কমেন্ট বক্স টা পড়ছিলাম আর অবাক হচ্ছিলাম, কলকাতার মানুষ গুলো মোশারফ করীমকে চেনেন, ভালবাসেন, শ্রদ্ধা করেন, তার অভিনয় দেখেন। খুব বেশি ভাল লাগলো। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
আমি কোলকাতার সমস্ত দর্শকদের কাছে কৃতজ্ঞ, শেখা হলো একজন গুনি মানুষকে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয়, মোটামুটি সবার কমেন্ট পড়েছি ভালো লেগেছে, ধন্যবাদ, মিশু, বাংলাদেশ।
SWAPON KUMAR CHAKROBOTY.বাংলাদেশের কতোজন মানুষকে চেনেন দাদা,একটা দেশের সব মানুষকে নিয়ে আপনার মন্তব্বে প্রমান করছে, ভারতের যে ৫৪কোটি মানুষ ঝোপ ঝাড়ের আড়ালে মল মূত্র ত্যাগ করে তাদের মধ্যে আপনি একজন। বাংলা ভাষা ভালো করে লিখতে শিখুন এবংবাড়ীতে শৌচাগার বানান।
@@RafiqulIslam-xx8jq যাদের কথা বলছো - ঝোপ ঝাড়ে মল ত্যাগ করে - তাদের নুনুর আগাটা দেখে যাও - তাহলে বুঝবে তাদের বেশিরভাগই কাটা। এটা জানার পর আশা করি এই কথা আর বলবে না।
@@swapankumarchakraborty919 আমরা(বাংলাদেশের বাঙ্গালিরা) কার নুনুর মাথা কাটা কার ছুচোর মতো সেটা দিয়ে মানুষের মূল্যায়ন করিনা,তুমি যাদের কথা বলছো তারা সহ তুমিও পশ্চিম বঙ্গের বাঙ্গালি এবং ভারতীয় । তুমি বলছো ঝোপ ঝাড়ে যারা হাগু করে তাদের বেশির ভাগ নুনুর আগা কাটা, তাহলে শিকার করছো ঝোপের আড়ালে হাগু করার দলে কমের ভাগে তুমিও আছো। সত্যটা শিকার করার জন্য ধন্যবাদ।
সাল টা ছিল দু হাজার বারো। দিল্লি থেকে একটা মিটিং সেরে প্লেনে ফিরছি। হটাৎ প্লেনে দেখা সেই মানুষটির সাথে যার অভিনয় দেখে আমি মোটামুটি পাগল। এত প্রাণবন্ত এত স্বতঃস্ফূর্ত অভিনয় আগে দেখেছি বলে মনে পড়ে না নতুন অভিনেতা দের মধ্যে। তখন মন খারাপ হলে বাংলাদেশের নাটক হাউস ফুল আমি খুব দেখতাম। মোশারফ করিম কে দেখার সাথে সাথে যেন মন টা ভালো হয়ে যেতো। প্লেনে সেই মানুষ টা কে দেখে আমি যেন কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। তার পর আলাপ হলো কত কথা হলো গল্প হলো। বুঝতে পারলাম একজন মানুষ হিসেবে এক অসাধারণ অতুলনীয় ব্যক্তি। এপার বাংলা ওপর বাংলার প্রচুর প্রচুর লোক গীতি জানেন।ওনার মনের ব্যাপ্তি খোলা আকাশের মতো উদার অসীম পরিছন্ন। বাংলাদেশে পৌছিয়ে উনি আমাকে ফোন করে জানিয়ে ছিলেন । আমারই আর যোগাযোগ করে ওঠা হয়নি। ওনার অটোগ্রাফ এখনো আমার কাছে অমূল্য "কি যে ভালো লাগলো সোমতীর্থ দা।" স্বাক্ষর মোশারফ করিম।
দাদা আমি কিন্তু আপনার একজন গুণমুগ্ধ ভক্ত. আর হ্যা আমি কিন্তু কলকাতাবাসী. আর কলকাতাবাসীরা কিন্তু আমার মতোই আপনাকে প্রচন্ড ভালোবাসে. Love you dada ♥️♥️♥️♥️
@@chetonabaaz7298তুলনা করতে আপনাকে কে বলছে ভাই। আপনারা যেমন প্রসেনজিৎ কে সেরা বলেন। আমরা তেমন চঞ্চল চৌধুরি বা মোশারফ ভাইকে সেরা বলি। এখানে কম্পেরিজন কেনো আসছে। শিল্প, স্টারডম, ব্যবসা প্রতিটা আলাদা জিনিস। এখানে কম্পেয়ার উচিত না। তবু যখন প্রশ্ন তুলেছেন বলি... নওয়াজ উদ্দিন সিদ্দিকী অনেক বড় মাপের অভিনেতা। বাট তাই বলে শাহরুখ হয়ে যাবে না.... ঐ স্টারডমের ধারে কাছেও নওয়াজের নাই আর হবেও না। প্রত্যেকের ব্যাপারটা আলাদা। প্রসেনজিৎ কমারশিয়াল হিরো। আর মোশারফ ভাই একদম তা নয়। তিনি একজন জাত শিল্পী। তার অভিনয় দক্ষতা প্রসেনজিৎ থেকে বেটার এটা আপনি মানেন বা নাই বা মানেন। অভিনয় দক্ষতায় প্রসেনজিৎ মোশাররফ করিম থেকে একটু পিছিয়ে থাকতেই পারে। কারণ প্রসেনজিৎ স্যার Mass হিরো। তার আলাদা লেভেলের স্টারডম আছে। আমি যদি ভুল না করে থাকি মানুষ তার নামে আজও মুভি দেখতে যায়। তার একশন, এক্সপ্রেসন সবই হিরোদের মতো। কারণ সে কমারশিয়াল হিরো। মোশাররফ ভাই তা নয়। তিনি বড় মাপের অভিনেতা। কিন্ত তার ঐ শুধু অভিনয় টুকুই আছে। একজন হিরো হতে যা লাগে সেটা কিন্তু নেই। আপনারা শাহরুখের সাথে যেমন নওয়াজের তুলনা করেন না। তেমনি মোশারফের সাথে প্রসেনজিৎ এর তুলনা করাটার কোনো মানেই হয় না।
Daulatdia (Bengali: দৌলতদিয়া) is the name of a village in Rajbari District, Bangladesh which is the largest brothel (বেশ্যাখানা) in Bangladesh, and has been called one of the largest brothels in the world.
মোশাররফ করিম ভাইয়ের কলকাতা দর্শনের মূল্যায়ন খুবই মনোগ্রাহী। উত্তর কলকাতা সম্পর্কে বলতে গিয়ে মুশাররফ ভাই বললেন, উত্তর কলকাতা ঘুরতে গিয়ে পুরাতন সময়ের মধ্যে যাওয়া যায়, পুরাতন সময়কে দেখতে পাওয়া যায়।দাগ কেটে যাওয়ার মত মেধাবী জবাব। মোশাররফ ভাই অনেক ভালো থাকবেন।
কোলকাতায় মোশাররফ করিমের মতো বিরাট মাপের অভিনেতা কোলকাতায় এসেছিলেন, কাজ করে গেছেন, এটা আমাদের কোলকাতার মানুষের সৌভাগ্য এবং অত্যন্ত আনন্দের। সেখানে সাক্ষাৎকারের দায়িত্ব নেওয়া উচিৎ ছিল আরো সংবেদনশীল এবং শৈল্পিক মনের মানুষের। দুই পারের বাঙালির অত্যন্ত প্রিয় এবং ভালোবাসার মানুষ,মোশাররফ ভাইকে শুভেচ্ছা জানালাম।আরো অনেক বড়ো ক্যানভাসে দুই বাংলার যৌথ প্রয়াসে ওনার প্রতিভার সদ্ব্যবহার করে যুগান্তকারী ছবি তৈরী হোক,এই কামনা করি।।
@@samarulhoque7799 Osob jar dhormo nia tomrai pora thakao,hujurer kotha suna Non Muslim der marar jonno chitkar kora othen.Amader Bharat ato basi jono sonkha r desh onk problem asa kintu amder desh er Prime minister, president o Muslim hoi.tora ki mana nibi non Muslim prime minister?
তোমাদের ভালোবাসা আমাদের খুব আনন্দ দেয় চেষ্টা করুন না দাদা আমরা যেন আজীবন মায়া মমতা আর ভালবাসার বন্ধন ধরে রাখতে পারি আমরা বাংলাদেশের মানুষ কলকাতার লোকজন কে খুব ভালোবাসি ধর্ম বর্ন ভুলে
মোসারফ ভাই আমি আপনার অনুরাগী. খুব ভালো লাগলো আপনাকে কলকাতায় দেখে . দেশ টা হয়ত কেউ ভাগ করে দিলো তবে মনটা নয়. তাই বোধহয় আমরা একে অন্যের মধ্যে খুঁজে পাই. বার বার আসুন . আমি ছোটবেলা থেকেই বাবা মায়ের কাছে ওদেশের কত কথা শুনেছি যাওয়ার সময় বা সুযোগ হয়নি. জীবদ্দশায় একবার তো বাংলাদেশে যাবো.
আজকেই দেখলাম কিড সোলেমান.. মোশারফ করিম একজন এমন অভিনেতা যত বলবো শেষ করা যাবে না। অনেক নাটক শুধু ওনার অভিনয়ে বেরিয়ে গেছে। কমজোড়া স্ক্রিপ্ট এও কি দারুন অভিনয় ফুটিয়ে তুলেছেন। ক্যামেরার সামনে এত সাবলীলভাবে পুরানো দিনের বাংলা সিনেমার দিকপাল রা ছাড়া মনে পড়ে না। সময় পেলেই দেখি.. কি অসাধারণ অভিনয়!! ভাল থাকুন সুস্থ থাকুন। আপনার দীর্ঘায়ু কামনা করি।
@@mohammadamirmaaruf2422, vi kichu manush 1947 er age o amader dui banglar moddhe bived er deyal sristi korese akhono kore. Eder kaj e onner qualification neye kotha bole deyal sriati kora. Eder sobsomoy chapter er baire rakhben tahole dekhben amader moddhe kono bived er deyal thakbena. Dui bangla aksathe onek dur jete parbo. Joy united bengal.
আপনাকে একটা টিভি ড্রামা সাজেস্ট করি। "420" বাংলা নাটক। ইউটিউবে সব এপিসোড আছে। এটা দেখেন। এর চেয়ে সেরা হাস্যকর নাটক দুই বাংলার কোথাওইই হয় নাই বলে আমি মনে করি।
মোশারফ করিমের বিভিন্ন ধরনের অভিনয় যারা দেখেছে। আমার ধারণা কলকাতার অনেক সিনেমা,সিরিয়াল ইত্যাদি অভিনেতা থেকে অনেক বেটার সে। সত্যি কথা বলতে কি একজন জাত অভিনেতা হলো মোশারফ করিম।
ভারতীয় হয়েই বলছি উপস্থাকের উপস্থানে হতাশ হলাম। মোশাররফ ভাইয়ের মতন একজন বড় মাপের অভিনেতার সাথে একজন ম্যাচুয়ার উপস্থাপকের দরকার ছিল, তবে এই উপস্থাপক তার মতন করে চেষ্টা করেছে
@@chetonabaaz7298 why so much hatred towards Kolkata, honey, just remember your national anthem was written bya man who is from Kolkata. No other points must be required.
@@dreamtaylorsversion5525 Forefathers of Rabindranath Tagore is from Khulna. Which is in Bangladesh. Actually, most of the famous poet is from this part of Bengal, but they went to Kolkata as it was the central point of culture and was the capital of undivided Bengal. As a Bangladeshi, I can say nobody hates Kolkata. In fact, we love Kolkata as we feel connected to it as a Bengali. Hatred is mutual, Few people of Kolkata hates Bangladeshi and the same here.
ওপার বাংলার নাটকের প্রতি ভালোবাসা এবং ভালোলাগাটা শুরু মোসারফ করিমের নাটক দেখে । এখন আমি বাংলাদেশের নাটকের একজন নিয়মিত দর্শক । সত্যি বলতে, আমি মনে-প্রাণে চাইতাম এখানকার নাট্য ব্যক্তিত্ব/অভিনেতাদের সঙ্গে মোসারফ করিমের অভিনয় ধারার একটা সংমিশ্রণ ঘটুক । ব্রাত্য বসুর সিনেমায় মোসারফ করিমের উপস্থিতি অভিনয় জগতে একটি নতুন যুগের সূচনা করবে । স্বাগতম মোসারফ করিম । আপনার সাফল্য কামনা করি, ভালো থাকবেন ।।
@@dipakkumarhalder6886 হ্য চনচল আর মোশারফ এই বাংলাদেশর এখোনো সেরা এক্টর। 🙂 আপনি তাহলে মোশারফ এবং চনচলের ঘর কুটুম দেখতে পারেন। হারকিপটা আট ঘরকুটুম প্রায় একই রকমের। আরকি গ্রাম্য ঘটনা তুলে ধরা হয়েছে।
মাননীয় অভিনেতা মোশারফ করিম একটি মূল্যবান কথা বললেন -কাজ/অভিনয় করে আনন্দ না পেলে বুঝলাম কাজটা ভালো হলনা। দুই বাংলার নাট্য,চলচ্চিত্র শিল্প একে অপরকে সমৃদ্ধ করুক।
ওনাকে চিনলাম। উত্তর কোলকাতা র বিষয়ে ওনার সাথে এক মত। উনি ওপার বাংলার মানুষ বোঝাই যাচ্ছে না। পুরোপুরি এপারের মানুষ লাগছে। ভাল মানুষ।ভাল মনের।সত্যি কথা বলা মানুষ। এবার থেকে ওনার অভিনয় দেখব👍
Mosharaf Karim is my favourite actor in lockdown from Purulia west Bengal. I discovered mosharaf Karim. Size does not matter is fantastic. Tisha also I congratulate her
আমি ভারতবাসী আপনার সমস্ত নাটক আমি দেখি ভীষণ ভালো লাগে আপনার সাথে দেখা করার খুব ইচ্ছে জাগে কিছু করার নেই ঈশ্বর আল্লাহ চাইলে নিশ্চয়ই দেখা হবে আপনি খুব ভালো মানুষ আপনি খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন আমাদের কে আনন্দে রাখবেন মনে হয় ঈশ্বর আল্লা চাইছেন আমাদেরকে ভালো রাখার দায়িত্ব আপনার
@@farhanazm মানুষ বেঁচে থাকে তার কাজের মধ্যে।উনার অভিনয় এবং ব্যাক্তিত্ব দুটোই অসাধারণ এবং অনন্য।আমার কিছু বাল্য বন্ধু ও আছে তারাও উনাকে ভীষণ পছন্দ করে।
কলকাতার মানুষের শিল্পীর প্রতি সম্মান দেখে খুবই ভালো লাগছে। Love from Bangladesh❤️❤️❤️ আসলে বাংলাদেশ আর কলকাতার মধ্যে অদৃশ্য একটা টান আছে সেটা আমরা মুখে স্বীকার করি বা না করি।
আমাদের ভারতে মোশারফ করিম মানে বাংলা চলচ্চিত্রের একজন রাজা,, আমি কোচবিহার থেকে আমি মনে প্রানে চাই মোশারফ করিম এর মতো অভিনেতা আমাদের বাংলা চলচ্চিত্রে আসুক । ভারতের যদি আমিরখান হয় তবে বাংলাদেশের মোশারফ করিম , একই রকম ট্যালেন্ট, যে কোনো চরিত্রে ফুটে উঠে, খুব খুব ভালো লাগে,❤️❤️❤️🇮🇳🇮🇳
ভীষণ ভীষণ ভীষণ ভালো লাগে.. অসাধারণ অভিনয় ক্ষমতা 🙏 এই পাড়ের লোকজন আপনাকে পেয়ে মুগ্ধ হবে আশা করি.. যে কোনো চরিত্র কে চেটেপুটে খাওয়ার এবং খাওয়ানোর ক্ষমতা অসাধারণ.. ভালো থাকবেন 🙏
ভুল । উনি তো ঠিকমতো কথাই বলতে পারছেন না। কলকাতার মামুলি একজন অখ্যাত অনামী সাংবাদিকের কথা শুনুন। মুস্সারফ করিম সাহেব তার সাথে কথা বলতে গিয়ে কেমন থতমত খেয়ে যাচ্ছেন। কৌশলী সাংবাদিকটি তাকে দুবার সহজ করবার চেষ্টা করেছেন। অভিনয়ের কথা বলছেন ? কলকাতায় ভুরি ভুরি আছে।
@@swapankumarchakraborty919 আপনাদের কলকাতায় আছে শুধু হিংসার প্রতিহিংসার ভালোবাসা আন্তরিকতা আমার মনে হয় পুরো বিশ্বের মধ্যে সব থেকে কলকাতায় কম আমি পুরো ইন্ডিয়ার কথা বলছিনা কলকাতার মানুষ খুবই জঘন্য,, এখনো যারা রাস্তায় বা পাশের জঙ্গলে বসে টয়লেট করে তার আবার মানুষকে সম্মান দিবে কি করে জঘন্য কলকাতা জঘন্য কলকাতার মানুষ 😀😁😁
অসাধারণ মাপের অভিনেতা। আমি ওনার কাজ ছাড়া অহনা তানিয়া আরো অনেকের কাজ ভালো লাগে। অনেক শ্রদ্ধার সাথে জানাচ্ছি যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের সিরিয়াল থেকে ওনাদের কাজ ভীষণ ই ভালো
ওনার নাটকের নাম বলে কি শেষ করা যায়? সুপাত্রের সন্ধানে, এলোমেলো শব্দের জলসিঁড়ি,100 পর্বের ধারাবাহিক রেড সিগনাল, তনু ,মাটির ব্যাংকে ভালোবাসা,রোদের অপেক্ষা, ফোর্থ সাবজেক্ট, হাউসফুল, উচ্চ মাধ্যমিক সমাধান ,ঘূর্ণিঝড় ইত্যাদি লিখে শেষ করা যাবে না, বিভিন্ন চরিত্রে অসাধারণ সব অনবদ্য অভিনয়ে আমি তৃপ্ত। প্রতিটি নাটক দেখার জন্য অধীর আগ্রহে থাকি।
খুব ভালো এবং জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম স্যার।অভিনেতা ছাড়াও আমার মনে হয় উনি মানুষ হিসাবে খুব ভালো ।আমাদের পশ্চিম বঙ্গে ও উনি খুব জনপ্রিয়।ভালো থাকবেন স্যার।
আপনাকে একটা টিভি ড্রামা সাজেস্ট করি। "420" বাংলা নাটক। ইউটিউবে সব এপিসোড আছে। এটা দেখেন। এর চেয়ে সেরা হাস্যকর নাটক দুই বাংলার কোথাওইই হয় নাই বলে আমি মনে করি।
@@tazbeermasnoon2928 ভাই দুই বাংলায় হয় নাই, দুই বাংলার সেরা এইসব তুলনামূলক বিচার কোন দরকার নাই। আপনার এই কথাটা ওপার বাংলার লোকদের একটু হলেও আহত করতে পারে। তারা এমনিতেই মোশারফ করিমকে অত্যন্ত পছন্দ করে, তাদের উপর চাপিয়ে দেয়ার চেস্টা করলে হীতে বিপরীত হবে।
Very good actor.Golla of Harkipte.Ruiton of Sakinsarisuri really wonderful creation of Brindaban Das. Musharaf has very beautifully has blossomed the characters.Very brilliant .👌👌👌👌
@Arijit Roy Mr Roy,uni mosarof Karim ke just unar dormo onojayi greetings korcen,aikhane kharap kisu tho kore nai,asole apnader moto recist der bozaya o luv nai....
কমেন্ট বক্সে ওপারের ভাই/দাদাদের ভালবাসা দিতে দেখে সত্যিই ভাল লাগছে। শিল্প কি আর সীমান্ত চেনে? কোনো কাটাতারের ক্ষমতা নেই শিল্পকে আটকে রাখার। শ্রদ্ধা ও ভালবাসা দুটোই অবিরাম❤️
I don't even know that Mosharraf karim has a huge number of fans from Kolkata. 😯 And Here I can see, maximum kolkata's people are fond of various types of Bangla Natok. That's really amazing guys! Love from Bangladesh 🇧🇩
সত্যিকারের অভিনয় কাকে বলে জানতে হলে দেখতে হবে বাংলাদেশের নাটকগুলো। এই বাংলার (প: ব:) সাহিত্য আর পূর্ব বঙ্গের উচ্চমানের অভিনয় (যা আমরা নাটকগুলোতে পাই), এই দুটির মিলন হলে বিশ্বের সর্বশ্রেষ্ঠ নাটক বা চিত্রনাট্য ইত্যাদি আমরা পেতাম।
@Tiktok Today99 ami dekhechi .besirbag natak er galpo oti baje !story te prochur vule vara . R avinay kichhu janer matro thik achhe baki gulo faltu . Ekmatro valo natak er nam gulo ! romantic nam gulo thake ।
ব্যস্ত সময়ে মন খারাপের সময় গুলোতে মন ভালো করে দেওয়ার ওষুধ আপনার অভিনয় গুলো. সময় পেলেই আপনার নাটক গুলো দেখি. সত্যিই অসাধারণ অভিনয়. শিল্প-সাহিত্য আর সংগীতে আরো মজবুত হোক দুই বাংলার অটুট সম্পর্ক.❤❤🇮🇳🇮🇳❤❤🇧🇩🇧🇩❤❤
সম্প্রতি "Size doesnot matter" নাটকটা বেশ লেগেছে। অনেকদিন থেকেই অনেকের মতো আমিও আপনার একজন গুণমুগ্ধ ভক্ত। ওপার বাংলার মতো এপারে এসেও যদি আপনি অভিনয় করেন, এপারও সমৃদ্ধ হবে।
*করোনা থেকে বাঁচার একমাত্র উপায়-* *১."বেশি বেশি কালেমা পড়া",* *২."আল্লাহ্ কে বেশি বেশি স্মরণ করা",* *৩."পাঁচ ওয়াক্ত নামাজ পড়া।"* নিজে সুস্থ থাকুন,সচেতন হোন।
কমেন্ট পড়তে এসে সত্যি সত্যিই মুগ্ধ। ওপার বাংলায়ও এতো লোক ভালোবাসেন মোশাররফ করিম কে। সত্যিই, শিল্পীর কোনো জাত হয় না, কোন দেশ হয় না, কোন ভাষা হয় না। একজন শিল্পীর সবচেয়ে বড় পরিচয় তার কাজে।
মুগ্ধ হলাম মোসারফ করিমের প্রতি পশ্চিমবঙ্গের মানুষের ভালবাসা দেখে। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। যদি কোনোদিন কোলকাতায় যাই তবে প্রথমেই জোরাসাকোর ঠাকুর বাড়িতে গিয়ে রবীন্দ্র-কাদম্বরীর সেই স্মৃতিময় জায়গাগুলো দেখে আসবো।
কমেন্ট বক্স টা পড়ছিলাম আর অবাক হচ্ছিলাম, কলকাতার মানুষ গুলো মোশারফ করীমকে চেনেন, ভালবাসেন, শ্রদ্ধা করেন, তার অভিনয় দেখেন। খুব বেশি ভাল লাগলো। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
Darun lok..Amar favorate Bangladeshi actor
Yes I am a big fan of mosharaf Karim and chanchal Chowdhury
আর আসামের লোকেরা ?
আমি কোলকাতার সমস্ত দর্শকদের কাছে কৃতজ্ঞ, শেখা হলো একজন গুনি মানুষকে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয়, মোটামুটি সবার কমেন্ট পড়েছি ভালো লেগেছে, ধন্যবাদ,
মিশু, বাংলাদেশ।
এটা আপনার দশের লোকের কাছে খুব কম আশা করা যায়।
SWAPON KUMAR CHAKROBOTY.বাংলাদেশের কতোজন মানুষকে চেনেন দাদা,একটা দেশের সব মানুষকে নিয়ে আপনার মন্তব্বে প্রমান করছে, ভারতের যে ৫৪কোটি মানুষ ঝোপ ঝাড়ের আড়ালে মল মূত্র ত্যাগ করে তাদের মধ্যে আপনি একজন। বাংলা ভাষা ভালো করে লিখতে শিখুন এবংবাড়ীতে শৌচাগার বানান।
@@RafiqulIslam-xx8jq রাইট বাই 🤣🤣🤣
@@RafiqulIslam-xx8jq যাদের কথা বলছো - ঝোপ ঝাড়ে মল ত্যাগ করে - তাদের নুনুর আগাটা দেখে যাও - তাহলে বুঝবে তাদের বেশিরভাগই কাটা।
এটা জানার পর আশা করি এই কথা আর বলবে না।
@@swapankumarchakraborty919 আমরা(বাংলাদেশের বাঙ্গালিরা) কার নুনুর মাথা কাটা কার ছুচোর মতো সেটা দিয়ে মানুষের মূল্যায়ন করিনা,তুমি যাদের কথা বলছো তারা সহ তুমিও পশ্চিম বঙ্গের বাঙ্গালি এবং ভারতীয় । তুমি বলছো ঝোপ ঝাড়ে যারা হাগু করে তাদের বেশির ভাগ নুনুর আগা কাটা, তাহলে শিকার করছো ঝোপের আড়ালে হাগু করার দলে কমের ভাগে তুমিও আছো। সত্যটা শিকার করার জন্য ধন্যবাদ।
সাল টা ছিল দু হাজার বারো। দিল্লি থেকে একটা মিটিং সেরে প্লেনে ফিরছি। হটাৎ প্লেনে দেখা সেই মানুষটির সাথে যার অভিনয় দেখে আমি মোটামুটি পাগল। এত প্রাণবন্ত এত স্বতঃস্ফূর্ত অভিনয় আগে দেখেছি বলে মনে পড়ে না নতুন অভিনেতা দের মধ্যে। তখন মন খারাপ হলে বাংলাদেশের নাটক হাউস ফুল আমি খুব দেখতাম। মোশারফ করিম কে দেখার সাথে সাথে যেন মন টা ভালো হয়ে যেতো। প্লেনে সেই মানুষ টা কে দেখে আমি যেন কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। তার পর আলাপ হলো কত কথা হলো গল্প হলো। বুঝতে পারলাম একজন মানুষ হিসেবে এক অসাধারণ অতুলনীয় ব্যক্তি। এপার বাংলা ওপর বাংলার প্রচুর প্রচুর লোক গীতি জানেন।ওনার মনের ব্যাপ্তি খোলা আকাশের মতো উদার অসীম পরিছন্ন। বাংলাদেশে পৌছিয়ে উনি আমাকে ফোন করে জানিয়ে ছিলেন । আমারই আর যোগাযোগ করে ওঠা হয়নি। ওনার অটোগ্রাফ এখনো আমার কাছে অমূল্য "কি যে ভালো লাগলো সোমতীর্থ দা।" স্বাক্ষর মোশারফ করিম।
উনি ফোক গানের ভক্ত, এবং অনেক ফোক গান লিখেছেন।
অসাধারণ স্মৃতিচারণ, খুব ভাল লেগেছে পড়ে। শুভকামনা আপনার জন্য ❤
@@mahmudulshuvo7826 অসংখ্য ধন্যবাদ।
@@mahmudulshuvo7826 আপনি ও আপনার পরিবারের সকলের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা। খুব ভালো থাকবেন।
মোশাররফ করিমের আলোচিত মুভি "অজ্ঞাতনামা"
ruclips.net/video/qpGRZroPzZA/видео.html
দাদা আমি কিন্তু আপনার একজন গুণমুগ্ধ ভক্ত. আর হ্যা আমি কিন্তু কলকাতাবাসী. আর কলকাতাবাসীরা কিন্তু আমার মতোই আপনাকে প্রচন্ড ভালোবাসে.
Love you dada ♥️♥️♥️♥️
রোমাঞ্চকর ব্যাক্তিত্ব এবং শিল্পী। সহজাত এবং সাবলীল অভিনয় ক্ষমতা।খুব ভালো লাগে। অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল❤ 🇮🇳
মোশাররফ করিম = অভিনয়ের একটা বিশ্ববিদ্যালয়। অসাধারণ মানুষ
Tahole prosenjit ki???porokiya versity VC????
সাকিন সারিসুরি নাটক মাইক নাটক খেলা নাটক গুলো দেইখেন
@@chetonabaaz7298তুলনা করতে আপনাকে কে বলছে ভাই।
আপনারা যেমন প্রসেনজিৎ কে সেরা বলেন। আমরা তেমন চঞ্চল চৌধুরি বা মোশারফ ভাইকে সেরা বলি।
এখানে কম্পেরিজন কেনো আসছে।
শিল্প, স্টারডম, ব্যবসা প্রতিটা আলাদা জিনিস। এখানে কম্পেয়ার উচিত না। তবু যখন প্রশ্ন তুলেছেন বলি...
নওয়াজ উদ্দিন সিদ্দিকী অনেক বড় মাপের অভিনেতা। বাট তাই বলে শাহরুখ হয়ে যাবে না.... ঐ স্টারডমের ধারে কাছেও নওয়াজের নাই আর হবেও না। প্রত্যেকের ব্যাপারটা আলাদা। প্রসেনজিৎ কমারশিয়াল হিরো।
আর মোশারফ ভাই একদম তা নয়। তিনি একজন জাত শিল্পী। তার অভিনয় দক্ষতা প্রসেনজিৎ থেকে বেটার এটা আপনি মানেন বা নাই বা মানেন।
অভিনয় দক্ষতায় প্রসেনজিৎ মোশাররফ করিম থেকে একটু পিছিয়ে থাকতেই পারে। কারণ প্রসেনজিৎ স্যার Mass হিরো। তার আলাদা লেভেলের স্টারডম আছে। আমি যদি ভুল না করে থাকি মানুষ তার নামে আজও মুভি দেখতে যায়।
তার একশন, এক্সপ্রেসন সবই হিরোদের মতো। কারণ সে কমারশিয়াল হিরো।
মোশাররফ ভাই তা নয়। তিনি বড় মাপের অভিনেতা। কিন্ত তার ঐ শুধু অভিনয় টুকুই আছে। একজন হিরো হতে যা লাগে সেটা কিন্তু নেই।
আপনারা শাহরুখের সাথে যেমন নওয়াজের তুলনা করেন না। তেমনি মোশারফের সাথে প্রসেনজিৎ এর তুলনা করাটার কোনো মানেই হয় না।
কলকাতাতে এসে উনি হতাশ হয়েছেন।অসাধারণ রসবোধ ।নিন্দাচ্ছলে প্রশংসা ।একজন উঁচু দরের হৃদয়বান রসিক ব্যক্তির দ্বারাই সম্ভব ।
Kolkata bharoter porokiyar rajdhani,ravindranath porokiyar dadu....
সাকিন সারিসুরি নাটক মাইক নাটক খেলা নাটক গুলো দেইখেন
@@alamin-vn1yo ঁুঙড়ড়ঙ
Daulatdia (Bengali: দৌলতদিয়া) is the name of a village in Rajbari District, Bangladesh which is the largest brothel (বেশ্যাখানা) in Bangladesh, and has been called one of the largest brothels in the world.
Sonagachi broke that record.now Asias largest brothel where dalits girl r sold
মোশাররফ করিম একটি প্রতিষ্ঠান।
বাংলাদেশের রত্ন মানিক, তবে ভারতীয় বাঙালিদের কাছেও প্রানের খনি।
অনেক শুভকামনা রইলো।
Welcome to Our Great India.
Apni janen monehoy
মোশাররফ করিমের আলোচিত মুভি "অজ্ঞাতনামা"
ruclips.net/video/qpGRZroPzZA/видео.html
Border deye jokhon lash pathan tokhon Kemon lage
@@chetonabaaz7298ধুর এখানে এসব বলার কি আছে
I love you very much
মোশাররফ করিম ভাইয়ের কলকাতা দর্শনের মূল্যায়ন খুবই মনোগ্রাহী। উত্তর কলকাতা সম্পর্কে বলতে গিয়ে মুশাররফ ভাই বললেন, উত্তর কলকাতা ঘুরতে গিয়ে পুরাতন সময়ের মধ্যে যাওয়া যায়, পুরাতন সময়কে দেখতে পাওয়া যায়।দাগ কেটে যাওয়ার মত মেধাবী জবাব। মোশাররফ ভাই অনেক ভালো থাকবেন।
মোশাররফ করিমের আলোচিত চলচ্চিত্র "অজ্ঞাতনামা"
ruclips.net/video/qpGRZroPzZA/видео.html
আমি মোশাররফ করিম এর মাধ্যমে বাংলাদেশ দেখতে শুরু করেছিলাম, এপার বাংলায় ওনার কোনো হেটার্স নেই।। ❤❤❤
তাতে আমাদের বাল ছেরা গেলো
👍🇧🇩🇧🇩
@@007-m5n আবর্জনা।
@@md.basheerhussain9281তুই বাংলাদেশ বিদ্বেষী
আপু ,হাড়কিপ্টা, নাটক দেখুন !
সত্যি সত্যিই মোশাররফ করিমের মতো অভিনেতা এই সময়কালে দুই বাংলাতেই খুব খুব কম আছেন। অসাধারণ!
মোশাররফ করিমের আলোচিত চলচ্চিত্র "অজ্ঞাতনামা"
ruclips.net/video/qpGRZroPzZA/видео.html
নেই
আমি একজন ভারতীয়,কিন্তুু আমি মোশারফ করিম কে আমার মন থেকে পছন্দ করি এবং উনার সব চরিত্র আমায় অনেক অনেক বেশি আনন্দ দেই।
ভাই মোশাররফ, আপনি কোলকাতায় এসেছেন জানলে আপনাকে চন্দননগরের মিষ্টি খাওয়াতাম ।
আমি চন্দননগরে থাকি । কিভাবে আপনাকে পাব ? আপনাকে খুব বেশি ভালোবাসি ।
আপনি ভালো থাকবেন। আপনার অভিনয় ভালো লাগে।
Ordhek ta na Gita ekta
amke aktu khaoyan na bhai
Ami Ai Nastickar moha pesab kortam
Boder bal tore Kon khankir pola bolse moshrof nastik.pagol chotia.
কমেন্ট পরতে এশে আমি নিজেয় কলকাতার মানুষদের প্রতি প্রেমে পরে গেলাম। মন থেকে অনেক অনেক কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাই।
আমি রাশেদ বাংলাদেশ থেকে।
🤍🇧🇩🤝🇮🇳🤍
কোলকাতায় মোশাররফ করিমের মতো বিরাট মাপের অভিনেতা কোলকাতায় এসেছিলেন, কাজ করে গেছেন, এটা আমাদের কোলকাতার মানুষের সৌভাগ্য এবং অত্যন্ত আনন্দের। সেখানে সাক্ষাৎকারের দায়িত্ব নেওয়া উচিৎ ছিল আরো সংবেদনশীল এবং শৈল্পিক মনের মানুষের। দুই পারের বাঙালির অত্যন্ত প্রিয় এবং ভালোবাসার মানুষ,মোশাররফ ভাইকে শুভেচ্ছা জানালাম।আরো অনেক বড়ো ক্যানভাসে দুই বাংলার যৌথ প্রয়াসে ওনার প্রতিভার সদ্ব্যবহার করে যুগান্তকারী ছবি তৈরী হোক,এই কামনা করি।।
দাদা আমি RUclips এ আপনার সব নাটক দেখেছি, আপনাকে আমরা কলকাতা বাসী রা খুব ভালোবাসি ❤️
Kidada ,Eni to molla
Samarul Hoque
Apni jeta bollen sei mon manosikata khub kom percentage loker ache..
@@samarulhoque7799 Osob jar dhormo nia tomrai pora thakao,hujurer kotha suna Non Muslim der marar jonno chitkar kora othen.Amader Bharat ato basi jono sonkha r desh onk problem asa kintu amder desh er Prime minister, president o Muslim hoi.tora ki mana nibi non Muslim prime minister?
তোমাদের ভালোবাসা আমাদের খুব আনন্দ দেয় চেষ্টা করুন না দাদা আমরা যেন আজীবন মায়া মমতা আর ভালবাসার বন্ধন ধরে রাখতে পারি আমরা বাংলাদেশের মানুষ কলকাতার লোকজন কে খুব ভালোবাসি ধর্ম বর্ন ভুলে
Ekhankar lokeyra madrachhap na. We're progessive.
মোসারফ ভাই আমি আপনার অনুরাগী. খুব ভালো লাগলো আপনাকে কলকাতায় দেখে . দেশ টা হয়ত কেউ ভাগ করে দিলো তবে মনটা নয়. তাই বোধহয় আমরা একে অন্যের মধ্যে খুঁজে পাই. বার বার আসুন . আমি ছোটবেলা থেকেই বাবা মায়ের কাছে ওদেশের কত কথা শুনেছি যাওয়ার সময় বা সুযোগ হয়নি. জীবদ্দশায় একবার তো বাংলাদেশে যাবো.
Most Wel-come 👋
Most welcome brother🇧🇩
অবশ্যই আসবেন ভাই
স্বাগতম
নোয়াখালী র কথাটা মাথায় রাখবেন
আজকেই দেখলাম কিড সোলেমান.. মোশারফ করিম একজন এমন অভিনেতা যত বলবো শেষ করা যাবে না। অনেক নাটক শুধু ওনার অভিনয়ে বেরিয়ে গেছে। কমজোড়া স্ক্রিপ্ট এও কি দারুন অভিনয় ফুটিয়ে তুলেছেন। ক্যামেরার সামনে এত সাবলীলভাবে পুরানো দিনের বাংলা সিনেমার দিকপাল রা ছাড়া মনে পড়ে না। সময় পেলেই দেখি.. কি অসাধারণ অভিনয়!! ভাল থাকুন সুস্থ থাকুন। আপনার দীর্ঘায়ু কামনা করি।
ভাই কিড সোলেমান ২দেখেন আরো বেশি ভালো
ভাই কিড সোলেমান ২ দেখতে পারেন
তাহলে আপনারা কলকাতার অনেকে মোশারফ করিমের নাটক দেখেন? বাহ শুনে মনটা ভরে গেল.
@@Bdpowersignal haaa, amra onekei chutiye dekhi........
অভিনন্দন নাটক টা দেখবেন।
মোশারফ ভাইয়ের গ্রামের বাড়ীর পার্সবর্তী এলাকা থেকে আমি দেখছি!! ধন্যবাদ সকল ভারতীয় ভাই ও বোনদের। মোশারফ ভাই সত্যিই একজন প্রতিভাবান অভিনয় শিল্পী।
Kothay bari
@@police2268 বরিশাল বিভাগ।
মোশাররফ করিম ভাইকে যে রকম সম্মান দেওয়ার কথা আপনারা তার চেয়েও অনেক বেশি সম্মান দিয়েছেন❤️
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ
বাংলাদেশ থেকে।
Welcome dada....
From kolkata
অসভ্য আবেগ দমন করো কি সব কমেন্ট এগুলা
ভারত থেকে । মোশারফ কিন্তু শুধুমাত্র কমিক চরিত্রের অভিনেতা নয় । সব চরিত্রেই তিনি পারদর্শী ।
আপনাকে একটা টিভি ড্রামা সাজেস্ট করি। "420" বাংলা নাটক। ইউটিউবে সব এপিসোড আছে। এটা দেখেন। এর চেয়ে সেরা নাটক দুই বাংলার কোথাওইই হয় নাই।
মোশাররফ করিমের হাউজফুল ও FnF নাটকটা সবথেকে কমেডি নাটক। সময় নষ্ট হবে না কথা দিলাম।
মোশারফের সব চরিত্রই সেরা
৪২০ নাটকটা অনেক আগেই দেখেছি । অতি চমৎকার একটা নাটক ।
Yes exactly, the interviewer should not say like that
দাদা, আপনাকে এপার বাংলার মানুষ প্রচন্ড ভালোবাসে, নিয়মিত কাজ করুন কলকাতায়
দাদা উপরে তো কয়েকজন তার যোগ্যতা নিয়ে রীতিমত প্রশ্ন তুলে বসেছে।
@@mohammadamirmaaruf2422 ধুস যোগ্যতার গাঁড় মেরেছে উনি দারুন অভিনয় করেন।তবে উনার নাম জানিনা।
@@mohammadamirmaaruf2422, vi kichu manush 1947 er age o amader dui banglar moddhe bived er deyal sristi korese akhono kore. Eder kaj e onner qualification neye kotha bole deyal sriati kora. Eder sobsomoy chapter er baire rakhben tahole dekhben amader moddhe kono bived er deyal thakbena. Dui bangla aksathe onek dur jete parbo. Joy united bengal.
আপনাকে একটা টিভি ড্রামা সাজেস্ট করি। "420" বাংলা নাটক। ইউটিউবে সব এপিসোড আছে। এটা দেখেন। এর চেয়ে সেরা হাস্যকর নাটক দুই বাংলার কোথাওইই হয় নাই বলে আমি মনে করি।
@@tazbeermasnoon2928 ধন্যবাদ, অবশ্যই দেখবো
আমার বাংলাদেশের প্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী মোশারফ করিম ও অখম ।সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন।
chanchal er Aynabazi dekhben if possible he is an outstanding actor and gave his best shot at aynabazi
চঞ্চল চৌধুরী আমার ও প্রিয়
আপনি মনে হচ্ছে বৃন্দাবন দাসেরও ফ্যান
@@MizanurRahman-gr3pj হ্যাঁ ।ওনার লেখা নাটক দেখতে ভীষণ ভালো লাগে।
এরা তিন জন বাংলার সুপার
ডিকসেনারীর অপেক্ষায় রইলাম ।
প্রথম শুরু ''ঠুয়া'' থেকে তারপর মোটামুটি সব ই দেখেছি ।
অনেকে ভালোবাসা রইলো ।
মোশাররফ করিমের আলোচিত চলচ্চিত্র "অজ্ঞাতনামা"
ruclips.net/video/qpGRZroPzZA/видео.html
ঠুয়াটা আমারও দেখা তার প্রথম নাটক।সেই মাপের অভিনয়শৈলী।
যদি একবার দেখা হতো
@@udaykabasi9616 কি দেখবেন বলুন
@@ranasaha134 মোশাররাফ করিম কে
বাংলাদেশের বেশ কয়েকজন নাট্যব্যক্তিত্ব, ভালো অভিনয় করেন । তবে ব্যক্তিগতভাবে
আমি , ওনার ভক্ত হয়ে গেছি ।এপার বাংলা
শুভেচ্ছা রইল !!
মোশারফ করিমের বিভিন্ন ধরনের অভিনয় যারা দেখেছে। আমার ধারণা কলকাতার অনেক সিনেমা,সিরিয়াল ইত্যাদি অভিনেতা থেকে অনেক বেটার সে। সত্যি কথা বলতে কি একজন জাত অভিনেতা হলো মোশারফ করিম।
মোশাররফ করিমের হাউজফুল ও FnF নাটকটা সবথেকে কমেডি নাটক।
Akhane kolkatar sathe avabe tulona korata thik noy. Kolkatateo onek soktiman ovinrta asen j mon Sobbosachi cokroborty amar khubi prio ovineta. 🇧🇩🇧🇩
He is legend in Bangladesh Industry !! You are comparing him with other Actors !! That's not fair !!
Vhai apni হারকিপটা দেখতে পারেন
@@adnnantube644 দেখেছি। কোনোকিছু দেখতে বাকি নেই মোশারফ করিমের।
এক দুর্দান্ত অভিনেতার সাথে এক অপোগন্ড প্রতিবেদকের সাক্ষাৎকার-এমন ব্যক্তিত্বের সাথে কথা বলার মতো homework ই নেই।-ভারত থেকে
দাদা মনের কথা বলেছেন।
Anirban Roy Chowdhury আমার কাছে বেশ ভালোই লেগেছে উনার ভয়েস,ইন্টারভিউ নেয়ার স্টাইল। বাংলাদেশ থেকে❤️
Completely natural....very very attractive...fantastic conversation..!!
@@riktobhuiyan9526 you are right sir
এই উপমহাদেশের সবচেয়ে ভালো অভিনেতা শুভেচ্ছা রইল সিনেমায় দেখতে চাই
মোশাররফ করিমের আলোচিত মুভি "অজ্ঞাতনামা"
ruclips.net/video/qpGRZroPzZA/видео.html
Chapabaj
সাকিন সারিসুরি নাটক মাইক নাটক খেলা নাটক গুলো দেইখেন
Best of luck mosarrof korimআপনার কমেডি নাটক ও রোমান্টিক নাটক গুলো খুবই ভালো লাগে 💞💞💞💞
আমি বাংলাদেশ থেকে বলছি, কোলকাতার মানুষের কমেন্ট সত্যি ভালো লাগলো ধন্যবাদ দাদাদের সত্যিকারের অভিনেতাকে সম্মান করার জন্য।
Do you accept the colonial award on the basis of religion?
ভারতীয় হয়েই বলছি উপস্থাকের উপস্থানে হতাশ হলাম। মোশাররফ ভাইয়ের মতন একজন বড় মাপের অভিনেতার সাথে একজন ম্যাচুয়ার উপস্থাপকের দরকার ছিল, তবে এই উপস্থাপক তার মতন করে চেষ্টা করেছে
Kolikatar maximum Lok interviewer ER moto
@@chetonabaaz7298 tai? Ke Bollo apnake?
জ্বি,একমত।
তার সম্পর্কে আরেকটু স্ট্যাডি করা উচিৎ ছিলো হয়তো উপস্থাপনকের।আমিি হতাশ হয়েছি দাদা কিছু।
@@chetonabaaz7298 why so much hatred towards Kolkata, honey, just remember your national anthem was written bya man who is from Kolkata. No other points must be required.
@@dreamtaylorsversion5525 Forefathers of Rabindranath Tagore is from Khulna. Which is in Bangladesh. Actually, most of the famous poet is from this part of Bengal, but they went to Kolkata as it was the central point of culture and was the capital of undivided Bengal. As a Bangladeshi, I can say nobody hates Kolkata. In fact, we love Kolkata as we feel connected to it as a Bengali. Hatred is mutual, Few people of Kolkata hates Bangladeshi and the same here.
ওপার বাংলার নাটকের প্রতি ভালোবাসা এবং ভালোলাগাটা শুরু মোসারফ করিমের নাটক দেখে । এখন আমি বাংলাদেশের নাটকের একজন নিয়মিত দর্শক । সত্যি বলতে, আমি মনে-প্রাণে চাইতাম এখানকার নাট্য ব্যক্তিত্ব/অভিনেতাদের সঙ্গে মোসারফ করিমের অভিনয় ধারার একটা সংমিশ্রণ ঘটুক । ব্রাত্য বসুর সিনেমায় মোসারফ করিমের উপস্থিতি অভিনয় জগতে একটি নতুন যুগের সূচনা করবে । স্বাগতম মোসারফ করিম । আপনার সাফল্য কামনা করি, ভালো থাকবেন ।।
Thanks bro
তাহলে আপনারা কলকাতার অনেকে মোশারফ করিমের নাটক দেখেন? বাহ শুনে মনটা ভরে গেল.
আপনি হারকিপটা নাটক দেখসেন.?
@@adnnantube644 পুরো episode গুলোই দেখেছি.... উপভোগ করেছি... দারুন। চঞ্চল চৌধুরী অনবদ্য ।
@@dipakkumarhalder6886 হ্য চনচল আর মোশারফ এই বাংলাদেশর এখোনো সেরা এক্টর। 🙂
আপনি তাহলে মোশারফ এবং চনচলের ঘর কুটুম দেখতে পারেন। হারকিপটা আট ঘরকুটুম প্রায় একই রকমের। আরকি গ্রাম্য ঘটনা তুলে ধরা হয়েছে।
ওনার অভিনয় যতটা প্রাণবন্ত ততটাই উচ্চাঙ্গের। আপনার দীর্ঘায়ু, সুস্থতা ও আরো অনেক অনেক সাফল্য কামনা করি।
মোশাররফ করিমের আলোচিত চলচ্চিত্র "অজ্ঞাতনামা"
ruclips.net/video/qpGRZroPzZA/видео.html
মোশাররফ করিমের সাকিন সারিসুরি এবং হার কিপটে ২ টা নাটক দেখেন আপনি তার ভক্ত না হয়ে পারবেন না
মোশাররফ করিম একজন অনবদ্য অভিনেতা। চঞ্চল চৌধুরী বা মোশারফ করিম বা এঁদের মতো অভিনেতা বাংলা অভিনয়ের মান অনেক বাড়িয়েছেন।
খুব বড়ো অভিনেতা। আমার উনার অভিনয় খুব ভালো লাগে। আরো অনেকে বাস্তব জীবনের অভিনয় দেখতে চাই। অপেক্ষা করে থাকলাম।
মাননীয় অভিনেতা মোশারফ করিম একটি মূল্যবান কথা বললেন -কাজ/অভিনয় করে আনন্দ না পেলে বুঝলাম কাজটা ভালো হলনা। দুই বাংলার নাট্য,চলচ্চিত্র শিল্প একে অপরকে সমৃদ্ধ করুক।
Kolkata amader tader porokiya deye somriddho korcheye
মোশাররফ করিমের সাকিন সারিসুরি এবং হার কিপটে ২ টা নাটক দেখেন আপনি তার ভক্ত না হয়ে পারবেন না
ওনাকে চিনলাম।
উত্তর কোলকাতা র বিষয়ে ওনার সাথে এক মত।
উনি ওপার বাংলার মানুষ বোঝাই যাচ্ছে না।
পুরোপুরি এপারের মানুষ লাগছে।
ভাল মানুষ।ভাল মনের।সত্যি কথা বলা মানুষ। এবার থেকে ওনার অভিনয় দেখব👍
হাউজফুল,Fnf,size doesn’t matter,জময(১-১২)এগুলো দেখলে আপনার লকডাউনের সময় কখন যে কেটে যাবে,এবং আপনি মোশাররফ করিমের নাটক দেখা আপনার নেশা হয়ে যাবে।
@@newtheme4583 ধন্যবাদ। দেখব। 🙂
Natok: 420, ta deikhen....
Ami prefrr korbo FNF natokti dekhar jonno
চাঁদের নিজের কোন আলো নেই। অনিন্দ্য সুন্দর নাটক।এই নাটকে অনবদ্য অভিনয়শৈলীর মোহনরূপ প্রদর্শন করে জাতীয় পুরস্কার পান মোশাররফ করিম।
Mosharaf Karim is my favourite actor in lockdown from Purulia west Bengal. I discovered mosharaf Karim. Size does not matter is fantastic. Tisha also I congratulate her
মোশাররফ করিমের আলোচিত চলচ্চিত্র "অজ্ঞাতনামা"
ruclips.net/video/qpGRZroPzZA/видео.html
Mosharaf karim best artist
মোশাররফ করিমের সাকিন সারিসুরি এবং হার কিপটে ২ টা নাটক দেখেন আপনি তার ভক্ত না হয়ে পারবেন না
আমি ভারতবাসী আপনার সমস্ত নাটক আমি দেখি ভীষণ ভালো লাগে আপনার সাথে দেখা করার খুব ইচ্ছে জাগে কিছু করার নেই ঈশ্বর আল্লাহ চাইলে নিশ্চয়ই দেখা হবে আপনি খুব ভালো মানুষ আপনি খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন আমাদের কে আনন্দে রাখবেন মনে হয় ঈশ্বর আল্লা চাইছেন আমাদেরকে ভালো রাখার দায়িত্ব আপনার
মোশারফ করিম অনেক বড় মাপের অভিনেতা। কলকাতায় আসার জন্য ওনাকে অনেক অভিনন্দন।
গুরুদেব।আপনি কলকাতা তেই থেকে যান।টিভি সিনেমা ওয়েব সিরিজ সব কিছু তেই আপনার অবদান দাবি করি।দয়া করে থেকে যান।
Satyajit Mitra eto bhalobashen Musharraf Karim ke!!! Eta Jana chilona. Apnader eto bhalobasha dekhe Ami Mugdho.🙏
কলকাতায় থাকলে বাংলাদেশের কী হবে ভাই? ভালোবাসা নেবেন💙
@@রায়ানআহমেদ-শ১ল গুণী জনের দেশ কাল হয় না।তার মুগ্ধতা সব কিছুর উর্ধ্বে।
@@farhanazm মানুষ বেঁচে থাকে তার কাজের মধ্যে।উনার অভিনয় এবং ব্যাক্তিত্ব দুটোই অসাধারণ এবং অনন্য।আমার কিছু বাল্য বন্ধু ও আছে তারাও উনাকে ভীষণ পছন্দ করে।
Chup communist
'ডিক্সনারী' অবশ্যই দেখবো। অভিনেতা হিসাবে অসাধারণ ব্যক্তিত্ব।
কলকাতার মানুষের শিল্পীর প্রতি সম্মান দেখে খুবই ভালো লাগছে। Love from Bangladesh❤️❤️❤️
আসলে বাংলাদেশ আর কলকাতার মধ্যে অদৃশ্য একটা টান আছে সেটা আমরা মুখে স্বীকার করি বা না করি।
Thik
আমাদের ভারতে মোশারফ করিম মানে বাংলা চলচ্চিত্রের একজন রাজা,,
আমি কোচবিহার থেকে আমি মনে প্রানে চাই মোশারফ করিম এর মতো অভিনেতা আমাদের বাংলা চলচ্চিত্রে আসুক ।
ভারতের যদি আমিরখান হয়
তবে বাংলাদেশের মোশারফ করিম ,
একই রকম ট্যালেন্ট, যে কোনো চরিত্রে ফুটে উঠে, খুব খুব ভালো লাগে,❤️❤️❤️🇮🇳🇮🇳
বুক ভরা ভালবাসা ত্রিপুরা থেকে মোশারফ ভাই ❤❤❤❤
খুবই সহজ করে কঠিন অভিনয় করেন। অনেক শ্রদ্ধা আছে আপনার প্রতি। from India
He is in India now and the channel is also from Kolkata. So, india theke bolchi ei kotha ta meaningless
করিম ভাইয়ের অনেক উত্তম কাজ দেখেছি। তবে সর্বোত্তম মনে হয় 'মায়াকান্না'। চঞ্চলদার 'নিখোঁজ সংবাদ'। অপুর্বর 'লাভ কনটেস্ট্'। তৌকির সাহেবের 'বৃষ্টির দিন'। জাহিদ হাসানের 'মাখন মিয়া'। মাহফুজের 'শেষ কথাটি'। মিলনের 'আশ্রয়'। মীর সাব্বিরের 'সেকেন্ড হ্যান্ড হাসবেন্ড'। টনি ডায়েসের 'গাও গিরামের কিস্যা'।নিশো ভাইয়ের 'লাফিং হাদিউল'। সজলের 'ম্যানিকুইন'। হাসান মাসুদের 'আমরা গরু চোর'। আখম র 'বৌয়ের দোয়া পরিবহন'। জীতু আহসান এর 'এ্যাপয়েন্টমেন্ট লেটার'। 🙏😍
ধন্যবাদ মনে রাখার জন্য
অপূর্বর বড়োছেলে নাটক টা দেখবেন
@@nayanmandal8259 ওটা তো ইউটিউবের ইতিহাসে সর্বাধিক দৃষ্ট বাংলা নাটক। তবে ওটা মেহজাবীনের জন্য মনে রাখবো। 💞
মোসারফ করিম এর ৪২০ সিরিয়ার নাটক বেষ্ট।
তারা ৩ জন নাটক টি দেখবেন
বাংলা ভাষা, রবীন্দ্রনাথ, জীবনানন্দ আপনারাই রেখেছেন। ব্রাত্য বসু আমার একজন প্রিয় মানুষ।আপনাদের সম্মিলিত কাজ খুব ভাল হবে,আমি নিশ্চিত।
Ashoke Roychowdhury nah, amra dui banglai dhore rekhechi.
একদম ঠিক ।
Onara porokiya bhaloie dhoray rekhecen
Musharraf Karim amar annotomo priyo abhineta........ Onek bhalo basha, Shrodhdha tar jonno...... Paschim Bango theke unar ekjon Fan.......
সেলুট মোশাররফ করিম কে অসাধারণ অভিননেতা
ভীষণ ভীষণ ভীষণ ভালো লাগে.. অসাধারণ অভিনয় ক্ষমতা 🙏 এই পাড়ের লোকজন আপনাকে পেয়ে মুগ্ধ হবে আশা করি.. যে কোনো চরিত্র কে চেটেপুটে খাওয়ার এবং খাওয়ানোর ক্ষমতা অসাধারণ.. ভালো থাকবেন 🙏
Oshadharon bolesen. Akjon guni shilpir prokrito somojdar apna k janai antorik suvessa Bangladesh theke.👋🇧🇩
মোশারফ করিমের মত ট্যালেন্টেড অভিনেতা আমার মনে হয় দুই বাংলাতেই অনেক কমই আছে 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
ভুল ।
উনি তো ঠিকমতো কথাই বলতে পারছেন না। কলকাতার মামুলি একজন অখ্যাত অনামী সাংবাদিকের কথা শুনুন। মুস্সারফ করিম সাহেব তার সাথে কথা বলতে গিয়ে কেমন থতমত খেয়ে যাচ্ছেন। কৌশলী সাংবাদিকটি তাকে দুবার সহজ করবার চেষ্টা করেছেন।
অভিনয়ের কথা বলছেন ? কলকাতায় ভুরি ভুরি আছে।
@@swapankumarchakraborty919 onar natok check kore acting skill dekhen
@@fuad3943 onar natok dekhechi. Sob e dekhechi. Ovinoy janena,. Vasar thik nei, ki ar bolbo joghonno lage.
@@fuad3943
অনেক দেখেছি - না দেখে বলছি না।
সমস্যা হলো দুই বাংলাকে মিলিয়ে যে মন্তব্যটি করা হয়েছে - সেটা শিশু সুলভ মন্তব্য হয়েছে।
@@swapankumarchakraborty919 আপনাদের কলকাতায় আছে শুধু হিংসার প্রতিহিংসার ভালোবাসা আন্তরিকতা আমার মনে হয় পুরো বিশ্বের মধ্যে সব থেকে কলকাতায় কম আমি পুরো ইন্ডিয়ার কথা বলছিনা কলকাতার মানুষ খুবই জঘন্য,, এখনো যারা রাস্তায় বা পাশের জঙ্গলে বসে টয়লেট করে তার আবার মানুষকে সম্মান দিবে কি করে জঘন্য কলকাতা জঘন্য কলকাতার মানুষ 😀😁😁
আমার সব চেয়ে পছন্দের একজন মানুষ হলো মোশাররফ করিম ভাই উনার সব নাটক আমার ভালো লাগে
আমার খুব পছন্দের অভিনেতা কলকাতা থেকে বলছি খুব ভালো থাকবেন স্যার 🙏🙏🙏
অসাধারণ মাপের অভিনেতা। আমি ওনার কাজ ছাড়া অহনা তানিয়া আরো অনেকের কাজ ভালো লাগে। অনেক শ্রদ্ধার সাথে জানাচ্ছি যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের সিরিয়াল থেকে ওনাদের কাজ ভীষণ ই ভালো
Ami ekjon Indian🇮🇳but onar natok gulo amr khub valo lage r onakeo..aj porjonto kota dekhechi gune ses korte parbo na...
'হারকিপটা' দেখেছেন দাদা.?
@@adnnantube644 না.......
@@Srsrs1501 প্লিজ দাদা হারকিপটা নাটক টা দেখেন একবার৷
অনেক ইন্ডিয়ান রা হারকিপটা নাটক টা দেখসে। এবং অনেক ইন্ডিয়ানদের কমেন্টস ও দেখলাম।
প্লিজ একবার দেখেন। ধারাবাহিক নাটক। মোশারোফ এর
মোশাররফ করিমের আলোচিত মুভি "অজ্ঞাতনামা"
ruclips.net/video/qpGRZroPzZA/видео.html
Lolz
এনার কাজ সম্পর্কে কোনো প্রশ্ন হতে পারে না, এভাবেই চালিয়ে যান মোশাররফ ভাইজান, অনেক অনেক ভালোবাসা আপনাকে❤❤❤😍😍(ইন্ডিয়া থেকে)
মোশারফ ভাইয়ের "সুখ টান" নাটক টা যারা আমাদের এপার বাঙলায় (পশ্চিম বঙ্গ) দেখেন নি, তারা অতি অবশ্যই দেখবেন। অসাধারণ একটি নাটক।
Link দিন
ওনার নাটকের নাম বলে কি শেষ করা যায়? সুপাত্রের সন্ধানে, এলোমেলো শব্দের জলসিঁড়ি,100 পর্বের ধারাবাহিক রেড সিগনাল, তনু ,মাটির ব্যাংকে ভালোবাসা,রোদের অপেক্ষা, ফোর্থ সাবজেক্ট, হাউসফুল, উচ্চ মাধ্যমিক সমাধান ,ঘূর্ণিঝড় ইত্যাদি লিখে শেষ করা যাবে না, বিভিন্ন চরিত্রে অসাধারণ সব অনবদ্য অভিনয়ে আমি তৃপ্ত। প্রতিটি নাটক দেখার জন্য অধীর আগ্রহে থাকি।
আমি ঘাঊড়া মজিদ র সব এপিসোড দেখেছি খুব ভাল লেগেছে
আপনারা মোশারোফ এর হারকিপটা দেখেন
ruclips.net/video/Dvcx1SMj1rs/видео.html
Musharraf karim Amar khub khub
Prio avineta.🙏🙏🙏
মোশারফ করিম আমাদের বাংলাদেশের জনপ্রিয় একজন অভিনেতা
মোশাররফ করিম আমার ফেবারিট । এরকম অভিনেতা একমাত্র উত্তম কুমার ছিলেন।
বাংলাদেশ থেকে
মোশাররফ করিম
ভাইয়ার পতি
কলকাতার মানুষের ভালবাসা দেখে
সত্যি আমি আনন্দিত
ও কৃতকগতা জানাই
সকলের পতি অনেক অনেক ভালবাসা রইলো।
The boss, The legend Mosharraf♥️.
lots of love from Tripura,India
মোশাররফ করিমের আলোচিত চলচ্চিত্র "অজ্ঞাতনামা"
ruclips.net/video/qpGRZroPzZA/видео.html
Mossarrof ekhon mullah,tar eto Brahman bhakta
মোশারফ করিম বাংলাদেশের সিনেমা চিনতে ও দেখতে শিখিয়েছে । অনেক ভালোবাসা ভারতবর্ষ থেকে ।
ধন্যবাদ কোলকাতা বাসি
From Bangladesh
তুমি গুরু বড্ড বেশি ভালো💛💛💛💛
খুব ভালো এবং জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম স্যার।অভিনেতা ছাড়াও আমার মনে হয় উনি মানুষ হিসাবে খুব ভালো ।আমাদের পশ্চিম বঙ্গে ও উনি খুব জনপ্রিয়।ভালো থাকবেন স্যার।
আপনাকে একটা টিভি ড্রামা সাজেস্ট করি। "420" বাংলা নাটক। ইউটিউবে সব এপিসোড আছে। এটা দেখেন। এর চেয়ে সেরা হাস্যকর নাটক দুই বাংলার কোথাওইই হয় নাই বলে আমি মনে করি।
@@tazbeermasnoon2928 ভাই দুই বাংলায় হয় নাই, দুই বাংলার সেরা এইসব তুলনামূলক বিচার কোন দরকার নাই। আপনার এই কথাটা ওপার বাংলার লোকদের একটু হলেও আহত করতে পারে। তারা এমনিতেই মোশারফ করিমকে অত্যন্ত পছন্দ করে, তাদের উপর চাপিয়ে দেয়ার চেস্টা করলে হীতে বিপরীত হবে।
মোশাররফ করিমের আলোচিত চলচ্চিত্র "অজ্ঞাতনামা"
ruclips.net/video/qpGRZroPzZA/видео.html
বরিশাল ও বাংলাদেশের কৃতি সন্তান। ভালোবাসা অবিরাম!❤️❤️❤️
#উপস্থাপকের আরো বেশি হোমওয়ার্ক করা দরকার ছিল।
Mosharraf Karim saheb amra Kolkata bashi apnar gunomugdho ❤️❤️
sir doya kore apni amader desh er cinema two kaaj korun niomito. ❤️❤️
Very good actor.Golla of Harkipte.Ruiton of Sakinsarisuri really wonderful creation of Brindaban Das. Musharaf has very beautifully has blossomed the characters.Very brilliant .👌👌👌👌
Greatest actor in my eyes. Love from Tripura India for Musharraf Karim.
ছোট বেলায় অসাধারণ সব বাংলাদেশী নাটক দেখে বড় হয়েছি ।আজ তেত্রিশ বছর দেশ ছেড়ে আসার পর ও সেইসব নাটকের স্মৃতি অমলিন আছে। মুশারফ করিমের অভিনয় অসাধারণ।
কেন দেশ ছেড়ে চলে গেলেন
মোশাররফ করিমের সাকিন সারিসুরি এবং হার কিপটে ২ টা নাটক দেখেন আপনি তার ভক্ত না হয়ে পারবেন না
বাংলাদেশ থেকে। গুরু আমার কোলকাতায় দোয়া রইল তোমার জন্য
অসংখ্য ধন্যবাদ মোশারফ করিম ভাই ভালো থাকেন সব সময় আল্লাহ হাফেজ
@Arijit Roy Mr Roy,uni mosarof Karim ke just unar dormo onojayi greetings korcen,aikhane kharap kisu tho kore nai,asole apnader moto recist der bozaya o luv nai....
@Arijit Roy Apnar bujhar vul dada.Dhonnobad.
@@mizanurrahmansharfin8712 Doya kore avabe kauke racist bolben na sundor kore bujhie die vul vangben please.
কমেন্ট বক্সে ওপারের ভাই/দাদাদের ভালবাসা দিতে দেখে সত্যিই ভাল লাগছে। শিল্প কি আর সীমান্ত চেনে? কোনো কাটাতারের ক্ষমতা নেই শিল্পকে আটকে রাখার। শ্রদ্ধা ও ভালবাসা দুটোই অবিরাম❤️
বদলে যাওয়া মানুষ.......
Speechless acting Sir.....
একটা request Sir,
কিছূ কিছু খাস বাংলাদেশী ভাষা যদি আপনারা একটু change করেন, তাহলে আপনাদের অনেক নাটক international লেভেলে অনেক খেতাব পায়.
I don't even know that Mosharraf karim has a huge number of fans from Kolkata. 😯 And Here I can see, maximum kolkata's people are fond of various types of Bangla Natok. That's really amazing guys! Love from Bangladesh 🇧🇩
মোশাররফ করিমের সাকিন সারিসুরি এবং হার কিপটে ২ টা নাটক দেখেন আপনি তার ভক্ত না হয়ে পারবেন না
মোশারফ করিমের ইন্টারভিউ খুব উইট হয়। কিন্তু উপস্থাপক তার পালস ধরতে পারেনি। তাই গুরু গম্ভীর হয়ে গিয়েছেন।
সত্যিকারের অভিনয় কাকে বলে জানতে হলে দেখতে হবে বাংলাদেশের নাটকগুলো। এই বাংলার (প: ব:) সাহিত্য আর পূর্ব বঙ্গের উচ্চমানের অভিনয় (যা আমরা নাটকগুলোতে পাই), এই দুটির মিলন হলে বিশ্বের সর্বশ্রেষ্ঠ নাটক বা চিত্রনাট্য ইত্যাদি আমরা পেতাম।
ChakS ekdom sotti..!!
একদম সঠিক কথা । অভিনয় দেখতে হোলে বাংলাদেশের নাটক সেরা গুণমানের ।
Faltu bollen . bangadesh ER natak emon kichui na.but ekghantar binodan thik ache r avinay brsivag jaghanyo Kore .du ekjan ok .kolkakar avinay galpo vabna anek uchhoman er
@@jayashrichakraborty1271 আপনার ব্যক্তিগত মত।
@Tiktok Today99 ami dekhechi .besirbag natak er galpo oti baje !story te prochur vule vara . R avinay kichhu janer matro thik achhe baki gulo faltu . Ekmatro valo natak er nam gulo ! romantic nam gulo thake ।
Asadharon avinata.......kono katha hobe naaa....kono tulona hobe naa ........the best
মোশারফ করিম প্রচন্ড শক্তিশালী অভিনেতা ও দারুন জনপ্রিয়।
Great actor . I frequently watch his episodes in Bangladeshi channels . My favourite . Excellent actor . I love his Banagal Assent .
মোশাররফ করিমের আলোচিত চলচ্চিত্র "অজ্ঞাতনামা"
ruclips.net/video/qpGRZroPzZA/видео.html
আরেকটু প্রফেশনালি উপস্থাপনা করলে, এই ইন্টারভিউ টি মনে অনেক শান্তি এনে দিতো। স্যালুট মোশারফ ভাইকে 👌
মোশাররফ করিমের সাকিন সারিসুরি এবং হার কিপটে ২ টা নাটক দেখেন আপনি তার ভক্ত না হয়ে পারবেন না
গুরু♥ আমাদের গর্ব। দুই বাংলার অভিনয়ের গুরু, অলরাউন্ডার
মোশারফ করিম ভাই অসাধারণ একজন অভিনেতা।
Apnake Avinoy jagot sarajiban Mone rakhbe jekono deserve darsok.You deserve any types of International Prize for acting.Stay blessed.
Prasenjit Ghosh, definitely i agree with you.
আমি ইন্ডিয়া থেকে বলছি আমার ফেবারিট অভিনেতা। মন খুশি হয়ে যাই। ফ্রি মাইন্ড
মোশাররফ করিমের আলোচিত চলচ্চিত্র "অজ্ঞাতনামা"
ruclips.net/video/qpGRZroPzZA/видео.html
ব্যস্ত সময়ে মন খারাপের সময় গুলোতে মন ভালো করে দেওয়ার ওষুধ আপনার অভিনয় গুলো. সময় পেলেই আপনার নাটক গুলো দেখি. সত্যিই অসাধারণ অভিনয়. শিল্প-সাহিত্য আর সংগীতে আরো মজবুত হোক দুই বাংলার অটুট সম্পর্ক.❤❤🇮🇳🇮🇳❤❤🇧🇩🇧🇩❤❤
সম্প্রতি "Size doesnot matter" নাটকটা বেশ লেগেছে। অনেকদিন থেকেই অনেকের মতো আমিও আপনার একজন গুণমুগ্ধ ভক্ত।
ওপার বাংলার মতো এপারে এসেও যদি আপনি অভিনয় করেন, এপারও সমৃদ্ধ হবে।
বরিশাল জেলার, গৌরনদী থানার অহংকার আমাদের মোশারোফ করিম ভাই😍
খুব সুন্দর অভিনেতা
একজন অসাধারণ অভিনেতা ও মানুষ😍
*করোনা থেকে বাঁচার একমাত্র উপায়-*
*১."বেশি বেশি কালেমা পড়া",*
*২."আল্লাহ্ কে বেশি বেশি স্মরণ করা",*
*৩."পাঁচ ওয়াক্ত নামাজ পড়া।"*
নিজে সুস্থ থাকুন,সচেতন হোন।
@@SohagVlogs thole Iran a ki holo??
@@tamoghnaroy6510 Prottek kei sristikortar kase parthona korte hobe ata obossoi. Tar sathe sathe sokol sabdhanota o obolombon korte hobe.
@@md.basheerhussain9281 dekhun ami sohag blog ke bolechi...God Allah Jesus sobai ak..asun sobai mile nijer moto kore pray kori...
@@SohagVlogs ai abaler baccha kisher moddhe ki dukiye dili ... bejal to ai bhabei hoy .. bokachoda ..
আমি কি করে বোঝাবো যে দাদা আমার মনের মধ্যে কি ভাবে আছেন।তাহা বলার নেই রোজ রাতে দাদার নাটক না দেখে আমি ঘুমাই তে যাই না।
Mosharraf Karim, a fantastic actor of today's age, please perform more in tollywood movies, we miss you in tollywood,
মোশারফ করিমের অভিনয় কিন্তু সেটা প্রকৃতির মতো বাস্তব
কমেন্ট পড়তে এসে সত্যি সত্যিই মুগ্ধ। ওপার বাংলায়ও এতো লোক ভালোবাসেন মোশাররফ করিম কে। সত্যিই, শিল্পীর কোনো জাত হয় না, কোন দেশ হয় না, কোন ভাষা হয় না। একজন শিল্পীর সবচেয়ে বড় পরিচয় তার কাজে।
ইন্ডিয়া থেকে বলছি মোশারফ করিম আমার পছন্দের একজন অভিনেতা
He is in India now and the channel is also from Kolkata. So, india theke bolchi ei kotha ta meaningless
He is in India now and the channel is also from Kolkata. So, india theke bolchi ei kotha ta meaningless
মোশাররফ করিমের জনপ্রিয় মুভি "অজ্ঞাতনামা"
ruclips.net/video/qpGRZroPzZA/видео.html
Dada, the people of West Bengal love you so much, work regularly in Kolkata
মোশাররফ করিমের আলোচিত চলচ্চিত্র "অজ্ঞাতনামা"
ruclips.net/video/qpGRZroPzZA/видео.html
তার কথা বলার ধরন খুবই সুন্দর।তার পারসোনালিটি অনেক স্ট্রং দেখেই বোঝা যাচ্ছে❤️❤️
মুগ্ধ হলাম মোসারফ করিমের প্রতি পশ্চিমবঙ্গের মানুষের ভালবাসা দেখে। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে।
যদি কোনোদিন কোলকাতায় যাই তবে প্রথমেই জোরাসাকোর ঠাকুর বাড়িতে গিয়ে রবীন্দ্র-কাদম্বরীর সেই স্মৃতিময় জায়গাগুলো দেখে আসবো।
my best Actor