Suno Baranari | শুন বরনারী | Bengali Movie | Full HD | Uttam Kumar, Supriya Devi

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 930

  • @mhariyan7696
    @mhariyan7696 Год назад +12

    মহাগুরু উত্তম কুমার তোমার রেখে যাওয়া স্মৃতি গুলো আজ মানুষকে ভাল হতে শেখায় মানুষের মনকে ফ্রেশ করে তুলে

  • @gotampatro873
    @gotampatro873 Год назад +5

    খুব সুন্দর একটি প্রেমের মুভি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি অসাধারণ উত্তম কুমার এক জন উচ্চ মানের অভিনেতা জয় গুরু

  • @SujoyMondal-ku9jz
    @SujoyMondal-ku9jz Год назад +10

    সুবোধ বাবুর,, অসাধারণ গল্প
    মহানায়কের অনবদ্য, দুর্দান্ত অভিনয়।

  • @panchaliguha7502
    @panchaliguha7502 Год назад +6

    Ami ei movie ta je kotobar dekhechi tar thik nei ...
    Aro onekbar dekhbo.
    Emnitei Uttam Kumar amar priyo nayok....

  • @netaisardar418
    @netaisardar418 2 года назад +5

    অসাধারণ, অপূর্ব মন ছুঁয়ে যাওয়ার মতো একটি সিনেমা।

  • @JugolKishorBarman-br3ch
    @JugolKishorBarman-br3ch Год назад +7

    আজো দেখলাম।অসাধারণ। সত্যি সত্যিই অসাধারণ।

  • @sagardutta2617
    @sagardutta2617 Год назад +11

    খুবই ভালো লাগলো অনেক উচু মানের অভিনয়

  • @kalyanbarui3829
    @kalyanbarui3829 2 года назад +37

    উত্তম কুমারের প্রতিদ্বন্দ্বী উত্তম কুমার নিজেই। একজন অভিনেতা এত শক্তিশালী হতে পারে উত্তম কুমারের সিনেমা না দেখলে কল্পনা করা যায় না। অসাধারণ একটা সিনেমা দেখে শেষ করলাম

  • @sumitachatterjee8699
    @sumitachatterjee8699 2 года назад +34

    অসাধারণ। যদি এই দশক এ আর একবার পেতাম এই মহান শিল্পী উত্তম কুমার কে।

  • @Subrata.1820
    @Subrata.1820 Год назад +12

    সত্যি উত্তম কুমার একজন ই হয়,এমনি এমনি মহানায়ক নন তিনি।যেমন দেখতে,তেমন অভিনয় অসাধারণ এই রকম একজন আমাদের বাঙালির গর্ব।দ্বিতীয় আর কেও ছিল না আর হবেও না।

  • @Juisur1234
    @Juisur1234 2 года назад +39

    আমার জীবনের শ্রেষ্ঠ অভিনেতা উত্তম কুমার! হাজার তপস্যা করে এমন মহানায়কের আবির্ভাব ঘটে

  • @rupasreeghosh9286
    @rupasreeghosh9286 2 года назад +32

    এই সিনেমা টার কি অদ্ভূত আকর্ষণ আছে তা জানিনা, কিন্তু 100 বারের বেশী দেখে ফেলার পরেও সময় পেলেই এর বিভিন্ন সিন গুলো দেখতে ভালো লাগে।youtube কে ধন্যবাদ বারবার দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

  • @selinaparvin8566
    @selinaparvin8566 Год назад +7

    মহানায়ক।সুপ্রিয়াকে ও অনেক সুন্দর এবং ভালোলেগেছে।

  • @bhaskarmallick6544
    @bhaskarmallick6544 2 года назад +16

    আমার মতে উত্তমকুমার একজন ultimate star. প্রকৃত মহানায়ক । He is all-time favourite and finest artist ever seen.

  • @drajitkumardev6368
    @drajitkumardev6368 Год назад +8

    Best romantic cinema of Uttam Kumar and Supria.

  • @MDAkash-bu7dv
    @MDAkash-bu7dv Год назад +2

    আমার জীবনের সর্বশ্রেষ্ঠ এই ছবিটি দেখা

  • @JugolKishorBarman-br3ch
    @JugolKishorBarman-br3ch Год назад +4

    অসংখ্যবার দেখলাম কালজয়ী এই মুভি।

  • @soumyabanerjee5593
    @soumyabanerjee5593 2 года назад +2

    Ki movie...koto baar j dekhlam...joto baar e dekhi abar dekhte ichche kore... prottek ta artist darun...R Uttam Babu r to kono tulona e nei...

  • @mohiuddinahmad1792
    @mohiuddinahmad1792 2 года назад +7

    অনেকবার দেখলাম আবার দেখছি।অনুভুতির সিনেমা।মনকে দোলা দেয়।থেকে যায় স্মৃতিগুলো। মনে লেগে থাকা অনুভুতি। অম্লান হয়ে থাকবে চীরকাল।

  • @amritfoodbd4937
    @amritfoodbd4937 2 года назад +26

    এই ছবিটা আমার হৃদয়টাকে ছুঁয়ে দিয়েছে। এত সুন্দর ছবি হতে পারে আমি জানতাম না। আজকাল ছবির থেকে আগেকার দিনের ছবিগুলো অনেক ভালো। এখনকার ছবি থেকে ভালো কিছু শেখা যায়না।

  • @JugolKishorBarman-br3ch
    @JugolKishorBarman-br3ch Год назад +7

    প্রত্যেক রাতেই দেখি এই মুভিটির শেষাংশ।এতই দেখি তবুও দেখবার আশা মিটে না।

  • @siddharthaguharay2916
    @siddharthaguharay2916 Год назад +9

    Uttam Kumar is the best actor Indian screen has ever produced.

  • @এসোপূজোশিখি
    @এসোপূজোশিখি 2 года назад +4

    অনবদ্য অভিনয় উত্তমকুমার।

  • @shreyaroy4532
    @shreyaroy4532 3 года назад +46

    চোখের জল ধরে রাখতে পারলাম না ।উত্তম কুমার আপনি সত্যিই মহানায়ক ।আপনাকে প্রণাম 🙏🏻🙏🏻🙏🏻

  • @jayantasarkar376
    @jayantasarkar376 2 года назад +8

    উভয়ের অভিনয় শৈলী মনকে কেড়ে নেয়। অত‍্যন্ত মর্মস্পর্শি একটা ছবি দেখলাম। চোখে জল আসার মত।

  • @prolaydas5509
    @prolaydas5509 Год назад +3

    পুরানো সনাতন বাঙালিয়ানা আর অদ্ভুত ভালো লাগা

  • @kabulpalchowdhury8674
    @kabulpalchowdhury8674 2 года назад +29

    ভ্রমর এলো গুনগুনিয়ে গানটি দুর্দান্ত অনবদ্য। যুথিকার জীবনে প্রথম প্রেমের অনুভূতি এলো সেইসঙ্গে গানটিও শুরু হল.. একেবারে অনবদ্য। সিচুয়েশন টির সঙ্গে মানানসই এবং খুব সুন্দর ফুটে উঠেছে ছবিতে।

  • @sahidzaman9560
    @sahidzaman9560 2 года назад +7

    শুধুমাত্র ট্রেন যাত্রায় এমন প্রেম হতে পারে! অসাধারণ। বার বার দেখতে মন চাই।

  • @mdallauddin2174
    @mdallauddin2174 4 года назад +41

    অসাধারণ কাহিনী,,,,, এক কথায় অসাধারণ,,,,,,

  • @Bikashchandra227
    @Bikashchandra227 2 года назад +6

    That's a great classic movie. নির্মান কর্তাদের নমস্কার।তারা সবাই শ্রেষ্ঠ।🙏🙏🙏

  • @Banglarhitlar
    @Banglarhitlar 2 года назад +25

    কত বার দেখেছি কিন্তু সব সময় মনে হয়েছে নতুন। আসলে উওম কুমার যে মহা নায়ক তার অভিনয় না দেখলে কেও বুঝতে পারবে না। অমর হয়ে থাকবে আমাদের হ্নিদয়ে

  • @monojroy1111
    @monojroy1111 2 года назад +7

    অসাধারণ মুভি আমার প্রিয় উত্তম ইউটিউব কে ধন্যবাদ

  • @hrishikeshsaha5765
    @hrishikeshsaha5765 Год назад +7

    উত্তম কুমারের বিকল্প হয় না। তিনি একজন অনন্য শিল্পী।

  • @shafiquechowdhury7372
    @shafiquechowdhury7372 3 года назад +36

    অনেক ভালো লাগলো ছবিটা দেখে ,
    মহানায়ক উত্তম কুমারের কোন বিকল্প নেই ।

  • @mahnajpakhi427
    @mahnajpakhi427 2 года назад +9

    উত্তম কুমারের কুন তুলনা হয় না।এমন অভিনেতা আর জন্ম হবে না বোধ হয়।উত্তম কুমার ইজ বেস্ট 💞💞💞

  • @sudiptasen6181
    @sudiptasen6181 2 месяца назад +1

    কম করে হলেও দশবার দেখলাম ... উত্তম কুমার উত্তম কুমারই! কিন্তু সুপ্রিয় দেবী আবেগ ও আবেদনে এই সিনেমাতে যে চাপ রেখেছেন সেটা অমর হয়ে থাকবে।

  • @soumennaskar3554
    @soumennaskar3554 Год назад +4

    2023 এ এসে ছবিটা দেখছি...
    উত্তমকুমার এর সব ছবি কখনোই দেখা হয়ে উঠবে না, তাও এই ছবি অন্যরকম এক স্বাদ দিল...
    রোমান্টিকতার অনেক ছবি দেখেছি তার মধ্যে এটা থেকে যাবে চৌরঙ্গী, রাজকুমারী, শিল্পী, সপ্তপদীর মাঝে...

  • @nayonbiswasmusic1896
    @nayonbiswasmusic1896 2 года назад +8

    কি প্রেম রে বাব্বাহহহ!!!!!!
    গায়ে কাটা দিলো

  • @আত্মীয়সভা
    @আত্মীয়সভা 3 года назад +44

    সিনেমার কাহিনী, অভিনয় অসাধারণ যা কখনো পুরাতন হবার নয়।।
    ধন্যবাদ উত্তম কুমার, সুপ্রিয়া দেবী, পরিচালক অজয় কর কে

  • @goravai333
    @goravai333 3 года назад +13

    আসলে সত্যি কারের ভালোবাসার কাছে পয়সার কোনো মূল্য নেই, ভালোবাসা এমনই মধুর হওয়া উচিত যেখানে অর্থের লেশমাত্র সুবাস নেই, কোন আভিজাতপূর্ণ দাম্ভিকতা নেই শুধুই ফুলের মতো দুটি মনের ভালোবাসা ,এই জন্যই উত্তম দা'কে এতো ভালোবাসি, ধন্যবাদ

    • @salimsk8631
      @salimsk8631 2 года назад

      amra je somaje thaki sekhane taka tai boro. amra koto boka sara jibon nijara nijedher tokai.

  • @rahulsaha4916
    @rahulsaha4916 Год назад +3

    Osadaron guru UTTOM Kumar

  • @janmanjoyparali7666
    @janmanjoyparali7666 2 года назад +3

    Amar age 23 but old is 🏆🏆🏆 Khob valo lagche Romentic movie🎥🎥

  • @chakbi4839
    @chakbi4839 3 года назад +16

    রোমান্টিক ছবির একজন অতি সফল এবং দক্ষ পরিচালক শ্রী অজয় করের পরিচালিত, মহানায়ক শ্রী উত্তম কুমার এবং অতীব সুন্দরী মনমুগ্ধকর অভিনেত্রী শ্রীমতি সুপ্রিয়া দেবীর অভিনীত শুন বরনারী (1960) ছবিটি মূলত একজন হৃদয়বান যুবক হিমাদ্রি দত্ত এবং অত্যন্ত ভালো মনের একটা মেয়ে যুথিকা ঘোষের মধ্যে গড়ে ওঠা মিষ্টি মধুর প্রেম কাহিনী এবং হৃদয় ছুঁয়ে যাওয়া অভিনয় দিয়ে তৈরি এই ছবি যা বার বার দেখলেও আবার দেখতে মন চায় এবং প্রত্যেকবারই ছবির শেষ দৃশ্যে চোখের জলকে বাঁধ মানানো যায় না বা ধরে রাখা যায় না I
    ভীষণ প্রাণস্পর্শী এই ছবি, কতবার যে দেখেছি তার কোনই হিসাব নাই, তবুও যখনই সময় পাই তখনই আবার দেখি I সেই ছোটবেলায় শুনেছি ছবিটির কথা কিন্তু দেখেছি এইমাত্র কিছুদিন আগে I একটা সাধারণ ছবি মানুষের হৃদয়কে যে কতটা ছুঁয়ে যেতে পারে, কতটা স্পর্শ করে দিয়ে যেতে পারে শুন বরনারী হল তার প্রকৃত উদাহরণ I
    সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি অভিনেতা মহানায়ক উত্তম কুমার আর সমগোত্রের অভিনেত্রী অত্যন্ত সুন্দরী শ্রীমতি সুপ্রিয়া দেবীর অভিনয় (যার আসল নাম কৃষ্ণা ব্যানার্জি, যিনি বাস্তবে একজন অ্যাটর্নির কন্যা) শুধু তাদের দুজনের মধ্যেই করা চলে I আর এই সারিতে আছেন শ্রীমতি সুচিত্রা সেন I ছবিটি সত্যিই অপূর্ব এবং যতবার দেখি ততবারই নতুন বলে মনে হয় I
    মানুষের হৃদয়ে যুগ যুগ ধরে বেঁচে থাকুন উত্তম কুমার, সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী এবং অন্যান্য আরো অনেক বরেণ্য ও নমস্য শিল্পীরা যারা বাংলা ছবিকে উন্নতর করেছেন, সমৃদ্ধ করেছেন ও উচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন I আপনাদের তুলনা হয়না I আপনাদের কে আন্তরিক এবং বিনম্র শ্রদ্ধা I

  • @mashchowdhury306
    @mashchowdhury306 Год назад +6

    মহানায়কের ছবি মানেই অসাধারণ কিছু

  • @MeheDiHasan-fs1gm
    @MeheDiHasan-fs1gm 3 года назад +131

    এতোদিন পর বুজলাম কেনো "উত্তম কুমার" কে "মহানায়ক" বলা হয়। এই নায়ক তার অনবদ্য অভিনয়ের মাধ্যমে বেচে থাকবে অনন্তকাল তার অগণিত ভক্তের মাঝে। গল্প টা সত্যি মন ছুঁয়ে গেলো

  • @dr.sarikulalam49
    @dr.sarikulalam49 2 года назад +12

    যেমন গল্প তেমন অভিনয় বাংলা সিনেমার সোনার যুগ ছিল ।

  • @swarnenduroy2058
    @swarnenduroy2058 2 года назад +9

    রোমান্টিক দৃশ্য গুলো কি দারুন প্রাণবন্ত ❤

  • @durjoyde1521
    @durjoyde1521 4 месяца назад +1

    ছবি বিশ্বাসের আভিজাত্যের ঔদ্ধত্যপূর্ণ ব্যবহার ও উত্তমকুমারের সাবলীল অভিনয় ছায়াছবিটিকে সুন্দর করে তুলেছে। উত্তমকুমারের তুলনা উত্তমবাবু নিজেই। কতো সুন্দর একটি ছায়াছবি দেখলাম। সুপ্রিয়াদেবীর ভালোবাসার নিদর্শন দেখে মুগ্ধ হলাম।
    একটা ট্রেন জার্নির মধ্যে সুপ্রিয়া উত্তমের
    কথোপকথন মনে রাখার মতো।

  • @drnilmitra8360
    @drnilmitra8360 2 года назад +22

    এই রোমান্টিক সিনেমা টা কোনোদিন পুরোনো হবেনা, মহানায়ক আজ আমাদের জীবনে নেই, এটা ভাবা যায়না ।

  • @amlanbiswas4412
    @amlanbiswas4412 3 года назад +163

    ছবিতে রং নেই সাদাকালো কিন্তু ছবি গুলোতে প্রাণ আছে।দেখলে মন ভোরে যায়।এই জন্য ১০০ বছর হলেও মহানায়ক পুরোনো হবে না কখনো ।

    • @dr.subhasishthakur8076
      @dr.subhasishthakur8076 2 года назад +3

      Brilliant story by Subodh Ghosh, beautiful direction by Ajay kar, & splendid acting by Uttam Kumar & Supriya Devi, added a special flavor to one of the classics from the Golden days of Bengali cinema, which continue haunting old timers like us, who grew up relishing these movies.

    • @chitradatta992
      @chitradatta992 2 года назад

      @@dr.subhasishthakur8076
      O

    • @bhabanidas8184
      @bhabanidas8184 Год назад

      I agree with you

  • @sohaghasan7284
    @sohaghasan7284 Год назад +5

    উত্তম কোমার জদি বেছে থাকতেন তাহলে উনার থেকে লাইফ স্টাইলটা শিখে নিতাম

  • @nayanpaul2982
    @nayanpaul2982 Год назад +2

    ❤ অসাধারণ ছবি। কয়েকবার দেখেছি।❤❤

  • @districtsocialservicemagur3284
    @districtsocialservicemagur3284 3 года назад +20

    ভালবাসার অভিমান পাওয়ার জন্য বইটি বার বার দেখি। এদেখার শেষ নেই। চমৎকার ভালবাসর রোমান্টিক ছবি।

  • @Abhijit.Biswas
    @Abhijit.Biswas 3 года назад +126

    100 বার দেখেছি, ফিরে যেতে চাই সেই সাদা কালোর দিন গুলোতে

    • @indraniroy6764
      @indraniroy6764 2 года назад +3

      exactly...bhalo lge na ai koliyug er rongin duniya

    • @ranjansarkar7938
      @ranjansarkar7938 2 года назад +1

      Thik bolechen.

    • @ranusardar9615
      @ranusardar9615 2 года назад +1

      @@ranjansarkar7938 শুনতে পাচ্ছ না সমস্ত বাংলা হিন্দি বই দেখব

    • @paritoshbiswas364
      @paritoshbiswas364 Год назад

      আমি বলি সা সাল বন্ধ থাক, 7দিন খালি uttom কুমারের বাই চলুক

    • @joydeepmitra7051
      @joydeepmitra7051 Год назад +1

      ekdom

  • @mithildas1800
    @mithildas1800 3 года назад +40

    এখান থেকে হিমুর সৃস্টি আজ থেকে ৬০ বছর আগে।
    যা আজ হুমায়ুন স্যার এর নাটকে দেখা যায় ।
    এক কথায় অসাধরন মহানয়ক উত্তম কুমার।

  • @surajityadab6235
    @surajityadab6235 3 года назад +7

    আমার ভীষণ ভীষণ ভীষণ প্রিয় সিনেমা এটি, অসাধারণ...অনেকবার দেখেছি.

  • @labibhossain5648
    @labibhossain5648 2 года назад +9

    এক কথায় .......................কি বলব জানি না? শুধু বলতে পারি এরকম সিনেমা জীবনে আর আসবে না।

  • @bidyutkumarmondal5665
    @bidyutkumarmondal5665 3 года назад +14

    বাংলা চিএ জগৎ আজ বড় নিঃস্ব ।
    তোমার জায়গা পুরন করার কেউই নেই ।
    যেখানে থাক ভালো থাক ।

  • @ranajitmalik52
    @ranajitmalik52 2 года назад +10

    এই সব সিনেমার কোনো বিকল্প হয় না।
    মহানায়ক শুধু মাত্র উত্তম কুমার কেই মানায়।

  • @mohiuddin2178
    @mohiuddin2178 2 года назад +1

    অতুলনীয়, অবিসংবাদিত, সিনেমা💝💝💝

  • @somahesh4943
    @somahesh4943 3 года назад +8

    অসাধারণ একটা সিনেমা সবার অভিনয় দুর্দান্ত মনকাড়া আর অজয় করের লাইটিং সম্পর্কে কিছু বলার দুঃসাহস আমার নেই মুগ্ধ হয়ে শুধু দেখে গেলাম

  • @nayonbiswasmusic1896
    @nayonbiswasmusic1896 2 года назад +1

    অসাধারণ!!!
    চমৎকার!!!!
    ওহ মাই গড!! কি করে এতো সুন্দর মুভি করতে পারলো তারা।

  • @joyantadas5941
    @joyantadas5941 2 года назад +5

    উত্তম কুমার বাবুকে কোটি কোটি প্রণাম তোমার এই সাদা কালো সিনেমা খুব সুন্দর |😄😃😄😃😄

  • @jogobandhumridha6434
    @jogobandhumridha6434 Год назад +5

    উত্তম কুমারের সিনেমা দেখতে দেখতে মনে হয় আমিই উত্তম কুমার, চরিত্রের মধ্যে ঢুকে পড়ি।

  • @akhtarhossain5843
    @akhtarhossain5843 3 года назад +4

    অপূর্ব....অপূর্ব সুপ্রিয়া দেবী ! দুঃখ হয় কেন সেই সময় সেখানে ছিলাম না। হায় .... কত অভাগা আমি !

  • @sanjibsarkar1081
    @sanjibsarkar1081 3 года назад +4

    অসাধারণ । মাঝে মাঝে পুরানো ছবি দেখি ,ভালো লাগে ।

  • @ashiqejihad4340
    @ashiqejihad4340 3 года назад +8

    এত সুন্দর ছবি আমি খুব কম দেখেছি। যারা ভাবে আগেকার সময়ের ছবি নিম্নমানের তাদেরকে আমি বলবো শুনো বরনারী ছবিটি দেখার জন্যে, তাহলেই বুঝতে পারবে যে ব্ল্যাক এন্ড হোয়াইট যুগের ছবি গুলো কত ই না অসাধারণ ছিল।

  • @asitbaranmahato3152
    @asitbaranmahato3152 3 года назад +15

    এইসব সিনেমা অতুলনীয়। বার বার দেখেও পূনরায় দেখতে ইচ্ছা করে।

  • @nomankaif4064
    @nomankaif4064 4 года назад +79

    চ্যানেল কতৃপক্ষকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।মহানায়ক উত্তম কুমারের অসাধারণ ছবিগুলো দেখার সুযোগ করে দেওয়ার জন্য। ছবিগুলো দেখলে যে তৃপ্তি ও আনন্দ পাওয়া যায় তা আজকালকের সিনেমায় পাওয়া ভার।

  • @chiranjitroy5697
    @chiranjitroy5697 2 года назад +5

    সত্যি আমি জীবনও এই রকম সিনেমা দেখে নি। আমার জীবনে সেরা ছবি।❤️

  • @feelings3481
    @feelings3481 3 года назад +10

    হায়রে মানুষ এই সিনেমা তে এমন কি দেখতে পেলে যে এত ডিসলাইক, ভালো ছবির যখন কদর করতে পারবে না তা বলে অসন্মান করবেন না। এই ছবিতে আমি দেখলাম বিবেক, দয়া, সন্মান, পবিত্র একটি ভালোবাসা, ইত্যাদি সবমিলিয়ে সম্পূর্ণ ভালো মানুষ। এই সবগুণ কতিপয় মানুষের থাকে । জীবনে অনেকেই অনেক কিছু হতে চায় কিন্তু ভালো মানুষ কয়জন হতে চায়। জীবনে কিছু হতে পারি না পারি কিন্তু ভালো মানুষ হয়ে এই সীমিত জীবন পরিত্যাগ করতে চাই।

  • @fariduddinmahmood6478
    @fariduddinmahmood6478 2 года назад +8

    I did not count how many times I have watched this movie. The friendliness , affection, liking and attachment of both the actor and actress does not seem to be mimicry, rather real. This movie is so fulfilled with romanticism and captivating the heart. Everything I watch this movie I feel affliction and heartbreakingand heart throbbing also. I recollect my old days which will never return neither this type of movie will be made ever.

  • @debasisdas922
    @debasisdas922 4 года назад +28

    এ এক অসাধারণ মহানায়ক উত্তম কুমারের ছবি।যা বার বার দেখেও মনের আশা মিটতেই চাইবেনা।যেমন গল্প সুবোধ ঘোষ এর তেমনি অভিনয় প্রত্যেক অভিনেতার।আর চিত্রনাট্য যিনি লিখেছেন তিনি ও অনন্য...

    • @tapasisaha4115
      @tapasisaha4115 4 года назад

      Hemanta mikharjee

    • @debasisdas922
      @debasisdas922 4 года назад +4

      @@tapasisaha4115 তুমি যদি সুরকার হিসেবে হেমন্ত মুখোপাধ্যায় নাম বলো তবে সঠিক বলেছো।আর চিত্রনাট্যকার হিসেবে বলো তবে ভুল বলছো।চিত্রনাট্য লিখেছেন কিন্তু হিরেন নাগ...

    • @krishnasen397
      @krishnasen397 4 года назад +1

      @@debasisdas922 Shuno boronari chobir surokar shri Hemanta Mukhopaddhay non, ei chobir surokar Shri Rabin Chattopaddhay . Credit title dekhle sheta boshe jabe.
      Namashkar

    • @krishnasen397
      @krishnasen397 4 года назад +1

      Sorry for typo. ' Sheta bojha jabe'

    • @sandipchatterjeesandipchat6444
      @sandipchatterjeesandipchat6444 2 года назад

      OSHADRAN

  • @b.mandal1344
    @b.mandal1344 4 года назад +21

    সহজ ,সরল এবং সাধারন গল্প অথচ এমন সুন্দর অভিনয়।আরম্বরহীন মনকে সহজেই আকৃষ্ট করে..
    ..

  • @jayantachanda9920
    @jayantachanda9920 2 года назад +5

    Too good , loved it !such a romantic movie even enjoyable ever after 60 yrs after its making , hats off to leading pair , srory writer and director

  • @thexjohnofficial
    @thexjohnofficial 6 месяцев назад +3

    Favourite hero #UttamKumar

  • @devashishbhattacharya9492
    @devashishbhattacharya9492 2 года назад +5

    Nice Movie. Good Direction and story very good. Uttam kumar is really a Genius Legendary Actor. His expression is Superb. Supriya devi also very good if Suchitra Sen acted in this movie then it would be EXCELLENT.

  • @sosepal411
    @sosepal411 Год назад +4

    উত্তম কুমারের তুলনা উত্তম কুমার নিজেই

  • @sukantabiswas1239
    @sukantabiswas1239 2 года назад +2

    💛💛💛💛😥 sotti osadharon

  • @amitsarkar5377
    @amitsarkar5377 Год назад +5

    প্রণাম তোমায় মহানায়ক 🙏🙏💝💝💐🌿🌿

  • @bmmahbub9105
    @bmmahbub9105 3 года назад +8

    কি সুন্দর ছবি! কি অপূর্ব অভিনয়! মন-প্রান এক অবর্ণনীয় ভালোলাগায় আবিষ্ট হয়ে গেল। সুপ্রিয়া দেবির অভিনীত ছবি আগে দেখা হয় নাই।এত সুন্দর, সাবলীল আর ঐকান্তিক উনার অভিনয়, ভাবতেই পারি না। প্রতিটি মুহূর্তে মনে হচ্ছিল একি সূচিত্রা সেন? সত্যি ভীষণ ভাল একটি ছবি ।

  • @manzoormurshed
    @manzoormurshed 3 года назад +3

    anek din pore emon darun ekti chhobi dekhchhi. dhonnobad.

  • @the_dreamchaser.99
    @the_dreamchaser.99 Год назад +2

    এত বার দেখার পরেও কেনো সময় পেলেই এই সিনেমাটা দেখতে বসে যাই কিছুতেই বুঝতে পারিনা।আমার জীবনের সাথে কোনো মিল নেই এই সিনেমাটার। আমার জীবন অনেক নিশ্চিত আর গুছনো।তবু বারবার মনে হয় যদি ওই সাদা কালোর যুগে একবার ফিরে যেতে পারতাম।...…...

  • @anasuyabhattacharjee9766
    @anasuyabhattacharjee9766 Год назад +3

    MAHANAYAKER uchota keo konodinie chhunte pareni ajo keo paarena aagami projonme keo parbeona, MAHANAYAK ❤️ er osadharonotyer jonne amra sabai bar bar ekei movie dekhte anupranito hoe thaki, ebang dekheo jabo upto death, sakolke janai amar sashroddho PRONAM 👃👃👃

  • @eatsleepexercisedeb
    @eatsleepexercisedeb 3 года назад +2

    অসাধারন ছবি বললেও কম বলা হয়। উত্তমকুমার কে নিয়ে কিছু বলার নেই। খুব সুন্দর ছিলেন সুপ্রিয়া দেবী। সুবোধ ঘোষের লেখা দারুন

  • @debjanisarmadhikary7572
    @debjanisarmadhikary7572 4 года назад +31

    আমার প্রিয়তম ছবি গুলোর মধ্যে একটি--
    অপুর্ব!!! অসাধারণ!!

  • @sudiptamukherjee173
    @sudiptamukherjee173 3 года назад +1

    Asadharon. Jatobar dekhi tatoi bhalo lage. Sei kon chotobelay galpo ta porechilam.

  • @shamimaakter8493
    @shamimaakter8493 Год назад +6

    উত্তম কুমার অনেক বড় মাপের অভিনেতা এতে কোন সন্দেহ নাই।তবে সে যুগের অন্যান্য সহ অভিনেতারাও কম যোগ্যতা সম্পন্ন ছিলেননা। তাছাড়া প্রত্যেকটা কাহিনীকারও ছিলেন অসাধারণ। সব মিলিয়েই ছবিগুলো অসাধারণ হয়ে উঠতো।

  • @KRISHNOChandraRoy-yt2wx
    @KRISHNOChandraRoy-yt2wx 10 дней назад

    কি আনন্দ! আহা কি জুটি,২০২৩ কমেন্ট করে গেলাম,মৃত্যু হয়ত আসবে আমার কোনো একদিন,এ স্বাদ নিয়ে মরতে পেরেছি এই শান্তি।
    কোনো এক সুচিত্রা সেন এসে হয়তো কমেন্টি পড়বে আর হাসবে।ভাববে আরও ভক্ত হয়ে পড়বে উত্তম সুচিত্রার, ঠিক আমার মতো।

  • @sahajahanali8774
    @sahajahanali8774 2 года назад +3

    অসাধারন, উত্তম কুমারের ছবি আজ ২০২২ /৮/৩ এসে দেখলাম

  • @bidhansarkar5021
    @bidhansarkar5021 Год назад +1

    Khub sundar valobasha

  • @manaskar1084
    @manaskar1084 3 года назад +11

    অজয় কর মহাশয় আরও যদি কয়েকটা ছবি উত্তম কুমার কে নিয়ে করতেন , খুব ভাল হতো - অসাধারণ

  • @shantanukarmakar2881
    @shantanukarmakar2881 2 года назад +5

    Uttam kumar and sumitra chattopaadhyaay... Two legend of indian cinema.. If one is water another is life. The expression, the look no other actor to match.

  • @besi_bujhi
    @besi_bujhi 3 года назад +6

    কত সুন্দর ছায়াছবি, মরমে আনন্দ জাগায়❤️❤️❤️❤️

  • @sherinaakther3910
    @sherinaakther3910 8 месяцев назад +1

    অসাধারণ গল্প,,,, অসাধারণ অভিনয়

  • @ratnaghosal4985
    @ratnaghosal4985 Год назад +11

    হীরে অনেক আছে, কোহিনুর একটাই।মহানায়ক ও একটাই

  • @rajabsehaik8441
    @rajabsehaik8441 2 года назад +1

    Darun darun darun darun darun 🥰

  • @nipaakter780
    @nipaakter780 4 года назад +60

    এ পর্যন্ত ৮ বার দেখেছি,তবুও দেখার তৃষ্ণা মেটে না।ছবি দেখার যে আনন্দ তাহা কুমারের ছবি দেখেই উপলব্ধি করেছি।

  • @tahminasultana2829
    @tahminasultana2829 5 месяцев назад

    Excellent recognition about innermost beauty of humanity, human being and humanism.Mindblowing, elegant, classic movie.

  • @devdasghosh5215
    @devdasghosh5215 4 года назад +12

    মহানায়কের কি অসাধারণ অভিনয় !