আপনার আজকের ঈদ আয়োজন অনুষ্ঠানটি আমার অন্তর ছুঁয়ে গেল। বিশেষ করে আপনি যখন আপনার সন্তানদের জিজ্ঞেস করলেন, "আমার জন্য কি দিবা?" তারা দুই ভাই বলল, "বুকভরা ভালোবাসা" আর আপনাকে জড়িয়ে ধরল, তখন মনে হলো আমার প্রয়াত বাবা আমার সামনে এসে দাঁড়িয়ে আছেন। অশ্রু আটকাতে পারলাম না। আগামী ৭মে তাঁর দশম মৃত্যুবার্ষিকী। আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি তাঁর জন্য।
অনেক মিস করছি বাবা মাকে...কতদিন হলো মায়ের সাথে ঈদ করিনা...বুকে অনেক কস্ট নিয়ে... প্রবাসে ঈদ করতে হয়.না আছে পাশে মা না আছে বাবা...না আছে একমাএ ছোট ভাই...না আছে মায়ের হাতের সুস্বাদু খাবার...ঈদ মোবারক কাকা
আল্লাহ তাআলা যেনো আমার এই ভাইআর (মা, বাবা) কে জান্নাতের উচ্চ মকাম দান করেন। অমিন। ভাই এই দুনিয়া ছেড়ে এক দিন আমরা সবাই চলে যেতে হবে , আল্লাহ তাআলা যেনো আপনাকি দৈর্জ দারন করার তৌফিক দেন ।আমিন
প্রিয় মানিক চাচা একটি বিষয় এখানে খুব সুন্দর ভাবে আমাদের শিক্ষা দিয়েছেন তা হলো,মালিক ও কর্মচারী কখনো আলাদা নয়,মানুষ হিসেবে সবাই সমান।আর কি সুন্দর দৃশ্য এখানে,মানিক চাচা পরিবেশন করছেন।ওনার দুই ছেলে পুরুষ কর্মচারীদের সাথে ও চাচিমা মহিলা কর্মচারীদের সাথে বসেই খাবার খাচ্ছেন। মাশাআল্লাহ
আমি কখনো কমেন্ট করি না আজকে প্রথম করলাম আপনার ছেলের কথা শুনে আমার চোখে পানি এসে পড়েছে বাবা ছেলের ভালোবাসা এমনই হয় সন্তানদের শুধু ভালোবাসা ছাড়া বাবাকে কিছুই দেওয়া যায় না,, 😭😭🙏🙏
শুভ ইদ। আপনি আজ একটা খুবই দামী কথা বলেছেন- “আইন কি বলে জানি না, কিন্তু আমি আমার সম্পত্তি তিন ভাগে ভাগ করে দেবো”। ধন্যবাদ আপনাকে আপনার মহৎ কর্মের জন্য এবং এত বড় মনের জন্য।🙏
India থেকে বলছি। চাচা শুভ ঈদ মোবারক এর শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে এবং আপনার কর্মীবাহিনীকে ও। ভাল থাকবেন সুস্থ থাকবেন সবসময় আর এই ভাবেই আপনার কর্মযুঘো চালিয়ে যাবেন। সালাম জানাই আপনাকে আপনার এই কর্মের জন্য। আপনি একজন বাংলাদেশের মানবতার ফেরিয়ালা।
মানিক ভাই আপানাকে আল্লাহ্ রাব্বুল আলামিন নেক হায়াৎ দান করোন দোয়া করি। আপনার ঈদ আনন্দ আমার কাছে খুব ভালো লেগেছে।আসলে আপনি এক জন্য অসাধারন মানুষ দোয়া করি আল্লাহ্ পাক আপনাকে সর্বদায় সুস্থ রাখুন আমিন
আপনার এই ভিডিওটা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না। আপনাদের বাবা সন্তানকে দেখে আমার বাবার কথা খুব মনে পড়ে গেলো। আপনাদের সকলের কাছে আমার বাবার জন্য দোয়ার দরখাস্ত। মহান আল্লাহ পাক যেনো আমার বাবাকে সহ পৃথিবীর সকল মরহুম বাবাকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন। পাশাপাশি দোয়া করি মহান আল্লাহপাক আপনার সন্তানদেরকেও আপনার মত বড় মনের মানুষ হিসেবে আল্লাহপাক কবুল করুক।
দেখতে দেখতে বাবা ছেলের ভালোবাসা কখন যে মনের অজান্তেই চোখে পানি চলে আসলো বুঝতেই পারলাম না আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ দোয়া করি আল্লাহ যেন আপনাকে সবসময় ভাল রাখে
আমার দেখা বাংলাদেশের সেরা ইউটিউবার মানিক ভাই।আর একটা না বলে পারছি না।মানিক ভাই যেমন একজন ভালো মানুষ তার পরিবারের প্রতি টা সদস্য ও তেমনি ভালো।যে মানিক ভাইয়ের ২ টা ছেলে এবং তাদের মা মানিক ভাইয়ের বউ।আমার মনে হয় পরিবারের সবাই ভালো সাফট করে বলেই মানিক ভাই এতো ভালো কাজ করতে পারে। দোয়া রইলো মানিক ভাই এগিয়ে জান।
আজ ঈদের এই আনন্দের মুহূর্তেও নিজের অজান্তেই চোখ হতে জল গড়িয়ে পড়লো। সত্যি, বাবাকে আমরা বুক ভরা ভালোবাসা ছাড়া কিছুই দিতে পারি না। 🥺🥺 চিত্রপুরীর সকল সদস্যদের ঈদ মোবারক। এভাবেই হাসিখুশিতে ভরে থাকুক আপনাদের জীবন। 🙏❤❤❤
সবকিছু ভালো, আপনার মানবতার এই সেবা অসাধারণ।। আরো বেশি ভালো লেগেছে একটা বিষয় আপনার সাহায্যকারী বা যারা আপনার কাজ করে তারা যে পাঞ্জাবি পায়জামা পড়েছে, আপনার নিজের ছেলে সন্তানরাও ঠিক সেই একই পায়জামা পাঞ্জাবি পড়েছে।।। ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ভাই আমি আপনার ভিডিও সবসময় দেখি কিনতু কনো কোমেনট করিনা আজকে না লিখে আর পারলামনা আপনাদের বাবা ছেলের এতো ভালোবাসা দেখে চখের পানি ধরে রাখতে পারিনাই আপনার ও আাপনার পরিবারের এবং আপনার সাথেযারা করমিবাহিনিদেরকে সবার জুন্য দোয়া করছি আল্লাহ যেন এই কাজগুলি কবুল ও দিরঘআইউ দানকরেন আমিন
মানিক ভাই ঈদ মোবারক 🌙🌙 সত্যি বলতে বড় ভাই আপনার এই ঈদ উদযাপন মন ছুয়ে গেল। দোয়া ও ভলোবাসা রইল অফুরন্ত আপনার পরিবারের এবং আপনার সকল সহকর্মির জন্য। জাজাকাল্লাহ খাইরান ❤️❤️
আপনাদের সবাইকে ঈদ মোবারক। বিশেষ করে আপনার টিমের সকল সদস্যদের আন্তরিক অভিনন্দন। আসলে রান্না শুরু থেকে শেষ পর্যন্ত সত্যি কষ্টসাধ্য। যারা এ কাজ করে তারাই বুঝতে পারে। যাহোক সবাই সুস্থ আর ভালো থাকুন। আললাহ হাফেজ।
দোয়া করি সারা জীবন এমন আনন্দ-উৎসবে কাটুক আপনার পরিবার এবং আপনার পরিবার সহ আপনার সকল দর্শকদের জানাই অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক দোয়া ও অভিনন্দন সবাইকে ঈদ মোবারক
অনেক সুন্দর একটা আয়োজন, এখানে স্যার এর পরিবার একটা সুন্দর পরিবার,এ কারণে সবাই মিলে একসাথে এগিয়ে যাচ্ছে। দোয়া করি স্যার যেন এভাবে আরও ভাল কাজ করতে পারেন। আমার আরও ভালো লাগলো বড় ভাই ও ছোট ভাইয়ের বাবার প্রতি ভালোবাসা।
মানিক ভাই, আমি আপনার ভিডিও গুলো সবসময় মনোযোগ সহকারে দেখি, আজকে আপনার ভিডিও খুব সুন্দর হয়েছে, তার মধ্যে ঈদ সালামি দেওয়া,এবং পুরো পরিবারকে দেখতে পাওয়া,এক অন্য রকম আনন্দ৷
যার বাবা নেই সেই বুঝে বাবা কি জিনিস,, আমার বাবা চলে গেছেন না ফেরার দেশে ১৯৯৯ তে,, সবাই আমার বাবা জন্যে দোওয়া করবেন,,, আজকে মানিক ভাই আপনাদের বাবা ছেলের ভালোবাসা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না,, আমি আপনার প্রতেক টা ভিডিও দেখি ৪ বছরের মতো হবে,, কোনো দিন কমেন্ট করি নাই শুধু লাইক দিতাম,, আজকে কমেন্ট না করে থাকতে পারলাম না,, অনেক মিস করি বাবা কে,,, ছোট বেলায় বাবা হারানোর কি জ্বালা যে হারিয়েছে সেই বুঝে 😭😭😭
Assalamualikum manik bhai. Eid Mubarak. I live in New York with my family. Originally I am from chittagong. This is best Eid celebration video I have seen in my life. I watched all of your Friday iftar video ln Ramadan time. I cried most of the time while watching those videos just because the way you have been feeding all those etim students. Also I watched all your qurbani goru kenar video since 2019 , I enjoy all the time. Please make sure don't forget to do this year 2022 . I can't wait to see this year also. I am really sorry about your father you lost him last year qurbani. May Allah swt place him highest place in jannah. Keep entertaining us all the time. I eagerly wait for your video every Friday. God bless you 🙏 Manik bhai and your family. Assalamualikum. Allah Hafez.
চিত্রপুরী সকল ভাইদের সকল বোনদের ঈদ মোবারক সেই সঙ্গে সঙ্গে মানিক ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দোয়া থাকবে মানিক ভাইয়ের জন্য মালয়েশিয়া থেকে দেখি যত ভিডিও আছে সবগুলোই দেখি মানিক ভাই আমরা তো কিছু দিতে পারব না একটা জিনিস পারব মন থেকে দোয়া করতে পারব
মানিক ভাই ঈদের অনুষ্ঠান খুব ভালো হয়েছে। আপনার কর্মীদের সঙ্গে নিয়ে আজ আপনার বাড়িতে ঈদ উদযাপন করেছেন এতে আপনার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল। ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক। ঈদ হোক মানবতার জন্য একটি অন্যতম ভালো উদাহরণ। ঈদের খুশি সবার ঘরে ঘরে পৌঁছে যাক এই কামনা করছি। আমিন।
বাবা ও সন্তান একে ওপর কে বুকে জড়িয়ে ধরলো সেই আবেগ ভরা দৃশ্য টা দেখে মন টা ভোরে গেলো স্যার . 👍👍👌👌❤️❤️
বাবা ছেলেদের বুকে জড়ানোর দৃশ্যটা দেখে মন ভরে গেল আপনাদের সবার জন্য দোয়া রইল আল্লাহ যেন সবাইকে নেক হায়াত দান করেন। আমি 🇮🇳ইন্ডিয়া আসাম থেকে।
এই গুলো স্ক্রিপ্টেড সাজানো 🙄
আপনার আজকের ঈদ আয়োজন অনুষ্ঠানটি আমার অন্তর ছুঁয়ে গেল। বিশেষ করে আপনি যখন আপনার সন্তানদের জিজ্ঞেস করলেন, "আমার জন্য কি দিবা?" তারা দুই ভাই বলল, "বুকভরা ভালোবাসা" আর আপনাকে জড়িয়ে ধরল, তখন মনে হলো আমার প্রয়াত বাবা আমার সামনে এসে দাঁড়িয়ে আছেন। অশ্রু আটকাতে পারলাম না। আগামী ৭মে তাঁর দশম মৃত্যুবার্ষিকী। আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি তাঁর জন্য।
Mashillah.alhamdulillah
very nc
সবাইকে ঈদ মোবারক বাবা-ছেলের ভালোবাসা দেখে চোখে পানি এসে গেল প্রত্যেকটা পরিবারে জেনো এমন ভালোবাসা থাকে কুয়েত থেকে
same to u bro
@@abusaidpathan4431 ঈদ মোবার ধন্যবাদ ভাই
ঈদ মোবারক
ভিডিওটা দেখে ঈদ এর আনন্দটা আরও বেরে গেল, আলহামদুলিল্লাহ।
অনেক মিস করছি বাবা মাকে...কতদিন হলো মায়ের সাথে ঈদ করিনা...বুকে অনেক কস্ট নিয়ে... প্রবাসে ঈদ করতে হয়.না আছে পাশে মা না আছে বাবা...না আছে একমাএ ছোট ভাই...না আছে মায়ের হাতের সুস্বাদু খাবার...ঈদ মোবারক কাকা
আল্লাহ তাআলা যেনো আমার এই ভাইআর (মা, বাবা) কে জান্নাতের উচ্চ মকাম দান করেন। অমিন। ভাই এই দুনিয়া ছেড়ে এক দিন আমরা সবাই চলে যেতে হবে , আল্লাহ তাআলা যেনো আপনাকি দৈর্জ দারন করার তৌফিক দেন ।আমিন
অপূর্ব এককথায় অসাধারণ আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ,সকলে ভালো থাকবেন ,ঈশ্বর আপনাদের সকলকে ভালো রাখুন ।
আমি ইন্ডিয়া থেকে বলছি চিত্রপুরী চ্যানেলে পরিবারকে কে ঈদের শুভেচ্ছা জানাই
আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর। অসাধারণ উদ্যোগ আল্লাহ কবুল করুক আমিন
আপনি সহ আপনার পুরো পরিবার কে দেখে মন ভরে গেল। Eid Mubarak চাচা এবং আপনার স্ব পরিবারের সকল সদস্য জানাই। 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤🙏🙏🙏🙏🙏
Truclips.net/video/4RHOdmFpzvk/видео.html
প্রিয় মানিক চাচা একটি বিষয় এখানে খুব সুন্দর ভাবে আমাদের শিক্ষা দিয়েছেন তা হলো,মালিক ও কর্মচারী কখনো আলাদা নয়,মানুষ হিসেবে সবাই সমান।আর কি সুন্দর দৃশ্য এখানে,মানিক চাচা পরিবেশন করছেন।ওনার দুই ছেলে পুরুষ কর্মচারীদের সাথে ও চাচিমা মহিলা কর্মচারীদের সাথে বসেই খাবার খাচ্ছেন। মাশাআল্লাহ
আমি কখনো কমেন্ট করি না
আজকে প্রথম করলাম
আপনার ছেলের কথা শুনে
আমার চোখে পানি এসে পড়েছে
বাবা ছেলের ভালোবাসা এমনই হয়
সন্তানদের শুধু ভালোবাসা ছাড়া
বাবাকে কিছুই দেওয়া যায় না,, 😭😭🙏🙏
আমার পক্ক থেকে আপনাকে ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
শুভ ইদ। আপনি আজ একটা খুবই দামী কথা বলেছেন- “আইন কি বলে জানি না, কিন্তু আমি আমার সম্পত্তি তিন ভাগে ভাগ করে দেবো”। ধন্যবাদ আপনাকে আপনার মহৎ কর্মের জন্য এবং এত বড় মনের জন্য।🙏
♥️
মাশাআল্লাহ, প্রতিটা পরিবারের মধ্যে এই ভালোবাসা বেঁচে থাক অনন্ত কাল।
আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো বাবা ছেলের ভালোবাসা দেখে মনটা জুড়িয়ে গেল
বাবা ছেলের কথা শুনে পরান ভরে গেল মনের অজান্তে চোখ ভিজে গেল ঈদ মোবারক সবাইকে
বাবা আর ছেলের ভালবাসা বেচে থাকুক চিরকাল।দোয়া রইলো।
বাবা ছেলের মোহাব্বত আর কোলাকুলি দেখে চোখে পানি ধরে রাখতে পারলাম না আল্লাহ আপনার পরিবারকে সুখে রাখেন আমিন।
চিত্রপুরী ছোট বড় সকলকে ঈদ মোবারক সবচেয়ে বড় বিষয় হলো বাবা ছেলেদের ভালোবাসা দেখে চোখে পানি এসে গেল
India থেকে বলছি।
চাচা শুভ ঈদ মোবারক এর শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে এবং আপনার কর্মীবাহিনীকে ও। ভাল থাকবেন সুস্থ থাকবেন সবসময় আর এই ভাবেই আপনার কর্মযুঘো চালিয়ে যাবেন। সালাম জানাই আপনাকে আপনার এই কর্মের জন্য।
আপনি একজন বাংলাদেশের মানবতার ফেরিয়ালা।
আপনাকে ও বাংলাদেশ থেকে ঈদের অনেক শুভেচ্ছা রইল।
এটা দারুণ একটা কাজ, অসাধারণ ভাবনা আল্লার মানুষের মাথার থেকে বেড়ায়। এরাই আপনার এই কর্ম কে সাফলাতা এনে দেয়। 👌👌👌👍👍👍👍
A vedio ta dekhe chokher pani pore gelo... Ato valobasa masha allah
When you and your two boy hugged, I got water in my eye, how good it would be if everyone had such love in father son
মানিক ভাই আপানাকে আল্লাহ্ রাব্বুল আলামিন নেক হায়াৎ দান করোন দোয়া করি। আপনার ঈদ আনন্দ আমার কাছে খুব ভালো লেগেছে।আসলে আপনি এক জন্য অসাধারন মানুষ দোয়া করি আল্লাহ্ পাক আপনাকে সর্বদায় সুস্থ রাখুন আমিন
ঈদ মোবারক মানবতার ফেরিওয়ালা ❤️
এগুলো বলা কিন্তু ঠিক না
আংকেল আপনার ব্লগ দেখতে আমার খুব বালো লাগে কাতার থেকে দেখছি এক কথায় অসাধারণ
খুবি সুন্দর। আল্লাহ্ সবাইকে নেক হায়াত দান করুন।
Masalla lndia
আপনার এই ভিডিওটা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না। আপনাদের বাবা সন্তানকে দেখে আমার বাবার কথা খুব মনে পড়ে গেলো। আপনাদের সকলের কাছে আমার বাবার জন্য দোয়ার দরখাস্ত। মহান আল্লাহ পাক যেনো আমার বাবাকে সহ পৃথিবীর সকল মরহুম বাবাকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন। পাশাপাশি দোয়া করি মহান আল্লাহপাক আপনার সন্তানদেরকেও আপনার মত বড় মনের মানুষ হিসেবে আল্লাহপাক কবুল করুক।
বাবার প্রতি ছেলেদের ভালোবাসা দেখে অজান্তে চোখের পানি চলে আসলো আজকে বাবা নেই বলে বুকে জরিয়ে ধরতে পারিনি 😭😭ভালো থেকো বাবা ওপারে তুমি,🤲😭😭
দেখতে দেখতে বাবা ছেলের ভালোবাসা কখন যে মনের অজান্তেই চোখে পানি চলে আসলো বুঝতেই পারলাম না আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ দোয়া করি আল্লাহ যেন আপনাকে সবসময় ভাল রাখে
ইমোশনাল এটাচমেন্টা বেশ আনন্দাদায়ক ছিল স্যার।আল্লাহ আপনার পরিবারকে বরকতময় করে রাখুক.....
অসাধারণ মনিকভাই আপনারমত মানুষযেন সারাবাংলাদেশে তৈরীহয়
আল্লাহ তায়ালা মানিক ভাইর সম্মান আরও অনেক গুণ বাড়িয়ে দিওক।
কাকা আপনাদের বাবা ছেলের ভালো বাসা দেখে আমার বাবার কথা মনে পরে গেছে
মানিক ভাই ঈদ মোবারক🌙❤️ভাই আপনার আর আপনার পরিবারের জন্য দোয়া ও শুভ কামনা রইলো🤲🤲❤️💚❤️
আপনি এবং আপনার ছেলেদের আনন্দঘন মুহুর্তটা দেখে চোখে পানি চলে আসলো। আব্বা ছাড়া ১০ বছর ঈদ পালন করলাম।
আল্লাহর কাছে দোয়া করি মানিক ভাই আল্লাহ যেন আপনাকে দীর্ঘজীবী হায়াত দান করেন এই প্রার্থনা আল্লার কাছে ধন্যবাদ
আসুলে বাবার প্রতি।ছেলে মেয়ের ভাল বাসা। এরকম হওয়া উচিত ছোট বাবুকে অনেক ধন্যবাদ। আমি টাংগাইলে নাগরপুর বাউসাইদ সোদিআরব থেকে বলছি দারুণ হয়েছে।
Eid Mubarak
অনেক সুন্দর ঈদ কাটালেন, ভালো লাগলো।
আলহামদুলিল্লাহ আপনার জন্য অনেক দুয়া রইল আল্লাহর কাছে
মহান আল্লাহ আপনাকে আরও বেশি বেশি মানুষকে খাওয়াতে ও সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করুন আমিন।
আমার দেখা বাংলাদেশের সেরা ইউটিউবার মানিক ভাই।আর একটা না বলে পারছি না।মানিক ভাই যেমন একজন ভালো মানুষ তার পরিবারের প্রতি টা সদস্য ও তেমনি ভালো।যে মানিক ভাইয়ের ২ টা ছেলে এবং তাদের মা মানিক ভাইয়ের বউ।আমার মনে হয় পরিবারের সবাই ভালো সাফট করে বলেই মানিক ভাই এতো ভালো কাজ করতে পারে। দোয়া রইলো মানিক ভাই এগিয়ে জান।
ঈদ মোবারক মানিক ভাই ও আপনার পরিবারের সবাইকে। পারিবারিক বন্ধন দেখে ভাল লাগলো। ❤❤❤
সবাই কে। ঈদ মোবারক এই ভিডিও দেখে। চোখে পানি চলে। আসছে। মাশাআল্লাহ খুব সুন্দর ভিডিও ♥️♥️
আজ ঈদের এই আনন্দের মুহূর্তেও নিজের অজান্তেই চোখ হতে জল গড়িয়ে পড়লো। সত্যি, বাবাকে আমরা বুক ভরা ভালোবাসা ছাড়া কিছুই দিতে পারি না। 🥺🥺
চিত্রপুরীর সকল সদস্যদের ঈদ মোবারক। এভাবেই হাসিখুশিতে ভরে থাকুক আপনাদের জীবন। 🙏❤❤❤
ঈদ মোবারক।। আপনার কথা শুনে প্রান জুড়িয়ে গেল।।
অনেক সুন্দর আয়োজন। সবাইকে ঈদের শুভেচ্ছা।
আসসালামু আলাইকুম মানিকভাই। ঈদমোবারক দোয়া রইলো ভালো থাকুন দীর্ঘ জিবি হউন প্রিয় মানুষ। আমি আপনার দোস্তো হতেচাই।
I can't control my tears 😢 in my eyes.... Sir you are really a great human.... Good deed ..... Love from 🇮🇳 india.... Eid mubarak......
সবাই কে ইদ মোবারক ভিডিও টা দেখে অনেক ভালো লাগলো ধন্যবাদ চিএপুরি পরিবার কে
সবাইকে ঈদ মোবারক বাবা-ছেলের ভালোবাসা দেখে চোখে পানি এসে গেল প্রত্যেকটা পরিবারে জেনো এমন ভালোবাসা থাকে গাইবান্ধা জেলা থেকে অসখ্য ধন্যবাদ মানিক ভাই
মাশাআল্লাহ, অসাধারণ অসাধারণ। অনেক অনেক দোয়া রইলো সবার জন্য
ঈদ মোবারক স্যার আপনাকে ও আপনার সকল সহকর্মী সকলকে, ভালো থাকবেন. 🙏🙏
সবকিছু ভালো, আপনার মানবতার এই সেবা অসাধারণ।। আরো বেশি ভালো লেগেছে একটা বিষয় আপনার সাহায্যকারী বা যারা আপনার কাজ করে তারা যে পাঞ্জাবি পায়জামা পড়েছে, আপনার নিজের ছেলে সন্তানরাও ঠিক সেই একই পায়জামা পাঞ্জাবি পড়েছে।।। ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ঈদ মোবারক
মানিক স্যারকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুন আমিন।From West Bengal
অনেক চেষ্টার পর ঈদের দিনে আমাদের এক মাত্র ভাবীর দেখা পেলাম। ঈদ মোবারক।
আশিক, রাজশাহী।
সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক 🌺🌺🌺 গাজীপুর থেকে 🇧🇩🇧🇩
Alhamdulillah onek valo laglo apnader eid wjjapon
আল্লাহ আপনার এই ভালোবাসায় সারাটা জীবন জড়িয়ে রাখুক আমিন
ভাই আমি আপনার ভিডিও সবসময় দেখি কিনতু কনো কোমেনট করিনা আজকে না লিখে আর পারলামনা আপনাদের বাবা ছেলের এতো ভালোবাসা দেখে চখের পানি ধরে রাখতে পারিনাই আপনার ও আাপনার পরিবারের এবং আপনার সাথেযারা করমিবাহিনিদেরকে সবার জুন্য দোয়া করছি আল্লাহ যেন এই কাজগুলি কবুল ও দিরঘআইউ দানকরেন আমিন
বাবা ছেলের ভালোবাসা দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি...
আজকে ৮বছর হয়েছে,,বাবা ছাড়া ঈদ উদযাপন করলাম..😢😢
আপনার সব বিডিও দেখি কিন্তু কোন দিন কমেস করি নায় কিনতু আজ না কটে পারলাম না চোখের পানি চোলে এলো
মানিক ভাই আপনাকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদের আনন্দ অনেক সুন্দর লাগছে ❤❤❤❤❤❤❤❤❤
মানিক আংকেলের ভিডিও দেখলেই মনে হয় কিসের এতো অহংকার মানুষে মানুষের মাঝে?
সত্যি আংকেল আপনার কোনো তুলনা হয় না, অনেক ভালোবাসা জানাচ্ছি ❤ আংকেল
আল্লাহ আপনি এমন সুন্দর একটি পরিবার বানিয়েছেন
বিজয়কে সবচেয়ে ভালো লাগছে।
I can't express my feelings in words.
Love you uncle. May Allah protect you and your family.
❤️From India.
Truclips.net/video/4RHOdmFpzvk/видео.html
মানিক ভাই ঈদ মোবারক 🌙🌙
সত্যি বলতে বড় ভাই আপনার এই ঈদ উদযাপন মন ছুয়ে গেল। দোয়া ও ভলোবাসা রইল অফুরন্ত আপনার পরিবারের এবং আপনার সকল সহকর্মির জন্য। জাজাকাল্লাহ খাইরান ❤️❤️
মানিক ভাই ঈদ মোবারক।ছেলে মেয়ে কে নিয়ে ঈদের আনন্দ বলে বুঝতে পারছি না।বিশেষ করে আপনার এই আয়োজন দেখে কান্না আসলো।
ঈদ মোবারক প্রিয় মানিক ভাই
সবাইকে ঈদের শুভেচ্ছা
মানিক ভাই এই মাঝ রাতে বাতিজদের ভালোবাসা দেখে পুরাই ইমুশনালে হিট খেলাম,ঈদ মোবারক
আসসালামু আলাইকুম ঈদ মোবারক
সবাইকে দেখে সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ্
আসসালামু আলাইকুম অসম্ভব সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে
আপনাদের সবাইকে ঈদ মোবারক। বিশেষ করে আপনার টিমের সকল সদস্যদের আন্তরিক অভিনন্দন। আসলে রান্না শুরু থেকে শেষ পর্যন্ত সত্যি কষ্টসাধ্য। যারা এ কাজ করে তারাই বুঝতে পারে। যাহোক সবাই সুস্থ আর ভালো থাকুন। আললাহ হাফেজ।
দোয়া করি সারা জীবন এমন আনন্দ-উৎসবে কাটুক আপনার পরিবার এবং আপনার পরিবার সহ আপনার সকল দর্শকদের জানাই অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক দোয়া ও অভিনন্দন সবাইকে ঈদ মোবারক
আপনার সকল টিমের জন্য শুভকামনা করি।সকল কে জানায় ঈদ মোবারক।
ঈদ মোবারক
এক কথায় অসাধারণ অপূর্ব।
আপনার সকল টিমের জন্য শুভকামনা ঈদ মোবারক
আমি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ আপনার আপনার আপনার আপনাদের দিনাজপুর থেকে দেখছি।
❤️❤️❤️❤️ পরিবারের সকলের জন্যে দুআ এবং শুভ কামনা রইলো
অনেক সুন্দর একটা আয়োজন, এখানে স্যার এর পরিবার একটা সুন্দর পরিবার,এ কারণে সবাই মিলে একসাথে এগিয়ে যাচ্ছে। দোয়া করি স্যার যেন এভাবে আরও ভাল কাজ করতে পারেন। আমার আরও ভালো লাগলো বড় ভাই ও ছোট ভাইয়ের বাবার প্রতি ভালোবাসা।
আজকের ভিডিও খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর হয়েছে। চিত্রপুরী টিম এবং সবার প্রিয় মানিক ভাইকে পবিত্র ঈদুল-ফিতরের শুভেচ্ছা।
ঈদ মোবারক
মাশা আল্লাহ সবাই কে ঈদ মোবারক
ভালোবাসা অবিরাম মানিক ভাই আপনার পরিবারের প্রতি।
মানিক ভাই,
আপনাকে এবং আপনার টিমকে সবাইকে ঈদ মোবারক।
🤲🤲🤲🤲
Asslamu alikum Happy Eid mubarak to everyone. Alhamduililah Nice Eid video. Thank so much. Allah hafiz
ঈদ মোবারক মানিক ভাই বাবাকে নিয়ে ভালোবাসা দেখে আমি অনেক গর্বিত হলাম 🥰সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই
Eid Mubarak God bless you
And your Team
মানিক ভাই, আমি আপনার ভিডিও গুলো সবসময় মনোযোগ সহকারে দেখি, আজকে আপনার ভিডিও খুব সুন্দর হয়েছে, তার মধ্যে ঈদ সালামি দেওয়া,এবং পুরো পরিবারকে দেখতে পাওয়া,এক অন্য রকম আনন্দ৷
আজকে আবার পুরো ভিডিও দেখলাম আর হাসিতেছি
যার বাবা নেই সেই বুঝে বাবা কি জিনিস,, আমার বাবা চলে গেছেন না ফেরার দেশে ১৯৯৯ তে,, সবাই আমার বাবা জন্যে দোওয়া করবেন,,, আজকে মানিক ভাই আপনাদের বাবা ছেলের ভালোবাসা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না,, আমি আপনার প্রতেক টা ভিডিও দেখি ৪ বছরের মতো হবে,, কোনো দিন কমেন্ট করি নাই শুধু লাইক দিতাম,, আজকে কমেন্ট না করে থাকতে পারলাম না,, অনেক মিস করি বাবা কে,,, ছোট বেলায় বাবা হারানোর কি জ্বালা যে হারিয়েছে সেই বুঝে 😭😭😭
আসসালামূআইলাইকূম রহি মানিক ভাইকে অভিনন্দন ও ঈদ মোবারক
Assalamualikum manik bhai. Eid Mubarak. I live in New York with my family. Originally I am from chittagong. This is best Eid celebration video I have seen in my life. I watched all of your Friday iftar video ln Ramadan time. I cried most of the time while watching those videos just because the way you have been feeding all those etim students. Also I watched all your qurbani goru kenar video since 2019 , I enjoy all the time. Please make sure don't forget to do this year 2022 . I can't wait to see this year also. I am really sorry about your father you lost him last year qurbani. May Allah swt place him highest place in jannah.
Keep entertaining us all the time. I eagerly wait for your video every Friday.
God bless you 🙏 Manik bhai and your family.
Assalamualikum. Allah Hafez.
Assalamualaikum how are you?
আজকের ভিডিওটা খুব ভালো লাগছে ধন্যবাদ আপনাকে
আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ❤❤❤❤❤
চিত্রপুরী সকল ভাইদের সকল বোনদের ঈদ মোবারক সেই সঙ্গে সঙ্গে মানিক ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দোয়া থাকবে মানিক ভাইয়ের জন্য মালয়েশিয়া থেকে দেখি যত ভিডিও আছে সবগুলোই দেখি মানিক ভাই আমরা তো কিছু দিতে পারব না একটা জিনিস পারব মন থেকে দোয়া করতে পারব
মাসআল্লহ খুব সুন্দর হয়েছে বিডিও
এক কথাই অসাধারণ মানিক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ
,আলহামদুলিল্লাহ জাজাকুমুল্লাহ খাইর।ঈদমুবারক
মানিক ভাই অনেক ভালো লাগছে, আপনার মেয়ে যে আপনার বন্ধু কে সালামি দিছে সেটা একটু বেশিই মজা দিছে সবাইকে, আমার মনে হলো,ধন্যবাদ।
আপনার জন্য সবসময় দুয়া ও বুক ভরা ভালোবাসা রইল শ্রদ্ধেয় মানিক চাচা ❤️💯💯
মানিক ভাই ঈদের অনুষ্ঠান খুব ভালো হয়েছে। আপনার কর্মীদের সঙ্গে নিয়ে আজ আপনার বাড়িতে ঈদ উদযাপন করেছেন এতে আপনার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল।
ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক। ঈদ হোক মানবতার জন্য একটি অন্যতম ভালো উদাহরণ। ঈদের খুশি সবার ঘরে ঘরে পৌঁছে যাক এই কামনা করছি। আমিন।
এই পর্বটিতে আমি অনেক হেসেছি কেঁদেছি আনন্দ করেছি সত্যি আমি মুগ্ধ ❤❤❤
দুনিয়ার বাবা আর ছেলে মেয়ে সম্পুর্ন পরিবারের এমন সম্পর্ক থাকা উচিত, মানিক ভাই আপনার মত ভালোবাসা সাবার মাঝে থাকুন এই আমার কামনা।