সুখবর!! দেশী মাগুর মাছের পোনা পাওয়া যাচ্ছে | মাগুর মাছ চাষ পদ্ধতি | Catfish Farming BD | Fish Farm

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • দেশি মাগুর মাছ চাষ পদ্ধতি । Magur Fish Breeding Farm BD | দেশি মাগুর মাছ | কিভাবে মাগুর মাছ চাষ করে লাভবান হওয়া সম্ভব | Catfish
    #দেশি_মাগুর_মাছের_পোনা #দেশি_মাগুর_মাছ_চাষ_পদ্ধতি
    পরিচালনায়:-০১৭২৬৬৭৮৩৩২ \০১৩০৬৪৯৬৩৬৯ আজহারুল ইসলাম
    মাছ চাষ সম্পর্কিত যেকোনো তথ্য ও পরামর্শ পেতে কল করুন--
    মাহিরা মৎস্য হ্যাচারি এন্ড নার্সারি
    ময়মনসিংহ ত্রিশাল ধলা
    প্রোপাইটার মো: মুর্শিদ আলম
    দেশি মাগুর মাছের একক চাষ পদ্ধতি সম্পর্কে আমাদের দেশের অনেক মাছ চাষিরাই ভালোভাবে জানেন না। আগের দিনে প্রাকৃতিক উৎসগুলোতে প্রচুর পরিমাণে দেশি মাগুর মাছের দেখা মিলত। কিন্তু যুগের বিবর্তনের সাথে সাথে ও মানুষের অবাধে মাছ ধরার কারণে দেশি মাগুর আর তেমন পাওয়া যায় না। তাই এই মাছকে রক্ষা করার জন্য পুকুরে চাষের কোন বিকল্প নেই। আজকে আমরা জানবো দেশি মাগুর মাছের একক চাষ পদ্ধতি সম্পর্কে-
    #মাগুর_মাছের_পোনা
    কিভাবে মাছ চাষ করতে হয়
    দেশি শিং মাছ চাষ পদ্ধতি | Dashi Shing Mas Fish Farming | Profitable Shing Fish Cultivation BD • দেশি শিং মাছ চাষ পদ্ধত...
    ১। প্রতি শতাংশে ৮০০ থেকে ১২০০পিস মাগুর পুকুরে ছাড়া যায়। যখন উক্ত মাছের পোনা গুলো ১৫০ পিচ থেকে ৩০ পিচে কেজি হবে। তখন প্রয়োজন অতিরিক্ত মাগুর মাছগুলো পোনা আকারে, পিস হিসাবে অথবা মন হিসেবে বিক্রি করতে হবে। এই সময় পর্যন্ত ৩৬% প্রটিন মাত্রার ৬০০ গ্রাম খাদ্য প্রয়োগে এক কেজি মাছ উৎপাদন হয়।
    ২। পানির পিএইচ থেকে ৭.৫ থেকে ৮.৩ রাখতে হবে।এবং অ্যামোনিয়া মুক্ত রাখতে হবে।
    ৩। প্রতিমাসে একবার জীবাণুনাশক ব্যবহার করতে হবে।
    ৪। প্রতিমাসে একবার পুকুরে চুন ও লবন প্রয়োগ করতে হবে।
    ৫। পুকুরে পানির রং সবুজ অথবা হালকা সবুজ রাখা ভালো।
    ৬। পুকুরের চাষ করা দেশি মাগুরের প্রোটিন মাত্রা ৩২% রাখা ভালো। মাগুর মাছ যখন কেজিতে ২০ থেকে ২৫ টায় কেজি আসবে তখন ৩২% প্রোটিন মাত্রার খাদ্য প্রয়োগ করতে হবে।
    দেশি মাগুর মাছ সুস্বাদু ও উপাদেয়। দেশের সব শ্রেণির মানুষের পছন্দের মাছ। এছাড়া পুষ্টিকর খাদ্য হিসেবেও সর্বত্র দেশি মাগুরের চাহিদা রয়েছে। আসুন জেনে নিন দেশি মাগুরের চাষ প্রণালি-
    বৈশিষ্ট্যদেশি মাগুরের অতিরিক্ত শ্বাসনালী থাকায় পানি ছাড়াও বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করতে পারে। তাই মজা ও পচা পুকুর, ছোট ছোট ডোবা ইত্যাদি জলাশয়ের দূষিত পানিতেও বেঁচে থাকতে কোনো সমস্যা হয় না। পুকুরের পানি শুকিয়ে গেলেও ছোট ছোট গর্ত করে এ মাছ দিব্যি বেঁচে থাকতে পারে। পুকুর থেকে ওঠানোর পর দীর্ঘদিন বেঁচে থাকার কারণে জীবন্ত মাগুর মাছ বাজারজাত করা সম্ভব।
    পুকুর নির্মাণপুকুরের আয়তন ১০ শতাংশ থেকে ৩৩ শতাংশ এবং গভীরতা ৮০ থেকে ১২০ সেন্টিমিটার (৩ ইঞ্চি থেকে ৪ ফুট) হতে হবে। অধিক গভীরতা উৎপাদনের জন্য অসুবিধাজনক। কেননা মাগুর মাছকে শ্বাস নেওয়ার জন্য সবসময় উপরে আসতে হয়। এতে অতিরিক্ত শক্তিক্ষয়ের কারণে মাছের বৃদ্ধি প্রতিক্রিয়ায় ব্যাঘাত ঘটে।
    সতর্কতাপাড়ের ঊর্ধ্বসীমা অবশ্যই সর্বোচ্চ বন্যার লেভেল থেকে ৩০ সেন্টিমিটার (১ ফুট) উপরে রাখতে হবে। এতে বৃষ্টির সময় মাছ বুকে হেঁটে বাইরে যেতে পারে না। আবার বাইরে থেকে সাপ-ব্যাঙ ইত্যাদি মৎস্যভুক প্রাণিও পুকুরে প্রবেশের সুযোগ পায় না। এছাড়া পুকুরের চারদিকের পাড়ের ওপর ৩০ সেন্টিমিটার উঁচু নেটের বেড়া দেওয়া বাঞ্ছনীয়।
    চুন প্রয়োগপুকুরের তলদেশ শুকিয়ে হাল্কাভাবে চাষ দিয়ে তলার মাটির পিএইচ পরীক্ষা করে প্রতি শতাংশে ১ থেকে দেড় কেজি হারে চুন প্রয়োগ করতে হবে। চুন প্রয়োগের পর পুকুরে ১৫ সেন্টিমিটার (৬ ইঞ্চি) পরিমাণ পানি ঢুকিয়ে সপ্তাহ খানিক ধরে রাখা প্রয়োজন।
    সার প্রয়োগজৈব সার প্রয়োগের সাত দিন পর পানির উচ্চতা ৬০ সেন্টিমিটার পর্যন্ত বজায় থাকা অবস্থায় প্রতি শতাংশ ২০০ গ্রাম ইউরিয়া ১০০ গ্রাম টিএসপি ও ২০ গ্রাম এমপিও সার ব্যবহার করতে হবে। পানির রং বাদামি সবুজ, লালচে বাদামি, হাল্কা সবুজ, লালচে সবুজ অথবা সবুজ থাকাকালীন অজৈব সার প্রয়োগের কোনো প্রয়োজন নেই।
    Facebook Page Link:- / fishmarkedbd
    Note:-All Video Copyright by Fish Tech BD

Комментарии • 2