আদনান সাহেব সংত্যই বলেছেন।আর অনেক সত্য গোপন করেছেন। হাদিস লিখে রাখবে না। আল্লাহর কিতাব আকরে ধরে রাখবে। কিন্তু আজ আমরা কি দেখছি। হাদীস নিয়ে বাড়াবাড়ি। সেখানে কোরআন থাকুক আর না থাকুক। এই সত্য কথা গুলো আজকের আলেম সমাজ অশিকার করছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন আমীন।
আসসালামুয়ালাইকুম হুজুর আমি আমার মেয়েকে মাদ্রাসায় ভর্তি করাতে চাই কিন্তু আমার স্বামী রাজি নন, তাহলে কি আমি আমার সিদ্ধান্তে অটল থাকবো নাকি স্বামীর কথায় রাজি হয়ে যাবো আশা করি ইনশাআল্লাহ আপনি একটি ভালো পরামর্শ জানাবেন
সুনান আবু দাউদ (ইসলামি ফাউন্ডেশন)- হাদিস নং-১৯০৩ সহীহ মুসলিম (ইসলামি ফাউন্ডেশন)- হাদিস নং-২৮২১ "আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি, যা দৃঢ়ভাবে আকড়ে ধরে থাকলে তোমরা পথভ্রষ্ট হবে না। তা হচ্ছে আল্লাহর কিতাব।"
রসুল সা: ভাষণে বলেছিলেন তোমাদের জন্য একটি জিনিষ রেখে যাচ্ছি যা আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবেনা এবং তা হলো কিতুবউল্লাহ আল কুরআন।দুটি জিনিষ নয়, এই কথা হুজুর গণ অতি ভক্তি দেখিয়ে সুন্নত যোগ করে দিয়েছে।
উনার বংশের ভিতর এমন একজন লুক ছিল উনি হয়তো আল্লার ওলি ছিল নয়তো আল্লার খাস কুনো বান্দা ছিল উনার দোয়ায় উনি এই বংশের আলো হয়ে দাঁড়িয়েছে বাংলার জন্য উনি রহমত স্বরুপ আলেমের গভীরতা আছে উনার উনার ভিতরে মারেফতের গেন আছে উনার ভিতরে
বিদায় হজের ভাষণ বিদায় হজে প্রিয় নবীজি (সা.) উপস্থিত সোয়া লাখ সাহাবির উদ্দেশে যে ভাষণ দিয়েছিলেন, তা বিদায় হজের ভাষণ নামে পরিচিত। এটি ছিল তাঁর জীবনের সর্বশেষ আনুষ্ঠানিক ভাষণ, যা তিনি দশম হিজরি সনের নবম জিলহজ আরাফার দিনে মসজিদে নামিরাতে ও জাবালে রহমতের ওপরে এবং পরদিন দশম জিলহজ ঈদ ও কোরবানির দিন মিনাতে প্রদান করেছিলেন। (সিরাতুন নবী (সা.), ইবনে হিশাম (র.), খণ্ড ৪, পৃষ্ঠা ২৭৩-২৭৭)। নবীজি (সা.) তাঁর ভাষণে বলেন: হে লোক সকল! আল্লাহু তাআলা বলেছেন, ‘হে মানবজাতি! আমি তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরে পরিচিত হতে পারো, নিশ্চয় আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্মানিত যে সর্বাধিক পরহেজগার।’ (সুরা ৪৯, হুজুরাত, আয়াত ১৩)। কোনো অনারবের ওপর কোনো আরবের; কোনো আরবের ওপর কোনো অনারবের, এমনিভাবে শ্বেতাঙ্গের ওপর কৃষ্ণাঙ্গের এবং কৃষ্ণাঙ্গের ওপর শ্বেতাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নেই; তবে তাকওয়ার ভিত্তিতে। সব মানুষ আদম (আ.)-এর সন্তান আর আদম (আ.) মাটি দ্বারা সৃষ্ট। এক মুসলমান অপর মুসলমানের ভাই, সব মুসলমান পরস্পর ভাই ভাই; তোমাদের অধীনদের (দাস-দাসীদের) প্রতি খেয়াল রাখবে, তোমরা যা খাবে, তাদেরকে তা খাওয়াবে, তোমরা যা পরিধান করবে, তাদেরকেও তা পরাবে। সাবধান! ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করবে না; কেননা, তোমাদের পূর্ববর্তী বহু জাতি ধর্মীয় বিষয়ে বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়েছে। তোমরা তোমাদের রবের ইবাদত করবে; পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, সন্তুষ্ট চিত্তে সম্পদের জাকাত প্রদান করবে, স্বীয় প্রভুর ঘরে এসে হজ পালন করবে; তাহলে তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে। মানবতার ঐতিহাসিক দলিল বিদায় হজের ভাষণ হয়তো আমি এ বছরের পর এখানে আর কখনো তোমাদের সঙ্গে মিলিত হব না। অচিরেই তোমরা তোমাদের মহান প্রভুর সাক্ষাতে উপনীত হবে। তখন তিনি তোমাদের কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞেস করবেন। তোমাদের কারও কাছে যদি কোনো আমানত গচ্ছিত থাকে, তা তার প্রাপকের নিকট অবশ্যই পৌঁছে দেবে। নিশ্চয়ই সকল প্রকার সুদ রহিত করা হলো। তবে তোমাদের মূলধন বহাল থাকবে। মহান আল্লাহ ফয়সালা দিয়েছেন যে আর কোনো সুদ নয়। আব্বাস ইবনে আবদুল মুত্তালিবের সব সুদ রহিত করা হলো। তোমরা কোনো জুলুম করবে না, বরং তোমাদের প্রতিও কোনো জুলুম করা হবে না। জাহিলি যুগের যত রক্তের দাবি, তা সব রহিত করা হলো। সর্বপ্রথম আমি রবিয়া ইবনে হারিস ইবনে আবদুল মুত্তালিবের শিশুপুত্রের রক্তের দাবি রহিত করলাম। (আল বিদায়া ওয়ান নিহায়া, ইবনে কাসির (র.), খণ্ড ৫, পৃষ্ঠা ১৯৮ ও ৩২০-৩৪২, ই. ফা. বা.)। নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক প্রাপকের জন্য তার অংশ নির্ধারণ করে দিয়েছেন। যে ব্যক্তি নিজের জন্মদাতা ছাড়া অন্যের সঙ্গে নিজের বংশসূত্র স্থাপন করে এবং যে নিজ মনিব ছাড়া অন্যকে মনিব বলে স্বীকার করে, তার ওপর আল্লাহর লানত। সব ঋণ পরিশোধের যোগ্য ও অধিকার, ধারকৃত বস্তু ফেরতযোগ্য, উপঢৌকনেরও বিনিময় প্রদান করা উচিত, জামিনদার জরিমানা আদায় করতে বাধ্য থাকবে। কারও জন্য তার অপর ভাইয়ের কোনো কিছু বৈধ নয়; যতক্ষণ না সে নিজে সন্তুষ্ট চিত্তে প্রদান না করে। কোনো মহিলার জন্য তার স্বামীর অনুমতি ব্যতিরেকে স্বামীর অর্থসম্পদ থেকে কাউকে কিছু দেওয়া বৈধ নয়। তোমরা কখনো একে অন্যের ওপর জুলুম কোরো না। নিশ্চয়ই তোমাদের স্ত্রীদের ওপর তোমাদের অধিকার রয়েছে এবং তোমাদের ওপরও তাদের অধিকার আছে। অতএব হে মানবজাতি! তোমরা আমার কথা অনুধাবন করো। আমি তো পৌঁছে দিয়েছি। আমি তোমাদের মাঝে এমন সুস্পষ্ট দুটি বিষয় (বিধান) রেখে গেলাম, যা দৃঢ়ভাবে ধারণ করলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না: আল্লাহর কিতাব এবং তাঁর নবী (স.)-এর সুন্নাহ। আমি তোমাদের মাঝে জিনিস রেখে গেলাম, আল্লাহর কিতাব এবং আমার (নবী স. এর) ইতরাত (আহলে বাইত)। বিদায় হজযাত্রায় মহানবী (সা.)-র রাগের পেছনে প্রত্যেক মুসলিম অপর মুসলিমের ভাই এবং মুসলিমগণ ভ্রাতৃপ্রতিম। সুতরাং কোনো মুসলিমের জন্য তার ভাইয়ের কোনো কিছু বৈধ নয়, যতক্ষণ না সে সন্তুষ্ট চিত্তে তাকে তা প্রদান করে। অতএব, তোমরা নিজেদের প্রতি জুলুম কোরো না। সকলে শোনো! এখানে উপস্থিতগণ যেন এই বার্তাগুলো অনুপস্থিত লোকদের নিকট পৌঁছে দেয়। হয়তো অনেক অনুপস্থিত লোক উপস্থিত শ্রোতা অপেক্ষা অধিক হেফাজতকারী হবে। অতঃপর নাজিল হয়, ‘আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ করলাম; এবং তোমাদের জন্য ধর্ম হিসেবে ইসলাম দিয়ে আমি সন্তুষ্ট হলাম।’ (আল-কোরআন, পারা ৬, সুরা ৫, মায়িদাহ, আয়াত ৩)।
৪৬/০৯ - বলুন আমি তো কোন নতুন রসুল নই। আমি জানি না , আমার ও তোমাদের সাথে কি ব্যবহার করা হবে। আমি কেবল তারই অনুসরন করি, যা আমার প্রতি ওহী করা হয়। আমি স্পষ্ট সতর্ক কারী বৈ নই।
assa prthibite ekmatro santir dhormo holo islam kintu amader korane hojrot isa A: er kotha bola hoyece r isa A: holo amader nobi r kheistander jisu ta hole ki khristan dhormo ki islam dhormer pasa pasi sthan. ami janar jonno ei prosno ti koreci. amar ei kothar moddhe jodi kono vul hoye thake ta hole amake khoma kore diyean
Assalamu Alaikum But sahi muslim, sahi abu Daud Islamic foundation Bangladesh, here is written only one, ie, Kitabullah.(Al Quran). plese certify it with sura zukhruf 43 number sura, Ayat 43. thanks
আসসালামু আলাইকুম ❤️
কেমন আছেন আপনারা
আলহামদুলিল্লাহ
আপনারা কেমন আছেন
Toha bhi er shate ekbar jogajog korte chai
যোগাযোগের একটা ব্যবোস্তা কোরে দিতে পরবেন???
হুম ভাই যোগাযোকগের একটা বেবস্তা করে দিলে ভালো হতো খুব
আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন
আমি হুজুরের কথা শুনে দ্বীনের পথে ফিরে এসেছি।আলহামদুলিল্লাহ। আমার এখন একটাই লক্ষ্য জান্নাত।
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
Alhamdulillah
আলহামদুলিল্লাহ ✨
আলহামদুলিল্লাহ
সুবাহানাল্লাহ আবু তোহা ভাই কে আল্লাহ্ নেক হায়াত দান করুন।আমিন
Amin
জাঝাকাল্লাহু খাইরন ❤❤❤ আল্লাহ তায়ালা আমাদেরকে বিদায় হজ্জ্বের ভাষন থেকে শিক্ষা নিয়ে সেই অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন আমীন 🤲🤲🤲🤲
আলহামদুলিল্লাহ্,, কতো ভাগ্যবান তারা যারা হেদায়াত পেয়ে আল্লাহর রাস্তায় ফিরে এসেছে |,,,,,,,,.//////.,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
Alhamdulillah from 🇮🇳 Assam
alhamdulellah
আল্লাহ আমাদের সবাইকে সেই ভাগ্যবান মানুষের তালিকায় অন্তর্ভুক্ত করুন। আমিন।
আলহামদুলিল্লাহ ❤
নবীজীর বিদায় হজ্জের ভাষণ শুনলে কান্নায় চোখ ভরে উঠে🥺😭
Mashallah Kub sundror alosona❤❤❤😢😢😢
ধৈর্যশীল হও আল্লাহর ওয়াদা সত্য | অবিশ্বারা যেন তোমাকে বিচলিত না করে...🥀
(সূরা রূম আয়াত ৬০)
আদনান সাহেব সংত্যই বলেছেন।আর অনেক সত্য গোপন করেছেন। হাদিস লিখে রাখবে না। আল্লাহর কিতাব আকরে ধরে রাখবে। কিন্তু আজ আমরা কি দেখছি। হাদীস নিয়ে বাড়াবাড়ি। সেখানে কোরআন থাকুক আর না থাকুক। এই সত্য কথা গুলো আজকের আলেম সমাজ অশিকার করছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন আমীন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদূর রাসুলুল্লাহ ❤❤
সুবহানাল্লাহ্ , আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবর।
আলহামদুলিল্লাহ সবাইকে হেদায়েত দান করুন আমীন
আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করার জন্য ❤
আসসালামুয়ালাইকুম
হুজুর আমি আমার মেয়েকে মাদ্রাসায় ভর্তি করাতে চাই কিন্তু আমার স্বামী রাজি নন, তাহলে কি আমি আমার সিদ্ধান্তে অটল থাকবো নাকি স্বামীর কথায় রাজি হয়ে যাবো
আশা করি ইনশাআল্লাহ আপনি একটি ভালো পরামর্শ জানাবেন
মাশাআল্লাহ
হুজুর আপনার কথা গুলো আমি সব সময় সুনি
মাশাআল্লাহ❤❤❤
আমিও ইনশাআল্লাহ আল্লাহ তায়ালা প্রিয় বান্দা হবো,,,
আলহামদুলিল্লাহ আমিন।
মাশাল্লাহ আল্লাহপাক আপনাকে নেক হায়াত দান করুক আমিন
এই জগতের ক্ষমতার কাছে আমরা মানব জাতি কতটা অসহায় সেটা কে কেও ভেবে দেখেছেন
T
Ami sub somoi tar kotha suni Allah tomi taka hafajuta rakhu😊
লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ
মাশাআল্লাহ 🥰🥰 অনেক সুন্দর আলোচনা
মাশাআল্লাহ,,, আমার দিনই ভাই,,
আপনার কথা শুনে আমি সঠিক পথ খুঁজে পেয়েছি,,,😭🤲🤲🤲
আপনাকে আল্লাহর জন্য আমি বাসি
মানবতার মহান শিক্ষক হযরত মুহাম্মদ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
Alhamdulillah
শুনতে শুনতে চোখে পানি চলে আসল
Masha Allah ❤️
বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম মীম আমিন ইয়া আল্লাহ আমাদের সকলকে নেক হায়াত দান করুন আমিন মাশাআল্লাহ সুবাহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইনশাআল্লাহ আল্লাহ ভরসা লা ই লা হা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম জুম্মা মোবারক ফ্রি ফিলিস্তিনি ❤❤❤
Alhamdulillah amra sesh nobir ummot
আপনার বক্ত হয়ে যাচ্ছি দিন দিন, প্রিয়, 🥰🥰
আলহামদুলিল্লাহ আল্লাহ্ আমাদের ঈমানের সাথে মৃত্যু হয় আমিন
সুনান আবু দাউদ (ইসলামি ফাউন্ডেশন)- হাদিস নং-১৯০৩
সহীহ মুসলিম (ইসলামি ফাউন্ডেশন)- হাদিস নং-২৮২১
"আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি, যা দৃঢ়ভাবে আকড়ে ধরে থাকলে তোমরা পথভ্রষ্ট হবে না। তা হচ্ছে আল্লাহর কিতাব।"
ভাই আপনি ঠিক বলেছেন।
আলহামদুলিল্লাহ কথা গুলো ভালো লাগছে
Allham du lillah❤❤❤
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ , জীবিত মানুষের জন্য ওমরা করা যায়
বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম মীম আমিন ইয়া আল্লাহ আমাদের সকল সৃষ্টির উপর সর্বোত্তম কল্যান শান্তি দান করুন আমিন মাশাআল্লাহ সুবাহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইনশাআল্লাহ আল্লাহ ভরসা লা ই লা হা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম জুম্মা মোবারক ফ্রি ফিলিস্তিনি ❤❤❤
ماشاء الله
আলহামদুলিল্লাহ। আমরা শেষ নবীর উমত হতে পেরেছি। আমিন।
Alhahmdulillah
❤❤❤
ইসলামের প্রচার ও প্রসারের স্বার্থে আমার এই ছোট্ট পথচলা। আপনাদের সবার ভালোবাসা চাই।
দয়া করে এই ছোট্ট বোনটির সাথে যুক্ত হোন।
জাযাকাল্লাহ খাইরান। ❤️❤️
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
Inna salati oa nusuki oa mahyaya oa mamati lillahi rabbul alamin.
Amin Amin ya rabbul alamin almighty eternity mabud maola creator varosa Allah hafez.
❤️❤️❤️❤️❤️❤️
রসুল সা: ভাষণে বলেছিলেন তোমাদের জন্য একটি জিনিষ রেখে যাচ্ছি যা আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবেনা এবং তা হলো কিতুবউল্লাহ আল কুরআন।দুটি জিনিষ নয়, এই কথা হুজুর গণ অতি ভক্তি দেখিয়ে সুন্নত যোগ করে দিয়েছে।
উনার বংশের ভিতর এমন একজন লুক ছিল উনি হয়তো আল্লার ওলি ছিল নয়তো আল্লার খাস কুনো বান্দা ছিল উনার দোয়ায় উনি এই বংশের আলো হয়ে দাঁড়িয়েছে বাংলার জন্য উনি রহমত স্বরুপ আলেমের গভীরতা আছে উনার উনার ভিতরে মারেফতের গেন আছে উনার ভিতরে
জাঝা আহ্ কাললাহ্ খায়ের। 🕋🤲📿🌹🇧🇩
অনেক দিন আগে থেকে,আমার মোবাইলে ডাউনলোড করে রাখছি,, মাঝে মাঝে শুনি
আল্লাহ আকবার🤲
আলহামদুলিল্লাহ
ALLHO APNE KALAMAR USALAI DENAR KHADMOD BASI BASI KORAR GAIBE ALAM HALAM DIAN HAYAT BARIAY DAN AMIN... A TAW H AMAR KOLIJA KOLIJA KOLIJA
আমিন💔💔💔
আল্লাহ্ আমাদের সবাইকে সঠিক পথে চলার তফিক দান করুন আমিন❤
মাশাললাহ
Assalamu walikum kmn asen apnara sby
আলহামদুলিল্লাহ
আপনারা কমন আছেন
❤❤❤❤❤❤❤❤
বইতেও পড়েছি বিদায় হজ্জ।🙂 বাট আজকে তো দেখলাম বইতে অর্ধেরও নাই।
Mashallah
AMIN
দৃষ্টি আকর্ষণ করছি এডমিন কে।
বিদায় হজের পুরোপুরি ভাষণটি বাংলায় লিখে দিলে খুব ভালো হত, একদম হুজুর যে ভাবে বলেছেন সেইভাবে।
বিদায় হজের ভাষণ
বিদায় হজে প্রিয় নবীজি (সা.) উপস্থিত সোয়া লাখ সাহাবির উদ্দেশে যে ভাষণ দিয়েছিলেন, তা বিদায় হজের ভাষণ নামে পরিচিত। এটি ছিল তাঁর জীবনের সর্বশেষ আনুষ্ঠানিক ভাষণ, যা তিনি দশম হিজরি সনের নবম জিলহজ আরাফার দিনে মসজিদে নামিরাতে ও জাবালে রহমতের ওপরে এবং পরদিন দশম জিলহজ ঈদ ও কোরবানির দিন মিনাতে প্রদান করেছিলেন। (সিরাতুন নবী (সা.), ইবনে হিশাম (র.), খণ্ড ৪, পৃষ্ঠা ২৭৩-২৭৭)।
নবীজি (সা.) তাঁর ভাষণে বলেন: হে লোক সকল! আল্লাহু তাআলা বলেছেন, ‘হে মানবজাতি! আমি তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরে পরিচিত হতে পারো, নিশ্চয় আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্মানিত যে সর্বাধিক পরহেজগার।’ (সুরা ৪৯, হুজুরাত, আয়াত ১৩)। কোনো অনারবের ওপর কোনো আরবের; কোনো আরবের ওপর কোনো অনারবের, এমনিভাবে শ্বেতাঙ্গের ওপর কৃষ্ণাঙ্গের এবং কৃষ্ণাঙ্গের ওপর শ্বেতাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নেই; তবে তাকওয়ার ভিত্তিতে। সব মানুষ আদম (আ.)-এর সন্তান আর আদম (আ.) মাটি দ্বারা সৃষ্ট। এক মুসলমান অপর মুসলমানের ভাই, সব মুসলমান পরস্পর ভাই ভাই; তোমাদের অধীনদের (দাস-দাসীদের) প্রতি খেয়াল রাখবে, তোমরা যা খাবে, তাদেরকে তা খাওয়াবে, তোমরা যা পরিধান করবে, তাদেরকেও তা পরাবে। সাবধান! ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করবে না; কেননা, তোমাদের পূর্ববর্তী বহু জাতি ধর্মীয় বিষয়ে বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়েছে। তোমরা তোমাদের রবের ইবাদত করবে; পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, সন্তুষ্ট চিত্তে সম্পদের জাকাত প্রদান করবে, স্বীয় প্রভুর ঘরে এসে হজ পালন করবে; তাহলে তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে।
মানবতার ঐতিহাসিক দলিল বিদায় হজের ভাষণ
হয়তো আমি এ বছরের পর এখানে আর কখনো তোমাদের সঙ্গে মিলিত হব না। অচিরেই তোমরা তোমাদের মহান প্রভুর সাক্ষাতে উপনীত হবে। তখন তিনি তোমাদের কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞেস করবেন। তোমাদের কারও কাছে যদি কোনো আমানত গচ্ছিত থাকে, তা তার প্রাপকের নিকট অবশ্যই পৌঁছে দেবে। নিশ্চয়ই সকল প্রকার সুদ রহিত করা হলো। তবে তোমাদের মূলধন বহাল থাকবে। মহান আল্লাহ ফয়সালা দিয়েছেন যে আর কোনো সুদ নয়। আব্বাস ইবনে আবদুল মুত্তালিবের সব সুদ রহিত করা হলো। তোমরা কোনো জুলুম করবে না, বরং তোমাদের প্রতিও কোনো জুলুম করা হবে না। জাহিলি যুগের যত রক্তের দাবি, তা সব রহিত করা হলো। সর্বপ্রথম আমি রবিয়া ইবনে হারিস ইবনে আবদুল মুত্তালিবের শিশুপুত্রের রক্তের দাবি রহিত করলাম। (আল বিদায়া ওয়ান নিহায়া, ইবনে কাসির (র.), খণ্ড ৫, পৃষ্ঠা ১৯৮ ও ৩২০-৩৪২, ই. ফা. বা.)।
নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক প্রাপকের জন্য তার অংশ নির্ধারণ করে দিয়েছেন। যে ব্যক্তি নিজের জন্মদাতা ছাড়া অন্যের সঙ্গে নিজের বংশসূত্র স্থাপন করে এবং যে নিজ মনিব ছাড়া অন্যকে মনিব বলে স্বীকার করে, তার ওপর আল্লাহর লানত। সব ঋণ পরিশোধের যোগ্য ও অধিকার, ধারকৃত বস্তু ফেরতযোগ্য, উপঢৌকনেরও বিনিময় প্রদান করা উচিত, জামিনদার জরিমানা আদায় করতে বাধ্য থাকবে। কারও জন্য তার অপর ভাইয়ের কোনো কিছু বৈধ নয়; যতক্ষণ না সে নিজে সন্তুষ্ট চিত্তে প্রদান না করে। কোনো মহিলার জন্য তার স্বামীর অনুমতি ব্যতিরেকে স্বামীর অর্থসম্পদ থেকে কাউকে কিছু দেওয়া বৈধ নয়। তোমরা কখনো একে অন্যের ওপর জুলুম কোরো না। নিশ্চয়ই তোমাদের স্ত্রীদের ওপর তোমাদের অধিকার রয়েছে এবং তোমাদের ওপরও তাদের অধিকার আছে।
অতএব হে মানবজাতি! তোমরা আমার কথা অনুধাবন করো। আমি তো পৌঁছে দিয়েছি। আমি তোমাদের মাঝে এমন সুস্পষ্ট দুটি বিষয় (বিধান) রেখে গেলাম, যা দৃঢ়ভাবে ধারণ করলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না: আল্লাহর কিতাব এবং তাঁর নবী (স.)-এর সুন্নাহ। আমি তোমাদের মাঝে জিনিস রেখে গেলাম, আল্লাহর কিতাব এবং আমার (নবী স. এর) ইতরাত (আহলে বাইত)।
বিদায় হজযাত্রায় মহানবী (সা.)-র রাগের পেছনে
প্রত্যেক মুসলিম অপর মুসলিমের ভাই এবং মুসলিমগণ ভ্রাতৃপ্রতিম। সুতরাং কোনো মুসলিমের জন্য তার ভাইয়ের কোনো কিছু বৈধ নয়, যতক্ষণ না সে সন্তুষ্ট চিত্তে তাকে তা প্রদান করে। অতএব, তোমরা নিজেদের প্রতি জুলুম কোরো না। সকলে শোনো! এখানে উপস্থিতগণ যেন এই বার্তাগুলো অনুপস্থিত লোকদের নিকট পৌঁছে দেয়। হয়তো অনেক অনুপস্থিত লোক উপস্থিত শ্রোতা অপেক্ষা অধিক হেফাজতকারী হবে।
অতঃপর নাজিল হয়, ‘আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ করলাম; এবং তোমাদের জন্য ধর্ম হিসেবে ইসলাম দিয়ে আমি সন্তুষ্ট হলাম।’ (আল-কোরআন, পারা ৬, সুরা ৫, মায়িদাহ, আয়াত ৩)।
Durud to my loved prophet.
আমিন
❤❤❤❤❤
onak প্রিয় hojor
Nice
কেউ জদি নাপাক অবস্থায় জানাজার নামাজ পরাই তা হলে কি করতে হবে
অনেক কষ্ট করে ইসলামিক ভিডিও আপলোড করি, আপনাদের দোয়ায় এখন ৪৩৯+ সদস্য হয়েছে! ইনশা-আল্লাহ আপনাদের ভালোবাসায় আরো সামনে এগিয়ে যাবো!!🥰🥰🖤🖤🖤
হুজুর হাদিস নং টা বলে জাবেন।
ওকে
4:51 4:53
Assalamoalaikum
Alhamdulillah
Nice space !!
By the way can you pls tell us online Freelancing job or business is halal or Haram ?
ভাই অনেকে বলে আল কুরআন আর আহলে বাইয়াত জদি কারো কাছে
সহি হাদিস এর পোমান দিবন
ভাই কিভাবে যোগাযোগ কোরবো....???
তার নাম্বার কেও যদি জানেন তাহলে দিয়েন
সম্পুর্ণ বক্তব্যটি কোথায় পাওয়া যাবে প্লিজ জানাবেন 🙏🙏🙏
ইউটিউবে সার্চ দিলে পাবেন। নাহলে গুগুলে পাবেন
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
কোন কিতাবে পেয়েছিস " দুটো জিনিস" রেখে গেলাম।
@@a.t.m.mashudhelal9889 ভাইয়া ইসলাম আমাদের কোমল হতে শিখায়।
১) আল্লাহর পবিত্র কুরআন শরীফ
২) বিশ্বনবী (সঃ) এর হাদিস
@ কোন গ্রন্থে?
ভালো করে পড়ে দেখেন। রাসুল স: শুধুমাত্র কিতাবুল্লাহর কথা বলেছেন। সুন্নাহর কথা বলেন নি।
Adnan vi pho num karo kacy hoy
৪৬/০৯ - বলুন আমি তো কোন নতুন রসুল নই। আমি জানি না , আমার ও তোমাদের সাথে কি ব্যবহার করা হবে। আমি কেবল তারই অনুসরন করি, যা আমার প্রতি ওহী করা হয়। আমি স্পষ্ট সতর্ক কারী বৈ নই।
Mo
assa prthibite ekmatro santir dhormo holo islam kintu amader korane hojrot isa A: er kotha bola hoyece
r isa A: holo amader nobi r kheistander jisu ta hole ki khristan dhormo ki islam dhormer pasa pasi sthan.
ami janar jonno ei prosno ti koreci. amar ei kothar moddhe jodi kono vul hoye thake ta hole amake khoma kore diyean
বিদায় হজের ভাষণে তো আলী আলাইহিস সালামের কথাও বলা হয়েছে, সে কথাগুলো কই? সে কথাগুলো বাদ দিলেন কেন ? এটা আমার প্রশ্ন কেউ জানলে জানাবেন প্লিজ।।।
' মুসলিমদের ' এ কথা বলেন নি।
বলেছেন, ' জনগণ ' ।
Assalamu Alaikum
But sahi muslim, sahi abu Daud Islamic foundation Bangladesh, here is written only one, ie, Kitabullah.(Al Quran).
plese certify it with sura zukhruf 43 number sura, Ayat 43.
thanks
আমি ফজরের নামাজ সময় মত ওটতে মন চায়না একন কি করব আমার মধে কি মুনাফেকের আলামত
Jodi meyeder namaj er niyom niye kicho bolten.
এই জায়গাতেই মানুষ ভুল করে।।।। কুরআন মাজীদ ও নবীর সুন্নাহ নয়।।।নবী বলেছেন কুরআন মাজীদ ও নবীর নূরের বংশধর আহলে বাইত।।।
আদনান ভাই আসসালামু আলাইকুম , আদনান ভাই, হাদিস নিয়ে মিথ্যা বলবেন না বিদায় হজের ভাষণে রাসূল(সা:) শুধুমাএ কুরআন আকড়ে ধরতে বলেছেন।সুন্নাহর কথা বলেন নাই।
😆😆😆😆😆
আপনাকে আল্লাহর জন্য আমি বাসি
Alhamdulillah
হে আল্লাহ আমাদের সবাই কে খমা কর
আল্লাহ আকবার 🤲
❤❤❤
আলহামদুলিল্লাহ
মাশাল্লাহ
Mashallah