Chaoa Paoa - Bengali - Uttam, Suchitra

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 фев 2023
  • Chaoa Paoa, 1959
    Director: Tarun Majumdar
    Music Director: Nachiketa Ghosh
    Lyrics: Shyamal Gupta, Gauri Prasanna
    Playback: Hemanta Mukherjee, Sandhya Mukherjee
    Cast: Suchitra Sen, Uttam Kumar, Sudhir Basu, Panchanan Bhattacharya, Santi Bhattacharya, Chhabi Biswas, Jiben Bose, Tulsi Chakraborty, Anil Chatterjee,
    English subtitles included.
    There are lots of missing frames, some of which were clumsily covered up, and other times you'll notice the jumps. The source was made from a poor quality VHS tape. There were also longer patches of bad aberrations (video bouncing up and down) which I could only freeze in place, using good frames. So, sometimes you might see some unmoving video lasting for a second or more. I decided that was better than watching the garbage on the source. There are also lots of vertical scratches, sometimes very annoying and lasting for minutes. My software isn't very good at removing those nasty things.
    There are also some subtitles missing.
    The audio is mostly okay. Hundreds of pops and clicks were removed, although many remain.
    If IMDB and The Encyclopedia of Indian Cinema are to be believed, the film is 145 minutes long.This is 124.5 minutes (almost). While there are some obvious cuts made in this version, it doesn't disrupt the flow or interfere with the viewing.
    Chaoa Paoa (transl. Desires and Fulfillment) is a 1959 Indian Bengali-language romantic comedy film with three directors Sachin Mukherjee, Dilip Mukherjee, Tarun Majumdar. It is based on the 1934 Academy Awards winning American film It Happened One Night. The film become huge success.
    Manju (Suchitra Sen), chafing under her father's domination and his intention to marry her off to a man she doesn't like, leaves home to seek her fortune. Rajat (Uttam Kumar) is a newspaperman about to be fired unless he comes up with a big story. They meet on a train and soon Rajat, after reading a newspaper ad offering 10,000 rupees for Manju's return, decides to lead her back to her father, reap the reward, and reclaim his job. But Love has other plans.
    The Hindi-language film, Chori Chori is also a remake of It Happened One Night. It's found in this channel here:
    • Chori Chori - 1956 - N...
    Here are links to the 2 songs in the film:
    1. Ei Je Kache Daka
    • Chaoa Paoa - Ei Je Kac...
    2, Jodi Babo E To Khelaghar
    • Chaoa Paoa - Jodi Babo...
    COPYRIGHT INFORMATION:
    The Indian copyright law:
    copyright.gov.in/Documents/Cop...
    INDIAN COPYRIGHT ACT, 1957 CHAPTER I Preliminary (f)
    "cinematograph film" means any work of visual recording on any medium produced through a process from which a moving image may be produced by any means and includes a sound recording accompanying such visual recording and cinematograph shall be construed as including any work produced by any process analogous to cinematography including video films.”
    "CHAPTER V Term of Copyright 26.Term of copyright in cinematograph films.
    In the case of a cinematograph film, copyright shall subsist until sixty years from the beginning of the calendar year next following the year in which the film is published."
    My words:
    Indian film copyright (including video, dialog, music, lyrics, songs) lasts for sixty years and any film and its songs released more than sixty years ago is in the public domain. No extensions, no renewals, no exceptions. This film is no longer protected by copyright.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 779

  • @sasankasekharadhikary5581
    @sasankasekharadhikary5581 2 месяца назад +41

    আমি যখন ষাটের দশকে একটি অজ পাড়া গ্রামের স্কুলে পড়ছি তখন একদিন দুটো গ্রাম পেরিয়ে পায়ে হেঁটে একটি সিনেমা হলে তিন আনার টিকিট কেটে মাটিতে খড়ের উপর বসে সেই সময়ের রোমান্টিক জুটি উত্তম -সুচিত্রার ছবিটা দেখেছিলাম। আজ এত দশক পেরিয়ে পঁচাত্তর বছর বয়সে দেখে ছোটোবেলার সিনেমা দেখার স্মৃতি মনে পড়ে গেল। আমার প্রিয় সুপার রোমান্টিক জুটির ছবি দারুণ আনন্দ পেলাম।

    • @tarunkumarsarkar6951
      @tarunkumarsarkar6951 2 дня назад

      গ্রামের ছেলেরা যতোই মেধাবী হোক, শহরের সুন্দরী মহিলা তাকে বোকা বানিয়ে ঠাট্টা মজা, করতে খুব আনন্দ উপভোগ করে। যখন বোকা ছেলেটি তার অবস্থান বুঝতে পারে, তখন তার বুকের জ্বালা কেউ না বুঝে, ঠাট্টা মজায়, তার মনের জ্বালা কে আরো উসকে দেয়। মনে হয় যেন কার ও মুখের খাবার ছিনিয়ে নেবার ফল ভোগ করছে।

  • @nanigopaldas304
    @nanigopaldas304 Год назад +38

    ছবিটি ৬০ এর দশকের প্রথম দিকে দেখেছি ছয় আনা টিকেটে তৃতীয় শ্রেণীতে। আজ আভার দেখছি এবং অতীত কে মনের কোনে নারা দিল। মানুষ যত চেষ্টাই করুক না কেন অতীত কে ভুলা যায় না তাই আমি ৬০এর দশকের পরের ছবি খোব ই কম দেখেছি। ধন্যবাদ জানাই ছবিটি আপলোড দেওয়ার জন্য সাথে মহা নায়ক এবং মহা নায়িকা সহ ছবির সকল পরলোক গমন কারির আত্মার শান্তি কামনা করি পরম করুণাময় এর নিকট।

  • @ranjan041973
    @ranjan041973 4 месяца назад +15

    উত্তম সুচিত্রার অন্যতম সেরা সিনেমা। বার বার দেখলেও এর আবেদন একটুও কমে আসে না। বন্ধুর বাড়িতে সন্ধ্যার কন্ঠে "খেলা নয়" এবং হেমন্তর কন্ঠে "যদি ভাবো খেলা নয়" পরপর এই দুটি গানে দৃশ্য, সুর ও আবহসংগীতে যে মায়াবী ঘোরলাগা পরিবেশ রচনা করা হয়েছে এর তুলনা খুঁজে পাওয়া কঠিন।

  • @tapankr.biswas9769
    @tapankr.biswas9769 8 месяцев назад +39

    কি সিনেমা! কতবার দেখলাম চল্লিশ বছরে।প্রতিটি দৃশ্য,সংলাপ মুখস্ত।আরো কতবার যে দেখবো।এক মিনিটও চোখ ফেরানো যায় না।নিখুঁত সিনেমা সমস্ত বিভাগেই শ্রেষ্ঠ।

  • @mdikb6079
    @mdikb6079 11 месяцев назад +29

    একদিন ইউটিউবে উত্তম কুমারের দেয়া নেয়া সিনেমার সর্ট একটা ক্লিপ দেখে মুগ্ধ হয়ে পুরো সিনেমাটাই দেখে ফেলি।
    আমি এ্যাকশন আর নতুন সিনেমা মুভি ছাড়া কিছু দেখিনা আর দেখতামও না। কিন্তু উত্তম কুমারের অনেক গুলো সিনেমা একয়দিনে দেখে ফেলেছি আমি।
    মুগ্ধতায় আটকে গেছি পুরোনো সিনেমার গল্পে চরিত্রে ❤❤

  • @chowdhuryuzzwal2489
    @chowdhuryuzzwal2489 4 месяца назад +8

    এই ছবিগুলো দেখার ও বোঝার যোগ্যতা লাগে। আমার সেটা ছিল না। অসাধারণ!!!

  • @khairulislamdk4860
    @khairulislamdk4860 6 месяцев назад +31

    হৃদয় হরণ করে নিল আরো একবার, মহানায়ক উত্তম কুমার❤ সুচিত্রা ম্যাম ❤,ছবিটি যখন নির্মিত হয়েছে তখন আমার পিতা ও জন্মাননি,আর আমি কিনা সেই উত্তম কুমারের প্রেমে পড়লাম!❤

  • @subratabhattacharyya2559
    @subratabhattacharyya2559 9 месяцев назад +62

    উত্তম সুচিত্রা ছেড়ে এই জীবনে আর বেরোতে পারলাম না। এই জুটির এটাই শ্রেষ্ট ছবি।

    • @nirjharpathak8750
      @nirjharpathak8750 7 месяцев назад +1

      Thanks for restoring the two songs

    • @Renovarbiolife
      @Renovarbiolife 3 месяца назад +2

      Amio berote parlam na Uttam Suchitra baire. And off course original Feluda. Ei cinema guli Ami ghure fire dekhi

    • @bengalbackdrop
      @bengalbackdrop 2 месяца назад +1

      রুচিশীল রা কখনই বের হতে পারবে না।

    • @somadas6913
      @somadas6913 2 месяца назад +1

      We w23e😢

  • @shyamalghosh9762
    @shyamalghosh9762 Год назад +88

    এইসব ছবি একশোবার দেখলেও পুরোনো হয়ে যায় না, এক ই রকম ভালো লাগে। অনেক ধন্যবাদ এই ছবিটি শেয়ার করার জন্য।

    • @chhandamondal3346
      @chhandamondal3346 10 месяцев назад +2

      I shall never forgotten in my life such a personality like uttam kumar and suchitra sen soumen koner suhari saktigarh burdwan

  • @abdulaminbaidya3609
    @abdulaminbaidya3609 Год назад +25

    রূপকথার জুড়ি উত্তম-সুচিত্রার কথা ছেড়েই দিলাম। এই চলচ্চিত্রে তুলসী বাবুর অনোন্যসাধারন অভিনয়ের কথা ভুললে চলবে না ।

  • @kazi-ziauddin-ahmed
    @kazi-ziauddin-ahmed Год назад +11

    এই ছবিটা অনেকবার দেখেছি। তবে আজ এত পরিষ্কার ঝকঝকে প্রিন্ট ও ভাল সাউন্ডে দেখে বেশ ভাল লাগলো । অনেক অনেক ধন্যবাদ ।

  • @ifsNbuts
    @ifsNbuts 8 месяцев назад +7

    অপূর্ব ....1972 এর জন্ম আমার এই বইটার 13 বছর পড়ে আমার জন্ম। প্রথম বার এই বইটি দেখলাম, দারুন লাগলো ....👌👌

    • @shampamondal9404
      @shampamondal9404 8 месяцев назад

      এই সিনেমায় উত্তম সুচিত্রা কেউই কোন পারিশ্রমিক নেন নি। যাত্রিক এই মুভি পরিচালনা করে। তাদের সাহায্য করার জন্য ই এই মুভি বিনা পারিশ্রমিকে ওনারা করেন। যাত্রিক তখন নতুন ছিল।

  • @abdulaminbaidya3609
    @abdulaminbaidya3609 Год назад +32

    তথাকথিত বর্তমান যুগের অভিনেতা-অভিনেত্রীরা অন্ততঃ
    এনাদের দেখে তো শিখতে পারে অভিনয় জিনিসটা কেমন !

  • @MasudRana-pr2ps
    @MasudRana-pr2ps Год назад +36

    মাথাই নষ্ট মামা,এতো বছরের পুরানো সিনেমা, এতো রোমান্টিক আশার চেয়েও হাজার হাজার গুন বেশি।❤️❤️❤️❤️...

  • @user-hi7jb3pv9q
    @user-hi7jb3pv9q 11 месяцев назад +17

    এত বছরের পুরনো বই দেখে মনের মধ্যে এক অনন্য অনুভুতি আসে আর মনে হয় আমি যদি সেই জমানায় থাকতাম আমার জীবন সার্থক হয়ে যেতো

  • @ranjanroy8421
    @ranjanroy8421 10 месяцев назад +26

    সবচেয়ে ভাল লাগে তাদের কথা বলার ধরন, কি সাবলীল
    উপস্থাপনা। এ যেন বিশুদ্ধ ভালবাসার প্রকাশ 🧡🧡🧡

  • @binaranidas1260
    @binaranidas1260 11 месяцев назад +8

    ধন্যবাদ ইউ টিইউব কে, যার কল্যানে এমন সুন্দর একটি মুভি দেখতে পেলাম ।

  • @Raktim.Sarker
    @Raktim.Sarker Год назад +13

    অনেক খুঁজেছি এই সিনেমা, কাহিনী কিছুটা মনে ছিল, নাম ভুলে গিয়েছিলাম....বহুদিন পর আজ ২ এ ২ এ ৪ মিলিয়ে খুজে পেলাম 😇 ❤️

  • @mnmukherjee4004
    @mnmukherjee4004 11 месяцев назад +10

    অতুলনীয় অভিনয় করেছেন সকলে বিশেষ করে তুলসী চক্রবর্তীর অভিনয় ভীষণ দৃষ্টি আকর্ষন করে ।

  • @socialworkermdfk1191
    @socialworkermdfk1191 Год назад +8

    এসব সিনেমা আর এই পৃথিবীতে কোনো দিন আসবে না।

  • @user-tj7fu6qf8k
    @user-tj7fu6qf8k 7 месяцев назад +12

    নির্ভেজাল বিশুদ্ধ ভালোবাসার উপস্থাপন, সর্বকালের সেরা জুটি ❤

  • @armanhossenmondal4897
    @armanhossenmondal4897 11 месяцев назад +12

    আর কোন দিন এই ধরনের সিনেমা তৈরি হবেনা।মে রকক কথা সেরকম ভাষা। অসাধারণ ভাষা।

  • @Ali-tv3gj
    @Ali-tv3gj 11 месяцев назад +11

    আমার জীবনের শ্রেষ্ঠ নায়ক শ্রেষ্ঠ নায়িকা বা অভিনেতা অভিনেত্রী উত্তম-সুচিত্রা আর কেউ নেই কখন আসবেন

  • @masummia4
    @masummia4 Год назад +77

    পৃথিবীর শ্রেষ্ঠ জুটি আর অবিশ্বাস্য রোমান্টিক গল্প আছে এই ছবিগুলোর মধ্যে ❤❤

  • @dilipkumardas8207
    @dilipkumardas8207 10 месяцев назад +8

    ONE OF THE BEST FILM IN THE WHOLE WORLD. THE BEST BEST BEST PAIR UTTAM SUCHITRA IN THE WHOLE WORLD.

  • @mallickbagan1405
    @mallickbagan1405 Год назад +108

    ধন্যবাদ , 58 বছর পর আবারও দেখতে পেয়ে , 1965 সালে তিন বার দেখেছিলাম 19 পয়সার টিকিট কেটে মাটিতে পেপারের উপর বসে ।

  • @chutirdeshe2589
    @chutirdeshe2589 Год назад +45

    উত্তম সুচিত্রা এক রোমাঞ্চ। কবিতা।জীবন শৈলী।বড় হয়ে ওঠা।ছোট পর্দায় তো বটেই বড় পর্দায় আসির দশক এর শেষে শিল্পী সপ্তপদী দেখার সুযোগ হয়েছে।আজও মন্ত্র মুগ্ধ হয়ে দেখি সেই অবাক পৃথিবী।

  • @sukamaltalukdar746
    @sukamaltalukdar746 3 месяца назад +1

    এই ধরনের বাংলা ছবি আর কোন দিন হবে বলে মনে হয়না। কি অসাধারণ উত্তম কুমার ও সুচিত্রা সেন এর অভিনয়, যার কোন তুলনা হয় না। সম্ভবত এই ধরনের রোমান্টিক হওয়া অসম্ভব। কী অসাধারণ অভিনয় যামনের উপর খুবই প্রভাব বিস্তার করে। World genius. We are very lucky person.

  • @hanechrahaman5560
    @hanechrahaman5560 11 месяцев назад +109

    আগে আমি উত্তম কুমারের ছবি দেখতে চাইতাম না। এই ছবিটা দেখার পরে উত্তমবাবুর উপরে আমার আঘাত প্রেম-ভালোবাসার জন্য গেল। শেষে তো কয়েক ফোটা চোখ থেকে জলই বেরিয়ে গেল। অসাধারণ অভিনয়। এখন আমি উত্তমবাবুর সাথে বড় ফ্যান। শাহরুখ সালমান উত্তমবাবুর কাছে পাত্তাই পাবে না।।

    • @AbdulAlim-of3tr
      @AbdulAlim-of3tr 7 месяцев назад +14

      Srk er ovinoy thik ache kintu salmaner ovinoy kono leveler na

    • @SUNILBHOWMIK-ce8yx
      @SUNILBHOWMIK-ce8yx 7 месяцев назад +5

      😊😂😂😂❤🎉🎉🎉

    • @subratamazumder6230
      @subratamazumder6230 6 месяцев назад +5

      Aghat abar ki ?
      Bangali hoye uttam kumar k chinte ato deri

    • @user-nh1wn4dr7c
      @user-nh1wn4dr7c 6 месяцев назад +5

      কি অসাধারণ অভিনয় দেখে চোখ জুড়িয়ে যায়। বলা বাহুল্য।

    • @SandeepBhattacharyya
      @SandeepBhattacharyya 5 месяцев назад +1

      Ar Hindi copy Amir Khan and Puja bhat movie aache

  • @santanupatra4566
    @santanupatra4566 10 месяцев назад +20

    মহানায়ক একটা ছিল একটাই থাকবে ❤

  • @bratatiray2297
    @bratatiray2297 Год назад +17

    কত বার যে দেখলাম!! প্রায় রোজই।! অতুলনীয়। উত্তমকুমার সুচিত্রা সেন! অত্যাশ্চর্য যুগল!!কি পরিষ্কার প্রিন্টও। আন্তরিক ধন্যবাদ।

  • @sunitamondal3086
    @sunitamondal3086 4 месяца назад +7

    আজ্ঞে হ্যাঁ, এই সংলাপটি আজও মানুষের মনকে আকর্ষিত করে অসাধারণ ❤❤❤❤❤❤❤উত্তম কুমার

    • @user-sg2dj8yy2w
      @user-sg2dj8yy2w 2 дня назад

      আমার খুব ভালো লাগছে যদি যেতে না দেয় ওই দৃশ্য মুহূর্তটা কত বার দেখেছি হিসাব ছাড়া

  • @user-gz4vk8qf9h
    @user-gz4vk8qf9h 9 месяцев назад +7

    এই সিনেমা যতবারই দেখি ততবারই নতুন লাগে। কলেজে পড়ার সময় উত্তম কুমার- সুচিত্রা সেন অভিনীত মে সব সিনেমা দেখেছি - সেগুলো আজও দেখতে ইচ্ছে করে।

  • @santanupatra4566
    @santanupatra4566 10 месяцев назад +27

    মহানায়ক একজনই ছিল একজনই থাকবে ❤💙

  • @md.sobuzmiasobuz8003
    @md.sobuzmiasobuz8003 4 месяца назад +8

    ছবি দেখে কি কমেন্ট করবো সত্যি বলতে ভেবে পাচ্ছি না। ২০০৫ সাল থেকে আমি মুভি প্রেমিক, অথচ আমার লাইফের বেস্ট ছবি দেখলাম
    ০২-০৪-২০২৪ সালে।
    এক কথায় অসাধারণ ❤️❤️❤️।
    বাংলাদেশ (🇧🇩🇧🇩🇧🇩🇧🇩)থেকে।
    কমেন্ট টা রেখে গেলাম।

  • @FoysalAhmed-bb9tm
    @FoysalAhmed-bb9tm 11 месяцев назад +11

    এই নিয়ে সত্তর বার দেখলাম কমপক্ষে। আরো হাজার বার দেখবো

    • @user-sg2dj8yy2w
      @user-sg2dj8yy2w 2 дня назад

      আমি ও অসংখ্য বার দেখেছি

  • @KavitaMukherjee-tr6bi
    @KavitaMukherjee-tr6bi 7 месяцев назад +4

    You r all time Great Uttam Kumar.There can't be any replacement of Uttam Kumar,a true Mahanayak
    I want to see Uttam Kumar take a rebirth at my sweet golden Bengal
    Adv.Nirmal Kumar Mukherjee High court,Calcutta

  • @munshigonjgirlsschoolalamd7361
    @munshigonjgirlsschoolalamd7361 Год назад +15

    বাংলার শ্রেষ্ঠ জুটি সবাই মনে রাখবে।

  • @subhasishachakarborty4025
    @subhasishachakarborty4025 Год назад +52

    এটাই হচ্ছে বাংলার সিনেমা যা সব মানুষের মনের ভিতরে সাড়া জাগায় এবং তার সাথে সুন্দর গান।এক কথায় অসাধারণ।

  • @BashuMaji-ji7xh
    @BashuMaji-ji7xh Год назад +7

    মানুষের মন ভালো রাখতে এমন ছায়াছবি দেখানো ভালো

  • @b.rpathak8459
    @b.rpathak8459 Год назад +14

    এসব ছবির মন্তব্য হয় না, অসাধারণ।

  • @tutonchandrasutradhar9597
    @tutonchandrasutradhar9597 9 месяцев назад +5

    ৫ম বারের মত দেখলাম। যতই দেখি, আরো ভালো লাগে।

  • @bananfoujdarfoujdarbaban
    @bananfoujdarfoujdarbaban Год назад +8

    এতো ভালো ভালো সিনেম থাকতেও। বাংলা সিনেমা শেষ।

  • @prashantbhattacharyya
    @prashantbhattacharyya 4 месяца назад +4

    Not acting, iconic performance, ever Green, holistic love.

  • @jiarulhaque5232
    @jiarulhaque5232 Год назад +24

    উফ্! উত্তম সুচিত্রার প্রায় সব সিনেমাই দেখেছি।এই অসাধারন রত্নটি কোথায় লুকিয়ে ছিল!
    মুগ্ধ হয়ে গেলাম।

    • @quamruzzaman8890
      @quamruzzaman8890 Год назад

      hex is 😢

    • @shiprasen1042
      @shiprasen1042 Год назад

      It is bengali adaptation of Roman Holiday stirring Audrey Hapeburn it was also filmed in hindi starring Rajkapur

    • @yeasinarafat8614
      @yeasinarafat8614 9 месяцев назад

      পিনাকী দাদার ভিডিওতে শুনছি আজ প্রথম দেখছি

  • @shahriarshahin1401
    @shahriarshahin1401 10 месяцев назад +9

    এই মানুষগুলো অভিনয় করতেন? নাকি রূপকথার গল্পের কোন চরিত্র বাস্তবে আমাদের সামনে ভুলক্রমে চলে এসেছিলেন? এতো সুন্দর, এতো মনোরম, এতো অসাধারণ অভিনয় কিভাবে করে মানুষ! পুরো সিনেমাটা বলতে গেলে এ দুজন মানুষই টেনে নিয়ে গেলেন, অথচ একটা মুহূর্তের জন্য বিতৃষ্ণা স্পর্শ করেনি আমাকে!
    গুন্ডা নেই, মারামারি নেই,বিশাল স্টোরি নেই,,অথচ.....!
    এজন্যই এরা কিংবদন্তি!
    ১৯৬৫ সালের সিনেমা ২০২৩ সালে দেখছি আর বিমুগ্ধ হচ্ছি! কি ম্যাজিক!

    • @shampamondal9404
      @shampamondal9404 7 месяцев назад

      আমারও তাই মনে হয়। একমত বন্ধু।তবে সিনেমা টি মনে হয় 59 এ রিলিজ করেছিল। উত্তম সুচিত্রা কেউই কোন অর্থ নেন নি। যাত্রিক তখন নতুন তাদের সাহায্য করার জন্য এই মহান প্রচেষ্টা তাঁদের। যাত্রিক তিন জনের দল । তরুণ মজুমদার , দিলীপ মুখার্জি, শচীন মুখার্জি। যাত্রিক পরে ভেঙে যায়। এনারা একা একা পরিচালক হন এবং খুব সুনাম অর্জন করেন। হয়তো জানেন তবু বলবার লোভ সামলাতে পারলাম না। মাপ করবেন। ধন্যবাদ।

    • @shankarghose1357
      @shankarghose1357 7 месяцев назад +4

      I am 70 now. an adent fan of Uttam Suchitra. I completely agreeing with your comment. Heavenly.

  • @murarimohanmanna8619
    @murarimohanmanna8619 10 месяцев назад +6

    যতবার ই দেখি তত বারই নতুন ও সুন্দর লাগে। জানিনা কবে শেষ হবে।

  • @joydebishore610
    @joydebishore610 Год назад +13

    কমেন্টে লিখে গেলাম :আমার দেখা সেরা রোমান্টিক সিনেমা।

  • @roopjalalshah1148
    @roopjalalshah1148 Год назад +15

    'আমারে তুমি অশেষ করেছ
    এ লীলা তব
    ফুরায়ে ফেলে আবার ভরেছ
    জীবন নব নব।'

  • @ssampab
    @ssampab Год назад +6

    মন্ত্র মুগ্ধ হয়ে দেখলাম।

  • @kaushikdas7995
    @kaushikdas7995 Год назад +5

    সম্ভবত বেশী প্রচার, জনপ্রিয়তা পায় নি এই ছবি। কিন্তু আমার চোখে এটা এই তারকা জুটির শ্রেষ্ট ছবি, হয়ত ভারতীয় সিনেমার ও একটি মাইলস্টোন : 2005 এ এর অনুকরণে দৃশ্য বানানো হয়েছিল, গুরু ফিল্ম ( অভিষেক বচচন, ঐসর্য রাই অভিনীত) এ। যে chemistry মহানায়ক আর মহানায়িকা তৈরি করেছেন এই ফিল্ম এ, সেটা স্বর্গীয় মধুরতার আস্বাদ দেয়! ধন্য হয়েছি, এই ফিল্ম দেখে।

    • @subhraghosh8330
      @subhraghosh8330 3 месяца назад

      Ata superhit film, tobe chorcha kom hoyeche.

  • @gautamdasgupta3683
    @gautamdasgupta3683 Год назад +5

    অসাধারণ uttam আর অসাধারণ suchitra

  • @opseksaria1605
    @opseksaria1605 Год назад +5

    I love Uttam Kumar movie very very much

  • @sikhasaha5226
    @sikhasaha5226 10 месяцев назад +8

    Evergreen classic. কোন তুলনা হয় না।

  • @nittanandadas2453
    @nittanandadas2453 Год назад +11

    অসাধারণ অভিনয়, উত্তম,সুচিত্রা জুটি।

  • @shyamalpaul4844
    @shyamalpaul4844 10 месяцев назад +19

    উত্তম আর সুচিত্রা সেনের মত রোমান্টিক জুটি আর কোনদিন জন্মাবে না এই বাংলায় ❤❤❤ আমার দৃঢ় বিশ্বাস আমি ঠিক বলছি 🎉🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @rimanmondal5080
    @rimanmondal5080 6 месяцев назад +26

    নিজের স্ত্রীকে যে ভালবাসিনা এমনটি নয়।তবে উত্তম কুমার এবং সুচিত্রার সেনের এমন ছবি দেখলে নিজের স্ত্রীকে আরও বেশী ভালবাসতে ইচ্ছে করে এবং আরও আরও গভীর প্রেমে স্ত্রীর প্রতি দুর্বল হয়ে পড়ি।তাই অমন মহান নায়ক নায়িকার অভিনয়কে শ্রদ্ধাঞ্জলি জানাই।

  • @selinaparvin8566
    @selinaparvin8566 Год назад +7

    অসাধারণ।আহা মধুর, অনেক রোমান্টিক ছবি। অনেক ভালোলাগছে।

  • @rajibhossen1298
    @rajibhossen1298 Месяц назад +1

    অসাধারণ সুচিত্রা আর উত্তমের অভিনয়।
    মুগ্ধ করেছে পুরোটা সময়।

  • @akhtarhossain5843
    @akhtarhossain5843 Год назад +11

    ওহ... ছবির শেষ দৃশ্য গুলি...। অভিনয় দেখব, না চোখ মুছব, বুঝতেই পারছিলাম না...!!

  • @ALLTHEBESTEMON
    @ALLTHEBESTEMON 7 месяцев назад +3

    Shesh drisso ta… just awesome 😮

  • @RanjitKumar-kw6ju
    @RanjitKumar-kw6ju Год назад +21

    হৃদয় ছুয়ে গেল!!! ❤❤ কি অসাধারণ অভিনয়!

  • @RabindranathDas-eg9kl
    @RabindranathDas-eg9kl 9 месяцев назад +7

    Acting was as Industry to Suchitra and Uttam .But now ?🎉🎉❤❤

  • @arindambandyopadhyay3896
    @arindambandyopadhyay3896 5 месяцев назад +2

    Osadharon...onanyo shrishti aar obhinoy..mahan

  • @RajuAhmed24
    @RajuAhmed24 9 месяцев назад +4

    অতুলনীয় এই সিনেমা। আমার মত ২০২৩ সালে এসে কে কে দেখছেন?

  • @gheteghahoyegelam
    @gheteghahoyegelam Год назад +6

    অসম্ভব সুন্দর এইসব সিনেমাগুলো । এ যুগে এগুলো আর হবেনা ।

  • @MDmukleshRahman
    @MDmukleshRahman Год назад +4

    Ato abegmoy cinema er agg e kokhono dekhini. The best, the excellent.

  • @dilipkumardas8207
    @dilipkumardas8207 8 месяцев назад +3

    ANY ONE MAY SEE THOUSAND TIMES BUT BUT BUT IT IS EVERGREEN ETERNAL BEAUTIFUL HEART TOUCHING FILM.

  • @sudarshonrudra6329
    @sudarshonrudra6329 2 месяца назад +1

    জীবনে কখনো পথভ্রষ্ট হবার দুঃসময়ও আসে, তখন সুভাগ্য আর পূর্ব-কর্মফলের কারণে এমন মহানুভব মানুষ মিলে যায়।
    খুব ভালো লাগলো💘💖💝

  • @rajibroy1034
    @rajibroy1034 Год назад +26

    উওর কুমার আর সুচিত্রা সেন ছিলো বলেই মানুষ প্রেমে পড়তে শিখেছে।

    • @dhananjoydas4014
      @dhananjoydas4014 20 дней назад

      (মহানায়ক উত্তম কুমার ) উওর কুমার নয়....😡

  • @tuhinasardar8378
    @tuhinasardar8378 6 месяцев назад +3

    এটাইতো প্রকৃত আধুনিকতার নিদর্শন,যা যুগ যুগ ধরে চলার পরেও পুরাতন হয় না। আপনি যতবারই দেখবেন ততবারই কিছু না কিছু নতুনত্ব খুঁজে পাবেন ।

  • @asitdey5969
    @asitdey5969 2 месяца назад +2

    এসব সিনেমা এখন কার দর্শক দেখবে না। আমরা সেকেলে তাই রাত জেগে দেখছি।

  • @Panchananfood
    @Panchananfood 16 часов назад

    মহানায়ক মহানায়িকার অসাধারণ অভিনয়ের জন্য অমর শিল্পী হয়ে সবার হৃদয় জুড়ে থাকবেন চীরস্মরণীয় হয়ে চীর দিন ❤❤🙏🏼🙏🏼

  • @mrsuvan1963
    @mrsuvan1963 8 месяцев назад +4

    সাদা কালো জীবন টাই উত্তম ছিল, এখন রঙিন জীবনের রঙ খুঁজতে গিয়ে আসল রং টাই হারিয়ে গেছে।

  • @prasantachakrabarty8531
    @prasantachakrabarty8531 25 дней назад

    গল্পকে বাস্তবায়ন করা ও দর্শকের
    মনে চিরস্থায়ী অনুরনণ করা, সর্বক্ষেত্রেই অসীম দক্ষতার ফসল ।
    লেখক, পরিচালক, শিল্পীরাই এই
    কালজয়ী সামাজিক চলচিত্রের
    ধারক।
    হারিয়ে যাওয়া সময়ের আনন্দদায়ক ছায়াছবি নিজগুনে
    ভাস্বর ।

  • @MoninrKhan
    @MoninrKhan 2 месяца назад

    এতো আগের ছবি অথচ আজ দেখে মনে হচ্ছে এখনো চির সবুজ, এখনো দূর্বার, এখনো চলমান। যার আবেদন শত শত বছর পরেও কমবেনা।আমিতো অবাক উনাদের অভিনয়গুলো যেন অভিনয় নয়। এ যেন সত্যিকারের বাস্তব রুপ।কোন কথা হবেনা just wow,excellent, super mind blowing,energetic skill power and romantick.উনাদের তুলনায় বর্তমানে যারা অভিনয় করছে তারা( - জিরো)।

  • @ssaha2749
    @ssaha2749 11 месяцев назад +15

    অতুলনীয় , কোনো দিন ভোলার নয়।সে দিনগুলি হারিয়ে গেছে।আর কি ফিরবে? অসম্ভব ।

  • @anupamsaha9328
    @anupamsaha9328 Год назад +9

    উত্তমকুমার ও নেই এই রকম সিনেমা ও আর দেখিনি
    😔😔😔

  • @kaustavmondal7354
    @kaustavmondal7354 Год назад +6

    অনবদ্য সিনেমা, ক্লার্ক গেবল্ আর ক্লদ কোলবার অভিনীত ইট হ্যাপেনড্ ওয়ান নাইট অবলম্বনে নির্মিত একটি অসাধারণ ছবি। আহা!

  • @uttammallict1736
    @uttammallict1736 Год назад +9

    💖💖ভালোবাসার অপর নাম 💖💖💖 উওম💖সুচিএা 💖💖

  • @asimmukhopadhyay2751
    @asimmukhopadhyay2751 Год назад +17

    সিনেমার পর্দায় অনেক নায়ক নায়িকার জুটি এসেছে ।কিন্তু এমন কোনো জুটি আজ পর্য্যন্ত দেখা যায় নি যে,এই জুটির হাসি কান্নার সঙ্গে নিজেদের হাসি কান্নাকে এক করে দিতে পেরেছে ।বারবার মনে হয়েছে এই নায়ক নায়িকার মত করে,কেউ কখনো ভালোবাসতে পারে না,এদের মতো করে কেউ ভালোবাসতেই জানে না।অথচ বাস্তব জীবনে এরা কেউ প্রকৃত ভালোবাসা পায় নি।বিধাতার এমনই পরিহাস ।

    • @promathalalbarai
      @promathalalbarai Год назад

      1:19:10 ❤

    • @Ayt753
      @Ayt753 Год назад

      Sohomot❤️❤️❤️❤️❤️❤️

    • @shankarghose1357
      @shankarghose1357 7 месяцев назад

      Right you said. Uttam kumar's wife Gouri Devi doubted his husband Uttam for his intimate acting with Suchitra Sen, Savitri Devi etc. and Suchitra's husband has tortured her for more and more money. Both have made such celestial love scenes in bengali movie; but in their personal life neither of them got love from there life partners. What a fate!

    • @fariyana3236
      @fariyana3236 6 месяцев назад

      সালমান শাহ শাবনুর প্রায় হয়ে গিয়েছিল

  • @tech_bd99
    @tech_bd99 6 месяцев назад +4

    2024 এ এসে এইসব মুভি দেখি, এখনকার মুভির থেকে ১০০০% বেশী ভালো ❤

  • @Mr-Atheist
    @Mr-Atheist 9 месяцев назад +3

    Darun movie ❤

  • @jamalrizvi2047
    @jamalrizvi2047 Год назад +31

    Hats of to tommydan,who worked hard to restore such a mssterpiece romantic film of fiftee's.UttamSuchitra pair is still immortal in 'bangali's' heart for their unique performance /acting.Thanks for uploading.

  • @shoumikbiswas826
    @shoumikbiswas826 Месяц назад +1

    দারুন কাহিনী। দারুন ছবি। দারুন অভিনয়। সেই ছেলেবেলা থেকে দেখছি। এখনো দেখি।

  • @manojitchakrabortyasansol9074
    @manojitchakrabortyasansol9074 Месяц назад

    Excellent I LOVE UTTAM SUCHITRA 💚🧡❤️💙🙏

  • @tcpaper9724
    @tcpaper9724 Год назад +10

    আমাদের কি সুন্দর সিনেমা ছিলো....
    কতটা ডেপথ্স ছিলো...❤️

  • @user-nh1wn4dr7c
    @user-nh1wn4dr7c 6 месяцев назад +37

    কোন মারামারি ছাড়াও কত সুন্দর ছবি তৈরি করতে এগুলোই তার জ্বলজ্যান্ত প্রমাণ।

  • @PlaMoo-r3p
    @PlaMoo-r3p 10 дней назад +1

    Amar babar jonmo 1973,,,,r ,,amar 1998,,ei 26 bosorer jubok hoyeo ami uttam kumar er boro fan❤❤❤,,,,,purono movi gulo koto sundor,,,afsos hoy notun notun projonmer hero heroine der jonno

  • @shrabantikarmokar7698
    @shrabantikarmokar7698 Год назад +9

    এরকম জুটি আর আসবেনা।❤❤❤

  • @pintukanjilal2868
    @pintukanjilal2868 Год назад +39

    এই সিনেমাটা আজ আমি উপহার হিসাবে পেলাম আমার ভালবাসার মানুষটির কাছ থেকে। 🌹❤️🌹

    • @sujoyaich4883
      @sujoyaich4883 Год назад +2

      আপনি খুব ভাগ্যবান,,আমারো তাঁকে দিতে খুব ইচ্ছে করে কিন্তু উপায় নেই।

    • @starking_gamer4461
      @starking_gamer4461 5 месяцев назад

      ​@@sujoyaich4883I a great place place place place place ❤] p

    • @ROUJARIAB
      @ROUJARIAB 5 месяцев назад +1

      Who R U ? Raskle

    • @Reflected_Guy
      @Reflected_Guy 5 месяцев назад

      ​ 1:04:34

    • @shajolhossain6523
      @shajolhossain6523 5 месяцев назад

      😊

  • @mridulkumar4384
    @mridulkumar4384 Год назад +3

    অসাধারণ অসাধারণ অসাধারণ
    লাগলো,,,,,

  • @rimonrezah2811
    @rimonrezah2811 11 месяцев назад +5

    Movie last min director a joldi ses korte cay r e doroner movie ses hoye gele afsos lage fantastic movie Uttam sir and suchitra mem❤❤❤

  • @RyTorWrNg
    @RyTorWrNg 6 месяцев назад +2

    What a Movie, thanks Tommydan for restoring these marvels of Bengali Cinema.. . Ki daarun laaglo 🙏🙏

    • @tommydan55
      @tommydan55  6 месяцев назад +1

      You're welcome and thank you for the kind words. And I agree, the film is a real gem.

    • @RyTorWrNg
      @RyTorWrNg 6 месяцев назад +2

      @@tommydan55 I am 51 now, it's more than 170 years my family have been residing outside Bengal and it's for the 1st time I have been seeing all these movies of yesteryears one by one. Thanks to You and RUclips without whom It wouldn't have been possible to watch and feel these beautiful creations of Bengali Cinema in today's time....🙏🙏♥️

    • @tommydan55
      @tommydan55  6 месяцев назад +2

      @@RyTorWrNg I like these Bengali films also, so I hope to work on many more. The only problem is that it takes a lot of time to do the work, so I don't upload them as often as I might like.

  • @shakilahmedpori1997
    @shakilahmedpori1997 9 месяцев назад +6

    ❤অপূর্ত'পুর্ব সুন্দর লাগছে।
    স্যালুট মহা গুরু...
    শাকিল আহাম্মদ পরী বাংলাদেশ।

  • @aimansarker2928
    @aimansarker2928 2 месяца назад +2

    যেমন সুন্দর ছবি তেমন সুন্দর অভিনয় ❤️

  • @anasuyabhattacharjee9766
    @anasuyabhattacharjee9766 11 дней назад +1

    Jotodin benche thakbo, jotodin You Tube dekhar sujog debe, totodine dekhe jabo eaisab osadharon moviegulo,egulo shudhei movie noi egulo itihaas hoe gechhe tai bar bar dekhe geleo purono hoina, MAHANAYAK ❤️ MAHANAYIKA KE JANAI amar sashroddho PRONAM 🙏🙏🙏❤️❤️❤️🌹🌹🌹, SAKOLER onobodyo obhinoiero aar konodinie punorjonmo hobena, SAKOLKE JANAI amar sashroddho PRONAM 🙏🙏🙏

  • @amitabhchakrabarty8591
    @amitabhchakrabarty8591 10 месяцев назад +4

    সে এক আলাদা অনুভুতি আলাদা রসায়ন। সবার জন্য নয় আবার সবাইর ভাল লাগবে।❤❤❤

  • @maitrimandal3193
    @maitrimandal3193 Год назад +30

    কিভাবে কৃতজ্ঞতা জানাই ভেবেপাচ্ছি না। কোনোদিন এই সিনেমা এত পরিষ্কারভাবে দেখব ভাবিনি।❤️❤️❤️❤️❤️

  • @mdpiyaralikhan145
    @mdpiyaralikhan145 Год назад +5

    আমার বয়স৭২ ১৫ বছর বয়সে দেখেছিলাম সেশের মিলনটা এখন আমার মোবাইলে লোড করে রেখেছি অতুলনীয় ওভিনয়

    • @JubayedIbnSayed
      @JubayedIbnSayed Год назад

      হা হা! মিথ্যাবাদী।