ডিগ্ৰী আছে এখনও নামজারি করতে পারি নাই।অনেক আগের জমি এবং আগের খতিয়ান দিয়ে খাজনা নেই নাই।পরে ডিগ্ৰী পেয়েছি এবং টাকা পেলে নামজারি করব। দেরি হ লে সমস্যা হবে কি।
আমরা শুনে আসছি পঁচিশ বিঘার নিচে যাদের জমি আছে এক নামে তাদের খাজনা মওকুফ করেছে।এখন আপনি বলতেছেন যে খাজনা পরিশোধ না করলে জমি হারাতে হবে বোঝলাম না কিছু। তাহলে কি খাজনা কোন প্রকার জমির মওকুফ হয়নাই। আশা করি জানালে উপকৃত হব। ধন্যবাদ আপনাকে।
ভাই আমার ১২ বিঘা জমি প্রায় ১৮ টি দলিলে রেকর্ড করা হয়েছে, কিন্তু একটি দলিল ও আমার কাছে নেই পরচাও নেই, বাবা মারা যাওয়ার পরে সবাই দলিল ভাইয়েরা গোপন করেছে আমাকে বলে না। একটি দলিল ও নামজারী করা হয়নাই সব রেকর্ড অন্যান্য মানুষের নামে রয়েছে। এখন আমি খাজনা কেমনে পরিশুধ করি প্লীজ আমাকে পরামর্শ দিন
ভাই আমার বাবা আমাকে এবং আমার মাকে মাটি দিয়েছে,,, দুই জায়গার মাটি একটা দলিলে রেস্টেরি হয়েছে,, আমাকে দিয়ে এক জায়গায় ১ বিঘা,, এবং অন্য এক জায়গায় আমাকে এবং আমার মাকে দিয়েছে ৮ শতাংশ,,, কিন্তু মহুরি ভুল করেছে দাগ নম্বর টা তুলে দেয় নি,,, আমার ১ বিঘা টা আমার নামে খাজনা হয়ে গেছে তাহলে কি কোনো সমস্যা হবে??
আর রেকর্ড অনুযায়ী খাজনা দিয়েছি কিন্ত বি এস রের্কড হয় নাই, তাই নামজারিও করতে পারি নাই এখন আর এস খারিজ দিয়ে কি খাজনা দেওয়া যাবে কিনা, দয়া করে যদি জানাতেন উপকৃত হতাম
ভাইয়া উত্তর টা দিবেন প্লিজ আমরা 2 ভাই 3 বোন আমাদের দুই ভাইয়ের নামে একটা দাগের ফুল জমি নামজারি করা আছে সেখানে বোনদের নাম নাই এতে নামজারি সঠিক হবে কিনা।।। বোনদের অবশ্য কোন অভিযোগ নাই। এই নামজারি দিয়ে কোথাও মামলা করতে গেলে সমস্যা হবে কি??
জি করে নিতে পারবেন। তবে ওয়ারিশ সনদের মধ্যে কারো নাম যেন বাদ না থাকে এবং ভোটার আইডি অনুযায়ী যেন নাম হয়। তবে আমার পরামর্শ হলো যদি পারেন নিজেদের মধ্যে বন্টন দলিল করে তারপরে নাম বের করেন। তাহলে ভবিষ্যতে আর কোন সমস্যা থাকবে না। ভিডিওটি ভালো লাগলে অন্য মানুষের উপকার করতে আপনার ফেসবুক ফ্রেন্ডদের মাঝে শেয়ার করুন।
আসসালামু আলাইকুম ভাইজান ভাই আপনি একটু বলবেন দেওয়ানী মামলা থাকে তাহলে কি এই অবস্থায় খাৎনা দেওয়া চলবে খাজনা দেওয়া যাবে যদি দেওয়া যায় তাহলে দিব। যদি যেকোনো সমস্যার কারণে খাজনা দিতে পারি নাই মামলা চলে করে কোন সমস্যা হবে কিনা ভাই একটু বলবেন
১৯৭৪ সালে দু'জনের নামে চাপকবলা দলিলের মাধ্যমে ২৪ শতক জমি ক্রয় করা হয়। কিন্তুু ১৯৯৩ সালে বি এস খতিয়ান করা হয় এক জনের নামে। এখন কিভাবে সহজে খতিয়ান সংশোধন করা যায় যদি পরামর্শ দিতেন তাহলে উপকৃত হতাম। ধন্যবাদ
সার আমার এন আইডি কার্ড নাম ভুল আছে।খাজনা অফিসে গিয়েছিলাম। কিন্তু অনলাইনে হয়ে গেছে।একোন আমি খাজনা দিতে পারি নাই।একোন মেনুয়্যাল খাজনা দিতে পারি ।এর একটা সমাধান দেন।এখন আইডি ভুল শোন সদন করতে ।দিলাম ২বচর হয়েছে।একোনো পাইনি। খাজনা কি ভাবে দিতে পারি।এর একটা সমাধান দেন। কমেন্টের উত্তর দিবেন সার।
২৫ বিঘা পর্যন্ত কৃষি জমির খাজনা মওকুফ। তবে ১০ টাকা দিয়ে মওকুফ খাজনার রশিদ নিতে হবে। বাড়ির খাজনা প্রতি শতকেই দিতে হয়। যাইহোক এ বিষয়ে আপনার বিস্তারিত জানতে হলে খতিয়ানটি নিয়ে সরাসরি ভূমি অফিসে গিয়ে দেখান। আর যদি পারেন অনলাইনে খাজনা পরিশোধ করেন। আমাদের চ্যানেলের ভিডিও গুলো ভালো লাগলে তথ্যবহুল মনে হলে অনুগ্রহ করে ভিডিও গুলো শেয়ার করবেন।
মামলার মাধ্যমে দলিল দাতার নামের রেকর্ড দলিল গ্রহিতার নামে না আনা পর্যন্ত গ্রহিতার কাছ থেকে খাজনা নিচ্ছেনা।গ্রহিতার নামে মারফত দিয়েও খাজনা নিচ্ছেনা।কিভাবে খাজনা দিব।এ বিষয়ে যদি দয়া করে বলতেন,
যার নামে রেকর্ড হয়েছে তাকে বুঝিয়ে তিনি যদি আপনাকে পুনরায় রেকর্ড মোতাবেক দূরিল করে দেয় তাহলে খুব সহজেই আপনি আপনার নামে নামজারি করতে পারবেন কাজ না পরিশোধ করতে পারবেন। কিন্তু সে যদি আপনাকে বিশ্বাস করতে না পারে বা আপনার প্রতি আন্তরিক না হয় তাহলে আদালতে মামলা করে রেকর্ড সংশোধন করে তারপর আপনার নামে নামজারি করে খাজনা পরিশোধ করতে পারবেন।
Please don't doing crying for people around the Bangladesh it's a really not good news for us Allah blessings All people of Bangladesh long live with peace full Life ameen
Vaia ami desher bahire thaki Amar nid card Nai ami 2010 sale last Kazan dieachi akhon on line e kazna dite parchi na ami akhon ki korbo Amar bon er jomi ache Amar sathe Amar bon ki or nid car diea Amar jomir kazna dite parbe
অন্য মানুষের জমি কিনবো কিন্তু ও জার কাছ থেকে কিনছে তার দাগ নম্বর ঠিক আছে কিন্তু Rs খতিয়ান তার দলিলে ঠিক নাই তবে কি তার কাছ থেকে জমি কিনা যাবে? বতমানে সিটি জরিপ ঠিক আছে
কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখুন আসলে এই ভিডিওটি যাদের কাগজপত্র একটু সমস্যা থাকার পরেও যারা নাম জারি করে নিয়েছে তাদের জন্য। ভাই বিদ্যুৎ বিল যদি তিন মাস না দেওয়া হয় তাহলে কিন্তু লাইন কে টে নেওয়া হয়। আর আপনি ৩০ বছর হল জমির খাজনা বাকি রাখবেন তাতে কিছু হবে না তাই কি হয়? আর এই ভিডিওর মূল আলোচনার বিষয় উন্নয়ন কর ক্যাশলেস করা হচ্ছে। Thank you very much for commenting.
@@EASYWAYOFLAW ভাই অাসসালামু অালাইকুম। ভাই ২০০৮ সালে একজনের কাছ থেকে অামার বাবা জমি ক্রয় করে। কিন্তু খারিজ করা হয়নি। বাবা জীবিত থাকা অবস্থায় অামাদের দুই ভাইয়ের নামে জমি দলিল করে দেয়। পরবর্তী সময়ে বাবা মৃত্যর পর আমরা দুই ভাই একজনের মাধ্যমে জমি আমাদের নামে নামজারি করেছি। এখন আমাদের আর কি কি করনীয় আছে জানাবেন প্লিজ
ভাই অাসসালামু অালাইকুম। ভাই ২০০৮ সালে একজনের কাছ থেকে অামার বাবা জমি ক্রয় করে। কিন্তু খারিজ করা হয়নি। বাবা জীবিত থাকা অবস্থায় অামাদের দুই ভাইয়ের নামে জমি দলিল করে দেয়। পরবর্তী সময়ে বাবা মৃত্যর পর আমরা দুই ভাই একজনের মাধ্যমে জমি আমাদের নামে নামজারি করেছি। এখন আমাদের আর কি কি করনীয় আছে জানাবেন প্লিজ প্লিজ
"জমির খাজনা পরিশোধ করতে কি কি কাগজপত্র লাগে"? এটা লিখে আপনি ইউটিউবে সার্চ করেন অথবা আমাদের চ্যানেলে এসে এই নামে একটি ভিডিও দেওয়া আছে সেটা দেখুন সেখানে বিস্তারিত বলা আছে।
ভাই যারা জমির খাজনা পরিশোধ করতে পারছে না। কেন পারছেনা এটা তাদের থেকে শুনেন। বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেনা। আসলে ভিডিওতে মূল আলোচনার বিষয় জমির খাজনা কখনোই বকেয়া রাখতে নেই।
কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। ভাই আপনি হয়তো ভিডিওটি বুঝতে ভুল করেছেন। এই ভিডিওটি তাদের জন্য যাদের কাগজপত্র একটু ভুল বা সমস্যা থাকার পরও যারা নামজারি করে নিয়েছে তাদের জন্য। কাগজপত্র ঠিক থাকলে তাদের জমি খাজনা বাকি থাকলেও সমস্যা নাই। তবে তিন বছরের অতিরিক্ত সময় খাজনা বাকি রাখা ঠিক নয়। আর প্রতিবছরই জমির খাজনা পরিশোধ করা উচিত।
অনেক ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ বিষয়টি উপস্থাপন করার জনু।আমার একটি জমি সি এস দাগ ১০৬, জমির পরিমাণ ১৭ শতাংশ। আরওআর ১৩৫ দাগ। কিন্ত ভুমি অফিস ভুল ক্রমে ১৩৭ দাগে ১৬ শতক জমি ১৯৮২ সনে খারিজ দিয়ে ছিলো। আমরা তিন জন ১৩৭ দাগে খরিদ করি খারিজ করে ১৫ বছর খাজনা পরিশোধ করেছিলাম।বিআরএস জরিপের সময় খোজ না রাখায় নূতন দাগ ৪০২২ এ অন্য ব্যক্তির নামে ১১.৮৮ শতক জমি রেকর্ড হয়ে। ট্রাইবুনালের মামলা ২০১৪ সনে করেছি একবছর পরে মামলার তারিখ পরে। যেহেতু আমাদের কে খারিজ দেয়া হয়েছিল সেহেতু অফিস আাদেশ বলে ভুল সংশোধনের ব্যবস্থা করা হলে হয়রানি থেকে পরিত্রাণ পেতপ।
ধন্যবাদ ভাই,,, মোবাইলে কথা বলে আপনার আন্তরিকতা জন্য।
ডিগ্ৰী আছে এখনও নামজারি করতে পারি নাই।অনেক আগের জমি এবং আগের খতিয়ান দিয়ে খাজনা নেই নাই।পরে ডিগ্ৰী পেয়েছি এবং টাকা পেলে নামজারি করব। দেরি হ লে সমস্যা হবে কি।
সার জমির city জরিপ এ আসছে ১৬৫ কিন্তু পরিমাণ ৫৩৫ এ অবস্থায় আমি খাজনা ভাবে দিতে পারি?
আমরা শুনে আসছি পঁচিশ বিঘার নিচে যাদের জমি আছে এক নামে তাদের খাজনা মওকুফ করেছে।এখন আপনি বলতেছেন যে খাজনা পরিশোধ না করলে জমি হারাতে হবে বোঝলাম না কিছু। তাহলে কি খাজনা কোন প্রকার জমির মওকুফ হয়নাই। আশা করি জানালে উপকৃত হব। ধন্যবাদ আপনাকে।
যেহেতু অর্থ পাচারকারী সরকার কৃত্রিম অর্থকস্টে ভুগছে এবং খাইখাই বেড়ে যাওয়ায় কোনো মাফনেই অসহায় জনগনের।
শুকরিয়া
কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভিডিওটি তথ্যবহুল মনে হলে প্লিজ facebook এ বা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন।
ভাইয়া আমার বাবা মরার পরে আমি যতটুকু সম্পত্তি পাব আমার নামে আমি নামধারী করে নিয়েছি এবং কী কাজ না দিয়ে এখন আর কিছু করতে হবে যদি দয়া করে একটু জানান
ভাই আমার ১২ বিঘা জমি প্রায় ১৮ টি দলিলে রেকর্ড করা হয়েছে, কিন্তু একটি দলিল ও আমার কাছে নেই পরচাও নেই, বাবা মারা যাওয়ার পরে সবাই দলিল ভাইয়েরা গোপন করেছে আমাকে বলে না।
একটি দলিল ও নামজারী করা হয়নাই সব রেকর্ড অন্যান্য মানুষের নামে রয়েছে।
এখন আমি খাজনা কেমনে পরিশুধ করি প্লীজ আমাকে পরামর্শ দিন
ভাই আমার বাবা আমাকে এবং আমার মাকে মাটি দিয়েছে,,, দুই জায়গার মাটি একটা দলিলে রেস্টেরি হয়েছে,, আমাকে দিয়ে এক জায়গায় ১ বিঘা,, এবং অন্য এক জায়গায় আমাকে এবং আমার মাকে দিয়েছে ৮ শতাংশ,,, কিন্তু মহুরি ভুল করেছে দাগ নম্বর টা তুলে দেয় নি,,, আমার ১ বিঘা টা আমার নামে খাজনা হয়ে গেছে তাহলে কি কোনো সমস্যা হবে??
আর রেকর্ড অনুযায়ী খাজনা দিয়েছি কিন্ত বি এস রের্কড হয় নাই, তাই নামজারিও করতে পারি নাই এখন আর এস খারিজ দিয়ে কি খাজনা দেওয়া যাবে কিনা, দয়া করে যদি জানাতেন উপকৃত হতাম
আপনার সাথে যোগাযোগ করতে পারি কিভাবে?
ভাইয়া উত্তর টা দিবেন প্লিজ আমরা 2 ভাই 3 বোন আমাদের দুই ভাইয়ের নামে একটা দাগের ফুল জমি নামজারি করা আছে সেখানে বোনদের নাম নাই এতে নামজারি সঠিক হবে কিনা।।। বোনদের অবশ্য কোন অভিযোগ নাই। এই নামজারি দিয়ে কোথাও মামলা করতে গেলে সমস্যা হবে কি??
কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
তো আপনাদের নামে যে নামজারি করে নিলেন কিসের ভিত্তিতে? আপনাদের দলিলদাতাকে? মানে আপনারা দুই ভাই জমি কার থেকে নিলেন?
@@EASYWAYOFLAW ওয়ারিশ সূত্রে জমি পাইছি
ভাই আমি ওয়ারিশান সূত্রে জমির মালিক।এখন বন্টন নামা ছাড়া দলিল ছাড়া ওয়ারিশান সনদ শো করে নিজেদের নামে খারিজ করতে পারব?
জি করে নিতে পারবেন। তবে ওয়ারিশ সনদের মধ্যে কারো নাম যেন বাদ না থাকে এবং ভোটার আইডি অনুযায়ী যেন নাম হয়। তবে আমার পরামর্শ হলো যদি পারেন নিজেদের মধ্যে বন্টন দলিল করে তারপরে নাম বের করেন। তাহলে ভবিষ্যতে আর কোন সমস্যা থাকবে না।
ভিডিওটি ভালো লাগলে অন্য মানুষের উপকার করতে আপনার ফেসবুক ফ্রেন্ডদের মাঝে শেয়ার করুন।
@@EASYWAYOFLAW আচ্ছা ধন্যবাদ ভাই।আর একটা কথা বন্টন দলিল ছাড়া সরাসরি খারিজ করলে কি ধরনের সমস্যা হতে পারে?বিক্রি বা হাত বদলে কি কোনো অসুবিধা হবে?
আসসালামু আলাইকুম ভাইজান ভাই আপনি একটু বলবেন দেওয়ানী মামলা থাকে তাহলে কি এই অবস্থায় খাৎনা দেওয়া চলবে খাজনা দেওয়া যাবে যদি দেওয়া যায় তাহলে দিব। যদি যেকোনো সমস্যার কারণে খাজনা দিতে পারি নাই মামলা চলে করে কোন সমস্যা হবে কিনা ভাই একটু বলবেন
ইচ্ছা থাকলেও আংশিক খাজনা দিতে পারছিনা, কি করতে হবে।
মাশাল্লাহ অসাধারণ প্রতিবেদন ভাই অনেক ধন্যবাদ আপনাকে
আসসালামু আলাইকুম
ভাই 2015 সাল খাজনা দিয়েছি আমার কি সমস্যা হবে
খাজনা প্রতি বছরে দিতে হয়।
ইংরেজি বছর যেমন জানুয়ারি থেকে শুরু হয় আর বাংলা বছর পহেলা বৈশাখ থেকে শুরু হয়।
আর জমির খাজনা বাংলা সন হিসেবে দিতে হয়।
বাংলা 1422 খাজনা জমা দিয়েছি
ভাই আমি অনলাইনে খাজনা পরিশোধ করেছি, খাজনার রশিদ এখনো পায়নি কি করব ভাইয়া দয়া করে জানাবেন?
১৯৭৪ সালে দু'জনের নামে চাপকবলা দলিলের মাধ্যমে ২৪ শতক জমি ক্রয় করা হয়। কিন্তুু ১৯৯৩ সালে বি এস খতিয়ান করা হয় এক জনের নামে। এখন কিভাবে সহজে খতিয়ান সংশোধন করা যায় যদি পরামর্শ দিতেন তাহলে উপকৃত হতাম। ধন্যবাদ
সার আমার এন আইডি কার্ড নাম ভুল আছে।খাজনা অফিসে গিয়েছিলাম। কিন্তু অনলাইনে হয়ে গেছে।একোন আমি খাজনা দিতে পারি নাই।একোন মেনুয়্যাল খাজনা দিতে পারি ।এর একটা সমাধান দেন।এখন আইডি ভুল শোন সদন করতে ।দিলাম ২বচর হয়েছে।একোনো পাইনি। খাজনা কি ভাবে দিতে পারি।এর একটা সমাধান দেন। কমেন্টের উত্তর দিবেন সার।
ভাইয়া কতটুকু জমি থাকলে খাজনা দেয়া লাগে যদি বলতেন
২৫ বিঘা পর্যন্ত কৃষি জমির খাজনা মওকুফ। তবে ১০ টাকা দিয়ে মওকুফ খাজনার রশিদ নিতে হবে। বাড়ির খাজনা প্রতি শতকেই দিতে হয়।
যাইহোক এ বিষয়ে আপনার বিস্তারিত জানতে হলে খতিয়ানটি নিয়ে সরাসরি ভূমি অফিসে গিয়ে দেখান। আর যদি পারেন অনলাইনে খাজনা পরিশোধ করেন।
আমাদের চ্যানেলের ভিডিও গুলো ভালো লাগলে তথ্যবহুল মনে হলে অনুগ্রহ করে ভিডিও গুলো শেয়ার করবেন।
Make an inquery of 38 Enayetganj, Peelkhana , Lalbag. (present 38/H Enayetganj) 2 Dag land in 2 land owner. Ca make petition?
কি আবোল তাবোল বলেন? ২৫ বিঘা
বুঝলাম না কি বলতে চাইলেন?
মামলার মাধ্যমে দলিল দাতার নামের রেকর্ড দলিল গ্রহিতার নামে না আনা পর্যন্ত গ্রহিতার কাছ থেকে খাজনা নিচ্ছেনা।গ্রহিতার নামে মারফত দিয়েও খাজনা নিচ্ছেনা।কিভাবে খাজনা দিব।এ বিষয়ে যদি দয়া করে বলতেন,
যার নামে রেকর্ড হয়েছে তাকে বুঝিয়ে তিনি যদি আপনাকে পুনরায় রেকর্ড মোতাবেক দূরিল করে দেয় তাহলে খুব সহজেই আপনি আপনার নামে নামজারি করতে পারবেন কাজ না পরিশোধ করতে পারবেন। কিন্তু সে যদি আপনাকে বিশ্বাস করতে না পারে বা আপনার প্রতি আন্তরিক না হয় তাহলে আদালতে মামলা করে রেকর্ড সংশোধন করে তারপর আপনার নামে নামজারি করে খাজনা পরিশোধ করতে পারবেন।
Please don't doing crying for people around the Bangladesh it's a really not good news for us Allah blessings All people of Bangladesh long live with peace full Life ameen
দেখুন এই ভিডিওর মূল আলোচনার বিষয় জমির খাজনা পরিশোধ করার প্রয়োজনীয়তার বিষয়ে।
Vaia ami desher bahire thaki Amar nid card Nai ami 2010 sale last Kazan dieachi akhon on line e kazna dite parchi na ami akhon ki korbo Amar bon er jomi ache Amar sathe Amar bon ki or nid car diea Amar jomir kazna dite parbe
জি পারবে
আপনার বোনের আইডি কার্ডটি নিয়ে সরাসরি ভূমি অফিসে গিয়ে সেসব জমির কাগজপত্রের সাথে নিয়ে খাজনা পরিশোধ করতে পারবেন
অন্য মানুষের জমি কিনবো কিন্তু ও জার কাছ থেকে কিনছে তার দাগ নম্বর ঠিক আছে কিন্তু Rs খতিয়ান তার দলিলে ঠিক নাই তবে কি তার কাছ থেকে জমি কিনা যাবে? বতমানে সিটি জরিপ ঠিক আছে
এ বিষয়ে কোন এক দলিল লেখকের সাথে পরামর্শ করুন। কাগজপত্র গুলো তাকে দেখান এবং তাকে এটা বলবেন যে জমির দলিল করার পর আপনাকেই নামজারিটা করে দিতে হবে।
Good video
ভাই আমার বি এস খতিয়ান এ দাগ নাম্বার ৫০৬ এবং বি এস নকশায় ৬০৬ এখন আমি কি করব।
২৫ বিঘার নিচে জমি থাকলে খাজনা ১০ টাকা হিসাবে আমরা জানি। কিন্তু আপনি বলতেছেন খাজনা দিতে হবে! বিষয়টা কি?
খাজনা দশ টাকা হলেও সেটা পরিশোধ করুন। হালনাগাদ করে রাখুন।
বেডা বেশী বড বড করিছ না।নিরহ মানুষ দের টেনশনে ফেলে দিতেছিস কেন? এটা কি মগেররমুল্লুক?
কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
দেখুন আসলে এই ভিডিওটি যাদের কাগজপত্র একটু সমস্যা থাকার পরেও যারা নাম জারি করে নিয়েছে তাদের জন্য।
ভাই বিদ্যুৎ বিল যদি তিন মাস না দেওয়া হয় তাহলে কিন্তু লাইন কে টে নেওয়া হয়। আর আপনি ৩০ বছর হল জমির খাজনা বাকি রাখবেন তাতে কিছু হবে না তাই কি হয়? আর এই ভিডিওর মূল আলোচনার বিষয় উন্নয়ন কর ক্যাশলেস করা হচ্ছে।
Thank you very much for commenting.
@@EASYWAYOFLAW ভাই অাসসালামু অালাইকুম। ভাই ২০০৮ সালে একজনের কাছ থেকে অামার বাবা জমি ক্রয় করে। কিন্তু খারিজ করা হয়নি। বাবা জীবিত থাকা অবস্থায় অামাদের দুই ভাইয়ের নামে জমি দলিল করে দেয়। পরবর্তী সময়ে বাবা মৃত্যর পর আমরা দুই ভাই একজনের মাধ্যমে জমি আমাদের নামে নামজারি করেছি। এখন আমাদের আর কি কি করনীয় আছে জানাবেন প্লিজ
ভাই অাসসালামু অালাইকুম। ভাই ২০০৮ সালে একজনের কাছ থেকে অামার বাবা জমি ক্রয় করে। কিন্তু খারিজ করা হয়নি। বাবা জীবিত থাকা অবস্থায় অামাদের দুই ভাইয়ের নামে জমি দলিল করে দেয়। পরবর্তী সময়ে বাবা মৃত্যর পর আমরা দুই ভাই একজনের মাধ্যমে জমি আমাদের নামে নামজারি করেছি। এখন আমাদের আর কি কি করনীয় আছে জানাবেন প্লিজ প্লিজ
আমি এমন জটিলাতে পড়ছি
না দিলে আমার জমি কে নিবে? আপনি নাকি সরকার?😊😊
এত চিন্তা করার দরকার নেই একটা ৩০-৪০ বছর ধরে খাজনা পরিশোধ করবেন না তারপরে নিজেই বুঝতে পারবেন কি থেকে কি হলো
নামজারি খতিয়ান তো আপলোড দেওয়া হয় নাই। ম্যানুয়েল খাজনা পরিশোধ করা আছে ।তাতে কোন সমস্যা আছে
কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ, 🌹🌹। তাতেও সমস্যা নাই তবে ভিডিওর মূল বিষয় হচ্ছে এই হাল সাল নাগাদ খাজনা পরিশোধ করার প্রয়োজনীয়তা নিয়ে।
Khajna dite ki ki kagoj lage...
"জমির খাজনা পরিশোধ করতে কি কি কাগজপত্র লাগে"? এটা লিখে আপনি ইউটিউবে সার্চ করেন অথবা আমাদের চ্যানেলে এসে এই নামে একটি ভিডিও দেওয়া আছে সেটা দেখুন সেখানে বিস্তারিত বলা আছে।
@@EASYWAYOFLAW ভাই আমার জমি খারিজ হয়েছে এবং খতিয়ানে জৌত নং আছে তসিলদার হাল সনের খাজনা নিতছেনা বলে পরে দিয়েন গূরাইতেছে এখন আমার করনীয় কি?
মামা বারি জমিদারের ভাব সরকারের
Topics variance with title it is very bad practice
গাজাখুরি /ভুয়া তথ্য দিয়ে জনসাধারণকে বিভ্রান্ত করবেন না।
ভাই যারা জমির খাজনা পরিশোধ করতে পারছে না। কেন পারছেনা এটা তাদের থেকে শুনেন। বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেনা। আসলে ভিডিওতে মূল আলোচনার বিষয় জমির খাজনা কখনোই বকেয়া রাখতে নেই।
তার মানে খারিজ থাকার পরেও যার নামে RS রেকর্ড তার নামে খাজনা আদায় হবে।
হ্যাঁ শুরুর দিকে এরকম সমস্যা হতে পারে এজন্যই বলা বলছি যদি খারিজ করে নিয়ে থাকেন তাহলে অবশ্যই জমির কাজ না পরিশোধ করুন।
ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন।
@@EASYWAYOFLAW আমার বাবার সব জমি বাবার নামে RS রেকর্ড আছে তাহলে আমাদের কোন চিন্তা নেই।
আসসালামু আলাইকুম,,,,
ওয়ালাইকুম আসসালাম
@@EASYWAYOFLAW আপনার সাথে পারসোনাল একটু কথা বলবো যদি অনুমতি দেন,,,,,জমি সংক্রান্ত বিষয়ে,,,
আরও সময় দেওয়া উচিৎ।
কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। ভাই আপনি হয়তো ভিডিওটি বুঝতে ভুল করেছেন।
এই ভিডিওটি তাদের জন্য যাদের কাগজপত্র একটু ভুল বা সমস্যা থাকার পরও যারা নামজারি করে নিয়েছে তাদের জন্য। কাগজপত্র ঠিক থাকলে তাদের জমি খাজনা বাকি থাকলেও সমস্যা নাই।
তবে তিন বছরের অতিরিক্ত সময় খাজনা বাকি রাখা ঠিক নয়।
আর প্রতিবছরই জমির খাজনা পরিশোধ করা উচিত।
ভাইজান আপনার সাথে একটু কথা বলতে চাই, একটু সময় দেওয়া যাবে, ফোন নম্বরটা দেওয়া যাবে
অনেক ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ বিষয়টি উপস্থাপন করার জনু।আমার একটি জমি সি এস দাগ ১০৬, জমির পরিমাণ ১৭ শতাংশ। আরওআর ১৩৫ দাগ। কিন্ত ভুমি অফিস ভুল ক্রমে ১৩৭ দাগে ১৬ শতক জমি ১৯৮২ সনে খারিজ দিয়ে ছিলো। আমরা তিন জন ১৩৭ দাগে খরিদ করি খারিজ করে ১৫ বছর খাজনা পরিশোধ করেছিলাম।বিআরএস জরিপের সময় খোজ না রাখায় নূতন দাগ ৪০২২ এ অন্য ব্যক্তির নামে ১১.৮৮ শতক জমি রেকর্ড হয়ে। ট্রাইবুনালের মামলা ২০১৪ সনে করেছি একবছর পরে মামলার তারিখ পরে। যেহেতু আমাদের কে খারিজ দেয়া হয়েছিল সেহেতু অফিস আাদেশ বলে ভুল সংশোধনের ব্যবস্থা করা হলে হয়রানি থেকে পরিত্রাণ পেতপ।
আপনার মোবাইল নং দেন দয়া করে