রিজার্ভ ব্যাংকে এতো সোনা নেই মনু ভাকেরের কাছে যা আছে। কে এই মনু ভাকের? ঠিক কী কারণে সে আজ বিখ্যাত?

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • প্যারিস অলিম্পিকের দ্বিতীয় দিনেই ইতিহাস ভারতের। প্রথম মহিলা শ্যুটার হিসেবে ব্রোঞ্জ পদক জিতলেন মনু ভাকের। তিনিই প্রথম ভারতীয় মহিলা শ্যুটার যিনি অলিম্পিক থেকে পদক জিতলেন। দীর্ঘ ১২ বছর পর শ্যুটিং ইভেন্ট থেকে দেশে পদক আসলো ২২ বছরের মনুর হাত ধরে। হরিয়ানার মনু ভাকেরকে নিয়ে স্বপ্ন দেখেছিল গোটা দেশ। তবে এই স্বপ্নটা ২০২৪ সালের প্যারিস অলিম্পিক এর স্বপ্ন নয়, এ স্বপ্নটা ছিল ২০২১ সালের টোকিও অলিম্পিকের।
    সত্যিই, এক ধন্যি মেয়ে মনু ভাকের। কি ভাবছেন, কেন তাকে ধন্যি মেয়ে বলছি? বাস্তবে মনু ভাকেরের লড়াইটা ঠিক কতটা দীর্ঘ সময়ের কামব্যাকের লড়াই জানেন ? গল্পটা জানলে গায়ে কাঁটা দিয়ে উঠবে সকলের। কোনো চিত্রনাট্যের থেকে যেনো একাংশেও কম নয় মনু ভাকেরের এই জীবনযুদ্ধের গল্প।
    সালটা ছিল ২০২১, করোনার কারণে ২০২০ সালের টোকিও অলিম্পিক এক বছর পিছিয়ে শুরু হয়েছিল সেবার। তখন ১৯ বছর বয়সী একটা মেয়েকে ঘিরে পদক জয়ের স্বপ্ন দেখেছিল গোটা দেশ। কিন্তু সেবার ভাগ্য সঙ্গ দেয়নি মেয়েটির। কিছুটা ভাগ্য যেমন দায়ী সেই ঘটনায় তেমন দায়ী মেয়েটির নিজস্ব জেদ। তবে ঠিক কি ঘটেছিল সে সময় ?
    বাস্তবে যোগ্যতা অর্জনের ম্যাচে শ্যুটিং রেঞ্জে দাঁড়িয়ে শ্যুটিং করার সময় মনুর পিস্তলটি খারাপ হয়ে যায়। সাধারণত যেকোনো প্রতিযোগীই দুটি রাইফেল নিয়ে যান, একই রকমের ও একই গুণগত মানের। এমনকি সমস্ত বৈশিষ্ট্যও দুটি রাইফেলের একই থাকে। বিচারকদের দেখিয়ে তারা দুটি রাইফেল নিয়েই শ্যুটিং এ যান। যদি কোনো কারণে অন্য রাইফেলটি বিকল থাকে তাহলে অপর রাইফেলটি সহায়তা করবে মূলত এই চিন্তা ভাবনা থেকে দুটি রাইফেল নিয়ে যান শ্যুটাররা কিন্তু মনু সেটা করেনি। সেবার মনু একটা পিস্তল নিয়ে নেমেছিলেন। শ্যুটিং রেঞ্জে যখন শ্যুটিং চলছিল যোগ্যতা অর্জন পর্বের সেই সময় মনুর পিস্তল লক হয়ে যায়। গুলি বের হচ্ছিল না। সেখান থেকে তাকে ফিরে এসে আবার পুনরায় পৌঁছে বিচারকদের সঙ্গে করে নিয়ে গিয়ে নতুন রাইফেল নিয়ে এসে পুনরায় খেলা শুরু করতে হয়। এর কারণে অনেকটা সময় নষ্ট হয়। মনোসংযোগের ব্যাঘাত ঘটে। যেভাবে শুরু করেছিলেন শেষটা সেভাবে করতে পারেননি। সেদিন কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছিলেন মনু। কোচ জাসপাল রানার কাঁধে মাথা দিয়ে হাউ হাউ করে কেঁদেছিলেন মনু। সেই ছবি আজও টাটকা।
    #motivation #banglapoetry #viralreels #motivebangla #love #information #motivational #shayari #sad

Комментарии • 1