দেশি মুরগি কুচে বসানোর আগে ও মাঝখানে কি করবেন || মুরগী থাকবে সুস্থ || ডিমে তা দিবে ঠিকমত ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • #deshi morgi
    আসসালামু আলাইকুম। প্রিয় উদ্দোক্তা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই। আপনাদের নিয়েই আমার পথচলা।
    তাই আপনাদের ফোনকল ও চাহিদার ভিত্তিতে নতুন নতুন ভিডিও তৈরি করি। জানিনা কতটুকু গঠন মূলক তথ্য আপনাদের দিতে পারি। তবে আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিয়ে সংশোধনের সুযোগ করে দিলে আন্তরিক খুশি হবো।
    আর গঠন মূলক পরামর্শ দিয়ে সবসময়ই পাশে থাকবেন আশা রাখছি।
    আপনাদের যেকোন প্রয়োজনে ফোন করতে পারেন নিম্নোক্ত নাম্বারে ০১৭৮৯-৫৩৫৭১৬
    আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।

Комментарии • 80

  • @farukvlogbd154
    @farukvlogbd154 Месяц назад

    😢অনেক সুন্দর পরামর্শ ভাইয়ার আমরা এরকম পরামর্শমূলক ভিডিও চাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ

  • @KawsarAhmadOfficial
    @KawsarAhmadOfficial 2 года назад +3

    ভাই আমি কাউছার। শরীয়তপুর থেকে। আপনার প্রতিটি ভিড়িও আমার অনেক ভালো লাগে। আমি বাজার থেকে ৬ টি দেশী মুরগী কিনেছি খামার করার জন্য। আপনাকে ফোন দিয়েছিলাম। আপনার পরামর্শ অনুযায়ী কাজ চালাচ্ছি। সব সময় পাশে থাইকেন ভাই!

    • @youthagro4585
      @youthagro4585  2 года назад

      আলহামদুলিল্লাহ ভাই। দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখে আর আপনাদের পাশে থেকে তথ্যবহুল ভিডিও তৈরি করার তৌফিক দান করেন। অবশ্যই ফোন করবেন। আমার পক্ষে যতটুকু সম্ভব সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

  • @afrozaahmed5789
    @afrozaahmed5789 2 года назад +2

    উওম কথা সহ মত আর ভাই চমৎকার পরামর্শ দেওয়ার জন্য শুকরিয়া উপকৃত হলাম

    • @youthagro4585
      @youthagro4585  2 года назад +1

      আলহামদুলিল্লাহ ভাই। আপনাদের ভালো লাগাই আমার বড় প্রাপ্তি

  • @eleasmiah3645
    @eleasmiah3645 2 года назад +3

    আপনার উপস্থাপনা অনেক সুন্দর ভাই।

  • @mujahidahmed5633
    @mujahidahmed5633 2 года назад +5

    ভাইয়া আপনার কথা গুলো অনেক সুন্দর এবং যুক্তকর, তাই আপনার কথা গুলো শুনে ৭০ টি দেশি মুরগির বাচ্চা দিয়ে একটি ফার্ম শুরু করবো

    • @youthagro4585
      @youthagro4585  2 года назад +1

      ধন্যবাদ ভাই। আপনার জন্য শুভকামনা রইল

  • @Kishichannelagro94
    @Kishichannelagro94 2 года назад +4

    আপনার ভিডিও খুবই সুন্দর
    আপনাকে অনেক অনেক ধন্যবাদ

    • @youthagro4585
      @youthagro4585  2 года назад +1

      দোয়া করবেন ভাই

  • @faisalhosen2841
    @faisalhosen2841 11 месяцев назад +1

    ভাই দেশি মুরগিকে কী ডিম পাড়া আবস্থাতে কী RDV ভেকচিন দেওয়া জবে কী???

  • @MdRuddgd
    @MdRuddgd 11 месяцев назад

    আসসালামু আলাইকুম বড়ো ভাইয়া আমি লতা আমি আপনার ভিডিও গুলা দেখি আমার অনেক ভালো লাগে সত্যি অনেক কিছু জানতে পারছি আপনার ভিডিও মাঝে অনেক কিছু বুঝলাম আমার খামারের জন্য দোয়া করবেন বড়ো ভাইয়া এড়োকম ভালো ভালো ভিডিও দিবেন জেনো আদের সফলতা করতে পারি ধন্যবাদ ভাইয়া 👉🌹👉🌹👉🌹

  • @রুবেলঅফিশিয়াল996

    প্যারেন্টস এর খামার মোরগ মুরগির গায়ের উপরে উঠে না কেন ভাইয়া বয়স তিন মাস সেক্ষেত্রে বীজ ডিম হবে তো

  • @ziaurrahman7387
    @ziaurrahman7387 2 года назад +1

    ভাই আমি সব সময় আপনার ভিডিওর জন্য অপেক্ষা করি।অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাই।

    • @youthagro4585
      @youthagro4585  2 года назад

      শুনে খুব ভালো লাগলো ভাই। দোয়া করবেন ভাই যেন শিক্ষনীয় তথ্য বহুল ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি।

  • @aktherakther7544
    @aktherakther7544 2 года назад +2

    ভাইয়া আমার একটা মুরগী অসুস্হ ছিলো থায়াবিন ওষুধটা খাওয়াছিলাম একন শুধুমাথা ঘুরায় কাবার খেলে বেশি ঘুরায়

  • @MdRoni-ez2gv
    @MdRoni-ez2gv 5 месяцев назад +1

    গুড

  • @mdakramulhoque369
    @mdakramulhoque369 2 года назад

    Doua kore vaiya aro egeye Jan.....khub valo lage vaiya....

  • @MDRashel-n7d
    @MDRashel-n7d 11 месяцев назад +1

    Bai kuche murgi ke zinc dawa jabe

  • @angurmia2647
    @angurmia2647 2 года назад +2

    ধন্যবাদ

  • @mstmoriom8405
    @mstmoriom8405 Год назад

    E Til Vate এটা কী প্রতি মাসেই খাওয়ানো যাবে

  • @ujjalmondal2890
    @ujjalmondal2890 2 года назад

    বেশ ভালো লাগলো। অনেক কিছু জানতে পারলাম। আমার একটা প্রশ্ন... দেশি মুরগি না সোনালী মুরগি বেশি ডিম দেয় তুলনামূলক ভাবে?

    • @youthagro4585
      @youthagro4585  2 года назад +1

      দেশি মুরগির তুলনায় সোনালী মুরগি তুলনামূলক বেশি ডিম দেয়।

    • @ujjalmondal2890
      @ujjalmondal2890 2 года назад

      মাসে কতো ডিম দেয় সোনালী মুরগি?

  • @taiburrahman1859
    @taiburrahman1859 2 года назад +3

    ভাই জান ৫/৬ টি মুৰগি এক সাতে এবং এক সময় বাচ্ছা জাতে বাহিৰ কৰা যায় তাৰ বাবে কৰনিয় কি পিলিছ বলুন ভাইজান

    • @taiburrahman1859
      @taiburrahman1859 2 года назад

      পিলিচ বলুন ভাই জান আৰ যদি এমন ভিডিঅ'আছে লিংক টা দিন আমি দেখিয়া নিবো

    • @mdshibli5281
      @mdshibli5281 2 года назад

      নাইছ

  • @MdFarhan-s9x
    @MdFarhan-s9x 2 месяца назад

    চুনা পায়খানা ও সবুজ পায়খানা হলে কি করব ভাইয়া

  • @জলিজলি-ল৮হ
    @জলিজলি-ল৮হ 2 года назад

    আপনার প্রতেকটি ভিডিও শিক্ষিনীয়।আপনি সব সময় পরামর্শ দিয়ে আমাদের পাশে থাইকেন।

    • @youthagro4585
      @youthagro4585  2 года назад

      ইনশাআল্লাহ আপু। দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে। আশা রাখছি সবসময় গঠন মূলক পরামর্শ দিয়ে পাশে থাকবেন।

  • @abdulhannakhankhan6598
    @abdulhannakhankhan6598 2 года назад

    জাজাকাল্লাহ খাইরান

  • @noornabi4971
    @noornabi4971 2 года назад

    মুরগীর ঘরটি অনেক ভালো লেগেছে।

  • @younusali1945
    @younusali1945 4 месяца назад

    ভাই আমার কুছে বসা মুরগির রোগ হয়েছে পায়খান পাতলা ও সবুজ, আমি 10 দিন আগে ভ্যাক্সিন rdv দিছি তার পরও রোগ ধরলো, এখন আমার কি করনিও দয়া করে জানাবেন।

    • @youthagro4585
      @youthagro4585  4 месяца назад

      রেনা জেন্টা,লাইসোভিট, খাওয়ান পরপর ৫ দিন। সাথে পটাশ মিশ্রিত পানি।

    • @younusali1945
      @younusali1945 4 месяца назад

      @@youthagro4585 ভাই ভিডিও তে টিল মাইকোসিন খাওয়াতে বলসেন। ভাই মুরগির ঠান্ডাও আছে। মুরগী আমার 3 টি। কিভাবে খাওয়াবো।?

  • @rashedajehan5590
    @rashedajehan5590 6 месяцев назад

    এ ঔষধ গুলাকি কবুতরকেও খাওয়ানো যাবে

  • @isratakbar620
    @isratakbar620 11 месяцев назад +1

    ভেকসিন করার আগে যদি মুরগী কুচে বসে তখন করনিও কি ভাইয়া

    • @farhadulislam6153
      @farhadulislam6153 6 месяцев назад

      সময় হলে ভ্যাকসিন করে দিবেন, কুচে বসুক বা না বসুক

  • @sidratulmontaha1962
    @sidratulmontaha1962 2 года назад

    ভেকসিন দেওয়ার কতদিন পর ঔষধ দেওয়া যাবে

  • @raffeislamprince2668
    @raffeislamprince2668 10 месяцев назад

    ভাইয়া,যে মুরগি আকারে ছোট ডিম পারে।ওই মুরগির কুচে ভাব হলে, অন্য মুরগির ডিম দিয়ে বসানো যাবে।

    • @youthagro4585
      @youthagro4585  10 месяцев назад

      জী যাবে তবে ১০ টির বেশি ডিম দিয়েন না

  • @mahbubmiah1239
    @mahbubmiah1239 2 года назад +1

    ভাই আমার একটা মুরগি কুছে বইছে এবং সাতটি বাচ্ছা ফুটছে এখন আমার এই মুরগিটিকে এবং বাচ্ছাটিকে কি ঔষধ এবং বেকছিন দিব প্লিজ যানালে ভালো খয় আমি একজন নতুন উদ্দকতা

    • @youthagro4585
      @youthagro4585  2 года назад

      আসসালামু আলাইকুম ভাই।নিচের লিংক দিয়ে দিলাম। ভিডিও টি দেখলে আশা করি কোন সমস্যা হবে না। বিস্তারিত সব বুঝতে পারবেন ruclips.net/video/tepxYxHnRZc/видео.html

  • @JannatJahan-r5p
    @JannatJahan-r5p 8 месяцев назад

    আমার মুরগী কুচে বসেআছে এখন কি বেকসিন করা জাবে

  • @joyahmed376
    @joyahmed376 Год назад +1

    ভাই আমি বাজার থেকে একটা মুরগি কিনেছি এখন মুরগীটা কোনো খাবার খাইনা তাহলে আমার করণীয় টা কি। প্লিজ ভাই রিপ্লে 🙏🙏🙏

    • @youthagro4585
      @youthagro4585  Год назад +1

      আসসালামু আলাইকুম ভাই। আপনি যে মুরগী টা কিনে এনেছেন সে মুরগী হয়ত সুস্থ সবল না।

    • @joyahmed376
      @joyahmed376 Год назад +1

      মনে হয় ভাই এখন আমি কি করব একটু বলে দেন ভাই প্লিজ প্লিজ 🙏🙏

  • @rimakulsum2256
    @rimakulsum2256 2 года назад +1

    ভাইয়া আমি 7দিন আগে একটা মুরগি কুচে বসিয়েছি। মুরগির সাইজ বড়। সেজন্য 14টা ডিম দিয়েছি। কিন্তু কখনো ভ্যাকসিন প্রয়োগ করা হয়নি। আমার মোট 10টি এডাল্ট মুরগি আছে। এখন 6টি মুরগি ডিম পাড়ে। আপনার ভিডিও গুলো দেখে অনেক অনুপ্রাণিত হয়ে আবার নতুন করে শুরু করছি। আমি চাইছি আরো কয়েকটি মুরগি কুচে বাসাবো। সেক্ষেত্রে আমি কি ব্যাবস্তা নিতে পারি ?যদি জানান তাহলে অনেক উপকৃত হব।

    • @youthagro4585
      @youthagro4585  2 года назад

      ভাই আপনার আমি ইতিমধ্যে একটা ভিডিও আপলোড করেছি দেশি মুরগী কুচে বসানোর আগে ও মাঝখানে কি করনীয়। এই ভিডিও টি আপনার জন্য হেল্পফুল হবে। আশা করি সমাধান পাবেন। ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য।

    • @rimakulsum2256
      @rimakulsum2256 2 года назад

      ভাইয়া আমার মুরগি গুলো আগে কখনোই ভ্যাকসিন দেই নাই।এই 3/4দিনে আমার 4/5মুরগি মারা গেছে। মনে হয় রানিক্ষেত হয়ে মারা গেছে। এবং এখন আরো কয়েকটি মুরগি এবং দুটি চীনা হাঁস আক্রান্ত হয়েছে। আমি কুমিল্লা থাকি। আমি চাকুরী করি।শখ করে ছোট একটা খামার করেছি। গত কালকে আমি এখানকার পশু হাসপাতালে গিয়েছিলাম। ওখানে ভ্যাকসিন দিতে হলে হাঁস মুরগি নিয়ে যেতে হয়। এবং প্রতি দিন ভ্যাকসিন দেয় না। সোমবার এবং বৃহস্পতিবার দেয়। ওখানে ভ্যাকসিন বিক্রি ও করে না। এমতাবস্থায় আমি কি করবো। আমার মেসেজের রিপ্লাই দিয়ে আমাকে একটু সাহায্য করুন প্লিজ।

    • @youthagro4585
      @youthagro4585  2 года назад +3

      @@rimakulsum2256 আসসালামু আলাইকুম। আপনার উদ্যোগ এর জন্য প্রসংশা করছি। একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে মুরগী পালন করতে হলে অবশ্যই আপনাকে ভ্যাকসিন করতে হবে। ভ্যাকসিন না করলে বছরের নির্দিষ্ট একটা সময়ে আপনার খামার ধ্বংস হবেই। এটা শুনে খারাপ লাগলো আপনাদের পশু হাসপাতালে থেকে মুরগির কোন ভ্যাকসিন সরবরাহ করা হয় না। আপনি আরো একবার গিয়ে আপনার সমস্যার কথা জানান। বলবেন আপনার বাড়ি অনেক দুরে। আপনার পক্ষে মুরগী নিয়ে আসা সম্ভব না। আপনি এও বলবেন আপনি নিজে নিজে ভ্যাকসিন দিতে পারবেন। আশা করি তারা বুঝতে পারবে। আপনি একত্রে ১০/১২ টা ভ্যাকসিন ফ্লাক্সে করে বাসায় নিয়ে এসে ফ্রিজে নরমালে রেখে দিবেন। আপনি ৬-৭ মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। হ্যা আপনার যে মুরগী গুলো এখন আছে সেই মুরগী গুলোকে ভ্যাকসিন করা খুবই জরুরি। ভ্যাকসিন করার আগে আপনি ই-ফ্লক্সাসিন অথবা এনরোফ্লক্সাসিন, অথবা লিভোম্যাক্স অথবা লিভোক্সিন এই ঔষধ গুলোর যেকোন একটা দিয়ে ৩ দিনের একটি ডোজ করিয়ে দিবেন। তারপর ২-৩ দিন বিরতি দিয়ে RDV এই ভ্যাকসিনটি করে দিবেন। মনে রাখবেন খামার ঠিক রাখতে হলে বড় মুরগী কে ৩ মাস পর পর এই ভ্যাকসিনটি অবশ্যই করবেন এবং ২ মাস পর পর ফাউল পক্সের ভ্যাকসিন করে নিবেন। আর ছোট বাচ্চাকে ৫ দিনে bcrdv এক চোখে এক ফোটা এবং ২১ দিন বয়সে একই ভ্যাকসিন এক চোখে এক ফোটা দিবেন। ৩৫-৪০ দিন বয়সে ফাউল পক্সের ভ্যাকসিন টি করে দিবেন। তারপরও বুঝতে সমস্যা হলে ফোন করবেন। আর উপজেলা থেকে ভ্যাকসিন তারপরও না পেলে ৯৯৯ এ ফোন করে আপনার ভোগান্তির কথা জানিয়ে দিবেন। আশা করি সমাধান পাবেন।ভালো থাকবেন

    • @rimakulsum2256
      @rimakulsum2256 2 года назад

      @@youthagro4585 ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে সাহায্য করার জন্য।

    • @rimakulsum2256
      @rimakulsum2256 2 года назад

      ভাইয়া আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। দয়াকরে আপনার ফোন নাম্বার দিলে অনেক উপকৃত হব।

  • @shafinmajumdar5329
    @shafinmajumdar5329 2 года назад

    ভাই মুরগির ডিম কি ভাবে সংরক্ষন করবো সেটা একটু বইল্লেন

  • @mdnayem-wz3nq
    @mdnayem-wz3nq 9 месяцев назад

    কুসুম গরম পানিতে কোনো ঔষধ গোলা যাবে কিনা?

    • @youthagro4585
      @youthagro4585  9 месяцев назад

      কুসুম গরমের চেয়েও কম গরম পানিতে গুলতে পারবেন

    • @mdnayem-wz3nq
      @mdnayem-wz3nq 9 месяцев назад

      @@youthagro4585 দৈনিক কয় বার খাওয়াতে হবে ঔষধ, আর দয়া করে আমাকে মুরগির ঔষধ গুলোর নাম এখানে লিখে দিবেন, যা খাওয়ালে মুরগী সব সময় সুস্থ থাকবে,

  • @sajjadhossen5932
    @sajjadhossen5932 2 года назад

    Thanks

  • @mstmoriom8405
    @mstmoriom8405 Год назад

    ভাই ব্যাকসিন দেয়া মুরগী যদি ব্যাকসিন ছাড়া মুরগীর সাথে মিশে তাহলে কী কোনো সমস্যা হয় এক বাড়িতে তো অনেক ফ্যামিলি থাকে তারাতো ব্যাকসিন দেয় না

  • @mdshibli5281
    @mdshibli5281 2 года назад

    ভাই আমার মুরগী গুলো তো কুচে বসে না কি করনি বলবেন

  • @mdshibli5281
    @mdshibli5281 2 года назад

    ভাই আমার মুরগীর বাচ্চার ২৩-২৬ দিন এখন কি বেকছিন করবো

    • @youthagro4585
      @youthagro4585  2 года назад

      কালকের মধ্যেই করে দেন।

  • @MdAli-rj1rv
    @MdAli-rj1rv 2 года назад

    বাইয়া মুরগির ঠুট কাটা লাগে কত ধিন বয়শে একটু জানাবেন

    • @youthagro4585
      @youthagro4585  2 года назад

      আড়াই থেকে ৩ মাস

    • @mhparthona2395
      @mhparthona2395 2 года назад

      মুরগীর ঠুট কেন কাটতে হয়?

  • @Kishichannelagro94
    @Kishichannelagro94 2 года назад +2

    ভাইয়া আপনার সাথে কথা বলতে পারি

    • @youthagro4585
      @youthagro4585  2 года назад +3

      আসসালামু আলাইকুম ভাই। অবশ্যই কথা বলতে পারেন। আপনি ফোন করলে আমি বরং খুশি হবো। ০১৭৮৯-৫৩৫৭১৬.

    • @mdrobelrobel1438
      @mdrobelrobel1438 2 года назад

      আপনি আসলে অনেক ভালো মানুষ

  • @pigeonLaversujon
    @pigeonLaversujon Год назад

    আমার খামেরর জন্য দুয়া চাই 😭😭🤲🙋‍♂️

  • @MdJalal-vv8es
    @MdJalal-vv8es 8 месяцев назад

    ভাই নামবাটা ইকটু দিবেন।

  • @MdAli-rj1rv
    @MdAli-rj1rv 2 года назад +1

    বাই তিন মাশ বয়শি বাচ্চা কত করে

    • @youthagro4585
      @youthagro4585  2 года назад

      আনুমানিক ২০০ টাকা

  • @MdAli-rj1rv
    @MdAli-rj1rv 2 года назад

    বাইয়া আপনার লোকেশন কি

    • @youthagro4585
      @youthagro4585  2 года назад +1

      গাজীপুর ভাইয়া

    • @MdAli-rj1rv
      @MdAli-rj1rv 2 года назад

      ভাইয়া আমি দেশি মুরগি দিয়ে ছুট একটা খামার করতেচাই তো 0 বাচ্চা দিয়ে শুরু করতে চাই100 পিছ

  • @sabbirhabibi3721
    @sabbirhabibi3721 Год назад

    ভাই নাম্বারটা একটু দিবেন প্লিজ