ইমাম আহমাদ বিন হাম্বাল যে ইবনু মায়িন ও ইবনুল মাদিনি থেকে হাদিস নিতেন না, এই কথাটি কোথায় আছে জানালে উপকৃত হবো। তাকরিবুত তাহযিবে একটু নজর বুলালাম, কিন্তু পাইনি। মেহেরবানী করে রেফারেন্সটি দিবেন।
তাকরিবুত তাহযিব একটি অতি সংক্ষিপ্ত কিতাব। সেখানে বর্ণনাকারীদের নাম ও সংক্ষেপে ২/৩ শব্দে মান বলা আছে। এই কিতাবে কে কার থেকে হাদিস নিতেন কিংবা কার থেকে নিতেন না-এই প্রসঙ্গে আলোচনা করা হয়নি। যেহেতু তাকরিবুত তাহযিব এই প্রসঙ্গ আলোচনার কিতাব না, তাই পাননি। রিজালের বিস্তৃত কিতাবগুলো অনুসন্ধান করলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তিনটি কিতাবের নাম দিচ্ছি এখানে- ১. তাহযিবুল কামাল, হাফেজ জামালুদ্দিন মিযযি (৭৪২ হি.) ২. সিয়ারু আ'লামিন নুবালা, হাফেজ যাহাবি (৭৪৮ হি.) ৩. মিহনাতুল ইমাম আহমদ, হাফেজ ইবনুল জাওযি (৫৯৭ হি.) উপরোক্ত তিন কিতাবে ইবনে মাইন ও ইবনুল মাদিনি রহ.-এর প্রসঙ্গের আলোচনায় পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
এমন ইতিহাসের শিক্ষা আমাদের আরো জানা দরকার।তাই এমন আলোচনা আরো চাই।
মহান আল্লহ আপনার ইলমে বারাকাহ দান করুন, আমীন
Ma sha Allah. Jazakumullah Khair.
জাযাকুমুল্লহু খয়রন 💚
মহান আল্লহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন, আমীন
Good waz welcome dear
মাশাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ আপনার ইলমে বারাকাহ দান করুন। অনেক উপকৃত হলাম এই আলোচনা থেকে।
আলহামদুলিল্লাহ শুকরিয়া
মা শা আল্লহ ♥️
খুব সুন্দর আলোচনা,মাশা আল্লাহ
মাশাআল্লাহ দারুণ একটা আলোচনা।
অসাধারণ আলোচনা।
মাশাআল্লাহ,
❤
From france listening ❤️
আকিকা কেন্দ্রিক বিভাজন শুনে অনেক উপকার হয়ছে
🥀❤️
From Dhaka
Ai halaka ki baitul mukarrom a akhono Chalu asa?
💙💙❤️❤️
খালকে কুরআন অর্থ কি?
রাত আটটা থেকে নয়টার মধ্যে আপলোড করলে বেশী মানুষের কাছে পৌঁছাতো।
ইমাম আবু হানিফা (রা.) এর আকিদা সংক্রান্ত কিতাব এবং আহলুল সুন্নাত আল জামাতের আকিদা নিয়ে বিষধ আলোচনা করলে উপকৃত হবে সবাই।
ইমাম আহমাদ বিন হাম্বাল যে ইবনু মায়িন ও ইবনুল মাদিনি থেকে হাদিস নিতেন না, এই কথাটি কোথায় আছে জানালে উপকৃত হবো। তাকরিবুত তাহযিবে একটু নজর বুলালাম, কিন্তু পাইনি। মেহেরবানী করে রেফারেন্সটি দিবেন।
তাকরিবুত তাহযিব একটি অতি সংক্ষিপ্ত কিতাব। সেখানে বর্ণনাকারীদের নাম ও সংক্ষেপে ২/৩ শব্দে মান বলা আছে। এই কিতাবে কে কার থেকে হাদিস নিতেন কিংবা কার থেকে নিতেন না-এই প্রসঙ্গে আলোচনা করা হয়নি। যেহেতু তাকরিবুত তাহযিব এই প্রসঙ্গ আলোচনার কিতাব না, তাই পাননি। রিজালের বিস্তৃত কিতাবগুলো অনুসন্ধান করলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তিনটি কিতাবের নাম দিচ্ছি এখানে-
১. তাহযিবুল কামাল, হাফেজ জামালুদ্দিন মিযযি (৭৪২ হি.)
২. সিয়ারু আ'লামিন নুবালা, হাফেজ যাহাবি (৭৪৮ হি.)
৩. মিহনাতুল ইমাম আহমদ, হাফেজ ইবনুল জাওযি (৫৯৭ হি.)
উপরোক্ত তিন কিতাবে ইবনে মাইন ও ইবনুল মাদিনি রহ.-এর প্রসঙ্গের আলোচনায় পেয়ে যাবেন ইনশাআল্লাহ।