ফেরাউনের করুন ঘটনা,হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা,Hafizir Rahman Siddiki Kuakata Waz,Muslim Kafela

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • ফেরাউনের করুন ঘটনা,হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা,Hafizir Rahman Siddiki Kuakata Waz,Muslim Kafela
    ফেরাউন বা ফিরাউন ছিল প্রাচীন মিশরের এক অত্যাচারী রাজা, যিনি মুসা (আ.) ও বনি ইসরাইলের প্রতি নিষ্ঠুর আচরণ করতেন। তার ঘটনা কোরআন ও বাইবেলে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। তার অত্যাচার ও তার পরিণতির কাহিনী বিশেষ করে কোরআনে উল্লেখিত হয়েছে, যা ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অংশ।
    ফেরাউনের অত্যাচার ও মুসার (আ.) গল্প
    1. *ফেরাউনের ক্ষমতা ও অত্যাচার:*
    ফেরাউন ছিলেন একজন অত্যন্ত ক্ষমতাবান রাজা, যিনি নিজেকে দেবতা হিসেবে দাবি করতেন এবং জনগণের উপর কঠোর শাসন চালাতেন। তিনি বনি ইসরাইল জাতির উপর প্রচণ্ড অত্যাচার করতেন এবং তাদের দাসত্বে বাধ্য করতেন।
    2. *মুসা (আ.)'র আগমন:*
    আল্লাহ তায়ালা মুসা (আ.)'কে ফেরাউনের কাছে পাঠান যাতে তিনি তাকে আল্লাহর দিকে ডেকে আনেন এবং বনি ইসরাইলকে মুক্তি দেন। মুসা (আ.) ও তার ভাই হারুন (আ.) ফেরাউনের কাছে যান এবং তাকে সত্যের পথে আসার আহ্বান জানান।
    3. *ফেরাউনের অস্বীকার:*
    ফেরাউন মুসা (আ.)'র ডাকে সাড়া দেয়নি বরং তাদেরকে অবজ্ঞা করেছে এবং আরও কঠোর শাস্তি প্রয়োগ করেছে। ফেরাউন ও তার সমর্থকরা মুসা (আ.)'র কেরামত ও মু’জিজাকে অবজ্ঞা করে এবং তাদেরকে মিথ্যা প্রমাণ করতে চায়।
    4. *বনী ইসরাইলের মুক্তি:*
    অবশেষে, আল্লাহ মুসা (আ.)'র প্রার্থনা কবুল করেন এবং বনি ইসরাইলকে মুক্তির জন্য আদেশ দেন। মুসা (আ.) তাদেরকে মিশর থেকে বের করে নিয়ে যান এবং আল্লাহর আদেশে লোহিত সাগর পার হয়ে নিরাপদে পৌঁছান।
    5. *ফেরাউনের ধ্বংস:*
    ফেরাউন ও তার সৈন্যরা মুসা (আ.) ও বনি ইসরাইলকে অনুসরণ করে এবং সাগর পার হওয়ার সময় ফেরাউন ও তার সৈন্যরা ডুবে যায়। আল্লাহ তাদেরকে সাগরের পানিতে ডুবিয়ে ধ্বংস করেন, এবং এই ঘটনাটি দুনিয়ার জন্য একটি বড় শিক্ষা হয়ে ওঠে।
    কোরআনে ফেরাউনের ঘটনা:
    ফেরাউনের কাহিনী কোরআনের বিভিন্ন সূরায় বর্ণিত হয়েছে, যেমন: সূরা আল-বাকারা, সূরা ইউনুস, সূরা আশ-শোআরা, সূরা আন-নাযিয়াত, এবং আরও কিছু সূরায়। এই ঘটনার মূল শিক্ষা হল অত্যাচারী ও অবিশ্বাসীদের পরিণাম এবং আল্লাহর প্রতি বিশ্বাস ও তার আদেশ মানার গুরুত্ব।
    ফেরাউনের কাহিনী থেকে বোঝা যায় যে, আল্লাহ অত্যাচারীদেরকে সময় দেন, কিন্তু অবশেষে তাদেরকে কঠিন শাস্তি প্রদান করেন। অন্যদিকে যারা আল্লাহর উপর ঈমান রাখে এবং তার নির্দেশ পালন করে, তাদেরকে আল্লাহ মুক্তি ও রক্ষা প্রদান করেন।
    আলোচক.......
    খতীবুল উম্মাহ
    মাওলানা হাফিজুর রহমান ছিদ্দীক কুয়াকাটা
    Maulana Hafizur Rahman Siddik Kuakata
    প্রিন্সিপাল
    জামিয়া তা’লীমিয়া মাদ্রাসা, ঢাকা।
    খতীব
    বায়তুল মামুর জামে মসজিদ, গুলশান ২, ঢাকা।
    Edit By Md. Masud Rana
    Facebook Page: Muslim Kafela
    ফেসবুক আইডি লিংকঃ / mashudrana420
    যোগাযোগ নাম্বার: 01745475266
    Please.........................................
    Like | Comment | Share | Subscribe
    আপনাকে অসংখ্য ধন্যবাদ।
    #hafizur_rahman_siddiki_waz
    #হাফিজুর_রহমান_সিদ্দিক_কুয়াকাটা
    #hafizur_rohman_siddiki_kuyakata
    #hafizur_rahman_siddik_kuakata

Комментарии • 4

  • @riyadislamicmedia4541
    @riyadislamicmedia4541 4 месяца назад +2

    মাশা-আল্লাহ চমৎকার আলোচনা শুনলাম আলহামদুলিল্লাহ

  • @Nkislamictv1
    @Nkislamictv1 4 месяца назад +1

    ❤❤

  • @majalil4248
    @majalil4248 4 месяца назад

    প্রানবন্ত আলোচনা।