অভিনয় করেছেন।।জীবন অনেক সুন্দর তাই কারো জন্য জীবনকে শেষ করে ফেলা ঠিক না।।💙💙
হাজারো নিশাতের গল্প এটা।মন্ত্রমুগ্ধের মতো মেহজাবিন এর অভিনয় দেখছিলাম,ভাগ্যের স্রোতে পিছিয়ে পড়া এক হতভাগ্য মেয়ের শূন্য বুকের হাহাকারের প্রতিধ্বনি শুনছিলাম আর ভিকি জাহিদ এর নির্মান কৌশল পর্যবেক্ষন করছিলাম।স্যালুট মেহজাবিন, ভিকি জাহিদ তোমরা আমাদের দেশের সম্পদ।পুরস্কার তো তুমি ই পাওয়ার যোগ্যতা রাখো মেহজাবিন।অভিনয় টা এতোটাই রিয়েলস্টিক মনে হয়েছে বুকের ভেতরটা কেমন যেন করে উঠেছে তোমার জন্য।অসাধারণ, অসাধারণ।
মেহু আপু পরবর্তী এওয়ার্ড পাওয়ার জন্য প্রস্তুত থাকুন। এটা আমার দেখা বেস্ট নাটক। আমি নাটক দেখি পরিচালক দেখে দেখে। ভিকি জাহেদ আমার এক জন পছন্দের পরিচালক। তার প্রতিটি কাজ ভালো লাগে ❤❤
Me too
আসলেই তাই,, বেঁচে থাকার শক্তি নাই আর মরে যাওয়ার সাহস নাই, অসাধারণ সংলাপ, 😭😭😭
Assalamo alaikom
Ekdom!! Etai vabchilam
এভাবেই এখনো হাজারও মানুষ বেচে আছে
@@OmisKitchen-vj3md জ্বি আপু😅😅
@@obaidullah1339 ওয়া-আলাইকুমুস সালাম,,,, আসসালামু আলাইকুম
I don’t know why I'm crying..Hat's of to the artist and the director.one of the best drama I ever seen🌸
প্রত্যেকটা বয়সের আলাদা সৌন্দর্য আছে।।।❤❤❤।
অসাধারণ ছিল।.।
এই ব্যস্ততার ভিড়ে আমি নিজেকেই হারিয়ে ফেলেছিলাম।কিন্তু নিজের সুখ নিজের কাছে।আমি যখন এই নাটকটা দেখছিলাম আমি আমার অতীতের করা ভুলগুলোর জন্য অঝোরে চোখ ভেসে যাচ্ছিল।নানা মানুষের নানারকম কথা দিনশেষ নিজেকে ছোট মনে হতো এই নাটকটা দেখার পর আমি নিজেকে এতটুকু বুজাতে পারব যে আমি নিজের ভিতরেই নিজের সুখ খুজবো।আর সবই আল্লাহ তালার ইচ্ছায় হয় এটাকে মেনে নিতে সুন্দর মুহূর্ত গুলো উদযাপন করতে হবে। কথায় আছে -"good memories stay always"আমি আবারো good memories শুরু করবো।
Confidence ,detachment are two important qualities to fight depression. Depression is fact of life but it can be overcome by finding meaningful purpose for living .
Mehajabien understood this by loving the sweet child fighting a fatal disease.
She delivers one of her finest performances till date. Her exceptional talent expresses every emotions, turmoils going in within her conscious as well as subconscious mind.
She is the golden girl of Bengali drama.
This psychological drama helps persons in pain or depression to come back to life because life is beautiful.
In a small role Mr. Abul Hayat is excellent.
We must not forget the sweet child who changed everything to positivity.
বয়স তো কেবলমাত্র একটা সংখ্যা। পুরো জীবনটা উপভোগ করতে হবে। প্রত্যেকটা বয়সের একটা সৌন্দর্য আছে ❤। এই ঈদে আমার দেখা বেস্ট একটা নাটক। ধন্যবাদ ভিকি জাহেদ ভাইয়াকে👌👏❤👏❤❤
Apner lekoneta onek sundor.
@@MssumaSuma-x2x Thanks 💕
খুব ভালো লাগলো এই কথাটা,,,বয়সটা মাত্র সংখ্যা
@@exclusivebynahar9219 ধন্যবাদ ♥️
কমেন্ট গুলো মধ্যে হাজার ও মন ভাঙ্গা মানুষের জীবন কাহিনী লিপিবদ্ধ হয়ে গেছে। আমিও একই পথের পথিক। আমার মতো হয়তো আরো হাজারো আছে। আল্লাহ তায়ালা সবাই কে ভালো রাখুক।
আমিন
আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন,,,
😭😭😭😭😭😭আমি কমেন্ট করার আগে কমেন্ট পড়ে নি।কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। কিন্তু আজ এই কমেন্ট গুলো দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না,😭😭😭😭😭😭যে সব আপুদের বয়স বেড়ে গিছে তাদের ও মনে হয় এমন কষ্টই😭😭
@@JannatJannat-k1n সব চেয়ে বড় কথা হলো এখানে যারা কমেন্ট করেছে তার কেউ মনের দিক থেকে সুখী না।কমেন্ট গুলো পড়তে পড়তে আমার চোখ দিয়ে পানি চলে আসছে।
Ami sobai k Namaz and roj aktu kore Qur'an porte bolbo. Amar life er o onek boro golpo ache. 25 years life amar magical chilo but ei 4.5 years life ta j kivabe change hoyeche puro akta movie ready kora jabe. Ake ake moner manus gulo chole geche jara ache tader cheat dorechi. Onek somossa but namaz pore onek santo peyechi. Akn morte icha kore na bcz ami Akhirat er jonne ready na. Tobe Allahr rasta te j sukh ache seta kotha o nei.
সত্যিই নাটকটি চমৎকার ছিলো | নাটকটি দেখে নিজের কান্না আর থামিয়ে রাখতে পারি নি | সত্যি আবার ঘুরে দাঁড়ানো সম্ভব | জীবন টাকে আবার ও সুযোগ দেয়া দরকার আমাদের | চিরকাল কেউ পাশে থাকে না তাই একা বেঁচে থাকা র চেষ্টা করা ও উচিত। আর সফল হলে আমি সবার | ব্যর্থ হলে নিজের একার 😢 ইনশা আল্লাহ আমিও আবার উঠে দাঁড়াবো | নিজের পায়ে দাঁড়াবো | আমি আর কারো ফিরে আসার অপেক্ষা করবো না 😊 life is beautiful (alone Borsha)
নাটকটি দেখে চোখের পানি আটকাতে পারিনি কেঁদে মনটা অনেকটা হালকা হলো কতদিন কাঁদতে পারিনি চেয়েও। মেহেজাবিন এর যায়গায় যেন নিজেকে দেখতে পেলাম কিভাবে এত্তোটা মিলে যায় নাটক মানুষের জীবনের সাথে। সত্যিই হৃদয় ছুয়ে গেল নাটকটি।
পুরা নাটকে মনে হয় আমি আমাকে দেখছিলাম!! ৩০ সংখ্যাটার প্রতি সত্যি বিরক্ত লাগতো,কিন্তু নাটকটা দেখার পর আর লাগছেনা🥰 ধন্যবাদ ভিকি ভাইয়া অনেক অনেক ৩০ বা তার উর্ধ্বে নারীদের ভালোভাবে বাঁচার অনুপ্রেরণা দেওয়ার জন্য 🙋♀️
প্লিজ পার্ট ২ আনবেন কিভাবে নিশাত সব ম্যানেজ করে সামনে আগালো🙂
এটা জীবনের খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একটি অনুপ্রেরণা মাত্র। যে আমাদের আশপাশে অনেক সুন্দর কিছু আছে সেগুলোকে উপভোগ করতে হবে, জীবনে হার মানা যাবে না, সবচেয়ে বড় কথা নিজেকে ভালবাসতে হবে।
#এর মানে এই না যে ৩০-৩৫ পর্যন্ত অবিবাহিত থাকতে হবে। আপনার জীবনে হয়তো ১/২/৩/৪ খারাপ মানুষের সাথে আপনার সম্পর্ক হয়েছিল। যদি শতকরা ১/২/৩/৪ জন খারাপ মানুষ হয়,ভাগ্যক্রমে তাদের সাথে সম্পর্ক হয়েছে আপনার। নিজের পছন্দমত কাউকে খুঁজুন এবং বিয়ে করুন। সময় নিন। এ ড্রামার মূল উদ্দেশ্য সম্ভবত "৩০-৪০ বছর অবিবাহিত থাকার অনুপ্রেরণা নয় " এটাই ছিল।
শুভকামনা আপনার জন্য, আমি ২০😊
Tmr age o 30 nki?
আপু নাটক টার ২য় পার্ট না আনলেও সমস্যা নাই।এইখানে বিয়ে সব না,আর সব নাটকে নায়কের সাথে নায়িকার মিল হতে হবে কোন কথা নেই।
@@srabonydas5776 আপু আমি কিন্তু বিয়ে করা, নায়ক নায়িকা মিল বলিনাই। বলেছি নিশাত কিভাবে সব ম্যানেজ করে সামনে আগালো🙂 আর এইটা ২য় পার্ট চাওয়া দর্শক হয়ে পরিচালকের কাছে অনুরোধ করা যায় 🙂।
তিরিশ হলে সমস্যা ক ই
I’m also a single mother ! And 32 ! I’m depressed sometimes but I have full tawakkal to Allah subhanatawala! What gone Allah gives us more good things than that !! May Allah bless all good hearted people in this world! Ameen 🤲
❤
Not alone🎉
❤❤
Love for u
Ameen
সত্যিই এই নাটক টি আমাদের জীবনের ই গল্প। বুকের মধ্যে যে কষ্ট গুলো পাথর হয়ে ভারী হয়ে যাচ্ছিলো নাটক টা দেখতে দেখতে এতো কেঁদেছি যেন কত হালকা হলাম। অনেক ধন্যবাদ আপনাদের এতো অদ্ভুত সুন্দর গল্পের জন্য। এটা দেখার পর এই পরিস্থিতির শিকার অনেক মেয়ে আবার বাঁচার স্বপ্ন দেখবে।
হাজার হাজার নাটক দেখেছি লাইফে কোনদিন কমেন্ট করেনি। আজ প্রথম করলাম জিবনে। এত সুন্দর নাটক, এত নিখুঁত অভিনয়, মেহজাবিন যে আসলেই একজন দক্ষ অভিনেত্রী আজকে আবারও প্রমাণ করলো।❤ প্রতিটা মেয়ের নাটক টা দেখা উচিৎ!!🤍
সবার দেখা উচিৎ কেন হবে?? ডিপ্রেশনে ভুগছে এমন মানুষের জন্য এই নাটক উপযুক্ত
@@opshoraintown5393কমবেশি সবারই ডিপ্রেশন থাকে কোন না কোন কারনে।সবার কারন এক হয়না
@@opshoraintown5393 ডিপ্রেশনে যিনি ভুগছেন না তিনি কখনো ভুগতেও পারে। আবার অন্যকে বলতে পারবে। আর লাইফ ইজ বিউটিফুল এটাও জানা দরকার। হাহাহা। মজা করলাম। আসলে আজকে আমার মন ভালো নেই। নাটক দেখা হয় না বহুবছর। ক্লিপ দেখে এলাম এখানে। আমাদের সময়ে এই বয়সে এতোটা সমস্যা ছিলো না। চিঠি ছিল, পরে মোবাইল এলো ৬ টাকা ৯০ পয়সা মিনিট। মাপা কথা, মাপা মেসেজ। পড়াশোনা শেষ, জবে গেছি, ১১টায় ঘুমিয়ে পড়েছি। সবাই ভালো থাকুক।
@@sush0000000000আপনার এখন কি অবস্থা
30+ single lady here. Never been in a relationship, still marriage is not happening for unknown reasons. But I thank the Almighty Allah for my family who's always been there and supportive for me. Allah knows best what's good for a human and will lead them towards their happiness eventually. That faith is still keeping me up.
As for this show, I was biting my nails every time she attempted to suicide. Specially, at the last suicide attempt, I felt like this is a lose for all those women who went through it. But in the end it wonderfully turned around. Kudos for the entire team.
Love yourself first, know that even if the entire world hates you, God always loves you. You'll always find your way.
এই সমস্ত পিতামাতার অবাধ্য মেয়েরাই সমাজটাকে দ্বংশ করছে। এমন একটা সময় আসে তারা পৃথিবীর কোনো জায়গায় সান্তি পায় না।
Respect to you.
30 here still unmarried. Shobai onek kotha shunay . But biye te putul khela na .
@@milonmoyna6824 Thanks
@@farihatania4619 Society in this country is mostly hypocrite. মুখে হাদীসের বাণী কিন্তু জন্ম, মৃত্যু, বিবাহ যে আল্লাহর হাতে সেটাই মনে থাকে না কারো।
অসাধারণ একটি বাস্তবমুখী নাটক।
মানুষ যা কিছু করে নিজের সুখী করার জন্য এবং বেচে থাকার জন্য। জীবনের হিসেবে যে সব কিছু সময় মত হিসেব মিলে যাবে এমন নাও হতে পারে। সুস্থ ভাবে বেচে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ। আমার বয়স ৩৫ বছর। এখনো সিংগেল।মানুষের অনেক রকম কথা শুনি।
ফ্যামিলির চাপ। বিয়েটাই সব সমাধান নয়। বিয়ের পর অসুখী হওয়ার চেয়ে, একটা ভালো মানুষের সাথে বিয়ে না হলে এর চেয়ে সিংগেল থাকাই ভালো।
আর আমাদের সমাজের মানুষ কথা শুনিয়ে মানুষ কে মেরে ফেলতে পারে। সমাজের মানুষের দৃষ্টিভংগি
পরিবর্তন করা দরকার। মানুষ কে কটুক্তি না করে সহযোগিতা করা
জানতে হয়। ধন্যবাদ মেহজাবিন আপু ও ডিরেক্টর স্যার কে এমন একটি নাটক উপহার দেওয়ার জন্য।
এখন একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে জীবন টা সাজিয়ে নিন
বেঁচে থাকার শক্তি নেই,,,মরে যাওয়ার সাহস নেই,,সত্যি ই অসাধারণ উক্তি,,কান্না দরে রাখতে পারলাম না,,তবে শেষ মূহুর্তটা খুবি সুন্দর ছিল,,,জীবনটা সত্যিই খুব সুন্দর যদি উপলব্দি করা যাই,,,জিবন টা খুবি মূল্যবান,,,বাঁচতে হবে নিজের জন্য,,ভাগ্যে যা আছে তাই হবে,,শুধু আল্লাহ র উপর ভরসা রাখতে হবে,,তাহলেই জীবনটা সুন্দর হবে ইনশাআল্লাহ,,,
বাবা মারা যাওয়ার সাতমাস পেরুতে বড় ভাইকে হারিয়েছি,টেনশন,ডিপ্রেশন কি জিনিস বুঝতেছি প্রতিটা মুহুর্তে। মায়ের বয়স বাড়ছে আবার হার্টের রোগী ওনি।ছোট ভাই আর মাকে দেখা আমি ছাড়া আর কেউ নাই।নিজেরও বয়স বাড়ছে এইতো কয়েকদিন আগেই ২৫এ পা দিলাম।সত্যি বলতে আমিও প্রতিটা মুহুর্ত নিজের সাথে এইভাবেই লড়ছিলাম,না পারছি বাঁচতে আর না পারছি মরতে,,তবে মেহজাবিন আপুর এই নাটকটা অনেকটা অনুপ্রানিত করেছে আমাকে।নতুন করে বাচার ইচ্ছে জাগিয়েছে। আমি জানিনা আমার মত করে কতজন এইভাবে নতুনকরে বাঁচার আশা পেয়েছে।
সত্যি খুবই অনুপ্রানিত করা ও প্রশংসনীয় একটা নাটক আপু❤️
সবে মাত্র ২৫।এটা খুব বেশি বয়স না আপু।নিজেকে কখনো একা মনে করবেন না।যার কেউ নাই তার আল্লাহ আছে।তিনি আপনাকে খুব ভালোবাসেন।সবকিছুর আগে আল্লাহকে খুশি করার চেষ্টা করবেন,দেখবেন ইনশাআল্লাহ তিনি আপনাকে খুশি করে দিছেন❤❤
নাটকের সাথে আমার জীবনে।পুরাটা মিল।বইন আমি ও না মরে।বেচে আছি না পারছি মরতে না পারছি বাচতে আমার বয়স ও ২৯ তে পা রাখলাম আমার মা ও হাডের রোগী মা একটু অসুক।হলে।আমি টেকশনে।মরি যদি মার কিছু হয় আমি কই যাইমু কে আমারে।দেখবে😢😢😢 আশের পাশের মানুষ নানা কথা বলে চিনতা করলে আমি বেমারী পড়ি মা না করে চিনতা না করতে আললাহ ওপর ভরসা করে বসে আছি 😢😢নাটক টা পুরা আমার জীবনের সাথে মিল😢😢
@@NusratZahan-xe5uyএকদম ঠিক কথা ই বলেছেন আপনি। এটা দেখে যে মোরাল টা আমার কাছে মনেহয়েছে তা হলো: জীবন থেকে পালিয়ে নয় বরং জীবনের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকাটা ই জীবনের স্বার্থকতা,,,,,,আল্লাহ আমদের সকলকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন এবং সম্মান দান করুক আমিন 🤲।
আমিন
Apnr jnno vlo kisu wait korse insallah
লিখবার সময় জাহান আপু কতবার নিশাতের মুখোমুখি বসেছেন আমি জানি না। নিশাতের নিজেকে বলা প্রতিটা বাক্যে কেউ না কেউ নিজেকে কতবার খুঁজে পেয়েছে, কতবার নিশাতের কিংবা নিজের মাথায় হাত রাখতে ইচ্ছে করেছে সেটাও জানি না। শুধু জানি, নিজেকে মেনে নেবার এই অনুমতিটুকু কতটা সূক্ষ্ম অথচ বৃহৎ সেটা বোধহয় এর চাইতে সুন্দর করে আর বলা যায় না।
Amazing work Vicky Zahed, Mehazabien Chowdhury and Jahan Sultana Apu ❤ 👏
finally নাটক টা দেখা শেষ হলো, speechless 🙂 এতটা সুন্দর করে present করা হয়েছে আর Ending part টা তো!!! বলে বুঝানো যাবে না। আসলেই সেরা নাটক। এখন অবধি বছরের সেরা নাটক এটাই।
আবারও দেখতে আসলাম একটু বেঁচে থাকার অনুপ্রেরণা খুজে পেতে 😊 মানুষ মুলত একা এটা একমাত্র সত্য। তবু আমরা কেন সেই একাকিত্ব মেনে নিতে পারি না। কেও সারাজীবন পাশে থাকে না, মানুষ জীবনে আসে শুধু নিঃস্ব করে দিয়ে চলে যেতে। এত সুন্দর একটা গল্প নির্মাণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। এমন অনেক মানুষ আছে যারা প্রতিদিন মরে যায় আবার বেচে উঠে। এই মানুষগুলাকে বেচে থাকার শক্তি তুমি দিও আল্লাহ ❤️🎉
আমিও আরেক নিশাত,কয়েকদিন ধরে খুব খারাপ লাগছিলো, মনে হচ্ছিল এই পৃথিবীতে আমার মত একা আর কেউ নেই। সকালে নাটক টা দেখে মনটা ফুরফুরে হয়ে গেলো।যাই,আমাকেও ঘুরে দাঁড়াতে হবে। ধন্যবাদ নির্মাতাকে❤❤
এমন নিশাতের মত,,হাজারো মেয়েরা আছে, বুকে চাপা কষ্ট লুকিয়ে বেচে আছে
আসলে,,সুখ কোথায় তা আমরা স্পষ্ট ভাবে কেউই জানিনা
মেহজাবীন আর ভিকি জাহেদ মানেই নতুন নতুন ধামাকা। আর আমরা দর্শকরা এই কাজের জন্যই মুখিয়ে থাকি😌
অসাধারণ ❤
দিবার মৃত্যু দেখে আমি না কেঁদে পারলাম না। মানুষ কত কষ্টে আছে আর মানুষ কত সামান্য না পাওয়া নিয়ে ডিপ্রেশনে ভোগে। যে যার অবস্থানে আছে তা নিয়ে আলহামদুলিল্লাহ বলা উচিৎ।
" কেউ অপেক্ষা করে নেই জেনেও মানুষ কেন বাড়ী ফিরে... " আহা কি চমৎকার ও দুর্দান্ত একটা নাটক দেখলাম... নাটকটির গল্পকার ও মেহেজাবিন কে অনেক অনেক ধন্যবাদ.... ❤️💕
একটা সময় মনে করতাম যে জীবনে সব শেষ তার পর আল্লাহ আমার জীবনের একটি ফেরেস্তা পাঠায় আর এখন আমি এই দুনিয়ার সব থেকে সুখি মানুষ ❤ মহান আল্লাহ কাছে অনেক শুকরিয়া ❣️
🎉🎉❤❤😢😅😮
❤
❤❤❤
Kash mera v angle mera hoke hi reh jaya ..amin
কি অসাধারণ কনসেপ্ট, কত সাবলীল অভিনয়, এ যেন আমাদের সমাজের ই বাস্তব চিত্র।
শেষের চিত্র টি প্রাণবন্ত ছিল 💗
😃lkl
অসাধারণ একটা নাটক।আমরা অন্য জনকে এতটাই ভালোবাসি যে তখন নিজেকে ভালোবাসতে ভুলে যায়।আগে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে ভালো রাখতে হবে।জীবনে এমন অনেক মুহূর্ত আসবে যে বেঁচে থাকার বিন্দু পরিমানেও ইচ্ছা করবে না।কিন্তু আমাদের উচিত জীবনের প্রতিটি মুহূর্ত কে সুন্দর ভাবে নেয়া।যা হয়েছে ভালোর জন্য হয়েছে,যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে আর যা হবে ভালোর জন্যই হবে।সময় যেমন কারোর জন্য অপেক্ষা করে না তেমনি বয়সটাও কারো জন্য অপেক্ষা করে না ঠিক তেমন আমাদের মনকেও কারো জন্য অপেক্ষা করানোর উচিত না।এই নাটকটা অনেক মেয়ের জীবনের কথা।ধন্যবাদ এতো সুন্দর একটা নাটক আমাদেরকে উপহার দেয়ার জন্য।এটি সত্যি একটা শিক্ষা মূলক নাটক😊
আপনাকে ও ধন্যবাদ বুঝানোর জন্য
সত্যিই নিজের জীবনের সাথে মিলে গেলো।
এমন ডিপ্রেশনে পড়েছিলাম ২০২২ সালে মেহেজাবিন চৌধুরীর ফ্রিল্যান্সার নাদিয়া নাটক দেখার পর।তখন বেঁচে থাকার ইচ্ছা ছিলোনা,মরে যাওয়ার ও সাহস ছিলোনা।আলহামদুলিল্লাহ,আল্লাহ তায়ালার অশেষ রহমত ও দয়ায় এখন সেই ডিপ্রেশন থেকে বেরিয়ে নিজেকে গুছিয়ে নিয়েছি,সবকিছুর জন্য মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আলহামদুলিল্লাহ🤲
সকলেই আমার জন্য দোয়া করবেন🤲সত্যিই তিথিডোর গল্পে আমাদের সমাজের বাস্তবতাকে তুলে ধরেছে,ধন্যবাদ মেহেজাবিন আপুকে এবং ভিকি জাহেদ ভাইয়াকে এমন বাস্তবধর্মী গল্প তুলে ধরার জন্য
❤
শেষটা ভালো লেগেছে। তবে নাটকের মুল ভাব: উঠতি বয়সী ছেলে-মেয়েদের ভুল সিদ্ধান্ত ও একগুঁয়েমি এবং সাধারণত ভালোবাসার টানেই দৈহিক সম্পর্কের কারণে জীবন মন ও পারিপার্শ্বিক সমস্যা তৈরি করে। সকলকেই বলব নিজকে জানুন। ধর্মীয় অনুশাসন মেনে চলুন। দেখবেন জীবন কতটা সুন্দর। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন। আমিন।
এমন কোনো গল্প আমার জীবনে নেই তবে গল্পটা গল্পটা অনেক ভালো লেগেছে 😊
বিয়ার আগে বয়ফ্রেন্ড এর সামনে কাপড় খুললেই সব সমস্যার শুরু।
Apnar comment tai sera cilo
আমিন
মাশাআল্লাহ
মেহজাবিন তুমি আর একটা পুরষ্কার এর জন্য অপেক্ষা কর।জাস্ট অসাধারণ ❤❤❤❤
অসাধারণ নাটক।
অসাধারণ একটা নাটক মোন ছুয়ে গেল নতুন করে বাঁচার ইচ্ছা হলো ❤️❤️❤️❤️❤️❤️❤️
নাটকের চাইতে কমেন্টগুলো মনোযোগ দিয়ে দেখলাম।
আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছেন
নাটকটা আসলেই খুব সুন্দর আর সময়োপযোগী! ❤️ আমরা ইয়াং /মাঝবয়সী ছেলে মেয়েরা প্রায়শই জীবন,পড়াশোনা, সম্পর্ক নিয়ে হতাশ হয়ে যায়...বেঁচে থাকার শক্তি হারিয়ে ফেলি!😥 কোনো আপনজন বা বন্ধুও পাশে পাই না আমরা এই ডিপ্রেশন কাটিয়ে উঠার ক্ষেত্রে! তখন এসব জীবনমুখী নাটক,ফিল্ম আমাদের নতুন করে প্রেরণা জোগাতে অনেক সাহায্য করে!💙🌸
চরিত্র "নিশাতের" তার মা বাবা কে জরিয়ে ধরার মুহূর্তটায় আমি নিজেও কেঁদেছি। প্রচন্ড হতাশার সময় মানসিক যন্ত্রণায় আমরা আশা করি আমাদের প্রিয় মানুষের আলিঙ্গন। খুব করে চাই ! একটা আলিঙ্গন একটা জীবন বাঁচিয়ে দিতে পারে। ❤️🩹
আমিও, ঠিক সেই মুহুর্তে আর নিজেকে আটকাতে পারিনি
চারপাশে এত বাজে বাজে যাচ্ছেতাই কন্টেন্ট এর ভীড়ে এত সুন্দর একটা শিক্ষণীয় পজিটিভ কন্টেন্ট। নাটকের কলাকুশলীদের সবাইকে অনেক ধন্যবাদ ও অভিনন্দন। ❤❤
ঠিক বলছেন নাটক টা অনেক চমৎকার
সত্যি তাই
আচ্ছা তিথিডোরের যে মেহেজাবীন আপুকে রিংটা দিলো,এইরকম রিং কোথায় পাওয়া যাবে কেউ কি বলতে পারবেন?
আমার বয়স 25 এখনো সিঙ্গেল ।মেয়েদের বয়স বাড়ার সাথে সাথে তাদের আশেপাশের পরিবেশ, পরিস্থিতি, পরিবারের মানুষ জন কি নিদারুণ ভাবে পরিবর্তন হয়ে যায়। পরিবার, পরিবেশ, পরিস্থিতি আমাকেও ফ্যানের দিকে এক নাগারে অনেকবার তাকিয়ে থাকার সুযোগ করে দিয়ে ছিলো, পরক্ষণে মনে আসলো আখিরাত হারালে যে বড় হার হবে। আজকে পরিবারের খুব কাছের মানুষের কথায় অনেক আঘাত পেয়েছি , সারাদিন না খাওয়া, কান্না করে চোখ ফুলিয়ে ভাঙা একটা মন নিয়ে নাটক টা দেখলাম, অনেক ভালো লাগলো অদ্ভুত শান্তি পেলাম।আসলেই নিজেকে নিজে মেনে নিতে না পারলে অন্য কেউ কিভাবে মানবে।নিজেকে নিজেই ভালোবাসতে হবে ।
Ami 24.. amro same obosta choltece..
আমার খালার ২৫ বছর বয়সে বিয়ে হইছে চারপাশ থেকে অনেক কথা শুনতে হইছে
বয়স ৩০তারপরও একা আর মেয়েদের বেলা এর চেয়ে বেশি যন্ত্রণা আর কিছু নেই পরিবেশ ও পড়িবার সবার কাছ থেকে আর আল্লাহ ছাড়া কেউ বুঝবে না,,,,,,,
Us 🙂
আপু আপনাদের সবার জন্য উপদেশ ছোট বোন হিসেবে কোরআনের আমল করুন শীঘ্রই বিয়ে হয়ে যাবে আর যদি কেও তাবিজ করে থাকে বা শত্রু দ্বারা কোন কিছুর স্বীকার হয়ে থাকেন তাহলে তার প্রতিকারের ব্যবস্থা গ্রহন করুন ইনশা আল্লাহ, আল্লাহই রহমত করবেন বেশি বেশি আল্লাহর কাছে চান সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ
Totally a masterpiece, considering the current society and culture.
I became 30 recently and I can picture myself in the NISHAT character. I could feel the pain underlying the words, so exact, so deep. There are a lot of DRUBOs around us who ruins your whole life and then live happily ever after. While you are dealing with the heartbreak, to make it more miserable there comes parents emotional torture and pressure from the so called society. I can bet there are a lot of NISHATs around us who are dealing with these and trying not to kill herself.
Great story Jahan Sultana, as always perfect acting from Mehzabien. It is a must watch for every family of Bangladesh.
এই নাটকটা দেখে কোথাও যেন নিজেকে খুঁজে পাচ্ছিলাম
এজ বেড়ে যাওয়া, মিডলকা্লাস ফ্যামিলি থেকে বিলং করে মা বাবার কথাকে সেচ্ছায় মেনে নেওয়া,, ইত্যাদি ইত্যাদি নাটকটা দেখে ভীষণভাবে অনুপ্রাণিত হলাম❤
আমি কবে ডিপ্রেশন থেকে মুক্তি পাবো😢
ধন্যবাদ নাটকের সমস্ত টিম কে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ,,
মরা যাওয়া মানে হার মেনে নেওয়া এটা অনেক আগেই জেনেছিলাম আজ এই নাটক দেখে বুঝতে পাড়লাম জীবনটা কতটা মূল্যবান কতটা সুন্দর,, আমিও একজনকে অনেক ভালোবেসেছিলাম তাকে পাইনি এখন মনে হয় এটা ভগবানের কোন একটা ইশারা কিছু মানুষ থাকতে আসে না, যত তাড়াতাড়ি মানতে পারা যায় চরম সত্যিটা ততই জীবনটাকে উপভোগ করা যায়,,অনেক বার মরার কথা চিন্তা করেছি আমিও আবার ভয় হয় মজার কথা কী জানেন আমি একবার সিদ্ধান্ত নিয়ে ছিলাম মরে যাব মা বকে ছি তাই দড়ি নিয়ে টেবিলের উপর উঠেও ছিলাম ভাবছিলাম টেবিল থেকে পড়ে গিয়ে যদি ব্যাথা পায় কি বোকা ভাবনা তাই না যে মরার জন্য দড়ি নিয়ে টেবিলের উপর দাড়িয়ে অদ্ভুত চিন্তা করে নেমে অসলাম,,আসলে নিজেকে ভালোবাসলে কারো কোন কথায় কষ্ট হয় না ❤️জীবনটা অনেক সুন্দর নাটকটা তাই বুঝিয়ে দিল
Goosebumps ❤❤
বাংলা নাটক এমন অদ্ভুত সুন্দর হয় জানা ছিলনা। মধ্যবিত্ত বাবা মায়েরা বিশেষ করে মেয়ে বাচ্চাদের প্রতি এমনি হয়। এ নাটক তাদেরকে বসায়া দেখানো উচিত। নাটকের এ সংলাপটা খুব সুন্দর প্রতিটি বয়সের আলাদা সৌন্দর্য আছে। নাটকটা একটা হার্স রিয়ালিটি অব টাইম। আর মেহজাবিন খুব গুণী শিল্পী। সবাই খুব দরদ দিয়ে কাজ করেছেন। গল্প ও নির্দেশনা অসাধারণ। ❤❤❤❤
ওরা এটা দেখলে বলবে " দেখছিস?তাড়াতাড়ি বিয়ে না করলে ক হাল হয়?"
অসাধারণ । অসাধারণ একটি নাটক দেখলাম ।অসাধারণ চিত্রনাট্য , সেই সংগে মেহজাবিনের পরিনত অভিনয় ।
সবশেষে বলি পরিচালক সব কৃতিত্ত্বের
দাবী রাখেন ।Hats off to you.
কমেন্ট করে গেলাম.. মনের ভিতরের সব কষ্টকে মুক্তি দিয়ে ভালো থাকার ইচ্ছে নিয়ে.. বহুদিন পর যদি কেউ কমেন্ট টাতে লাইক করে তখন মনে পড়বে আজকের আমির কথা,আশা করি সেই সময় হয়তো আমি অনেক ভালো রাখতে পারবো নিজেকে আর ভাববো কি বোকা ছিলাম আমি।।
Life is beautiful 😊 take it every day your
আপু ধৈর্য্য রাখো
ইনশাআল্লাহ একদিন সব ঠিক হয়ে যাবে ❤
কমেন্টগুলো দেখে কান্না চলে এল।আর নাটকের কথা কি আর বলবো,পুরোই জীবনের বাস্তবতা,আমাদের মতো হাজারো তিথির বেঁচে থাকার গল্প।
একেক জনের জীবন একেক রকম, এই যে আমি উচ্চ বংশীয় একটা মেয়ে, চাচা জেঠারা ধনী হলেও আবার বাবা দরিদ্র ছিলেন, আমরা পাচ বোন, লেখাপড়ায় ভালো হয়েও বেশি পড়তে পারিনি দরিদ্রতার কারনে 😢 বংশের দাপটে আমারও ভালো পরিবারেই বিয়ে হয়ে যায় ১৬ বছর বয়সে। ১ম মেয়েটা হওয়ার পরে জানতে পারি আমার স্বামী আগে আরও দুটু বিয়ে করেছেন, মাথায় আকাশ ভেঙে পরে, বাবা এবং বংশের সম্মানে কথা ভেবে এত বড় ঘটনা বাবা মায়ের কাছে গোপন করি😢 যদিও সেই স্ত্রীদের ডিভোর্স দিয়েই কিন্তু আমাকে বিয়ে করেছিল, তবুও মনে বিশাল একটা কস্ট চাপা থাকতো, ওকে খমা করে দিয়েছি কারন তাকে আমি প্রচন্ড ভালোবাসতাম ❤ শাশুড়ীর আদর তো কখনই পাইনি কারন আমি আমার জা দের মতো বাপের বাড়ি থেকে যৌতক কিংবা পোটলা আনতে পারিনি, তবুও ২ মেয়েকে নিয়ে সখের পুরুষের সাথে জীবন টা বেশ ভালই কাটছিল, ২০১৮ সাল আমরা বয়স তখন ২৩ চলে, এলাকার কিছু ভূমিদস্যু দিনে দুপুরে আমার ভালোবাসার মানুষটি কে কুপিয়ে হত্যা করে 😢😢😢 আমার সন্তানেরা হলো এতিম আমি হলাম বিধবা 😢 মানুষ কত করমের কথা শুইনাত বয়স কম শহরের মেয়ে থাকবে না চলে যাবে, আসলে ওরা জানতনা আমি আমার স্বামি এবং সন্তানকে কত ভালোবাসি। যেখানে ভালোবাসা থাকে সেখানে বাধন ছিড়ে কেও কখনও যেতে পারে না। আবার আমার ভাসুর দেবর শাশুড়ী কেহই চায়না আমি থাকি, কত মিথ্যা অপবাদ কত জুলুম কত অত্যাচার সহ্য করে মেয়েদের বুকে জরিয়ে টিকে রয়েছি জালিমদের সাথে। ৭ বছর চলতেছে সে মারা গেছে, সেই দরিদ্র ঘরের মেয়ে অভাব অনটনে বড় হওয়া, তার পর বিয়ে বিয়ের পর স্বামী বিয়ে করেছে আরও দুইটা, শাশুড়ির অবহেলা স্বামী মারা যাওয়া, তারপর সমাজের কটুকথা দেবর ভাসুরের অত্যাচার, ছোট্ট একটা জীবনে এত কিছু দেখেছি তবুও কখনও মাথায় আত্যাহত্যার ভুত চাপেনি আলহামদুলিল্লাহ। আমি আশা রাখি আমার সুখ মরনের পরে হবে হয়তো।
apni vlo thakun
ইনশাআল্লাহ আপনি সুখি হবেন এ দুনিয়াতেই❤
@@s.s1724 শুকরিয়া
যে মহিলা সন্তানের মুখের দিকে তাকা ইয়া বিবাহ বসে।যে মহিলা ২ মেয়ে লা লন পালন করে বড় করে দ্বীনদার পাত্র কাছে বিবাহ দিবে সেই উসিলায় মেয়ের মা বাবাকে আল্লাহ বেহেশতে দিবে।
apni valo thakun.
নাটকটা দেখে খুবই অনুপ্রাণিত হলাম। যদিও আমার বয়স ২২ তবুও নিজের কাছে মনে হচ্ছিল অনেক বয়স বেড়ে গেছে আমার । নাটকটা দেখে এখন মনে হচ্ছে "age doesn't matter...just enjoy your every moment of life"❤❤❤
বয়স বা চেহারা কিছু না,,,যোগ্যতা আর ব্যাক্তিত্বই আসল সৌন্দর্য,,,,
vul
Same amr 21 amr o mone hocche ami bura hoye jacchi
Same amaro
Same
1:07:37 আইসক্রিম, আম্মুর হাসি, হাওয়াই মিঠাই, বৃষ্টি, সাগর, আকাশ, আব্বুকে জরিয়ে ধরা, ঈদের নতুন জামা, জোনাকিপোকা, পাখির ডাক, বেলীফুলের গন্ধ এইরকম আরো কতকিছুর জন্যইতো বেচে থাকা যায়।
ভালো থাকতে হলে সবার আগে আসলে আয়নার পাশের মানুষটিকে মেনে নিতে শিখতে হয়, আমিই যদি আমাকে, আমার বাড়ন্ত বয়স,পড়ন্ত সৌন্দর্য, মুখের বলিরেখা, ধূসর হতে থাকা চুল এসব মেনে নিতে না পারি তাহলে অন্য কেউ কিভাবে পারবে!!🌸🌸 অসম্ভব সুন্দর কথাগুলো!!
লেখক বাস্তবতা তুলে ধরেছেন এই সমাজের, আর শেষে বুঝিয়ে দিয়ে গেছেন নিজেকে খুসি রাখা খুব প্রয়োজন যে কোনো মুল্যে, যে কোনো সময়ে, সুযোগে!জীবনে এ ধরনের টক্সিক মানুষ কত কিছু বলবে,কত কিছু করবে,,,! আপনি যেন দুর্বল হয়ে পড়েন আর সেই মানুষ গুলো সেটা দেখে মজা নিবে,,,,কিন্তু আপনার হাসি হচ্ছে তাদের সবচেয়ে বড় দুর্বলতা ❤
মেহেজাবিন আপুর অভিনয় দক্ষতা বরাবরের মতোই সেরা।
নাটকের এক পর্যায়ে মনে হচ্ছিলো আমিই নিশাত। তাই চোখ ভিজতেও দেরি হয়নি।
পাশাপাশি বাচ্চা মেয়েটার অভিনয়ও পারফেক্ট ছিলো...
বেস্ট উইশেস ফর অল❤
বয়স তিরিশ হলে সমস্যা কোথায়, বাঁচার মতো কিছু বান্ধবী বানান
আমিও কেঁদেছিলাম নাটকটা দেখার সময়,মনে হলো আমার জীবনের কাহিনি নিয়ে গল্প টা লেখা,,জানিনা শেষ টা কোথায় গিয়ে ঠেকবে
@@nadimkhan800৩০ বছর পেরোনো মেয়েদের জীবন অনেক কঠিন,তারা তাদের মা-বাবার কাছেও বোঝা
❤❤❤
@@nurnahar7843 জীবন অনেক বড় , দেখবেন সামনে আপনার জীবন এ অনেক সুন্দর দিন আসবে
গল্পটা আমার, একদম আমার।সাথে যোগ হইছে,বাবা মার মধ্যে ঝগড়াঝাটি, মারামারি। বাবার সংসারে অভাব। বাবার সংসারের দায়িত্ব। ছোট ভাইয়ের খরচ।৩০ বছরেও চাকরি না পাওয়া।প্রিয় মানুষ টার অন্যজনকে নিয়ে সংসার করা,তাদের বাচ্চা দেখা।সমাজের কতোশত কথা শোনা।কতোবার ফ্যানের দিকে তাকিয়ে আত্মহত্যার কথা ভাবা।কিন্তু পরেই মনে হয়,আমি মারা গেলে মা,ভাইয়ের কি হবে?
আর কিছুদিন বেঁচেই দেখি না, কি হয়।আকাশের দিকে তাকিয়ে আল্লাহ কে কতো অভিযোগ করি,তার হিসাব নাই।তারপরেই আবার বলি,অন্যদের তুলনায় ভালো ই আছি।
কিন্তু খুব করে এক সুখের জীবন পেতে বড্ড ইচ্ছা করে।
আল্লাহর উপর ভরসা রাখুন।দেখবেন জীবন থেকে যা হারিয়ে গেছে তার থেকে হাজারগুণে উত্তম কিছু পাবেন...তখন হাজার বছর বাঁচতে ইচ্ছে করবে।শুধু একটু ধৈর্য্য রাখুন।ইনশাআল্লাহ ভালো কিছু হবে।
আপনার বাড়ি কোথায়
Sme apu😢😢
Apnar jonno dua roylo allah jeno apnar moner moto jibon songi den.
Apnar jonno Dua roilo apu. Allah apnar shob bhalo eccha gulo puron korun.
Take care.
I'm 35yrs unmarried and single.. এই গল্পে আমিও নিজেকে খুঁজে পেয়েছি and relate করেছি। আমার বিয়ে না করা, আব্বা মা কে সমাজের কটু প্রশ্ন আমাকে দয়ার নজরে দেখা , সেই ভয়ঙ্কর চাহনি সেই সব উপেক্ষা করে নিজের মতো করে বেঁচে থাকার মধ্যেও শান্তি আছে। নিশাত আর আমার মধ্যে ডিফারেন্স হলো হাজার না পাওয়া কষ্টের মাঝেও আমি ডিপ্রেসড হয়ে যায়নি । বাঁচার শক্তি হারিয়ে ফেলিনি । তবে প্রতিটা মেয়ের উচিত নিজের কিছু earn করা financially প্রতিষ্ঠিত হওয়া l লোক তো বলবেই তাদের নিয়ে মাথা না ঘামিয়ে নিজের আর ফ্যামিলির জন্য বেঁচে থাকা।
এখন আমি একটা ছোট business run করি আলহামদুলিল্লাহ। Life is beautiful indeed ❤
Doa roilo egiye jan
Apu thanks for your positive speeches.... take love... ❤
আপু বিয়ের জন্য ও চেস্টা করতে থাকেন, বাকি'টা আল্লাহ ভরষা❤
ডিপ্রেশনে ভুগছে যারা তারা হয়তো নাটক টা ফিল নিতে পারবে,,,, বেঁচে থাকতে হবে আর পরিশ্রমী হওয়ার সাথে সুন্দর থাকতে হবে।।সুন্দর এর ডেফিনেশন যাদের জানা নেই তারা সৌন্দর্য খুঁজে পেতে ব্যার্থ
ভালোবাসা অবিরাম
এই নাটক টা দেখছিলাম আর নিজের সাথে রিলেট করছিলাম সব।আসলে বয়স হয়ে যাওয়া, শরীরে বয়সের ছাপ, মানুষের কটু কথা , মিডেল ক্লাশের একটা অনার্স বা মাস্টারর্স পড়ুয়া মেয়ের জন্য যে কতটা কষ্টের শুধু তারাই জানে।
😮😮❤❤Good Job✌️
হুম
@@farjanaanny3861 r u married?
@@farjanaanny3861 can i one question?
Hmm😭😭
পাখির মত হত চাও? এর অন্তঃনিহিত অর্থ আমি ভয় পাই। দেখতে ও ভয় লাগে। বেশ কিছুটা টেনে টেনে দেখলাম। পরিসমাপ্তিটা বেশ ভালো লাগলো। ভালো থাকার ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য সত্য আছে। আয়নার ভিতরের মানুষটাকে ভালাবাসা খুব জরুরি এটাই জীবনের সিদ্ধ সমীকরণ। ❤
অসাধারণ একটি experience হলো আজ আমার। অনেক ধন্যবাদ আপনাদের কে এত সুন্দর একটা ছবি বানানোর জন্য ❤❤❤
আমার বয়স ২৬। ৪ বছর সংসার করার পরেও স্বামীর মন পাইনি। ব্যর্থ জীবনে মরতেও পারেনি। পরকালের ভয়ে। তাই আল্লাহর ইবাদতকে সঙ্গী করে নিয়েছি।আলহামদুলিল্লাহ এখন আর মরতে মন চায় না। কিন্তু আমার স্বামীকে এখনো অনেক ভালোবাসি। দীনের পথে আসুন, আত্মহত্যা মহাপাপ, আল্লাহ তায়ালা এর থেকে আমাদের হেফাজত করুক। আমিন।।।
খুব মিল খুঁজে পেলাম আপু আপনার comment পড়ে। ভালো রাখুক আল্লাহ আপনাকে, আপনার মনের কামনা পূর্ণ হোক🤲🏻
Ygcgh
Mil amio pelam. Aj bier boys 10 year. Baccar mukher dike takie sob mene ñici. Allah amar jonno jothesto
Same Apu amio😢
Tomar sathe ki contect korte pari
অসাধারণ অসাধারণ! মেহজাবিন আপু দুর্দান্ত। কতদিন পর একটা বাংলা নাটক এতটা এফেক্ট করলো জানি না। মনে হচ্ছিলো নিজের কঠিন সময় গুলায় ফিরে গেছি।দিবা স্টোল দ্য শো ডেফিনিটলি। আমাদের সবার অন্ধকার জীবনে এমন একটা দিবা আসুক ❤
খুব বাস্তববাদী একটা নাটক। সত্যি প্রতিটা কথা, প্রতিটা চিত্র যেন জীবন থেকেই নেওয়া। আবুল হায়াত স্যারের রোলটা ভালো ছিল এবং ওনার কথাগুলো সত্যিই অনেক ইনস্পায়ারিং আর মেহজাবিনের কথা তো আলাদা করে বলতে হবে না সে বরাবরই অতুলনীয়। ধন্যবাদ ভিকি জাহেদ ভাইয়া এত সুন্দর একটা কাজ আমাদের উপহার দেওয়ার জন্য ❤❤
আই লাভ ইউ
অসাধারণ এক কথায়!! এমন শিক্ষামূলক নাকট মানুষের জীবনকে বদলে দেয়! ধন্যবাদ এই নাটকের সকলকে❤
নাটকে মেহজাবিন আপু যখন তার বাবা মাকে জড়িয়ে ধরলো এই দৃশ্যটা দেখে কান্না আর আটকে রাখতে পারি নি। না চাইতেও বাবা মায়েদের সাথে আমাদের কতটা দুরত্ব সৃষ্টি হয়ে যায়। তবুও আক্ষেপ একটাই যে আমাদের বাবা মায়েরা যদি আমাদের একটু বুঝতো। যদি কাছে ডেকে বলতো মা তোর কি হয়েছে বল মন খুলে সব বল আমরা শুনবো তাহলে হয়তো অনেকের বুক থেকে অনেক বড় বড় পাথর নেমে যেতো।
Asolei
@@MunaAktar-x1p বাবা মা রাও বুঝে না।আসলে এই পৃথিবীতে কেউ ই কারো দু:খ বুঝে না।সবাই যার্যার টা বুঝে।
ঠিকই বলছেন
আচ্ছা তিথিডোরের যে মেহেজাবীন আপুকে রিংটা দিলো,এইরকম রিং কোথায় পাওয়া যাবে কেউ কি বলতে পারবেন?
thikk😅
বিগত অনেক বছরের বাংলা নাটকের মধ্যে এটা best নির্দ্বিধায়। এ রকম ভালো নাটক খুব একটা হয়না আজকাল। অসাধারণ গল্প, হৃদয়স্পর্শী স্পষ্ট সংলাপ, background music, overall music composition, cinematography সবটাই দারুন! মেহজাবিন চৌধুরী ম্যাডাম আসলেই একজন অত্যন্ত উঁচু মাপের অভিনেত্রী। কি দারুন, নিখুঁত, সাবলীল, অনবদ্য অভিনয় তিনি করেছেন! এ রকম নাটক পুরো ক্যারিয়ারে একটা করলেই more than enough. বোদ্ধা দর্শকদের মনে বেঁচে থাকা যায় আজীবন। আমার দেখামতে তিনি এরকম অনবদ্য দুটি চরিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের গন্ডি অতিক্রম করে তিনি চরিত্রের মূলে ঢুকে বাস্তবতাকে স্পর্শ করে গেছেন। কি অনবদ্য অভিনয়, সাথে সংলাপের স্পষ্ট হৃদয়স্পর্শী উচ্চারণ! অন্যরকম একটা উচ্চতা! নাটকটি দেখতে দেখতে চোখের জল বার বার মুছেছি। আসলেই স্ক্রিপ্ট, নাটকের কাহিনীর কারণে একজন শিল্পীর প্রকৃত output, talent বেরিয়ে আসে এ নাটক তার প্রমাণ। অসাধারণ সংলাপ! " তিথিডোর" এ সুন্দর নামের অসাধারণ নাটকটি উপহার দেওয়ার জন্য গল্পকার: জাহান সুলতানা ও পরিচালক: ভিকি জাহেদকে অসংখ্য ধন্যবাদ। ভিন্নধর্মী গল্প, হৃদয়স্পর্শী সংলাপ ও নাটকের প্রতিটি চরিত্রে রূপদানকারী শিল্পী- কলাকৌশলী সকলের ধন্যবাদ প্রাপ্য। অনেকদিন পর এমন একটা দারুন নাটক দেখলাম। Really inspiring. আশাকরি ভবিষ্যতে এ ধরনের আরো অনেক ভালো ভালো নাটক আমরা দেখতে পাবো। In fact এই দহনকালে অনেকেরই মনের মধ্যে এ ধরনের যুদ্ধ নিয়ত চলমান, এই ধরনের চরিত্র বাস্তব জীবনে অসংখ্য পাওয়া যাবে যারা সতত যুধ্যমান এ সমাজ -সংসার ও সর্বোপরি রাষ্ট্রের প্রতিকূল, অসুস্থ , সংকীর্ণ ও হীন মানসিকতার লোকজনদের বিরুদ্ধে। হার না মানা সেসব অদম্য যোদ্ধাদের বাস্তব জীবন কাহিনী যেন এই "তিথিডোর"।
কি অসাধারণ সংলাপ-
"কেউ অপেক্ষায় নেই জেনেও কেন মানুষ বাড়ি ফেরে? কেন কারো অপেক্ষার অপেক্ষায় থাকে মানুষ?"
"আপনার বয়স তিরিশ মানে আপনার অন্ততঃ একটা মন ভাঙ্গার গল্প আছে। হঠাৎ একদিন দেখবেন যে মানুষটা বা মানুষগুলো আপনাকে সব সময় কষ্ট দিয়েছিল সে মানুষটা অনেক ভালো আছে। আর আপনার তখন মনে হবে "this is not fair". কিন্তু আপনাকে সেটাও মেনে নিতে হবে। কারণ আপনি এখন "mature"! তবুও তো কথা থেকে যায়। মাঝরাতে ঘুম ভাঙ্গলে কাউকে প্রশ্ন করতে ইচ্ছা করে আমাদের একসাথে দেখা স্বপ্নগুলো তবে কি হলো? কোথায় হারালো?"
"আইসক্রিম, আম্মুর হাসি, হাওয়াই মিঠাই, বৃষ্টি, সাগর, আকাশ, আব্বুকে জড়িয়ে ধরা, ঈদের জামা, জোনাকি পোকা, পাখির ডাক, বেলী ফুলের গন্ধ, এরকম আরও কত কিছুর জন্যই তো বেঁচে থাকা যায়। জীবনের প্রকৃত মূল্য বুঝতে আমরা বড় দেরী করে ফেলি। "
"ভালো থাকতে হলে আসলে সবার আগে আয়নার ওপাশের মানুষটাকে মেনে নিতে শিখতে হয়। আমি যদি আমাকে, আমার বাড়ন্ত বয়স, পড়ন্ত সৌন্দর্য, মুখের বলিরেখা, ধূসর হয়ে যাওয়া চুল এসব মেনে নিতে না পারি তাহলে অন্য কেউ কিভাবে পারবে? Depression is real, suicidal tendency is real, by any means I am going to fight these. Because life is beautiful."
কিংবা নাটকের শেষ দৃশ্যে restaurant এর waiter এর " Good evening mam, আপনি কি কারো জন্য অপেক্ষা করছেন?" এ প্রশ্নের উত্তরে নিশাতের (মেহজাবিন চৌধুরীর) সংলাপ - "নিজের জন্য অপেক্ষা করছিলাম, এখন খুঁজে পেয়েছি।"
Simply extraordinary dialogues!
বিশেষ দ্রষ্টব্য : বছর খানেক আগে দীপ্ত টিভিতে প্রচারিত "কাজলের দিনরাত্রি" নাটকটিতেও মেহজাবিন চৌধুরী ম্যাডাম দারুন, সাবলীল, নিখুঁত অভিনয়শৈলী দিয়ে মুগ্ধ করছিলেন একজন প্রতিবন্ধী কিশোরীর চরিত্রে রূপদানকারী হিসেবে। সে নাটকেও তিনি তাঁর অনন্য- অনবদ্য অভিনয়শৈলী ও প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন, যা উল্লেখ না করাটা অনুচিত হবে বোধকরি।
Nice
Your comment is goood,jah mon cuya gase 😊😊😊😊
Ami purata pore mugdho hoiabgelam
Amr life ta onk koster,
মেহজাবীনের অভিনয়ের লেভেল দেখতে হলে "চিরকাল আজ " নাটক টাও দেখতে হবে।
চমৎকার লাগলো নাটকটি। প্রতিটি মেয়ের জীবনে কোনো এক সময় এমন পরিস্থিতি আসে।যাঁরা এটা ওভার কাম করতে পারে তাঁরাই জীবনে গেইনার হয়।❤❤❤
আহ গল্পটা অনুধাবন করার মতো। 🥹
কিভাবে যে ফিরে আসা যায়, সেটা খুব সহজভাবে দেখানো হয়েছে।
সত্যি বলতে-
বাঁচার জন্য ছোট ছোট কারণই যথেষ্ট। প্রাণ খুলে হাঁসুন, মন থেকে বাঁচুন। 🥰🥰
লাখো মানুষের জীবনের প্রতিচ্ছবি এই নাটকটি...!! ভেঙে যাওয়া মানুষগুলোর এখান থেকে শিক্ষা নেওয়া উচিত।
Lots of Thanks to # Vicky Jahed
#Mehjaben n other's people Who gave us this beautiful drama😊😊
In this play the use of blue clolor-a blue-painted room, blue curtains, and a blue dupatta,blue kurti sets,blue saree-visually represents the idiom *'feeling blue,'* which associated with sadness or depression. The play captures these emotions well, showing how people who feel 'blue' might experience unhappiness, low energy, lack of motivation, or a desire to be alone. Whether this use of blue was intentional or coincidental?
I think it was intentional💙
@@somdattarudra743 I noticed that too.But could not relate this way. Thanks.
This Director always try to do this types of symbolic activities in intentionally......
He is really a best director in Bangladesh.......
নাটকটি দেখে চোখে জল আসলো। কারণ নিজের সাথে মিলে গেল। আমরা যাদের জন্য নিজের জীবনকে এত কষ্ট দেই তারা আমাদের কোন খোঁজই রাখে না। ইনশাআল্লাহ আমি ও একদিন পারবো নিজেকে গুছিয়ে নিতে।
মানুষ ভীষণ বেইমান স্বার্থপর, তারা প্রথম দিকে বেশি বেশি ভালোবাসা দেখায়, তারপর একদি হুট করে সব কিছু ভেঙে দিয়ে, আমাদের মনের শান্তিটা পর্যন্ত কেরে নিয়ে চলে যায় 😢😢
এ যেন গল্প না,,,
মিলে গেলো জীবনের সাথে মেহজাবিনের মাঝে নিজেকে দেখতে পেলাম,,, আসলে এই পৃথিবীতে কেউ কারো নয়,নিজের জন্য বাঁচতে হবে,নিজেকে ভালো রাখতে হবে, নাটকের শেষ সিনটা খুব সুন্দর, দেখে মানুষ বেঁচে থাকার অনুপ্রেরণা পাবে,,, আমিও বিয়ে করে নাই,,, অদ্ভুত এক শিক্ষা পেলাম!!!
কত দিন পরে একটা নাটক দেখে ডুকরে কাঁদলাম, ফুঁপিয়ে কাঁদলাম, আমি জানি না। এই গল্প শুধু নিশাতের একার না, এই গল্প সম্ভবত প্রতিটা থার্টি প্লাস সিঙ্গেল মেয়ের। যারা ফ্যামিলির কাছ থেকে ডিপ্রাইভড, যারা তাদের ভালোবাসার মানুষের কাছ থেকে ধোকা খেয়েছে, যারা প্রায় রাতেই ভাবে এই জীবন রেখে কী হবে, দেই শেষ করে। আমিও নিজেও কি তাদের মধ্যে একজন না, কিংবা ছিলাম না? কিন্তু শেষ পর্যন্ত এটাই সত্যি, "Depression is real, suicidal tendency is real, but by any means I'm going to fight this. Because life is beautiful." হ্যাঁ, আমিও এই লাইনটা মনেপ্রাণে বিশ্বাস করি। মেহজাবিন ও গল্পকার, চিত্রনাট্যকার জাহান সুলতানাকে ধন্যবাদ অসাধারণ এই নাটকটা উপহার দেয়ার জন্য। Loved it. ❤❤❤❤️❤️❤️
এ নাটক টা আমি আজীবন রাখতে চাই নিজের কাছে, শুধু নাটকটা দেখব এমন না,নাটকের প্রতিটা কমেন্ট, প্রতিটা মানুষের হৃদয় ভাঙা গল্প,হারিয়ে গিয়ে ফিরে আসার গল্প, সব সব।
আমি এটা থেকে অনেক কিছু শিখব,কাজে লাগাব।
❤❤❤❤
এটা গুড আইডিয়া।।
আমার বয়স ২৬ যখন নাটক টি দেখছিলাম মনে হচ্ছিল মেহজবিন চরিত্র এ আমি ডিপ্রেসন বাড়ির থেকে বিয়ের চাপ আমি কিছুতেই কাউকে বোঝাতে পারছি না আমি কি চাই আমাকে কেউ বুঝতেই চাইছে না আমার অনেকবার মনে হয়েছে অমি মরে যাবো কিন্তু ওই যে বেচে থাকার শক্তি নেই মরে যাওয়ার সাহস নেই নাটক টা দেখায় আগে পযন্ত আমি অনেক ভাবনায় ছিলাম কিন্তু এই নাটক টা আমার জীবন নতুন করে ভাবতে শেখালো... অনেক ধন্যবাদ 😊
😢😢😢😢😢
insha'Allah
ডিপ্রেশনের খুব চরম একটা মুহূর্তে নাটকটি দেখলাম। অনেক জোরে জোরে অনেক সময় ধরে কেঁদেছি। জানি না নিজেকে পরিবর্তন করতে পারবো কিনা। তবে খুব চেষ্টা করবো। অনেক ভালো লেগেছে নাটকটি। ❤❤
অসাধারণ, কান্না থামাতে পারলাম না।জীবনের ছোট ছোট মূহুর্তের মধ্যে সুখ লুকানো,শুধু খুঁজে নিতে হয়।নিজের সুখের জন্য নিজের উপর নির্ভর করতে হয়,অন্য কারোর উপর না🌸❤️🌸
প্রতিটা বয়সের একটি আলাদা সৌন্দর্য আছে, আর বয়সটা যখন পেড়িয়ে যায় তখন বোঝা যায়। আমাদের আসলে প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত উপভোগ করা উচিত। আল্লাহ সবাইকে বাঁচার আনন্দ উপভোগ করার তৌফিক দান করুন, আমিন🤲
বি. দ্র.: আমার বয়স এখন ১৭,
সুন্দর মনের যেসকল মানুষই আমার এই কমেন্টটি পড়ছেন তারা একটা করে লাইক দিয়ে যাবেন, এতে করে যখন ৩০ বা ৪০ এ পা দিবো তখন ও যেন এই সুন্দর মোটিভেশনাল নাটকটি উপভোগ করতে পারি (ইনশাআল্লাহ)।
❤❤
same amaro kintu 17 years😊
Valo laglo
সেমম
😊😊
ধন্যবাদ, জাহান সুলতান এবং ভিকি জাহেদ কে গল্পটা লেখা ও পরিচালনা করার জন্য।❤😢
নাটকটা দেখে নিজের অজান্তেই চোখে পানি এসে গেল 😢
বয়স ২৫ হলো ঠিক এমনকি একটা গল্প আমার জীবনের সাথে ঘটেছে। একটা বছর পূর্ণ হতে চলছে নিজেকে অনেকটা সামলে নিয়েছি আলহামদুলিল্লাহ। অন্যের জন্য নয় পৃথিবীতে প্রতিটা মানুষ তার নিজের জন্য বেঁচে থাকাটা জরুরী। ❤
যখন নাটকটি দেখতেছিলাম তখন গল্পের প্রত্যেকটা কথা, চরিত্র, কাহিনী হুবুহু আমার সাথে মিলে যায়। একজন মানুষ কে খুব করে ভালোবেসে ঠকে যাওয়া।💔 মেহজাবিন এর মত আমি ও আজ ও মেসেজ লিখে মুছে ফেলি। যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতন কষ্ট হয় তখন একা একা অনেক কান্না করি।😢 বাবা মা ছাড়া মেহজাবিন এর মতনই আমিও একা একা থাকি যখন বুকের ভেতর কষ্টের ঝড় উঠে যায় তখন মনে হয় কেউ একজন পাশে থাকুক। আমি অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছি কিন্তু পারিনি😢
আমার কথা শুনে খারাপ লাগলো
La tahzan
Don't be a looser in the hereafter ❤❤
নতুন করে সব শুরু করুন আপু। কেন একজনের জন্য জীবন থমকে যাবে।
@@nurjahansultana1241 জীবনটাকে নতুন করে সাজানোর জন্য তো বিশ্বস্ত একজন মানুষকে দরকার। এখন কাউকে বিশ্বাস করার আগে পুরনো আঘাতে কথাটা বেশি মনে পড়ে এর জন্য আর কাউকে বিশ্বাস করতে ইচ্ছা করে না।