খরচের বিষয়ে কিছু কথা অত্যন্ত জরুরি, আসলে এতো সুন্দর করে উপস্থাপন করলেন, যে মানুষের মনের মধ্যে গেঁথে পড়েছেন, অনেকেই হয়তো এখনো জানেনা এইখানে থাকতে হলে তাদের আর্থিক স্বচ্ছলতা থাকতে হবে, তা নাহলে এখানকার সুবিধা ভোগ করা যাবে না! এটা ধনী মানুষের শেষ জীবনের হেরেম খানা।
আমি নিজেই একটা ওল্ড এইজ হোমে কাজ করি। এটা খুব ভাল একটা উদ্যােগ বলে আমি মনে করি। শেষ বয়সে অন্যের উপর নির্ভর করে চলার চেয়ে অনেক ভাল। ধন্যবাদ উদ্যােগতাদের।
ভাই, আমি একটাও কোন ওল্ডেজ হোমে কাজ করতে চাই এবং বাকি জীবনটা কাটাতে চাই।ব্যাঙ্ক ব্যালেন্স নাই আমি আমার অফ করে এখানে যদি কেউ যদি আমাকে একটু সাহায্য করেন অনেক মানুষকে সম্মানের সাথে বাঁচার অঙ্গীকার দিতে পারেন- প্লিজ হেল্প মি 🙏
এইখানে যারা থাকবেন, তারা নিজ ইচ্ছায় এসে থাকবেন। সম বয়সী , সম মনা মানুষ দের সাথে থাকার জন্য। স্বাস্থ্য সুবিধা ঘরের মধ্যেই পাবার জন্য। নেগেটিভলি না দেখে পজেটিভ হোন। সন্তান বিদেশে থাকে , সারাদিন অফিস এ থাকে, বাসায় কাজের লোক বুড়া বুড়ি কে মেরে সব নিয়ে পালায়। ভালো উদ্যোগ। ধন্যবাদ উদ্যোক্তা দের। সময় এর চাহিদা অনুযায়ী কাজ করছেন তারা।
ঠিক বলেছেন ভাই আপনি আমাদের এই সমস্যা আমরা দুই ভাই বোন বাহিরে আছি। দেশে আমমু আববু আছে কাকে বলবো। বাসায় দুটো কাজের লোক তাদের কথা কি বলব টিভি দেখে দিন কাটছে।
Negative na dekhe positive hon.Shomalochona na kore jader kaj er chape baba ma k thik bhabe dekhashona korte parche na tader jonno ektu bayshadho holeo khub bhalo uddog.👍
আমরা বাবা মা ও দাদিকে বলে দিয়েছি রিজিকের মালিক আল্লাহ ।আল্লাহ যদি আমাকে খাওয়ায় তবে তোমরাও খাবে।আল্লাহ যেন সকলকে আদর্শ সন্তান দান করেন।তাহলে এরকম বৃদ্ধাশ্রম লাগবে না।কারন কোন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে না তবে বড় অফিসারদের মা বাবা এখানে থাকে আর বলে সারা জীবন আয় করে সন্তানের সুখ ও নিজের সুখ খুজেছি ।আমি সুখি হতে নাপারলেও সন্তান সুখী হোক এটাই আমার আশা।
Apni bul bolcen. Ata hocce jara ma baba balo vase tader Junno. Akkakitto katate sahajjo korbe. Amar dadi 105-110 bocor amader kace ace. But kormo nia besto thaki khotha bolte pari na. Oni Sara kon kotha bolte cai.
যারা তার বাবা মাকে বোঝা মনে করে এখানে রাখবেন তারা তার বাচ্চার ব্যাপারে সচেতন হন,আজ এত ভালবাসা বাচ্চার জন্য সে বাচ্চাও শিখবে তার বাচ্চাকে কিভাবে ভালবাসতে হয়,আর বাবা মাকে প্রয়োজন শেষে ছুড়ে ফেলতে হয়, নচিকেতা ভাই স্যালুট আপনাকে বাস্তবধর্মী গান লেখার জন্য
অনেক সুন্দর উদ্যোগ এখানে থাকার খরচের ব্যাপারটা জানানো উচিত ছিল। ব্যবস্থাপনা দেখে মনে হচ্ছে মধ্যবিত্ত সাধারণ মানুষের সাধ্যের বাইরে হয়ে যাবে আয়োজনটা। সেবার সাথে সাথে এটা অনেকটাই ব্যবসা কেন্দ্রিক হয়ে উঠবে।
আমরা মধ্যবিওরা অনেক ভালো আছি রে ভাই। তোমরা বড়লোকদের মা বাবা দের এই অবস্থা হয় যা খুবই দুঃখ জনক।আল্লাহ যেন সবার মা বাবাকে আগলে রাখতে পারে সেই তৌফিক দান করুক আমিন।
খুব পছন্দ হয়েছে আমার ۔ফ্লাট গুলো একটু কম দামে বিক্রি করা উচিৎ۔যাতে সাধারণ মধ্যবিত্ত মানুষ কিনতে পারে ۔ আর যারা এটাকে নিয়ে খারাপ কমেন্ট করছেন তাঁরা ভয় পাচ্ছেন কেন ۔?আপনাদের কি সমস্যা ?সব কিছুর নেগেটিভ দেখা বাঙালির অভ্যাস
এটা হলো সন্তানদের উৎসাহিত করা যে বাবা মা কে রেখে আস এখানে। এটা না করে একটা আইন করা অনেক ভালো ছিল। আইন টা হলো বাবা মা কে সঠিক ভাবে দেখা শুনা করতে অ্যান্ড লালন পালন করতে প্রতিটা সন্তান বাধ্য থাকবে
এত সুবিধা,আরাম আয়েশে কী হবে?যদি আপনজনরা-ই কাছে না থাকে।এসময় তো তারা অসহায় আরো বেশি তাদের পাশে থাকা বা সেরকম ব্যবস্থা করা উচিত। তবে ভিডিও দেখে মনে হলো এটা ভালো ও উন্নত। আল্লাহ যেন বয়োবৃদ্ধ প্রত্যেককে নিঃসঙ্গতার অভিশাপ থেকে মুক্তি দেন। শান্তিময় হোক আবাস। হোক তা বাসায় অথবা এরকম জায়গায়।
এই গুলো কোন সুসন্তান করবে না পরিবার হচ্ছে জান্নাত আর সবাই পরিবারের মানুষের সঙ্গে থাকতে চায়, পিতা, মাতা হচ্ছে মুসলিম দের জন্য জান্নাত তাদের সেবা করে জান্নাত কয় ক্রয় নেওয়ার সুযোগ যেন কেউ মিস না করে দোয়া করি আল্লাহ যেন সেই তোওফিক দেন সবাই কে
বাবা যদি সুস্থ ফিট থাকে তাহলে একসাথে থেকে শান্তি পাবেন, কিন্তু যদি বয়োবৃদ্ধ হয়ে বিছানায় শায়িত হয়, বিছানাতে পেশাবপায়খানা করে দেয়, খাইয়ে দিতে হয় তাহলে কাজকাম বাদ দিয়ে তাদেরকে সর্বক্ষণ সেবা কেউ দিতে পারবেনা যদি না আপনি জমিদার লেভেলের ধনী হন। কাজেই বাবা-মাকে প্রফেশনাল পর্যায়ে সেবা দিতে হলে এরকম কেয়ার করে কোন জায়গায় পয়সা খরচ করে দিলেও তো সন্তান হিসেবে অনেক করা। যদিও এটা প্রত্যেক মানুষের নিজের বৃদ্ধাবস্থার প্রস্তুতি নিজেরই নেওয়া উচিত, সন্তানের ঘাড়ে বোঝা হয়ে না থেকে।
আলহামদুলিল্লাহ, ঠিক বলেছেন কোন সুশিক্ষিত সন্তানের মা,বাবা কে ও ওখানে পাবেন না। পিতা, মাতার , সেবা করে জান্নাত কিনতে চায় তারা ঝামেলা বা বোঝা মনে করেন না
এই কথাগুলো শুনতে অনেক ভালো লাগে বিগত 50 বছরে এই কথাগুলো অনেকবার শুনেছি তারপরও কেন বাংলাদেশেই বিদ্রাশ্রমের এই অবস্থা আসলে কি জানেন আপনারা বলার সময় খুব সুন্দর সুন্দর কথা বলেন বাস্তবে থাকে এটার পিছনে আপনাদের বড় বিজনেস কথা এবং কাজের মধ্যে মিল রাখেন দেখবেন এত কথা বলা লাগবে না
মানুষ বৃদ্ধ হওয়ার পরে, তার সন্তান নাতি-নাতনি নিয়ে থাকাটা যে কত সুখের, এরকম সুখ কোথাও পাওয়া যাবেনা, টাকা দিয়ে কিনে, এটা হল ছেলে মেয়েরা যেন বাবা-মাকে খাবার না দেয়, বাবা-মাকে সেবা করার জন্য উৎসাহিত না হয়, তারই একটা সুপরিকল্পিত একটা ব্যবস্থা, বাবা মাকে বৃদ্ধাশ্রমে কেনো,
অপেক্ষায় ছিলাম। অনেকে নেগেটিভ ভাবে নিচ্ছেন ।আমার বয়স পঞ্চাশের কাছাকাছি আমিও চাইব কারো উপর নির্ভরশীল না হয়ে এমন জায়গায় থাকতে। তাছাড়া অনেক নিসন্তান বয়স্ক মানুষ ও আছে যাদের দেখার কেউ নেই। উন্নত দেশগুলোতে অনেক আগে থেকেই এই সিস্টেম আছে। শুধু আমাদের মানসিকতার প্রয়োজন। সরকারের ও উন্নত দেশগুলোর মত এমন উদ্যোগে এগিয়ে আসলে ভালো হয়।
সবাই এত নেগেটিভ ভাবে নিচ্ছে কেন! এখানে তো আপনাদের জোর করে নিয়ে যাবেনা কেউ। যদি আপনার পরিবারের সবাই ব্যস্ত থাকে, বাসায় একা ভালো না লাগে তখন আপনার সামর্থ্য থাকলে টাকা দিয়ে বৃদ্ধ বয়সে আরামে থাকবেন সমবয়সীদের সাথে। না ইচ্ছা হলে যাবেন না। এটা আশ্রম না যে ফ্রি তে থাকতে দিবে।
সুন্দর একটি ব্যাবসা যাইহোক তবুও কিছু কিছু হতভাগা পিতা মাতা যাদের ছেলে মেয়ে সচ্ছল থেকেও পিতা মাতার দেখভাল করতে অনিহা প্রকাশ করতেছে সেই হত ভাগা পিতা মাতাদের জন্য একটি আশার আলো দেখাচ্ছে ধন্যবাদ এই উদ্যক্তোদেরকে তবে ব্যাবসাটা একটু কমকরার জন্য আহবান থাকলো
These types of homes are so needed in our country right now. Please make more old homes, but all classes of people should be kept in mind. Not everyone can afford this. Improve the current homes as well, it must be difficult to share one single room with so many which is the case of most of the old homes now. May Allah let everyone pass this time with good friends, who will not treat them as unnecessary entities.
আমিও চাইছিলাম এমন একটি ওল্ট কেয়ার হোম বানানোর জন্য কিন্তু অর্থ সংকটেরজন্য পারছিনা বৃদ্ধা বয়সে অনেকে সুসাইড করে বিশেষ করে যাদের টাকা আছে সে বৃদ্ধ রা ও কিন্তু এককোটি টাকা যদিও আমি ইন ভেস্ট করি তাও উন্নতো করে বানাতে পারবনা তাই এই বিষয়টা নিয়ে অনেক চিন্তাই পরে আছি
দয়া করে ভাই সবদের একটা বিশেষ আবেদন এসব বৃদ্ধাশ্রম না করে ছেলে মেয়ে সকল কে ইসলামীক মূল্য বোধ শিক্ষা দিন এমনিতেই এক জন মা কিংবা বাবাকে কারো বৃদ্ধাশ্রমে দিতে হবে না 😥🩹💔 আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন আমীন ❤️🤲
যেভাবে উনারা প্লান করেছে এগুলো শুধু বড়লোকদের জন্য আর বড়লোকের ছেলেমেয়েরা বাবা-মাকে শেষ বয়সে কোন মূল্য দেয় না তাই এভাবে থাকতে হবে আমাদের গরিবের ও মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের শরীরে অনেক মায়া মমতা ভালবাসা আছে তাই বাবা মাকে বুকে আঁকড়ে রাখার চেষ্টা করে আর ইনশাল্লাহ করবেও দোয়া রাখবেন আপনারা সবাই শেষ বয়সে ছেলে মেয়েরা দেখবে না তো কে দেখবে সব বাবা মা যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে নিজের সন্তানের কাছে
⬛পথবৃদ্ধ নিবাস। 🟥আশ্রয়হীন বয়োবৃদ্ধ মুরব্বিদের থাকার জায়গায়। 🟥সেই সব মা-বাবার জন্য। যে সকল সন্তানেরা নিজ মা-বাবাকে বোঝা মনে করে।তাদের ঠিকানা। 💙আল্লাহ তা'য়ালা আমাদেরকে হেদায়েত দান করুন।মা-বাবার খেদমত করার তৌফিক দান করুন আমিন।
ওরে আদাচোদা,বেজন্মা,বেশ্যামাগির পুত বৃদ্ধাশ্রম সমাজের শিক্ষিত,অতীতে কর্মোঠ মানুষের জন্য যাদের সন্তান প্রতিষ্ঠিত ব্যাস্ত সময় পার করছে দেশ বিদেশের মানুষকে নিরন্তির সেবা দানে।।।সে সকল একাকিত্বে ভোগা বাবা মায়ের আড্ডা দেওয়া সমমনা মানুষের সাথে হেসে খেলে,নিয়মিত সুচিকিৎসা নিয়ে সময় পার করার জন্যই সারাবিশ্বে জেরিয়াট্রিক হোম বানানো হয়।। আর তোদের মত বেশ্যা মাগীর পুতেরা ৩ কুড়ি জারজ যারা বানায় তারা বাড়িতে মেয়ে,ছেলে,স্ত্রী,ছেলের বঊয়ের লাথি খেয়ে,বিনা চিকিৎসায় ঘরের কোন শেষ জীবন পার করে।।
এটাকে এতো খারাপ ভাবে দেখার কি ছু নেই,, আমার পরিচিত একজন দম্পতি আছে ন যাদের নিজস্ব বাড়ি আছে সন্তান রা যতন ও করে তার পর ও ওনারা বিদাআশমে থাকে শুধু মাত্র একাকিত্ব দূর করার জন্য। সন্তান রা যেন তাদের নিয়ে টেনশন না করে ঠিক মত কাজ করতে পারে। এখানে খারাপ কি আছে। আপনারা অনেক সুন্দর উদ্বেগ নিয়ে ছেন। ধন্যবাদ, এগিয়ে যান,কারো কথায় কান দিবেন না।
খরচের বিষয়ে কিছু কথা অত্যন্ত জরুরি, আসলে এতো সুন্দর করে উপস্থাপন করলেন, যে মানুষের মনের মধ্যে গেঁথে পড়েছেন, অনেকেই হয়তো এখনো জানেনা এইখানে থাকতে হলে তাদের আর্থিক স্বচ্ছলতা থাকতে হবে, তা নাহলে এখানকার সুবিধা ভোগ করা যাবে না! এটা ধনী মানুষের শেষ জীবনের হেরেম খানা।
right bro
Right
খরচের বিষয়টা জানানো দরকার ছিল
তাদের উদ্দেশ্যেই হচ্ছে ব্যবসা
Bolod chara je keu bujhbo edi fokinni der jonno na
যোতই সুখের সামগ্রী থাকুক না কেন, তারপরও আপনজনের কাছে থাকাটা প্রতিটি মানুষের চাওয়া পাওয়া,❤
আমি নিজেই একটা ওল্ড এইজ হোমে কাজ করি। এটা খুব ভাল একটা উদ্যােগ বলে আমি মনে করি। শেষ বয়সে অন্যের উপর নির্ভর করে চলার চেয়ে অনেক ভাল। ধন্যবাদ উদ্যােগতাদের।
১৮বছর যাদের জন্য করলেন তারা কি ১০বছর কিছুই করবে না? তাহলে ত জীবনে যা করেছেন সবই ভুল ছিল । নিজের মা-বাবার জন্য করেন, হলাল ভাবে করেন সবই ফেরত পাবেন ।
কোন হোমে ? ঠিকানাটা বলবেন প্লিজ ।
ভাই, আমি একটাও কোন ওল্ডেজ হোমে কাজ করতে চাই এবং বাকি জীবনটা কাটাতে চাই।ব্যাঙ্ক ব্যালেন্স নাই আমি আমার অফ করে এখানে যদি কেউ যদি আমাকে একটু সাহায্য করেন অনেক মানুষকে সম্মানের সাথে বাঁচার অঙ্গীকার দিতে পারেন- প্লিজ হেল্প মি 🙏
জাবো কিভাবে
@dilrubashনোগাarminurmee1718
এইখানে যারা থাকবেন, তারা নিজ ইচ্ছায় এসে থাকবেন। সম বয়সী , সম মনা মানুষ দের সাথে থাকার জন্য। স্বাস্থ্য সুবিধা ঘরের মধ্যেই পাবার জন্য।
নেগেটিভলি না দেখে পজেটিভ হোন। সন্তান বিদেশে থাকে , সারাদিন অফিস এ থাকে, বাসায় কাজের লোক বুড়া বুড়ি কে মেরে সব নিয়ে পালায়।
ভালো উদ্যোগ। ধন্যবাদ উদ্যোক্তা দের। সময় এর চাহিদা অনুযায়ী কাজ করছেন তারা।
ঠিক বলেছেন ভাই আপনি আমাদের এই সমস্যা আমরা দুই ভাই বোন বাহিরে আছি। দেশে আমমু আববু আছে কাকে বলবো। বাসায় দুটো কাজের লোক তাদের কথা কি বলব টিভি দেখে দিন কাটছে।
Negative na dekhe positive hon.Shomalochona na kore jader kaj er chape baba ma k thik bhabe dekhashona korte parche na tader jonno ektu bayshadho holeo khub bhalo uddog.👍
Give us cost , contact no and address. It will be rented ? Or sold?
বিস্তারিত কিভাবে জানব?
কিভাবে ওখানে ভর্তি হওয়া যাবে বিস্তারিত জানালে খুশি হব।
একটি ভাল উদ্দোগ । মাসিক খরচ , ডাক্তারী খরচ অর্থাৎ জনপ্রতি মাসিক কত টাকা খরচ হবে সেটা উল্লেখ করা উচিত ছিল।
আমরা বাবা মা ও দাদিকে বলে দিয়েছি রিজিকের মালিক আল্লাহ ।আল্লাহ যদি আমাকে খাওয়ায় তবে তোমরাও খাবে।আল্লাহ যেন সকলকে আদর্শ সন্তান দান করেন।তাহলে এরকম বৃদ্ধাশ্রম লাগবে না।কারন কোন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে না তবে বড় অফিসারদের মা বাবা এখানে থাকে আর বলে সারা জীবন আয় করে সন্তানের সুখ ও নিজের সুখ খুজেছি ।আমি সুখি হতে নাপারলেও সন্তান সুখী হোক এটাই আমার আশা।
Apni bul bolcen. Ata hocce jara ma baba balo vase tader Junno. Akkakitto katate sahajjo korbe. Amar dadi 105-110 bocor amader kace ace. But kormo nia besto thaki khotha bolte pari na. Oni Sara kon kotha bolte cai.
সুন্দর পোস্ট করেছেন ভাই
ঠিক বলেছেন।
@@wallmartstellgaleryandalum5535 , ,.,. P00
আমিন
যারা তার বাবা মাকে বোঝা মনে করে এখানে রাখবেন তারা তার বাচ্চার ব্যাপারে সচেতন হন,আজ এত ভালবাসা বাচ্চার জন্য সে বাচ্চাও শিখবে তার বাচ্চাকে কিভাবে ভালবাসতে হয়,আর বাবা মাকে প্রয়োজন শেষে ছুড়ে ফেলতে হয়,
নচিকেতা ভাই স্যালুট আপনাকে বাস্তবধর্মী গান লেখার জন্য
ধন্যবাদ
বাবা মা দের জন্য তার ভালো মনের সন্তানদের ভাংগা ঘর আরো সুন্দর...
তারপরও অসহায় বাবা মা দের জন্য এই উদ্যোগ সুত্যিই প্রশংসনীয়...
সব সুযোগ সুবিধা ধনী লোকদের জন্য।
Good job.
দারুণ উদ্যোগ। কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই।
আমার ইচ্ছা আছে এরকম অসহায় মানুষগুলোকে সহায়তা করার জন্য একটা প্রবীণপ্রতিষ্ঠান করার। সবাই দোয়া করবেন
অসাধারণ উদ্যোগ।এই কাজের জন্য মানসিকতা আর সাহসীকতার জন্য অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় চেয়ারম্যান ও পরিচালকগন আপনাদের কে। 😊
একটা সিট এর জন্য এডভান্স করেদেন পরে যদি না থাকে ।
বর্তমান সময়ের বিবেচনায় এটা চমৎকার উদ্যোগ।
অনেক সুন্দর উদ্যোগ এখানে থাকার খরচের ব্যাপারটা জানানো উচিত ছিল। ব্যবস্থাপনা দেখে মনে হচ্ছে মধ্যবিত্ত সাধারণ মানুষের সাধ্যের বাইরে হয়ে যাবে আয়োজনটা। সেবার সাথে সাথে এটা অনেকটাই ব্যবসা কেন্দ্রিক হয়ে উঠবে।
Cost only 50000 monthly
Ata kothy
আমরা মধ্যবিওরা অনেক ভালো আছি রে ভাই। তোমরা বড়লোকদের মা বাবা দের এই অবস্থা হয় যা খুবই দুঃখ জনক।আল্লাহ
যেন সবার মা বাবাকে আগলে রাখতে পারে সেই তৌফিক দান করুক আমিন।
খুব পছন্দ হয়েছে আমার ۔ফ্লাট গুলো একটু কম দামে বিক্রি করা উচিৎ۔যাতে সাধারণ মধ্যবিত্ত মানুষ কিনতে পারে ۔ আর যারা এটাকে নিয়ে খারাপ কমেন্ট করছেন তাঁরা ভয় পাচ্ছেন কেন ۔?আপনাদের কি সমস্যা ?সব কিছুর নেগেটিভ দেখা বাঙালির অভ্যাস
ভালো উদ্যোগ যা সবার মাথায় ডুগবে না।
আমিন
আমিন চুমমা আমিন, 🤲🇦🇪
কাজের মানুষ আর ২০ বছর পর পাবেন না। তখন এসব পারিবারিক বন্ধন জানালা দিয়ে উড়ে যাবে।
এটা হলো সন্তানদের উৎসাহিত করা যে বাবা মা কে রেখে আস এখানে।
এটা না করে একটা আইন করা অনেক ভালো ছিল। আইন টা হলো বাবা মা কে সঠিক ভাবে দেখা শুনা করতে অ্যান্ড লালন পালন করতে প্রতিটা সন্তান বাধ্য থাকবে
এত সুবিধা,আরাম আয়েশে কী হবে?যদি আপনজনরা-ই কাছে না থাকে।এসময় তো তারা অসহায় আরো বেশি তাদের পাশে থাকা বা সেরকম ব্যবস্থা করা উচিত।
তবে ভিডিও দেখে মনে হলো এটা ভালো ও উন্নত।
আল্লাহ যেন বয়োবৃদ্ধ প্রত্যেককে নিঃসঙ্গতার অভিশাপ থেকে মুক্তি দেন।
শান্তিময় হোক আবাস। হোক তা বাসায় অথবা এরকম জায়গায়।
Ameen , sundor bolechen apu
আলহামদুলিল্লাহ! খুবই ভালো উদ্যোগ মাশাআল্লাহ।
এই গুলো কোন সুসন্তান করবে না পরিবার হচ্ছে জান্নাত আর সবাই পরিবারের মানুষের সঙ্গে থাকতে চায়, পিতা, মাতা হচ্ছে মুসলিম দের জন্য জান্নাত তাদের সেবা করে জান্নাত কয় ক্রয় নেওয়ার সুযোগ যেন কেউ মিস না করে দোয়া করি আল্লাহ যেন সেই তোওফিক দেন সবাই কে
আমিন
Ameen
Ameen
Ameen Allahunmah Ameen
বাবা যদি সুস্থ ফিট থাকে তাহলে একসাথে থেকে শান্তি পাবেন, কিন্তু যদি বয়োবৃদ্ধ হয়ে বিছানায় শায়িত হয়, বিছানাতে পেশাবপায়খানা করে দেয়, খাইয়ে দিতে হয় তাহলে কাজকাম বাদ দিয়ে তাদেরকে সর্বক্ষণ সেবা কেউ দিতে পারবেনা যদি না আপনি জমিদার লেভেলের ধনী হন। কাজেই বাবা-মাকে প্রফেশনাল পর্যায়ে সেবা দিতে হলে এরকম কেয়ার করে কোন জায়গায় পয়সা খরচ করে দিলেও তো সন্তান হিসেবে অনেক করা। যদিও এটা প্রত্যেক মানুষের নিজের বৃদ্ধাবস্থার প্রস্তুতি নিজেরই নেওয়া উচিত, সন্তানের ঘাড়ে বোঝা হয়ে না থেকে।
সুন্দর পরিকল্পনা। এধরনের প্রকল্প সত্যি প্রশংসনীয়... আশা করি খরচের ব্যাপারটা যেন সহনীয় পর্যায়ে থাকে, সেদিকে খেয়াল রাখা হবে। প্রকল্প সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। এবং প্রসার কামনা করছি।
দেশের মোট বৃদ্ধাশ্রম খুজলেও কোনো আলেম হাফেজ মাওলানা ইমামের মা বাবা খুজে পাওয়া যাবে না
ঠিক বলছেন।
Sob alem e rokom hoi na..alem boltei sob pirer baba na...somaje ekhon dariwala onek bondo alem k ekhon bibinno prokar ku korme pawa jai...
তোরে কইছে।।হুজুরে ভরা বৃদ্ধাশ্রমগুলো,হাসয়াতালে প্রচুর হুজুর পাওয়া যায় যারা পতিতালয়ে গিয়ে হাজারো যৌনরোগ বাধিয়ে নিয়ে আসে।।হুজুর মানেই রোগের ইতিহাস নিলেই অয়াওয়া যায় পতিতালয়ে নিয়মিত যাতায়াত।। দেশের পতিতালয়গুলো টিকিয়ে রেখেছে হুজুরেরা।।তারপরো তাদের হয় না,ধর্ষন করা লাগেই।।
@@drkhalidmdshakharob2038 তুই একটা কনডমের পোলা, তুই নাস্তিক, তুই ইসলাম বিদ্বেষী। তুই রিপ্লাই দিবি না, রিপ্লাই দিলে খবর আছে
আলহামদুলিল্লাহ, ঠিক বলেছেন কোন সুশিক্ষিত সন্তানের মা,বাবা কে ও ওখানে পাবেন না। পিতা, মাতার , সেবা করে জান্নাত কিনতে চায় তারা ঝামেলা বা বোঝা মনে করেন না
চমৎকার একটা পরিকল্পনা। মানষিক ভাবে তৈরী হতে পারলে সবাই ভালো থাকবে।
এই কথাগুলো শুনতে অনেক ভালো লাগে বিগত 50 বছরে এই কথাগুলো অনেকবার শুনেছি তারপরও কেন বাংলাদেশেই বিদ্রাশ্রমের এই অবস্থা আসলে কি জানেন আপনারা বলার সময় খুব সুন্দর সুন্দর কথা বলেন বাস্তবে থাকে এটার পিছনে আপনাদের বড় বিজনেস কথা এবং কাজের মধ্যে মিল রাখেন দেখবেন এত কথা বলা লাগবে না
এইটাতো বড় লোকের জান্নাত হাউস।যার আছে সব দিকে আছে,যার নাই কোন দিকেই নাই?
আলহামদুলিল্লাহ,,,,, এগিয়ে যাক আমার দেশ
মানুষ বৃদ্ধ হওয়ার পরে, তার সন্তান নাতি-নাতনি নিয়ে থাকাটা যে কত সুখের, এরকম সুখ কোথাও পাওয়া যাবেনা, টাকা দিয়ে কিনে, এটা হল ছেলে মেয়েরা যেন বাবা-মাকে খাবার না দেয়, বাবা-মাকে সেবা করার জন্য উৎসাহিত না হয়, তারই একটা সুপরিকল্পিত একটা ব্যবস্থা, বাবা মাকে বৃদ্ধাশ্রমে কেনো,
অপেক্ষায় ছিলাম। অনেকে নেগেটিভ ভাবে নিচ্ছেন ।আমার বয়স পঞ্চাশের কাছাকাছি আমিও চাইব কারো উপর নির্ভরশীল না হয়ে এমন জায়গায় থাকতে। তাছাড়া অনেক নিসন্তান বয়স্ক মানুষ ও আছে যাদের দেখার কেউ নেই। উন্নত দেশগুলোতে অনেক আগে থেকেই এই সিস্টেম আছে। শুধু আমাদের মানসিকতার প্রয়োজন। সরকারের ও উন্নত দেশগুলোর মত এমন উদ্যোগে এগিয়ে আসলে ভালো হয়।
খুব ভালো আলহামদুলিল্লাহ তবে হে মানুষ যে কদিন বেঁচে থাক পৃথিবীতে কৃতজ্ঞ হও সৃষ্টিকর্তার প্রতি আল্লাহ পাকের সৃষ্টির প্রতি
সবাই এত নেগেটিভ ভাবে নিচ্ছে কেন! এখানে তো আপনাদের জোর করে নিয়ে যাবেনা কেউ। যদি আপনার পরিবারের সবাই ব্যস্ত থাকে, বাসায় একা ভালো না লাগে তখন আপনার সামর্থ্য থাকলে টাকা দিয়ে বৃদ্ধ বয়সে আরামে থাকবেন সমবয়সীদের সাথে। না ইচ্ছা হলে যাবেন না। এটা আশ্রম না যে ফ্রি তে থাকতে দিবে।
Dalair %%%%% koto paben apni ... ???
এগুলো দেখে আরো সন্তানেরা উৎসাহিত হবে পিতা মাতা কে বৃদ্ধশ্রমে পাঠাতে। এগুলো শুধু টাকা ওয়লারাই থাকবে গরীবের স্হান হবে না।
মাশাল্লাহ্। সময়োপযোগী একটি মহত উদ্যোগ। মহান আল্লাহ্ পাক আপনাদের এ প্রকল্পকে কবুল করুক।
এটাতো বড় লোকদের জন্য, সকলের জন্য হলে ভালো হতো।
আসসালামু আলাইকুম। এটা ব্যাবসা সেবা নয়।যদি সেবা হতো তাহলে ধনী গরিব সবাই থাকতে পারতো।
Best charman আমার দেখা....কথা গুলো খুব সুন্দর.... দলের সবাইকে অনেক অনেক ধন্যবাদ... Best team R home...
খরচ বা বিনিয়োগের ধারনাটা পেলে ভালো হতো। উদ্যোক্তাদের সাথে যোগাযোগের কোন উপায়/মাধ্যম থাকলে যদি দিতেন, উপকৃত হতাম। ধন্যবাদ।
সুন্দর একটি ব্যাবসা যাইহোক তবুও কিছু কিছু হতভাগা পিতা মাতা যাদের ছেলে মেয়ে সচ্ছল থেকেও পিতা মাতার দেখভাল করতে অনিহা প্রকাশ করতেছে সেই হত ভাগা পিতা মাতাদের জন্য একটি আশার আলো দেখাচ্ছে ধন্যবাদ এই উদ্যক্তোদেরকে তবে ব্যাবসাটা একটু কমকরার জন্য আহবান থাকলো
দেশের সাধারণ মানুষের জন্য বৃদ্বাশ্রম তৈরি হলে তখন হবে হাততালি পাবার যোগ্যতা!🤲🤲🕌🕌🕌👍👍👍
অনেক ভালো উদ্যোগ। অসংখ্য সাধুবাদ জানাই। কিন্তু পুরো তথ্য শেয়ার করলে আগ্রহীদের জন্য বা এখানে যারা থাকতে চান তারা উপকৃত হতেন।
These types of homes are so needed in our country right now. Please make more old homes, but all classes of people should be kept in mind. Not everyone can afford this. Improve the current homes as well, it must be difficult to share one single room with so many which is the case of most of the old homes now. May Allah let everyone pass this time with good friends, who will not treat them as unnecessary entities.
আমি অত্যন্ত আনন্দিত ❤
পারিবারিক শিক্ষা ও মানবিকতা দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে।
পিতামাতা থাকবে সন্তানের সাথে। কেন অন্য জায়গায় একাকীত্ব থাকবে??
Right
অনেক দিন পড় একটি ভালো খবর দেখলাম ধন্যবাদ আর টিভিকে
আমিও চাইছিলাম এমন একটি ওল্ট কেয়ার হোম বানানোর জন্য কিন্তু অর্থ সংকটেরজন্য পারছিনা বৃদ্ধা বয়সে অনেকে সুসাইড করে বিশেষ করে যাদের টাকা আছে সে বৃদ্ধ রা ও কিন্তু এককোটি টাকা যদিও আমি ইন ভেস্ট করি তাও উন্নতো করে বানাতে পারবনা তাই এই বিষয়টা নিয়ে অনেক চিন্তাই পরে আছি
Ami apner sathe thakte cai medam
আমিও চাই আমার বান্ধবীদের সাথে বুড়ি বয়সে এমন জায়গায় সময় কাটাবো...
আমার মনে হচ্ছে এটা ত শুধু বড়লোক সরকারি বেসরকারি চাকরিজিবি, ব্যবসায়ির জন্য। সাধারন বা অসচ্ছল মানুষের জন্য না।,
এটা কিন্তু ফ্রি নয়, টাকা দিয়ে থাকতে হবে।
I think so.
খুব ভাল লাগল। বৃদ্ধ দের জন্য মনোরোগ ডাক্তার রাখা দরকার। সবাই যেন হাসি খুশি থাকতে পারে।
পিতা মাতা সব সময় সন্তানের কাছে থাকতে ভালোবাসে।
Yes
খুব ভালো একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই গুলা আমরা চাই না।
এমন কিছু হোক যেনো প্রতিটা বাবা মা তার সন্তানের কাছে থেকে মরনের স্বাদ নিতে পারে
রব্বিরহাম হুমা কামা রাব্বাইয়ানি সগিরা
এটা ঠিক না, সবার মধ্যে থেকে একা থাকার চেয়ে অনেক ভালো। খরচ টা জানালে ভালো হতো।
আমিও শেষ বয়সে হয়তো এভাবেই কাটাবো মৃত্যুর আগ মুহূর্ত গুলো।
কারণ আমার নিজের কেউ নেই
Very good initiate, After retirement 2027 I am interesting to serve there. Also I trained in clinical microbiology in Japan.
অপূর্ব পদক্ষেপ ❤
যতসুন্দরই হোক এখানে থাকতে চাইবেনা মানুষ। বাধ্য হয়েই থাকতে হবে।
I am very much happy to know this honest and gorgeous initiative. Thank you all.
যে কদু সে লাউ,এটাই বৃদ্ধাশ্রম
সুন্দর উদ্দোগ , বিষয় টি যথাযথ ভাবে পরিচালিত হোক এটাই কাম্য ।
পারিবারিক বন্ধনকে সুপরিকল্পিত ভাবে ধসিয়ে দেয়ার অভিনব ব্যবসায়িক প্রচেষটা ছাড়া আর কিছু নয়।
Agreed
আপনাদের এই উদ্বেগর জন্য সাধুবাদ জানাই।
প্রশংসনীয় উদ্যোগ।
অত্যন্ত অত্যন্ত ভাল উদ্দোগ খুব খুব ভাল লাগছে মনটা তাজা হয়ে গেল।বৃদ্দ বয়সে আর কোন চিন্তা নেই।এই মানবিক কাজের জন্য সকল উদ্দোগ দাতাদের জানাই অসংখ্য শ্বশ্রদ্ধ ছালাম ও শুভ কামনা অবিরাম।আলহামদু লিল্লাহ।সফলতা বয়ে আনুক।দোয়া করি মন ভরে।আমিন।
ভালো উদ্যোগ, তবে বৃদ্ধবয়সে আরামের চেয়ে আপনজনের সান্নিধ্য অনেক বেশি প্রয়োজন।
প্রচেষ্টা অবশ্যই কল্যাণ মূলক, তবে একজন আবাসিকের মাসিক খরচ কত টাকা হতে পারে, কারণ এটা যেন শুধু মাত্র ধনীদের জন্য না হয়।
সুন্দর ব্যবস্থা ❤ খরচের কথাতো কিছুই বললেন না! ফ্রি নাকি?
দারুণ একটা প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাই❤️❤️❤️❤️
দেশের সবগুলো বৃদ্ধাশ্রম খুঁজলেও কোন হাফেজ,মাওলানা বা মুফতী সাহেবের মা-বাবা খুঁজে পাবেন না, ইনশাআল্লাহ,এটাকে বলে শিক্ষা 🇧🇩🇧🇩☪️☪️☪️
সুন্দর একটি কার্যকরী ভূমিকা পালন করছেন আপনার সুমঙ্গল আসা করি
দয়া করে ভাই সবদের একটা বিশেষ আবেদন এসব বৃদ্ধাশ্রম না করে ছেলে মেয়ে সকল কে ইসলামীক মূল্য বোধ শিক্ষা দিন এমনিতেই এক জন মা কিংবা বাবাকে কারো বৃদ্ধাশ্রমে দিতে হবে না 😥🩹💔
আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন আমীন ❤️🤲
এই খানে এমন মানুষের পিতা মাতা থাকবে যারা তাদের পিতা মাতা কে বোঝা মনে করেন তাই নিজে দের জন্য সুখের যায়গা গড়েতে চায়
এখনকার ছেলে মেয়ে উভয়ই চাকুরী করে তাই বাবা মা কে সেবা করার সময় পায়না তাই এটি করা হয়েছে।
আলহামদুলিল্লাহ। আমি বয়স হলে এখানেই থাকবো। টাকা কোন বিষয় নাহ।
যেভাবে উনারা প্লান করেছে এগুলো শুধু বড়লোকদের জন্য আর বড়লোকের ছেলেমেয়েরা বাবা-মাকে শেষ বয়সে কোন মূল্য দেয় না তাই এভাবে থাকতে হবে আমাদের গরিবের ও মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের শরীরে অনেক মায়া মমতা ভালবাসা আছে তাই বাবা মাকে বুকে আঁকড়ে রাখার চেষ্টা করে আর ইনশাল্লাহ করবেও দোয়া রাখবেন আপনারা সবাই শেষ বয়সে ছেলে মেয়েরা দেখবে না তো কে দেখবে সব বাবা মা যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে নিজের সন্তানের কাছে
Right ✅
খুবই চমৎকার একটি উদ্যোগ। ধন্যবাদ।
যতোই আধুনিক বিধ্যাশ্ৰম হোক না কেন ,কিন্তু পৱিশেষে সকলেৱ কাছে নিজ গৃহয় হল দুনিয়াৱ সৱ্গ যদিও হোক সেটি কুড়েঘৱ
💚 এটা খবরের জন্য উত্তম 💚 আমরা গরীব তাই 💚 কুড়ে ঘরয়ি আমাদের জন্য জান্নাত 💚 এমন হারাম খানাই থাকা তো 💚 দুরে থাকুক আশা ও করতে পারি না 😢😢💚
⬛পথবৃদ্ধ নিবাস।
🟥আশ্রয়হীন বয়োবৃদ্ধ মুরব্বিদের থাকার জায়গায়।
🟥সেই সব মা-বাবার জন্য।
যে সকল সন্তানেরা নিজ মা-বাবাকে বোঝা মনে করে।তাদের ঠিকানা।
💙আল্লাহ তা'য়ালা আমাদেরকে হেদায়েত দান করুন।মা-বাবার খেদমত করার তৌফিক দান করুন আমিন।
খুব ভালো হবে।এখনতো ছেলে/মেয়েরা সব বিদেশে চলে যায় আর বাবা মায়েরা নিরাপত্তা হীনতায় ভুগে।এমন একটা হোমস থাকলে আর অসুবিধা হবেনা।
আমিন।
ওরে আদাচোদা,বেজন্মা,বেশ্যামাগির পুত বৃদ্ধাশ্রম সমাজের শিক্ষিত,অতীতে কর্মোঠ মানুষের জন্য যাদের সন্তান প্রতিষ্ঠিত ব্যাস্ত সময় পার করছে দেশ বিদেশের মানুষকে নিরন্তির সেবা দানে।।।সে সকল একাকিত্বে ভোগা বাবা মায়ের আড্ডা দেওয়া সমমনা মানুষের সাথে হেসে খেলে,নিয়মিত সুচিকিৎসা নিয়ে সময় পার করার জন্যই সারাবিশ্বে জেরিয়াট্রিক হোম বানানো হয়।।
আর তোদের মত বেশ্যা মাগীর পুতেরা ৩ কুড়ি জারজ যারা বানায় তারা বাড়িতে মেয়ে,ছেলে,স্ত্রী,ছেলের বঊয়ের লাথি খেয়ে,বিনা চিকিৎসায় ঘরের কোন শেষ জীবন পার করে।।
খুবই ভালো উদ্যোগ। এখানে থাকতে হলে খরচ কেমন পড়বে বিস্তারিত জানাবেন প্লিজ
Very good initiative. What is the price of the apartment?
ভাই আমার কাছে এমন একজন মানুষ আছে জার খবর কেও নেই না
ভূমিহীন সজনহীন অসহায় মানুষদের জন্য কিছু একটা করা হোক
বাস্তব তো মানতেই হবে কারণ সব শেষে আমরা সবাই একা এই পৃথিবী শুধু সময়ের চাওয়া পাওয়া 😢😢
প্রতিটা জেলায় এই রকম হওয়া দরকার।
আগের ভিডিওটা ভালো করে দেখেন.. তারপর আপনার মতামত জানান... উনি এটা গরিবের জন্য করে নাই উনাদের মত বড়লোকদের জন্য করছে
I guess u want send ur mother in law there.
মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন।
আল্লাহর আইন থাকলে সব কিছু ঠিক হয়ে জাবে
Kub kub. Vhalo kaz hoice ekta
Thanks a lot thanks a lot
অসাধারণ। আরও বেশি জানতে আগ্রহী।
মহান মানুষ আপনারা , ধন্যবাদ ❤❤❤🎉
এটাকে এতো খারাপ ভাবে দেখার কি ছু নেই,, আমার পরিচিত একজন দম্পতি আছে ন যাদের নিজস্ব বাড়ি আছে সন্তান রা যতন ও করে তার পর ও ওনারা বিদাআশমে থাকে শুধু মাত্র একাকিত্ব দূর করার জন্য। সন্তান রা যেন তাদের নিয়ে টেনশন না করে ঠিক মত কাজ করতে পারে। এখানে খারাপ কি আছে। আপনারা অনেক সুন্দর উদ্বেগ নিয়ে ছেন। ধন্যবাদ, এগিয়ে যান,কারো কথায় কান দিবেন না।
কথার সাথে কাজের কতটুকু মিল থাকবে তা শুধু সময়ের অপেক্ষা।
আল্লাহ তায়ালা আপনাদের হেদায়েত করুন।আমিন।
Onek valo laglo. Alhamdulillah
এটা ভালো একটা উদ্যোগ
এখন অনেক বড়লোক পরিবার তাদের বাবা মাকে এখানে পাঠিয়ে দিবে 🙂মুক্ত হয়ে যাবে বুড়ো মানুষদের থেকে
Right Bolesen ❤🌹
❇️ Javed Dhacca Bangladesh 🇧🇩
আল্লাহ যেন সকল মুসলিম জাতি কে হেদায়েত দান করেন,,🤲
Lets maintain islamic culture
Not old home..May Allah swt grant
Us to stay with our children
Ameen
ঐখানে থাকার জন্যে কি করতে হবে, আর খরচ কেমন হবে, সবাই কি থাকতে পারবে আমি জানতে চাই,আমি কি ভাবে জানবো। খুব ভালো হয়েছে। ধন্যবাদ।
রিজিকের মালিক একমাত্র আল্লাহ
Shob kichu rich people der jonno. Ata holo, good business
রূপায়নের প্রজেক্ট গুলো যেমন আধুনিক, তেমন মনোমুগ্ধকর তেমনি খরচ....
তোদের ই আগে থাকতে হবে,আল্লাহ তোদের মনের বাসনা পুরুন করুক?
সব মিলিয়ে মাসে কতো টাকা খরচ হবে সেটা উল্লেখ করলে ভালো হয়। উদ্যেকটি র সাথে যারা জড়িত তাঁদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ।। ❤❤❤🌹🇨🇦
Alhamdulillah, Masha Allah Protect OUR Pray to Almighty ALLAH Sobaike Hefajot Korun Ameen summa Ameen
আল্লাহ সবাই কে হেফাজত করুন আমিন