অসাধারণ একটি বক্তব্য,,, 👍 দেশকে ভালোবাসুন, দেশের সকল সমস্যা সমাধানে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করুন। 🙏 দেশের সঠিক কাঠামো নির্মিত হবে ইনশাআল্লাহ।।
আমি মনে করি এরকম এক নেতা বাঙালি জাতির জন্য অনেক বড় এক পাওয়া এই হীরাকে আমরা সঠিকভাবে কাজে লাগানোর জন্য সকল বাঙালি জাতিকে অনুরোধ করবো ওনার কথা আমি যত শুনি ততই মুগ্ধ হয়ে যাই বাংলাদেশের 18 কোটি মানুষের অভিভাবক ডঃ ইউনুস স্যারকে অনেক ধন্যবাদ সেলুট স্যার
এতো উন্নত জ্ঞানের অধিকারী, এতো উন্নত চিন্তাধারার রাষ্ট্র নায়ক বাংলাদেশের জনগণ আগে পাই নাই। আল্লাহ পাক আমাদের সবার প্রতি রহমত করুন এবং সবাইকে হাদায়েত করুন। আমীন।
আমি অভিভূত, আশ্চার্যানিত, বিস্মিত, অনুপ্রাণিত হচ্ছি আর ভাবছি আমার 36 বছর বয়সেই নিজেকে শেষ মনে করাটা জীবনের কত বড় অন্যায় ভাবনা ছিল!!!!!! তাই স্যারের নিকট থেকে নতুন একটা শিক্ষা পেলাম দেশকে সেবা দেওয়ার জন্য নির্দিষ্ট কোনো বয়স লাগে না। তাই নতুনভাবে প্রতিজ্ঞাবদ্ধ হলাম যদি কখনো কোনো সুযোগ পাই তাহলে আমৃত্যু দেশের সেবার জন্য নিজেকে বিলিয়ে দিবো ইনশাল্লাহ।
এই বোকা চোদা বাংলাদেশী সরকারটা কি বুঝেছে কি জেনেছে বাংলাদেশের আল্লাহ তাআলাই জানে, হত্যা করা কয়েক শত মানুষ কে শহীদ বলতেসে,তাহলে যুদ্ধটা কোন দেশের বিরুদ্ধে হলো সেনাবাহিনীর কয়টি প্রাণ গেসে শহীদ বললেই সব চুপচাপ,দেশের মানুষকে বোকা বানানো হয়েসে, এটার বিচার বাংলাদেশের আল্লাহ তাআলাই করবে মনে রাখবেন।।
সম্মান জানাই, আপনার মতো একজন দেশ নায়ক অনেক আগেই এদেশের জন্য প্রয়োজন ছিল।সবার কথা আপনি ভাবছেন এজন্য ধন্যবাদ। বাংলাদেশ এ আপনার মতো মানুষের খুব দরকার। স্যালুট জানাই।
এতো উন্নত জ্ঞানের অধিকারী, এতো উন্নত চিন্তাধারার রাষ্ট্র নায়ক বাংলাদেশের জনগণ আগে পাই নাই। আল্লাহ পাক আমাদের সবার প্রতি রহমত করুন এবং সবাইকে হাদায়েত করুন। আমীন।
সকলের উচিত ইউনুস সাহেব কে যার যার অবস্থান থেকে সহায়তা করা, উনি এই বয়সে যদি আমাদের জন্য এত কাজ করতে পারেন তাহলে আমরা কেন উনাকে একটু সহায়তা করতে পারবনা? আপনি এগিয়ে যান, মহান আল্লাহ পাক আপনার সহায় হোন।আমিন
আমার ৪৫ বছরের জীবনে, একবারও কোন রাষ্ট্র প্রধানের বক্তব্য আংশিক কিংবা সম্পূর্ণ শুনিনি। আপনার বক্তব্য তিনবার শুনলাম। এগিয়ে যান স্যার। তারমধ্যে ইত্যাদি ম্যাগাজিন অনুষ্ঠান ছাড়া বিঠিভি দেখিনা। আজ কেন জানি বিটিভি ও দেখা হয়ে গেল।
অতীতে আমরা কোন সরকারের মুখে এত সুন্দর করে মুক্ত ঝরার মত ভাষণ শুনিনি আজ ডক্টর ইউনুস স্যারের ভাষণ মন মন ভরে গেল দোয়া করি আল্লাহ আপনাকে দীর্ঘ জিবি দীর্ঘজীবী করুন
আলহামদুলিল্লাহ , মহান আল্লাহর কাছে শুকরিয়া। একজন ৮৪ বছর বয়সের তরুণ মানুষের বক্তব্য শুনে মুগ্ধ হলাম। আল্লাহ তার মাধ্যমে আমাদের প্রিয় মাতৃভূমিকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে কবুল করুন।
বাংলাদেশের প্রধান উপদেষ্টা কে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। দীর্ঘ ১৭ বছর পরে টিভিতে বসে প্রথম একটি দেশের প্রধানের বক্তব্য শুনলাম। আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত ও সুস্বাস্থ্য দান করার জন্য প্রার্থনা করছি। 1:18
আমিও। আমার এই ৩৮ বছরের জীবনে প্রথম কোনো সরকার প্রধানের কথা এতো মনোযোগ দিয়ে শুনছি।আর আল্লাহর কাছে আমাদের সবার প্রচেষ্টার সফলতার দোয়া করছি। ড. ইউনুসকে দেখলেই একজন আপন মানুষ মনে হয়।আল্লাহ এই মানুটাকে সুস্থ ও নিরাপদ রাখুন।আমাদের দেশের সফলতার জন্য কবুল করুন।আমিন।
৩০মিনিটে পুরো বাংলাদেশের সব সমস্যা সমাধান, পুণবাসন করার কথা খুব সুন্দর করে জনগনের সামনে তুলে ধরলেন,,,সব খাতে নতুন সম্ভবনা তুলে ধরছেন। আমরা আশা রাখব আপনি আমাদের বিশ্বাস রাখবেন🥰
Excellent 👌 statement Sir!! বাংলাদেশের 20 কোটি মানুষের চিন্তাভাবনা ও মনের কথা বলার জন্য মনের ভাব প্রকাশ করার জন্য, সবার মনের আকাঙ্ক্ষা পূরণ করার লক্ষ্যে আপনার অক্লান্ত পরিশ্রমের জন্য আপনাকে অশেষ অশেষ অশেষ ধন্যবাদ! আল্লাহ দীর্ঘজীবী করুক আপনাকে!!
সত্যি অবিশ্বাশ্য, কোনো স্ক্রিপ্ট ছাড়া সাবলীল ভাবে ভাষণ দেওয়া। আল্লাহ তার হায়াৎ কে বাড়িয়ে দিন, যতদিন লাগে এই সংস্কার করতে সময় লাগবে ততো দিন এই সরকার করবেন। আল্লাহ সহায় হন।
একেই বলে শিক্ষাগত যোগ্যতা এবং নোবেল জয়। একটা মানুষ কখনো এমনিতেই নোবেল জয়ী হতে পারেনা। কতটুকু যোগ্যতা থাকলে নোবেল বিজয়ী হতে পারে তার প্রমান পেয়েছি আমরা তার এই বক্তব্যে। তিনি যদি তার কথা মতো কাজ করে তাহলে আল্লাহপাকও তাকে সাহায্য করবে। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি।
একটা শ্রেষ্ঠ লোকের মহামূল্যবান গঠনমূলক জাতীয় স্বার্থের কথাগুলো শুনে অনেক মুগ্ধ হলাম । আমাদের দেশের রাষ্ট্রপ্রধান সহ কোন নেতৃবৃন্দের কাছে, এমন সুন্দর বক্তব্য ইতিপূর্বে আর শোনা যায় নাই । ডঃ ইউনুস স্যারকে সালাম ও শুভেচ্ছা জানাই। প্রাণ ভরে দোয়া করি যাতে এই ভাঙাচুরা রাষ্ট্রযন্ত্র টা কে ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে মেরামত করতে পারেন। এ জাতি অনেক পরিশ্রমী পাশাপাশি তারা অনেক বেশি বেবুঝ । তাই অনুরোধ থাকলো মাঝে মাঝে জ্ঞান দান করে সঠিক পথে ধরে রাখবেন ।
আমি কোন সরকারের ভাষণ শুনে এত খুশি হয়নি। আমাদের প্রাণপ্রিয় ডক্টর ইউনুস স্যারের কথা খুব সুন্দর। প্লিজ স্যার কে আপনারা সুযোগ দেন। দেশটা সুন্দর করে সাজিয়ে দিবে।
বা্ঙলা দেশের বিরাট শক্তি অর্জন করে ফেলে ছে ওরে বাবা রে আমরা ভারতীয়রা সব এবার ইদুরের মত মাটির তলায় লুকিয়ে থাকতে হবে উই পোকার পাখা গজায় '------------ তরে বাঙলা দেশের মাদ্রাসা ছাত্র দের প্রতি
আলহামদুলিল্লাহ শুকরিয়া মহান আল্লাহর দরবারে।একেই বলে যোগ্যতা সম্পূর্ণ প্রধান উপদেষ্টা। ড. ইউনুস স্যারের মত একজন যোগ্য ভাল মনের মানুষ । আল্লাহ তুমি উনার দীর্ঘ নেক হায়াত দান কর।
আলহামদুলিল্লাহ আপনার মত একজন দেশনায়ক পেয়েছি। আপনি বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যে চেষ্টা করে যাচ্ছেন, সে চেষ্টা আরো ফল পশু হবে এটা আমাদের বিশ্বাস এবং আস্তা।
সত্যিই আপনি একজন মহান জ্ঞানের অধিকারী আপনার জন্য শ্রদ্ধা ও ভালোবাসা রইল এবং আপনার কাছে একটা প্রত্যাশা রইল একটি সোনার বাংলাদেশ গড়ার বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার অর্থনীতি ব্যবস্থা আপনার হাত ধরেই উপরে উঠে আসবে এই কামনাই করি
আপনার নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ ইনশাআল্লাহ। অলিখিত জাতির উদ্দেশে ভাষন এই প্রথম শুনলাম টেকনাফ টু তেঁতুলিয়া। আমরা এমন একটা রাষ্ট্র নায়ক চেয়েছি। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।
কথাগুলো অতি চমৎকার, কাজের বিবরণও খুব সুন্দর করে তুলে ধরেছেন, এখন কাজগুলো সুন্দর মতন সমাপ্ত করাই আসল বিষয়। দোয়া করি আল্লাহ আমাদের এই দেশকে সুন্দর ও সত্যি কারের স্বাধীন করে তুলুন।
আল্লাহ আপনাকে এমন কিছু ক্ষমতা দিয়েছেন, যা অনুভব করলেই আমরা মুগ্ধ হই , আপনার কথাতে সত্য ও অনেক মায়া আছে , আশা করি আপনার মাধ্যমে আল্লাহ আমাদের সকলের প্রাপ্যটা দেবেন ,
একটা শ্রেষ্ঠ লোকের মহামূল্যবান গঠনমূলক জাতীয় স্বার্থের কথাগুলো শুনে অনেক মুগ্ধ হলাম । আমাদের দেশের রাষ্ট্রপ্রধান সহ কোন নেতৃবৃন্দের কাছে, এমন সুন্দর বক্তব্য ইতিপূর্বে আর শোনা যায় নাই । ডঃ ইউনুস স্যারকে সালাম ও শুভেচ্ছা জানাই। প্রাণ ভরে দোয়া করি যাতে এই ভাঙাচুরা রাষ্ট্রযন্ত্র টা কে ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে মেরামত করতে পারেন। এ জাতি অনেক পরিশ্রমী পাশাপাশি তারা অনেক বেশি বেবুঝ । তাই অনুরোধ থাকলো মাঝে মাঝে জ্ঞান দান করে সঠিক পথে ধরে রাখবেন ।
এতো উন্নত জ্ঞানের অধিকারী, এতো উন্নত চিন্তাধারার রাষ্ট্র নায়ক বাংলাদেশের জনগণ আগে পাই নাই। আল্লাহ পাক আমাদের সবার প্রতি রহমত করুন এবং সবাইকে হাদায়েত করুন। আমীন।
আলহামদুলিল্লাহ, স্যারের প্রতি বাক্য দেশবাসীর জন্য অনেক মূল্যবান, দল-বলসহ সকল ধর্মের মানুষের বিশাল পাওয়া এইরকম এজন দেশ পরিচালনার জন্য, দ্বায়িত্ব রাষ্ট্রের মর্যাদা বীরোচিত আত্মত্যাগ নিঃস্বার্থ শক্তিমান কাজের জন্য মানুষের প্রান প্রিয় হয়ে উঠেছেন। আমার বয়সে এমন বিচক্ষণ ব্যক্তি এবং মহত্তম প্রথম দেখেছি, আল্লাহ তাআলা যেন প্রতি টি নাগরিকদের আশির্বাদ সরুপ, দেশবাসীর পক্ষ হতে অনুরুধ দেশে নোংরা রাজনৈতি,অন্যায় অবিচার জুলুম নির্যাতন নিপিড়ন অত্যাচার পরিশকার না হওয়া না হয়,এবং সংষ্কার অনুসারে মানুষ সম্মানিত না হওয়া পয্যন্ত দায়িত্ব পালন করার জন্য অনুরুধ জানাচ্ছি।
জীবনে প্রথম কোন রাষ্ট্রপ্রধানের পুরো বক্তব্য প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনেছি। আলহামদুলিল্লাহ, অনেকগুলো বিষয় তিনি উঠিয়ে এনেছেন অবশ্যই রাষ্ট্রের সব কিছুই ভঙ্গুর অবস্থায় উনাকে দায়িত্ব দেয়া হয়েছে। আর সবার সহযোগিতায় তিনি অবশ্যই একটি অসাধারণ রাষ্ট্র আমাদেরকে উপহার দিতে পারবেন। বাংলাদেশের সকল সেক্টরে মন্ত্রণালয়ের বিভাগ ও উপবিভাগে যোগ্য ব্যক্তির ধারা পরিচালনায় এবং বিগত সময়ের সকল অপরাধীর সঠিক বিচার কার্য সম্পাদনে এবং রাষ্ট্রের যাবতীয় সংকট নিরসনে মহান আল্লাহ যেন সহায় হোন।
এই বয়সে আমি প্রথম স্থির ভাবে অলিখিত এরকম বক্তব্য প্রদানের জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ সেলুট দেই স্যারকে, আপনার দীর্ঘায়ু কামনা করি আল্লাহ আপনার ধৈর্য তার মধ্যে উন্নয়ন করার তৌফিক দিন আমিন।
আমাদের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস স্যারের চমৎকার গঠনমূলক বক্তব্য শুনে মুগ্ধ হয়েছি। স্যার আপনি সাহসের সাথে এগিয়ে যান এদেশের ছাত্র জনগন আপনার সাথে আছে। ইনশাআল্লাহ আমরা জয়ী হব।
জীবনের প্রথম কোন সরকারের প্রধান উপদেষ্টার ভাষণ, ২০২৪ সালে এসে শুনলাম, মাশাআল্লাহ উনি এত সুন্দর করে কথা বলেন পেপার ছাড়া গত এক মাসে কি কি কাজ করছে কি কি কাজ করবেন কিন্তু আমাদের মাঝে বলছেন। কত ভালো মনের মানুষ হলে প্রধান হিসেবে,এক মাসে কি কি কাজ করছে কি কি উদ্যোগ নিচে সবকিছু আমাদের সাথে শেয়ার করেছে।
স্যার খুব সুন্দর আলোচনা করেছেন। আপনি সাহস রেখে নির্ভয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যান।কতিপয় সুশীল ছাড়া গোটা বাংলাদেশের জনগণ আপনার সাথে আছে ইনশাআল্লাহ। আমরা বীরের জাতি সমস্ত বাঁধা অতিক্রম করে আরো শক্তিশালী হয়ে আমাদের দেশটাকে গড়ব ইনশাআল্লাহ। ❤️🇧🇩❤️🇧🇩❤️🇧🇩
কখনো এমন ভাষণ শুনতে পাইনি। এতো সুন্দর না দেখে। কোন কাগজ এ লেখা নেই, বিন্দুমাত্র ভুলত্রুটি হীন ভাষণ। অসাধারণ, মাশাআল্লাহ এ বয়সে ও এতো সুন্দর কথা বলার ক্ষমতা রাখেন।
In front of him there is a big monitor with text in big font. Dr. Yunus is reading it. No statesman gives extemporaneous speech. However, it's a very substantive, encouraging and excellent speech. There is no political loose talks like our corrupt politicians usually deliver. Big congratulations.
@@mohammadashraf1671 তার সামনে স্ক্িন থাকলেও বা না থাকলেও কোন অসুবিধা নেই। কারন তিনি এমনিতেই গুছিয়ে বলতে পারেন। এটা তার অন্যান্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লেকচার আছে, বক্তব্য আছে। আর লিখে বা দেখে বলা ভালো, যার জন্য কোন পয়েন্ট হারানোর সম্ভাবনা নেই।
কোন স্ক্রিপ্ট ছাড়াই এবং না দেখে এত সুন্দর লম্বা ভাষন দিলেন। যা যা করেছেন এবং আগামীতে যা করবেন সবই তুলে ধরেছেন। কোন মিথ্যা নেই নেই কোন গোজামিল। বিগত সরকাররা কখনো এইভাবে বলতে পেরেছে? তাদের মধ্যে কোন সৎ সাহস ছিল এমন বক্তব্য দেওয়ার। অনেক অনেক ধন্যবাদ ডক্টর এবং ইউনুস স্যারকে। মন থেকে অনেক দোয়া ও শুভকামনা।
Door bookaa , oor samne screen achhe oi dekhe bhadon maarse, kichhudin por Sonar Bangladesh ke Iran baniye America er haate tule debe aar paliye jabe. Yunus, tomar passport dekhaao. Tumi kon desher nagarik ? Konodin Bangladesh e vote diyechho? Tumi America r Dalal.
জীবনে কোনোদিন এত আগ্রহ নিয়ে, সরকার প্রধানের বক্তব্য শুনিনি। স্যারের প্রতিটা বক্তব্য শুরু থেকে সম্পুর্ন শুনি এখন। কারণ দেশটার অগ্রগতির জন্য চরম আগ্রহে আছি❤️
অসাধারণ একটা ভাষন,যার পুরোটাই দেশের কথা ভেবে দেশের কল্যানের চিন্তা করে বলা,দেশকে ভালোবাসা কাকে বলে,মানুষকে সম্মান দিয়ে কিভাবে কথা বলতে হয় এটা উনার কাছ থেকে শিখতে হবে আমাদের রাজনীতিবিদ দের,যারা দেশকে সত্যিই ভালোবাসেন তারা উনার পাশে থেকে দেশটা সংস্কার করতে দিন,নইলে ক্ষতিটা আমাদের ই,হাজার শুকরিয়া আল্লাহ তায়ালার যে উনার মতো একজন মানুষ আমাদের দেশের সন্তান,আল্লাহ উনাকে নেক হায়াত দান করুন
মাশাআল্লাহ আমাদের মাননীয় প্রধান ডঃ মুহাম্মদ ইউনূস স্যারকে অনেক, অনেক দোয়া রইল। উনার উপর আমাদের বিশ্বাস ও আস্থা আছে আপনি এগিয়ে যান আমরা আছি আপনার পাশে ইনশাআল্লাহ।
সম্পূর্ণ বক্তব্যটা মনোযোগ দিয়ে শুনলাম অত্যন্ত চমৎকার বক্তব্য দিয়েছেন ডক্টর ইউনুস আমার বিশ্বাস ডঃ ইউনুস এর হাত ধরে বাংলাদেশে এগিয়ে যাবে বাংলাদেশের সাধারণ মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা রাখছে এবং রাখবে দোয়া রইলো এই সরকারের জন্❤
আল'হামদুলিল্লাহ এ এক অসাধারণ দিকনির্দেশনামূলক অনুপ্রেরণাদায়ী বিরল ভাষণ। আল্লাহ আমাদের মহাসম্মানিত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনুস ও ওনার সম্মানিত সহকর্মীদের উপর খাছ রহমত নাজিল করুন এবং দেশের জনগণকে সুখে ও শান্তিতে রাখুন। আমীন!
উনার বক্তব্যে কি এক অপূর্ব বাস্তবতা!এমন একজনকে দেশ পেয়েছে যার প্রতিটা শব্দ উচ্চারণের মধ্যে রয়েছে কঠিন দৃঢ়তা এবং সৎ সাহস রয়েছে আত্মবিশ্বাস। আল্লাহ সহায় হোন।
এই প্রথম ৩৩ মিনিটের বক্তব্য শুনলাম।এত সুন্দর করে না ঠেকে বললো কোনো লেখিত ছাড়া।আমি অনেক বেশি অবাক হইছি।এরকম শিক্ষিত জ্ঞানী কাওকেই তো দরকার। আমি চাই সে ১০ বছর থাকুক।
ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা জানিয়ে বলার মত ভাষা হারিয়ে ফেলছি। এক কথায় অসাধারণ বক্তব্য। এই বিশ্বে মনে হয় আর একজনের ও জন্ম হয় হয়নি এরকম বক্তব্য দেওয়ার জাতির জন্য।
মাশাআল্লাহ, দেশের এই ক্রান্তি লগ্নে অত্যন্ত ধৈর্যের সহিত এত সুন্দর দিকনির্দেশনা ও গঠনমূলক বক্তব্য শুনে মুগ্ধ হলাম। জাতি হিসেবে আমরা আজ গর্বিত। আপনাকে নিয়ে সমগ্র জাতি এমনটিই প্রত্যাশা করে।আপনার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা সহ বর্তমানে কন্টাকীর্ণ পরিবেশে সাহসিকতার সহিত মোকাবেলা করে জয়ী হবেন ইনশাআল্লাহ।
আমি একজন প্রবাসী ,,আমি আমার পরিবার এবং আমরা যারা দেশকে মনে লালন করে এই দুর প্রবাসে প্রতিটি দিন পার করতেছি আমাদের সবার সমর্থন এই সরকারের প্রতি আছে এবং থাকবে ,,আপনারা এগিয়ে যান আপনাদের প্রতি শুভকামনা রইল ,,,, আল্লাহ আমার দেশের প্রতি রহম করুন।। আমিন
অসাধারণ একটি বক্তব্য,,, 👍
দেশকে ভালোবাসুন, দেশের সকল সমস্যা সমাধানে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করুন। 🙏
দেশের সঠিক কাঠামো নির্মিত হবে ইনশাআল্লাহ।।
4:34
6:09
জ্ঞান vs ইন্ডিয়া 😂,, কাকু ইন্ডিয়াতে পাওয়ার বেশি চলে, আর বাংলাদেশে জ্ঞান বেশি চলছে এখন 😂😂😂,, keep it up 🤪🤪🇮🇳
জ্ঞান vs ইন্ডিয়া 😂,, কাকু ইন্ডিয়াতে পাওয়ার বেশি চলে, আর বাংলাদেশে জ্ঞান বেশি চলছে এখন 😂😂😂,, keep it up 🤪🤪🇮🇳
জ্ঞান vs ইন্ডিয়া 😂,, কাকু ইন্ডিয়াতে পাওয়ার বেশি চলে, আর বাংলাদেশে জ্ঞান বেশি চলছে এখন 😂😂😂,, keep it up 🤪🤪🇮🇳
আমি মনে করি এরকম এক নেতা বাঙালি জাতির জন্য অনেক বড় এক পাওয়া এই হীরাকে আমরা সঠিকভাবে কাজে লাগানোর জন্য সকল বাঙালি জাতিকে অনুরোধ করবো ওনার কথা আমি যত শুনি ততই মুগ্ধ হয়ে যাই বাংলাদেশের 18 কোটি মানুষের অভিভাবক ডঃ ইউনুস স্যারকে অনেক ধন্যবাদ সেলুট স্যার
এতো উন্নত জ্ঞানের অধিকারী, এতো উন্নত চিন্তাধারার রাষ্ট্র নায়ক বাংলাদেশের জনগণ আগে পাই নাই।
আল্লাহ পাক আমাদের সবার প্রতি রহমত করুন এবং সবাইকে হাদায়েত করুন।
আমীন।
ড. ইউনূস স্যারকে আমরা ১০ বছর এর জন্য চাই । বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ড. ইউনূস স্যারকে দরকার বলে আমি মনে করি।
আমি অভিভূত, আশ্চার্যানিত, বিস্মিত, অনুপ্রাণিত হচ্ছি আর ভাবছি আমার 36 বছর বয়সেই নিজেকে শেষ মনে করাটা জীবনের কত বড় অন্যায় ভাবনা ছিল!!!!!! তাই স্যারের নিকট থেকে নতুন একটা শিক্ষা পেলাম দেশকে সেবা দেওয়ার জন্য নির্দিষ্ট কোনো বয়স লাগে না। তাই নতুনভাবে প্রতিজ্ঞাবদ্ধ হলাম যদি কখনো কোনো সুযোগ পাই তাহলে আমৃত্যু দেশের সেবার জন্য নিজেকে বিলিয়ে দিবো ইনশাল্লাহ।
আলহামদুলিল্লাহ,,ডঃ ইউনুস স্যারের প্রতিটি কথাই যেন দেশ ও জাতির স্বার্থে।
জ্ঞান vs ইন্ডিয়া 😂,, কাকু ইন্ডিয়াতে পাওয়ার বেশি চলে, আর বাংলাদেশে জ্ঞান বেশি চলছে এখন 😂😂😂,, keep it up 🤪🤪🇮🇳
এই বোকা চোদা বাংলাদেশী সরকারটা কি বুঝেছে কি জেনেছে বাংলাদেশের আল্লাহ তাআলাই জানে, হত্যা করা কয়েক শত মানুষ কে শহীদ বলতেসে,তাহলে যুদ্ধটা কোন দেশের বিরুদ্ধে হলো সেনাবাহিনীর কয়টি প্রাণ গেসে শহীদ বললেই সব চুপচাপ,দেশের মানুষকে বোকা বানানো হয়েসে, এটার বিচার বাংলাদেশের আল্লাহ তাআলাই করবে মনে রাখবেন।।
❤
স্যালুট স্যার, মন ভরে গেল খুব সুন্দর গঠনমূলক বক্তব্য দিয়েছেন।
এটাই তো জাতি আপনার কাছে আশা করছে।
মাশা আল্লাহ্ স্যার সেলুট,আপনিই পারবেন এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে।
আলহামদুলিল্লাহ্। মনটা ভরে গেলো স্যারের বক্তব্য শুনে।আল্লাহপাক কবুল করুক।আমিন
সম্মান জানাই, আপনার মতো একজন দেশ নায়ক অনেক আগেই এদেশের জন্য প্রয়োজন ছিল।সবার কথা আপনি ভাবছেন এজন্য ধন্যবাদ। বাংলাদেশ এ আপনার মতো মানুষের খুব দরকার। স্যালুট জানাই।
এতো উন্নত জ্ঞানের অধিকারী, এতো উন্নত চিন্তাধারার রাষ্ট্র নায়ক বাংলাদেশের জনগণ আগে পাই নাই।
আল্লাহ পাক আমাদের সবার প্রতি রহমত করুন এবং সবাইকে হাদায়েত করুন।
আমীন।
আসলে আমরা বাংলাদেশীরা ওনার যোগ্যতাকে ধারণ করার মত যোগ্য নই। উনি যে কী করতে পারেন দেশের জন্য, সে ধারণাই আমাদের নেই।
কথা শুনে মুগ্ধ হলাম স্যার। স্যালুট জানাই সকল মানুষের পক্ষ থেকে। ♥️♥️♥️❤️❤️❤️❤️🌷🌷🌷
সকলের উচিত ইউনুস সাহেব কে যার যার অবস্থান থেকে সহায়তা করা, উনি এই বয়সে যদি আমাদের জন্য এত কাজ করতে পারেন তাহলে আমরা কেন উনাকে একটু সহায়তা করতে পারবনা? আপনি এগিয়ে যান, মহান আল্লাহ পাক আপনার সহায় হোন।আমিন
আমার ৪৫ বছরের জীবনে, একবারও কোন রাষ্ট্র প্রধানের বক্তব্য আংশিক কিংবা সম্পূর্ণ শুনিনি।
আপনার বক্তব্য তিনবার শুনলাম। এগিয়ে যান স্যার।
তারমধ্যে ইত্যাদি ম্যাগাজিন অনুষ্ঠান ছাড়া বিঠিভি দেখিনা। আজ কেন জানি বিটিভি ও দেখা হয়ে গেল।
আমিও সেইম।
আমিও
Same bro ❤❤
Me too
আমি ও, বাই
বাংলাদেশের প্রধান উপদেষ্টা কে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত ও সুস্বাস্থ্য দান করার জন্য প্রার্থনা করছি।
আমীন
প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি , আমরা এমন একজন দেশরত্ন পেয়েছি, সবাই মিলে স্যার কে সহযোগিতা করার জন্য একমত পোষণ করি।
অতীতে আমরা কোন সরকারের মুখে এত সুন্দর করে মুক্ত ঝরার মত ভাষণ শুনিনি আজ ডক্টর ইউনুস স্যারের ভাষণ মন মন ভরে গেল দোয়া করি আল্লাহ আপনাকে দীর্ঘ জিবি দীর্ঘজীবী করুন
দাবীর নামে বিশৃংখলা না করে, ইউনুস স্যার কে তার কাজ করতে দিন। তাকে সহায়তা করুন। দেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ ❤
ঠিক তাই
এটাই শেষ সুযোগ।
ইনশাআল্লাহ
I also believe.
@@wahidarowshonjhumur1282 InshaAllah
আমি মনে করি বাঙালি জাতি ১জন সুযোগ্য ও ভদ্র অভিভাবক পেয়েছে, তাই সবাই মিলে ধৈর্যের সঙ্গে ওনাকে সহযোগিতা করা আবশ্যক।
You are right
উনি কি বক্তব্যের শুরুতে বিসমিল্লাহ বলেছিলেন?
বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা বলেছিলেন?
আলহামদুলিল্লাহ , মহান আল্লাহর কাছে শুকরিয়া। একজন ৮৪ বছর বয়সের তরুণ মানুষের বক্তব্য শুনে মুগ্ধ হলাম। আল্লাহ তার মাধ্যমে আমাদের প্রিয় মাতৃভূমিকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে কবুল করুন।
এ যেন মুক্ত ঝরা কথার মালা। মন ভরে গেলো ও হৃদয় ছুঁয়ে গেলো।। আমাদের বাংলাদেশের সেরা রত্ন ও শ্রেষ্ঠ সম্পদ ডঃ ইউনুস স্যার। স্যালুট স্যার।।
বাংলাদেশের প্রধান উপদেষ্টা কে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত ও সুস্বাস্থ্য দান করার জন্য প্রার্থনা করছি।
আল্লাহ আপনার দীর্ঘ হায়াত ও সুস্বাস্থ্য দান করুক। ধন্যবাদ স্যার।
Amin
বাংলাদেশের প্রধান উপদেষ্টা কে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। দীর্ঘ ১৭ বছর পরে টিভিতে বসে প্রথম একটি দেশের প্রধানের বক্তব্য শুনলাম। আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত ও সুস্বাস্থ্য দান করার জন্য প্রার্থনা করছি। 1:18
আমিন
আমিও। আমার এই ৩৮ বছরের জীবনে প্রথম কোনো সরকার প্রধানের কথা এতো মনোযোগ দিয়ে শুনছি।আর আল্লাহর কাছে আমাদের সবার প্রচেষ্টার সফলতার দোয়া করছি। ড. ইউনুসকে দেখলেই একজন আপন মানুষ মনে হয়।আল্লাহ এই মানুটাকে সুস্থ ও নিরাপদ রাখুন।আমাদের দেশের সফলতার জন্য কবুল করুন।আমিন।
Amio
৩০মিনিটে পুরো বাংলাদেশের সব সমস্যা সমাধান, পুণবাসন করার কথা খুব সুন্দর করে জনগনের সামনে তুলে ধরলেন,,,সব খাতে নতুন সম্ভবনা তুলে ধরছেন।
আমরা আশা রাখব আপনি আমাদের বিশ্বাস রাখবেন🥰
আলহামদুলিল্লাহ ডক্টর ইউনুস স্যারের বক্তব্য শুনে খুব খুশি হয়েছি শ্রদ্ধা রইলো আপনার প্রতি
সত্যি কথা বলতে আমি আজ পযন্ত এত ধৈর্য নিয়ে কারো বক্তব্য শেষ পযন্ত শুনিনি।কিন্তু ড. ইউনুসের দেওয়া পুরো ভাষন শুনলাম। ওনি বাংলাদেশের অহংকার।
Excellent 👌 statement Sir!! বাংলাদেশের 20 কোটি মানুষের চিন্তাভাবনা ও মনের কথা বলার জন্য মনের ভাব প্রকাশ করার জন্য, সবার মনের আকাঙ্ক্ষা পূরণ করার লক্ষ্যে আপনার অক্লান্ত পরিশ্রমের জন্য আপনাকে অশেষ অশেষ অশেষ ধন্যবাদ! আল্লাহ দীর্ঘজীবী করুক আপনাকে!!
এক কথায় অসাধারণ। ৮০ বছর বয়সের একজন মানুষ এত সুন্দর সাবলীল ভাবে স্ক্রিপ্ট ছাড়া এত সুন্দর বক্তব্য দিয়েছেন যা সত্যিই প্রশংসনীয়।
He is reading the digital script.
রাইট।তার সামনে ভেষে উঠছে সব লেখা।@@mdislam6381
৮৫ বছর বয়স হয়েছে, ১৯৪০ সালে জন্ম উনার।
সত্যি অবিশ্বাশ্য, কোনো স্ক্রিপ্ট ছাড়া সাবলীল ভাবে ভাষণ দেওয়া। আল্লাহ তার হায়াৎ কে বাড়িয়ে দিন, যতদিন লাগে এই সংস্কার করতে সময় লাগবে ততো দিন এই সরকার করবেন। আল্লাহ সহায় হন।
100%Right.
একেই বলে শিক্ষাগত যোগ্যতা এবং নোবেল জয়। একটা মানুষ কখনো এমনিতেই নোবেল জয়ী হতে পারেনা। কতটুকু যোগ্যতা থাকলে নোবেল বিজয়ী হতে পারে তার প্রমান পেয়েছি আমরা তার এই বক্তব্যে। তিনি যদি তার কথা মতো কাজ করে তাহলে আল্লাহপাকও তাকে সাহায্য করবে। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি।
জীবনে এই প্রথম কোন রাষ্ট্রপ্রধানের বক্তব্য এত মনোযোগ সহকারে দুইবার শুনলাম, কত যে কাজ করতে হয় সরকার প্রধানের, এগিয়ে যান স্যার সাথে আছি।
একটা শ্রেষ্ঠ লোকের মহামূল্যবান গঠনমূলক জাতীয় স্বার্থের কথাগুলো শুনে অনেক মুগ্ধ হলাম । আমাদের দেশের রাষ্ট্রপ্রধান সহ কোন নেতৃবৃন্দের কাছে, এমন সুন্দর বক্তব্য ইতিপূর্বে আর শোনা যায় নাই । ডঃ ইউনুস স্যারকে সালাম ও শুভেচ্ছা জানাই। প্রাণ ভরে দোয়া করি যাতে এই ভাঙাচুরা রাষ্ট্রযন্ত্র টা কে ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে মেরামত করতে পারেন। এ জাতি অনেক পরিশ্রমী পাশাপাশি তারা অনেক বেশি বেবুঝ । তাই অনুরোধ থাকলো মাঝে মাঝে জ্ঞান দান করে সঠিক পথে ধরে রাখবেন ।
আমি কোন সরকারের ভাষণ শুনে এত খুশি হয়নি। আমাদের প্রাণপ্রিয় ডক্টর ইউনুস স্যারের কথা খুব সুন্দর। প্লিজ স্যার কে আপনারা সুযোগ দেন। দেশটা সুন্দর করে সাজিয়ে দিবে।
baab lagato tai onik sondor bason
কী শুনে খুশি হয়েছেন?
Right
বা্ঙলা দেশের বিরাট শক্তি অর্জন করে ফেলে ছে ওরে বাবা রে আমরা ভারতীয়রা সব এবার ইদুরের মত মাটির তলায় লুকিয়ে থাকতে হবে উই পোকার পাখা গজায় '------------ তরে বাঙলা দেশের মাদ্রাসা ছাত্র দের প্রতি
স্বাধীন বাংলায় লুট হওয়ার জন্য খুশি হয়েছে
জন্মের পর প্রথম একজন সরকার প্রধান, দেখার সৌভাগ্য হয়েছে, দেশপ্রেম এ ভরা যার হ্দয়, আল্লাহ আপনি ড. ইউনুস স্যারের নেক হায়াত দারাজ করুন।
😢 সত্যি কথা বলেছেন ভাই
আমিন
Amin❤
আমিন, আমিন 33:10 আল্লাহ তায়ালা ডা. ইউনুস কে অনেক দিন বাচিয়ে রাখুক দোয়া সব সময় থাকবে ওনার জন্য
আমিন❤❤
আলহামদুলিল্লাহ শুকরিয়া মহান আল্লাহর দরবারে।একেই বলে যোগ্যতা সম্পূর্ণ প্রধান উপদেষ্টা। ড. ইউনুস স্যারের মত একজন যোগ্য ভাল মনের মানুষ । আল্লাহ তুমি উনার দীর্ঘ নেক হায়াত দান কর।
আলহামদুলিল্লাহ আপনার মত একজন দেশনায়ক পেয়েছি। আপনি বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যে চেষ্টা করে যাচ্ছেন, সে চেষ্টা আরো ফল পশু হবে এটা আমাদের বিশ্বাস এবং আস্তা।
উনি কি বক্তব্যের শুরুতে বিসমিল্লাহ বলেছিলেন?
বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা বলেছিলেন?
জন্মের পর প্রথম একজন সরকার প্রধান, দেখার সৌভাগ্য হয়েছে, দেশপ্রেম এ ভরা যার হ্দয়, আল্লাহ আপনি ড. ইউনুস স্যারের নেক হায়াত দারাজ করুন।
যে মানুষ দেশ ও দেশের মানুষের উন্নতির কামনা করে, সেই এভাবে অনর্গল বলে যাচ্ছেন, উনার মনে সব এই উদ্যোগ আঁকড়ে ধরে রেখেছেন,, আলহামদুলিল্লাহ।
সত্যিই আপনি একজন মহান জ্ঞানের অধিকারী আপনার জন্য শ্রদ্ধা ও ভালোবাসা রইল এবং আপনার কাছে একটা প্রত্যাশা রইল একটি সোনার বাংলাদেশ গড়ার বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার অর্থনীতি ব্যবস্থা আপনার হাত ধরেই উপরে উঠে আসবে এই কামনাই করি
এতো সুন্দর কথা গুলো আমি শুনলাম। যা কখনো শুনতে পাইনি। তাই হাজার সালাম সার।
❤❤❤❤
আপনার নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ ইনশাআল্লাহ। অলিখিত জাতির উদ্দেশে ভাষন এই প্রথম শুনলাম টেকনাফ টু তেঁতুলিয়া। আমরা এমন একটা রাষ্ট্র নায়ক চেয়েছি। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।
কথাগুলো অতি চমৎকার, কাজের বিবরণও খুব সুন্দর করে তুলে ধরেছেন, এখন কাজগুলো সুন্দর মতন সমাপ্ত করাই আসল বিষয়।
দোয়া করি আল্লাহ আমাদের এই দেশকে সুন্দর ও সত্যি কারের স্বাধীন করে তুলুন।
অনেক সুন্দর ও বাস্তবতার নিরিখে একটি স্বাধীন ভাষণ। সংশ্লিষ্ট সকলের প্রতি রইলো নিরন্তর শুভকামনা।
তারমত এত সুন্দর ভাবে কথা বুঝি বলার মতো আমার জানামতে কোনো রাষ্টে নাই,,,ড:মো: ইউনুস স্যার অনেক সুন্দর ভাবে কথা বলে,,,❤❤
জ্ঞান vs ইন্ডিয়া 😂,, কাকু ইন্ডিয়াতে পাওয়ার বেশি চলে, আর বাংলাদেশে জ্ঞান বেশি চলছে এখন 😂😂😂,, keep it up 🤪🤪🇮🇳
এত সুন্দর উপস্থাপনা সত্যিই অবিশ্বাস্য
এমন একজনকেই আশা করেছিলাম যে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করবে
অনতি বিলম্বে চুপ্পূকে বঙ্গভবন থেকে ধাক্কা দিয়ে সরানো হোক
আল্লাহ আপনাকে এমন কিছু ক্ষমতা দিয়েছেন, যা অনুভব করলেই আমরা মুগ্ধ হই , আপনার কথাতে সত্য ও অনেক মায়া আছে , আশা করি আপনার মাধ্যমে আল্লাহ আমাদের সকলের প্রাপ্যটা দেবেন ,
একটা শ্রেষ্ঠ লোকের মহামূল্যবান গঠনমূলক জাতীয় স্বার্থের কথাগুলো শুনে অনেক মুগ্ধ হলাম । আমাদের দেশের রাষ্ট্রপ্রধান সহ কোন নেতৃবৃন্দের কাছে, এমন সুন্দর বক্তব্য ইতিপূর্বে আর শোনা যায় নাই । ডঃ ইউনুস স্যারকে সালাম ও শুভেচ্ছা জানাই। প্রাণ ভরে দোয়া করি যাতে এই ভাঙাচুরা রাষ্ট্রযন্ত্র টা কে ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে মেরামত করতে পারেন। এ জাতি অনেক পরিশ্রমী পাশাপাশি তারা অনেক বেশি বেবুঝ । তাই অনুরোধ থাকলো মাঝে মাঝে জ্ঞান দান করে সঠিক পথে ধরে রাখবেন ।
ধন্যবাদ
আমি চাই ডক্টর ইউনুস যত দিন বেচে থাকবে তত দিন ক্ষমতায় থাকবে!এ জাতি আপনাকে ভোট দিয়ে দিয়েছে! ১০০ বছরের জন্য! আমরা চাই মহান আল্লাহ যেন আপনাকে আরো ১০০বছর হায়াত দান করুন!
আমীন
এতো উন্নত জ্ঞানের অধিকারী, এতো উন্নত চিন্তাধারার রাষ্ট্র নায়ক বাংলাদেশের জনগণ আগে পাই নাই।
আল্লাহ পাক আমাদের সবার প্রতি রহমত করুন এবং সবাইকে হাদায়েত করুন।
আমীন।
আল্লহুম্মা আমিন ইয়া রববাল আলামিন
স্যার আপনাকে পেয়ে আমরা গর্বিত
আলহামদুলিল্লাহ এমন একটা প্রেসিডেন্ট পেয়ে আমরা গর্বিত
জ্ঞান vs ইন্ডিয়া 😂,, কাকু ইন্ডিয়াতে পাওয়ার বেশি চলে, আর বাংলাদেশে জ্ঞান বেশি চলছে এখন 😂😂😂,, keep it up 🤪🤪🇮🇳
উনি প্রধানমন্ত্রী পদমর্যাদার। প্রেসিডেন্ট নন।
আলহামদুলিল্লাহ, স্যারের প্রতি বাক্য দেশবাসীর জন্য অনেক মূল্যবান, দল-বলসহ সকল ধর্মের মানুষের বিশাল পাওয়া এইরকম এজন দেশ পরিচালনার জন্য, দ্বায়িত্ব রাষ্ট্রের মর্যাদা বীরোচিত আত্মত্যাগ নিঃস্বার্থ শক্তিমান কাজের জন্য মানুষের প্রান প্রিয় হয়ে উঠেছেন। আমার বয়সে এমন বিচক্ষণ ব্যক্তি এবং মহত্তম প্রথম দেখেছি, আল্লাহ তাআলা যেন প্রতি টি নাগরিকদের আশির্বাদ সরুপ, দেশবাসীর পক্ষ হতে অনুরুধ দেশে নোংরা রাজনৈতি,অন্যায় অবিচার জুলুম নির্যাতন নিপিড়ন অত্যাচার পরিশকার না হওয়া না হয়,এবং সংষ্কার অনুসারে মানুষ সম্মানিত না হওয়া পয্যন্ত দায়িত্ব পালন করার জন্য অনুরুধ জানাচ্ছি।
জাতির শ্রেষ্ঠ সন্তান কে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা আছি আপনার সাথে স্যার এগিয়ে যান,, অসাধারণ বক্তব্য
মুনাফেক
আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ডঃ ইউনুস স্যার সুন্দর ভাবে দেশ চালানোর জন্য শক্তি ও তৌফিক দান করুক
জীবনে প্রথম কোন রাষ্ট্রপ্রধানের পুরো বক্তব্য প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনেছি। আলহামদুলিল্লাহ, অনেকগুলো বিষয় তিনি উঠিয়ে এনেছেন অবশ্যই রাষ্ট্রের সব কিছুই ভঙ্গুর অবস্থায় উনাকে দায়িত্ব দেয়া হয়েছে। আর সবার সহযোগিতায় তিনি অবশ্যই একটি অসাধারণ রাষ্ট্র আমাদেরকে উপহার দিতে পারবেন।
বাংলাদেশের সকল সেক্টরে মন্ত্রণালয়ের বিভাগ ও উপবিভাগে যোগ্য ব্যক্তির ধারা পরিচালনায় এবং বিগত সময়ের সকল অপরাধীর সঠিক বিচার কার্য সম্পাদনে এবং রাষ্ট্রের যাবতীয় সংকট নিরসনে মহান আল্লাহ যেন সহায় হোন।
এই বয়সে আমি প্রথম স্থির ভাবে অলিখিত এরকম বক্তব্য প্রদানের জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ সেলুট দেই স্যারকে, আপনার দীর্ঘায়ু কামনা করি আল্লাহ আপনার ধৈর্য তার মধ্যে উন্নয়ন করার তৌফিক দিন আমিন।
এমন সরকার প্রধানই আমরা চেয়েছিলাম। আপনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করব🤲🤲
বাংলাদেশের প্রধান উপদেষ্টার বক্তব্য শুনে খুব খুশি হয়েছি। শুভকামনা ও শ্রদ্ধা রাখছি ।
আমাদের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস স্যারের চমৎকার গঠনমূলক বক্তব্য শুনে মুগ্ধ হয়েছি।
স্যার আপনি সাহসের সাথে এগিয়ে যান এদেশের ছাত্র জনগন আপনার সাথে আছে।
ইনশাআল্লাহ আমরা জয়ী হব।
ব্যক্তব্যে কোনও স্কিপ প্রয়োজন নেই। অসাধারণ ব্যক্তব্য।
এরকম প্রতিটি মানুষের মাঝে দেশপ্রেম থাকা অতি প্রয়োজন।
জীবনের প্রথম কোন সরকারের প্রধান উপদেষ্টার ভাষণ, ২০২৪ সালে এসে শুনলাম, মাশাআল্লাহ উনি এত সুন্দর করে কথা বলেন পেপার ছাড়া গত এক মাসে কি কি কাজ করছে কি কি কাজ করবেন কিন্তু আমাদের মাঝে বলছেন। কত ভালো মনের মানুষ হলে প্রধান হিসেবে,এক মাসে কি কি কাজ করছে কি কি উদ্যোগ নিচে সবকিছু আমাদের সাথে শেয়ার করেছে।
Amin
পেপার উনি নিজে সাজিয়ে তৈরী করে তা দেখে বলতেছেন।বাংলাদেশের ইতিহাস এবং অদূর ভবিষ্যতেও ওনার মতো কেউ আসবে না।
তার সামনে প্রজেক্টের আছে৷ মুরুব্বি মুরুব্বি হুহু উহু উহু
@@shojibislam2564 Seta sabhabik. script chara esob bolao possibke na
প্রজেক্টর এর পিছনে আপনি @@shojibislam2564
স্যার খুব সুন্দর আলোচনা করেছেন।
আপনি সাহস রেখে নির্ভয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যান।কতিপয় সুশীল ছাড়া গোটা বাংলাদেশের জনগণ আপনার সাথে আছে ইনশাআল্লাহ। আমরা বীরের জাতি সমস্ত বাঁধা অতিক্রম করে আরো শক্তিশালী হয়ে আমাদের দেশটাকে গড়ব ইনশাআল্লাহ। ❤️🇧🇩❤️🇧🇩❤️🇧🇩
6:49
আলহামদুলিল্লাহ আমরা নিশ্চয়ই ভাগ্যবান ও গর্বিত, এরকম একজন অভিভাবক পেয়েছি। আমরা চাই সেই আমাদের দেশ পরিচালনা করুক, আর কোন সরকার প্রধান চায় না।
ধন্যবাদ
সার সালাম আপনার বক্তব্যের প্রথম পয়েন্ট টির মধ্য দিয়ে আমার বিশাস আপনি এদেশের সকল স্তরের মানুষের মন জয় করে নিয়েছেন সার আপনাকে সেলুট❤❤❤❤❤⚽⚽💯
কখনো এমন ভাষণ শুনতে পাইনি। এতো সুন্দর না দেখে। কোন কাগজ এ লেখা নেই, বিন্দুমাত্র ভুলত্রুটি হীন ভাষণ। অসাধারণ, মাশাআল্লাহ এ বয়সে ও এতো সুন্দর কথা বলার ক্ষমতা রাখেন।
kagoje lekha thakbe kno sb screene ase....???
In front of him there is a big monitor with text in big font. Dr. Yunus is reading it. No statesman gives extemporaneous speech. However, it's a very substantive, encouraging and excellent speech. There is no political loose talks like our corrupt politicians usually deliver. Big congratulations.
@@mohammadashraf1671 তার সামনে স্ক্িন থাকলেও বা না থাকলেও কোন অসুবিধা নেই। কারন তিনি এমনিতেই গুছিয়ে বলতে পারেন। এটা তার অন্যান্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লেকচার আছে, বক্তব্য আছে।
আর লিখে বা দেখে বলা ভালো, যার জন্য কোন পয়েন্ট হারানোর সম্ভাবনা নেই।
@@DoyelDDCঊনি সামনে তাকিয়ে বলছেন। এতো হিংসা কেন।
স্যার আপনার ভাসনের জন্য স্বাগত জানাই তবে আপনার পাশে শয়তান চুপ্পু বসে আছে একে জরুরী বিদায় করুন
কোন স্ক্রিপ্ট ছাড়াই এবং না দেখে এত সুন্দর লম্বা ভাষন দিলেন। যা যা করেছেন এবং আগামীতে যা করবেন সবই তুলে ধরেছেন। কোন মিথ্যা নেই নেই কোন গোজামিল। বিগত সরকাররা কখনো এইভাবে বলতে পেরেছে? তাদের মধ্যে কোন সৎ সাহস ছিল এমন বক্তব্য দেওয়ার। অনেক অনেক ধন্যবাদ ডক্টর এবং ইউনুস স্যারকে। মন থেকে অনেক দোয়া ও শুভকামনা।
Door bookaa , oor samne screen achhe oi dekhe bhadon maarse, kichhudin por Sonar Bangladesh ke Iran baniye America er haate tule debe aar paliye jabe. Yunus, tomar passport dekhaao. Tumi kon desher nagarik ? Konodin Bangladesh e vote diyechho? Tumi America r Dalal.
একদম ঠিক বলেছেন।
সামনে বড় স্ক্রিন আছে, দেখে বলেছেন
জীবনে কোনোদিন এত আগ্রহ নিয়ে, সরকার প্রধানের বক্তব্য শুনিনি। স্যারের প্রতিটা বক্তব্য শুরু থেকে সম্পুর্ন শুনি এখন। কারণ দেশটার অগ্রগতির জন্য চরম আগ্রহে আছি❤️
Amio
আমিও আমার জীবনের প্রথম শুনলাম খুব ভালো লাগলো❤
আলহামদুলিল্লাহ যথাযোগ্য ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা যাহা সবারকাছে গ্রহনযোগ্য।স্যার আপনার জন্যঅনেক সুভকামনা রইলো।মহান আল্লাহ
আপনাকে নেক হায়াত দান করুন আমীন।
অসাধারণ একটা ভাষন,যার পুরোটাই দেশের কথা ভেবে দেশের কল্যানের চিন্তা করে বলা,দেশকে ভালোবাসা কাকে বলে,মানুষকে সম্মান দিয়ে কিভাবে কথা বলতে হয় এটা উনার কাছ থেকে শিখতে হবে আমাদের রাজনীতিবিদ দের,যারা দেশকে সত্যিই ভালোবাসেন তারা উনার পাশে থেকে দেশটা সংস্কার করতে দিন,নইলে ক্ষতিটা আমাদের ই,হাজার শুকরিয়া আল্লাহ তায়ালার যে উনার মতো একজন মানুষ আমাদের দেশের সন্তান,আল্লাহ উনাকে নেক হায়াত দান করুন
এই বয়সে এসেও এতো সুন্দর করে ভাষন দিয়েছেন, আল্লাহ যেন সর্বদা স্যারের সহায় হন সেই দোয়া রইলো।
মাশাআল্লাহ আমাদের মাননীয় প্রধান ডঃ মুহাম্মদ ইউনূস স্যারকে অনেক, অনেক দোয়া রইল। উনার উপর আমাদের বিশ্বাস ও আস্থা আছে আপনি এগিয়ে যান আমরা আছি আপনার পাশে ইনশাআল্লাহ।
Mashallah
ইনশাআল্লাহ
আলহামদুলিল্লাহ, একজন দেশপ্রেমিক নেতার কথা এমনই হয়।
আল্লাহ আমাদের বাংলাদেশকে সুস্থ রাখুন।
সম্পূর্ণ বক্তব্যটা মনোযোগ দিয়ে শুনলাম অত্যন্ত চমৎকার বক্তব্য দিয়েছেন ডক্টর ইউনুস আমার বিশ্বাস ডঃ ইউনুস এর হাত ধরে বাংলাদেশে এগিয়ে যাবে বাংলাদেশের সাধারণ মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা রাখছে এবং রাখবে দোয়া রইলো এই সরকারের জন্❤
স্যারকে সবাই মিলে সহযোগিতা করুন আমাদের দেশেটা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ দোয়া ও ভালোবাসা রইল স্যারের জন্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন
আল'হামদুলিল্লাহ এ এক অসাধারণ দিকনির্দেশনামূলক অনুপ্রেরণাদায়ী বিরল ভাষণ। আল্লাহ আমাদের মহাসম্মানিত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনুস ও ওনার সম্মানিত সহকর্মীদের উপর খাছ রহমত নাজিল করুন এবং দেশের জনগণকে সুখে ও শান্তিতে রাখুন। আমীন!
উনার বক্তব্যে কি এক অপূর্ব বাস্তবতা!এমন একজনকে দেশ পেয়েছে যার প্রতিটা শব্দ উচ্চারণের মধ্যে রয়েছে কঠিন দৃঢ়তা এবং সৎ সাহস রয়েছে আত্মবিশ্বাস। আল্লাহ সহায় হোন।
এই প্রথম কোন সরকার প্রধানের বক্তব্য শুনার এতো অধীর আগ্রহ প্রকাশ হয়েছে।।এতো সুন্দর করে সবকিছু বলে যায় সে মনে হয় প্রতিদিন ১টা করে বক্তব্য দিলে মন ভরবো❤
আলহামদুলিল্লাহ..... লিখিত বক্তব্য ছাড়াই কিভাবে এতোগুলা বিষয় জনসম্মুখে বলতে পারে! প্রকৃতপক্ষেই স্যার একজন সেই মাপের বিজ্ঞ।
এই প্রথম ৩৩ মিনিটের বক্তব্য শুনলাম।এত সুন্দর করে না ঠেকে বললো কোনো লেখিত ছাড়া।আমি অনেক বেশি অবাক হইছি।এরকম শিক্ষিত জ্ঞানী কাওকেই তো দরকার।
আমি চাই সে ১০ বছর থাকুক।
ভাই দেখে দেখেই পড়তেছে। যারা খবর পাঠ করে তাদের মতো। কিন্তু কথাগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আমার ও অনেক ভাল লাগছে।
Right@@foysalahemed6363
এই হল আসল নেতা,যার কিনা লেখা দেখে বলতে হয় না ডক্টর উইনুস কে উপদেষ্টা হিসেবে পেয়ে আমরা খুব গর্বিত
দেখেই বলতেছে
কি করে বুঝলেন দেখে বলছে?@@md.shakilazad9234
@@md.shakilazad9234 এ জন্যই বাংলাদেশের আজ এ অবস্থা। কমেন্ট দেখে বুঝতে পারলাম মানুষের রুপ! যখন যে ক্ষমতায় যায় তখন তার চামচামি করে!
এই প্রথম জাতির উদ্দেশ্য কোন সরকারের ভাষণ সম্পুর্ণ শুনলাম,উনি যে ভাবে বললেন,তা সত্যিই প্রসংশার দাবিদার।
আলো আসবেই ইনশাআল্লাহ
এক কথায় অসাধারণ স্যার
আপনি একজন জ্ঞানী ব্যক্তি এই বক্তব্য গুলো তার প্রমাণ আল্লাহ আপনাকে সুস্থ, সুন্দর রাখুক।
ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা জানিয়ে বলার মত ভাষা হারিয়ে ফেলছি। এক কথায় অসাধারণ বক্তব্য। এই বিশ্বে মনে হয় আর একজনের ও জন্ম হয় হয়নি এরকম বক্তব্য দেওয়ার জাতির জন্য।
আলহামদুলিল্লাহ্ ডঃ ইউনুছ স্যারকে বাংলাদেশের মানুষের সেবা করার জন্য দীর্ঘ, সুস্থ ও নেক হায়াত দান করুন।
এই প্রথম কোন রাষ্ট্রপ্রধানের বক্তব্য এতো মনোযোগ দিয়ে শুনলাম ❤🎉❤
আলহামদুলিল্লাহ, স্যার এর কথা যতই শুনি ভালো লাগে, এতদিনে বাংলাদেশ একজন যোগ্য প্রধান উপদেষ্টা পেয়েছে
আপনার কথা শুনে মুগ্ধ হওয়া ছাড়া উপায় নাই স্যার..
❤❤❤❤❤
❤❤❤
কি সুন্দর ভাবে বক্তব্য দিচ্ছে।যা আগে কখন ও কোন প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনতে পারি নাই।ধন্যবাদ ডক্টর ইউনুস স্যারকে।
ইউনূস স্যার সত্যিই একজন দায়িত্বশীল সৎ কর্মঠ উপদেষ্টা। মহান আল্লাহ উনাকে দীর্ঘ জীবী করুন।
বাহ্!! চমৎকার!! ইহারই নাম মেধা!! আল্লাহ পাক আপনাকে দীর্ঘ ও সুস্থ জীবন দান করুন!! আমিন
মাশাআল্লাহ,
দেশের এই ক্রান্তি লগ্নে অত্যন্ত ধৈর্যের সহিত এত সুন্দর দিকনির্দেশনা ও গঠনমূলক বক্তব্য শুনে মুগ্ধ হলাম। জাতি হিসেবে আমরা আজ গর্বিত।
আপনাকে নিয়ে সমগ্র জাতি এমনটিই প্রত্যাশা করে।আপনার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা সহ বর্তমানে কন্টাকীর্ণ পরিবেশে সাহসিকতার সহিত মোকাবেলা করে জয়ী হবেন ইনশাআল্লাহ।
আমি একজন প্রবাসী ,,আমি আমার পরিবার এবং আমরা যারা দেশকে মনে লালন করে এই দুর প্রবাসে প্রতিটি দিন পার করতেছি আমাদের সবার সমর্থন এই সরকারের প্রতি আছে এবং থাকবে ,,আপনারা এগিয়ে যান আপনাদের প্রতি শুভকামনা রইল ,,,, আল্লাহ আমার দেশের প্রতি রহম করুন।। আমিন
আসসালামুয়ালাইকুম
স্যার আপনার কথা যতই শুনি ততই আমি মুগ্ধ হয়। স্যার আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
মাশাআল্লাহ যতবারই আপনার ভাষণ শুনতেছি ততবারই মুগ্ধ না হয়ে পারতেছি না, 🥰🥰🥰🥰🥰
আলহামদুলিল্লাহ,এত সুন্দর ও সাবলিল ভাষায় বক্তব্য কখনো শুনিনি,ধন্যবাদ জনাব।
স্বাধীনতার ৫০ বছরে এমন কোন রাষ্ট্রপ্রধান দেখি নাই যার কথাগুলো এরকম ছিল। আমরা সত্যিই গর্বিত এমন একজন ন্যায়পরায়ণ সত্যবাদী প্রধান উপদেষ্টা পেয়ে।
ডঃ মুহাম্মদ ইউনূসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আওয়ামীলীগ বিএনপি আর না
১০০% সহমতপোষণ করছি@@meherunnesa7621
আলহামদুলিল্লাহ,
আল্লাহ পাকের নিকট
শুকরিয়া জানাই,
আমরা এতো সুন্দর একজ
রাষ্ট্র প্রধান পেয়েছি।
স্যারের জন্য দোয়া রইল।
Ato sukria koiren na vhai ami Bangladeshi na muslim hisabe boli ... Search (New World Order)
আপনার দীর্ঘায়ু কামনা করছি। আপনি এগিয়ে যান। জাতি আপনার সাথে আছে।
ধন্যবাদ, স্যার। সুন্দর একটি রূপরেখা প্রদান করার জন্য।
ওয়ালাইকুম আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু মাশাল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া ও শুভকামনা রইল
মাশাল্লাহ 🥰
এতগুলো কথা কি সুন্দর করে গুছিয়ে বলছেন তিনি কিন্তু একটা কথাও নোট করে নেয় নি।
এই জন্যই সবাই তার কথা শোনার জন্য বেপরোয়া হয়ে থাকে😍
কম্পিউটার লেখা সেটা
দেখে বলছে
মাশাল্লাহ অনেক সুন্দর আলোচনা করা হয়েছে আলহামদুলিল্লাহ, আপনাকে সবসময় সুস্থ রাখুক ও দেশের জনগণের প্রতিনিধিত্ব সুন্দর করে আঞ্জাম দেওয়ার তাওফিক দান করুক
আমিন
খুব সুন্দর বক্তব্য দিয়েছেন। বাংলাদেশে আমার জন্ম হওয়ার পরে এরকম গ্রহণযোগ্য বক্তব্য এই প্রথম শুনলাম।
টকজন দায়িত্বশীল ও কর্মঠ উপদেষ্টা। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক সবসময়