আপনার রেসিপির যেমন অভিনবত্ব আছে তেমনই আপনার উপস্থাপনার বৈশিষ্ট্যের জুড়ি মেলা ভার। আভিজাত্যের সাথে সবেকিয়ানা, এই দুইয়ের মেলবন্ধনে আপনার blog কে স্বতন্ত্র করেছে আপনার উপস্থিতি। অপেক্ষায় রইলাম আপনার কাছ থেকে এমনই আরো অনেক অনন্য উপস্থাপনার জন্য। ভালো থাকবেন ।
আমি জাস্ট দুদিন হলো আপনার চ্যানেলের সন্ধান পেয়েছি, এত সুন্দর রান্না, পরিবেশন আর তার গল্প সব মিলে মিশে চমৎকার প্রণালী। আমার বাবা খুব ভালো রান্না করতেন, ট্রাভেলের ব্যাবসা করার সুবাদে... অনেকদিন বাদ বাবার মতো কাউকে এত গুছিয়ে রান্না করতে দেখে খুব ভালো লাগছে... বাবা তো আর ফিরবে না রান্না করতে... তবুও এভাবেই শিখে নি...
কিভাবে ধন্যবাদ জানাবো জানিনা। শুধু বলবো, সঙ্গে থাকুন। যদি সাবস্ক্রাইব করেন, খুব আনন্দ পাবো। নীচে রাখা রইলো চ্যানেলের লিঙ্ক। 🙏🏻🙏🏻🙏🏻 m.ruclips.net/user/lostandrarerecipes
অজস্র ধন্যবাদ। আগামী দিনেও সঙ্গে থাকবার অনুরোধ রইলো। যদি ভালো লাগে, ভিডিওগুলি শেয়ার করবেন। সেভাবে আরও মানুষ জানতে পারবেন এইসব বিরল বা হারানো রান্নার কথা। সে রান্নাগুলি বেঁচে উঠবে সবার রান্নাঘরে। আমরা ফিরে পাবো আমাদের হারাতে বসা ঐতিহ্যকে। 🙏🏻🙏🏻🙏🏻
অজস্র ধন্যবাদ। এই সিরিজ়টি আমার মনের খুব কাছের। আপনার ভালো লেগেছে জেনে খুব আনন্দ পেলাম। যদি মনে করেন, শেয়ার করবেন আত্মীয় বন্ধুদের সঙ্গে। এইভাবেই কিন্তু এইসব হারিয়ে যাওয়া মানুষ ও রান্নার কথা জানতে পারবেন আরও অনেকে। আমরা ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻 m.ruclips.net/user/lostandrarerecipes
অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻 m.ruclips.net/user/lostandrarerecipes
বাহ্! অসাধারণ সুস্বাদু একখানা রান্না। তবে আমাদের দেশে একি পদ্ধতিতে রান্না করা হয় আর মাষকলাই এর ডাল দেওয়া হয়। কলাইয়ের ডাল মুগ ডালের মত লাল করে ভেজে নেওয়া হয় তারপর আগে সেদ্ধ করে নিয়ে বাকি রান্নার পদ্ধতি আপনার মত। আমি গলদা দিয়ে করি , মাছের ঘিলু ডালে মিশে একাকার হয়ে গিয়ে রান্নার স্বাদ কয়েকগুণ বাড়িয়ে দেয়। আজকের রান্নাটিও খুব ভালো লাগলো।
খুব সুন্দর রান্না, আমাদের বাড়িতে অনেকটা এইভাবে কচু চিঙড়ি রান্না হয়, বর্ষা কালে পাওয়া যায় যে সাদা সাদা কচু, ঐ কচু সেদ্ধ করে, গরম অবস্থায় চটকে এই ভাবে চিঙড়ি সহযোগে রান্না হয়, মটরশুঁটি বাদে আর সব কিছু একরকম।
অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻 m.ruclips.net/user/lostandrarerecipes
অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻 m.ruclips.net/user/lostandrarerecipes
অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻 m.ruclips.net/user/lostandrarerecipes
অনেক ধন্যবাদ। সঙ্গে থাকবেন। যদি ভালো লাগে, শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। কেবলমাত্র এই জন্য নয় যে আমরা আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবো, বরং এই কারণে আরও বেশি যে বহু মানুষ এইসব হারানো আর বিরল রান্নার কথা জানতে পারবেন, তাঁদের রান্নাঘরে পুনরায় বেঁচে উঠবে এই রান্নাগুলি, আমরা ফিরিয়ে আনতে পারবো আমাদের হারাতে বসা ঐতিহ্যকে। সে যাত্রাপথে শামিল হোন আপনারা সবাই, এইটুকু শুধু অনুরোধ। 🙏🏻🙏🏻🙏🏻
অনেক ধন্যবাদ। সঙ্গে থাকবেন। যদি ভালো লাগে, শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। কেবলমাত্র এই জন্য নয় যে আমরা আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবো, বরং এই কারণে আরও বেশি যে বহু মানুষ এইসব হারানো আর বিরল রান্নার কথা জানতে পারবেন, তাঁদের রান্নাঘরে পুনরায় বেঁচে উঠবে এই রান্নাগুলি, আমরা ফিরিয়ে আনতে পারবো আমাদের হারাতে বসা ঐতিহ্যকে। সে যাত্রাপথে শামিল হোন আপনারা সবাই, এইটুকু শুধু অনুরোধ। 🙏🏻🙏🏻🙏🏻
অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻
অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻 m.ruclips.net/user/lostandrarerecipes
অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻 m.ruclips.net/user/lostandrarerecipes
Sir apnar rannar haat to ashadharon ei ranna ti anek pore dekhlam Ekta req apnake jodi paren apnar barir aro kono special different ranna hole pls dekhaben sir
দুটো সিরিজ় আছে চ্যানেলে- আমার মায়ের আর দিদার রান্নার। দয়া করে দেখবেন। 🙏🏻🙏🏻🙏🏻 অজস্র ধন্যবাদ। যদি মনে করেন, একবার আমাদের চ্যানেলটি দেখবেন। নীচে লিঙ্ক রাখা রইলো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। m.ruclips.net/user/lostandrarerecipes
অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻 m.ruclips.net/user/lostandrarerecipes
অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻 m.ruclips.net/user/lostandrarerecipes
Aamra Buro buri nijeder nie i thaki. Aaj banalam, green peas paini. But osadharon taste. Buri khub khushi. Ki bhabe gratitude janabo, bhasa kuje pelam na. Subscribe korlam Aapnar sob recipe gulo banabo. Aamader energy level increase korlo. God bless you & your family.
অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻 m.ruclips.net/user/lostandrarerecipes
Bah Dada khub bhalo laglo recipe ta...aj ar ekta jinish boro bhalo laglo, upokoron gulo dekhanor somoy je thala to te gota gorom moshla gulo rekhechilen oi thala ta, ajkal erom khodai kora thala dekhai jai na..
অনেক ধন্যবাদ। সঙ্গে থাকবেন। যদি ভালো লাগে, শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। কেবলমাত্র এই জন্য নয় যে আমরা আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবো, বরং এই কারণে আরও বেশি যে বহু মানুষ এইসব হারানো আর বিরল রান্নার কথা জানতে পারবেন, তাঁদের রান্নাঘরে পুনরায় বেঁচে উঠবে এই রান্নাগুলি, আমরা ফিরিয়ে আনতে পারবো আমাদের হারাতে বসা ঐতিহ্যকে। সে যাত্রাপথে শামিল হোন আপনারা সবাই, এইটুকু শুধু অনুরোধ। 🙏🏻🙏🏻🙏🏻
আমরা এটা ভাজা বিউলি বা মাসকলাই-এর ডাল দিয়ে বানাই। অনেক সময় চিংড়ির বদলে মাছের মাথা দিয়েও করা হয়। আবার; ভাজা বিউলির ডাল আর সিদ্ধচাল দিয়ে বানানো আমিষ খিচুড়ি যাতে পড়ে মাংস বা চিংড়ি মাছ খুবই সুস্বাদু খেতে হয়।
অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻 m.ruclips.net/user/lostandrarerecipes
Suvajit babu k osonkhyo dhonnyobaad ei ranna gulo k tule dhorar ei proyas r jnnyo...eta amr kache kono food channel noy...eta archive...the food archive...!!😇😇😇😇
অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻 m.ruclips.net/user/lostandrarerecipes
অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻 m.ruclips.net/user/lostandrarerecipes
অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻 m.ruclips.net/user/lostandrarerecipes
অনেক ধন্যবাদ। সঙ্গে থাকবেন। যদি ভালো লাগে, শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। কেবলমাত্র এই জন্য নয় যে আমরা আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবো, বরং এই কারণে আরও বেশি যে বহু মানুষ এইসব হারানো আর বিরল রান্নার কথা জানতে পারবেন, তাঁদের রান্নাঘরে পুনরায় বেঁচে উঠবে এই রান্নাগুলি, আমরা ফিরিয়ে আনতে পারবো আমাদের হারাতে বসা ঐতিহ্যকে। সে যাত্রাপথে শামিল হোন আপনারা সবাই, এইটুকু শুধু অনুরোধ। 🙏🏻🙏🏻🙏🏻
অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻 m.ruclips.net/user/lostandrarerecipes
জিভে জল এসে গেলো, যদিও আমার চিংড়িতে এলার্জি, তবুও মনে হলো যদি পেতাম
আপনার রান্না যেমন সুন্দর তেমনি তার উপস্থাপনা।
আপনার রান্না হাতে গুনে কয়েকটা দেখেছি তাতেই বুঝেছি খুব উৎকৃষ্ট মানের রান্না এবং তার চেয়েও স্বার্থক নামকরণ এ
আপনার রেসিপির যেমন অভিনবত্ব আছে তেমনই আপনার উপস্থাপনার বৈশিষ্ট্যের জুড়ি মেলা ভার।
আভিজাত্যের সাথে সবেকিয়ানা, এই দুইয়ের মেলবন্ধনে আপনার blog কে স্বতন্ত্র করেছে আপনার উপস্থিতি। অপেক্ষায় রইলাম আপনার কাছ থেকে এমনই আরো অনেক অনন্য উপস্থাপনার জন্য। ভালো থাকবেন ।
Khubi sundor ekti ranna. Besh valo. Onnorakam.👍
Thanks so much. Shongey thakben. 🙏🏻🙏🏻🙏🏻
Jive jol eshe gelo..
darun recipe. 👌🏼
khub sundor ranna...Thank you notun akta ranna sekhabar jonno...valo thakben.
Khub valo ,shudhu apnar eto sundar sabeki Basane non stick karai r induction baro bemanan
Eta try korbo ..dekhei mone holo superb taste hobe ..sharing
অজস্র ধন্যবাদ। সঙ্গে থাকবেন। যদি ভালো লাগে, ভিডিওগুলি শেয়ার করবেন। সেটিই একমাত্র উপায় এই বিরল ও হারাতে বসা রান্নাগুলিকে বাঁচিয়ে রাখবার। 🙏🏻🙏🏻🙏🏻
অসাধারণ রেসিপি, সেরকমই সুন্দর বাচনভঙ্গি ও উপস্থাপনা
Apurbo laglo🙏
dadar jemon vhuri temni dadar maon . temni darar ranna. suprbbb
😁😁😁🙏🏻🙏🏻🙏🏻
Apnar anobodyo rannagulo sekhanor jonno onek dhonyobad
আমি জাস্ট দুদিন হলো আপনার চ্যানেলের সন্ধান পেয়েছি, এত সুন্দর রান্না, পরিবেশন আর তার গল্প সব মিলে মিশে চমৎকার প্রণালী। আমার বাবা খুব ভালো রান্না করতেন, ট্রাভেলের ব্যাবসা করার সুবাদে... অনেকদিন বাদ বাবার মতো কাউকে এত গুছিয়ে রান্না করতে দেখে খুব ভালো লাগছে... বাবা তো আর ফিরবে না রান্না করতে... তবুও এভাবেই শিখে নি...
🙏🏻🙏🏻🙏🏻
ডালে চিংড়ির কথা প্রথম পড়েছিলাম মনোজ বসুর 'নিশিকুটুম্ব'-তে। রেসিপি দেখাবার পাশাপাশি আপনি যে এমনি করে ইতিহাসটা বলেন সেটা আমার খুব ভালো লাগে। শুভকামনা।
কিভাবে ধন্যবাদ জানাবো জানিনা। শুধু বলবো, সঙ্গে থাকুন। যদি সাবস্ক্রাইব করেন, খুব আনন্দ পাবো। নীচে রাখা রইলো চ্যানেলের লিঙ্ক। 🙏🏻🙏🏻🙏🏻
m.ruclips.net/user/lostandrarerecipes
Aj lunch a baniyechhilam. Khoob sundor hoyechhilo! Thank you so much for the share !👍🙏
Khub sundor poribeshona… main reason to subscribe your channel !!
Darun recipe ta....unique
ASADHARON RECIPE!!!!!!
দেখেই জিভে জল চলে এল। stay connected
Excellent.....
apnar basoner bebosthapona khub sundor.
ebar korai o khunti tao palte felun.....tahole poripurnota pabe....aj prothom apnar Chanel dekhlam.
Aji radhlam. Sobai kheye darun bolechhe. Thank you Kaku
অজস্র ধন্যবাদ। আগামী দিনেও সঙ্গে থাকবার অনুরোধ রইলো। যদি ভালো লাগে, ভিডিওগুলি শেয়ার করবেন। সেভাবে আরও মানুষ জানতে পারবেন এইসব বিরল বা হারানো রান্নার কথা। সে রান্নাগুলি বেঁচে উঠবে সবার রান্নাঘরে। আমরা ফিরে পাবো আমাদের হারাতে বসা ঐতিহ্যকে। 🙏🏻🙏🏻🙏🏻
খুব ভালো পদ।বানাবো আমি।
Ahaa! kii apurbo!
Apurbo ranna...
What an incredible channel ❤️
Love from Bangladesh
Baah ! Darun recipe r bolar dhoron tao khub sundor , recipe ta dekhe mukhe jol chole elo , abosyoi barite banabo , khub valo thakben sir
অজস্র ধন্যবাদ। এই সিরিজ়টি আমার মনের খুব কাছের। আপনার ভালো লেগেছে জেনে খুব আনন্দ পেলাম। যদি মনে করেন, শেয়ার করবেন আত্মীয় বন্ধুদের সঙ্গে। এইভাবেই কিন্তু এইসব হারিয়ে যাওয়া মানুষ ও রান্নার কথা জানতে পারবেন আরও অনেকে। আমরা ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻
m.ruclips.net/user/lostandrarerecipes
অপূর্ব সুন্দর এই ডাল এমন রেসিপি আগে দেখিনি খুব ভালো লাগলো আপনার রান্না
অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻
m.ruclips.net/user/lostandrarerecipes
Aj ranna kore school e nie gechilam..amar colleague ra khey khub bhalo legeche.. thank you..eirokom ro kichu recipe sekhar iccha roilo😊
বাহ্! অসাধারণ সুস্বাদু একখানা রান্না। তবে আমাদের দেশে একি পদ্ধতিতে রান্না করা হয় আর মাষকলাই এর ডাল দেওয়া হয়। কলাইয়ের ডাল মুগ ডালের মত লাল করে ভেজে নেওয়া হয় তারপর আগে সেদ্ধ করে নিয়ে বাকি রান্নার পদ্ধতি আপনার মত। আমি গলদা দিয়ে করি , মাছের ঘিলু ডালে মিশে একাকার হয়ে গিয়ে রান্নার স্বাদ কয়েকগুণ বাড়িয়ে দেয়। আজকের রান্নাটিও খুব ভালো লাগলো।
Ki darun suggestion!!! Khub bhalo laglo. I will try this for sure! Please be with us 🙏🏻🙏🏻🙏🏻
Amar sasur barite sasuri Mar hate ranna dal chingri kheyechi. Hain onio kalai o mug dal diye banan. Osadharon taste.
Apurbo recipe...
Thank you for sharing Dada, this is my thammi's recipe. These dishes are unique. I'm glad to learn it from you .
Simply wonderful recipe 😋😋😋😋
Apka video se aankho ko sukun mil rha h..... music se le kar sab kuch perfect.....pital ka bartan amazing 🥰
🙏🏻🙏🏻🙏🏻
Awesome 👌 👌ekta pad i kafi with steamed rice🍁🍁
দারুণ হয়েছে ।
অসাধারণ 👌
Authentic তেল কৈ রান্না দেখতে চাই।
উ়ৎসব!হলুদ আর লঙ্কাগুড়োর ডেকরেশন আর বাদবাকি রন্ধনসজ্জা দেখে আমার এই নাম টি ই মনে এল। রান্না অনবদ্য।আর স্বাদ? অনুভবে!
🙏🏻🙏🏻🙏🏻
Ajjke banalam. Colour ta oto sundor aseni bote. But khete osadharon hoyechhe.
ভাষা হারিয়ে ফেলেছি 👍🏼❤️👍🏼
khub valo laglo video ta..!!
Fantastic recipe! Going to try it out very soon.
কি অসাধারণ উপস্থাপনা, জল ঢালার ঘটি টিও দারুন। শুধু একখান পেতলের কড়াই- খুন্তির অভাব।
খুব সুন্দর রান্না, আমাদের বাড়িতে অনেকটা এইভাবে কচু চিঙড়ি রান্না হয়, বর্ষা কালে পাওয়া যায় যে সাদা সাদা কচু, ঐ কচু সেদ্ধ করে, গরম অবস্থায় চটকে এই ভাবে চিঙড়ি সহযোগে রান্না হয়, মটরশুঁটি বাদে আর সব কিছু একরকম।
অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻
m.ruclips.net/user/lostandrarerecipes
actually authentic creativitity.
I like your utensils and presentation
Nice n yummy recipe,sir today i try this recipe awesome,ty u so much for sharing this recipe.Really your bari ranna 👍🙏
Oshadharon ranna
অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻
m.ruclips.net/user/lostandrarerecipes
Recipe r presentation dutoi opurbo👌👌👌😊
Durdanta...👌👌
অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻
m.ruclips.net/user/lostandrarerecipes
Apnar presentation just wow. R recipe notun kore bolar kichu nai. Khub khub sundor👍
অনেক ধন্যবাদ। সঙ্গে থাকবেন। যদি ভালো লাগে, শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। কেবলমাত্র এই জন্য নয় যে আমরা আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবো, বরং এই কারণে আরও বেশি যে বহু মানুষ এইসব হারানো আর বিরল রান্নার কথা জানতে পারবেন, তাঁদের রান্নাঘরে পুনরায় বেঁচে উঠবে এই রান্নাগুলি, আমরা ফিরিয়ে আনতে পারবো আমাদের হারাতে বসা ঐতিহ্যকে। সে যাত্রাপথে শামিল হোন আপনারা সবাই, এইটুকু শুধু অনুরোধ। 🙏🏻🙏🏻🙏🏻
অসাধারণ আপনার উপস্থাপনা। আর তার সঙ্গে রান্নাটি।
অনেক ধন্যবাদ। সঙ্গে থাকবেন। যদি ভালো লাগে, শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। কেবলমাত্র এই জন্য নয় যে আমরা আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবো, বরং এই কারণে আরও বেশি যে বহু মানুষ এইসব হারানো আর বিরল রান্নার কথা জানতে পারবেন, তাঁদের রান্নাঘরে পুনরায় বেঁচে উঠবে এই রান্নাগুলি, আমরা ফিরিয়ে আনতে পারবো আমাদের হারাতে বসা ঐতিহ্যকে। সে যাত্রাপথে শামিল হোন আপনারা সবাই, এইটুকু শুধু অনুরোধ। 🙏🏻🙏🏻🙏🏻
অপূর্ব শুভজিৎ বাবু / সত্যি অনবদ্য /
অনেক ধন্যবাদ 🙏🏻🙏🏻🙏🏻
Asadharan.
Darun laglo!!!
বাঃ দারুন!
Super tasty recipe.😍 Aj try korlam, everyone loved it.
দারুন লাগলো recipe টা।
অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻
এই রেসিপিটা বানিয়েছিলাম খুব খুব খুব সুন্দর খেতে হয়েছিল
অনেক ধন্যবাদ 🙏🏻🙏🏻🙏🏻
দারুন রান্না
আমরা এটা মুগ ডাল দিয়ে করি খুব ভালো খেতে লাগে এবার মুসুর ডালের করে দেখবো ।
Achha? Ami mug dal diye korey dekhbo. 🙏🏻🙏🏻🙏🏻
আপনার সব রান্না গুলি অসাধারণ। আফসোস করার কিছু নেই।
অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻
m.ruclips.net/user/lostandrarerecipes
Thanks a lot for this recipe....have tried it today....it was amazing!!
Unique..
Asadharon
Apnar recipe gulo eto sahaj saral but eto tasty 😋
🙏🏻🙏🏻🙏🏻
Uncle ei recipe ta ami kal try korechilam sotti darun Hoyechilo amar husband khub prosongsha korechan ❤️❤️❤️ thank you.
Thanks so much 🙏🏻🙏🏻🙏🏻
@@LostandRareRecipes ❤️ uncle apni kothay thaken?
Super recipes..and expression...
🙏🏻🙏🏻🙏🏻
Apurbo ranna
অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻
m.ruclips.net/user/lostandrarerecipes
Sir , you are great
Thanks so much! Means a lot indeed. Please be with us. 🙏🏻🙏🏻🙏🏻
Shottyi rajakiyo. A must try. Ami beulir dal diye kheyechhi, tao ato rajakiyo bhabe na. Thank you
🙏🏻🙏🏻🙏🏻
Khub bhalo hobe
Sir apnar rannar haat to ashadharon ei ranna ti anek pore dekhlam Ekta req apnake jodi paren apnar barir aro kono special different ranna hole pls dekhaben sir
দুটো সিরিজ় আছে চ্যানেলে- আমার মায়ের আর দিদার রান্নার। দয়া করে দেখবেন। 🙏🏻🙏🏻🙏🏻
অজস্র ধন্যবাদ। যদি মনে করেন, একবার আমাদের চ্যানেলটি দেখবেন। নীচে লিঙ্ক রাখা রইলো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো।
m.ruclips.net/user/lostandrarerecipes
You are such a class sir. Please allow me to express my heartiest respect.
🇧🇩
অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻
m.ruclips.net/user/lostandrarerecipes
Amr ranna korta r shikhta r janta kub vlo lage....ai ranna ta ame o korachi ....kintu ame Moong dal dea korachilm....Ata kub taratari toiri korbo....
অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻
m.ruclips.net/user/lostandrarerecipes
Aamra Buro buri nijeder nie i thaki. Aaj banalam, green peas paini. But osadharon taste. Buri khub khushi.
Ki bhabe gratitude janabo, bhasa kuje pelam na.
Subscribe korlam
Aapnar sob recipe gulo banabo.
Aamader energy level increase korlo.
God bless you & your family.
Amaar pronaam o onek bhalobasha neben 🙏🏻🙏🏻🙏🏻
বহুদিন আগে আমার বড় পিসিমার হাতে এই ডাল খাওয়ার কথা মনে পড়ে গেল। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এর সঙ্গে আপনার রান্নার পাত্র গুলির প্রশংসা না করে পারছি না।
🙏🏻🙏🏻🙏🏻
Bah,opurbo.
Darun ranna 😊
অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻
m.ruclips.net/user/lostandrarerecipes
Rich but tasty recipe
অসাধারণ 🥰
Bah Dada khub bhalo laglo recipe ta...aj ar ekta jinish boro bhalo laglo, upokoron gulo dekhanor somoy je thala to te gota gorom moshla gulo rekhechilen oi thala ta, ajkal erom khodai kora thala dekhai jai na..
অসাধারণ
Darun.
অনেক ধন্যবাদ। সঙ্গে থাকবেন। যদি ভালো লাগে, শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। কেবলমাত্র এই জন্য নয় যে আমরা আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবো, বরং এই কারণে আরও বেশি যে বহু মানুষ এইসব হারানো আর বিরল রান্নার কথা জানতে পারবেন, তাঁদের রান্নাঘরে পুনরায় বেঁচে উঠবে এই রান্নাগুলি, আমরা ফিরিয়ে আনতে পারবো আমাদের হারাতে বসা ঐতিহ্যকে। সে যাত্রাপথে শামিল হোন আপনারা সবাই, এইটুকু শুধু অনুরোধ। 🙏🏻🙏🏻🙏🏻
আমরা এটা ভাজা বিউলি বা মাসকলাই-এর ডাল দিয়ে বানাই। অনেক সময় চিংড়ির বদলে মাছের মাথা দিয়েও করা হয়। আবার; ভাজা বিউলির ডাল আর সিদ্ধচাল দিয়ে বানানো আমিষ খিচুড়ি যাতে পড়ে মাংস বা চিংড়ি মাছ খুবই সুস্বাদু খেতে হয়।
অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻
m.ruclips.net/user/lostandrarerecipes
Suvajit babu k osonkhyo dhonnyobaad ei ranna gulo k tule dhorar ei proyas r jnnyo...eta amr kache kono food channel noy...eta archive...the food archive...!!😇😇😇😇
Amaar kachhey o archive. That is the main point of this channel. Thanks so much 🙏🏻🙏🏻🙏🏻
Darunnn laglo 🥰🥰
Tried... It was good in taste❤
Khub bhalo
অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻
m.ruclips.net/user/lostandrarerecipes
খুব ভালো একটা রান্না শিখলাম।
ধন্যবাদ দাদা।
🙏🏻🙏🏻🙏🏻
উঃ , অনবদ্য !!
চমত্কার ও অমায়িক ব্যবহার আপনার ।
🙏🏻🙏🏻🙏🏻
I am absolutely in love with this channel .
Super good wishes from London
অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻
m.ruclips.net/user/lostandrarerecipes
Ami kodin age resturant theke khelam
Apna k prothomei janai sasradha pronam🙏.apnar knowledge amader samridho kore .apni akjon guni manush.apna k ektu anurodh apni zee bangla ranna ghore j ranna gulo koren ogulo upload koren jodi apnar u tube a.tahole khub kritoggo thakbo 🙏khub bhalo thakben
Onek Onek dhonyobaad. Khub shiggiri niye ashchhi oi ranna gulo. 🙏🏻🙏🏻🙏🏻
বেশ অভিনব, অবশ্যই তৈরি করব।
অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻
m.ruclips.net/user/lostandrarerecipes
দেখতে দারুণ হয়েছে 😋
ধন্যবাদ।🙏
অপূর্ব মহাশয় 🙏🙏
অনেক ধন্যবাদ। সঙ্গে থাকবেন। যদি ভালো লাগে, শেয়ার করবেন। খুব আনন্দ পাবো। কেবলমাত্র এই জন্য নয় যে আমরা আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবো, বরং এই কারণে আরও বেশি যে বহু মানুষ এইসব হারানো আর বিরল রান্নার কথা জানতে পারবেন, তাঁদের রান্নাঘরে পুনরায় বেঁচে উঠবে এই রান্নাগুলি, আমরা ফিরিয়ে আনতে পারবো আমাদের হারাতে বসা ঐতিহ্যকে। সে যাত্রাপথে শামিল হোন আপনারা সবাই, এইটুকু শুধু অনুরোধ। 🙏🏻🙏🏻🙏🏻
Thank u sir for sharing such a wonderful recipe, besides the videography and the music is amazing👌👌
অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻
m.ruclips.net/user/lostandrarerecipes
Bah bah
🙏🏻🙏🏻🙏🏻
Super