আলহামদুলিল্লাহ শব্দ টা মানুষ কে নিরহংকার করে তোলে। উনি যেটা পারে সেটা বলার আগে আলহামদুলিল্লাহ বলে যেটা দ্বারা উনি ওনার প্রজ্ঞার পরিচয় দিয়েছে। কথা গুলো শুনে খুব ভালো লাগলো। কত জ্ঞানি তবু কত নিরহংকার।
ভিডিও দেখে আমার প্রিয় স্যারের কথা মনে পড়ে গেল। আমি জানিনা আমার এই কমেন্ট সোহাগ ভাই পড়বেন কিনা। আমি যখন ক্লাস ৯ এ প্রথম ক্লাস করি, তখন থেকেই আমাদের গনিত স্যার অনেক অসুস্থ হয়ে পড়ে। তাই প্রথম ৬ মাস স্যারের ক্লাস পাইনি, স্যারের বদলে অন্য আরেকজন স্যার ক্লাস নিতেন, উনিও খুব ভাল টিচার, বাট আমার প্রিয় গনিত স্যারের মত আমি ঐ স্যার কে ফিল করতে পারিনাই। যখন স্যার সুস্থ হয়ে ফিরলেন তখন আমাদের ২য় সাময়ীক পরীক্ষা শেষ, স্যার ফিরে আসার আগ পর্যন্ত আমি গনিত মুখস্থ করে পাস করে যেতাম, এই ট্রেন্ড সেই ক্লাস ৬ থেকেই চলে আসছে। স্যার যখন প্রথমদিন ক্লাস নিতে আসল, প্রথম ক্লাস করাল, আমার মনের মধ্যে গণিতের প্রতি এত আবেগ জাগল, আমি চিন্তা করলাম গনিত এত সুন্দর? স্যার এত চমৎকার ভাবে গণিত বুঝাতেন, আমার মত মোটামুটি ল্যাবেলের ছাত্র গনিতের প্রতি অন্যরকম এক মায়া জাগতে শুরু করল। স্যারের ক্লাসের পর থেকে আমি স্যারের কাছে আলাদা ভাবে পড়ার জন্য স্যারের কাছে গেলাম। প্রায় ২ মাস ক্লাস হওয়ার পড় ৩ সাময়ীক পরীক্ষা হয়ে গেল, আমার গণিত পরীক্ষা তেমন ভাল হয়নি, কারণ আমি আর গণিত মুখস্থ করিনি, গণিত মুখস্থের প্রতি আমার আর আগের মত ইচ্ছে টা নেই। পরীক্ষায় পর আমাদের মাদ্রাসা প্রায় ১ মাসের মত বন্ধ ছিল। আমি এই বন্ধ টাই কাজে লাগানোর ট্রাই করলাম। আমি যেহেতু হলে থেকে পড়তাম, তাই চিন্তা করলাম বাসা থেকেই স্যারের বাসায় গিয়ে পড়ব, যেহেতু হল বন্ধ থাকবে। এই ১ মাস বন্ধের মধ্যেই স্যারের কাছে যেভাবেই হোক যেতে হবে। আমি তিন দিন স্যারের কাছে গেছে, প্রথম দিন স্যার বলে, তুমি এত আবেগ নিয়ে আসলা, বাট আমার মনে হয়না তোমার এই আবেগ বেশিদিন থাকবে, আর আমি এখন এভাবে ছাত্র পড়াই না আলাদা ভাবে। আচ্ছা তুমি আরেকদি আসো, ভেবে দেখব, এভাবে স্যারের কাছে তিনবার যাওয়ার পর, স্যার আমাকে পড়ানোর জন্য রাজি হলো, আমার সাথে আরো দুইজন কে আমি রাজি করালাম। সেই ৩০ দিনের বন্ধে আমি ক্লাস ৯-১০ এর সাধারণ গণিতের পুরো বই প্রথম থেকে লাস্ট পর্যন্ত শেষ করলাম, নিজের হাতে নোট করেছি। গণিতের মজা আমি স্যারের কাছ থেকেই পেয়েছি। জ্যামিতি গুলা স্যার কত রকম ভাবে যে করাতেন, আমার এখন সেই অতীত গুলা মাঝে মাঝে মনে পড়ে। সোহাগ ভাইকে বলবো, যদি আপনার সময় হয় আমার স্যারের সাথে কথা বলে দেখতে পারেন অথবা গিয়ে দেখতে পারেন স্যার আসলে কিভাবে গণিত ক্লাস গুলো নেয়। আমার সেই প্রতিষ্ঠানের নাম - দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা, সারুলিয়া, ডেমরা, ঢাকা। স্যার কে সবাই আব্বা স্যার বলে ডাকেন, স্যারের নাম - মুহাম্মদ রুহুল আমীন (গণিত স্যার)
বাহ, খুব ভালো লাগল। আমি খুবই ভাগ্যবান যে মঈন উদ্দীন স্যারকে আমি ব্যক্তিগতভাবে চিনি, জানি। তাঁর কাছে আমি গণিত এবং জীবন দর্শন শিখেছি। একদিন পড়তে গিয়ে স্যারের বাসায় গিয়ে দেখি উনি খুবই উত্তেজিত। কারণ বয়স বের করার একটা সমস্যা উনি শেষপর্যন্ত ধরতে পেরেছিলেন এবং ঠিকঠাক সমাধান করতে পেরেছিলেন। এই মানুষটা গণিতের সমস্যা সমাধান করে নিঁখাত আনন্দ পান, বেঁচে থাকার অনুপ্রেরণা পান, সবকিছু ভুলে গণিতের সাগরে ডুব দিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেন। মানুষটাকে খুঁজে বের করে সামনে আনা হচ্ছে দেখে খুবই ভালো লাগল। তিনি আসলেই সবার থেকে আলাদা, অন্যরকম। তাঁর জীবনযাপন এবং জীবন দর্শন খুবই সাধারণ। জাগতিক কোন জটিলতা তাঁকে স্পর্শ করে না। এই সাধারণ মানুষটার চিন্তা করার অসাধারণ চর্চা নিশ্চয়ই মানুষকে অনুপ্রাণিত করবে। আর একজন মানুষ যখন জেনে যাবেন, নিজে চিন্তা করে কিছু বের করার যে আনন্দ তা পৃথিবীর অন্যকিছুতে নেই, তখন তাঁর আর অন্য কোনো অনুপ্রেরণার দরকার পড়বে না। খুব ভালো লাগল স্যার। খুব খুব ভালো লাগল। আসলেই, আমি এক লক্ষ মানুষের সাথে এক কাতারে দাঁড়াতে চাই না। আমিও বিশ্বাস করি, কোন পরিশ্রম, চেষ্টা বৃথা যায় না। আপনার মত বোধসম্পন্ন মানুষ যদি প্রতিটি প্রতিষ্ঠানে বেশি না, মাত্র একজন থাকত, তাহলেই বদলে যেত বাংলাদেশ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ অন্যরকম পাঠশালা। দোয়া করি, যেন সবসময় সুস্থ্য থাকেন।
কুষ্টিয়ায় থেকেও এরকম গণিতের স্যারের সান্নিধ্য পাইনি বলে খুব আফসোস লাগছে। আমাদের সময় জিলা স্কুলে গণিতের কোন ভালো শিক্ষক ছিলেন না বললেই চলে। মইন স্যারের জন্য শ্রদ্ধা আর ভালোবাসা।
হাই স্কুলে মঈনুদ্দিন স্যার র ক্লাস করার সুযোগ হয়েছিল। অনেক নতুন কিছু জেনেছি আলহামদুলিল্লাহ। তখন থেকেই ভাবতাম স্যার এর মেধার মূল্যায়ন হয় না যথাযথ। আজকে এখানে স্যার কে দেখে অনেক ভাল লাগছে। জাযাকাল্লাহ খইর সোহাগ ভাইকে।
সত্যিই অসাধারণ brilliant sir. খুব miss করি ওনাকে। একটা math এর এত বিশ্লেষন দিতে দিতে কখন যে সময় চলে যেত টেরই পাওয়া যেতনা। মনে হচ্ছে যেন স্যারের ক্লাসেই আবার ফিরে গেছি।
এত শ্রুতি মধুর এবং জ্ঞানগর্ভ আলোচনা মাশাল্লাহ শুনে অনেক আনন্দিত হলাম এবং আল্লাহ সুবহান আল্লাহ তাআলার কাছে দোয়া স্যার কে যেন সুস্থতা এবং নেক হায়াত দান করেন
এরকম বিনয়ী মানুষদের প্রতি শ্রদ্ধা মনের গভীর থেকে আসে। স্যারের জন্য দোয়া করি তিনি যেন তার এই অন্যরকম প্রচেষ্টা চালিয়ে যেতে পারেন জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত।
মঈন উদ্দীন আহমদ স্যার শুধু গণিত নয়, উনার মাস্টার্স ডিগ্রীই আছে কয়েকটি বিষয়ে। বাংলা, ইংরেজি, গণিত, কম্পিউটার । শুধু তাই নয়, তিনি বিশ্ববিদ্যালয় পর্যায়েও ক্লাস নেয়ার সুযোগ পেয়েছেন। আল-হামদুলিল্লাহ। আমি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করি।
সাধারণত সোহাগ স্যার কারও সাথে কথা বললে অন্যদের আলোচনা ফিকে মনে হয় অথবা অতিরঞ্জিত মনে হয় কিন্তু এই কনভারসেশনে মঈন স্যারের কাছে সোহাগ স্যারকে হাল্কা মনে হচ্ছে। তার শুদ্ধ বাংলায় কথা বলার ধরন,কথায় নম্রতা, বিনয়ীভাব এবং বিদ্যার গভিরতা অবাক করার মত। আল্লাহ উনাকে নেক হায়াত দান করুক।
স্যার আমাদের সরকারি গালস্ কলেজের শিক্ষক ছিলেন। তিনি কুষ্টিয়ার গর্ব। আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি স্যারের ছাএী হিসেবে। স্যারও আমাকে অনেক স্নেহ করতেন। স্যার দোয়া করবেন।
Sohag bhai your every episode is brilliant , you looking our national hero and fund it Insallah you will fin more hero , education is country back bon . I believe you also our national hero salute to you thanks Ali UK
আমাদের কুষ্টিয়ার আরেক লেজেন্ডারি টিচার আছেন। ক্যামিস্ট্রির আতিয়ার স্যার। আমাদের শিক্ষকরাও তার ছাত্র ছিলেন। স্যারের বয়স হয়েছে অনেক.. এখনো পড়ান। পাশের দুই তিন জেলার মানুষও জানে আতিয়ার স্যারের মত অরগ্যানিক ক্যামিস্ট্রি কেউ পড়াতে পারবেনা।
ইভেন আমাদের নটর ডেম কলেজের সঞ্জিত কুমার গুহ স্যারও আতিয়ার স্যারের জ্ঞানের পরিধির জন্য উনাকে সম্মান করেন। আমি খুবই ভাগ্যবান এই দুইজন স্যারেরই সান্নিধ্য পেয়েছি।
5টি, 7টি বা 10টি নয়, মঈন উদ্দিন স্যার কোনো কোনো অংকের সমাধান 30টি উপায়েও করে দেখিয়েছেন। এছাড়া তিনি বিভিন্ন সমস্যার সমাধান ভিন্ন ভিন্ন পদ্ধতিতে শিক্ষার্থীদের দিয়ে করানোর চেষ্টা করেন।
আমার নিজের কথা বলি। একটি অঙ্ক আমিও ৬-৭ টা নিয়মে সমাধান করতে চেষ্টা করি।কিন্ত দু:খের বিষয় বড়জোর ২টা -৩টি নিয়মে করার পর ফেইসবুকে চলে যাই।নিজেরে অনেক বড় ভাবি।কিন্ত আমার দৃঢ় বিশ্বাস ওই অঙ্ক আরো ১০টা নিয়মে করা যাবে। (অনার্স- প্রাণিবিদ্যা ডিপার্টমেন্ট)
Ameen yaa Rabbal Alamin, In sha Allah may Almighty Allah SWT help us all build a better Bright Future ahead with honesty, irrespective of our diversity due to caste, creed, region, or religion and difference of opinion in religion or in politics. May Allah SWT bless this nation and global humankind to live in harmony and peace.
Alhamdulillah Shohag vi ar kotha barta to age theke e shuntam. Tini j koto ta guchiye kotha bolte paren tar o halka aktu andaj silo. Kintu aj Ma'shaAllah Moinuddin sir ar kotha shune o ami obak. Alhamdulillah tini ato shundor kore kivabe kotha bolchen? Kothar vitor kono aa uu nei, porishkar bishuddho. Sir ar gonith ar shadh pawar age e to tar kotha shune e fan hoye gela.. 😊😊
প্লিজ স্যার আপনারা অনার্স(জাতিয় বিশ্ববিদ্যালয় ) এর ভিডিও করেন প্লিজ আমরা ছোট খাটো কলেজ থেকে পডি ।ভালো শিক্ষক পাই না।প্লিজ শুরু করেন স্যার। বিষয় : গনিত।
এতো বিনয়ী মানুষ!! এনাদের জন্যে সম্মান এমনি মন থেকে বেরিয়ে আসে। এরকম কত শিক্ষককে এখনও আমরা খুঁজে পাইনি। এনাদের সকলকে দেশের সামনে তুলে ধরতে হবে।
আলহামদুলিল্লাহ
শব্দ টা মানুষ কে নিরহংকার করে তোলে।
উনি যেটা পারে সেটা বলার আগে
আলহামদুলিল্লাহ বলে
যেটা দ্বারা উনি ওনার প্রজ্ঞার পরিচয় দিয়েছে।
কথা গুলো শুনে খুব ভালো লাগলো।
কত জ্ঞানি তবু কত নিরহংকার।
আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় মঈন স্যার একজন গুণী মানুষ, ভদ্র -বিনয়ী, চিন্তাশীল মানুষ। এবং অন্যরকমও বটে!
স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি!
ভিডিও দেখে আমার প্রিয় স্যারের কথা মনে পড়ে গেল। আমি জানিনা আমার এই কমেন্ট সোহাগ ভাই পড়বেন কিনা। আমি যখন ক্লাস ৯ এ প্রথম ক্লাস করি, তখন থেকেই আমাদের গনিত স্যার অনেক অসুস্থ হয়ে পড়ে। তাই প্রথম ৬ মাস স্যারের ক্লাস পাইনি, স্যারের বদলে অন্য আরেকজন স্যার ক্লাস নিতেন, উনিও খুব ভাল টিচার, বাট আমার প্রিয় গনিত স্যারের মত আমি ঐ স্যার কে ফিল করতে পারিনাই। যখন স্যার সুস্থ হয়ে ফিরলেন তখন আমাদের ২য় সাময়ীক পরীক্ষা শেষ, স্যার ফিরে আসার আগ পর্যন্ত আমি গনিত মুখস্থ করে পাস করে যেতাম, এই ট্রেন্ড সেই ক্লাস ৬ থেকেই চলে আসছে। স্যার যখন প্রথমদিন ক্লাস নিতে আসল, প্রথম ক্লাস করাল, আমার মনের মধ্যে গণিতের প্রতি এত আবেগ জাগল, আমি চিন্তা করলাম গনিত এত সুন্দর? স্যার এত চমৎকার ভাবে গণিত বুঝাতেন, আমার মত মোটামুটি ল্যাবেলের ছাত্র গনিতের প্রতি অন্যরকম এক মায়া জাগতে শুরু করল। স্যারের ক্লাসের পর থেকে আমি স্যারের কাছে আলাদা ভাবে পড়ার জন্য স্যারের কাছে গেলাম। প্রায় ২ মাস ক্লাস হওয়ার পড় ৩ সাময়ীক পরীক্ষা হয়ে গেল, আমার গণিত পরীক্ষা তেমন ভাল হয়নি, কারণ আমি আর গণিত মুখস্থ করিনি, গণিত মুখস্থের প্রতি আমার আর আগের মত ইচ্ছে টা নেই। পরীক্ষায় পর আমাদের মাদ্রাসা প্রায় ১ মাসের মত বন্ধ ছিল। আমি এই বন্ধ টাই কাজে লাগানোর ট্রাই করলাম। আমি যেহেতু হলে থেকে পড়তাম, তাই চিন্তা করলাম বাসা থেকেই স্যারের বাসায় গিয়ে পড়ব, যেহেতু হল বন্ধ থাকবে। এই ১ মাস বন্ধের মধ্যেই স্যারের কাছে যেভাবেই হোক যেতে হবে। আমি তিন দিন স্যারের কাছে গেছে, প্রথম দিন স্যার বলে, তুমি এত আবেগ নিয়ে আসলা, বাট আমার মনে হয়না তোমার এই আবেগ বেশিদিন থাকবে, আর আমি এখন এভাবে ছাত্র পড়াই না আলাদা ভাবে। আচ্ছা তুমি আরেকদি আসো, ভেবে দেখব, এভাবে স্যারের কাছে তিনবার যাওয়ার পর, স্যার আমাকে পড়ানোর জন্য রাজি হলো, আমার সাথে আরো দুইজন কে আমি রাজি করালাম। সেই ৩০ দিনের বন্ধে আমি ক্লাস ৯-১০ এর সাধারণ গণিতের পুরো বই প্রথম থেকে লাস্ট পর্যন্ত শেষ করলাম, নিজের হাতে নোট করেছি। গণিতের মজা আমি স্যারের কাছ থেকেই পেয়েছি। জ্যামিতি গুলা স্যার কত রকম ভাবে যে করাতেন, আমার এখন সেই অতীত গুলা মাঝে মাঝে মনে পড়ে। সোহাগ ভাইকে বলবো, যদি আপনার সময় হয় আমার স্যারের সাথে কথা বলে দেখতে পারেন অথবা গিয়ে দেখতে পারেন স্যার আসলে কিভাবে গণিত ক্লাস গুলো নেয়। আমার সেই প্রতিষ্ঠানের নাম - দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা, সারুলিয়া, ডেমরা, ঢাকা। স্যার কে সবাই আব্বা স্যার বলে ডাকেন, স্যারের নাম - মুহাম্মদ রুহুল আমীন (গণিত স্যার)
আমিও বর্তমানে দারুননাজাতের ছাত্র। স্যার সত্যিই খুব চমৎকার অংক বুঝায়
বাহ, খুব ভালো লাগল। আমি খুবই ভাগ্যবান যে মঈন উদ্দীন স্যারকে আমি ব্যক্তিগতভাবে চিনি, জানি। তাঁর কাছে আমি গণিত এবং জীবন দর্শন শিখেছি। একদিন পড়তে গিয়ে স্যারের বাসায় গিয়ে দেখি উনি খুবই উত্তেজিত। কারণ বয়স বের করার একটা সমস্যা উনি শেষপর্যন্ত ধরতে পেরেছিলেন এবং ঠিকঠাক সমাধান করতে পেরেছিলেন। এই মানুষটা গণিতের সমস্যা সমাধান করে নিঁখাত আনন্দ পান, বেঁচে থাকার অনুপ্রেরণা পান, সবকিছু ভুলে গণিতের সাগরে ডুব দিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেন। মানুষটাকে খুঁজে বের করে সামনে আনা হচ্ছে দেখে খুবই ভালো লাগল। তিনি আসলেই সবার থেকে আলাদা, অন্যরকম। তাঁর জীবনযাপন এবং জীবন দর্শন খুবই সাধারণ। জাগতিক কোন জটিলতা তাঁকে স্পর্শ করে না। এই সাধারণ মানুষটার চিন্তা করার অসাধারণ চর্চা নিশ্চয়ই মানুষকে অনুপ্রাণিত করবে। আর একজন মানুষ যখন জেনে যাবেন, নিজে চিন্তা করে কিছু বের করার যে আনন্দ তা পৃথিবীর অন্যকিছুতে নেই, তখন তাঁর আর অন্য কোনো অনুপ্রেরণার দরকার পড়বে না। খুব ভালো লাগল স্যার। খুব খুব ভালো লাগল। আসলেই, আমি এক লক্ষ মানুষের সাথে এক কাতারে দাঁড়াতে চাই না। আমিও বিশ্বাস করি, কোন পরিশ্রম, চেষ্টা বৃথা যায় না। আপনার মত বোধসম্পন্ন মানুষ যদি প্রতিটি প্রতিষ্ঠানে বেশি না, মাত্র একজন থাকত, তাহলেই বদলে যেত বাংলাদেশ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ অন্যরকম পাঠশালা। দোয়া করি, যেন সবসময় সুস্থ্য থাকেন।
কুষ্টিয়ায় থেকেও এরকম গণিতের স্যারের সান্নিধ্য পাইনি বলে খুব আফসোস লাগছে। আমাদের সময় জিলা স্কুলে গণিতের কোন ভালো শিক্ষক ছিলেন না বললেই চলে। মইন স্যারের জন্য শ্রদ্ধা আর ভালোবাসা।
মঈনুদ্দিন স্যারের মোবাইল নম্বরটা কি দেওয়া যায়?
সাক্ষাতকারটা শুনতেছিলাম আর মন বলতেছিলো, এটা যেনো শেষ না হয়❤
অন্যরকম পাঠশালা আর তার সংশ্লিষ্ট সকলে আসলেই অন্যরকম
ধন্যবাদ অন্যরকম পাঠশালা❤
সম্পুর্ণ শুনলাম, মনে হল সময়টা স্থগিত হয়ে গেল😘
ভালবাসি অন্যরকম পাঠশালা 😍
সোহাগ ভাই,
ছালাম নেবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, মঈন উদ্দিন স্যারের মত একজন অসাধারণ শিক্ষককে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবার জন্য।
হাই স্কুলে মঈনুদ্দিন স্যার র ক্লাস করার সুযোগ হয়েছিল। অনেক নতুন কিছু জেনেছি আলহামদুলিল্লাহ। তখন থেকেই ভাবতাম স্যার এর মেধার মূল্যায়ন হয় না যথাযথ। আজকে এখানে স্যার কে দেখে অনেক ভাল লাগছে। জাযাকাল্লাহ খইর সোহাগ ভাইকে।
নিজের সাফল্য ও মানুষটা বলতে লজ্জা পাচ্ছেন! কতটা নিরহংকারী হলে এটা সম্ভব! আল্লাহ উনার নেক হায়াত দান করুন ♥♥♥
বাংলার বুকে আরেকটুকরো ভালোবাসা তুলে আনলেন সোহাগ ভাইয়া💝💝💝💝💝💝
ওরেরেরেরেরেরে........কবি😵
আমার মতে এটি বাংলাদেশের এডুকেশনাল চ্যানেলগুলোর মধ্য ১ নম্বর 😍😍
প্রত্যেক টা ক্লাস-ই অসাধারন 😚😘😘
সত্যিই অসাধারণ brilliant sir. খুব miss করি ওনাকে। একটা math এর এত বিশ্লেষন দিতে দিতে কখন যে সময় চলে যেত টেরই পাওয়া যেতনা। মনে হচ্ছে যেন স্যারের ক্লাসেই আবার ফিরে গেছি।
একই সাথে দুইজন অন্য রকম মানুষ..
এই রকম মোটিভেশনাল ভিডিও আরো চাই সোহাগ ভাই 😊😊😊
Nc
আমার ইউটিউব জগতের সম্ভবত সেরা ভিডিও এটি,
সোহাগভাই আপনাকে নতুন করে বলার কিছুই নেই,
শুধু এইটুকুই বলব আল্লাহ্পাক আপনার সকল নেক হাজত পুরণ করুন। আমিন
মাশাল্লাহ্ এত সুন্দর, এত বিনয়ীভাবে স্যার কথা বলে শুনে মনটা জুড়িয়ে গেল ❤ এইটাই হওয়া উচিত প্রকৃত মুসলিমের উদাহরণ, জ্ঞানী ও বিনয়ী।
স্যারের গণিত বিষয়ে বইমেলা উচিত। ....
স্যালুট জানাই এমন কিংবদন্তি মানুষকে .... আল্লাহু আকবর
এত শ্রুতি মধুর এবং জ্ঞানগর্ভ আলোচনা মাশাল্লাহ শুনে অনেক আনন্দিত হলাম এবং আল্লাহ সুবহান আল্লাহ তাআলার কাছে দোয়া স্যার কে যেন সুস্থতা এবং নেক হায়াত দান করেন
অনেক বিনয়ী মানুষ স্যার।
একজন মেধাবীই আরেকজন মেধাবী কে চিনতে পারে। সোহাগ ভাইকে ধন্যবাদ।
সোহাগ ভাইয়ার ক্লাশ গুলো অসাধারণ লাগে..😍😍😍😍
উনি কি কি ক্লাস নেয়?
Physics 2nd part semiconductor and electronics er class niyecen vai..☺☺
ধন্যবাদ ভাইয়া, এত বড় একজন মানুষকে আমাদের সামনে নিয়ে আসার জন্য... অন্যরকম কিছুর অপেক্ষায় আছি।
স্যারের কাছ থেকে অনেক শেখার আছে । স্যার অসম্ভব বিনীত মানুষ । ধন্যবাদ সোহাগ ভাই ।
এরকম বিনয়ী মানুষদের প্রতি শ্রদ্ধা মনের গভীর থেকে আসে। স্যারের জন্য দোয়া করি তিনি যেন তার এই অন্যরকম প্রচেষ্টা চালিয়ে যেতে পারেন জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত।
MashaAllah. আল্লাহ দু'জনকেই হায়াতে তাইয়েবা দান করুন |
আহ! কত সুন্দর, নির্মল একটা ভিডিও দেখলাম। কত চমৎকার একজন শিক্ষক। মুগ্ধ হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে শুধু দেখলাম। আল্লাহ তায়ালা ওনাকে সুস্থ ও নেক হায়াত দান করুন।
আমরা স্যারের কাছে শিখতে পেরে গর্ববোধ করি। ভিডিওটির মাধ্যমে শেখার প্রতি আগ্রহ আরও বেড়ে গেল। ধন্যবাদ স্যার।
আপনার স্কুলের টিচার উনি
মঈন উদ্দীন আহমদ স্যার শুধু গণিত নয়, উনার মাস্টার্স ডিগ্রীই আছে কয়েকটি বিষয়ে। বাংলা, ইংরেজি, গণিত, কম্পিউটার । শুধু তাই নয়, তিনি বিশ্ববিদ্যালয় পর্যায়েও ক্লাস নেয়ার সুযোগ পেয়েছেন। আল-হামদুলিল্লাহ। আমি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করি।
মঈনুদ্দিন স্যারের মোবাইল নম্বরটা কি দেওয়া যায়?
সাধারণত সোহাগ স্যার কারও সাথে কথা বললে অন্যদের আলোচনা ফিকে মনে হয় অথবা অতিরঞ্জিত মনে হয় কিন্তু এই কনভারসেশনে মঈন স্যারের কাছে সোহাগ স্যারকে হাল্কা মনে হচ্ছে। তার শুদ্ধ বাংলায় কথা বলার ধরন,কথায় নম্রতা, বিনয়ীভাব এবং বিদ্যার গভিরতা অবাক করার মত।
আল্লাহ উনাকে নেক হায়াত দান করুক।
অনেক ভালো লাগলো। ধন্যবাদ, সোহাগ ভাইয়াকে এই অন্যরকম মানুষকে পরিচয় করানোর জন্য।
অসাধারণ স্যার, সোহাগ ভাইকে অনেক অনেক ধন্যবাদ এরকম একজন মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।
ধন্যবাদ আপনাকে সোহাগ ভাই আপনি সত্যিই অমায়িক মানুষ
আমরা সবাই মিলে বাংলাদেশ কে অন্যরকম বানাতে পারবো, ইনশাআল্লাহ।
স্যার আমাদের সরকারি গালস্ কলেজের শিক্ষক ছিলেন। তিনি কুষ্টিয়ার গর্ব। আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি স্যারের ছাএী হিসেবে। স্যারও আমাকে অনেক স্নেহ করতেন। স্যার দোয়া করবেন।
মঈনুদ্দিন স্যারের মোবাইল নম্বরটা কি দেওয়া যায়?
স্যারকে আল্লাহ সব ক্ষেত্রে সফলতা দান করুন। আমিন। Thanks to ONNOROKOM PATHSHALA. JAZAKUMULLAHUKHAIRAN.
সহজ সরল নিরহংকার মানুষ। মাশাআল্লাহ।
আমাদের কুষ্টিয়া লেখাপড়ায় অনেক আগে থেকেই বেশ ভালো অবস্থানে আছে আলহামদুলিল্লাহ। চমক ভাইয়া, শিপলু ভাইয়া উদ্ভাস এরই প্রথম সারির শিক্ষক ছিলেন।
২ জনের জন্যই দোয়া রইলো
অনুপ্রেরণা পেলাম💝
গণিতের প্রতি স্যারের আগ্রহ ও নিষ্ঠা আমাকে অনুপ্রাণিত করেছে।
মা-শা-আল্লাহ। মন জুড়িয়ে গেল স্যারের কথাবার্তা শুনে।
অন্যরকম চিন্তা নিয়ে এগিয়ে যাবার প্রত্যেয়ে সাথে আছি সবসময়
ভিডিও টা দেখে
কি যে ভালো লেগেছে
বলার ভাষা নাই।
এরকম মানুষ,, আল্লাহ উনাক হায়াত দারাস করুন।।। উনি বললেন এক এক টা মানুষ এক এক ভাবে চিন্তা করে,,আর এটায় বের করে নিয়ে আসা পারলে অন্ন্যরকম পারবে আর কেও না?
Masha Allah...ki oshadhoron chintaa....dhonnobaad onnorokom pathshala k....😘😘😘💖💖💖💖
Sohag bhai your every episode is brilliant , you looking our national hero and fund it Insallah you will fin more hero , education is country back bon . I believe you also our national hero salute to you thanks Ali UK
Alhamdulillah. See how the science minded people are a true believer. May Allah increase their knowledge and help people to progress.
স্যার আমাদেরকে গনিতের বিভিন্ন সমস্যা অনেক রকম উপায়ে করার জন্য বলে থাকেন। এতে আমাদের গনিতের প্রতি আগ্রহ সৃষ্টি হয়।স্যারের জন্য আমাদের গর্ববোধ হয়।
অতি দ্রুত স্যারের ভিডিও গুলো চাই। এরকম আরো Teacher নিয়ে আশা হোক onnorokom Pathsala
ভিডিও তে
আমাদের কুষ্টিয়ার আরেক লেজেন্ডারি টিচার আছেন। ক্যামিস্ট্রির আতিয়ার স্যার। আমাদের শিক্ষকরাও তার ছাত্র ছিলেন। স্যারের বয়স হয়েছে অনেক.. এখনো পড়ান। পাশের দুই তিন জেলার মানুষও জানে আতিয়ার স্যারের মত অরগ্যানিক ক্যামিস্ট্রি কেউ পড়াতে পারবেনা।
sir r shata kota bola dorker
R8. I am a student of atiar sir
ইভেন আমাদের নটর ডেম কলেজের সঞ্জিত কুমার গুহ স্যারও আতিয়ার স্যারের জ্ঞানের পরিধির জন্য উনাকে সম্মান করেন। আমি খুবই ভাগ্যবান এই দুইজন স্যারেরই সান্নিধ্য পেয়েছি।
Unar cell no ta plz deben. Ami ctg theke bolchi. Plz
@@waynestark11 হাহাহা, গুহ স্যার!!! এঁই দুষ্টু! কঁলেঁজ কেঁমিঁষ্টিঁ কিঁনবেঁ কিঁন্তুঁ......
আমিও কুষ্টিয়ার আমিও গণিতকে ভালোবাসি।
"ধন্যবাদ"
5টি, 7টি বা 10টি নয়, মঈন উদ্দিন স্যার কোনো কোনো অংকের সমাধান 30টি উপায়েও করে দেখিয়েছেন। এছাড়া তিনি বিভিন্ন সমস্যার সমাধান ভিন্ন ভিন্ন পদ্ধতিতে শিক্ষার্থীদের দিয়ে করানোর চেষ্টা করেন।
কোথায় করে দেখিয়েছেন,ভাই?
Is that really!!!!!
মঈনুদ্দিন স্যারের মোবাইল নম্বরটা কি দেওয়া যায়?
SubhanAllah, is it true?
অন্যরকম পাঠশালা মানেই ভিন্ন রকম কিছু।আর আমাদের কুস্টিয়ার মানুষ কে নিয়ে ভিডিও।
অসাধারণ একটি উদ্যোগ।ধন্যবাদ সোহাগ ভাইয়া🖤
Eni amr sir...amr school er Sir sb theke favourite Sir..super talented and world er best teacher...
I admit.
You are really lucky!
I have to admit KGGS had better teachers than KZS in our time. It's been a pleasure to know about such an individual who's also from where I am.
আর বগুড়ার আশরাফ স্যার। যাকে বগুড়া শহরের সকল ছাত্র এক নামে চিনে।তিনি অনেক ভালো স্যার।ফিজিক্স স্যার।
video lecture ase?
সোহাগ ভাইয়ার মোটিভেশনাল ভিডিও গুলো আরও বেশি বানানোর অনুরোধ জানাচ্ছি।
Onek din pore Sir ke dekhlam. Apnake dekhe onek valo laglo. Ami Kushtia Govt. Girls' High School er student cilam.
মঈন উদ্দিন স্যারের গবেষণা কর্মগুলো প্রকাশের ব্যবস্থা নিলে খুবই ভালো হয়।
Love you so much dear মাহমুদুল হাসান সোহাগ
bhiya..
ধন্যবাদ স্যার অনেক সুন্দর আলোচনা করবার জন্য আমি একজন ইতালি প্রবাসী, অনেক কাজের মধ্যে ও আপনার ভিডিও দেখার চেষ্টা করি।
How humble both of them are....!
মঈন উদ্দীন স্যার এর ভিডিওগুলো তাড়াতাড়ি আপলোড দেন,প্লিজ।
ধন্যবাদ মইনুদ্দিন স্যারকে
11:15 I know mohsin sir in real and he is really the best teacher!! A gem of VNS !
Great teacher in RUclips.
Bhaia apnake hazar salam...!!
Aro ai rokom inspirational interview chai...!!
এইগুলোও হচ্ছে মানুষ ❤️❤️❤️❤️
মাশাল্লাহ
অসাধারণ কথা।
অনেক ভালো লাগছে 😍😍😍
অন্যরকম পাঠশালার চেয়ে ভাল চ্যানেল বাংলাদেশে আর নাই!
Assalamualaikum Amader prio Moin Uddin Sir, Allah er kase apnar susthotha kamona kori.
Love you sir🥰🥰🥰
খুব ভাল লাগলো........
Aamraa chiroo rini aamn bhaalo manush der Kothaa shunte peye.... Shohag bhaai k dhonnobaad
অন্য রকম একটা বাংলাদেশ হবে,,,ইনসাহ্আল্লাহ
আবার নতুন করে গণিত শিখতে ইচ্ছে করতেছে মইন উদ্দিন স্যারের কাছে...
আমার নিজের কথা বলি। একটি অঙ্ক আমিও ৬-৭ টা নিয়মে সমাধান করতে চেষ্টা করি।কিন্ত দু:খের বিষয় বড়জোর ২টা -৩টি নিয়মে করার পর ফেইসবুকে চলে যাই।নিজেরে অনেক বড় ভাবি।কিন্ত আমার দৃঢ় বিশ্বাস ওই অঙ্ক আরো ১০টা নিয়মে করা যাবে।
(অনার্স- প্রাণিবিদ্যা ডিপার্টমেন্ট)
Oh
Ameen yaa Rabbal Alamin, In sha Allah may Almighty Allah SWT help us all build a better Bright Future ahead with honesty, irrespective of our diversity due to caste, creed, region, or religion and difference of opinion in religion or in politics. May Allah SWT bless this nation and global humankind to live in harmony and peace.
Love you sir. Apni kemon class nen jani na. Tobe apnar kotha shune monta vore gese. proud of you sir.
Wow that's great sirr
ওনার কথাগুলো অনেক গুরুগম্ভীর ❤❤❤
ভিডিওটা দেখে সময়ের অপচয় হয় নি এটা হলক করে বলতে পারি 🙂
I've not seen such humble person in ages!
অন্যরকম মানুষ মইনুদ্দিন স্যার
স্যারের কথাগুলো খুবই ভালো লাগলো। স্যার যদি ওয়েবসাইটে ম্যথক্লাস গুলো প্রচার করে তাহলে গণিত শিখতে ইচ্ছুক শিক্ষার্থীদের অনেক উপকার হবে।
আমাদের স্কুলের স্যার দেখছি😍
Thanks, both of u Sir. Appreciated. . .
Duijon kei dekhei mone hoy khub valo manush.👏👏👍👍👌👌
Alhamdulillah Shohag vi ar kotha barta to age theke e shuntam. Tini j koto ta guchiye kotha bolte paren tar o halka aktu andaj silo. Kintu aj Ma'shaAllah Moinuddin sir ar kotha shune o ami obak. Alhamdulillah tini ato shundor kore kivabe kotha bolchen? Kothar vitor kono aa uu nei, porishkar bishuddho. Sir ar gonith ar shadh pawar age e to tar kotha shune e fan hoye gela.. 😊😊
Usually he is even more fluent than this.
দু'জন অন্যরকম মানুষ।
Shohag vaiya,,,,amader Netrokona khubi niche royeche
আমাদের জুবিলী স্কুলের ও শিক্ষক ছিলেন। 😍
I wish i could get a teacher such him!!
Fantastic....he is a great man
আমরা সবাই যেন অন্যরকম বাংলাদেশের Contributor হতে পারি।
সোহাগ ভাইয়ার হাসিটা অসাধারণ, 🥰
অনেক দিন পর ভাইয়া ফিরে আসলেন …………
Mind blowing!!!!!!😍😍😍😍😘😘😘
he is a great person i see!
may Allah grant his activities
Khub vao laglo....sob kotha gulu
আমাদের বগুড়ার ফিজিক্স এর বস আশরাফ স্যারের সাথেও পরিচয় হউন।..উনার মত ফিজিক্স এর
জ্ঞানের গভীরতা বাংলাদেশের খুব কম মানুষের ই আছে মনে হয়।..
Right bolco vai!
ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস করায় আশরাফ স্যার
@Mishuk Rahman ওগুলস তো কিছুই না গাণিতিক সমস্যা র ভিডিও গুলা দিছে।...ক্লাস এ স্যার যা থিওরি পড়াইছেন তা আজীবনেও ভুলবো না
তাই নাকি ভাই?
সেই কমেন্ট নাইস
লাইক দিন পাশে পাবেন
ঠিক বলেছেন ভাই।
Vaia physics 2nd paper er Baki chapter vedio dile khub help hoto. Please!!
Mon theke ei manustar jonno valobasa chole aslo
মাশা আল্লাহ ❤
প্লিজ স্যার আপনারা অনার্স(জাতিয় বিশ্ববিদ্যালয় ) এর ভিডিও করেন প্লিজ
আমরা ছোট খাটো কলেজ থেকে পডি ।ভালো শিক্ষক পাই না।প্লিজ শুরু করেন স্যার।
বিষয় : গনিত।