সব সংকটের সমাধান সৌরবিদ্যুতে | Songbad Bishesh | Ekattor TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 286

  • @mdnahidulislam5698
    @mdnahidulislam5698 Год назад +54

    মসজিদের, মন্দিরের ছাদগুলোকে কাজে লাগানো যেতে পারে, গার্মেন্টস এর ছাদ,সরকারি ভবনের ছাদ, বাড়ির আঙিনা ইত্যাদি ব্যবহার করা যেতে পারে।

  • @mdmonirhosen895
    @mdmonirhosen895 Год назад +58

    আমাদের এলাকার মানুষ বিদ্যুৎ থাকা সত্ত্বেও বেশির ভাগ সময় সৌর বিদ্যুৎ ব্যবহার করে। আমরাই এগিয়ে দেশের জন্য।❤

  • @mropurboreza1698
    @mropurboreza1698 Год назад +26

    এটি একটি অসাধারণ উদ্যোগ তবে যারা এই কাজে নিযুক্ত কর্মকর্তারা আছে,,তাদের অবশ্যই দেখতে হবে যাতে কৃষি জমির কোন ক্ষতি না হয়,,,এবং এই সৌরবিদ্যুতের নিচে বাধ্যতা মুলক কৃষি চাষ করাতে হবে এতে করে বিদ্যুৎ ও কৃষি দুটোইতেই লাভবান হবে,,,

    • @ZahidKhan1983
      @ZahidKhan1983 Год назад

      সৌর বিদ্যুৎ স্থাপন করলে কৃষি উৎপাদন কঠিন হয়ে যায়। কৃষি কাজ হয় এমন জমিতে সৌর বিদ্যুৎ স্থাপন নিষিদ্ধ করছে সরকার।

  • @naimulhasannahin8632
    @naimulhasannahin8632 Год назад +2

    আমারও খুব ইচ্ছা আছে আমাদের ঘরকে সৌরবিদ্যুতের আওতায় আনার, কিন্তু প্যানেল, ব্যাটারির যা দাম!

  • @banglaonline402
    @banglaonline402 Год назад +6

    সৌর বিদ্যুতের সকল পন্য Tax ও Vat উঠয়ে দিন, আর বসত বাড়ির জন্য সহজ কিস্তি তে লোন দিন, সহজ সমাধান

  • @dafl3671
    @dafl3671 Год назад +7

    প্রতিটি শহরের বিল্ডিংয়ের ছাদ প্যানেল স্থাপন করে জায়গায় সংকট সমাধান করা সম্ভব। শহর গুলো সোলারের আওতায় আসলেই অনেক সাশ্রয়ী হবে। বিবেচনা করুন

  • @vatulmollah8390
    @vatulmollah8390 Год назад +40

    সৌরবিদ্যুৎ এর পিছনে কিছু ভর্তুকি দিলে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে এসে যেত।

    • @hok.kotha895
      @hok.kotha895 Год назад

      ঠিক বলেছেন। সৌর প্যানেলের দাম বেশি হওয়ায় গরিব মানুষএরা তা কিনতে পারেনা।

  • @ojanaexplore1752
    @ojanaexplore1752 Год назад +18

    যদি যথাযথভাবে এই কাজগুলো করা হয়,,তবে আমাদের আমদানি ব্যয় অনেকাংশে কমে যাবে।

  • @mdsaydulhoquesalman229
    @mdsaydulhoquesalman229 Год назад +10

    দেশের প্রতিটা বিদ্যুৎতের খুটিতে.যেখানে সূর্যের আলো আছে ইচ্ছে করলে ৪ টা করে সৌর প্যানেল বসানো জায় ঐ বিদ্যুৎ দিয়ে হাইওয়ের যে বাতি গুলো জলে তা এটা দিয়ে জালানো সম্ভব .আর দেশের প্রতিটা শহরের বাড়ির বা অফিস ও গার্মেন্টস এর ছাদের এক সাইডে বসানো সম্ভব তাহলে কিছুটা দেশের উপকারে আসবে.যদি কোন ভুল বলে থাকি ভুল গুলো খমার দৃষ্টিতে দেখবেন

  • @edwardsalvin6212
    @edwardsalvin6212 Год назад +4

    অনেক তথ্যবহুল সংবাদ।

  • @mdkhukon4997
    @mdkhukon4997 Год назад +3

    এ কাজ গুলি মালয়েশিয়া করে থাকে,, বিশেষ করে যারা মালয়েশিয়া আসছেন তারা লক্ষ করলে দেখবেন মালয়েশিয়া এয়ারপোর্টে এ সেটালাইট যে জাইগাটা আছে ঐটা পুরু এরিয়াটা সোলার পেনেল দিয়ে তৈরি বিদ্যুৎ তৈরি করা হয়,, তা ছাড়া এর বাহিরে ও, বা রাস্তায় যে লাইট ব্যবহার সব এটা ই সোলার পেনেল

  • @hridoy9796
    @hridoy9796 Год назад +10

    বাংলাদেশের সব সরকারি বিল্ডিং+ দেশের সব স্কুলের ছাদে সোলার প্যানেল বসানো গেলে দিনের বেলার অন্তত ৪ ভাগের ১ ভাগ বিদ্যুৎ মিটানো সম্ভব হতো...কিন্তু সেটাতো করবেনা/করতে দিবেনা সরকারের মধ্যে থেকেই...টাকা খাওয়া যাবেনা তো তাহলে

  • @pro0011000
    @pro0011000 Год назад +1

    যমুনা নদীর উপরে নির্মাণাধীন রেল সেতুর ছাদে সোলার প্যানেল বসানো হোক। যেদিকে চাহিদা বেশি সেদিকে সঞ্চালন করা হোক। দেশের সকল নদীর উপরে নির্মিত সেতুতেও ছাউনির মত করে সোলার প্যানেল বসানো যেতে পারে। বড় বড় নদীর ধারঘেঁসে লোকালয় ও বিদ্যুতের চাহিদা বুঝে ভাসমান প্রকল্প করা যেতে পারে। যাত্রীছাউনিগুলো, বাসস্ট্যান্ড, মসজিদ, মার্কেটের ছাদের খোলা অংশ, রাস্তার ধারের টিনশেড দোকানের ছাদগুলোতে সোলার প্যানেল বসানো যেতে পারে।

  • @isratjahanlepe6982
    @isratjahanlepe6982 Год назад +9

    সোলার প্যানেলের মূল্য কমানো ও সহযলভ্য করা উচিৎ , তাহলে অনেকেই হয়তো ব্যক্তিগত উদ্যোগে করিয়ে নিতে পারত . . .

  • @imran-zd1qh
    @imran-zd1qh Год назад +2

    আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে
    আমার বাড়িতে সোলার সিস্টেম করেছি
    ৬৩০ ওয়াড সিস্টেম
    আলহামদুলিল্লাহ দিনের ২৪ ঘন্টা এবং মাসের ৩০ দিনে
    গ্রিড বিদ্যুৎ এর আসায় আমার পরিবার থাকে না,,

    • @niazmahmudibnejalal3444
      @niazmahmudibnejalal3444 Год назад

      খরচ কেমন পরছে??? আর ফ্রিজ, কম্পিউটার, অনেক গুলো ফ্যান কি চালানো যাবে???

    • @ismailhossain6296
      @ismailhossain6296 Год назад

      Khoroc kmn hoise?

    • @imran-zd1qh
      @imran-zd1qh Год назад

      আমি ৬০০ ওয়াড লোড দিয়ে রাকছি
      আনুমানিক আমার খরচ গেছে
      ১০২০০০/-
      দাম টা বেসি হবার কারন
      কন্ট্রোলার টা
      আমার কন্ট্রোলার টার ইনপুট কারেন্ট ১৬/১৮ দেওয়া আছে
      কিন্তু আউটপুট কারেন্ট পাই ২৬/২৮ এম্পিয়ার
      আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বিদ্যুৎ এর বিষয় নিয়ে

  • @golamrabbani9018
    @golamrabbani9018 Год назад +1

    শুধু সোলার প্যানেল বসালে চলবে না । এগুলোকে পরিষ্কার করতে হবে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ পেতে হলে। আমি ঢাকায় সরকারি বহুতল বিল্ডিং গুলোতে ফ্লাইওভার থেকে দেখা যায় এগুলো ধুলো জমে আছে।

  • @AngurMia
    @AngurMia Год назад +14

    প্রত্যেক বাড়ি ছাদে সোর প্যানেল সরকারি ভাবে বসানো দরকার।

    • @hasibulemon5825
      @hasibulemon5825 Год назад

      দূর্নীতি হয়ে যাবে

    • @md.bijoymia6846
      @md.bijoymia6846 Год назад

      এটা সরকার বসিয়েছে তবে হাতে গুনা গ্রাম প্রতি ১০ টি করে দিয়েছেন

  • @grandtc6370
    @grandtc6370 Год назад +1

    সোলার প্যানেল এর ট্যাক্স বাতিল করেন । পারলে ভর্তুকি দিতে পারেন । এতে করে যেমন পরিবেশে ভালো থাকবে আবার সবাই বিদ্যুৎ ও পাবে।

  • @mdhasan-hc9ix
    @mdhasan-hc9ix Год назад +23

    কৃষি জমি ছাড়াও অনেক জায়গা আছে সোলার প্যানেল বসানোর জন্য কিন্তু সরকারের সেই ইচ্ছে নেই কারণ নবায়নযোগ্য জ্বালানি তে খরচ অনেক কম সেজন্য সরকার আর লাভ হবে না

    • @AbcdEfgh-ix2yr
      @AbcdEfgh-ix2yr Год назад

      খরচ কমলে লাভ বেশি হওয়ার কথা না 😐? তাছাড়া বেসরকারি কোম্পানিও চাইলে যেতে পারে ।

  • @shariyetpur
    @shariyetpur Год назад +2

    এই কমেন্টসটা পড়েন idea পাবেন। বাংলাদেশে প্রচুর নদ নদী আছে এইসব ছোট ছোট নদীর উপর দিয়ে স্টেডিয়ামের ছাদের মতন করে নদীর উপরে প্যানেল বসানো যায়। নিঢ দিয়ে নৌযান চলবে এরকম বাংলাদেশে অনেক জমি পাওয়া যাবে । বাংলাদেশে নদীর অভাব নাই

  • @soharabhossen6168
    @soharabhossen6168 Год назад +2

    সোলার আর ব্যাটারি দাম কমিয়ে দিলে এমনি সবাই বিদ্যুতের বিকল্প এটা সবাই ব্যাবহার করতে পারতো।
    আমার ইচ্ছে আছে বাসার ফ্রীজ ও মটর, ফ্যান বাতি সোলারের সাহায্যে চালাতে, কিন্তু অতিথির দামের কারনে এখনি পারছিনা।

  • @biplabkumar627
    @biplabkumar627 Год назад +3

    আমি মনে করি এটা ভালো উদ্যোগ। বাইরে থেকে বিদ্যুৎ আনার দরকার নেই।

  • @sukanta.mondal
    @sukanta.mondal Год назад +1

    সোলার প্যানেল বসানোর ক্ষেত্রে খরচ অনেক। সরকার কে সময় থাকতে এগিয়ে আসতে হবে। জনগনের দরকার বিদ্যুৎ। সেটা সৌর প্যানেল থেকে আসুক বা অন্য সেক্টর থেকে আসুক সেটা বিষয় না। সরকার এগিয়ে আসলে আমি আশা করি সৌর বিদ্যুৎকে মানুষ সাদরে গ্রহন করবে।

  • @mehedihasan9038
    @mehedihasan9038 Год назад +6

    অনেক সুন্দর পরিকল্পনা 🥰

  • @rakibullah8040
    @rakibullah8040 Год назад +1

    একটা বাস্তবসম্মত পরিকল্পনা

  • @Rahimakhatun-yo8ir
    @Rahimakhatun-yo8ir Год назад +3

    জাতীয় মহাসড়ক /আঞ্চলিক মহাসড়কের দুইপাশে অনেক জায়গা ফাঁকা পড়ে আছে এই ফাঁকা জায়গা গুলোকে সৌর প্যানেল স্থাপন করে বিদূৎ উৎপাদনের জন্য কাজে লাগানো যেতে পারে। তাহলে আবাদি জমিও বাঁচবে এবং বিদূৎ উৎপাদনও হবে।

  • @EnergyBanglaSolarEngineering
    @EnergyBanglaSolarEngineering Год назад +2

    ১০ টাকা কেন? একটা সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে প্রতি কিলো ওয়াট ৩-৪ টাকা উৎপাদন হবে

  • @tdmedia8015
    @tdmedia8015 Год назад +6

    আমাদের বাড়িতে ১৫ বছর যাবৎ সোলার দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে ব্যাবহার করছি ,,,, আগে ইলেক্ট্রিসিটি ছিলো না ,, ইলেকট্রিসিটি আসছে 4 বছর হয় । এই বছর আরো 4 টি সোলার প্যানেল স্থাপন করেছি

    • @mrkiba1781
      @mrkiba1781 Год назад +2

      price koto kore

    • @munnamosharrf488
      @munnamosharrf488 Год назад +1

      ভাই আমি যতো দুর জানি সোলার প্যানেল এক বছর পর ভালোভাবে আউটপুট দেয় না এটা কতটুকু সত্যি প্লিজ বলবেন আর আপনি কোন কোম্পানির সোলার প্যানেল ব্যবহার করছেন

    • @hasanrintu
      @hasanrintu Год назад +1

      ​@@munnamosharrf488 ভাল করে জেনে মন্তব্য করেন।

    • @tdmedia8015
      @tdmedia8015 Год назад

      @@mrkiba1781 ভাই ,,আমি পুরাতন সোলার কিনেছি ,,,, ইলেকট্রিসিটি আসার পর অনেকে সোলার ব্যবহার করতে চায় না ,,,, তাদের থেকে পুরাতন সোলার গুলো সংগ্রহ করছি ।
      বর্তমানের নতুন সোলার প্যানেলের প্রতি ওয়াট 30 টাকা থেকে শুরু করে 60 টাকা পর্যন্ত । তবে আমার সাজেশন থাকবে ,, মনু টেকনোলজির A গ্রেড এর সোলার প্যানেল কিনার জন্য । মনু প্যানেল টা কম রোদে ও ভালো এম্পিয়ার দিতে সক্ষম । এগুলো অনায়াসে 20 থেকে 25 বছর ব্যবহার করা যায়

    • @tdmedia8015
      @tdmedia8015 Год назад

      @@munnamosharrf488 আমার প্রথম সোলার প্যানেল টা 50 ওয়াটের ,,, 15 বছর রানিং চলে বয়স ,,, এখনো ভালো রোদ পড়লে 40 ওয়াট প্লাস আউটপুট পাই । এবার আপনি ধারণা করতে পারবেন ।
      A গ্রেড এর সোলার প্যানেল যে কোন কোম্পানির এই ভালো হয় ,,, আপনি দেখে নিতে হবে সোলার টি Aগ্রেডের কিনা ।
      সবচাইতে ভালো হয় মনু technology- A গ্রেড এর সোলার প্যানেল । কারণ মনু প্যানেল টা কম রোদে ও ভালো এম্পিয়ার পাওয়া যায়

  • @marsafivlogs9414
    @marsafivlogs9414 Год назад +1

    সহমত

  • @banglatimes2580
    @banglatimes2580 Год назад +8

    কৃষি জমি রক্ষা করতে হবে।
    যে সমস্ত জায়গায় সরকার চাইলেই সোলার ফাইনাল স্থাপন করতে পারে।
    যেমন,,
    সরকারি হাসপাতালের ছাদে
    স্কুল-কলেজের ছাদে
    সরকারি অফিস আদালতের ছাদে,
    সরকারি যত বাস ভবন আছে সে গুলার ছাদে এবং আরো অনান্য জায়গায়।।

  • @adnansami4229
    @adnansami4229 Год назад

    অনেক ভালো উদ্যোগ,,,

  • @mdnahidulislam5698
    @mdnahidulislam5698 Год назад +1

    সুন্দর প্রতিবেদন

  • @creative-funtime
    @creative-funtime Год назад +1

    ব্যক্তিগত উদ্যোগকে ও সরকারের সহযোগিতা করা উচিৎ। গ্রিড মিটার স্থাপন করা উচিত।

  • @mkh-gi6tl
    @mkh-gi6tl Год назад +4

    Very good initiative.

  • @asmmurad1074
    @asmmurad1074 Год назад +4

    সোলার প্যানেল ও ব্যাটারীর দাম কম হলে ঘরে ঘরে সোলার দেওয়া যেত

  • @samirtariq9735
    @samirtariq9735 Год назад +2

    এর নিচে আদা, হলুদ, পান,লতিরাজ কচু, কলমি শাক এসব করা যেতে পারে

  • @mridulhasan7161
    @mridulhasan7161 Год назад +1

    আমরা জামালপুরে ইসলামপুর উপজেলায় সোলারের মাধ্যমে পাম্প স্থাপন করেছে বিগত ৩ বছর আগে(যার সুফল স্থানীয় কৃষকরা ভোগ করতেছে)
    সরকারীভাবে এমন প্রজেক্ট বাড়ানো সময়ের দাবী

  • @aliakbor2410
    @aliakbor2410 Год назад +5

    সৌর বিদ্যুৎ বিদ্যুৎ সংকটের সমাধান দিতে পারে

  • @amazingworldtv3264
    @amazingworldtv3264 Год назад +1

    বঙ্গোপসাগরে বড় পরিসরে সোলার প্যানেল বসানোর ব্যবস্থা নিতে হবে।Singapore এর মতো।

  • @FerdousHasan778
    @FerdousHasan778 Год назад +2

    সৌর বিদ্যুৎয়ের বিকল্প নেই।আন্তর্জাতিক বাজারে যে হারে তেলের দাম বাড়ছে সৌর বিদ্যুৎ আমাদের জন্য সেরা অপশন হতে পারে।

  • @shuvoghoshmaddo6264
    @shuvoghoshmaddo6264 Год назад +5

    সোলার এর দাম আরও কমাতে হবে।

    • @shekhorbro3193
      @shekhorbro3193 Год назад +1

      ৫০০০ hole ঠিক হবে মনে হয়

  • @sudipdebnath3848
    @sudipdebnath3848 Год назад +7

    এর সরকারি ভবন ( বেসরকারি গুলো বাদ দিলাম) এর ছাদ, ফ্যাক্টরির ছাদ ফাকা পড়ে আছে। তার পরেও সরকার জমি খুজে পাচ্ছে না।
    আসলে সদিচ্ছা থাকলে সবই করা যায়। আর তা না থাকলে গোছানো খাবারও তুলে মুখে নেওয়া যায় না।

    • @Maximan3744
      @Maximan3744 Год назад

      এতে ভুমিকম্পের ঝুকি আছে ভাই

  • @HasntMohi
    @HasntMohi Год назад +4

    বাংলাদেশের প্রত্যেকটা বাড়ির ছাদে সোলার প্যানেল বসিয়ে দিন। এবং বলে দিন যে কয় ইউনিট বিদ্যুৎ এখান থেকে আসবে সেটার বিল দিতে হবেনা, অতিরিক্ত হলে সেটা গ্রিডে যুক্ত হবে এবং বিল করার সময় আমি কত ইউনিট বিদ্যুৎ গ্রিডে দিলাম সেটা বাদ যাবে। বিনা সুদে ঋণে এবং অল্প দামে এটা প্রত্যেক ঘরে ঘরে ফিট করে দিতে হবে। বাংলাদেশে যে পরিমান রৌদ থাকে তাতে দিনের বেলা কোন পাওয়ার প্লান্ট চালানোই লাগবেনা বর্ষাকাল বাদে!

  • @md.rayhanulislam9516
    @md.rayhanulislam9516 Год назад +5

    কৃষি জমি যে নষ্ট হচ্ছে এই বিষয় নিয়ে কথা বলেন।

  • @mdrofik9428
    @mdrofik9428 Год назад +3

    মাশাআল্লাহ খুব সুন্দর ❤

  • @mdismailhossain3553
    @mdismailhossain3553 Год назад +3

    আমি যদি সরকারি সহায়তা মুল্য ছার পাই তাহলে আমিও বাড়িতে সৌর বিদ্যুৎ কিনবো

  • @amazingworldtv3264
    @amazingworldtv3264 Год назад +1

    যত তারাতারি সম্বভ ব্যবস্থা নেওয়া উচিত।

  • @starmoon2872
    @starmoon2872 Год назад +4

    আমার বাড়িতে ১০ বছর ধরে কারেন্টের পাশাপাশি সৌরবিদ্যুত ব্যবহার করে আসছি।

    • @munnamosharrf488
      @munnamosharrf488 Год назад

      ভাই আমি যতো দুর জানি সোলার প্যানেল এক বছর পর ভালোভাবে আউটপুট দেয় না এটা কতটুকু সত্যি প্লিজ বলবেন আর আপনি কোন কোম্পানির সোলার প্যানেল ব্যবহার করছেন

    • @হৃদয়েবাংলাদেশ-ঞ৬য
      @হৃদয়েবাংলাদেশ-ঞ৬য Год назад

      আমার বাড়িতেও

    • @hasanrintu
      @hasanrintu Год назад +1

      ২ বছর হল। আমিও ব্যবহার করছি। আমি অনেক হেপ্পি 😊।

    • @ripondas2603
      @ripondas2603 Год назад

      ১০ বছরের উপরে আমরা আমাদের বাড়িতে ব্যবহার করচাছি

    • @munnamosharrf488
      @munnamosharrf488 Год назад

      @@ripondas2603 ভাই সোলার প্যানেল কি ১০ বছর ধরে ভালোভাবে আউটপুট দিচ্ছে আপনি কোন কোম্পানির সোলার প্যানেল ব্যবহার করছেন প্লিজ বলবেন আমিও নিতে চাচ্ছি

  • @mropurboreza1698
    @mropurboreza1698 Год назад +3

    দেশের স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সরকারি প্রতিটি প্রতিষ্ঠানের খোলা জায়গায় অথবা ছাদে এই উদ্যোগ নেওয়ার সরকারি ভাবে নির্দেশ দেয়া উচিৎ,,,এতে করে দেশের অনেকটা বিদ্যুৎ ঘাটতি কমবে,,,

  • @mitudev3082
    @mitudev3082 Год назад +1

    Best of luck

  • @ahmedromanmridha3682
    @ahmedromanmridha3682 Год назад +2

    গ্রামে গ্রামে প্রতিটি ঘরের চালে সৌর বিদ্যুৎ লাগানো বাধ্যতামূলক করা হোক. এবং সমুদ্রে ভাসমান অবস্থায় সোলার প্যানেল প্রজেক্ট বাস্তবায়ন করা হোক.

  • @monjurulrabby8818
    @monjurulrabby8818 Год назад +6

    এত দিন পর একটি সুন্দর খরব দেখলাম।

  • @shariftanvirahmad1438
    @shariftanvirahmad1438 Год назад +9

    কৃষিজমি অবশ্যই বাঁচাতে হবে

    • @sarwarjahan7789
      @sarwarjahan7789 Год назад

      কৃষিজমি বাঁচাতে রাস্তার উপর সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করা হোক

  • @bellway4145
    @bellway4145 Год назад +1

    Good job

  • @bdkalam4
    @bdkalam4 Год назад +1

    ব্যাটারির দাম কমানোর ব্যাবস্তা করেন,,, তা হলে আমি নিবো

  • @mirramizuddin9129
    @mirramizuddin9129 Год назад +1

    Solar equipments taxfree kora hok

  • @rowfulalam2443
    @rowfulalam2443 Год назад +2

    Great planing

  • @safiqulislam8898
    @safiqulislam8898 Год назад +2

    আমি ছাদে 150 ওয়াট সোলার ব্যবহার করছি যা বিদ্যুৎ ব্যবহারে অনেক সাশ্রয় করে চলছে… কিছুদিন পরে আরো 150 ওয়াট যোগ করবো

    • @munnamosharrf488
      @munnamosharrf488 Год назад +1

      ভাই আমি যতো দুর জানি সোলার প্যানেল এক বছর পর ভালোভাবে আউটপুট দেয় না এটা কতটুকু সত্যি প্লিজ বলবেন আর আপনি কোন কোম্পানির সোলার প্যানেল ব্যবহার করছেন

    • @hasanrintu
      @hasanrintu Год назад +2

      আমিও ১৫০ ওয়াটের প্যানেল ব্যবহার করছি ২ বছর হোল। খুব ভাল সার্ভিস পাচ্ছি।

    • @munnamosharrf488
      @munnamosharrf488 Год назад +2

      @@hasanrintu ভাই কোন কোম্পানির সোলার প্যানেল ব্যবহার করছেন প্লিজ বলবেন

    • @hasanrintu
      @hasanrintu Год назад

      @@munnamosharrf488
      cell made in Germany A great, mono
      Safari Solar Panel 150W
      6500 দিয়ে কিনছিলাম । এখন জানিনা কত ।

    • @munnamosharrf488
      @munnamosharrf488 Год назад +1

      @@hasanrintu ধন্যবাদ ভাই

  • @mdsahidulislam4542
    @mdsahidulislam4542 Год назад

    Right ❤❤❤❤

  • @mdismailhossain3553
    @mdismailhossain3553 Год назад +2

    শহরাঞ্চলের প্রতিটি ভবনের ছাদেও সৌর প্যানেল স্থাপন করা সম্ভব

  • @badhonislam2
    @badhonislam2 Год назад +1

    আমাদের সিরাজগঞ্জ 🥰🥰

  • @alibokter9755
    @alibokter9755 Год назад +2

    সকলের ঘরের ছাদে সৌর বিদ্যুত লাগানো যাবে ।। বিদ্যুতের চাহিদা অর্ধেকে নেমে আসবে ।।

  • @zillurrahman9742
    @zillurrahman9742 Год назад

    গুড

  • @mhnadboxx2870
    @mhnadboxx2870 Год назад +1

    সরকারকে প্রেট্টুল ডিজেলে ভরতুকি না দিয়ে সোলার পেনেলে দেওয়া দরকার

  • @adnansami4229
    @adnansami4229 Год назад +1

    আরো বেশি করা গবেষণা করার অনুরোধ আর সরকারি সহায়তা কামনা করছি😊

  • @HMManik-ix2pb
    @HMManik-ix2pb Год назад +7

    ঢাকা শহরের প্রত্যেক বিল্ডিং এর ছাদে এটা করা যেতে পারে বিপুলভাবে দেশের হাইওয়ে আশপাশ ব্যাবহার করা যেতে পারে।।। হাইওয়ের লেন গুলোতে গাছ না লাগিয়ে সোলার বসনো যেতে পারে। 😊

  • @sajibdhar9470
    @sajibdhar9470 Год назад +1

    সকল প্রতিষ্ঠানে বিদ্যুতের চাহিদা সৌর বিদ্যুতের মাধ্যমে যোগান দিলে বিদ্যুৎ সংকট অনেক কমে যাবে।

  • @arifulhasan4203
    @arifulhasan4203 Год назад

    খুবই ভালো প্রতিবেদন

  • @arifulislambabu8341
    @arifulislambabu8341 Год назад

    Right

  • @nehalridoy8857
    @nehalridoy8857 Год назад

    It’s sounds good💟

  • @মাসুম-ল৯ব
    @মাসুম-ল৯ব Год назад +2

    প্রতিটি বাড়ির জন্য কমপক্ষে 500 ওয়াট সোলার প্যানেল ব্যবহার করা বাধ্যতামূলক করা হোক

  • @mdsaiful-uq9oe
    @mdsaiful-uq9oe Год назад

    নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ

  • @jwphone8321
    @jwphone8321 Год назад +2

    এবার এটার দাম বেড়ে যাবে

  • @alexnoel6569
    @alexnoel6569 Год назад +1

    Its a great news! 👍go ahead solar
    Power.

  • @mdbijoy515
    @mdbijoy515 Год назад +1

    সৌর বিদ্যুৎ এবং উইন টারবাইন দিয়ে অনেক বিদ্যুত উৎপাদন করা যায়

  • @mzaman2585
    @mzaman2585 Год назад

    Eta e valo

  • @sheikhhanzala2201
    @sheikhhanzala2201 Год назад

    So Nice projects

  • @xphabib
    @xphabib Год назад +1

    অসাধরন নিউজ

  • @sheam420
    @sheam420 Год назад

    Ai ta onk vlo akta kaz😍🥰

  • @mobarak.robelhossin3847
    @mobarak.robelhossin3847 Год назад +2

    সাগরের তীরে সৌর বিদ্যুৎ করতে পারে

  • @mowidreza6533
    @mowidreza6533 Год назад

    Think s

  • @batkhara1605
    @batkhara1605 Год назад +1

    We have 180 million people. If every house roof top has solar panel then we can save minimum 30/40% energy. Govt can supply energy to the industries without power outage

  • @msvlogs126
    @msvlogs126 Год назад +3

    কেন কেন কৃষিজমি লাগবে।। মেন সড়ক এর উপর দিয়ে প্রকল্প পরিচালনা করা হোক।। বাংলাদেশের এক ফোঁটা কৃষি জমি ও নষ্ট হবে না।

    • @hasanrintu
      @hasanrintu Год назад

      সৎ ইচ্ছা নাই তাই বিতর্ক মতামত আগে দেয়।

  • @rashedrezwan3564
    @rashedrezwan3564 Год назад +1

    সৌরবিদ্যুত এর দাম,বেশি চায়,,যদি কম হয় তাহলে কৃষি জমিতে সৌরবিদ্যুত দিয়ে মটর চালিয়ে সেচ দেয়া যাবে

  • @amranhossain8106
    @amranhossain8106 Год назад

    Nice video aro soro deddut solar power barano hok thanks repotar

  • @AKASHGAMINGWR3
    @AKASHGAMINGWR3 Год назад +1

    Battery price onk

  • @baharalli404
    @baharalli404 Год назад +2

    এই পনন গুলা আমাদের দেশে সহজে পাওয়া যায় না। যেমন টা ভারতে পাওয়া সম্ভব

  • @mdsohid609
    @mdsohid609 Год назад

    Good new

  • @mdsafiulbarishohag6392
    @mdsafiulbarishohag6392 Год назад +2

    কোনো ছাদ ফাঁকা না রেখে সোলার বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা হোক।

  • @rifatsorkar4768
    @rifatsorkar4768 Год назад +1

    সরকারি ভবনগুলোর ছাদে অফুরন্ত জায়গা
    যা অন্তত ওই ভবনের বিদুতের চাহিদা মিটাতে পারে

  • @hamidurrahmanjuniorseconda4119

    মাছের খামারে সহায়তা করলে আমি ও পারবো ইনশাল্লাহ

  • @AbcdEfgh-ix2yr
    @AbcdEfgh-ix2yr Год назад +3

    নদী বা সমুদ্র এর উপরে সোলার প্যানেল বসানো যায় না? তাহলে তো কৃষি জমি নিয়ে চিন্তা করতে হয় না।

    • @hridoy9796
      @hridoy9796 Год назад

      বাংলাদেশে প্রায়ই ঝড় হয়...এইজন্য নদী সমুদ্রে কিছু সমস্যা আছে...তবে উত্তরের হাওড় এলাকায় স্বাভাবিকভাবেই এটা করতে পারে...কোনো দিকেই তাহলে সমস্যা হয়না ।

    • @AbcdEfgh-ix2yr
      @AbcdEfgh-ix2yr Год назад

      @@hridoy9796 হুম, নদীর উপর ভাসমান সোলার প্যানেল, মাটিতে করার থেকে ওইখানে খরচও খুব বেশি হওয়ার কথা না। কৃষি জমিরও চিন্তা নাই। শুধু নদীতে থাকা মাছের কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকতে পারে তবে সেটা ভালো করে গবেষণা করে দেখতে হবে যে কতটুকু ক্ষতি হতে পারে।

    • @bdmusic8309
      @bdmusic8309 Год назад

      দূর্নী‌তি কর‌তে পার‌বেনা এ কার‌নেই সো‌লা‌রে যে‌তে চায়না সরকার।

  • @naimurrahmannoyan876
    @naimurrahmannoyan876 Год назад +1

    পরিকল্পনা ভালো কিন্তু বাস্তবায়ন হবে বলে মনে হয় না, হলেও কিছু দিনের মধ্যেই নষ্ট হয়ে পরে থাকে সেগুলো আর মেরামত করা হয় না

  • @skziadalseam6597
    @skziadalseam6597 Год назад

    Valo uddog

  • @zakaria24no
    @zakaria24no Год назад

    নদী- খালে ভাসমান সোলার পেনেল করা যাই। থাইলেন্ড- ভিয়েতনাম এ এই ভাবে বিদ্যুৎ উৎপাদন করছে। সকল রাস্তায় বাতিগুলোর সাথে সোলার প্যানেল লাগিয়ে রাস্তার বাতিগুলো চালানো এবং মেইনগ্রেডে বিদ্যুৎ দেওয়া সম্ভব।

  • @yhtv351
    @yhtv351 Год назад +1

    আমাদের কে এটা নিয়ে ভাবতে হবে

  • @user-fq1ub8gq4j
    @user-fq1ub8gq4j Год назад +1

    Turbine use kora jete pare.....
    Cox's bazar e

  • @mdrusdianmashrafinafiz4474
    @mdrusdianmashrafinafiz4474 Год назад +2

    ভাসমান সৌরবিদ্যুত উৎপাদনে আসতে হবে।

  • @rashedmaishan1949
    @rashedmaishan1949 Год назад

    সোলার বিদ্যুৎ নেওয়ার কথা ভাবা হচ্ছে সেটা ভালো তবে সোলার বিদ্যুৎ এর মধ্যে অবশ্যই ট্রান্সপারেন্ট সমৃদ্ধ প্যানেল ব্যবহার করতে হবে যার মাধ্যমে আমরা আলোর নিচে পাবো । যারা এই বিষয় নিয়ে কাজ করছেন তারা অবশ্যই বিষয়টাকে গুগোল বিবেচনায় নিয়ে সর্বোচ্চ দক্ষতার মাধ্যমে আমরা যদি বিদ্যুৎ পাই তাহলে আমাদের সার্থকতা অর্জন হবে।

  • @architectavidas
    @architectavidas Год назад +1

    কৃষি জমি অকৃষি জমির প্রয়োজন নেই,,, রাস্তার উপর লুভারের মত করে সোলার প্যানেল বসালে, সৌন্দর্য বাড়বে রাস্তার আবার বিদ্যুৎ উৎপাদন হবে,,, দেশে রাস্তায় দৈর্ঘ্য কম নেই, অনেক রাস্তা রয়েছে,,,