গোটা একটা পাহাড় কেটে বানিয়েছেন রাস্তা শুধুমাত্র নিজের স্ত্রীকে ভালোবেসে। জেনে নিন কে এই দশরথ মাঝি?

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • অমর প্রেমিক শাহজাহানের কথা তো আমরা সকলেই জানি, যিনি নিজের প্রিয়তমা বেগমকে ভালোবেসে তার স্মৃতির উদ্দেশ্যে বানিয়েছিলেন তাজমহল। তবে জানেন কি, এই ভারতবর্ষের বুকে আরো এক অমর প্রেমিক রয়েছেন, যিনি নিজের স্ত্রীকে ভালোবেসে পাহাড় কেটে রাস্তা বানিয়েছিলেন। যে পাহাড় ছিনিয়ে নিয়েছিলো তার প্রিয়তমা স্ত্রীকে, সেই পাহাড়কে বশে এনেই তিনি উপাধি পেয়েছিলেন "পাহাড় পুরুষ" নামে। ২২ বছর ধরে অসাধ্যকে সাধন করা এই মহান পুরুষের নাম - দশরথ মাঝি।
    ভারতের বিহার রাজ্যের গেহলৌর গ্রামের বাসিন্দা দশরথ মাঝি, ১৯৩৪ সালে গেহলৌর গ্রামের বাসিবিধি এলাকায় জন্মগ্রহণ করেন। এখন সেই জায়গাটি " দশরথ নগরী‌ " হিসেবে পরিচিত। পাহাড় বেষ্টিত এই গ্রামের সবাই হলো দলিত সম্প্রদায়ের মানুষ। তবে, সমাজের ভেদ প্রথার কারণে আগে মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন‌ এই মানুষগুলি। অন্ন, বস্ত্র বাসস্থানের কথা বাদ দিলেও এদের সবচেয়ে কাছের হাসপাতাল ছিলো ৭০ কিমি দূরে।
    যুব বয়সে দশরথ মাঝি বাড়ি থেকে পালিয়ে যান এবং ধানবাদের একটি কয়লাখনিতে কাজ করা শুরু করেন। এরপর, তিনি গ্রামে ফিরে ফাল্গুনী দেবির সাথে বিবাহবন্ধনে অবদ্ধ হন। দিনমজুর দশরথ মাঝি ফাল্গুনীকে বিয়ে করে ঘর বাঁধেন এই গ্রামে। তবে, কয়লা খনিতে কাজ‌ করার জন্য দশরথকে পাহাড়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হতো। আর, তার জন্য খাবার নিয়ে পৌঁছতেন ফাল্গুনী। একদিকে দশরথের হার ভাঙা খাটুনি আর অপরদিকে ফাল্গুনীর বিপদজনক পথ পেরিয়ে আসার এইসময়টা মিলিত হলে খুব মধুর মনে হতো তাদের। একদিন ফাল্গুনীর আসার সময় পেরিয়ে গেলে চিন্তায় পড়ে যান দশরথ। পাহাড় দিয়ে পা হড়কালে আর রক্ষে নেই ফাল্গুনীর। তবে, সেই দুঃস্বপ্নকেই সত্যি করে খবর দিলো গ্রামবাসী। পা হড়কে গেছে ফাল্গুনীর, গুরুতরভাবে আহত হয়েছে সে। ৭০ কিলোমিটার দুরে হাসপাতালে নিয়ে যেতে যেতেই পথে শেষ‌ নিশ্বাস ত্যাগ করে ফাল্গুনী।
    #motivation #viralreels #motivebangla #banglapoetry #information #love #sad #motivational #shayari #dasarathmajhi#mountaionman#bihar#nawazuddin#radhikapte#bengali

Комментарии •