আমার শ্বশুরবাড়ি নৈহাটি তে। কিন্তু কখনো ভাটপাড়া যাইনি । কাঁঠাল পাড়া নৈহাটি কলেজ কিছুই দেখা হয় নি। ভাটপাড়া বিষয় কিছু পড়াশোনা আছে।ভাটপাড়া দেখে খুব ভালো লাগছে ।অনেক ধন্যবাদ আপনাকে ।ভাটপাড়ার অধ্যাপক লক্ষীজীবন বাবুর কাছে সংস্কৃত পড়েছি তিনবছর। অনেক ধন্যবাদ আপনাকে ।
আমার বাড়ি ভাটপাড়া। আমি জীবনের বাইশটা বছর ওখানেই কাটিয়েছি। আপনার ভিডিও তে আমার বাড়িটা দেখতে পেলাম।বাবা মা থাকেন ওই বাড়িতে,আমি বছরে তিন চার বার যাই। আপনার ক্যামেরার চোখ দিয়ে নতুন করে নিজের জন্মভূমি কে আবিষ্কার করলাম। ধন্যবাদ এত সুন্দর উপস্থাপনার জন্য 🙏🏻🙏🏻🙏🏻
অমর কৃষন পাঠশালার বিপরীতে অপর গলি ঠাকুর পাড়াতে একটা বাড়িতে আরো একটি বাড়িতে জোড়া শিব মন্দির আছে।সেখানেই আমি থাকি।আর বিখ্যাত লাল রসোগোল্লা পারলে সবাদ নেবেন।ধন্যবাদ ।
ভাটপাড়ার বাসিন্দা হিসেবে আপনাকে অনেক ধন্যবাদ জানাই ভাটপাড়া নিয়ে এমন সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্য। খুব খুব ভালো লাগলো। এখন তো যেখানেই বেড়াতে যাই ভাটপাড়ার নাম শুনলেই লোকে বলে ...ও ভাটপাড়া যেখানে বোম পড়ে। সেখানে এমন একটি অনন্য অসাধারণ ভিডিও, আমাদের ভাটপাড়া কে, আবার সকলের মাঝে নতুন করে তুলে ধরলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
মাননীয় দর্শক, আমরা সিদ্ধান্ত নিয়েছি ভাটপাড়া নিয়ে আরও একটি পর্ব আমরা অতি শীঘ্রই করব। আপনাদের ইচ্ছা, পরামর্শ এবং নিমন্ত্রণের মর্যাদা দিতে ফের ভাটপাড়া যাব আমরা। এই পর্বে দেখানো জায়গাগুলি ছাড়া আরও কি কি আমরা দেখতে পারি তাঁর একটা আভাস আমরা পেয়েছি। তাও যদি কারও মনে হয় এই ব্যাপারে আমাদের পরামর্শ দিতেই পারেন। লাল রসগোল্লা এবং গোবিন্দবাবুর চপ গত বার খাওয়া হয়নি, এবারে সেটা খেতেই হবে। এছাড়াও যদি কোনও পরামর্শ থাকে নির্দ্বিধায় জানাতে পারেন এখানে। যারা তাদের মতামত জানিয়েছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। - টিম যাওয়া এবং খাওয়া
দাদা আপনার ভিডিও দেখে খুব ভালো লাগলো আমি একজন ভাটপাড়ার পুরোহিত আমি পুজো নিয়েই থাকি তবে পরবর্তীকালে এলে অনেক মন্দির এবং এবং বড় বড় পন্ডিতদের বাড়ি এবং মাহাত্ম্য মিস করেছেন পরবর্তীকালে সেগুলোকে দেখবেন আপনারও ভালো লাগবে এবং সব মানুষ যখন দেখবেন তাঁদের ভালো লাগবে।
আমার বাপের বাড়ি পাঁচ মন্দির পাড়ায়। আপনার এই ভাটপাড়া ভ্রমণ কাহিনী খুব ভালো লাগলো। তবে আরো দুটি গঙ্গার ঘাটের কথা বলা হয়নি।অমরকৃষ্ণ পাঠশালার পাশেই রয়েছে ভাঙ্গা বাঁধা ঘাট । বলরাম সরকার ঘাটের আগে পড়ে মেয়ে ঘাট । কেবলমাত্র মহিলাদের জন্য।
ভাটপাড়া বাসিন্দা হিসাবে গর্ব বোধ করি।তার সঙ্গে আপনার উপস্থাপনা কে ধন্যবাদ জানাই।আপনি খুব মিস্ করেছেন প্রাচীন টোল 'সাহিত্য মন্দির' কে।আর ভাটপাড়ার লাল রসগোল্লাকে।
The seat of Sanskrit toll culture knowledge and wisdom as well as Bengali learning ,the home of the Vedic Brahmins of Bengal respect and reverence to our ancestors and being a part of the richly ornamented learned community 🙏🏼🪔📒📙📗📕🙏🏼💐
Khuub bhalo laglo apnar video ta.Ami Originally Bhatpara r lok....Baper bari holo Chandranath Bidyaratna r bongsho,....ar shoshur bari holo Hrishikesh Shashtri r bongshodhar....I am really so proud about my birthplace and residence...you have missed something but covered many glorious places of Bhatpara...thank you so much...
ভাটপাড়া গঙ্গা নদীর কোন এক পারে আজ থেকে বহু বছর আগে সতীদাহ করা হতো, এই কথাটা আমার অনেকের মুখে সোনা, আপনার এই ভিডিওতে সে কথার কোন উল্লেখ পেলাম না। তবে কি এই কথাটা সত্যি নয় ? দয়া করে আমায় একটু জানাবেন।
খুব ভালো লাগলো তবে কাঠপোল গেলেন তর্করত্ন মহাশয় এর বাড়ি দেখাতে পারতেন, bhatpara যে টোল এর জন্য বিখ্যাত তার ধ্বংসাবশেষ যা এখনও আছেন দেখালেন না, আশা রাখি পরের টা তে দেখতে পারবো I
ভাটপাড়া কখনই রাজনৈতিক হানাহানির জায়গা ছিলনা। ১ থেকে ৫ নম্বর ওয়ার্ড ভাটপাড়া। বাকী ওয়ার্ড কাকিনাড়া। এটাই রাজনৈতিক হানাহানি র জায়গা। আমি ভাটপাড়ার বাসিন্দা বলেই কথাটা লিখলাম। যখনই কেউ বলে ভাটপাড়া হানাহানির জায়গা তখন খুব রাগ হয়। আমার জ্ন্ম এখানে। বড় হয়েছি এই ভাটপাড়া তে। বয়স ৬৫। তাই কখনই ভাটপাড়াকে হানাহানির জায়গা বলে উল্লেখ করবেন না। তাহলেই আমি প্রতিবাদী হয়ে উঠবো। ভাটপাড়া সংস্কৃতির জায়গা। বর্ধিত মানুষ এর বাসস্থান। আগে সংস্কৃত চর্চার স্থান ছিল।
আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনার রাগের কারণ হওয়ার জন্য আমি আন্তরিক দুঃখিত। সবিনয়ে জানাই, আমি কিন্তু এই ভিডিওতে ভাটপাড়াকে হানাহানির জায়গা বলিনি। বরং আমি ভাটপাড়াকে তার কৌলীন্যের কারনেই পরিচিতির কথা জানিয়েছি। সাধারণ মানুষ যারা মনে করেন আজকের ভাটপাড়ার রাজনৈতিক অস্থিরতার কথা আমি তাদের কথা বলেছি। দোষ কিন্তু তাদেরও নয়। দূরের মানুষ জানেন না ভাটাপাড়ার কতগুলি ওয়ার্ডে শুধু ভাটপাড়া অংশ বাকিটা কাকিনাড়া। তারা সংবাদ মাধ্যমে বা লোকমুখে ভাটপাড়া পুরসভা এলাকার কথাই শোনেন, সেখানকার রাজনৈতিক অস্থিরতার কথা শোনেন, তাই তারা এমন ভাবেন। আপনার খারাপ লাগার জায়গাটা আমার কাছেও পরিস্কার, কিন্তু আধ ঘন্টার এই ভিডিওতে আপনি শুধু ওই একটা লাইনই শুনলেন, তাঁর পরের বাক্যেই যে বললাম এটা ভাটপাড়ার পরিচয় নয়, সেটা শুনলেন না। বাকি গোটা সময়টা যে ভাটপাড়ার ঐতিহ্য শিক্ষা সংস্কৃতি কৃষ্টির কথা বলে গেলাম সেটার মান্যতা দিলেন না। আমি তো বাইরের মানুষ, ভাটপাড়া গিয়েছি সেখানকার গরিমার কথা মাথায় রেখেই, হিংসা হানাহানি এসব শুনে নয় নিশ্চয়। দিনভর বেড়িয়েছি, প্রাচীন এই জনপদের সংস্কৃতির গন্ধ নিয়েছি। প্রাণ ভরে গঙ্গার শোভা দেখেছি, আমার তো খুবই ভাল লেগেছে। আমার এই ভিডিওতে সেকথা জানিয়েছি অকপটে। বাকি আপনাদের শহরকে কলুষমুক্ত করবার দায় কিন্তু আপনাদেরই নিতে হবে। প্রতিবাদও উপযুক্ত জায়গাতেই করতে হবে। ভাল থাকবেন। এখনও বলছি ভাটপাড়া শিক্ষা সংস্কৃতি সনাতন ধর্মের সুবাহক, সেখানকার মানুষ আপনি, নিশ্চয় বুঝবেন আমার কথা।
আসলে কী জানেন কেউ যখন নিজের জন্মভূমি কে খারাপ কিছু বলে তখন খুব রাগ হয়। আপনার ক্ষেত্রে একই উপলব্ধি হবে যদি কেউ আপনার জন্মভূমি নিয়ে খারাপ বললে। কিছু মনে করবেন না। আমি আমার অনুভূতি থেকে কথাটা বলেছি।।
@@subhasbanerjee625 আপনি ঠিক বলেছেন, কেউ তাঁর জন্মভুমি নিয়ে কিছু বললে খারাপ তো লাগেই। আমি গোবরডাঙার ছেলে, এখন কলকাতায় থাকি বটে। কিন্তু গোবরডাঙাকে কেউ কিছু বললে গায়ে লাগে বৈকি। তবে এই প্রসঙ্গে বলি আমি কিন্তু আপনার শহরকে মোটেই বদনাম করিনি। বরং বিশ্বের দরবারে ছড়িয়ে দিতে চেয়েছি। এটি একটি টিভি চ্যানেলেও দেখানো হয়, পাশাপাশি আমরা ইউটিউবে আপলোড করি। তাই বিভিন্ন জায়গার মানুষ ভাটপাড়াকে এই শিক্ষা সংস্কৃতির পীঠস্থান হিসেবেই চিনুক আমিও সেটাই চাই। ভাল থাকবেন। প্রতি বুধবার আমাদের এই চ্যানেলে নতুন নতুন জায়গায় যাওয়া এবং খায়া দাওয়ার ভিডিও আসে, সময় করে দেখবার অনুরোধ রইল।
পলাশ বাবু আপনাকে চেনা লাগছে। যাই হোক, মন্দির দর্শন ও তথ্য বর্ণনা খুব ভালো লাগলো। আমি ভাটপাড়া অঞ্চলের শ্যামনগরের বাসিন্দা। তবে শ্যামনগরের বেশ কিছু স্থান -মাহাত্মে্পুন্য মন্দির। আছে।
Apni bhatparate alen r lal kora paker rossogolla khelen na🤔 Khub miss করলেন, ekhane kintu protita morer mathay mistir dokan a6e. R ha ami bokul tala ghter basinda bolte paren, video te বকুল তোলা ঘাটের surute footage a amar bike ta সেখানে রাখা দেখলাম, mone hoy ami সেই সময়ে ghatei 6ilam😊. আর একটা কথা আপনি srijib naytirtho mosayer কথা বললেন na, tar bari to kath poler pasei 6ilo. Onar lekha ponjikate sob jaygar ক্যালেন্ডার chapano hoto Khub sundor video sir🫡
Khoob bhalo Laglo.
EXCELLENT VIDEO
আমি ভাটপাড়া অমর নাথের ছাএ।খুব ভাল লাগল আপনার এই সাবলীল লেখা।ধন্যবাদ জানাই আপনার এই সাবলীল বননা।
Thank you dada,very good vedio, hope you make more vedio like uhis.
Khubi bhalo laglo.apni bhatpara kankinara alen,,eikhane ekti sundar Madral Hanuman ,pura tan shiv mandir ache
কি যে ভালো লাগলো
আমি ভাটপাড়ার থাকি।এরআগে ভাটপাড়া নিয়ে কেউ ভিডিও বানাই নি।খুব ভালো লাগলো ধন্যবাদ ।
Nice
আমার শ্বশুরবাড়ি নৈহাটি তে। কিন্তু কখনো ভাটপাড়া যাইনি । কাঁঠাল পাড়া নৈহাটি কলেজ কিছুই দেখা হয় নি। ভাটপাড়া বিষয় কিছু পড়াশোনা আছে।ভাটপাড়া দেখে খুব ভালো লাগছে ।অনেক ধন্যবাদ আপনাকে ।ভাটপাড়ার অধ্যাপক লক্ষীজীবন বাবুর কাছে সংস্কৃত পড়েছি তিনবছর। অনেক ধন্যবাদ আপনাকে ।
আমার বাড়ি ভাটপাড়া। আমি জীবনের বাইশটা বছর ওখানেই কাটিয়েছি। আপনার ভিডিও তে আমার বাড়িটা দেখতে পেলাম।বাবা মা থাকেন ওই বাড়িতে,আমি বছরে তিন চার বার যাই। আপনার ক্যামেরার চোখ দিয়ে নতুন করে নিজের জন্মভূমি কে আবিষ্কার করলাম। ধন্যবাদ এত সুন্দর উপস্থাপনার জন্য 🙏🏻🙏🏻🙏🏻
Nice presentation, Dada.
Keep it up.
I know the history of Bhatpara. Years I lived there.. But don't know whether
it's a tourist place.
অমর কৃষন পাঠশালার বিপরীতে অপর গলি ঠাকুর পাড়াতে একটা বাড়িতে আরো একটি বাড়িতে জোড়া শিব মন্দির আছে।সেখানেই আমি থাকি।আর বিখ্যাত লাল রসোগোল্লা পারলে সবাদ নেবেন।ধন্যবাদ ।
Bhatpara amar mamar bari mamar bari jaoar kotha holei anonde neche uthtam nandor rosogollar lovey amon swad ar kothao paini
ভাটপাড়া অমরকৃষ্ণ পাঠশালা বনেদি সরকারী বাংলা মাধ্যম বিদ্যালয়ের ঐতিহ্য আছে।
Jak amader kachei aschilen
বেশ ভালো লাগলো,ভাষ্যপাঠ সুন্দর,।
ভাটপাড়ার বাসিন্দা হিসেবে আপনাকে অনেক ধন্যবাদ জানাই ভাটপাড়া নিয়ে এমন সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্য। খুব খুব ভালো লাগলো। এখন তো যেখানেই বেড়াতে যাই ভাটপাড়ার নাম শুনলেই লোকে বলে ...ও ভাটপাড়া যেখানে বোম পড়ে। সেখানে এমন একটি অনন্য অসাধারণ ভিডিও, আমাদের ভাটপাড়া কে, আবার সকলের মাঝে নতুন করে তুলে ধরলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Bhatparar durdanto video dekhe mon bhore gelo.👌👌👌👌👌
দাদা, খুব সুন্দর লাগলো।।আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটা সমৃদ্ধশালী তথ্যচিত্র আমাদের সামনে তুলে ধরার জন্যে।অনেক অজানা তথ্য জানতে পারলাম।।
The Kolkata Cafer ultodikei Lalsada dotola baritai amar baper bari.....apnar vedio ta khub valo laglo
মাননীয় দর্শক, আমরা সিদ্ধান্ত নিয়েছি ভাটপাড়া নিয়ে আরও একটি পর্ব আমরা অতি শীঘ্রই করব। আপনাদের ইচ্ছা, পরামর্শ এবং নিমন্ত্রণের মর্যাদা দিতে ফের ভাটপাড়া যাব আমরা। এই পর্বে দেখানো জায়গাগুলি ছাড়া আরও কি কি আমরা দেখতে পারি তাঁর একটা আভাস আমরা পেয়েছি। তাও যদি কারও মনে হয় এই ব্যাপারে আমাদের পরামর্শ দিতেই পারেন। লাল রসগোল্লা এবং গোবিন্দবাবুর চপ গত বার খাওয়া হয়নি, এবারে সেটা খেতেই হবে। এছাড়াও যদি কোনও পরামর্শ থাকে নির্দ্বিধায় জানাতে পারেন এখানে। যারা তাদের মতামত জানিয়েছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। - টিম যাওয়া এবং খাওয়া
Math guloi ekbar ghurben.. barowari math, chatro somaj, sobuj sangha onk otijjho bohon kore egulo
ভাটপাড়ায় আঠাশ বছর ছিলাম। ইতিহাস ও জানি।
কিন্ত বেড়ানোর জায়গা জানতাম না।
asadharon mandirguli, apurbo bigroho samuho, asadharon hooghly nodir shobha o nodir opor surjasto darshan
দাদা আপনার ভিডিও দেখে খুব ভালো লাগলো আমি একজন ভাটপাড়ার পুরোহিত আমি পুজো নিয়েই থাকি তবে পরবর্তীকালে এলে অনেক মন্দির এবং এবং বড় বড় পন্ডিতদের বাড়ি এবং মাহাত্ম্য মিস করেছেন পরবর্তীকালে সেগুলোকে দেখবেন আপনারও ভালো লাগবে এবং সব মানুষ যখন দেখবেন তাঁদের ভালো লাগবে।
খুব সুন্দর লাগলো
Valo laglo, onek kichu jante parlam
Satti kub valo laglo
খুব ভালো লাগলো।
ভালো লাগল , ভাটপাড়া নিবাসী হিসেবে গর্ব অনুভব করলাম | তবে আপনি miss করেছেন ভাটপাড়ার লাল রসগোল্লা | পরেরবার অবশ্যই এটাও try করবেন |
খুব ভালো লাগলো এই ভিডিও টি দেখে এবং নিজেকে ভাটপাড়াবাসী হিসেবে একটু গর্ববোধ করলাম।
আমার জন্ম ভাটপাড়ায়।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার জন্মভূমি ভাটপাড়ার সম্মন্ধে এমন সুন্দর একটা ভিডিও বানানোর জন্য 👍👌🙏🌹🌹🌹🩷
Khub Sundor hoeche dada, Tobe aro onek gulo imp jayga miss korechen, hoyto somoyer ovabe ba information na thakar karone.
Jemon Sadhu Ashrom, Bhatpara Tol, Srijib Naytirther history, Muktapur. Baroari Math, Baba Panchanan Tala, etc.
Abar asben, nischoy ghurie dekhabo amra.
Kolkata cafe ta khub recently hoeche, Compared to Kolkata Cafe ro onek purono ebong jonopriyo sandhyokalin khabar/snacks'er dokan amader bhatpara te ache, jekhane apni purono Bhatpara 'r swad ta peten, dalpuri/radhaballavi'r je apurobo swad seta onuvob korte parten, Jemon Balaram Sarkar ghater kachei mane Kali Mondir Ghater opposite Gobindo Kakur choper dokan (onyotomo sera).
Abar asben, nischoy ghurie dekhabo.
Amontron roilo.
খুব ভাল লাগল ।
আমার বাপের বাড়ি পাঁচ মন্দির পাড়ায়। আপনার এই ভাটপাড়া ভ্রমণ কাহিনী খুব ভালো লাগলো। তবে আরো দুটি গঙ্গার ঘাটের কথা বলা হয়নি।অমরকৃষ্ণ পাঠশালার পাশেই রয়েছে ভাঙ্গা বাঁধা ঘাট । বলরাম সরকার ঘাটের আগে পড়ে মেয়ে ঘাট । কেবলমাত্র মহিলাদের জন্য।
ভাটপাড়া বাসিন্দা হিসাবে গর্ব বোধ করি।তার সঙ্গে আপনার উপস্থাপনা কে ধন্যবাদ জানাই।আপনি খুব মিস্ করেছেন প্রাচীন টোল 'সাহিত্য মন্দির' কে।আর ভাটপাড়ার লাল রসগোল্লাকে।
খুব সুন্দর উপস্থাপনা। আমি পাঁচমন্দির পাড়ার একজন সদস্য হিসেবে খুবই গর্বিত। ভালো থাকবেন পলাশ বাবু।
অসংখ্য ধন্যবাদ।। ভাল থাকবেন আপনিও।
তুমি দাদা ভাটপাড়া টোল টা মিস করেছেন ।
ইস অনেককেই জিজ্ঞাসা করলাম, আগে জানলে নিশ্চয় যেতাম।
দারুন।।।♥️♥️
আমার এই ভাটপাড়ায় শ্বশুর বাড়ী।আমি এখানেই থাকি।
Ami bhatparatei thaki onek valo lage nijher jaiga take ❤❤❤
Ami bhatpara tai thaki❤️
The seat of Sanskrit toll culture knowledge and wisdom as well as Bengali learning ,the home of the Vedic Brahmins of Bengal respect and reverence to our ancestors and being a part of the richly ornamented learned community 🙏🏼🪔📒📙📗📕🙏🏼💐
আমি গর্বিত, আমি ভাটপাড়া র বাসিন্দা
ভাটপাড়া তে কি এখন আর সংস্কৃতি বজায় আছে ? সবই তো বহিরাগত দের অত্যাচারে অত্যাচারিত । বাঙালি ভিতো হয়ে থাকে
দাদা ভাটপাড়ার টোল । সাহিত্য মন্দির মিস ।
দাদা আপনার ভাটপাড়ার ভিডিও ফুটেজ খুব ভাল লাগল। দাদা হুগলি জেলার কোননগরে ঠাকুর শ্রী শ্রী মাধবাননদ বাবার আশ্রম, অবনীনদ নাথ ঠাকুরের বাগান বাড়ি, বিপ্লবী ঋষি অরবিন্দ ঘোষের জন্ম ভিটে,সকুনতলা কালী বাড়ি বারো মন্দীর ঘাট etc,দেখার আছে একবার দেখাবেন, অনুরোধ রইল।
কোন্নগরের দুটি পর্বে ভিডিও আছে আমাদের এই চ্যানেলে দেখে নেবেন।
Khuub bhalo laglo apnar video ta.Ami Originally Bhatpara r lok....Baper bari holo Chandranath Bidyaratna r bongsho,....ar shoshur bari holo Hrishikesh Shashtri r bongshodhar....I am really so proud about my birthplace and residence...you have missed something but covered many glorious places of Bhatpara...thank you so much...
ভাটপাড়া গঙ্গা নদীর কোন এক পারে আজ থেকে বহু বছর আগে সতীদাহ করা হতো, এই কথাটা আমার অনেকের মুখে সোনা, আপনার এই ভিডিওতে সে কথার কোন উল্লেখ পেলাম না। তবে কি এই কথাটা সত্যি নয় ? দয়া করে আমায় একটু জানাবেন।
আমিও শুনেছি। তবে কোনও ঘাটে ঠিক জানা নেই। তাই ভিডিওতে তার উল্লেখ রাখিনি।
খুব ভালো লাগলো তবে কাঠপোল গেলেন তর্করত্ন মহাশয় এর বাড়ি দেখাতে পারতেন, bhatpara যে টোল এর জন্য বিখ্যাত তার ধ্বংসাবশেষ যা এখনও আছেন দেখালেন না, আশা রাখি পরের টা তে দেখতে পারবো I
পরের পর্বে থাকবে
চলে আসুন শিবরাত্রি তে পদ্মলোচন বাচস্পতির উত্তরপুরুষদের পক্ষ থেকে নিমন্ত্রণ রইলো।❤
ভাটপাড়া কখনই রাজনৈতিক হানাহানির জায়গা ছিলনা। ১ থেকে ৫ নম্বর ওয়ার্ড ভাটপাড়া। বাকী ওয়ার্ড কাকিনাড়া। এটাই রাজনৈতিক হানাহানি র জায়গা।
আমি ভাটপাড়ার বাসিন্দা বলেই কথাটা লিখলাম। যখনই কেউ বলে ভাটপাড়া হানাহানির জায়গা তখন খুব রাগ হয়। আমার জ্ন্ম এখানে। বড় হয়েছি এই ভাটপাড়া তে। বয়স ৬৫। তাই কখনই ভাটপাড়াকে হানাহানির জায়গা বলে উল্লেখ করবেন না। তাহলেই আমি প্রতিবাদী হয়ে উঠবো।
ভাটপাড়া সংস্কৃতির জায়গা। বর্ধিত মানুষ এর বাসস্থান।
আগে সংস্কৃত চর্চার স্থান ছিল।
আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনার রাগের কারণ হওয়ার জন্য আমি আন্তরিক দুঃখিত। সবিনয়ে জানাই, আমি কিন্তু এই ভিডিওতে ভাটপাড়াকে হানাহানির জায়গা বলিনি। বরং আমি ভাটপাড়াকে তার কৌলীন্যের কারনেই পরিচিতির কথা জানিয়েছি। সাধারণ মানুষ যারা মনে করেন আজকের ভাটপাড়ার রাজনৈতিক অস্থিরতার কথা আমি তাদের কথা বলেছি। দোষ কিন্তু তাদেরও নয়। দূরের মানুষ জানেন না ভাটাপাড়ার কতগুলি ওয়ার্ডে শুধু ভাটপাড়া অংশ বাকিটা কাকিনাড়া। তারা সংবাদ মাধ্যমে বা লোকমুখে ভাটপাড়া পুরসভা এলাকার কথাই শোনেন, সেখানকার রাজনৈতিক অস্থিরতার কথা শোনেন, তাই তারা এমন ভাবেন। আপনার খারাপ লাগার জায়গাটা আমার কাছেও পরিস্কার, কিন্তু আধ ঘন্টার এই ভিডিওতে আপনি শুধু ওই একটা লাইনই শুনলেন, তাঁর পরের বাক্যেই যে বললাম এটা ভাটপাড়ার পরিচয় নয়, সেটা শুনলেন না। বাকি গোটা সময়টা যে ভাটপাড়ার ঐতিহ্য শিক্ষা সংস্কৃতি কৃষ্টির কথা বলে গেলাম সেটার মান্যতা দিলেন না। আমি তো বাইরের মানুষ, ভাটপাড়া গিয়েছি সেখানকার গরিমার কথা মাথায় রেখেই, হিংসা হানাহানি এসব শুনে নয় নিশ্চয়। দিনভর বেড়িয়েছি, প্রাচীন এই জনপদের সংস্কৃতির গন্ধ নিয়েছি। প্রাণ ভরে গঙ্গার শোভা দেখেছি, আমার তো খুবই ভাল লেগেছে। আমার এই ভিডিওতে সেকথা জানিয়েছি অকপটে। বাকি আপনাদের শহরকে কলুষমুক্ত করবার দায় কিন্তু আপনাদেরই নিতে হবে। প্রতিবাদও উপযুক্ত জায়গাতেই করতে হবে। ভাল থাকবেন। এখনও বলছি ভাটপাড়া শিক্ষা সংস্কৃতি সনাতন ধর্মের সুবাহক, সেখানকার মানুষ আপনি, নিশ্চয় বুঝবেন আমার কথা।
আসলে কী জানেন কেউ যখন নিজের জন্মভূমি কে খারাপ কিছু বলে তখন খুব রাগ হয়।
আপনার ক্ষেত্রে একই উপলব্ধি হবে যদি কেউ আপনার জন্মভূমি নিয়ে খারাপ বললে।
কিছু মনে করবেন না। আমি আমার অনুভূতি থেকে কথাটা বলেছি।।
@@subhasbanerjee625 আপনি ঠিক বলেছেন, কেউ তাঁর জন্মভুমি নিয়ে কিছু বললে খারাপ তো লাগেই। আমি গোবরডাঙার ছেলে, এখন কলকাতায় থাকি বটে। কিন্তু গোবরডাঙাকে কেউ কিছু বললে গায়ে লাগে বৈকি। তবে এই প্রসঙ্গে বলি আমি কিন্তু আপনার শহরকে মোটেই বদনাম করিনি। বরং বিশ্বের দরবারে ছড়িয়ে দিতে চেয়েছি। এটি একটি টিভি চ্যানেলেও দেখানো হয়, পাশাপাশি আমরা ইউটিউবে আপলোড করি। তাই বিভিন্ন জায়গার মানুষ ভাটপাড়াকে এই শিক্ষা সংস্কৃতির পীঠস্থান হিসেবেই চিনুক আমিও সেটাই চাই। ভাল থাকবেন। প্রতি বুধবার আমাদের এই চ্যানেলে নতুন নতুন জায়গায় যাওয়া এবং খায়া দাওয়ার ভিডিও আসে, সময় করে দেখবার অনুরোধ রইল।
একদম ই তাই।
টোল টা দেখালে ভালো হতো।
পলাশ বাবু আপনাকে চেনা লাগছে।
যাই হোক, মন্দির দর্শন ও তথ্য বর্ণনা খুব ভালো লাগলো। আমি ভাটপাড়া অঞ্চলের শ্যামনগরের বাসিন্দা। তবে শ্যামনগরের বেশ কিছু স্থান -মাহাত্মে্পুন্য মন্দির। আছে।
অনেক ধন্যবাদ। একদিন শ্যামনগরে যাওয়ার ইচ্ছে আছে। কি কি দেখতে পারি বা খেতে পারি যদি এই ব্যাপারে পরামর্শ দিতে পারেন ভাল হয়।
Bhatpara Amarkrishna Pathsala 😌 Ota Amader School 😊 Amader 2nd Home 🏠
Hmm
Apni bhatparate alen r lal kora paker rossogolla khelen na🤔
Khub miss করলেন, ekhane kintu protita morer mathay mistir dokan a6e. R ha ami bokul tala ghter basinda bolte paren, video te বকুল তোলা ঘাটের surute footage a amar bike ta সেখানে রাখা দেখলাম, mone hoy ami সেই সময়ে ghatei 6ilam😊.
আর একটা কথা আপনি srijib naytirtho mosayer কথা বললেন na, tar bari to kath poler pasei 6ilo. Onar lekha ponjikate sob jaygar ক্যালেন্ডার chapano hoto
Khub sundor video sir🫡
পরের পর্বে এগুলি সবই থাকবে
এই ইস্কুলেই আমার মাধ্যমিক পরীক্ষার শিট পেরেছিল 1983 শালে খুব নামকরা পড়াশুনা
বাংলা বানান 😢