Это видео недоступно.
Сожалеем об этом.

মাছের পেটে আগাম ডিম!! মাছের দেহ বৃদ্ধি ব্যাহত! Egg in fish! Growth of fish is stopped! Abeed Lateef

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 авг 2021
  • It is normal for eggs to come when the fish attains it's age.
    Eggs at this age or size were actually called abnormal!
    There is nothing tense about it.
    Fish growth will not stop.
    If they get a chance to lay eggs, they will leave; More or less.
    However, if there is a problem of breeding, the eggs of Rui Mrigel fish should also be assumed in advance that proper brood fish has not been selected.
    You perform feeding and other responsibilities properly.
    Does a person attain youth just before giving birth to a child or does a person attain youth gradually?
    See the passing of time through the eyes of reality;
    Can make many effective decisions.
    Otherwise, you will be driven by emotion and will drown in loss.
    Thanks everyone.
    #মাছেরডিম, #মাছেরপেটেআগামডিম, #মাছেরদেহবৃদ্ধি,
    #Eggsoffish, #Advancedegginfish, #Growthoffish,
    #AbeedLateef, #AbedLatif,
    মাছের বয়স এলেই ডিম আসা স্বাভাবিক।
    এই বয়সে ডিম না আসলে বলা হতো অস্বাভাবিক!
    এটা নিয়ে টেনশনের কিছু নাই।
    মাছের গ্রোথ থেমে থাকবে না।
    ডিম ছাড়ার সুযোগ পেলে ওরা ছাড়বে; কম হোক আর বেশি হোক।
    তবে বংশ গতির সমস্যা থাকলে রুই মৃগেল মাছেরও আগাম ডিম আসলে ধরে নিতে হবে যে, যথাযথ ব্রুড মাছ মনোনীত করা হয় নাই।
    আপনি খাদ্য দেয়া ও অন্যান্য দায়িত্ব যথাযথ ভাবে পালন করুন।
    একটা মানুষ সন্তান জন্ম দেওয়ার আগ মুহূর্তেই কি যৌবন প্রাপ্ত হয় নাকি ধীরে ধীরে মানুষের যৌবন প্রাপ্তি হয়।
    প্রকৃতির বয়ে যাওয়া সময়কে বাস্তবতার চোখ নিয়ে দেখুন;
    অনেক কার্যকর সিদ্ধান্ত দিতে পারবেন।
    তা'না হলে আবেগে তাড়িত হয়ে সবেগে ক্ষতিতে ডুবে যাবেন।
    সবাইকে ধন্যবাদ।

Комментарии • 149

  • @rimumajumder
    @rimumajumder 10 месяцев назад

    Valo information ❤❤❤

  • @dariusvcom8928
    @dariusvcom8928 3 года назад +4

    আল্লাহ্ আপনাকে সুস্থ দেহে দীর্ঘজীবি করুন

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад +1

      আল্লাহ্ আপনাকেও সুস্থ ও দীর্ঘ জীবন দান করুন।
      আর আমাকে উৎসাহ দেয়ার জন্যও আল্লাহ্ আপনাকে উত্তম প্রতিদান দিন।

    • @dariusvcom8928
      @dariusvcom8928 3 года назад

      @@abeedlateef8059 amin

  • @harakrisnabiswas9504
    @harakrisnabiswas9504 3 года назад +1

    Thanks sir 🙏

  • @deepakbarman3428
    @deepakbarman3428 3 года назад +1

    Khub sundor sir

  • @tanvirhuda4214
    @tanvirhuda4214 3 года назад

    Alhamdulillah, অনেক ভালো কিছু শিখলাম স্যার, আল্লাহ আপনাকে সুস্থ রাখুন

  • @nirobkhan2976
    @nirobkhan2976 3 года назад +1

    ধন্যবাদ স্যার ।আটা ইউরিয়ার মিশ্রণটা কত দিন পরপর দেওয়া যাবে ।আমার 190 শতক পুকুরে 15 কেজি আটা 800 গ্রাম ইউরিয়া 24 ঘন্টা ভিজিয়ে দিয়েছিলাম ।ভালো মত রোদ পাইনি ।পানি 7/8 ফুট আছে ।হালকা সবুজ হইছে।আজ 11 দিন হই ছে মিশ্রণটা দিছি।আবার কয়দিন পর দিব জানাবেন প্লিজ ।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад +1

      আগে খইল গোবর DAP এর ট্রিটমেন্ট করার পর এটা প্রয়োজন হলে দিবেন।

  • @tarunnaskar1226
    @tarunnaskar1226 3 года назад

    Sir please write a book and it will help our next generation also. You are doing a good job and if possible please write a book.

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад +1

      জী, পরিকল্পনা রয়েছে।

  • @monsursikder3478
    @monsursikder3478 3 года назад +1

    স্যার,আসসালামু আলাইকুম,কেমন আছেন? ঠিক বলেছেন।আমার পুকুরে ও সেইম অবস্হা, কার্পু মাছের পেটে ডিম।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      কোন সমস্যা নাই। গর্ভবতী গাভী যেমন সমানে বড় হয়; এদের ঘটনাও একই।

  • @sheikhshakir4716
    @sheikhshakir4716 3 года назад

    Thanks sir ❤️

  • @aljaki3637
    @aljaki3637 3 года назад +1

    স্যার! আমার পুকুরের পরিমাপ ১০০ শতাংশ।
    গভীরতাঃ ৩ ফুট।
    আমার পুকুরে নামার পর শরীর, হাত, পা অনেক চুলকায়।
    এ ব্যাপারে আমার করণীয় কি?
    জানালে উপকৃত হবো স্যার।
    টংগী, গাজীপুর।

    • @Abdullahrayan-pt4xy
      @Abdullahrayan-pt4xy 3 года назад +2

      চুন দেন ইনশাআল্লাহ ঠিক হবেই

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад +2

      শতকে ৩০০ গ্রাম করে চুন এবং লবণ দিন সপ্তাহের মাথায় করে ২-৩ বার।
      পুকুরে ঘাস থাকলে পরিষ্কার করতে হবে।

  • @kaziarifurrahman5999
    @kaziarifurrahman5999 3 года назад

    ধন্যবাদ স্যার

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      আপনাকেও ধন্যবাদ ভাই।

  • @subaldas9639
    @subaldas9639 3 года назад

    🙏🙏sir Thank you ❤💞💞💞💞🌹

  • @lemonkhan7527
    @lemonkhan7527 3 года назад

    খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার গলদা চিংড়ির খাদ্য হিসাবে সয়াবিন 30%, অ্যাংকর ডাল 30%, ডিওআরবি 20%, ভুট্টা 20%,এভাবে কি চলবে। প্রশ্ন হচ্ছে ,ফিসমিল বা মাছের গুড়া না দিলে কি কোন সমস্যা হবে, বা ভালো ফলাফল পাওয়া যাবে। দয়া করে জানাবেন। আল্লাহ আপনার মঙ্গল করুক। 🙏

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад +1

      ২৮% আমিষ হয়।
      সয়াবিন ১০ কেজি বাড়িয়ে দিয়ে ভুট্টা ১০ কেজি কমিয়ে দিন।
      নিজেদের তৈরি শুঁটকি যুক্ত করতে পারলে ভাল হতো।

  • @shadhinahmed4012
    @shadhinahmed4012 3 года назад

    আসসালামু আলাইকুম
    আমার পুকুরে বর্তমানে পাংগাস এর চাষ করছি, পাংগাস এর সাইজ এক কেজি তে ৪/৫ টা হবে। এখন আমি যদি তেলাপিয়া এর ছোট পোনা দিতে চাই তাহলে কি কোন সমস্যা হবে? নাকি পাংগাস মাছ তেলাপিয়ার পোনা খেয়ে ফেলবে।
    জানাবেন প্লিজ।
    ধন্যবাদ

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад +1

      না, খাবে না। দিতে পারেন।

  • @ahrtv7967
    @ahrtv7967 3 года назад +1

    Assalamu Alaikum sar

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      ওয়ালায় কুম সালাম ভাই।

  • @juyelahmed8856
    @juyelahmed8856 3 года назад

    Sar koto din por por mas dim dey doya koer akta vidio banaben ki donobad sar

  • @user-gl8lo9zm4c
    @user-gl8lo9zm4c Год назад

    স্যার আমার তেলাপিয়া মাছের পেটে ডিম আসছে, ১৫ পিচে কেজি আমার করণীয় কি???

  • @nazmul_ahsanplabon3491
    @nazmul_ahsanplabon3491 5 месяцев назад

    ভাই আমি ২৩ এর জুনে শিং মাছের রেনু থেকে ২ লক্ষ পোনা স্টকে রেখেছিলাম। এখন মার্চ এপ্রিলে চাষে দিলে কি ফলাফল ভালো হবে না?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  5 месяцев назад +1

      ভালোভাবে পরিচর্যা করলে মাছ বড় হবে।

  • @raselarafat7922
    @raselarafat7922 11 месяцев назад +1

    আসসালামু আলাইকুম স্যার, আমার পাবদা মাছের পেটে ৫ মাস বয়সে ডিম আসে ৬ মাস বয়সে ডিম ছেড়ে দেয় এবং খাবার খাওয়া বন্ধ করে দেয়, এখন আমি কি ভাবে মাছ কে খাওয়া দরাতে পারি।মাছ শুকিয়ে যাচ্ছে দিন দিন। এ অবস্থায় করনিয় কি।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  11 месяцев назад +1

      সঠিক পরিচর্যা করলে কোন সমস্যা থাকবে না।

    • @raselarafat7922
      @raselarafat7922 11 месяцев назад

      ধন্যবাদ স্যার

  • @tuhinmia7949
    @tuhinmia7949 3 года назад +1

    অনেক অনেক ধন্যবাদ স্যার আমার শিং মাছ ১১০ টা কেজি তে ডিম আইসা গেছে তবে মাছ এর বয়স ৪ মাস এখন কি করা জানাবেন স্যার

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      খাবার খাইয়ে যান।

    • @tuhinmia7949
      @tuhinmia7949 2 года назад

      ধন্যবাদ স্যার

    • @tuhinmia7949
      @tuhinmia7949 2 года назад

      স্যার আপনার নাম্বার টা দেন প্লিজ

  • @mojiburrahamanvloge6975
    @mojiburrahamanvloge6975 3 года назад

    sir amar ek bigha pukur ache bonnay jol dhuke jai bonna par hoye gele desi mach dukke jai tate ki mach chadte parbo ki 6 mac hate somoy thake tate ki mach chadte parbo ki sir ar ki mach chada jabe doya kore bolben sir

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      জাল টেনে পরীক্ষা করে দেখুন তারপর পোনা মজুদ করুন।

    • @mojiburrahamanvloge6975
      @mojiburrahamanvloge6975 3 года назад

      dhonnobada sir allah apnake onek di n bachiye rakhuk ameen

  • @rajeshdebnath4074
    @rajeshdebnath4074 3 года назад

    ইষ্ট এবং মোলাসেস কে , সরিষার খোল এবং গমের গুঁড়ো র সাথে কিভাবে ব্যবহার করবো? 🙏প্রনাম নেবেন। আগে আগে প্রশ্ন লিখে রাখতাম। এবং আপনার সব ভিডিও পোস্ট এ কমেন্ট করতাম। কিন্তু এখন প্রতিদিন অন্তত ৫/১০ টা করে আপনার ভিডিও গুলো দেখে দেখে আমি আমার উত্তর খুব সুন্দর ভাবে পেয়ে যাচ্ছি। তাই এখন শুধু নতুন ভিডিও গুলো তে একটু কমেন্ট করছি, আপনার শিষ্য হিসাবে। ধন্যবাদ স্যার আপনি এভাবে ভিডিও পোস্ট করুন এবং চাষিদের জ্ঞান বারুক। পশ্চিমবঙ্গ, ভারত

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад +1

      আমার কিন্তু এরকম কিছু পোষ্ট আছে দেখতে পারেন।

  • @user-gl8lo9zm4c
    @user-gl8lo9zm4c Год назад

    ডিম আসলে কি নষ্ট এর কোন মেডিসিন পাওয়া যাবে?? একটু বলবেন প্লিজ

  • @abrakib-mc9vp
    @abrakib-mc9vp 3 года назад

    assalamualaikum sir, মাসিক পরিচরযা হিসেবে চুন, লবন, চিনি এক সাশে মিশিয়ে পুকুরে দেওয়া যাবে কিনা। দয়া করে উওর দিবেন

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад +1

      এক পাত্রে নয় ; আলাদাভাবে গুলিয়ে পাশপাশি প্রয়োগ করবেন।

  • @akhterhosssain4135
    @akhterhosssain4135 3 года назад

    ১। শিং মাছের সাথে মিশ্র চাষ হিসাবে পাবদা, গুলশা, বাইম ও গোচি মাছ দেওয়া যাবে কিনা, যদি যায় তবে মজুত ঘনত্ব কত হবে।
    ২। উপরোক্ত মাছের খাদ্য হিসাবে ডালের খুদ, বয়লার মুরগির ভুরি মাছের নারি ভুরি, ব্রান মিশিয়ে খিচুরি রান্না করে খায়ানো যাবে কিনা জানালে উপকৃত হব।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад

      একক চাষ কিভাবে হবে!

  • @billalislam9772
    @billalislam9772 3 года назад

    অাসসালামু অালাইকুম স্যার কেমন অাছেন। স্যার রেনুর বয়স অাজ ১৫ দিন, রেনুকে ২ বেলা সমপরিমাণ পাউডার ফিড দেওয়া হচ্ছে।এখন সিলভার কার্প রেনুর অালাদা গ্রোথ এর জন্য খৈল ও ব্রান দিলে কেমন রেজাল্ট পাবো, না শুধু ব্রান উপরে ভাসিয়ে দেব।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      শুধু পাউডারের উপরই ৩৫-৩৬ দিন থাকুন।
      তার পর তরিকা বদল।
      আল্লাহ্ আপনাকে অনেক ভাল রাখুন।

  • @banglacartoon..985
    @banglacartoon..985 3 года назад

    আসসালামু ওয়ালাইকুম স্যার
    আলহামদুলিল্লাহ আপনার এই কথা কাজ আমার এতো ভালো লাগে কিভাবে বোঝাবো
    আপনার গ্রুপে একজন ভাইয়ের এই ডিম আসা মাছের পোস্ট দেখলাম
    আর এখন সেই বিষয়ে ভিডিও দেখছি
    আল্লাহ আপনার হায়াত দান করুন আমিন

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      আল্লাহ্ আপনাকেও দীর্ঘ, সুস্থ ও নেক হায়াৎ দান করুন।

    • @banglacartoon..985
      @banglacartoon..985 3 года назад

      @@abeedlateef8059 আমিন

  • @rakibali3351
    @rakibali3351 3 года назад

    আসসালামু আলাইকুম স্যার, আমার পুকুরে প্রচুর গ্রাসকার্প আছে। যে জায়গায় ঘাস দেই সেখানে গ্রাসকার্পের মল জমে গন্ধের সৃস্টি হয়।সেক্ষেত্রে করনিয় কি

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      ঐ জায়গায় শতকে ২৫০-৩০০ গ্রাম গুলানো চুন ছিটিয়ে দিয়ে তলাটা নাড়িয়ে দেবার ব্যবস্থা নিন।

  • @kajolmdkajpl
    @kajolmdkajpl 3 года назад

    স্যার শিং টেংরামাছ নিয়ে চিন্তাই ছিলাম আপনার কথায় শান্তি পেলাম আপনাকে ধন্যবাদ

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      আপনাকেও ধন্যবাদ ভাই।

    • @Abdullahrayan-pt4xy
      @Abdullahrayan-pt4xy Год назад

      বাস্তবে কিন্তু এত সহজে বড় হয়না আপনার অভিজ্ঞতা কেমন kajol vai

  • @santoshchakraborty3682
    @santoshchakraborty3682 3 года назад

    স্যার আমি কোলকাতা থেকে বলছি।আমার একটা প্রশ্ন।পুকুরে আগে ফাইটোপ্লাঙ্কটন জরুরী?না জুপ্লাঙ্কটন।প্রথমে কোনটি?

  • @arshadulkarim1840
    @arshadulkarim1840 3 года назад

    আল্লাহ পাক আপনার মঙ্গল করুক

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      আল্লাহ্ পাক সবার মঙ্গল করুন।

  • @sukhendusardar6535
    @sukhendusardar6535 3 года назад

    স্যার 2 একর এ কয়টা খাবারের ট্রে দিবো? আর ট্রে গুলো একজায়গায় দিলে হবে ,না আলাদা আলাদা?
    কার্প মাছ ডিম ছাড়ার পর ওরাই কি ডিম গুলো খেয়ে ফেলে ?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      ২ টা।
      কার্প ডিম পাড়ে না।

  • @shaheentalukdar8856
    @shaheentalukdar8856 3 года назад

    স্যার, শিং, কৈ, টেংরা মাছ পুকুরে কি প্রজনন করে, নাকি শুধু ডিম আসে বাচ্চা আসেনা জানাবেন।।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      প্রজনন করে কিন্তু সংখ্যায় কম টেকে।

  • @abuesa292
    @abuesa292 3 года назад +1

    স্যার নারিকেলের খৈল এ কত পার্সেন্ট আমিষ থাকে

  • @tuhinmia7949
    @tuhinmia7949 3 года назад +1

    সার শিং মাছের কেজিতে ৩০০ ডিম আসলে কি করা দয়া করে বলবেন

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      খাবার প্রয়োগ করে যান।

  • @nurmohammad4736
    @nurmohammad4736 3 года назад

    স‍্যার,আমার পুকুরে হঠাৎ করে কিছু কাতল ও কার্পিও মাছ মারা যাচ্ছে।শরীরে শুধু আঠালো জাতীয় পিচ্ছিল পিচ্ছিল।এখন কী করনীয়।আমাকে জানালে উপকৃত হবো।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад +1

      পুকুরের স্বাভাবিক পরিচর্যা গুলো চালিয়ে যেতে হবে।

    • @nurmohammad4736
      @nurmohammad4736 2 года назад

      @@abeedlateef8059 ধন্যবাদ স‍্যার

  • @agroindica9955
    @agroindica9955 3 года назад

    আসসালামুয়ালাইকুম । আল্লাহ আপনাকে সুস্থ রাখুন।
    জানিনা আপনার ভিডিওই ডিসলাইক কোন ছাগলে দেয়!!

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад +2

      ওয়ালায় কুম সালাম ভাই।
      আল্লাহ্ আপনাকেও সুস্থ রাখুন।
      মানুষ যেমন নিজের মঙ্গল নিজেই সাধন করে তেমনিভাবে নিজের অমঙ্গলও সাধন করে থাকে।
      মহান আল্লাহই সর্বদর্শি এবং চূড়ান্ত বিচারকারি।

  • @HasanMahmud-jg1ig
    @HasanMahmud-jg1ig 3 года назад

    সার এরোটর বেবহার করে কি কাতল মাছের একক চাষ করা যায়, জানাবেন সার

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      যদি ইলেকট্রিসিটি ফেল না করে।

    • @HasanMahmud-jg1ig
      @HasanMahmud-jg1ig 3 года назад

      সার কাতল মাছের একক চাষে শতকে কত পিস মাছ দেওয়া যায়, জানাবেন

  • @Vjjffydugufufuf2345
    @Vjjffydugufufuf2345 2 года назад

    স্যার মৃগেল মাছের পেটে ডিম মাছ মারা যাচ্ছে কী করনীয়?

  • @bebakbabak840
    @bebakbabak840 11 месяцев назад

    সার পুকুরের জলা ৪০শতাংশ মাছেরপরিমাণ ৫০,০০০হাজার গুলশা মাছের দৈহিক ওজন -১কেজি =২৪০পিচ ওই জলায় আমি কত হাজার মাছ পালন করতে পারব ভাসমান ফিট খাচ্ছে ৮.৫কেজি

  • @abuesa292
    @abuesa292 3 года назад +1

    স্যার আমার আরও একটা প্রশ্ন j5000 তেলাপিয়া মাছ থেকে (যদি সঠিকভাবে খাবার ব্যবস্থাপনা এবং পুকুর পরিচর্যা করা হয় এবং 80 টাকা কেজি পাওয়া যায়) তাহলে 8 থেকে 10 টায় কেজি হলে কত টাকা লাভ করা সম্ভব? দয়া করে এ কথার উত্তরটা একটু দিয়েন স্যার

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      ৮-১০ টায় কেজি হলে ৬০-৬৫ টাকা দাম পাবেন।

    • @abuesa292
      @abuesa292 3 года назад

      @@abeedlateef8059 স্যার আমি মাসটা যষ্টি আষাঢ় মাসে উঠাবো

  • @terroristonindianbjpparty575
    @terroristonindianbjpparty575 3 года назад

    সার আমি আজ দুই দিন হলো ৩০ শতাংশ পুকুরে ৫০ হাজার টেংরা মাছের পোনা দিয়েছি , যদি কোনো উপদেশ থাকে দিলে উপকার হবে ।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      প্রয়োজনীয় পরিমাণে খাবার প্রয়োগ করুন তানা হলে মাছের বিভিন্ন প্রকার সমস্যা হতে পারে।

  • @nirobkhan2976
    @nirobkhan2976 3 года назад

    ধন্যবাদ স্যার আপনাকে ।স্যার আমার পুকুরে সকালে বিকেলে কার্প মাছকে খাবার দেই।সন্ধ্যায় ও ভোর রাতে শিং গুলসা কে খাবার দেই।এখন দেখা যায় সন্ধ্যায় শিং গুলসার সাথে কার্প মাছ এসে খাবারটা খাচ্ছে ।এখন কার্প মাছের জন্য তো শিং গুলসা খাবার ঠিক মতো পাচ্ছে না কী করব স্যার উপায় বলে দিন প্লিজ ।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад +1

      কার্প এর জন্য খাবার বাড়িয়ে দিন।

    • @mehrinkhan4871
      @mehrinkhan4871 3 года назад

      ধন্যবাদ

  • @AshikAshik-wx1xo
    @AshikAshik-wx1xo 3 года назад

    স্যার কার্প জাতীয় মাছ ১০০ গ্রাম ছাড়লে মজুদ ঘনন্ত ঠিক থাকলে পরিচর্য ও খাবার ব্যসবস্হাপনা ঠিক থাকে ৪-৫ মাসে কেমন সাইজ পেতে পারি

  • @md.ahamedrazu2536
    @md.ahamedrazu2536 3 года назад

    আসসালামু আলাইকুম স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ রকম একটা ভিডিও করার জন্য এই সমস্যাটা তো আমি ভূগতেসি স্যার আমার কুকুরে মাছ ছেড়েছি আমি আজকে তিন মাস হয়ে গেছে কিন্তু আমার মাছের কোন গুরুত্ব আসে নাই তিন মাস পরে মাত্র 100 পিছে কেজি আসেছে প্রত্যেকটা মাছের পেটে ডিম হয়ে গেছে এখন আমি কি করতে পারি স্যার প্লিজ একটু জানাবেন স্যার আমার মাছটা হলো শিং মাছ এবং কৈ মাছ

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      আপনার দেয়া খাবার যথেষ্ঠ হচ্ছে না।
      খাবার সহ অন্যান্য পরিচর্যা গুলি নিয়মিতভাবে করে যান।

  • @sheikhabdulbaki8004
    @sheikhabdulbaki8004 3 года назад

    দৃষ্টি আকর্ষণ
    আমার রেনু পোনার পুকুরের পানিতে একটি জিনিস আমি প্রচুর পরিমানে দেখতে পাচ্ছি যা এর আগে এভাবে আমার কখনো চোখে পরেনি। আমি ঠিক বুঝতে পারছিনা যে জিনিসটা আসলে কি হতে পারে। আমি আকৃতিটা বুঝানোর চেষ্টা করছি আর আপনারা ( এখানে আবেদ লতিফ স্যার ) জিনিসটি সম্পর্কে জানলে দয়াকরে আমাকে জানাবেন...
    এটা দেখতে ক্ষুদ্রাকৃতি বলের মতো বা মাছের ডিমের মতো, গোলাকার, স্বচ্ছ , কিছুটা পিচ্ছিলও বটে। নড়াচড়া করে কিনা বুঝতে পারছিনা। তবে দিন যাচ্ছে আর এদের সংখ্যাও বাড়ছে এটা বুঝতে পারছি। বর্তমানে পুকুরের সব জায়গাতে এরা অবস্থান করছে। কোথাও কোথাও অগণিত একসাথে। আমার ধারণা এরা পানির সর্ব স্তরে বিরাজ করছে।
    জু প্লাংটনের ক্ষুদ্রাকৃতি পোকাগুলো সম্পর্কে ধারণা আছে। কিন্তু এই জিনিসটা সম্পর্কে একদমই ধারণা নেই আমার।এটা ভাল নাকি খারাপ তাও বুঝতে পারছিনা তবে এর দারা এখনো পর্যন্ত কোন ক্ষতি সম্ভবত হয়নি। ঊল্লেখ্য, আল্লাহর অশেষ রহমতে আমার এই রেনুর পুকুরে প্রচুর জু প্লাংটন তৈরি হয়েছে। অভিজ্ঞদের মতামত আশাকরছি ( এখানে অবশ্য আবেদ লতিফ সারের মতামত আশাকরছি, কিছু আগেই এই লিখাটি আমি ''প্রকৃতি এবং প্রযুক্তি নির্ভর মাছ চাষ'' এ পোষ্ট করেছি )। ধন্যবাদ।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад +1

      ওই জিনিসটার সাথে আমি পরিচিত।
      বিশেষ ধরণের শেওলার স্বচছ বলের মত।
      পুকুরের পুষ্টি গ্রহন করে , নিজেরা বড় হয় কিন্তু কোন মাছ এটা খায় না।
      পুকুর ভরে যায়।
      শতক ফুট পানিতে ২ গ্রাম করে তুতে দিয়ে ২- ৩ দিন জাল টেনে ওগুলি ভেঙ্গে দিলে হারিয়ে যাবে এবং আপনি রক্ষা পাবেন।
      যে গ্রুপটার কথা উল্লেখ করেছেন সেই গ্রুপটা আমি ই গড়ে ছিলাম।
      কিছু অকৃতজ্ঞ , মূর্খ ও "ফেস বুক দস্যু" জবর দখল করে আবার কাঠাল পাতা চিবিয়ে খাচ্ছে।
      গত বছর আমি আবার
      facebook.com/groups/2143121362500536/?ref=share
      "প্রকৃতি নির্ভর মাছ চাষ গ্রুপ" এই নামে আবার খুলেছি। আপনার দাওয়াত রইল।
      ধন্যবাদ ভাই।

    • @sheikhabdulbaki8004
      @sheikhabdulbaki8004 3 года назад

      @@abeedlateef8059 স্যার, সালাম জানবেন।আপনার কাছ থেকে মন্তব্য পেয়ে অনেক খুশি হলাম। অভিজ্ঞতা শেয়ার করবার জন্য অনেক ধন্যবাদ। উল্লেখ্য, বলগুলো সবগুলোই প্রায় সম আকারের আর সবগুলোই স্বচ্ছ। রেনুপোনার বয়স ৩৩ দিন। পাবদার রেনুপোনা। তুতে ব্যবহার করা ঠিক হবে কি? ধন্যবাদ আপনাকে।

  • @abuesa292
    @abuesa292 3 года назад

    আসসালামুয়ালাইকুম স্যার আপনি কেমন আছেন আশা করি আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন এই দুঃসময়ে স্যার আমার একটা বিষয় জানার ছিল যে আপনার নিয়ম অনুযায়ী আমি আমার 5000 তেলাপিয়া মাছ খেয়ে হাতে তৈরি খাবার দিচ্ছি সেখানে রেজাল্ট খুব ভালো! কিন্তু আমার আরও একটা পুকুরে 42000 মাগুর মাছ ছাড়া আছে। আমি তাদেরকে প্রত্যেকদিন সকালে বেলা এবং বিকাল বেলায় পিলেট খাবার তৈরি করে খেতে দিচ্ছি এবং পাশাপাশি আমি এক দিন বাদে একদিন তিন কেজি করে খোল পচা দুপুরে পুকুরে ছিটিয়ে দেই। এগুলো মাছ খুব ভক্তি করে খায় আমার প্রশ্ন হলো আমি কি প্রত্যেকদিন দুপুরে ছিটিয়ে দেব সেটা কি আমার জন্য খুব ভালো হবে? দয়া করে একটু বলবেন স্যার।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад +1

      পারলে প্রতি দিনই কিছু করে দিন।

    • @abuesa292
      @abuesa292 3 года назад

      @@abeedlateef8059 স্যার আমি প্রত্যেকদিনই ভিজিয়ে দিতে পারব কিন্তু এতে মাছের বৃদ্ধি বাধাগ্রস্ত হবে কি? (48 ঘণ্টা ভিজিয়ে ছিটিয়ে দেব) স্যার কেউ কেউ বলে যে প্রত্যেক দিন সরিষার খোল ভিজিয়ে দিলে মাছের বৃদ্ধি বাধাগ্রস্ত হয় আসলে কথাটা কতটা সত্য?(খৈল ছিটিয়ে দেয়ার আগে তার সাথে দুই কেজি ভুসি মিশিয়ে দিই)

  • @motivationalsmile4597
    @motivationalsmile4597 3 года назад

    আমরা যে সয়াবিন তেল খাই,, বাজার দেকে কিনে,, সেটা কি ব্যবহার করতে পারবো,, মাছের খাবার এর সাথে,, sir দয়া করে বলবেন

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад +1

      অত্যন্ত ব্যয় বহুল হবে।
      ধানের কুঁড়া দিলেই সে প্রয়োজন মিটে যাবে।

    • @motivationalsmile4597
      @motivationalsmile4597 3 года назад

      Sir please বলেন,, বাজার থেকে কেনা সয়াবিন তেল কি , মাছের খাবার এর সাথে মিক্সিং করে দেওয়া যাবে কি না,,কারন আমি ভিয়েতনামী শোইল মাছ,, চাষ করছি,, উচ্চ প্রটিন সম্পূর্ণ খাবার পাচ্ছি না

  • @HasanMahmud-jg1ig
    @HasanMahmud-jg1ig 3 года назад

    সার কেমন আছেন?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      আলহামদুলিল্লাহ ভাই।

  • @rajdeepbiswas3861
    @rajdeepbiswas3861 3 года назад

    স্যার আমি ইন্ডিয়া থেকে বলছি,
    পুকুরে দেশি টেংরা মাছের সাথে কী অন্য কোনো ক্যাটফিস চাষে দেওয়া যাবে,
    বা সাদা মাছ ও কী দিতে পারবো

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад +1

      পাবদা দিতে পারেন।

    • @rajdeepbiswas3861
      @rajdeepbiswas3861 3 года назад

      @@abeedlateef8059 ধন্যবাদ স্যার🙏
      স্যার টেংরা মাছের ছোটো ছোটো পোনা গুলো কে পাবদা খেয়ে নেবে না

  • @abdullahmohiuddin9489
    @abdullahmohiuddin9489 3 года назад

    Assalamualaikum sir.৪০০ গ্রামের নিচের কার্প জাতীয় মাছে ডিম আসলে কি করা উচিত?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      সোজাসুজি বিক্রি। কারণ দেহ বৃদ্ধির হার ক্ষতিকর মাত্রায় কম হবে।

  • @palashmanna7177
    @palashmanna7177 3 года назад

    স‍্যার প্রনাম। স‍্যার আপনার সুসাস্তের কামোনা করি। স‍্যার আপনার কাছে আমার কোনো কিছু চাওয়ার অধিকার নেই কিন্তুু না চেয়ে থাকতে পারলাম না। চাওয়া টা হচ্ছে একক চাষ হিসাবে শিং এবং মাগুর মাছের সম্পুর্ন চাষ প্রদ্ধতি। কারন আমার গ্রামে কয়েক টা চাষি ভাই এই মাছ চাষ করছে কিন্তুু সফোলতা অর্জন করতে পারছে না তাই আমি এই আবদার করলাম। আপনি ভিডিয়োর মাধ‍্যমে এই শিং এবং মাগুর মাছের চাষ প্রদ্ধতি দিলে আমি ওই চাষি ভাই দের ভিডিও টি দেখাতে চাই এবং আমরা সমস্ত চাষি ভাইরা উপকৃত হব। ধন‍্যবাদ।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад +1

      আমার ওয়েব সাইট চালু হচ্ছে; ঐখানে থাকবে ইনশাআল্লাহ।

    • @palashmanna7177
      @palashmanna7177 3 года назад

      স‍্যার ওয়েব সাইট এর link টা কিভাবে পাব দয়া করে বোলবেন। শুভরাএি।

  • @mdagerwal9683
    @mdagerwal9683 3 года назад

    স্যার পুকুরে ছোট পেনা দূর করার জন্য কি করা যায়। একটু জানাবেন।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      শ্রম দিন।

    • @mdagerwal9683
      @mdagerwal9683 3 года назад

      @@abeedlateef8059 ভাই ডাইরেক তুলে পেললে ত আবার জন্ম নেয় এগুলো সেটার কোন স্থায়ী সমাধান নাই

  • @mostafagayen1217
    @mostafagayen1217 3 года назад

    স্যার আমি ভারত থেকে মস্তফা গায়েন বলছি 10কেজিখাবার তৈরী সরিসারখৈল3কেজি গমেরভূশী 3কেজি ভুট্টা 2কেজি 2কেজি শুঁটকি গুড়ো সঠিক না ভুল বলবেন

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      কি মাছের জন্য বানাবেন?

    • @mostafagayen1217
      @mostafagayen1217 3 года назад

      রুই কাতলা মৃগেল গ্রাসকপের জন্য

  • @mirazelectronicsbd775
    @mirazelectronicsbd775 3 года назад

    আসসালামু আলাইকুম স্যার🥰

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад +1

      ওয়ালায় কুম সালাম ভাই।

  • @najrulislam4386
    @najrulislam4386 3 года назад

    33 শতক পুকুরে তিন থেকে চার ফুট গভীরতা কয় বাটি ডিম দেওয়া যাবে বা কত ফেস রেনু ছাড়া যাবে
    উৎপাদন কতটা করা যাবে

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      বাটিতে পরিমাণ কি ১০০ মিলি:?
      সে হিসাবে হলে ৬০০-৭০০ মিলি
      বা ৬-৭ বাটি দিতে পারেন।

  • @s0umendas436
    @s0umendas436 3 года назад

    প্রনাম স‍্যার
    সৌমেন দাস সিঙুর হুগলি

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      হৃদয় ভরে আশীর্বাদ করি ভাই যেন আল্লাহ্ আপনাকে মঙ্গল মতোই রাখেন।

  • @kazisujato1042
    @kazisujato1042 3 года назад

    স‍্যর গভীরতা 12 ফুট।পুকরের পরিচর্যার পরিমান জানালে কৃতজ্ঞ থাকব

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      এক একরের কম হলে আগে পানি কমিয়ে ৬ ফুট করে নিতে হবে।
      মাসে শতকে ২৫০ গ্রাম করে চুন এবং লবণ ও ৫০ গ্রাম করে চিটাগুড় দিবেন।

    • @kazisujato1042
      @kazisujato1042 3 года назад

      @@abeedlateef8059 অসংখ্য ধন্যবাদ স‍্যর

  • @basantanandi8613
    @basantanandi8613 3 года назад

    কিছু অসাধু ব্যাক্তি ছোটো মাছের রেনু বাজারে বিক্রি করে। সেই রেনুর বৃদ্ধি কম হয় কি❓ সেই রেনুর মাছ চাপের পোনা হিসেবে কেনার আগে দেখে চেনার কোনো উপায় আছে কি❓ধন্যবাদ🙏। বাঙালি বাবু🙏।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад +1

      যদি নদীর রেনু হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়।
      আর যদি হ্যাচারির রেনু হয় তাহলে তাহলে খবর হয়ে যেতে পারে।
      তবে নদীর রেনুর ম্যাচুরিটি বিভিন্ন রকম হয়।
      চোখ ভাল থাকলে কিছুটা আঁচ করতে হয়।
      আর ভাই, দোকানদার আর আপনজন (!) যদি মনে করে যে, "কাস্টমার কিংবা ইয়েকে" ঠকাব তাহলে আমাকে/আপনাকে কেউই বাঁচাতে পারবে না!🤣🤣🤣🤣

  • @sovanmondal8287
    @sovanmondal8287 3 года назад

    ❤️❤️❤️

  • @sojusahoo6642
    @sojusahoo6642 3 года назад

    Sir pond a ziolite er bhabohar bolun please

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад +2

      Zeolite এর কাজ চুনের দশ ভাগের এক ভাগ এরও কম।

    • @sojusahoo6642
      @sojusahoo6642 3 года назад

      @@abeedlateef8059 Thanks sir💕🙏🙏

  • @debsankarfishfarm3837
    @debsankarfishfarm3837 3 года назад

    আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি. আমি আপনার সামস্ত ভিডিও দেখি. আমি আপনার ভেঞ্চুরি নজল কিনতে চাই. কিভাবে পাব. জানাবেন.

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      ওখানে দেয়া মোবাইল নাম্বারের সাথে কথা বলে দেখতে পারেন।

  • @masudurrahaman6241
    @masudurrahaman6241 3 года назад

    গোলদা ও কি তাই ?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      সব মাছের ক্ষেত্রেই তাই।

  • @Vjjffydugufufuf2345
    @Vjjffydugufufuf2345 3 года назад

    Sir apnar facebook link ta din

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      Kazi Abeed Lateef দিলেই পাবেন।

    • @Vjjffydugufufuf2345
      @Vjjffydugufufuf2345 3 года назад

      স্যার পুকুরে র উপরে সবুজ লেয়ার তৈরি হয়েছে কী করলে দূর হবে?