Rangli Rangliot Tea Garden ~ Darjeeling ↑ Travel Vlog No. 107 with Santanu Ganguly

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2021
  • Bengali Travelogue
    ✩ Tea Garden of North Bengal & Sikkim: • Tea Garden of North Be...
    ✩ Google Location → Sandeep Homestay
    081164 14417
    maps.app.goo.gl/UssLAMYUyKipQ...
    ✩ Takdah Travel Vlog → • Takdah - Darjeeling ↑ ...
    ✩ All Travel Video → • Travel
    Instagram - / viral.scope
    Facebook-- / viralscope.youtube
    --------------------------------------------------------------
    My Camera: amzn.to/3IlyIiy
    Action Camera: amzn.to/3upbZwg
    Drone: amzn.to/3PoGryH
    Gorillapod: amzn.to/3P5sEfZ
    Camera Stand/Monopod: amzn.to/3RdWa59
    Gopro Long Monopod: amzn.to/3Rd4Ys3
    Mic: amzn.to/3bPSAxV
    Timelapse 360 tools:
    amzn.to/3NK4sP9
    Gopro Waterproof case: amzn.to/3aeecDW
    Head Phone: amzn.to/3yc9VbW
    Power Bank: amzn.to/3IhFLbL
    Power Hard drive: amzn.to/3afK8aM
    Portable Hard drive: amzn.to/3usZz6u
    Memory card for Gopro: amzn.to/3nFU1l4
    Memory card for Camera: amzn.to/3ak6wjs
    Memory card for Drone: amzn.to/3yk93C5
    My Big Hat: amzn.to/3usYZWm
    --------------------------------------------------------------
    #viral_scope #santanu_ganguly #bengali_travel_guide #touristspot #hillstation #offbeat #be_serious

Комментарии • 363

  • @RATUL741258
    @RATUL741258 2 года назад +4

    শান্তনু দার ভিডিও গুলো তে অদ্ভুত একটা শান্তি আর নিস্তব্ধতা বিরাজ করে যেটা পাহাড়ের শান্তির মতো । আর এতো মিষ্টি কথা গুলো বলেন এভাবে মনে হয় বাংলাতে কেউ ব্লগ করেন না। হিন্দি তে himbus e ব্লগ অনেক টা আপনার মত লাগে।

  • @malaypaul6747
    @malaypaul6747 2 года назад +3

    দাদা আমি অনেকবার পাহাড়ে গেলাম, প্রতিবছরই গড়ে দুবার করে যায় । সত্যিই পাহাড়ে মানুষের আতিথিয়তা ভুলবার নয়। হাজার কষ্ট পেলেও মুখে সবসময় হাসি লেগেই থাকে। কখনো কারো কাছে হাত পেতে কোনদিন চাইতে দেখিনি। একা গেলে বা একজন-দুজন গেলে প্রকৃতির সৌন্দর্যে নিজেকে অনেকখানি ডুবিয়ে নেওয়া যায়। আপনার ভাষা প্রত্যেককে গুণমুগ্ধ করে দেয়। আমি নিয়মিত আপনার ভিডিও দেখি। অনেক ধন্যবাদ আপনাকে। 🙏🙏

  • @thetraveller4165
    @thetraveller4165 2 года назад +12

    কিছু কিছু shots এতো সুন্দর নিয়েছেন কি বলবো... Just Splendid ♥️ আর আপনার presentation নিয়ে নতুন করে কিছু বলার নেই, সেটা সব সময়ই অনবদ্য ♥️ রবিবারের বিকেলটা আবার ও কলকাতা ছেড়ে উত্তরবঙ্গে চলে গেলো আপনার হাত ধরে 😊 ভালো থাকবেন দাদা 🙏

  • @amarchakraborty319
    @amarchakraborty319 Год назад +2

    নির্ভেজাল স্বীকারোক্তি "১ দিনে মন ভরেনি আবার অবশ্যই যাব। " এই নির্ভার কথা আমাকেও উৎসাহী করে তোলে জায়গাটির প্রতি। দেখা যাক যেতে পারি কিনা। ভালো লাগলো দেখার বিবরণ।

  • @arnabkar9807
    @arnabkar9807 Год назад +1

    Thank you শান্তনুদা আপনার ভিডিও দেখেই প্রথম রংলি চা বাগানের র প্রেমে পড়ে যাই এবং এই জাস্ট এক সপ্তাহ হল ওখান থেকে ফিরে এসেছি। আমরা ছিলাম এই হোমস্টে তেই দোতলার ওই বড় ঘরটাতে। যেন একেবারে ভিডিও ছবির সঙ্গে সবকিছু হুবহু মিলে যাচ্ছিল। এক দিন ধরে পুরো ঘুরলাম রংলি চা বাগান,টি ফ্যাক্টরি চা বাগানের অলিগলি সরু রাস্তা সবকিছু। তাই ফিরে এসে আপনার ধন্যবাদটা কিন্তু যথার্থই প্রাপ্য।অনেক ভালবাসা আপনাকে।

  • @rituparnapaul5412
    @rituparnapaul5412 2 года назад +7

    You make your viewers visit the place in real…altogether a different dimension to the travel videos. Great work… thank you dada!!

  • @WatLyfContentCreator
    @WatLyfContentCreator 2 года назад +4

    Aha onek din por,calmness diye shuru,laptop er composition ta🤘

  • @swagatabiswas02
    @swagatabiswas02 2 года назад +2

    ভালো তো অবশ্যই। সেই চিরপরিচিত মন ভালো করা দৃশ্য। তাগদার বীরেন রাই এর বাড়িতে থাকার অভিজ্ঞতা খুব মনে পড়ছে। আর একটা জায়গায় আপনার সাথে মিল খুঁজে পেয়ে আনন্দ পেলাম, পাহাড়ে গিয়ে আমার বেশ কয়েক বার এই অভিজ্ঞতা হয়েছে আমাকে নেপালি ভেবে স্থানীয় লোক কথা বলতে শুরু করলেন, অনেক কষ্টে শেষে বোঝাতে পারলাম আমি নেপালি নই...

  • @bibekanandamaji5759
    @bibekanandamaji5759 2 года назад +1

    107 মানে একসাথে। পাহাড়ীদের মত তোমার মনের সারল্য ওই পাহাড়ী মানুষগুলো বুঝে নিয়েছিলো তাই তোমাকেও ওরা পাহাড়ের মানুষ ভেবে ছিলো। তোমার ভিডিও ও তোমার মিষ্টি ভাষা তাই বলে। তোমার ভিডিও দেখার সময় আজ অব্দি যতগুলো ভিডিও দেখেছি কোনদিন স্কিপ করি নি বা স্কিপ করার মন চাইনি। তোমার মিষ্টি ভাষার মিষ্টি কথার মধ্যে সততা আর সত্য এই দুটি জিনিস আমি খুঁজে পেয়েছি। আর আমি স্বীকার করছি তুমি প্রকৃতির তথা দার্জিলিং ভ্লগের সেরা ভ্লগার। আমার ভালোবাসা নিও ❤️❤️❤️❤️❤️

  • @tamalikadas4712
    @tamalikadas4712 2 года назад +5

    অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম। মন ভরেও কোথাও যেন ভরলো না।১৬ মিনিট ৫৪ সেকেন্ড এর ভিডিও তেও মন ভরছে না! মনাস্ট্রি র অনুষ্ঠান ছিল বিশেষ আকর্ষণ।তবে সব শেষে বলব , জীবনের আক্ষরিক অর্থ বুঝতে পাহাড়ি জীবনযাত্রা তে অবশ্য ই অংশ নেওয়া প্রয়োজনীয়।প্রথম বার পাহাড় ঘুরতে যাওয়া ভাইরাল স্কোপ দেখে।যত বার যাই,যেখানে যাই,আপনার ভিডিও দেখে ই যাই।কি করে নিজে ভিডিও তে উপস্থিত না থেকে,সর্বত্র ভীষন ভাবে উপস্থিত থাকা যায় , তা আপনার থেকে শিক্ষণীয়। সত্যি মশাই, চ্যানেল টা একটা ইমোশন এ পরিণত হয়েছে।অনেক ধন্যবাদ।ভালো থাকবেন।☺️

  • @FullMoonTourism
    @FullMoonTourism 2 года назад +2

    অনেক দিন বাদে আবার আপনার গলার আওয়াজ পেয়ে খুব ভাল লাগছে। ভিডিও টি খুব উপভোগ করলাম। মনে হলো যেন অনেকদিন কি যেন একটা দেখিনি। আজ আবার সেই স্বাদ পেলাম। আরো অনেক বেড়ানো র ভিডিও দেখবো এই আশা রইল

  • @SWAPANKUMARDUTTAKOLKATA
    @SWAPANKUMARDUTTAKOLKATA 2 года назад +2

    অপূর্ব আপনার উপস্থাপনা বার বার দেখলেও পুরানো হয় না আপনার দেখানো জায়গা গুলি দেখলে মন ভরে যায় ধন্যবাদ

  • @rukminath1533
    @rukminath1533 2 года назад +3

    অনবদ্য। প্রকৃতির ক্যানভাসে একটি পরিপূর্ণ চিত্র গোটা ভিডিওটি। মনপ্রাণ ভরে গেল।👍👍❤❤

  • @suparnabanerjee356
    @suparnabanerjee356 2 года назад +2

    Jibon er saad bar bar pai Apnar Video theke...God Bless U....🙏

  • @sbanerjee9776
    @sbanerjee9776 2 года назад +2

    অপূর্ব, অসাধারণ, মন ভরে গেল, অসংখ্য ধন্যবাদ। আপনার পাহাড়ের ভিডিও র অপেক্ষায় থাকি।এত ভালো লাগে, বলে বোঝাতে পারবো না। আপনি খুব ভালো থাকুন।

  • @SanghamitraMandal
    @SanghamitraMandal 2 года назад +10

    A long-loved destination but not-so-frequently visited. Very glad that it looks as beautiful as ever. The land of sunlit fog and lush green base. Ki je bhalo laglo apnar bornona, as if the supreme artist is building a colourful masterpiece layer by layer. Sabuj-sonali-neel-sada ronger ek naturescape ja tulonahin. Tabe sob cheye bhalo laglo ujjol sonali cha gacher phool. Asha kori eai phooler moto ujjal hoye uthbe paharer manusher jibon o bhabishyat. Satti bolte ki, swargo jodi kothao thake, ta ekhanei, ta ekhanei, ta ekhanei. Aka-baka paye chola poth niye cholehe amader ek sapner moto sundor prakritir majhkhane. 🙏✍️👍

  • @omgh77
    @omgh77 2 года назад +5

    Thanks a lot for this e

  • @sreerupapaul5447
    @sreerupapaul5447 2 года назад +1

    Onekdin pore video paoar opekhha ta sarthok.... khub sundor. Poribesh, prokiti, manush ra... sob kichhu mon chhuye jay.

  • @sanjuktasen9189
    @sanjuktasen9189 2 года назад +2

    অপূর্ব ছবি এঁকেছেন প্রকৃতির ক্যানভাসে । খুব ভালো লাগল।

  • @animeshganguly2232
    @animeshganguly2232 2 года назад +5

    After a long gap! Look forward to seeing more from you. Excellent video.