অনেকেই এটার মেজারমেণ্ট কাপ/চামুচ এ চাচ্ছেন। কিন্তু ওজনের মাপ কাপে হয় না ! এক কাপ পানি আর এক কাপ ময়দার ওজন এক না ! কাপ বা চামুচ হচ্ছে "আয়তন" আর গ্রাম/কেজি হচ্ছে ওজন। আর বলতে পারেন যে প্রতিটা আলাদাভাবে কাপে মেপে দেখালেই হয় ! কিন্তু সব শুঁখনো জিনিসের দানা এক রকম হয় না। যেমন এই টেস্টিং সল্ট এর দুই ধরনের দানা আমার কাছে আছে। একটা অনেক মিহি আরেকটা বড় দানা। এখন কাপে মাপলে মিহি দানাটা এক কাপের ওজন মোটা দানাটার চাইতে কিছু বেশী হবে। তখন রেসিপির স্বাদে ভিন্নতা এসে যাবে। আশাকরি বুঝতে পেরেছেন।
Assalamualaikum amar ekta question cilo jodi bolten Ami brazil taki eikhane murgir packete halal leka take na ekon egula kibabe bujbo halal r arekta deshi murgi ora misin deye mare oigula ki halal plzz bolben ami 1year hoye gess aseci brazil but ei gula khai na janle valo hobe
Sylhety channel হালাল খাবার ব্যাপারে আল্লাহ কি বলেছেন কুরআন মাজীদে পড়ে নেন :-- সূরা নং - ২ : ১৬৮ , ১৭৩ ৫ : ১ -- ৫ ৬ : ১১৮ ---১২১ ১৬ : ১১৫ --- ১১৯ ২২ : ২৮ এক বৈঠকে সবগুলি আয়াত পড়ার চেষ্টা করবেন , এতে বুঝতে পারবেন হালাল কি এবং হারাম খাওয়া থেকে বাঁচা কত জরুরী । " জবেহ " একটা পদ্ধতির নাম , যা কোন অমুসলিমরা অনুসরন করেনা । প্যাকেটে ' হালাল ' লেখা না থাকলে তা কখনোই হালাল নয় । আল্লাহ আপনাকে দ্বীনের ওপর মজবুত রাখুন , দুয়া করি । ফার্ম খোঁজ করে নিজেরা জবেহ করে আনতে পারেন , অমুসলিম রা পরিস্কার করে দিলে অসুবিধা নাই ।
আসসালামু আলাইকুম ভাই, শুধু রেসিপির জন্য নয়, হালাল হারাম এর পার্থক্যটা সবাইকে বুঝানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাকেও ভালো রাখুক। আমরা অনেকেই হালাল হারামকে হালকাভাবে নেই। তাদের জন্য এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। অন্তত রেসিপি দেখা উপলক্ষে যদি তাদের কানে একটু ভালো কথা যায়..।। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুক। ভালো কাজের তৌফিক দান করুন। আমিন।
ভাই, আমি সম্ভবত আপনার প্রায় সবগুলা ভিডিও দেখছি। রাজা টাজা হইলে, আপনার দুই হাত স্বর্ণ দ্বারা মুড়ায় দিতাম আর কি!! মাশাআল্লাহ! (টেকনিক্যালি ইউ আর অয়ে আহেড! আমি নিশ্চিত আপনি যেকোন প্রফেশনেই ভাল করবেন কারন আপনি প্রত্যেক টা জিনিসের বেসিক নো হাউ নিয়ে কাজ করার চেষ্টা করেন। আল্লাহ সব সময় আপনার সাথে থাকুক, আপনাকে সর্বোচ্চ পুরষ্কার প্রদান করুক। আমিন। ইনশাআল্লাহ, একদিন দেখা হবে! আমনে সামনে)
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও দোয়া। এই চিকেন পাউডার নিয়ে অনেক ঝামেলায় ছিলাম কোনটা হালাল আর কোনটা হারাম। এত সহজে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা যায় জানা ছিল না।অনেকেই হারাম থেকে বেঁচে যাবে। আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করেন।
আসলামুআলাইকুম, ধন্যবাদ আপনাকে, চিকেন পাউডার এখনো আমি ব্যবহার করেনি, কিনব ভাবছিলাম, আপনার হালাল সাইন টা বলার জন্য ,যাযাকাল্লাহ্ খয়রান । যারা আগে ভাবেননি তারা ভাববে।।
ওটাও বানাবো জলদি। আসলে এটা হারাম ছিল দেখে মাথা নষ্ট হয়ে গেছিলো ! কারন যারা যারা এটা দেখে রান্না করেছে, তাদের সব গুনাহ আমার উপর আসবে। সেজন্য কয়দিন সব বাদ দিয়ে এটা আগে বানালাম ! আল্লাহ্ মাফ করুন ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদ রাখুন।
ভাইয়া আপনাকে অনেক অনেক অনেক শুকরান (ধন্যবাদ)....... আপনি যে এত সুন্দর করে হালাল- হারামের বর্ণনা দিয়েছেন,,,,আল্লাহর নাম ছাড়া যে কোন পুশু- জীব জবাই করা জায়েজ নেই,,,,, আল্লাহ আপনাকে ভালো রাখুন,,,,সুস্থ রাখুন,,,,নিরাপদে রাখুন,,,,আমীন
আল্লাহ তায়ালা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। যারা বাইরে রেস্টুরেন্টের চাইনিজ খাবার খায়, আমার মনে হয় কেউ ই কোনোদিন জানতেও পারতো না যে বাংলাদেশেও হারাম খাবার রান্না হয়! সতর্কতা মূলক ভিডিওটার জন্য জাযাক আল্লাহু খাইর।
অসাধারণ সুন্দর রেসিপি শেয়ার করেছেন ভাইয়া বিশেষ করে হালাল এবং হারামের পার্থক্য তুলে ধরেছেন। আপনার রেসিপিগুলোতেই আমরা পাই দোয়া করি আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন আমীন।
jazakAllaahukhairan , হালাল / হারাম নিয়ে সতর্ক করার জন্যে ।আঙ্কেল যে ভিডিওতে এই মসলা ব্যবহার করেছেন সে ভিডিওতে সতর্কবার্তা দিলে মনে হয় ভালো হবে।ধন্যবাদ আল্লাহ আপনাকে ভালো রাখুক।
Mash Allah Superb. May Allah bless you and your family with honour, success, prosperity and a healthy long life. Your labour for halal food is really praiseworthy. We like your cooking method as well as your tremendous sense of humour. Jazak Allah Khairan Kamrulvai.
সালাম নেবেন। লিখতে যেয়ে আমি কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছি, তবুও লিখলাম। চিকেন-পাউডার তৈরীতে সাবুদানার গুরা কত গ্রাম ব্যবহার করতে হবে তা কিন্তু বলেননি, দয়া করে জানাবেন। আমি সব কিছু প্রস্তুত করে বসে আছি। আপনার তৈরী খাদ্য-বিষয়ক প্রণালি গুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আশা করি জানাতে দেরী করবেন না। ধন্যবাদ।
মাত্র বানানো শেষ করলাম!!😢😢😢 দেখে যত সহজ মনে হচ্ছিল, তত সহজ না বানানো।!! শেষের দিকে এসে কেমন জানি আঠালো টাইপ হয়ে যায়। প্রথমে ঝরঝরে হয়। শেষের দিকে আঠালো হয়ে যায়। ব্লেন্ড করতে অনেক কষ্ট হয়। চিকেন স্টক টার জন্য এই আঠালো টাইপ হয়ে যায়। টেস্ট দারুন। 😊😊😊😊
সয়া সস ঘরে বানানো যায় না ! যত রেসিপি দেখেন, সব ভুয়া ! যেমন কয়দিন সব বাংলা চেনেক গুঁড়া দুধ বানানোর রেসিপি দেওয়া শুরু করেছিল, ঠিক তেমন ! দুধ জ্বাল দিয়ে সুখালে মাওয়া হবে গুঁড়া দুধ না। তেমনি সয়া সস বানাতে এক বছর সময় লাগে, কয়েক মিনিট, ঘণ্টা বা দিনে হয় না ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদ রাখুন।
অনেকেই এটার মেজারমেণ্ট কাপ/চামুচ এ চাচ্ছেন। কিন্তু ওজনের মাপ কাপে হয় না ! এক কাপ পানি আর এক কাপ ময়দার ওজন এক না ! কাপ বা চামুচ হচ্ছে "আয়তন" আর গ্রাম/কেজি হচ্ছে ওজন। আর বলতে পারেন যে প্রতিটা আলাদাভাবে কাপে মেপে দেখালেই হয় ! কিন্তু সব শুঁখনো জিনিসের দানা এক রকম হয় না। যেমন এই টেস্টিং সল্ট এর দুই ধরনের দানা আমার কাছে আছে। একটা অনেক মিহি আরেকটা বড় দানা। এখন কাপে মাপলে মিহি দানাটা এক কাপের ওজন মোটা দানাটার চাইতে কিছু বেশী হবে। তখন রেসিপির স্বাদে ভিন্নতা এসে যাবে। আশাকরি বুঝতে পেরেছেন।
Assalamualaikum amar ekta question cilo jodi bolten
Ami brazil taki eikhane murgir packete halal leka take na ekon egula kibabe bujbo halal r arekta deshi murgi ora misin deye mare oigula ki halal plzz bolben ami 1year hoye gess aseci brazil but ei gula khai na janle valo hobe
Maggi ai ta koi pabo r atar nm ki?
@@aishekundu7118 এটার ম্যান "চিকেন সিজনিং পাউডার"। বড় বড় দোকানে পাবেন।
Sylhety channel
হালাল খাবার ব্যাপারে আল্লাহ কি বলেছেন কুরআন মাজীদে পড়ে নেন :--
সূরা নং - ২ : ১৬৮ , ১৭৩
৫ : ১ -- ৫
৬ : ১১৮ ---১২১
১৬ : ১১৫ --- ১১৯
২২ : ২৮
এক বৈঠকে সবগুলি আয়াত পড়ার চেষ্টা করবেন , এতে বুঝতে পারবেন হালাল কি এবং হারাম খাওয়া থেকে বাঁচা কত জরুরী । " জবেহ " একটা পদ্ধতির নাম , যা কোন অমুসলিমরা অনুসরন করেনা । প্যাকেটে ' হালাল ' লেখা না থাকলে তা কখনোই হালাল নয় । আল্লাহ আপনাকে দ্বীনের ওপর মজবুত রাখুন , দুয়া করি ।
ফার্ম খোঁজ করে নিজেরা জবেহ করে আনতে পারেন , অমুসলিম রা পরিস্কার করে দিলে অসুবিধা নাই ।
via Measurement korbo kivabe?
আসসালামু আলাইকুম ভাই, শুধু রেসিপির জন্য নয়, হালাল হারাম এর পার্থক্যটা সবাইকে বুঝানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাকেও ভালো রাখুক। আমরা অনেকেই হালাল হারামকে হালকাভাবে নেই। তাদের জন্য এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। অন্তত রেসিপি দেখা উপলক্ষে যদি তাদের কানে একটু ভালো কথা যায়..।। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুক। ভালো কাজের তৌফিক দান করুন। আমিন।
ওয়ালাইকুম আস সালাম। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদ রাখুন।
এটা সত্য হালাল হারামের ব্যাপারে কিছু মুসলিম খুবই অসচেতন বস্তুত তারা দ্বীনের ব্যাপারে উদাসীন 😥
আমিন আমিন সুম্মাআমিন।
আলহামদুলিল্লাহ ভাই আপনার ভিডিও গুলো খুবই হেল্পফুল।
Sorry ভাই। আমারই ভুল হয়ে গেছে। ক্ষমা প্রার্থি। উপাদানে গিয়ে সব পেয়ে গেছি। আপনি আসলেই সাংঘাতিক। ধন্যবাদ।🤪🤪🤪
ভাই, আমি সম্ভবত আপনার প্রায় সবগুলা ভিডিও দেখছি।
রাজা টাজা হইলে, আপনার দুই হাত স্বর্ণ দ্বারা মুড়ায় দিতাম আর কি!! মাশাআল্লাহ!
(টেকনিক্যালি ইউ আর অয়ে আহেড! আমি নিশ্চিত আপনি যেকোন প্রফেশনেই ভাল করবেন কারন আপনি প্রত্যেক টা জিনিসের বেসিক নো হাউ নিয়ে কাজ করার চেষ্টা করেন। আল্লাহ সব সময় আপনার সাথে থাকুক, আপনাকে সর্বোচ্চ পুরষ্কার প্রদান করুক। আমিন।
ইনশাআল্লাহ, একদিন দেখা হবে! আমনে সামনে)
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদ রাখুন।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও দোয়া।
এই চিকেন পাউডার নিয়ে অনেক ঝামেলায় ছিলাম কোনটা হালাল আর কোনটা হারাম।
এত সহজে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা যায় জানা ছিল না।অনেকেই হারাম থেকে বেঁচে যাবে।
আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করেন।
You are a responsible Muslim person , apner upor amar respect aaro bere galo , thank you brother .
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদ রাখুন।
Vai apnake lokkho koti dhonnobad...
আসলামুআলাইকুম, ধন্যবাদ আপনাকে, চিকেন পাউডার এখনো আমি ব্যবহার করেনি, কিনব ভাবছিলাম, আপনার হালাল সাইন টা বলার জন্য ,যাযাকাল্লাহ্ খয়রান । যারা আগে ভাবেননি তারা ভাববে।।
আস্সালামুআলাইকুম ভাই আপনি খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছেন...এতে কত মুসলিম/মুসলিমা উপকার হইছে আল্লাাহু আলাম।যাজাকাল্লাহুখাইরান...
এবার ম্যাগী সস এর রেসিপিটা ও দিয়ে দেন তাহলে সবার জন্য চাইনিজ রেসিপি সহজ হয়ে যাবে। ভালো থাকেন।
ওটাও বানাবো জলদি। আসলে এটা হারাম ছিল দেখে মাথা নষ্ট হয়ে গেছিলো ! কারন যারা যারা এটা দেখে রান্না করেছে, তাদের সব গুনাহ আমার উপর আসবে। সেজন্য কয়দিন সব বাদ দিয়ে এটা আগে বানালাম ! আল্লাহ্ মাফ করুন ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদ রাখুন।
Baia maggi sauce ta ki halal??
@@EnjoyAmarRannaghor why are u so good??? Love u
এত ডিটেইলস আর কোন রেসিপিতে পাইনা। দারুণ।
জাযাকুমুল্লাহু খইরন।
ভাইয়া আপনার রেসিপি গুলো এবং প্রেজেন্টেশন খুব ন্যাচারাল এজন্য দেখতে ভালো লাগে...
Jazakumullahu khairan Bhai
Ami India theke dekhchi. Khub bhalo laglo
অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদ রাখুন।
Alhamdulillah, thank u brother. Your intention was good. JazakAllah.
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদ রাখুন।
ঠিক বলছেন ভাইয়া।অনেক ধন্যবাদ কথা গুলো বলার জন্য। আপনার কথাগুলো শুনে ভালো লাগে। আল্লাহ্ আপনাকে নেক হায়াত, হেদায়েত দান করুক।আমিন
ভাইয়া আপনাকে অনেক অনেক অনেক শুকরান (ধন্যবাদ).......
আপনি যে এত সুন্দর করে হালাল- হারামের বর্ণনা দিয়েছেন,,,,আল্লাহর নাম ছাড়া যে কোন পুশু- জীব জবাই করা জায়েজ নেই,,,,,
আল্লাহ আপনাকে ভালো রাখুন,,,,সুস্থ রাখুন,,,,নিরাপদে রাখুন,,,,আমীন
খুব সুন্দর একটি জিনিস শিখলাম ভাইয়া
vaiya apni akta onek valo manus apni jevabe islam niye eto socheton ar apni isposto badi tai aro besi valolage apnake
আল্লাহ তায়ালা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। যারা বাইরে রেস্টুরেন্টের চাইনিজ খাবার খায়, আমার মনে হয় কেউ ই কোনোদিন জানতেও পারতো না যে বাংলাদেশেও হারাম খাবার রান্না হয়! সতর্কতা মূলক ভিডিওটার জন্য জাযাক আল্লাহু খাইর।
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদ রাখুন।
অসাধারণ সুন্দর রেসিপি শেয়ার করেছেন ভাইয়া বিশেষ করে হালাল এবং হারামের পার্থক্য তুলে ধরেছেন। আপনার রেসিপিগুলোতেই আমরা পাই দোয়া করি আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন আমীন।
ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। এতো সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদ রাখুন।
অসাধারণ একটা জিনিস শিখলাম ভাই অনেক ধন্যবাদ
ভাল থাকবেন সুস্থ্য থাকবেন
জাজাকাল্লাহ খাইরান ভাই অনেক উপকৃত হলাম
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদ রাখুন।
সুন্দর একটা জিনিস দেখলাম। ধন্যবাদ আপনাকে ভাইয়া
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদ রাখুন।
ভাই অনেক উপকারী একটা জিনিস তৈরী করে দেখাইলেন ধ্যনবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদ রাখুন।
আপনি সত্যিই অসাধারণ। আল্লাহ আপনার ভালো করুন।
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদ রাখুন।
Jajakallah khairan uncle.again apnar honesty ar jonno.jajakallah khairan...
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদ রাখুন।
মাশাআল্লাহ অনেক সুন্দর কথাগুলো বলেছেন।
Khubi valo recipe
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদ রাখুন।
Thank you so much.Now with guilt free I can make any dish .May Allah bless you and give you long healthy life.
ভাইয়া অনেক ধন্যবাদ।আমি অনুরধ করে ছিলাম। আল্লাহ্ আপনার মঙ্ঘল করুণ
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদ রাখুন।
আপনি খুব ভালো মানুষ।
Thanks bhaiya halal jinish dekhanor jannaya
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদ রাখুন।
Apnaka asonkho asonkho dhonnobad bhaia.
আপনি খুব সুন্দর একটা দিক তুলে ধরছেন।আপনার মতো করে অনেকেই বিষয়গুলো নিয়ে ভাবে না।অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া ❤
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদ রাখুন।
ধন্যবাদ শুভকামনা আপনাকে
Apnr chanal ta khub valo laga amr khub sok apnr moto chanal khular
thanku. ei maggi cube ammu regular use kore. ওই থেকে আমিও এর রেগুলার ইউসার
কোন কোন খাবারে মিক্স করে?
বাহরে বাহ👍একদম দরকারি একটা পদ পাইলাম👌👌👍
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদ রাখুন।*
জাযাকাল্লাহু খইর
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদ রাখুন।
thnx a lot bhai
Straight forward vivid rocknroll presentation and the recipe as well .I like it .
Good idea... Vat vaji r sathe use kora jai...
Osthir Vallo
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদ রাখুন।
Apni onek sundor kore bolen, khub valo.chiken powder kotha theke nibo?
Thanks vaia recipe jonno
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদ রাখুন।
jazakAllaahukhairan ,
হালাল / হারাম নিয়ে সতর্ক করার জন্যে ।আঙ্কেল যে ভিডিওতে এই মসলা ব্যবহার করেছেন সে ভিডিওতে সতর্কবার্তা দিলে মনে হয় ভালো হবে।ধন্যবাদ আল্লাহ আপনাকে ভালো রাখুক।
সতর্কবার্তা দিয়ে দিয়েছি ! আল্লাহ্ আমাকে মাফ করুন ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদ রাখুন।
@@EnjoyAmarRannaghor ঐ ভিডিও ডিলিট করে দিন
Tnx sundor akta rcv dear jonno
Very nice
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদ রাখুন।
শুভেচ্ছা ও অভিনন্দন রইলো এমন সুন্দর একটা পোস্ট দেওয়ার জন্য।ঠিক এভাবেই লিখে পোস্ট করবেন, ভালো থাকবেন।
মাশাল্লাহ ভালো লেগেছে আপনার কাজের জন্য ধন্যবাদ জানাই sir
আল্লাহ আপনাকে উত্তম হায়াত দান করুন আমিন। অনেক উপকৃত হইলাম ধন্যবাদ ভাইজান।।
Apnake onek donnobad bhaia.
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদ রাখুন।
Thankyou share korar jonno 👍👌
Exactly brother , many many thanks for your information and may Allah bless you , ameen 🙏
Oshadharon vaiya
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদ রাখুন।
ভাইয়া অসাধারণ..
অনেক অনেক ধন্যবাদ।
ভাইয়া চিকেন পাউডার কতোদিন সংরক্ষণ করা যাবে এবং কিভাবে জানালে খুবই উপকৃত হবো।
আপনি মারাত্নক লোক ভাই। দুইদিন রেসিপিতে চিকেন পাউডার দিয়ে আজকে নিজেই বানায়ে দেখাইলেন। আপনাকে পছন্দ না করে উপায় রাখেন নাই 😶
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদ রাখুন।
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। দোয়া করি ভাল থাকবেন।
Assalamualykum
Thankyou very much for being so careful about halal. Your recipes are easy to follow.
আপনি অনেক ভালো একটা কথা মুসলিম ভাই বোনদের জানিয়ে দিলেন । অনেকই জানেনা হাল কি ,
আপনি অনেক ভালো সবার কথা ভাবছেন ধন্যবাদ
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদ রাখুন।
Man!!! You are great!!!!! Mashallah.... Go ahead!!🤍🤍
Nice pregention
Excellent
Sundor hoice
Mash Allah Superb. May Allah bless you and your family with honour, success, prosperity and a healthy long life. Your labour for halal food is really praiseworthy. We like your cooking method as well as your tremendous sense of humour. Jazak Allah Khairan Kamrulvai.
সালাম নেবেন। লিখতে যেয়ে আমি কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছি, তবুও লিখলাম। চিকেন-পাউডার তৈরীতে সাবুদানার গুরা কত গ্রাম ব্যবহার করতে হবে তা কিন্তু বলেননি, দয়া করে জানাবেন। আমি সব কিছু প্রস্তুত করে বসে আছি। আপনার তৈরী খাদ্য-বিষয়ক প্রণালি গুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আশা করি জানাতে দেরী করবেন না। ধন্যবাদ।
Very nice,, ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ😊😊হালাল এবং হারামের পার্থক্য সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম
মাত্র বানানো শেষ করলাম!!😢😢😢 দেখে যত সহজ মনে হচ্ছিল, তত সহজ না বানানো।!! শেষের দিকে এসে কেমন জানি আঠালো টাইপ হয়ে যায়। প্রথমে ঝরঝরে হয়। শেষের দিকে আঠালো হয়ে যায়। ব্লেন্ড করতে অনেক কষ্ট হয়। চিকেন স্টক টার জন্য এই আঠালো টাইপ হয়ে যায়। টেস্ট দারুন। 😊😊😊😊
Map ta kivabe korcn?
Thanks vai ei recipe r jonno
ভাইজান দর্শকদের জন্য আপনি অনেক কষ্ট করেছেন। অনেকের উপকার হবে।
আমিও ইনশাআল্লাহ বানাবো।
জাজাকাল্লাহ খাইরান।
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদ রাখুন।
ভাই জান খুব লাগলো মাশাল্লাহ আল্লাহ তায়ালা আপনাকে ভালো রাখুক সেই দোয়া করি ভাই জান পারলে সয়া সসেজের রেসিপি টা শেয়ার করিয়েন
সয়া সস ঘরে বানানো যায় না ! যত রেসিপি দেখেন, সব ভুয়া ! যেমন কয়দিন সব বাংলা চেনেক গুঁড়া দুধ বানানোর রেসিপি দেওয়া শুরু করেছিল, ঠিক তেমন ! দুধ জ্বাল দিয়ে সুখালে মাওয়া হবে গুঁড়া দুধ না। তেমনি সয়া সস বানাতে এক বছর সময় লাগে, কয়েক মিনিট, ঘণ্টা বা দিনে হয় না ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদ রাখুন।
Jajakellahu khiran
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদ রাখুন।
U r gr8...very good person
Onek dhonnobad
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদ রাখুন।
আল্লাহ তায়ালা আপনাকে বাচিয়ে রাখুন আমিন
অসাধারণ আইডিয়া
Joss ekta recipe bhia...
banabo r tamatama kore khabo
ভাই, আসসালামমুআলাইকুম l আপনার রেসিপি আর আপনার কথা দুইটাই এত ভালো ভালো লাগে!! 💐👍🍜, মা শা আল্লাহ
জাযাকাল্লাহ খাইরান।
Onk sundor hoise baiya... 👍👍👍
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদ রাখুন।
Khub useful recipe
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদ রাখুন।
যাজাকাল্লাহু খইর
Thank you
Great job bhai. I like your idea. Thanks
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদ রাখুন।
অনেক ধন্যবাদ স্যার😊
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদ রাখুন।
জাজাকাল্লাহ খাইরান
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদ রাখুন।
আপনার রেসিপি অনেক ভালো লাগে
ভাই আপনার এই সুমধুর কন্ঠে আনচলিক ভাসা জাস্ট অসাধারণ আললাহ আপনাকে অনেক বেশি ভালো রাখুন আমিন।
ভাই অনেক ধন্যবাদ, আল্লাহ আপনার উপর রহমত করুন।
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদ রাখুন।
Jazakallahu khairan .
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদ রাখুন।
Assalamualikum bhiya. Apnar moto kore fry ranna korsi. Thanks a lot
ওয়ালাইকুম আস সালাম। তাই নাকি ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদ রাখুন।
@@EnjoyAmarRannaghor thanks for commenting
অসাধারণ কথা ভাই
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লা।আলহামদুলিল্লাহ ভাই সবকিছু যাচাই-বাছাই করে ভিডিও বানানোর জন্য ধন্যবাদ।ভাই ভিডিও যদি বানাতেন রসুন কীভাবে গ্রীন কালার করে।জেটা চাইনারা খায়।laba gerlic
jazakallah khair!
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদ রাখুন।
আপনার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা
আসসালামু আলাইকুম ভাই,
ভিডিওটার জন্য আপনাকে অনেক মুবারকবাদ ভাইয়া। চিকেন কিউব বানানোর রেসিপিটার ভিডিও দেখতে চাই, আশাকরি আপনি এটাও পারবেন ইনশাআল্লাহ!