মানুষ | কাজী নজরুল ইসলাম | Manush | Kazi Nazrul Islam | Bengali Recitation | Bangla Kobita | Priti

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии •

  • @nadermolla2037
    @nadermolla2037 2 года назад +39

    অতুলনীয়, অমর নজরুল, বেঁচে থাকুক মানুষের হৃদয়ে।
    অমায়িক আবৃত্তি। অনেক ভালোবাসা আপনার জন্য।

  • @manashichakraborty7580
    @manashichakraborty7580 3 года назад +49

    Darun লাগলো।নজরুল ইসলাম সব ধর্ম বর্নে র উর্ধ্বে মানবতার গান গেয়ে গেছেন।তোমার কণ্ঠে অসাধারন ফুটে উঠেছে কবির কথা।

    • @ad-dinkazdiabr5965
      @ad-dinkazdiabr5965 2 года назад +1

      ধন্যবাদ

    • @আল্লাহআমাররব-হ৩ষ
      @আল্লাহআমাররব-হ৩ষ 2 года назад +1

      সুন্দর গান

    • @muhammedjamilather5279
      @muhammedjamilather5279 Год назад

      আমি খুব অবাক হই যখন আমাদের মুসলমানদের মধ্যে কেউ মানবতার কথা বলে। কে এই বিশ্বকে মানবতার শিক্ষা দিয়েছে?অবশ্যই ইসলাম এবং একমাত্র ইসলাম।আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সকল নবী একই সময়ে পৃথিবীতে প্রেরিত হয়েছেন যখন পৃথিবী থেকে মানবতা বিলুপ্ত হয়ে গিয়েছিল। ইবলিস আমাদের বোকা বানায়, আমাদেরকে ইসলাম থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য সে আমাদের মনে মানবতা রাখে, আর একটা আশ্চর্য ব্যাপার হল আজ মুসলমানরাও বলে মানবতাই পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম। মানবতাই যদি সর্বশ্রেষ্ঠ ধর্ম হতো, তাহলে ইসলামের আগে পৃথিবীতে মানবতা কেন দেখা যেত না? ইসলামের আগে মানুষ কি তাদের মেয়েদের মক্কায় দাফন করত না? প্রত্যেক শ্রমিক ও বড় বড় পুঁজিপতিরা কি অত্যাচার করত না? আর আমার কাছে মনে হয় ইবলিস মুসলিম সমাজে সফল। সে আমাদেরকে মানবতার নামে অনেক অন্যায় কাজ করতে বাধ্য করছে। তাই আমি নিজেকে মুসলিম বলে যারা শুধু ইসলাম ও ইসলামি শিক্ষা জানে এবং বোঝে তাদের সবাইকে তা অধ্যয়নের জন্য অনুরোধ করছি। আমরা যদি মানবতার ধর্ম মেনে চলি তাহলে আমরা অবশ্যই বিপথগামী হব এবং আল্লাহর পথ ত্যাগ করব এবং আল্লাহর বিচারের দিন হয়তো আমরা ব্যর্থ হব।
      মোহাম্মদ জামিল আত্মার
      বাংলা ল্যাঙ্গুয়েজ সোসাইটি ইন পাকিস্তান। করাচি

  • @sourabbhattacharjee733
    @sourabbhattacharjee733 5 лет назад +98

    নজরুলের কবিতা শুনে সত্যিই মন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠে। তিনি অমর হয়ে থাকুন

    • @pritipandit_bangla_kobita
      @pritipandit_bangla_kobita  4 года назад +12

      Onek dhonyobad. Natun kobita shunun

    • @user-thegirl-2r
      @user-thegirl-2r Год назад

      ​@@pritipandit_bangla_kobitaআপনার কবিতা আবৃত্তি করাকালীন আবৃত্তির অঙ্গভঙ্গি আসলেই অসাধারণ।কিন্তু, কবিতায় আপনি আদম, দাউদ, ঈসা, মুসা বলার বদলে আদম দাউস, ঈসা, মুসা বলেছেন। তবে কিছু মনে করবেন না।

    • @sanmitramandal9165
      @sanmitramandal9165 11 месяцев назад

      ,, 😊 at. Z,

    • @RameshDeka-v7s
      @RameshDeka-v7s 6 месяцев назад

      এত সু ললিত কণ্ঠেৰ আবৃত্তি শুনেনি পূৰ্বে ।

  • @Aesthetic_Fairy_143
    @Aesthetic_Fairy_143 3 года назад +349

    ফিরে এসো কবি।তোমারে খুব প্রয়োজন।

    • @amarkotha6927
      @amarkotha6927 3 года назад +1

      W wrsysgwyetshxhduf u

    • @rafianmahinpittu5865
      @rafianmahinpittu5865 3 года назад +6

      Thik😔😔

    • @no1ishandas
      @no1ishandas 3 года назад +4

      @@amarkotha6927 what

    • @protyoyganguly5535
      @protyoyganguly5535 3 года назад +2

      @@rafianmahinpittu5865 s

    • @tanvirpolash6390
      @tanvirpolash6390 3 года назад +10

      তিনি আবার ফিরে আসবে তবে অন্য কোনো রূপে হয়তো তোমার মাঝে!

  • @hawladersabuj6948
    @hawladersabuj6948 3 года назад +74

    নজরুল তুমি আছো প্রতিটা বাঙালির হৃদয়ে❤️❤️

  • @bablabanjuniorhighschool994
    @bablabanjuniorhighschool994 4 года назад +8

    এই কবি র কোনো তো তুলনা হয় না। কিন্তু " হে প্রীতি শুনে তোমার আবৃত্তি ভরে গেল মন তাই করি তোমার শুকৃতি ভগবানের কৃপায় ভবিষ্যতে হ্ও আর ও বর আকৃতি "ধন্যবাদ

  • @bappikhan4170
    @bappikhan4170 3 года назад +58

    কলিজা শীতল হয়ে যাচ্ছে বিদ্রেহী কবি কাজী নজরুল ইসলাম এর কবিতা শুনে❤️😍।

  • @RoZa-l7k
    @RoZa-l7k 3 дня назад +1

    ফিরে এসো কবি ❤❤❤

  • @mrsmit1673
    @mrsmit1673 3 года назад +46

    মানুষ
    - কাজী নজরুল ইসলাম---সাম্যবাদী
    গাহি সাম্যের গান-
    মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান্‌ ।
    নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি,
    সব দেশে সব কালে ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।-
    ‘পূজারী দুয়ার খোলো,
    ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হ’ল!’
    স্বপন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয়,
    দেবতার বরে আজ রাজা-টাজা হ’য়ে যাবে নিশ্চয়!
    জীর্ণ-বস্ত্র শীর্ণ-গাত্র, ক্ষুধায় কন্ঠ ক্ষীণ
    ডাকিল পান’, ‘দ্বার খোল বাবা, খাইনি ক’ সাত দিন!’
    সহসা বন্ধ হ’ল মন্দির, ভুখারী ফিরিয়া চলে,
    তিমির রাত্রি, পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে!
    ভুখারী ফুকারি’ কয়,
    ‘ঐ মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয়!’
    মসজিদে কাল শির্‌নী আছিল,-অঢেল গোস-র”টি
    বাঁচিয়া গিয়াছে, মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি,
    এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন্‌
    বলে, ‘ বাবা, আমি ভূখা-ফাকা আমি আজ নিয়ে সাত দিন!’
    তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা-‘ভ্যালা হ’ল দেখি লেঠা,
    ভূখা আছ মর গো-ভাগাড়ে গিয়ে! নামাজ পড়িস বেটা?’
    ভূখারী কহিল, ‘না বাবা!’ মোল্লা হাঁকিল-‘তা হলে শালা
    সোজা পথ দেখ!’ গোস-র”টি নিয়া মসজিদে দিল তালা!
    ভুখারী ফিরিয়া চলে,
    চলিতে চলিতে বলে-
    ‘আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু,
    আমার ক্ষুধার অন্ন তা ব’লে বন্ধ করনি প্রভু।
    তব মস্‌জিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবী।
    মোল্লা-পুর”ত লাগায়েছে তার সকল দুয়ারে চাবী!’
    কোথা চেঙ্গিস্‌, গজনী-মামুদ, কোথায় কালাপাহাড়?
    ভেঙে ফেল ঐ ভজনালয়ের যত তালা-দেওয়া-দ্বার!
    খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা?
    সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা!
    হায় রে ভজনালয়,
    তোমার মিনারে চড়িয়া ভন্ড গাহে স্বার্থের জয়!
    মানুষেরে ঘৃণা করি’
    ও’ কারা কোরান, বেদ, বাইবেল চুম্বিছে মরি’ মরি’
    ও’ মুখ হইতে কেতাব গ্রন’ নাও জোর ক’রে কেড়ে,
    যাহারা আনিল গ্রন’-কেতাব সেই মানুষেরে মেরে,
    পূজিছে গ্রন’ ভন্ডের দল! মূর্খরা সব শোনো,
    মানুষ এনেছে গ্রন’;-গ্রন’ আনেনি মানুষ কোনো।
    আদম দাউদ ঈসা মুসা ইব্রাহিম মোহাম্মাদ
    কৃষ্ণ বুদ্ধ নানক কবীর,-বিশ্বের সম্পদ,
    আমাদেরি এঁরা পিতা-পিতামহ, এই আমাদের মাঝে
    তাঁদেরি রক্ত কম-বেশী ক’রে প্রতি ধমনীতে রাজে!
    আমরা তাঁদেরি সন্তান, জ্ঞাতি, তাঁদেরি মতন দেহ,
    কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ।
    হেসো না বন্ধু! আমার আমি সে কত অতল অসীম,
    আমিই কি জানি-কে জানে কে আছে
    আমাতে মহামহিম।
    হয়ত আমাতে আসিছে কল্কি, তোমাতে মেহেদী ঈসা,
    কে জানে কাহার অন- ও আদি, কে পায় কাহার দিশা?
    কাহারে করিছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাথি?
    হয়ত উহারই বুকে ভগবান্‌ জাগিছেন দিবা-রাতি!
    অথবা হয়ত কিছুই নহে সে, মহান্‌ উ”চ নহে,
    আছে ক্লেদাক্ত ক্ষত-বিক্ষত পড়িয়া দুঃখ-দহে,
    তবু জগতের যত পবিত্র গ্রন’ ভজনালয়
    ঐ একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয়!
    হয়ত ইহারি ঔরসে ভাই ইহারই কুটীর-বাসে
    জন্মিছে কেহ- জোড়া নাই যার জগতের ইতিহাসে!
    যে বাণী আজিও শোনেনি জগৎ, যে মহাশক্তিধরে
    আজিও বিশ্ব দেখনি,-হয়ত আসিছে সে এরই ঘরে!
    ও কে? চন্ডাল? চম্‌কাও কেন? নহে ও ঘৃণ্য জীব!
    ওই হ’তে পারে হরিশচন্দ্র, ওই শ্মশানের শিব।
    আজ চন্ডাল, কাল হ’তে পারে মহাযোগী-সম্রাট,
    তুমি কাল তারে অর্ঘ্য দানিবে, করিবে নান্দী-পাঠ।
    রাখাল বলিয়া কারে করো হেলা, ও-হেলা কাহারে বাজে!
    হয়ত গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে!
    চাষা ব’লে কর ঘৃণা!
    দে’খো চাষা-রূপে লুকায়ে জনক বলরাম এলো কি না!
    যত নবী ছিল মেষের রাখাল, তারাও ধরিল হাল,
    তারাই আনিল অমর বাণী-যা আছে র’বে চিরকাল।
    দ্বারে গালি খেয়ে ফিরে যায় নিতি ভিখারী ও ভিখারিনী,
    তারি মাঝে কবে এলো ভোলা-নাথ গিরিজায়া, তা কি চিনি!
    তোমার ভোগের হ্রাস হয় পাছে ভিক্ষা-মুষ্টি দিলে,
    দ্বারী দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে খেদাইলে।
    সে মার রহিল জমা-
    কে জানে তোমায় লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা!
    বন্ধু, তোমার বুক-ভরা লোভ, দু’চোখে স্বার্থ-ঠুলি,
    নতুবা দেখিতে, তোমারে সেবিতে দেবতা হ’য়েছে কুলি।
    মানুষের বুকে যেটুকু দেবতা, বেদনা-মথিত সুধা,
    তাই লুটে তুমি খাবে পশু? তুমি তা দিয়ে মিটাবে ক্ষুধা?
    তোমার ক্ষুধার আহার তোমার মন্দোদরীই জানে
    তোমার মৃত্যু-বাণ আছে তব প্রাসাদের কোন্‌খানে!
    তোমারি কামনা-রাণী
    যুগে যুগে পশু, ফেলেছে তোমায় মৃত্যু-বিবরে টানি’।

  • @mdsujonislammdsadakulislam1745
    @mdsujonislammdsadakulislam1745 3 года назад +34

    বিশ্ব সেরা কবিতা এটা

    • @NoorNobi-pm1xp
      @NoorNobi-pm1xp 3 месяца назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @RoZa-l7k
      @RoZa-l7k 3 дня назад

  • @safikulislam-ih7gp
    @safikulislam-ih7gp 9 месяцев назад +3

    প্রিয় কবি, আমার প্রিয় কবি।।❤❤❤

  • @jewelrana74
    @jewelrana74 3 года назад +16

    অসাধারণ আবৃতি,,,শুনে মনটা জুড়ে গেল???

  • @debasishbabu6051
    @debasishbabu6051 9 месяцев назад

    আজ খুবি প্রয়োজন হে কবি তোমায়।

  • @mrinmoyroy3379
    @mrinmoyroy3379 11 месяцев назад +2

    শিক্ষা নিক অহংকার সর্বস্ব বর্তমান সমাজ।প্রণাম কবি নজরুল। প্রণাম।

  • @mrkmedia4372
    @mrkmedia4372 6 месяцев назад +12

    হে কবি , মাটি ও মানুষের মাঝে তোমার খুব প্রয়োজন।

  • @MizanurRahman-xc6vo
    @MizanurRahman-xc6vo 10 месяцев назад

    অনেক সুন্দর কবিতা টা

  • @anitadatta1303
    @anitadatta1303 5 лет назад +16

    অসাধারণ কথার অতুলনীয় কবিতার আবৃত্তি মনকে নাড়া দিয়ে গেলো।

  • @asitachakraborty4348
    @asitachakraborty4348 15 дней назад

    Asadharon abritti poribeshan. Kaji Najrul Islam achen amader hridoye. 🙏🙏

  • @mahedihasanpoem9589
    @mahedihasanpoem9589 3 года назад +36

    অসাধারণ আবৃত্তি। যতবারই শুনি পিয়াস মিটে না।

  • @morningwindow9230
    @morningwindow9230 Год назад +4

    আশিটা বছর কেটে গেলো আমি ডাকিনি তোমায় কভু, তা বলে ক্ষুধার অন্ন বন্ধ করনি প্রভু
    এমন দুটি লাইন লিখতে হলে জন্মাতে হবে হাজার বার।
    কাজী নজরুল ইসলাম তুমি সেরা। অমর হয়ে রবে।

  • @anitadatta1303
    @anitadatta1303 3 года назад +9

    অসাধারণ একটা আবৃত্তি । মনকে নাড়া দিয়ে গেলো। এই কবিতা বর্তমান সময়ের জন্য খুবই উপযুক্ত ।

  • @piklupriyo5081
    @piklupriyo5081 3 года назад +20

    বাহ্, নজরুলের এই কবিতাটা তোমার কন্ঠে খুবই চমৎকার হয়েছে। অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো তোমার জন্য।

  • @তিনবোন
    @তিনবোন 3 года назад +48

    বাংলার ৪ কোটি পরিবারে নজরুলের মত সন্তান প্রয়োজন।

  • @mdazizulhoque3409
    @mdazizulhoque3409 5 лет назад +80

    এতো সুন্দর কথা আল্লাহ তোমাকে জান্নাত দান করুন আমিন

  • @sultanmahmudroni5132
    @sultanmahmudroni5132 2 года назад +5

    সবার উপরে মানুষ সত্য,তাহার উপরে নাই।
    মানব জাতির সেবা কর বৎস
    সৃষ্টির্কতাকে পাবে....

    • @kamrulhasanbabu4269
      @kamrulhasanbabu4269 2 года назад

      সব পাপ ধুঁয়ে যাক,, মোনাফিক কখনো হয় কি ক্ষতো তবো পাক,,?

  • @anishbanerjee3476
    @anishbanerjee3476 10 месяцев назад

    অসাধারণ একটি লেখা

  • @salamchowdhury749
    @salamchowdhury749 3 года назад +12

    অসাধারণ সুন্দর, আল্লাহ আপনার মঙ্গল করুক।

  • @banglakobitaprovonjon2555
    @banglakobitaprovonjon2555 2 года назад +3

    Very Nice , মনটা ছুয়ে গেল।এত সুন্দর আবৃত্তি শুনে এটার মর্মার্থটা এখন বুঝতে পারছি। ধন্যবাদ।

  • @kalyanimahata5635
    @kalyanimahata5635 2 года назад +6

    কাজি নজরুল ইসলাম আপনি যেখানে যত দূরেই থাকুন । আপনাকে শতকোটি নমস্কার ।

  • @alpanabhattacharya8500
    @alpanabhattacharya8500 3 года назад +9

    দারুন আবৃত্তি। বারবার শুনতে ইচ্ছা করে।

  • @Hejgh-x1l
    @Hejgh-x1l 2 месяца назад +1

    আসবে কি ফিরে এমন মহা মানুষ এই বাংলায়। আবৃতির তুলনা হয় না

  • @mozammelhaque3116
    @mozammelhaque3116 4 месяца назад +1

    Musolmander gourob KAZI NOJRUL ESLAM🎉😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bijoy540
    @bijoy540 Год назад

    Sune chokhe jol chole elo

  • @anwarmamun2020
    @anwarmamun2020 4 года назад +41

    How powerful imagination and powerful message! Our great poet Nozrul.. Salute!

  • @dipikaroy8979
    @dipikaroy8979 3 года назад +2

    Asadharon asadharon

  • @shajninakter4816
    @shajninakter4816 2 года назад +3

    গায়ে কাটা দিয়ে গেল আবৃতি শুনে অসাধারণ আবৃত্তি

  • @mahfuz5265
    @mahfuz5265 3 года назад +4

    অসাধারণ, গায়ে কাঁটা দিয়ে উঠলো ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @KobiEbongKobita
    @KobiEbongKobita Год назад +1

    হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো আবৃত্তি, অসাধারণ -

  • @aminurrahman8160
    @aminurrahman8160 Год назад +2

    হে কবি তোমাকেই প্রয়োজন

  • @ForkanUddin-ul7gl
    @ForkanUddin-ul7gl 3 месяца назад

    আমি গাহিব শুধু মানবতা ও মানুষের গান...এই দেহে যতদিন থাকে আমার প্রান... সবার উপরে মানুষ সত্য তাহার উপরে কিছু নেই.... আমিন।

  • @mariyadewan5825
    @mariyadewan5825 3 года назад +3

    ❤️❤️kichu bolar nei ❤️❤️❤️💯💯

  • @lrdoccational07
    @lrdoccational07 3 года назад +7

    চমৎকার আবৃত্তি।

  • @EliyajHossain-q1j
    @EliyajHossain-q1j 4 месяца назад +1

    হে তোমাকে সালাম

  • @abdulmotinjakir1216
    @abdulmotinjakir1216 3 года назад +3

    চমৎকার চমৎকার

  • @LitonbeparyLitonbepary-oh2ni
    @LitonbeparyLitonbepary-oh2ni Год назад +2

    ধন্যবাদ, কবি,নজরুল ইসলাম সুফি,সাধক❤❤❤

  • @jakariaahmedjakir2260
    @jakariaahmedjakir2260 5 лет назад +14

    অনেক অনেক শুভেচ্ছা সহ আন্তরিক অভিনন্দন জানাচ্ছি হে আবৃত্তিকারক বন্ধু...👌

    • @mrinalini9656
      @mrinalini9656 4 года назад +1

      ruclips.net/video/hxYYbZ6YMXs/видео.html

  • @rabiulislam6115
    @rabiulislam6115 Год назад +1

    অসাধারণ অসাধারণ অসাধারণ।

  • @RoZa-l7k
    @RoZa-l7k 5 дней назад +1

    ❤❤❤❤❤

  • @imranhossainhossain8469
    @imranhossainhossain8469 Год назад

    মন দিয়ে একটানা শুনলাম
    অপূর্ব

  • @shahabuddin5489
    @shahabuddin5489 4 года назад +6

    অসাধারণ আবৃত্তি তাইতো গেয়েছেন সাম্যের গান

  • @abdurrahman-wt5nh
    @abdurrahman-wt5nh 2 года назад +1

    আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বুঝতে পারলাম জবাব নাই। অসাধাররন

  • @mahfujahmed9892
    @mahfujahmed9892 Год назад

    আহ! প্রিয় কবি 😢
    আল্লাহ আপনাকে উত্তম মর্যাদা দান করুন।

  • @AfrojaAfroja-w6i
    @AfrojaAfroja-w6i 6 месяцев назад +1

    বাংলার শ্রেষ্ঠ কবি

  • @kazisazal
    @kazisazal 3 года назад +4

    ভালোবাসার আরেক নাম কাজী নজরুল ইসলাম ❤️❤️❤️

  • @suvasbiswas3781
    @suvasbiswas3781 4 года назад +10

    আমরা সবাই একজন মহান মানুষ কে হাঁড়িয়েছি য়ার তুলনা আমাদের করা সমভাব নয়

    • @Arithra5088
      @Arithra5088 Год назад

      ruclips.net/video/aFYNKPS7g2o/видео.html

  • @dpaul8875
    @dpaul8875 2 месяца назад

    কবির কবিতা শুনে মন ভরে গেল😊

  • @h.msiraj8656
    @h.msiraj8656 4 года назад +1

    যথাযথ আবৃত্তি।
    অগ্নিবীণার পক্ষ হতে নজরুলীয় অভিনন্দন।

  • @chobimondal6387
    @chobimondal6387 5 лет назад +2

    Bahh
    It's very very
    Nice...
    Khub khub Sundar hoyeche...
    প্রতিবাদী কণ্ঠ....

  • @JesminAkter-im9lk
    @JesminAkter-im9lk Год назад

    Ma Sha Allah onk sundor hoise apnr abriti

  • @shirinakter4671
    @shirinakter4671 2 года назад +1

    ফিরে এসে কবির তোমার খুব প্রয়োজন

  • @Mousumirkobita123
    @Mousumirkobita123 3 месяца назад

    ❤❤❤❤❤satti khub sundar

  • @geetirong434
    @geetirong434 3 года назад

    Khub sundor Abritti, Bondhu holam

  • @mdmostafizur9203
    @mdmostafizur9203 Год назад +1

    তোমার জন্যই আজ আবৃত্তির শির এতো উন্নত কবি বুলবুল। তোমায় অনুভব করি😔😔

  • @সংগ্রামখান
    @সংগ্রামখান 5 лет назад +27

    কবি নজরুলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি❤❤❤

    • @BiswajitDas-lk9ed
      @BiswajitDas-lk9ed 4 года назад

      🚿🛁😌💣💥🏃💨👒💄👗🌂👙🎉🎉🎉

  • @ritakim2560
    @ritakim2560 Год назад

    আমার প্রথম ও শেষ শ্রদ্ধেয় কবি।
    বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমি এই রকম আরেক জন পাই নি।

  • @Cpop23
    @Cpop23 2 года назад

    কি ভাগ্য আমার হঠাৎ করে এটা শুনতে শুরু করলাম আর কবিতাটা শেষ হয়ে গেল বুঝতেই পারিনি 👍👍👍 অপূর্ব আবৃত্তি

  • @kaniznazma6662
    @kaniznazma6662 2 года назад +1

    ফিরে৷ এসো৷ কবি তোমারে যে খুব৷ প্রয়োজন তুমি৷ হয়েগেছ সারা বিশ্বের মানুষের হৃদয়ের৷ প্রিয় জন

  • @MdjoyKhan-ln5dh
    @MdjoyKhan-ln5dh 4 месяца назад

    তিনি হয়তো চলে গেছেন আমাদের মধ্যে থেকে কিন্তু তিনি যে রেখে গেছেন তা আজীবন থাকবে ❤❤❤❤

  • @swapnabera459
    @swapnabera459 Год назад

    খুব সুন্দর পাঠ করেছ। খুব ভাল লাগল। কথাগুলো খুবই সত্যি। 👌👌👌👏👏👏👏❤️❤️❤️

  • @MDWashim-v3i
    @MDWashim-v3i 11 месяцев назад +1

    কবি তোমাকে খুবই প্রয়োজন

  • @sharifsorkar4592
    @sharifsorkar4592 5 лет назад +8

    নজরুলের কবিতা শুনলে মনের মাঝে প্রশান্তি মেলে এবং ঘুমন্ত মন জাগ্রত হয়।

  • @prasenjit3314
    @prasenjit3314 3 года назад +14

    দিদি, আবৃতি নিয়ে কোন কিছু বলার নেই। অসাধারন! তবে র, ড় এর উচ্চারনের দিকে খেয়াল রাখার জন্য বিশেষ অনুরোধ রইল। ভালো থাকবেন।

  • @MuntarinMuntaha
    @MuntarinMuntaha 2 года назад

    দারূন হয়েছে। শুভ কামনা রইলো সর্বক্ষণ

  • @adittosarkar2388
    @adittosarkar2388 2 года назад +4

    MaShaAllaH😍🥰😍

  • @AnikAnik-d5n
    @AnikAnik-d5n 8 месяцев назад +7

    কবি তোমাকে খুবই প্রয়োজন😢😢❤❤❤❤❤❤❤

  • @alpanabhattacharya8500
    @alpanabhattacharya8500 3 года назад +4

    বারবার শোনার মতো কবিতা আবৃত্তি।

  • @mdshakibjahan691
    @mdshakibjahan691 2 года назад +1

    প্রিয় কবি আপনাকে প্রতিটা মূহর্তে মিস করছি। আপনি আবার ফিরে আসুন না। আপনাকে মন দেখি?

  • @-ey8vb
    @-ey8vb 7 месяцев назад

    কবি নজরুল ইসলাম'কে সশ্রদ্ধ প্রণাম জানাই 👏🙏

  • @TravelandLiteracy
    @TravelandLiteracy Год назад +2

    স্বরচিত ও শ্রেষ্ঠ কবিদের কবিতা 💛আবৃত্তি, সমকালীন কবিতা, গল্প, উপন্যাস ও প্রবন্ধের বই রিভিউ এবং ভ্রমণ ভিডিও💚Please Subscribe💛

  • @kakalidutta2663
    @kakalidutta2663 4 года назад +2

    Asadharon hoyechhe

  • @Docume-0305
    @Docume-0305 Год назад

    আমার কাছে অনেক ভালো লেগেছে!

  • @swikritichanda7513
    @swikritichanda7513 3 года назад +1

    আমার খুব প্রিয় কবিতা আবৃত্তি ও খুব সুন্দর হয়েছে ধন্যবাদ।

    • @Arithra5088
      @Arithra5088 Год назад

      ruclips.net/video/aFYNKPS7g2o/видео.html

  • @SmanamulHaque-y2v
    @SmanamulHaque-y2v 11 месяцев назад

    শ্রদ্ধীয় কবি কাজী নজরুল ইসলাম ❤️

  • @tahominaalam7744
    @tahominaalam7744 3 года назад +1

    কবি তুমি কে ছিলে!? তোমারে চিনবার দৃষ্টি, এখনো পায়নি জগৎ। তোমা বিনে মুক্তি, এ-ই ধরনীর নাহি।

  • @MohammadYousuf-y1o
    @MohammadYousuf-y1o 13 дней назад

    আপনাকে জানানাতুল ফেরদাউস দান করুন দাদু 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @mdemonbabu
    @mdemonbabu Год назад +1

    অনেক ভালো লাগে কবিতা টা।। আপনার কন্ঠে আরো ভালো লাগছে!

  • @rotonbadsha493
    @rotonbadsha493 6 месяцев назад

    আমার ভাষা জ্ঞান খুবই কম কিন্তু প্রতিটি শব্দ অত্যন্ত স্পর্শকাতর মানুষ ও প্রচলিত সমাজ ব্যবস্থা নিয়ে যা আজও বিদ্যমান।

  • @hamidahamida9203
    @hamidahamida9203 Год назад

    এমন কবি আর কি জন্ম হবে এই ভূবনে,তুমি আছো আজও বাঙালির হ্রদয়ে হ্রদয়ে।🙏

  • @MstRabia-lq8jc
    @MstRabia-lq8jc Год назад

    চমৎকার হয়েছে,, হৃদয় দিয়ে স্পর্শ করেছে

  • @thorikulislam1947
    @thorikulislam1947 3 года назад

    Osam tomer babna

  • @SBSubrotoBiswas
    @SBSubrotoBiswas 3 месяца назад

    খুব সুন্দর আবৃতি করেছেন দিদি ❤❤❤❤❤❤

  • @জনপ্রিয়বাংলা-ষ৭জ

    জনপ্রিয় প্রতিদিন বাংলা

  • @Kobitabrikho
    @Kobitabrikho 2 года назад

    অতি সুন্দর। ভালবাসা নিবেন।

  • @md.saruarhossain6091
    @md.saruarhossain6091 Год назад

    প্রিয় কবি তোমার কবিতা শুনে একবার তোমায় জড়িয়ে ধরে চিৎকার করতে ইচ্ছা করে। ফিরে এসো কারো মাঝে ।😢

  • @samirdas4305
    @samirdas4305 3 года назад

    Asadharn...nce post..thnx....

  • @islamforlife9965
    @islamforlife9965 4 года назад +97

    ভুখারী ফিরিয়া চলে,
    চলিতে চলিতে বলে-
    ‘আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু,
    আমার ক্ষুধার অন্ন তা ব’লে বন্ধ করনি প্রভু।

  • @shovabakshi240
    @shovabakshi240 4 года назад +5

    অপূর্ব অনবদ্য নিবেদন 👌👌

  • @anirbanacharya2367
    @anirbanacharya2367 3 года назад +3

    আপনি অসাধারণ প্রীতি।

  • @user-thegirl-2r
    @user-thegirl-2r Год назад

    অসাধারণ কন্ঠ। 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤