রসুনের দ্রবণ
HTML-код
- Опубликовано: 16 ноя 2024
- উপকরণ:
রসুন ৫০ গ্রাম (পেস্ট করা), লাইফবয় সাবান ১০ গ্রাম, দুটো প্লাস্টিকের কৌটো, জল ১০ লিটার।
প্রস্তুত প্রণালী:
প্রথমে লাইফ বয় সাবানটিকে কুচি কুচি করে কেটে নিতে হবে, তারপর একটি কৌটোর মধ্যে এক লিটার জল নিয়ে কুচি কুচি করা সাবান ভিজিয়ে দিতে হবে, আগের থেকে পেস্ট করে রাখা রসুন অন্য একটি কৌটাতে রেখে তার মধ্যে এক লিটার জল ঢেলে দিতে হবে। এইভাবে দু'ঘণ্টা রেখে দিতে হবে। দু'ঘণ্টা পরে লাইফবয় সাবান নরম হয়ে গেলে ভালো করে গুলে নিতে হবে জলের সাথে। তারপর রসুন ভিজিয়ে রাখা কৌটার মধ্যে ঢেলে দিতে হবে। সাবানের দ্রবণ এবং রসুনের দ্রবণ ভালো করে মিশিয়ে নিতে হবে, এরপর ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলে এটি ব্যবহারের উপযোগী হবে।
ব্যবহার বিধি:
এই দ্রবণে 8 লিটার জল মিশিয়ে বিকেলের দিকে গাছে স্প্রে করতে হবে। এই দ্রবণের কার্যকারিতা আরো বৃদ্ধি করা যায় যদি ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করা হয়, এছাড়া যদি 50 গ্রাম কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে মেশানো হয়, তাহলে এই দ্রবণের কার্যকারিতা আরো বৃদ্ধি পাবে।
উপকারিতা:
এই দ্রবন মাকড় জাতীয় পোকা দমনে খুবই কার্যকরী।