Jakhan Porbe Na Mor Payer Chinha | যখন পড়বে না মোর পায়ের চিহ্ন | Arundhati Holme Chowdhury

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 1,2 тыс.

  • @saregamabengali
    @saregamabengali  Год назад +260

    ভালোবাসায় থাকে বিরহ। সেই বিরহের ছোঁয়া পাওয়া যাবে ঈশান মিত্র-র গাওয়া নতুন গান "ছেড়ে যাওয়া হাত"-এ। সৌরভ দাস ও দর্শনা বনিকের রসায়ন আপনার ভালো লাগবেই।
    ruclips.net/video/w5rYAkKQVHQ/видео.html

  • @biswajitdatta1121
    @biswajitdatta1121 8 месяцев назад +130

    যারা সার্চ করে এই গানটি শুনছেন তাদের পছন্দকে প্রশংসা না করে পারছি না। আর যারা ইউটিউব দেখতে দেখতে খুঁজে পেয়ে শুনছেন তারা অনেক ভাগ্যবান । আমরা একজন বাঙালি হিসেবে গর্বিত। না হলে এত সুন্দর গানের মানে বুঝতে পারতাম না। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বলে বাঙালিরা এত সুন্দর গান শুনতে পারছে ।।।

    • @mousumikhatun4167
      @mousumikhatun4167 6 месяцев назад +3

      Ami search kore sunchi

    • @swatidutta429
      @swatidutta429 4 месяца назад +3

      আমিও সার্চ করে শুনছি ভীষণ ফেভারিট গান আমার

    • @Tusudidi-bu5yy
      @Tusudidi-bu5yy 3 месяца назад +1

      একদম 🫡🫡🫡🫡🫡

    • @mahuyabanerjee6712
      @mahuyabanerjee6712 19 дней назад

      নটি শুনতে

    • @mahuyabanerjee6712
      @mahuyabanerjee6712 19 дней назад

      আমি এই গানটি শুনতে শুনতে বিভর হয়ে যাই।

  • @rjrashed8361
    @rjrashed8361 2 года назад +207

    Bangladesh থেকে বলছি,ভাল বাসার আর এক নাম ওপার বাংলা।কিসের কাটা তারের বেড়া,আমার বাংলা ভাসাকে আলাদা করে কার এত বড় সাধ্য,
    খুব দেখতে ইচ্ছে করে,কাধে কাধ মিলিয়ে ওপার বাংলাকে।কিসের হিন্দু মুসলিম,যতদিন বাছবো এই বাংলাকেই ভালবেসে বিদায় নিব দুই বাংলার মানুষ।ভাল থেকো ওপার বাংলা

    • @parthapratimmukhopadhyay6709
      @parthapratimmukhopadhyay6709 2 года назад +22

      অসাধারন বলেছেন....আমি তো এপার বাংলার মানুষ...তবু বুকটা হুহু করে ওঠে যখন কলকাতার বুক দিয়ে সকাল বেলার শ্যামলী পরিবহনের ঢাকা গামী বাস দেখি। ধর্মের বেড়া টপকে বাংলাদেশের কত মানুষ/ছাত্র/ছাত্রীর সাথে পরিচয় হয়েছিল।অথচ ইচ্ছে হলেই তাদের কাছে যেতে পারিনা।কবিগুরুর গানই দুই বাংলার মানুষের মিলন মেলা।

    • @rajarshinapoleonbonaparted4940
      @rajarshinapoleonbonaparted4940 2 года назад +2

      Nijeke bangali bolar ageh ageh bangla bhasa ta bhalo kore bolte sikhun !

    • @goutamghosh9101
      @goutamghosh9101 2 года назад +5

      Maner kathe bolechen, khubbbbb ichey kare bangala desh jete, amer purbopuruser janmovite foridpur.

    • @suchandanbanerjee1024
      @suchandanbanerjee1024 2 года назад +8

      উফ্ফ্ মনের কথা বলেছেন কবে আমালদের দুই ভাঙা বাংলার টুখড়ো মিলে একটা বাংলা হবে 😭😭কবে?

    • @asmkamrulislamshatil2184
      @asmkamrulislamshatil2184 2 года назад +3

      @@parthapratimmukhopadhyay6709 l000000000000⁰00000000000⁰³

  • @dbsworld6028
    @dbsworld6028 2 года назад +55

    এই গানটি অনেকের কণ্ঠেই শুনেছি। কিন্তু সত্যি বলতে গানটি পূর্ণতা পেল একমাত্র অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠেই। এই গান শুনতে শুনতে শ্রোতার চোখ অশ্রুসিক্ত হবেই।

    • @kabirhossain-el2wk
      @kabirhossain-el2wk 2 года назад +4

      এতটা আবেগ আর কেউ দিতে পারেননি মনের অজান্তে কখন যে চোখদুটো বেয়ে কান্না চলে আসলো, আটকাতে পারলাম না।

    • @manimalahajra3895
      @manimalahajra3895 2 года назад +2

      @@kabirhossain-el2wk to

    • @manimalahajra3895
      @manimalahajra3895 2 года назад +3

      একটি বিশেষ দিনে,আমার মা চলে গেছে,কাজ শেষে,আমার বাড়ির 9বছর এর ছোট্ট মেয়ে টি এই গান টি গেয়েছিল,এতো আবেগ অনুভূতি দিয়ে,আমরা ওই দিনটি র জন্য আমাদের মন এর কষ্ট বেদনা সব গানটির sathe mishe গেছিলো

    • @milanpal8656
      @milanpal8656 2 года назад +2

      সত্যি এই গানটার যথার্থ ভাব,অনুভূতি কেবল এই গায়িকার মাধ্যমেই পাই,সঙ্গে এর মিউজিক। সবটা মিলিয়ে রবীন্দ্রনাথের ভাবনার সবটাই আমরা খুঁজে পাই।

    • @sandipbiswas7327
      @sandipbiswas7327 7 месяцев назад +1

      Listen to Hemanta

  • @DIPTULIGHOSH
    @DIPTULIGHOSH 2 месяца назад +14

    এই গান গুলি সোনার পর আর কোনো গান শুনতে ভালই লাগেনা। এক অসাধারণ অনুভূতি হয়। মনে হয় যেন আমার নিজের গ্রামে স্কুলের কাছে ওই বড়ো বট গাছের নিচে বসে আছি আর মৃদু মন্দ বাতাস বয়ে যাচ্ছে আর আমি গানগুলি শুনছি। আহা কী সুন্দর।

  • @beautifulsong698
    @beautifulsong698 Год назад +72

    যত দিন বাঙালি জাতি থাকবে তত দিন রবীন্দ্র সংগীত গান থাকবে।

  • @goutammukherjee9021
    @goutammukherjee9021 4 года назад +108

    এই গানটি অসাধারণ। মনে হয় যেন ‌যারা বেঁচে থাকতে তাদের মর্ম কেউ কোনো দিন বোঝেনি তারা যেন এই কথাগুলো গানের মাধ্যমে আমাদের বুঝিয়ে দিচ্ছে 😔😔

    • @VIOLINAPEACE
      @VIOLINAPEACE 4 года назад

      Same song violin cover ruclips.net/video/0kWQ66BNqnE/видео.html

    • @emtieazahmed
      @emtieazahmed Год назад +2

      100

    • @suprabhatdas128
      @suprabhatdas128 Год назад

      অপরাধ বোধ কুরে কুরে খায়।ভাবি আর একটু যদি সদয় হতে পারতাম

  • @mitulroy876
    @mitulroy876 Год назад +44

    যত বার এই গান টা শুনি তত বার চোখে জল আসে, আর এখন তো শুধু মা কেই মনে পড়ে 😢

  • @RitaChoudhury-u4y
    @RitaChoudhury-u4y Год назад +16

    কিছু গানের তুলনা হয় না....মনে হয় আমার না বলা কথাই যেনো কবি বলে গেছেন.. আমার অতি প্রিয় গান..অনেকবার শুনেছি..মন ভালো না থাকলেই গানের কথা যেনো আমাকে হাতছানি দিয়ে ডাকে..চলে যেতে মন যায় কবির দেশে..কবিগুরু তোমার তুলনা নেই..

  • @ashwinisarkar1455
    @ashwinisarkar1455 3 года назад +73

    এমন সুন্দর রচনা বুঝি আর হবেনা। অসাধারণ কল্পনা শক্তি ছিল কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। যুগে যুগে অমর থাকবে তোমার এই অবদান।

  • @prafullaroy5036
    @prafullaroy5036 3 месяца назад +4

    রবীন্দ্র সংগীত মানেই জীবন দর্শন। রবীন্দ্র সংগীত শুনতে হয়, বুঝতে হয়। যাঁরা সাহিত্য রসিক, রবীন্দ্র সঙ্গীত ছাড়া সেই রসের কোনও মানে হয় না।
    🙏🙏🙏🙏🙏🙏
    প্রণাম ঠাকুর 🙏🙏🙏

  • @shawonsawon8000
    @shawonsawon8000 Год назад +941

    2025 সালে এসে যারা এইগান গুলি শুনছে, তাদের রুচিবোধ অসাধারন।

  • @sharminakter3475
    @sharminakter3475 2 года назад +8

    বাহ্ বাহ্ , কি চমৎকার সুর বিকৃতি ! এখন একজন সুর বিকৃত বিশেষজ্ঞ এর খুব ই প্রয়োজন।

  • @naimislam-pj2oq
    @naimislam-pj2oq Год назад +4

    গান সুনতে সুনতে কমেন্ট পরি,আহা কমেন্ট গুলো কত মধুর গানের মতই মনে আনন্দে ভরে উঠে, নাটক সর্ব কালের শ্রেষ্ট নির্মাতা হুমায়ুন আহমেদ, আর এই সব গান রবীন্দ্রসঙ্গীত মন মুগ্ধ কর। 😊😮❤😊

  • @bapansarkar8215
    @bapansarkar8215 10 месяцев назад +2

    আমি অরুন্ধতী হোম চৌধুরীর গান প্রথম বার শুনলাম ৷ কি আসাধারন সুর ৷❤

  • @swaruppandit7514
    @swaruppandit7514 Год назад +17

    ২১২৩ সালে ও এই ভাবে মানুষ এই সব গান গুলো শুনবে!! রবীন্দ্রনাথ হয়তো জানতেন। গানের কথা,ভাব এবং সুর অনবদ্য। এইখানেই রবীন্দ্রনাথের মুন্সীয়ানা।

  • @miniyoutu5733
    @miniyoutu5733 9 месяцев назад +4

    আমার স্বরচিত একটা কবিতার সঙ্গে এই রবীন্দ্রসঙ্গীতটি মিশিয়ে দিয়ে যখন আবৃত্তি করি তখন চোখে জল চলে আসে। এত দরদ দিয়ে যদিও আমি গাইতে পারিনা, তবুও আনন্দ পাই।

  • @JayantiDas-xq8mp
    @JayantiDas-xq8mp 5 месяцев назад +10

    যতদিন বাঙালি জাতি থাকবে ততদিন রবীন্দ্রসঙ্গীত থাকবে।

  • @krishnabhattacharya8139
    @krishnabhattacharya8139 2 года назад +35

    হে রবি ঠাকুর তোমার মনের কথা লিখে সকলের মনের কথাই লিখে দিয়েছো ধন্য তুমি তোমাকে প্রণাম

  • @loknathish
    @loknathish Год назад +94

    বুকের ভিতরটা কেমন যেন করে, যমন মনে করি এই সুন্দর পৃথিবী ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে.....

    • @1985vivek
      @1985vivek Год назад +2

      Amar o thik ei feeling .... Ekdin na ekdin...

    • @arijitroy9519
      @arijitroy9519 Год назад

      Haan etai dhrubo sotto. Ektai jibon amader Aar sei jonnoi jibon eto mayabi, eto mulyoban ...

    • @supriyo2417
      @supriyo2417 9 месяцев назад +1

      Thik

  • @drrezaul786
    @drrezaul786 6 месяцев назад +5

    অসাধাৰণ গীত।।। বুকুৰ ভিতৰত এক অবুজ শুন্যতাই হাঁহাকাৰ কৰে যেতিয়া মনত পৰে এই সুন্দৰ পৃথিৱীত আমি দুদিনৰ আলহী!

  • @arabindabanerjee2399
    @arabindabanerjee2399 2 года назад +23

    সর্বৈব সত্য আমাদের আত্মীয় স্বজন যাঁরা পৃথিবী ত্যাগ করে পরপারে চলে গেছেন তাঁহাদের কথা খুব মনে পড়ে ।

  • @sourajitdey7961
    @sourajitdey7961 5 месяцев назад +2

    মাঝে মাঝে ভাবি...যারা বাঙালি নন তারা কতটা অভাগা.... যে এই সব গান গুলোর স্বাদ পান না। ❤️

  • @suprotimkhanra
    @suprotimkhanra 8 месяцев назад +10

    এই গান টা আমার সব সময়ের প্রিয় 😊 কেনো জানি না এটা শুনতে শুনতে চোখের জল জমা শুরু হয়ে যায় 😅

  • @NishchintaMondal
    @NishchintaMondal 2 месяца назад +3

    চিরঅমর হয়ে থাকবে মানুষের হৃদয়ে এই গানগুলো।❤

  • @05107410
    @05107410 3 года назад +29

    কবি গুরুর এই গানটি হৃদয়ে এক অদ্ভুত শুন‍্যতার আবেশ সৃষ্টি করে....

    • @chinmoydas5406
      @chinmoydas5406 3 года назад

      Very heart touching song

    • @KanchanDebnath-z7d
      @KanchanDebnath-z7d 6 месяцев назад

      এই গানটি রিদয়ে এক অদ্ভুদ শুন্যতার আবেগ সৃষ্টি করে,,!!

  • @himusujon1720
    @himusujon1720 2 года назад +67

    কবি গুরুর গানটি
    বাস্তবতার কাছে হার মেনে যায়
    অসাধারন 🥰

  • @amitbanerjee3750
    @amitbanerjee3750 2 года назад +11

    অসাধরণ, কিছু বলার নেই,ওনার এতো সুন্দর কণ্ঠস্বর,কিন্তু উনি তার যোগ্য মর্যাদা পাননি,আর কিছু বছর আগে জন্মালে উনি ওনার যোগ্য মর্যাদা পেতেন

  • @parnachatterjee2538
    @parnachatterjee2538 2 года назад +33

    অসাধারণ গায়িকা, আর রবীন্দ্রনাথেরগান যেন ওনার আর হেমন্ত মুখোপাধ্যায়ের কন্ঠে এক অনন্য অনুভূতির জন্ম দেয়।

  • @mousumichowdhury7383
    @mousumichowdhury7383 3 года назад +47

    অসাধারণ হৃদয় ভারাক্রান্ত গান। মনে হয় যারা বেঁচে নেই তাদের কাছে চলে গেছি কিছুক্ষণের জন্য। অনুভূতিতে আনন্দ দেয়।

    • @srimantadalui3562
      @srimantadalui3562 2 года назад +1

      আমার বাবা আজ 7 দিন হলো আমাদের মধ্যে আর নেই, এখন সব সময় এই গান ta খুবই মনে পড়ছে...

  • @shampasett680
    @shampasett680 Месяц назад +2

    এই গানটি ছোটবেলা থেকে কতবার শুনেছি তার হিসাব নেই। কিন্তু যতবার শুনি ততবার নতুন করে অনুভব করি। মনে হয় এই গানটি যেন আমার শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে।

  • @krishnabhaumick4784
    @krishnabhaumick4784 Год назад +9

    যখন এই সব গান গুলি তখন আমার দেহ মন অন্য জগতে চলে যায়।অশেষ ধন্যবাদ বন্ধু।

  • @jibansen3087
    @jibansen3087 3 года назад +201

    গানটি শুনলেই বুকের ভেতর কেমন একটা মোচর দিয়ে ওঠে। অজান্তেই চোখ দুটো কখন যেন ভিজে যায়।

    • @manabmazumdar287
      @manabmazumdar287 3 года назад +6

      Sotyi amaro tai hoy.

    • @jabamoulik5939
      @jabamoulik5939 3 года назад +1

      @@manabmazumdar287
      ¹

    • @angelinadas1047
      @angelinadas1047 3 года назад +1

      Right

    • @souravghosh6213
      @souravghosh6213 3 года назад

      Sathi tai

    • @basudevmondal5913
      @basudevmondal5913 3 года назад +1

      Yes,
      This Song, which Great Kovi Rabindranath Tegore has composed, harps on the life's melancholy tunes
      And the Poet does not want to leave this beautiful world for ever...and so, He wants to visit this enchanting world by taking re-birth again and again

  • @santoshkumarpathak6846
    @santoshkumarpathak6846 3 года назад +54

    কবিগুরুর এই গানটি মনের মধ্যে এক দারুণ অনুভূতির সৃষ্টি করে--- যা প্রকাশ করা যায় না। চুপ করে বার বার গানটি শুনতে ইচ্ছা করে। মনে পড়ে কবিগুরুর কথা আর যাদের হারিয়েছি তাদের কথা।

  • @nkbkolkata2024
    @nkbkolkata2024 4 месяца назад

    বহু দিন আগে, যখন সিনেমার পর্দায় এই গানটি শুনি, চোখে জল এসেছিল। শিবাজী স্যার আর তরুণ মজুমদারকে অসংখ্য সেলাম। ধন্য অরুন্ধতী দিদি। ওনার গায়কীতে রবীন্দ্রনাথ আরও একবার মর্মে প্রবেশ করল।

  • @subhadwipparui9927
    @subhadwipparui9927 Год назад +14

    পৃথিবীর শ্রেষ্ঠ গানের তালিকায় গানটি উচ্চ স্তরে থাকবে ..😌🎶

  • @kajaldas4438
    @kajaldas4438 7 месяцев назад +2

    এই গানে কমেন্ট করার দুঃসাহস আমার নেই।
    তবুও বলছি -
    এককথায় অসাধারণ।
    গানটি শুনলে কোথায় যেন হারিয়ে যাই।

  • @dr.joydipdas6761
    @dr.joydipdas6761 Год назад +15

    গানটির মধ্যে ধ্বনিত বিদায়বার্তা বেদনার্ত করে ঠিকই, আবার একইসাথে জীবনের চলমান চলচ্চিত্র, জীবনের জয়গানও নেই কি সেখানে- "তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি" ....

  • @ManiklalKundu
    @ManiklalKundu Год назад +2

    কবির সৃষ্টি আর সঙ্গীত শিল্পীর কন্ঠের মাদকতা এক হয়ে গেছে। অপূর্ব। চাকতি চাকতি মিলে গেছে।

  • @suklamukherji25
    @suklamukherji25 3 года назад +9

    অনবদ্য ।বাকরুদ্ধ ।
    একটা বিশাল মন ও অনুভব ক্ষমতা না থাকলে এই গান উপলব্ধ করা যায়না ।কথা ও সুর Excellent. আজ বাইশে শ্রাবণ ।চোখ ভিজে যাচ্ছে

  • @jayasreemukherjee3843
    @jayasreemukherjee3843 2 дня назад

    এতো অসংযমী আর উগ্ৰ মানুষের ভারে এই সময় চলেছে যে সুস্থ সুন্দর রুচিবোধ সম্পন্ন মানুষ যারা আছেন তারা হাতে গোনা।তাদের মধ্য যাঁরা এই গানগুলো পছন্দ করেন তাঁরা নিঃসন্দেহে অসাধারণ রুচিবোধ সম্পন্ন মানুষ। তাঁদের প্রণাম।❤

  • @dilipkumargupta.3374
    @dilipkumargupta.3374 Год назад +98

    🥀 আমি আজ এখানে কমেন্ট করে যাচ্ছি!!! যাতে অনেক বছর পরে যখন কেউ এই কমেন্ট লাইক করবে, আর কাছে নোটিফিকেশন আসবে, তখন আমি আবার এই মাস্টারপিস গান টি শোনার সুযোগ আমি পাবো।🥀24.12.2023.

    • @DipayanSardar-u8e
      @DipayanSardar-u8e 4 месяца назад +2

      জানিনা আপনি কে কোথা থেকে বলছেন আমার এই 20 বছর বয়সে গানটা এখনো আমার প্রিয়

    • @dilipkumargupta.3374
      @dilipkumargupta.3374 4 месяца назад +1

      @@DipayanSardar-u8e আমি দিলীপ কুমার গুপ্ত। গুপ্ত নীড়। রামজীবনপুর এম। পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। এই গান সকলেরই খুব প্রিয়।

    • @চাতকপাখি-দ৮ত
      @চাতকপাখি-দ৮ত 4 месяца назад

      গানটা যখন প্রথম শুনি,তখন সম্ভবত আমি দশম শ্রেণির ছাত্র।সেই থেকে সবচেয়ে প্রিয় গান এটা আমার।

  • @subhankarde2701
    @subhankarde2701 3 года назад +83

    গান টি শুনতে শুনতে মনের অজান্তেই চোখে জল এল ,,,, কান্না ধরে রাখতে পারলাম না ,,,,😥😥

  • @jayashreedas5144
    @jayashreedas5144 11 месяцев назад +22

    আমি আজ কালের মেয়ে but আমার রবীন্দ্র সঙ্গীত favorite ,,,,,, বাঙ্গাল music love আমার মতো যারা আছো like দিয়ে জেও❤❤❤❤❤

  • @Simamazumder-c9l
    @Simamazumder-c9l 5 месяцев назад

    অপূর্ব ❤❤ বর্তমান সময়ের জন্য ও খুব দরকার এই গান টি। কবি
    গুরু কে জানাই প্রণাম 🙏🙏

  • @susantasamaddar6344
    @susantasamaddar6344 2 года назад +21

    আহা কি গান!! বারবার শুনলে ও শোনার তৃষ্ণা থেকেই যায়। অভিনন্দন জানাই শিল্পীকে।

  • @raisaramisa234
    @raisaramisa234 Год назад +3

    কবিগুরু রবীন্দ্রনাথ যেন জীবন থেকে নিয়েছে!!
    এতো কেন ভালো লাগে? কেন চোখে জল আসে?
    শুধু কেন তোমাকে মনে পড়ে এই গানটা শুনলে?

  • @mithunath3007
    @mithunath3007 2 года назад +14

    এই গান শুনে মনে মনে কত চোখের জলে চোখ
    ভিজে গেল। অতিত খুব বেশি মনে পড়ে।

  • @ametafafiah
    @ametafafiah 2 года назад +23

    "হৃদয় মন ছুয়ে যায় "
    হায়!!! এমন মনন এবং মানের মানুষ আর কি পাব এ ভবেতে?

  • @yasinahamed802
    @yasinahamed802 2 года назад +9

    অসাধারণ। মনে হয় শুধু শুনি আর শুনি। এছাড়া কিছু বলার মতো যোগ্যতা তো নেই।।

    • @prabirkumarbhattacharjee8850
      @prabirkumarbhattacharjee8850 2 года назад

      অপূর্ব আপনার অনুভূতির প্রকাশ! মুগ্ধ হলাম আপনার অন্তরের সম্পদ দেখে।

  • @anitadatta1303
    @anitadatta1303 3 года назад +15

    অসাধারণ গানে অনন্য সুর এবং অনুপম দৃশ্য সংযোজন সত্যি এক তুলনাহীন কর্ম প্রয়াস। এতো ভালো দৃশ্যায়ন আমি তো দেখিনি । এর সাথে যুক্ত সবাইকে অশেষ কৃতজ্ঞতা !

    • @jibankrishnasarker3639
      @jibankrishnasarker3639 2 года назад

      ফেলে আসা অতীত , ছেড়ে আসা জীবন দুইক্ষেত্রেই গানটি প্রাসঙ্গিক।

  • @payelgangulli7374
    @payelgangulli7374 2 года назад +25

    ফুল সুন্দর গলা এত সুন্দর সুর জানাই লহ প্রণাম 🙏🙏🙏. সত্যিই আজ বাঙালি হয়ে রবীনাথ ঠাকুর কে প্রণাম জানাচ্ছি, সত্যি বাঙালি গর্বিত যে আমি একজন মানুষকে পেয়েছি আমরা সবাই..🥰🙏🙏🙏🙏🙏🥰

  • @blackblog5511
    @blackblog5511 3 месяца назад +3

    যখন আমি থাকবো না তখন পৃথিবী টা হয়তো আরোও অনেক সুন্দর হয়ে উঠবে,আমার কাছের মানুষেরা আরোও কাছের কাউকে পাবে,

  • @masudarrahman6769
    @masudarrahman6769 4 года назад +32

    এক অন্যরকম অনুভব। বেঁচে থেকেও মৃত্যু পরের দৃশ্যচয়ন।

  • @abdullahsaadshan-qi8zk
    @abdullahsaadshan-qi8zk Год назад +19

    আমি এখন প্রতি নিয়ত এই গান টা তার জন্য রেখে যেতে চাই,,, সে যেমন এখন আমার কোনো মূল্য দিতেছে না,,আমি মরে গেলে যেনো সে এই গানটার কথা গুলো শুনে শুনে আমায় স্মরণ করে 💯💔😢🤲🤲🤲

  • @saswatabanerjee2485
    @saswatabanerjee2485 3 года назад +4

    Asadharan শিল্পী হিসেবে পরিচিত, এতো সুন্দর করে gaan, je bolar kichu khujli pai na

  • @shreejac1978
    @shreejac1978 4 года назад +100

    নীরবে আর্তনাদ করার মতো একটি গান🙂🥀
    অসাধারন animation

  • @susmitamajumdarpaul8752
    @susmitamajumdarpaul8752 2 года назад +20

    এই অসাধারন সৃষ্টি একজন ই করতে পারেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 🙏

  • @gopaghosh8588
    @gopaghosh8588 3 года назад +44

    আমার বাবা মা আজ কেউনেই।এই গানটা শুনলে তাঁদের কথা খুব মনে পড়ে।চোখ ফেটে জল আছে।কার কাছে মনের কথা বলবো?কে আমাকে প্রতিমুহূর্তে সান্ত্বনা দেবে?

  • @netaisaha9506
    @netaisaha9506 Год назад +1

    অসাধারণ সুন্দর একটি উপস্থাপনা ।খুব ভাল লাগল ।

  • @abdullahsaadshan-qi8zk
    @abdullahsaadshan-qi8zk Год назад +3

    আমার এই ব্যথা ভরা হৃদয়ে,বেঁচে থাকার অনুপ্রেরণা দেয়,,কবি গুরুর এই অসাধারণ সুন্দর গান গুলো,, আমি এসব গান শুনে একটু হলেও দুঃখ কষ্ট লাঘব করি😢💔💔💔💔আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক বড় একজন ফ্যান,,,লাভ ইউ রবীন্দ্র সংগীত😢💔

  • @shahimran7506
    @shahimran7506 Год назад

    মুহূর্তে মনের জ্বলন্তপিণ্ডটা নিভিয়ে গিয়ে মেঘাচ্ছন্ন আকাশ ।।।।। অসাধারণ গীতিকার

  • @narendranathkundu4081
    @narendranathkundu4081 4 года назад +10

    এই হচ্ছে গান l ধন্যবাদ Saregama bengali কে গানটি আপলোড করার জন্য l

  • @KanchanDebnath-z7d
    @KanchanDebnath-z7d 6 месяцев назад

    অসাধারণ রিদয় ভারাক্রান্ত গান।
    এক অন্যরকম অনুভব!
    কি সুন্দর সুর বিকৃতি। বার বার শুনলেও শোনার তৃষ্ণা থেকেই যায়,
    এই গানটি রিদয়ে এক অদ্ভুদ শুন্যতার আবেগ সৃষ্টি করে,,!!

  • @rameshmaji1286
    @rameshmaji1286 2 года назад +17

    রবীন্দ্র সংগীত আমাদের ভালোবাসা, ব্যথা, বেদনা, বিরহ, সবকিছুরই সংমিশ্রন, সব গান কিছুদিন পরে বিরক্তিকর হয়ে যায় কিন্তু রবীন্দ্র সংগীত চিরজীবন, চিরকালই থাকবে, আমরা কেউই থাকবোনা কিন্তু রবীন্দ্র সংগীত থাকবে ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @LuckySafa-i9m
    @LuckySafa-i9m 8 месяцев назад +1

    ছোট থাকতে এই গানের ভাষা বুঝতাম না।এখন যতবার শুনি চোখের জল আসে

  • @theadam5783
    @theadam5783 Год назад +5

    এই গানটা অনেক আগে রমজান মাসে সেহরি খেয়ে ঘুমানোর সময় শুনতাম আহ রঙীন শৈশব 😔❤️

  • @SudhansusekharMitra-jg6wq
    @SudhansusekharMitra-jg6wq 7 месяцев назад

    রবীন্দ্রসঙ্গীত অমর । পৃথিবীতে যতদিন সুর থাকবে এই গান মানুষের হৃদয়ে স্পর্শ করে যাবে।

  • @zihadmondal1671
    @zihadmondal1671 3 года назад +28

    কাছের মানুষ যখন কাছে থাকে তখন গুরুত্ব দেইনা অবহেলা করি। চলে যাবার পরে মনে হয় কতোটা গুরুত্বপূর্ণ ছিল সেই মানুটি।

  • @milysarkar3183
    @milysarkar3183 4 месяца назад

    Apurba.... May God bless u beta❤❤❤❤

  • @iqbaltouhid6371
    @iqbaltouhid6371 3 года назад +42

    স্মৃতির পাতায় ভেসে উঠলো পূর্বের দিন গুলোর কথা সত্যি খুবই কষ্ট হচ্ছে,যাক তবুও অবুঝ মন ছুঁয়ে বলছি একদম ভালো লাগছে চমৎকার লাগছে গান টি অনেক অনেক শুভকামনা রইল

  • @ProdipTamim
    @ProdipTamim 2 месяца назад +1

    আমার জীবনের সবচেয়ে খুশি,ভালোবাসা, দুঃখ সবই এইখানে।

  • @jhilikshil3146
    @jhilikshil3146 Год назад +3

    Eto din pore janlam alo movie tar sob gan onar gaoa ami roj suni sotti khub valo

  • @shahimran7506
    @shahimran7506 Год назад

    মুহূর্তে মনের জ্বলন্তপিন্ডটা নিভিয়ে গিয়ে মেঘাচ্ছন্ন।।।।। অসাধারণ গীতিকার

  • @studywith_Barnali162
    @studywith_Barnali162 Год назад +3

    গানের প্রত্যেক টা কথা জীবনের সাথে যেনো জড়িয়ে... Bass এর আওয়াজ গুলো যেনো বুকের মাঝে নারা দিয়ে ওঠে , তার উপস্থিতি অনুভব হয়......

  • @NayimagesminHelen
    @NayimagesminHelen 10 дней назад

    কতো সময় না চলে গেলো, তবুও এ সুর নতুনই থেকে যাবে। ❤

  • @sheulyakter7804
    @sheulyakter7804 2 года назад +12

    মানুয মরে যায়, কিন্তু মানুষের মন কখনো মরে না,রিদয়ের এক কোনে ভালো বাসা বেঁচে থাকে,যেমন আমি বেচে থেকেও মরে আছি, কিন্তু আমার ভালো বাসা মরেনি,আমার রিদয়ে এখনো বেঁচে আছে

    • @weme11
      @weme11 Год назад +1

      Befriend with me

  • @udaymahata3824
    @udaymahata3824 9 месяцев назад

    ছোটবেলা থেকেই এসব গান শুনে বড়ো হয়েছি তখন বিরক্তিকর লাগলেই আজ এগুলো মনে শান্তি দেয়। বয়স বাড়ার সাথে সাথে এগুলো র মানে বুঝতে পারছি ❤❤

  • @anirbedsinha476
    @anirbedsinha476 3 года назад +4

    অপূর্ব। অসাধারণ দরদ দিয়ে গাওয়া হয়েছে।

  • @amitbanerjee3750
    @amitbanerjee3750 2 года назад +1

    অপূর্ব!!! কি সুন্দর গেয়েছেন অরুন্ধতি হোম চৌধুরী

    • @dulalmolla942
      @dulalmolla942 2 года назад

      এই গানগুলো সত্যি অমর চির অমর

  • @saregamabengali
    @saregamabengali  2 года назад +56

    Listen to the latest single "Moner Password" by Anupam Roy.
    ruclips.net/video/VJftyTaCIio/видео.html
    #monerpassword #anupamroy

  • @virtualschool4059
    @virtualschool4059 3 месяца назад

    বাঙালির জ্ঞানের বহর দেখে আমি অবাক। রবীগুরুর এ গানটি মানব প্রেমের নয়। ঈশ্বর প্রেম, তাঁকে না পাওয়া ও তাঁর বিরহের চমৎকার কথা চিত্র এটি। সুর, ছন্দ, তাল,লয় ও বাণী এক কথায় অনবদ্য। কিন্তু সবার কমেন্ট পড়ে হতাশ। সবাই মানব প্রেম বা জৈবিক চাহিদাকে প্রাধান্য দেয়ায় গানটির মৌলিকত্ব হারিয়েছে।

  • @subarnasaha9497
    @subarnasaha9497 Год назад

    ঘনঘোর আষাঢ় আর রবীন্দ্রসংগীত।অসাধারণ!

  • @SuparnaBiswas-j5e
    @SuparnaBiswas-j5e Год назад +6

    হে ঈশ্বর আমাকে আর এই পৃথিবীতে পাঠিয়ো না😢😢

  • @ritabhattacharjee96
    @ritabhattacharjee96 9 месяцев назад +1

    KHUBB priyo ei gaan ta. ❤️khubb ee valo lagchhe sunte. Tumi geyechho khubb valo❤️❤️❤️

  • @subrataroy3259
    @subrataroy3259 3 года назад +6

    Excellent ❤️ So Lovely ❤ the Tagore's song ❤️.... Jakhan porbe Na mor payer Chinha Ai baate ❤️.... Very Classy your sweet voice Ma'am Arundhati Home Chowdhury... 😘👌😇🔥🎶🎸🍁🌱🌸🙏❤️🌼🌹

  • @JRAhanubgaming-xh8nd
    @JRAhanubgaming-xh8nd 4 месяца назад

    মনের মধ্যে কতটুকু যন্ত্রণা থাকলে এমন একটা গান শুনতে আসে। গানটি র অর্থ যেই বুঝে সেই জানে।

  • @kalachanddas3655
    @kalachanddas3655 Год назад +3

    অমর গান এ গান যুগ যুগ ধরে চলবে,, অন্তর ছুঁয়ে যায়,,,,

  • @thepiyaliadhikary
    @thepiyaliadhikary 8 дней назад

    খুবই হৃদয়স্পর্শী।❣️✨

  • @debranidingal3384
    @debranidingal3384 3 года назад +5

    গানটি এতো বার শোনার পরে ও কখনো পুরোনো মনে হয় না আমার কাছে।। 🙂
    এই গানটি বিভিন্ন শিল্পীর কন্ঠে শোনা যেন আমার কাছে একটা নেশার মতো হয়ে গেছে।। 🙂
    কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর চিরকাল অমর হয়ে আছেন সকলের মাঝে।।

  • @dwijenhalder1027
    @dwijenhalder1027 Год назад +1

    অনান্য সুন্দর গান । কতবার শুনেছি তা বলতে বলতে পারবনা। কেন যে এই গানটি এতো মন টানে তা জানিনা ।

  • @rekhachatterjee6124
    @rekhachatterjee6124 3 года назад +8

    গানটা শুনলে চোখে জল ভরে আসে।

  • @nabanitabanerjee3380
    @nabanitabanerjee3380 10 месяцев назад

    রবীন্দ্র সঙ্গীত মানেই অসাধারণ , আর এই গানটির তো কোন তুলনাই চলে না ।

  • @subhabiswas7553
    @subhabiswas7553 3 года назад +93

    গানটা শুনলে আমার বাবার বলে যাওয়া কথা গুলো মনে পড়ে। Miss you baba .😢😢😢

  • @somabanerjee115
    @somabanerjee115 2 года назад +1

    এই গানটি অনেক শিল্পীর কণ্ঠেই শুনেছি ।কিন্তু দি তোমার মত কেউ এত সুন্দর করে বোঝাতে পারেনি ।।এই গান তোমার শুধু তোমার ।💟🙏💌

  • @priyankadey12
    @priyankadey12 3 года назад +96

    এই গানটি শুনলে চলে যাওয়া আপনজনের কথা মনে পরে

  • @ManiklalKundu
    @ManiklalKundu Год назад

    যখন এক প্রজন্ম আর পরের প্রজন্মএর মাঝে দূরত্ব তৈরি হয়, নতুন প্রজন্মের সদস্য এর মর্ম বুজবে না। সেই জন্য আমার বাবা মায়ের স্মৃতি এখনো জলজল করে। যতদিন বেঁচে থাকবো ততদিন এই স্মৃতি যেন হারিয়ে না যায়। এই গান আমাকে সম্মোহিত করে।

  • @mdjafar5863
    @mdjafar5863 Год назад +3

    বাস্তব ধর্মীয়স্মৃতী চারণ মূলক গান যা হৃদয় ছুয়েযায়।

  • @SuparnaChakraborty-ee2zx
    @SuparnaChakraborty-ee2zx 5 месяцев назад

    এই গানটি যখন‌ই শুনি বুকের মধ্যে একটা মোচড় দিয়ে ওঠে, সত্যি অসাধারণ একটি গান, সত্যি তো যখন থাকবোনা তখন কে মনে রাখলো কে রাখলো না, তাতে কিবা এসে যায়, বেঁচে থাকতে মনে রাখাটাই গুরুত্বপূর্ণ,,❤❤❤❤❤

  • @ragofficial5409
    @ragofficial5409 2 года назад +8

    চোখের জল বাঁধ মানছে না 🥀😢😢💔💔একটা সময় আমার খারাপ পরিস্থিতিতে কাউকে পাশে পাইনি এখনো আমি নিজেকেই আবার গড়ে তুলী😊😊