যেমন স্যার তেমন ছাত্র!! সত্যিই অসাধারন! এত সাবলীল আর সহজ উপস্থাপনা, বাধ্য হলাম প্রোগাম টি শেষ পর্যন্ত দেখতে। "ভোর দেখার আনন্দ আর ঘুমানোর আনন্দ একসাথে পাওয়া যায় না" সুশান্ত পাল স্যার।
মাত্র ২৬ বছরের (এখনও নাকি হয়ওনি!) একজন তরুণ! অথচ জীবন সম্পর্কে তার বোধ যেন বড় মনীষীদের মতন! এত বিনয়! এত সুন্দর, সহজ, সত্যনিষ্ঠ উপস্থাপন! মন্ত্রমুগ্ধের মত শুনেছি! এত সুন্দর করেও মানুষ কথা বলতে পারে! জীবনে একজন সঠিক দিকনির্দেশকের বড়ই প্রয়োজন। সেটা সবাই পায়না। আর দাদার মত একজনতো খুবই রেয়ার। শিক্ষকের যথাযথ ছাত্র হয়েছেন তিনি। স্যালুট! দাদাকে বিশাল একটা ধন্যবাদ এই মানুষটাকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য। 😊 আর সৌম্যদার জন্য অনেক শুভকামনা, দোয়া, ভালোবাসা। দেশের জন্য নিজের সর্বোচ্চটুকু যেন দিতে পারেন। নিজেকে আর আপনজনদের নিয়ে ভীষণ ভালো থাকুন। ❤ অসাধারণ থেকেও অসাধারণ একটা আড্ডা ছিলো এটা। দাদা থ্যাংক ইউ সো মাচ। সৃষ্টিকর্তা মঙ্গল করুক। ❤
নমস্কার। আমি শ্রদ্ধার সাথে বলছি আমি পুরো ভিডিওটা রাত ১২.০০ টা থেকে দেখছি, কিন্তু পুরোটা দেখা একবারে শেষ করেছি। নেট স্পিড ভালো না তাও পস করে করে দেখেছি। সবার মতো আমিও বলবো আমার দেখা সেরা ইন্টারভিউ। আমি পড়ালেখার বিষয় ছাড়াও আরো অনেক কিছু শিখেছি। আমি চট্টগ্রাম নাজিরহাট থেকে শুনছি। এখন অনার্স ৪র্থ বর্ষ চলছে করোনার জন্য।
স্যার এত দিন আপনাকে শুধু আপনার কথা গুলো শুনে শ্রদ্ধা করতাম।আজ আপনার ছাত্রের কথা শুনে সে শ্রদ্ধা আরো বহুগুনে বেড়ে গেলো।আর সৌম স্যার একজন অসাধারণ মানুষ। আজেকের লাইভ ভিডিও থেকে আর কি শিখতে পেরেছি,জানি না।তবে এটুকু বুঝতে পেরেছি জীবনে সবচেয়ে বড় সফলতা একজন ভালো মানুষ হওয়া।।
হাজারও কমেন্ট করার মতো আলোচনা একটা। এটা শত বার শুনলে আরো শত বার শুনার আগ্রহ জন্ম নিবে। যেমন গুরু তেমনই শিষ্য!!!! plz pray for me,sir. I am a student of 3rd year of National University.
৪ ঘন্টা ১২ মিনিটে সুশান্ত স্যার একটা কথা বলেছেন যে,ওনারা নিজের খেয়ে বনের মহিষ তারিয়েছেন।মন থেকে অনেক খুশি হয়েছি যে সম্পুর্ণ ফ্রীতে পুরো বিসিএস সম্পর্কে সম্পুর্ণ ধারনা এবং শিক্ষা গ্রহণ করতে পেরেছি। আমাদের পথহারা স্টুডেন্টদের কাছে থেকে অন্তত অনেক ভালোবাসা পাবেন।❤️❤️❤️
অসংখ্য ধন্যবাদ সুশান্ত দাদা ও সৌম্য দাদা।আপনারা নি:স্বার্থ ভাবে আমাদের মত সাধারণ ছাত্র-ছাত্রী দের যে উপকার করছেন তা অনেক ধন্যবাদ দিলেও কৃতজ্ঞতা প্রকাশ অনেক কম হবে।তারপরও অনেক অনেক ধন্যবাদ। জানি না কতটা পালন করতে পারব তবে চেষ্টা করব যতটুকু আমার পক্ষে সম্ভব।
দারুন লাগল, অনেক কিছু শিখলাম আজ।সোনার দেশ গরতে হলে সোনার মানুষ দরকার, আর দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে দুর্নীতি মুক্ত করতে হবে। মেধাবী লোক অনেক আছে, কিন্তুু সৎ মানুষ পাওয়া কঠিন। আজ ভাইয়ের কথা গুলোতে সততার স্বাদ পেলাম, অনেক শুভকামনা ভাই।
রাত ৩টা ২২মিনিটে শেষ করলাম।আর এটা থেকে অনেক কিছু রিসিভ করলাম আমি।যাস্ট অসাধারণ। বর্তমানে এতটা দেশপ্রেমিক পাওয়া প্রায় অসম্ভব। দোয়াকরি সৌম্য ভাইয়া আজীবন এরকম ভালো ও সৎ মানুষ হয়েই থাকেন।।।
সুশান্ত পাল স্যারকে আমি চিনতাম ই না,ফেইসবুকে উনার ভিডিও প্রথমদিকে ইগনোর করতাম।কিন্তু হঠাৎ একটা ভিডিও দেখে আমার মোড,আমার এইম সব চেইঞ্জ হয়ে গেছে।আমি অন্যরকম একটা শক্তি অনুভব করি।আমি ভীষণ অনুপ্রেরণা পাই।আমি উনার স্পিস প্রতিদিন শুনি এবং মেনে চলি।আমি জানি,স্যারের অনুপ্রেরণামূলক ভিডিও আমার লাইফে সাকসেস এনে দিবে।যদি কখনো সাকসেস হই,সব ভূমিকা,সব ক্রেডিট থাকবে স্যারের। স্যার আমার প্রণাম নিবেন।🙏
শ্রদ্ধেয় সুশান্ত পাল স্যারের একটা ক্যারিয়ার আড্ডা আমি যখন দেখেছিলাম ঐটা ছিল আমার জীবনের ফার্স্ট ক্যারিয়ার আড্ডা, ঐটা ছিল সেরা একটা ক্যারিয়ার আড্ডা এরপর আজকের ক্যারিয়ার আড্ডাটা আমার দেখা সেরা ক্যারিয়ার আড্ডা।দুজনের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা💝
সৌম্য দা একজন লিজেন্ড... অনেক চতুরতার সাথে কথা বলেছেন এবং সবই মনের কথা, বাস্তবিক কথা, মজা পেয়েছি এবং অনেক কিছু শিখেছি। সুশান্ত স্যারের ছাত্র সৌম্য দা কে তার চেয়েও বড় করে গড়েছেন যাকে বলা যায় "বস কোয়ালিটি"। যেমন: প্লেটোর ছাত্র এরিস্টটল।
সৌম্য ভাইয়ার ভয়েসটায় অনেকটাই আমাদের গ্রামের ভাষার আঞ্চলিক একটা টান লক্ষ্য করেছি।😀😀 অসম্ভব ভালো লেগেছে তার কথাগুলো । 😊 আপনাকে অসংখ্য ধন্যবাদ সুশান্ত স্যার,এত স্পষ্টবাদী একজন মানুষের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।😊😊
৪ ঘন্টা ৪৭ মিনিট ১৮ সেকেন্ড দেখলাম, শুনলাম,ক্লান্তি অাসেনি,নোট করেছি,,আরো কয়েকবার দেখবো ইনশা আল্লাহ সময় করে,,,,আলহামদুলিল্লাহ,, দোয়া করি সুশান্ত স্যার ও সৌম্য ভাইয়ের জন্য তার নতুন জীবন সুন্দর হোক,,দেশের জন্য সর্বোচ্চ সেবার জন্য রব কবুল করুন আজীবন,,।।।সব মিলে অসাধারণ।।
অসাধারণ ২ জন মানুষের কথা কয়েকদিন ধরে শুনতেছি । অনেক ভালো লেগেছে এই কথা যেন মেনে চলতে পারি। সুশান্ত স্যার এবং সৌম্য স্যার এর প্রতি অনেক অনেক কৃতজ্ঞ এবং অনেক ভালোবাসার দুজন মানুষ । জীবন সম্পর্কে এভাবে কখনো কেউ বলেনি কখনো কারো থেকে শুনিনি । কি বলে ভাষা প্রকাশ করব সেটা খুঁজে পাচ্ছিনা শুধু এটুকু বলব যদি কোন মানুষ মন থেকে শুনে এবং সে অনুযায়ী কাজ করে সে একদিন সফল হবে । আমি নিজেও মেনে চলার চেষ্টা করব । অনেক ভালোবাসা রইলো আপনাদের প্রতি এবং আপনাদের পরিবারের প্রতি ♥️♥️♥️
শুরুতেই ধন্যবাদ জানাই সৌম্য দাদা ও প্রিয় সুশান্ত-দা কে।কতটা দুর্ভাগ্য হলে আপনারদের লাইভ বছরখানেক পর এসে দেখা হয়!আসলে অনেক কিছু শিখলাম অনেক অজানাকে জানলাম।আপনাদের মত মানুষ আছে বলেই আমার মত স্বল্প জ্ঞানের মানুষেরা তাদের জ্ঞানের পরিসর বৃদ্ধি করতে পারে।আল্লাহ্ আপনাদের দুজনকেই উত্তম প্রতিদান দিক!❤️
আসসালামুআলাইকুম স্যার..অনেক শ্রদ্ধা ও দোয়া স্যারের জন্য! পুরাটা প্রোগ্রাম দেখলাম,, অসাধারণ লাগলো।অনেক কিছু শিখলাম আপনাদের কাছ থেকে।শিখলাম কতটা বিনয়ী,কৃতজ্ঞ ও দেশপ্রেমিক হওয়া যায়।অবশ্য আদর্শ স্যারের আদর্শ ছাত্র সেটার এক সুন্দর উদাহরণ আজকের ক্যারিয়ার আড্ডাটা।আমার খুব ভালো লেগেছে,পুরা প্রোগ্রাম টা এনজয় করেছি, ইনশাআল্লাহ মেনে চলার চেষ্টা করবো অবশ্যই। আপনাদের প্রতি কৃতজ্ঞতা 💝
সুশান্ত স্যার আর সেীম্য ভাইয়ের কথা মাঝে আমি পেলাম আসলেই কথার মাধ্যমে বিশ্ব জয় করাও সম্ভব। যেমন গুরু তেমন শীর্ষ। স্যার এই অধমের জন্য দোয়া করবেন। আমি তো সুশান্ত স্যার কে সবসময় আমার দোয়ায় রাখার চেষ্টা করি। ❤️❤️❤️
কি বলবো কোনো ভাষা জানা নেই আমার। প্রতিটি কথাই amar বিবেককে জাগ্রত করছে। এমন স্যার এবং বাইয়া দের কেই আমি মনে মনে খুঁজেছিলাম,,,,,, আর আজ আমার এই প্রিয় স্যার এবং ভাইয়া কে পেলাম। ভাইয়ার কথা গুলোর কতটা ওজন হবে পরিমাপ করা যাবেনা। I really proud of you shoumya vaia .
অস্ট্রেলিয়াতে পটল পাওয়া যায় না, পটলের তরকারি ছাড়া কি জীবনে চলে ? একজন মানুষের দেশ প্রেম কত টা থাকলে এই কথা বলা যায় তা আমার মত যারা এই দেশ কে ভালবাসে সে ছাড়া বুঝবে না
আমার জীবনে কোনো দিন কোন মুভিও একটানা দেখিনি অথচ আজ এই ভিডিও টা প্রায় ৫ ঘন্টার মত দেখলাম। আর এই ৫ ঘন্টা বসে বসে অংক করলাম। অনেক কিছু শিখলাম এই ভিডিও টা থেকে। আমার মনে হয় এই ভিডিও তে যা যা বলা হয়েছে তা আমি আবার বলতে পারব। ধন্যবাদ আপনাদের দুজন কে। ❤️❤️❤️
অনেক কিছু শিখতে এবং জানতে পারলাম,,বরাবর ই সুশান্ত দাদার কথা advice শুনতে ভালো লাগে।আর কারোর ক্যারিয়ার আড্ডা বা উপদেশ শোনা হয় না,তবে তার ছাত্র তার মতই সুন্দর কথা বলেন।
আমি কোন ভার্সিটির স্টুডেন্ট না। আমি একজন সাধারন সৈনিকের ওয়াইফ তবুও আমি রেগুলার আপনার লেকচার গুলি শুনি। আপনার কথা শুনে আমি আমার ছেলেকে পড়ানোর অনুপেরনা পাই। আমার ছেলে মেয়েকে ও আমি শুনাই।
যদিও অনেক আগের ভিডিও কিন্তু আজে দেখতে পেরে অনেক কিছু শিখতে পারলাম। সত্যিই অসাধারণ! Shoumya ভাইয়ের নিরহংকার বিনয়ী কথাগুলো শুনে নিজের মাঝে অনেক শূন্যতা খুঁজে পেলাম। আজ থেকে নতুন কিছু হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ প্রিয় দুই মুখ।❤️
আপনারা যে প্রতিষ্ঠানের আমিও ঠিক সেখানকার। এই ভিডিয়োটা আমার জীবনে দেখা শ্রেষ্ঠ আড্ডা গুলোর একটা, আমি এখনো বিলিভ করি, যারা তাদের কাজে-কর্মে-কথায়-সাফল্য শ্রেষ্ঠ তারা নিজেদের পথ নিজেরাই তৈরি করে নেয়। আপনাদের এই আড্ডার শিক্ষাগুলো জীবনকে নিয়ে নতুন করে ভাবায়। চুয়েটের আপনাদের জুনিয়র হিসাবে আপনাদের জন্য ঠিক ততোটাই ভালোবাসা থাকবে, অনেকদিন আগে হারিয়ে যাওয়া কোনো মানুষকে আবার জীবনে পেলে সে তাকে যতটা ভালোবাসে।
শ্রদ্ধেয় স্যার, আপনারা আমার সালাম নিবেন... প্রতিদিন একবার এই ভিডিওটা না দেখলে, আর আপনাদের শুহ্রদয়বান কথাগুলো না শুনলে, জীবনটাকে খুব অসহায় মনে হয়... আমি অনেক খারাপ স্টুডেন্ট, গুছিয়ে কথা বলতে পারিনা, কমেন্ট করার সাহস পাচ্ছিলাম না.. আজ অবদি কোনদিন ইউটিউবে কমেন্টও করিনি আমি... ৪-৫দিন আগে এই ভিডিওটা প্রথম দেখা আমার, আমি এই ৫দিন ধরে কমেন্ট করতে চেয়েছি, আমার এতোটাই আপনাদের কথা ভালো লেগেছে, নিজের আনন্দ ধরে রাখতে পারিনি, সাহস করে কমেন্ট করে ফেল্লাম, কি বলবো বুঝে পারছিলাম না... সুশান্ত স্যারকে অনেক আগে থেকে চিনি, উনি এতোটা ভালো মানুষ আমার অনুভবের বাইরে ছিল... সৌম্ম স্যারও তাই... জীবনে কি চাকরি করতে পারব জানিনা স্যার, তবে আপনাদের কথা শুনে জীবনকে অনেক গুছিয়ে নিতে পেরেছি, আরও সহজ ভাবতে শিখেছি, আমার জন্য দোয়া করবেন স্যার... আপনাদের মত এত বেশি কিছু দেশের জন্য না করতে পারি, তবে অন্তত আপনাদের মত দেশের মানুষ গুলোর জন্য নিঃস্বার্থভাবে কিছু করতে পারি, ভালোবাসতে পারি... মহান আল্লাপাকের কাছে আপনাদের দীর্ঘায়ু ও সুস্হতা কামনা করি...
দাদা, ভিডিও টার জন্য অনেক ধন্যবাদ ৷ আমি রাজশাহী কলেজের গণিত বর্ষের একজন ছাত্র ৷ কয়েকদিন আগে ৪র্থ বর্ষের পরীক্ষা শেষ করলাম ৷ আমি যখন ২য় কি ৩য় বর্ষের ছাত্র ছিলাম ,তখন আপনি আমাদের কলেজে এসেছিলেন ৷ করোনার গ্যাপ, ঠিক মনে করতে পারছি না কবে ৷ আমি সেই আড্ডায় যাই নি ৷ আমার গণিতের theorem পড়তে পড়তে অবস্থা খারাপ ৷ আজ যখন BCS সম্পর্কে জানার সময় এলো, তখন দেখছি আপনার ভিডিও ৷ ইতোমধ্যে দুইবার দেখা হয়ে গেছে ৷ কাটা কাটা ভিডিও দেখে শুরু করছিলাম ৷ এখন মনে হচ্ছে আরো একবার দেখতে হবে ৷ অসাধারণ! আপনি কোচিং করানো ছাড়েন নি ৷ আপনি পলস ছাড়েন নি ৷ আপনি পলসকে নতুন রূপ দিয়েছেন, অনলাইনে ৷ অনেক অনেক অনেক ধন্যবাদ ৷ জানি না, মন্তব্যটি আপনার কাছে পৌঁছাবে কি না ৷ তবে আমাদের কলেজের সেদিনের আড্ডাটাকে আমি মিস করছি না ৷ আমরা কি একটু হলেও ডিজিটাল হতে পেরেছি? আমার তো মনে হয়, আমরা প্রথম ধাপ পার করেছি ৷ অসংখ্য ধন্যবাদ ৷
আমি অনেক দিন ধরে এই আড্ডাটা শুনতে চাইছি কিন্তু পড়ার কারণে শুনতে পারি নাই,কিন্তু আজ পূজায় আমরা হিন্দুরা পড়ি না তাই আজকে সময় নিয়ে আড্ডাটা শুনেছি। দুইজন স্যারকে অনেক ধন্যবাদ। আমি অনেক কিছু নোট করে রেখেছি।
7:51 Bangladesh & global studies for written 24:38-28:35 routine related answer ❤40:38-44:33sushanta sir's extra❤ about basic & strategy in math /science/english & some inspirational line and learnings 44:55-56:50-1:23:00 a
সৌম্য ভাইয়া আসলেই অসাধারণ, এতো নমনীয়, এতো সরল, এতো গুছিয়ে কথা বলতে পারে। এবং তার জানা, না জানা নিয়ে তার কি সাধারণ স্বীকারোক্তি৷ আল্লাহ তাকে আরো উন্নতি দিন। 🙂🖤
চাকরির বয়স ৩.৫ বছর আছে। জীবন নতুন করে শুরু করবো। আর পিছনে তাকাবো না। ভিডিও টা ইতিমধ্যে ৪ বার দেখছি। আর আমি বিশ্বাস করি লাইফে আর কোন মোটিভেশনাল ভিডিও দেখব না। এইটাই এনাফ। স্যার ঠিক ই বলেছেন এক্সট্রা অরডিনারী।
2024 সালে এসে এই ভিডিওটি দেখে আমি মুগ্ধ। একটুর জন্যও বিরক্তিকর মনে হয়নি। আমি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি। তার মধ্যে অন্যতম মানুষকে সম্মান করা, সবার কাছ থেকে ইতিবাচক বিষয়গুলো শেখা, বিসিএস জীবনের মূলমন্ত্র না হওয়া, দেশকে ভালোবাসা, সকল ধর্মগ্রন্থ পড়া,......।❤❤❤❤
দাদা আমি ভারত থেকে বলছি এই সেশন টা টানা 10 ঘণ্টা চললে মনে হয় খুব ভালো হতো কারণ এতক্ষণ থাকতে থাকতে সত্যি মায়া ধরে গেল আর সৌম্য দা চলে গেলে আর ঠিক ভগবান জানেন যে তার কথা আর কখনো শুনতে পাব কি না আমি খুব কৃতজ্ঞ দাদা তোমার প্রতি তোমার কথা বার্তার মধ্যে সাফল্য লুকিয়ে আছে তাই তুমি এতদূর পৌঁছেছ আমার মামা আছে বাংলাদেশ এ আজ খুব কৃতজ্ঞ আমি জিবনে কখনো এতক্ষণ ধরে ভিডিও দেখিনি লাভ ইউ সুশান্ত দা সৌম্য দা Love you dada আগামীতে বিসিএস পরীক্ষায় আসবে বিসিএস এর গুরু কে ? আনসার হবে সুশান্ত স্যার মহাশয় I love you dada
আজ এই মাত্র ভিডিওটি দেখা শেষ করলাম।আমার ৬ দিন লেগেছে এই ৪ ঘন্টা ৪৭ মিনিট ১৮ সেকেন্ডের ভিডিওটি দেখতে কারণ এই ভিডিওর ১ সেকেন্ড আমার কাছে ৫ মিনিটের মতো তথ্যবহুল ছিলো এবং তা লিখে লিখে যাচ্ছিলাম।ধন্যবাদ সুশান্ত স্যার এবং সৌম্য স্যারকে। আমার জন্য দোয়া করবেন আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে সমাজকর্ম সাবজেক্টে অনার্স ৩য় বর্ষে(নিউ) করোনার জন্য পড়ে আছি নাহলে ২০২১ সালের এই জুন মাসে হয়তো আমি অনার্স শেষ হতো।অনার্স শেষ নাহলেও আমি মনে মনে ভেবে নিচ্ছি শেষ তাই বিসিএস নিয়ে ভাবছি।যদিও ভিডিওটি ১০ মাস আগের তবুও আমার কাছে কথা গুলোর গুরুত্বের ভার বর্তমানের মতোই আছে মনে হয়েছে।
স্যার আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ৪ ঘন্টা ব্যয় করে অনেক কিছুই শিখেছি। তবে এটাই ছিলো আমার লাইফে দেখা প্রথম একটা সেরা ক্যারিয়ার আড্ডা।আমি ৪ ঘন্টা ব্যয় করে কখনো ক্যারিয়ার আড্ডা দেখি নাই। এটাই ছিলো প্রথম দেখা। অনেক ভালো লেগেছে, প্রতিদিন এরকম একটা ক্যারিয়ার আড্ডা চাই।দোয়া করি আল্লাহ যেন আপনাদের নেক হায়াত দান করেন।
আগেও এই ভিডিও টা সম্পূর্ণ দেখেছিলাম, কমেন্টও করেছিলাম। আজ একটা নির্দিষ্ট গুরুত্বপূর্ণ টপিকস এর জন্য ভেবেছি ভিডিও টি টেনে টেনে দেখবো। কিন্তু আমি এতোই মুগ্ধ যে টেনে দেখতে পারছিনা। আবারও সম্পুর্ন ভিডিও দেখতে ইচ্ছে হচ্ছে।
সৌম্য দাদা, আপনার মতো মানুষ আমাদের দেশে খুবই প্রয়োজন। অনেকে কথা বলার জন্যও বলে কিন্তু আমি খেয়াল করেছি কথাগুলো একদম আপনার ভেতর থেকে বের হয়ে আসছে। ধন্যবাদ বললেও ছোট হয়ে যাবে আপনার জন্য।
যখনই আমি বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়ি তখনই আমি shoumya দাদার কথা গুলো মন দিয়ে শুনি....... This is unbelievable and amazing I'll best try changing my self...... Thank you lot of sushanta da💞
আমি কোনদিন দাদা এরকম সময় ধরে কথা শুনি নাই,নতুন করে সব কিছু শুরু হবে ইনশাআল্লাহ। আর দাদাদের কথাগুলো যেন মনে হচ্ছে সামনে থেকেই শুনছি। আমাদের জন্য দোয়া করবেন দাদা!!!!
টিউশনি করে আসার পর ফোন নিয়ে বসে পুরো ভিডিওটা দেখলাম😍😍 অনেক কিছু শিখলাম আজ,সৌম্য ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আর দোয়া রইলো আপনাদের জন্য। আর সুশান্ত স্যার আমি যদি সত্যি কোনদিন BCS ক্যাডার হতে পারি,,ইনশাআল্লাহ আমি আপনার নামটি নিভো আমার চলার পথে।আপনি আমার একজন শিক্ষক, যার থেকে আমি চাঁদপুরে বসে বসে অনলাইন এই শিক্ষা নেই রোজ😁😁
স্যার, প্রথমে আমার সালাম নিবেন। লাইভে অনেক ঘন্টা ধরে আপনাদের আলোচনা হয়েছে। সবগুলো নিতে পারিনি। মিস হয়ে গেছে। আশা করছি, স্যার, আপনাদের পুরো আলোচনার প্রধান টপিকগুলো তুলে ধরবেন। ধন্যবাদ স্যার।
গুরুশিষ্য মহাযুদ্ধ..... অর্জুন আর গুরু দ্রোণ.... সৌম্য দাদা সেই অর্জুনের ভূমিকায়... স্যারকে পরাজিত করলেন.... স্যারের থেকে চমৎকার বলা সম্ভব সেটা সৌম্য দাদা প্রমাণ করে দিলেন 😍😍
একটা ভিডিও যে কতবার দেখা যায় অথচ ক্লান্তি আসেনা এইটা সুশান্ত স্যারের এই ক্যারিয়ার আড্ডা না দেখলে জানতাম না,,,, অসাধারণ!!! যেমন গুরু তেমন শিষ্য ❤❤❤❤
জীবনে প্রথম বার, টানা প্রায় পাঁচ ঘন্টা কোনো ভিডিও দেখেও কোনো বিরক্তি বোধ আসে নাই💝
অসংখ্য ধন্যবাদ দুজনকেই 🙏
আপনি শিওর বিসিএস ক্যাডার হতে চান
যেমন স্যার তেমন ছাত্র!! সত্যিই অসাধারন! এত সাবলীল আর সহজ উপস্থাপনা, বাধ্য হলাম প্রোগাম টি শেষ পর্যন্ত দেখতে।
"ভোর দেখার আনন্দ আর ঘুমানোর আনন্দ একসাথে পাওয়া যায় না"
সুশান্ত পাল স্যার।
মাত্র ২৬ বছরের (এখনও নাকি হয়ওনি!) একজন তরুণ! অথচ জীবন সম্পর্কে তার বোধ যেন বড় মনীষীদের মতন!
এত বিনয়! এত সুন্দর, সহজ, সত্যনিষ্ঠ উপস্থাপন! মন্ত্রমুগ্ধের মত শুনেছি! এত সুন্দর করেও মানুষ কথা বলতে পারে!
জীবনে একজন সঠিক দিকনির্দেশকের বড়ই প্রয়োজন। সেটা সবাই পায়না। আর দাদার মত একজনতো খুবই রেয়ার। শিক্ষকের যথাযথ ছাত্র হয়েছেন তিনি। স্যালুট!
দাদাকে বিশাল একটা ধন্যবাদ এই মানুষটাকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য। 😊
আর সৌম্যদার জন্য অনেক শুভকামনা, দোয়া, ভালোবাসা। দেশের জন্য নিজের সর্বোচ্চটুকু যেন দিতে পারেন। নিজেকে আর আপনজনদের নিয়ে ভীষণ ভালো থাকুন। ❤
অসাধারণ থেকেও অসাধারণ একটা আড্ডা ছিলো এটা। দাদা থ্যাংক ইউ সো মাচ। সৃষ্টিকর্তা মঙ্গল করুক। ❤
২৬ বছর হয়নি কিভাবে বুঝলাম না। উনি ২০১১ সালে ইন্টারমিডিয়েট শেষ করেছেন। এখন ২০২০ সাল। ইন্টার শেষ করতে মিনিমাম ১৮ হয় যে কারোর ই।
Bhai sir je link gular Kotha bollo kuno link e toh pelam na
Certificate e 26 years. Actually 28+ hobe
26 bsor hoyni atar mane ki
ekdom e tai
মেধাবী আর জ্ঞানী দের কথা সাধারণ মানুষের মতো নয়। সত্যি অসাধারণ ছিলো। বারবার দেখি এই ভিডিও
চেয়েছি পরে দেখবো পুরো ভিডিও। কিন্তু আমি বের হতেই পারতাছিনা। কথাগুলা কি পরিমাণ মূল্যবান ভাষায় প্রকাশ করা সম্ভব না💝💝💝
যেমন শিক্ষক তেমন ছাত্র।
আমি যতো শুনছি ততোই অবাক হচ্ছি।
সুশান্ত দাদা, আপনি সবদিক দিয়েই সফল কারন আপনি আপনার মেধাটা ছড়িয়ে দিতে পেরেছেন।
@An Anonymous উনি সম্ভবত সুশান্ত দাদার কাছে একসময়ে পড়েছেন।
আজকের ক্যারিয়ার আড্ডাটা আমার দেখা জীবনের সেরা ক্যারিয়ার আড্ডা।
আসলে অনেক সুন্দর কথা বলেন সৌম্য এবং সুসান্ত দা
সুশান্ত দাদা আর সৌম্য দাদার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো।
সৃস্টিকর্তা আপনাদের মঙ্গল করুক।
নমস্কার।
আমি শ্রদ্ধার সাথে বলছি আমি পুরো ভিডিওটা রাত ১২.০০ টা থেকে দেখছি, কিন্তু পুরোটা দেখা একবারে শেষ করেছি।
নেট স্পিড ভালো না তাও পস করে করে দেখেছি।
সবার মতো আমিও বলবো আমার দেখা সেরা ইন্টারভিউ।
আমি পড়ালেখার বিষয় ছাড়াও আরো অনেক কিছু শিখেছি।
আমি চট্টগ্রাম নাজিরহাট থেকে শুনছি।
এখন অনার্স ৪র্থ বর্ষ চলছে করোনার জন্য।
স্যার এত দিন আপনাকে শুধু আপনার কথা গুলো শুনে শ্রদ্ধা করতাম।আজ আপনার ছাত্রের কথা শুনে সে শ্রদ্ধা আরো বহুগুনে বেড়ে গেলো।আর সৌম স্যার একজন অসাধারণ মানুষ। আজেকের লাইভ ভিডিও থেকে আর কি শিখতে পেরেছি,জানি না।তবে এটুকু বুঝতে পেরেছি জীবনে সবচেয়ে বড় সফলতা একজন ভালো মানুষ হওয়া।।
যেমন স্যার তেমন ছাত্র।তুলনাই হয় না।কতটা অসাধারণ!!অনেক বিনয়ী, ভদ্র,মার্জিত কথাবার্তা
মেধাবীরা এত মার্জিত হয়! সৌম্যদা স্যালুট তোমাকে।
হাজারও কমেন্ট করার মতো আলোচনা একটা।
এটা শত বার শুনলে আরো শত বার শুনার আগ্রহ জন্ম নিবে।
যেমন গুরু তেমনই শিষ্য!!!!
plz pray for me,sir. I am a student of 3rd year of National University.
৪ ঘন্টা ১২ মিনিটে সুশান্ত স্যার একটা কথা বলেছেন যে,ওনারা নিজের খেয়ে বনের মহিষ তারিয়েছেন।মন থেকে অনেক খুশি হয়েছি যে সম্পুর্ণ ফ্রীতে পুরো বিসিএস সম্পর্কে সম্পুর্ণ ধারনা এবং শিক্ষা গ্রহণ করতে পেরেছি।
আমাদের পথহারা স্টুডেন্টদের কাছে থেকে অন্তত অনেক ভালোবাসা পাবেন।❤️❤️❤️
অসংখ্য ধন্যবাদ সুশান্ত দাদা ও সৌম্য দাদা।আপনারা নি:স্বার্থ ভাবে আমাদের মত সাধারণ ছাত্র-ছাত্রী দের যে উপকার করছেন তা অনেক ধন্যবাদ দিলেও কৃতজ্ঞতা প্রকাশ অনেক কম হবে।তারপরও অনেক অনেক ধন্যবাদ। জানি না কতটা পালন করতে পারব তবে চেষ্টা করব যতটুকু আমার পক্ষে সম্ভব।
এমন কথা গুলো যে প্রত্যেক মানুষের জন্যই ভীষণ দরকার। যেমন গুরু, তেমনই তাঁর শিষ্য। শুভকামনা রইলো।
Shoumya's voice proves that he is so honest.
কৃতজ্ঞতা প্রকাশ করছি দুইজনের প্রতি।আমি মুগ্ধ।আল্লাহ আপনাদের ভালো রাখুক।
ছয়দিনে শোনা শেষ করেছি। কৃতজ্ঞতা জানাই। অশেষ কৃতজ্ঞতা।
Same apu
মেধাবী মানুষ দের কথার ভাষা, সাধারণ মানুষ দের মত নয়, ভয়ংকর সুন্দর যাকে বলে
Right
Hmm.. Thik bolecen..
দারুন লাগল, অনেক কিছু শিখলাম আজ।সোনার দেশ গরতে হলে সোনার মানুষ দরকার, আর দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে দুর্নীতি মুক্ত করতে হবে। মেধাবী লোক অনেক আছে, কিন্তুু সৎ মানুষ পাওয়া কঠিন। আজ ভাইয়ের কথা গুলোতে সততার স্বাদ পেলাম, অনেক শুভকামনা ভাই।
রাত ৩টা ২২মিনিটে শেষ করলাম।আর এটা থেকে অনেক কিছু রিসিভ করলাম আমি।যাস্ট অসাধারণ। বর্তমানে এতটা দেশপ্রেমিক পাওয়া প্রায় অসম্ভব। দোয়াকরি সৌম্য ভাইয়া আজীবন এরকম ভালো ও সৎ মানুষ হয়েই থাকেন।।।
ভিশন ভাবে অনুপ্রাণিত হয় এই কথা গুলো সত্যিই অসাধারণ,, লাইফে কোন ভালো কিছু হতে পারলে অবশ্যই বলবো এই ভিডিও টার কথা 🙂🙂
অনেক কিছু শিখলাম.. এই ৪ ঘন্টায় যা শিখলাম... মনে হয় আমার ২১ বছরের জীবনে অনেক কাজে দিবে💜🖤🖤
vaiya ami natore theke sunsi.coughing sara basay preparation suru koresi
সুশান্ত পাল স্যারকে আমি চিনতাম ই না,ফেইসবুকে উনার ভিডিও প্রথমদিকে ইগনোর করতাম।কিন্তু হঠাৎ একটা ভিডিও দেখে আমার মোড,আমার এইম সব চেইঞ্জ হয়ে গেছে।আমি অন্যরকম একটা শক্তি অনুভব করি।আমি ভীষণ অনুপ্রেরণা পাই।আমি উনার স্পিস প্রতিদিন শুনি এবং মেনে চলি।আমি জানি,স্যারের অনুপ্রেরণামূলক ভিডিও আমার লাইফে সাকসেস এনে দিবে।যদি কখনো সাকসেস হই,সব ভূমিকা,সব ক্রেডিট থাকবে স্যারের।
স্যার আমার প্রণাম নিবেন।🙏
22:10,25:50,28:30,41:45,48:18,52:35,1:12:45🔥1:26:00,1:29:40(H),1:34:17(ব),1:42:05,1:59:35
1:20:20 m 3:35:00 b
2:14:00 n 3:45:00
2:27:50 2:03:22 mon
2:52:10 m 3:13:50 paul
3:00:00
3:27:00 some important moments I like most.
বিয়ে,আছে ভালোবাসাও আছে বিসি এস ক্যাডারও আছে সত্যিকার অর্থে অদ্ভুত।।
কাল সারারাত শুনেছি। সত্যি অসাধারণ। আহমদ সফা আর আবদুর রাজ্জাক স্যারের ইন্টারভিউ এর মতো বলা যায়।
শ্রদ্ধেয় সুশান্ত পাল স্যারের একটা ক্যারিয়ার আড্ডা আমি যখন দেখেছিলাম ঐটা ছিল আমার জীবনের ফার্স্ট ক্যারিয়ার আড্ডা, ঐটা ছিল সেরা একটা ক্যারিয়ার আড্ডা এরপর আজকের ক্যারিয়ার আড্ডাটা আমার দেখা সেরা ক্যারিয়ার আড্ডা।দুজনের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা💝
সুশান্ত স্যার আপনি ধন্য এরকম শিষ্য পেয়ে। এরকম ব্যক্তিত্ব দেশের জন্য গৌরব।।
এমন চিন্তা ধারণার মানুষ এ দেশে বারবার জন্ম হোক, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ 🖤
যেমন গুরু তেমন শিষ্য❤️❤️❤️❤️❤️৫ ঘন্টার ভিডিও দেখাতেও কোন বিরক্তবোধ আসে না😍😍।স্যারের প্রতিটা কথাই মন্ত্র মনে হয়। এত এত কাজে লাগে যা বলার বাইরে❤️
সৌম্য দা একজন লিজেন্ড... অনেক চতুরতার সাথে কথা বলেছেন এবং সবই মনের কথা, বাস্তবিক কথা, মজা পেয়েছি এবং অনেক কিছু শিখেছি। সুশান্ত স্যারের ছাত্র সৌম্য দা কে তার চেয়েও বড় করে গড়েছেন যাকে বলা যায় "বস কোয়ালিটি"। যেমন: প্লেটোর ছাত্র এরিস্টটল।
এতো সুন্দর কথা আমার জীবনে কখনো শুনিনি,,,,,,,এত মূল্যবান কথা মানুষ খুবি কম বলতে পারে,,,,
সৌম্য ভাইয়ার ভয়েসটায় অনেকটাই আমাদের গ্রামের ভাষার আঞ্চলিক একটা টান লক্ষ্য করেছি।😀😀
অসম্ভব ভালো লেগেছে তার কথাগুলো । 😊
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুশান্ত স্যার,এত স্পষ্টবাদী একজন মানুষের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।😊😊
চিটাগং এর একসেন্ট, সাউন্ডস কিউট😁
আমার জীবনের দেখা সেরা কেরিয়ার আড্ডা।
৪ ঘন্টা ৪৭ মিনিট ১৮ সেকেন্ড দেখলাম, শুনলাম,ক্লান্তি অাসেনি,নোট করেছি,,আরো কয়েকবার দেখবো ইনশা আল্লাহ সময় করে,,,,আলহামদুলিল্লাহ,, দোয়া করি সুশান্ত স্যার ও সৌম্য ভাইয়ের জন্য তার নতুন জীবন সুন্দর হোক,,দেশের জন্য সর্বোচ্চ সেবার জন্য রব কবুল করুন আজীবন,,।।।সব মিলে অসাধারণ।।
Dekhte thaken
Life e ar change ashbe na😂
-bcs economic cadre
নিজের জন্য ভাবুন। নিজে উন্নত হলে দেশ উন্নত হয়ে যাবে। ২০ কোটি মানুষ যেদিন উন্নত হয়ে যাবে দেশটা সেদিন উন্নত হয়ে যাবে।🇧🇩❤💚❤
3yr por vedio ta dektisi...sottii osadaron.. motivational paylam ❤️
অসাধারণ ২ জন মানুষের কথা কয়েকদিন ধরে শুনতেছি । অনেক ভালো লেগেছে এই কথা যেন মেনে চলতে পারি। সুশান্ত স্যার এবং সৌম্য স্যার এর প্রতি অনেক অনেক কৃতজ্ঞ এবং অনেক ভালোবাসার দুজন মানুষ । জীবন সম্পর্কে এভাবে কখনো কেউ বলেনি কখনো কারো থেকে শুনিনি । কি বলে ভাষা প্রকাশ করব সেটা খুঁজে পাচ্ছিনা শুধু এটুকু বলব যদি কোন মানুষ মন থেকে শুনে এবং সে অনুযায়ী কাজ করে সে একদিন সফল হবে । আমি নিজেও মেনে চলার চেষ্টা করব । অনেক ভালোবাসা রইলো আপনাদের প্রতি এবং আপনাদের পরিবারের প্রতি ♥️♥️♥️
এত সুন্দর কথা এত এত সুন্দর কথা, কি বলবো, কি বলবো...............।অসাধারণ , অসাধারণ। আপনাদের উপর আমি চির কৃতজ্ঞ থাকবো।
কি বলবো,ভাষা খুজে পাচ্ছি না,এটা আমার জিবনের দেখা সেরা ভিডিও ❤
সম্পূর্ণ ভিডিওটা ২ বার দেখলাম। এক বছর আগে একবার আজ আরেকবার দেখা হল। অনেক অনেক ভালো লেগেছে।
দুই জনের জন্য শুভ কামনা।
"গুরুর কাছে শিখতে হয় গুরুর পায়ের কাছে বসে!!"
মহাভারতের একটা সম্পর্কের কথা মনে পড়েছে ভিডিও টা দেখে ! অসাধারণ গুরু শিষ্যের খেলা!
শিষ্য গুরুকে ছাড়িয়ে যাক এতেই গুরুর স্বার্থকতা!! দক্ষ গুরুর অসাধারণ বিনয়ী শিষ্য!!
জীবন পরির্বতনের হয়তো এই হৃদয় নিংড়ানো কথাগুলোই যথেষ্ট
অসাধারণ বক্তব্য।সৎ,বিনয়ী দুজন মানুষ।অনেক শ্রদ্ধা ও সালাম দুজন কে।
শুরুতেই ধন্যবাদ জানাই সৌম্য দাদা ও প্রিয় সুশান্ত-দা কে।কতটা দুর্ভাগ্য হলে আপনারদের লাইভ বছরখানেক পর এসে দেখা হয়!আসলে অনেক কিছু শিখলাম অনেক অজানাকে জানলাম।আপনাদের মত মানুষ আছে বলেই আমার মত স্বল্প জ্ঞানের মানুষেরা তাদের জ্ঞানের পরিসর বৃদ্ধি করতে পারে।আল্লাহ্ আপনাদের দুজনকেই উত্তম প্রতিদান দিক!❤️
আসসালামুআলাইকুম স্যার..অনেক শ্রদ্ধা ও দোয়া স্যারের জন্য! পুরাটা প্রোগ্রাম দেখলাম,, অসাধারণ লাগলো।অনেক কিছু শিখলাম আপনাদের কাছ থেকে।শিখলাম কতটা বিনয়ী,কৃতজ্ঞ ও দেশপ্রেমিক হওয়া যায়।অবশ্য আদর্শ স্যারের আদর্শ ছাত্র সেটার এক সুন্দর উদাহরণ আজকের ক্যারিয়ার আড্ডাটা।আমার খুব ভালো লেগেছে,পুরা প্রোগ্রাম টা এনজয় করেছি, ইনশাআল্লাহ মেনে চলার চেষ্টা করবো অবশ্যই। আপনাদের প্রতি কৃতজ্ঞতা 💝
০ থেকে শুরু করেছি, এটাকেই সংখ্যায় রুপান্তর করবো ইনশাআল্লাহ।
সুশান্ত স্যার আর সেীম্য ভাইয়ের কথা মাঝে আমি পেলাম আসলেই কথার মাধ্যমে বিশ্ব জয় করাও সম্ভব। যেমন গুরু তেমন শীর্ষ। স্যার এই অধমের জন্য দোয়া করবেন। আমি তো সুশান্ত স্যার কে সবসময় আমার দোয়ায় রাখার চেষ্টা করি। ❤️❤️❤️
কি বলবো কোনো ভাষা জানা নেই আমার। প্রতিটি কথাই amar বিবেককে জাগ্রত করছে। এমন স্যার এবং বাইয়া দের কেই আমি মনে মনে খুঁজেছিলাম,,,,,, আর আজ আমার এই প্রিয় স্যার এবং ভাইয়া কে পেলাম। ভাইয়ার কথা গুলোর কতটা ওজন হবে পরিমাপ করা যাবেনা।
I really proud of you shoumya vaia .
অস্ট্রেলিয়াতে পটল পাওয়া যায় না, পটলের তরকারি ছাড়া কি জীবনে চলে ? একজন মানুষের দেশ প্রেম কত টা থাকলে এই কথা বলা যায় তা আমার মত যারা এই দেশ কে ভালবাসে সে ছাড়া বুঝবে না
আমি ঘুম থেকে উঠে
প্রতিদিন ২০ মিনিট করে শুনে পড়তে বসি। The best session that I have ever seen in my life.
Ami Hillol sir er nirmiti ongso gulo collect korte parchina
Onugroho purbok jodi ektu help korten
আমার জীবনে কোনো দিন কোন মুভিও একটানা দেখিনি অথচ আজ এই ভিডিও টা প্রায় ৫ ঘন্টার মত দেখলাম। আর এই ৫ ঘন্টা বসে বসে অংক করলাম। অনেক কিছু শিখলাম এই ভিডিও টা থেকে। আমার মনে হয় এই ভিডিও তে যা যা বলা হয়েছে তা আমি আবার বলতে পারব। ধন্যবাদ আপনাদের দুজন কে। ❤️❤️❤️
অনেক কিছু শিখতে এবং জানতে পারলাম,,বরাবর ই সুশান্ত দাদার কথা advice শুনতে ভালো লাগে।আর কারোর ক্যারিয়ার আড্ডা বা উপদেশ শোনা হয় না,তবে তার ছাত্র তার মতই সুন্দর কথা বলেন।
আমি এই শো লাইভ দেখেছিলাম, আমার জীবন বদলালে শুধু মাত্র এই ভিডিয়োটাই দায়ী থাকবে😍😍😍
আমি কোন ভার্সিটির স্টুডেন্ট না। আমি একজন সাধারন সৈনিকের ওয়াইফ তবুও আমি রেগুলার আপনার লেকচার গুলি শুনি। আপনার কথা শুনে আমি আমার ছেলেকে পড়ানোর অনুপেরনা পাই। আমার ছেলে মেয়েকে ও আমি শুনাই।
মাশাআল্লাহ
ভিডিও দেখে কাজ হবেনা পড়তে হবে
অসাধারণ
আপনার ছেলেকে ছোট থেকেই বিসিএস ক্যাডার হওয়ার দায় চাপায়া দিয়ে তার জীবনটা ধ্বংস করে দিয়েন না আপু।
যদিও অনেক আগের ভিডিও কিন্তু আজে দেখতে পেরে অনেক কিছু শিখতে পারলাম।
সত্যিই অসাধারণ!
Shoumya ভাইয়ের নিরহংকার বিনয়ী কথাগুলো শুনে নিজের মাঝে অনেক শূন্যতা খুঁজে পেলাম।
আজ থেকে নতুন কিছু হবে ইনশাআল্লাহ।
ধন্যবাদ প্রিয় দুই মুখ।❤️
আপনারা যে প্রতিষ্ঠানের আমিও ঠিক সেখানকার। এই ভিডিয়োটা আমার জীবনে দেখা শ্রেষ্ঠ আড্ডা গুলোর একটা, আমি এখনো বিলিভ করি, যারা তাদের কাজে-কর্মে-কথায়-সাফল্য শ্রেষ্ঠ তারা নিজেদের পথ নিজেরাই তৈরি করে নেয়। আপনাদের এই আড্ডার শিক্ষাগুলো জীবনকে নিয়ে নতুন করে ভাবায়। চুয়েটের আপনাদের জুনিয়র হিসাবে আপনাদের জন্য ঠিক ততোটাই ভালোবাসা থাকবে, অনেকদিন আগে হারিয়ে যাওয়া কোনো মানুষকে আবার জীবনে পেলে সে তাকে যতটা ভালোবাসে।
প্রথম থেকে শেষ পযন্ত কথাগুলো শুনতে হলো। কথাগুলো শুনে ৩ থেকে ৪ বার শরীরের লোম দাড়িয়ে ছিল!
Right
শ্রদ্ধেয় স্যার, আপনারা আমার সালাম নিবেন... প্রতিদিন একবার এই ভিডিওটা না দেখলে, আর আপনাদের শুহ্রদয়বান কথাগুলো না শুনলে, জীবনটাকে খুব অসহায় মনে হয়... আমি অনেক খারাপ স্টুডেন্ট, গুছিয়ে কথা বলতে পারিনা, কমেন্ট করার সাহস পাচ্ছিলাম না.. আজ অবদি কোনদিন ইউটিউবে কমেন্টও করিনি আমি... ৪-৫দিন আগে এই ভিডিওটা প্রথম দেখা আমার, আমি এই ৫দিন ধরে কমেন্ট করতে চেয়েছি, আমার এতোটাই আপনাদের কথা ভালো লেগেছে, নিজের আনন্দ ধরে রাখতে পারিনি, সাহস করে কমেন্ট করে ফেল্লাম, কি বলবো বুঝে পারছিলাম না... সুশান্ত স্যারকে অনেক আগে থেকে চিনি, উনি এতোটা ভালো মানুষ আমার অনুভবের বাইরে ছিল... সৌম্ম স্যারও তাই...
জীবনে কি চাকরি করতে পারব জানিনা স্যার, তবে আপনাদের কথা শুনে জীবনকে অনেক গুছিয়ে নিতে পেরেছি, আরও সহজ ভাবতে শিখেছি, আমার জন্য দোয়া করবেন স্যার... আপনাদের মত এত বেশি কিছু দেশের জন্য না করতে পারি, তবে অন্তত আপনাদের মত দেশের মানুষ গুলোর জন্য নিঃস্বার্থভাবে কিছু করতে পারি, ভালোবাসতে পারি...
মহান আল্লাপাকের কাছে আপনাদের দীর্ঘায়ু ও সুস্হতা কামনা করি...
জীবনের জন্য উপহার স্বরূপ আজকের এই আড্ডা
আমার জীবনের অন্যতম বেস্ট একটা ভিডিও
জীবনবোধ পালটিয়ে দেওয়ার জন্য এই ৫ ঘন্টা যথেষ্ট
দাদা, ভিডিও টার জন্য অনেক ধন্যবাদ ৷
আমি রাজশাহী কলেজের গণিত বর্ষের একজন ছাত্র ৷ কয়েকদিন আগে ৪র্থ বর্ষের পরীক্ষা শেষ করলাম ৷ আমি যখন ২য় কি ৩য় বর্ষের ছাত্র ছিলাম ,তখন আপনি আমাদের কলেজে এসেছিলেন ৷ করোনার গ্যাপ, ঠিক মনে করতে পারছি না কবে ৷ আমি সেই আড্ডায় যাই নি ৷ আমার গণিতের theorem পড়তে পড়তে অবস্থা খারাপ ৷ আজ যখন BCS সম্পর্কে জানার সময় এলো, তখন দেখছি আপনার ভিডিও ৷ ইতোমধ্যে দুইবার দেখা হয়ে গেছে ৷ কাটা কাটা ভিডিও দেখে শুরু করছিলাম ৷ এখন মনে হচ্ছে আরো একবার দেখতে হবে ৷ অসাধারণ! আপনি কোচিং করানো ছাড়েন নি ৷ আপনি পলস ছাড়েন নি ৷ আপনি পলসকে নতুন রূপ দিয়েছেন, অনলাইনে ৷
অনেক অনেক অনেক ধন্যবাদ ৷
জানি না, মন্তব্যটি আপনার কাছে পৌঁছাবে কি না ৷ তবে আমাদের কলেজের সেদিনের আড্ডাটাকে আমি মিস করছি না ৷
আমরা কি একটু হলেও ডিজিটাল হতে পেরেছি? আমার তো মনে হয়, আমরা প্রথম ধাপ পার করেছি ৷ অসংখ্য ধন্যবাদ ৷
আমি আমার জিবন এর প্রথম ৫ ঘন্টা টানা বসে একটা ভিডিও দেখলাম।
অসাধারণ অসাধারণ ❤️❤️❤️
অনেক কিছু শেখলাম।
ধন্যবাদ
দারুণ লাগলো কথাগুলো। আসলে সাবলীলভাবে ইচ্ছাকৃত পড়াশোনায় বেশি পড়া মনে থাকে।
আমি অনেক দিন ধরে এই আড্ডাটা শুনতে চাইছি কিন্তু পড়ার কারণে শুনতে পারি নাই,কিন্তু আজ পূজায় আমরা হিন্দুরা পড়ি না তাই আজকে সময় নিয়ে আড্ডাটা শুনেছি। দুইজন স্যারকে অনেক ধন্যবাদ। আমি অনেক কিছু নোট করে রেখেছি।
আল্লাহর কাছে আত্মসমর্পণ না করে মইরেননা
@@mashiburrahman3783 allar mare sudi
7:51 Bangladesh & global studies for written
24:38-28:35 routine related answer ❤40:38-44:33sushanta sir's extra❤
about basic & strategy in math /science/english & some inspirational line and learnings 44:55-56:50-1:23:00 a
❤️
সৌম্য ভাইয়া আসলেই অসাধারণ, এতো নমনীয়, এতো সরল, এতো গুছিয়ে কথা বলতে পারে। এবং তার জানা, না জানা নিয়ে তার কি সাধারণ স্বীকারোক্তি৷ আল্লাহ তাকে আরো উন্নতি দিন। 🙂🖤
বিনয়ী দু'জন মানুষ। ভাল থাকবেন সবসময় ❤️
চাকরির বয়স ৩.৫ বছর আছে। জীবন নতুন করে শুরু করবো। আর পিছনে তাকাবো না। ভিডিও টা ইতিমধ্যে ৪ বার দেখছি। আর আমি বিশ্বাস করি লাইফে আর কোন মোটিভেশনাল ভিডিও দেখব না। এইটাই এনাফ। স্যার ঠিক ই বলেছেন এক্সট্রা অরডিনারী।
Ekhon ki absta vai
@@adnanmansur2198 🤣🤣🤣
@@nafflix4346 hasar ki ache vai!!uni hoyto chesta chaliyei jaschen
Bhai,kono babostha holo
আমি অত্যন্ত আগ্রহ নিয়ে দেখতে আসলাম ওনার কি অবস্থা এখন
মাশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাদের। এরকম সুন্দর সাবলীল ও প্রাঞ্জল কেরিয়ার আড্ডা আয়োজনের জন্য।
2024 সালে এসে এই ভিডিওটি দেখে আমি মুগ্ধ। একটুর জন্যও বিরক্তিকর মনে হয়নি। আমি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি। তার মধ্যে অন্যতম মানুষকে সম্মান করা, সবার কাছ থেকে ইতিবাচক বিষয়গুলো শেখা, বিসিএস জীবনের মূলমন্ত্র না হওয়া, দেশকে ভালোবাসা, সকল ধর্মগ্রন্থ পড়া,......।❤❤❤❤
দাদা আমি ভারত থেকে বলছি
এই সেশন টা টানা 10 ঘণ্টা চললে মনে হয় খুব ভালো হতো কারণ
এতক্ষণ থাকতে থাকতে সত্যি মায়া ধরে গেল
আর সৌম্য দা চলে গেলে আর ঠিক ভগবান জানেন যে তার কথা আর কখনো শুনতে পাব কি না
আমি খুব কৃতজ্ঞ দাদা তোমার প্রতি
তোমার কথা বার্তার মধ্যে সাফল্য লুকিয়ে আছে তাই তুমি এতদূর পৌঁছেছ
আমার মামা আছে বাংলাদেশ এ
আজ খুব কৃতজ্ঞ আমি
জিবনে কখনো এতক্ষণ ধরে ভিডিও দেখিনি
লাভ ইউ সুশান্ত দা সৌম্য দা
Love you dada
আগামীতে বিসিএস পরীক্ষায় আসবে বিসিএস এর গুরু কে ?
আনসার হবে সুশান্ত স্যার মহাশয়
I love you dada
From West Bengal, India. .. Sir you both are great and way of talking is very adorable ....💙....
আজ এই মাত্র ভিডিওটি দেখা শেষ করলাম।আমার ৬ দিন লেগেছে এই ৪ ঘন্টা ৪৭ মিনিট ১৮ সেকেন্ডের ভিডিওটি দেখতে কারণ এই ভিডিওর ১ সেকেন্ড আমার কাছে ৫ মিনিটের মতো তথ্যবহুল ছিলো এবং তা লিখে লিখে যাচ্ছিলাম।ধন্যবাদ সুশান্ত স্যার এবং সৌম্য স্যারকে। আমার জন্য দোয়া করবেন আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে সমাজকর্ম সাবজেক্টে অনার্স ৩য় বর্ষে(নিউ) করোনার জন্য পড়ে আছি নাহলে ২০২১ সালের এই জুন মাসে হয়তো আমি অনার্স শেষ হতো।অনার্স শেষ নাহলেও আমি মনে মনে ভেবে নিচ্ছি শেষ তাই বিসিএস নিয়ে ভাবছি।যদিও ভিডিওটি ১০ মাস আগের তবুও আমার কাছে কথা গুলোর গুরুত্বের ভার বর্তমানের মতোই আছে মনে হয়েছে।
Apu or vaia apni ki bcs prostuti niccen naki akn ki korcen..plzz janaben
Apnar ei video er note ta share kora jabe,plz!
সত্যিই অনেক ভালো লেগেছে। সুশান্ত স্যারের প্রতি শ্রদ্ধা আগে থেকেই আছে।সৌম্য স্যারের দেশপ্রেম আর কৃতজ্ঞতাবোধ অনুসরণীয়। অনেক ধন্যবাদ আপনাদের।
First time dekhci..Amazing career adda ..again firbo eikhane in shaa Allah after success.17-06-2022
স্যার আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ৪ ঘন্টা ব্যয় করে অনেক কিছুই শিখেছি। তবে এটাই ছিলো আমার লাইফে দেখা প্রথম একটা সেরা ক্যারিয়ার আড্ডা।আমি ৪ ঘন্টা ব্যয় করে কখনো ক্যারিয়ার আড্ডা দেখি নাই। এটাই ছিলো প্রথম দেখা। অনেক ভালো লেগেছে, প্রতিদিন এরকম একটা ক্যারিয়ার আড্ডা চাই।দোয়া করি আল্লাহ যেন আপনাদের নেক হায়াত দান করেন।
Sobai sob bole diyece,notun Kore r kicu bolar nai. Ak kothay osadharon....
স্যার আমি বাংলা সম্মান ২ য় বষের ছাত্রী।আমি আপনাদের কথা শুনে BCS এর জন্য অনেক সাহস পেলাম।আমি ইনশাআল্লাহ একজন শিক্ষা ক্যাডার হতে পারবো।
সৌম্য দাদার যে কথা গুলো শুনি তাই পালন করতে মন চায়। তার সবগুলোর মধ্যে ১০% মানতে পারলেই অনেক কিছু পাওয়া হয়ে যেত।😊
আলহামদুলিল্লাহ!
পুরোটা শুনলাম,পুরো তন্ময় হয়ে।একটা সেকেন্ডও অবহেলা করিনি।
আমি আপনাদের মত হতে চাই।😍🥰
আমার জন্য দোয়া করবেন।
স্যার,মনের অন্তস্তল থেকে আপনাদের ধন্যবাদ জানাই।পুরো ভিডিও আমি দেখেছি। ইনশাআল্লাহ কাজে লাগানোর চেষ্টা করবো।
আগেও এই ভিডিও টা সম্পূর্ণ দেখেছিলাম, কমেন্টও করেছিলাম। আজ একটা নির্দিষ্ট গুরুত্বপূর্ণ টপিকস এর জন্য ভেবেছি ভিডিও টি টেনে টেনে দেখবো। কিন্তু আমি এতোই মুগ্ধ যে টেনে দেখতে পারছিনা। আবারও সম্পুর্ন ভিডিও দেখতে ইচ্ছে হচ্ছে।
ধন্যবাদ শুশান্ত পাল দাদা ও সৌম্য দাদা আপনাদের প্রতিটা কথা অনেক অনেক ভালো লাগল
আপনার মতো মানুষের ছাত্র হতে পারাটাও ভাগ্যের ব্যাপার।ভালো থাকবেন সবসময়।
আমি ঝিনাইদা থেকে শুনছি, স্যার আপনার কথাগুলো খুব ভালো লাগে
আমার দেখা career related সেরা video.আমি মনে করি বিসিএস সহ যেকোনো সরকারি চাকুরীর পরীক্ষায় সফল হওয়ার জন্য এই video টিই যথেষ্ট।
সৌম্য দাদা, আপনার মতো মানুষ আমাদের দেশে খুবই প্রয়োজন। অনেকে কথা বলার জন্যও বলে কিন্তু আমি খেয়াল করেছি কথাগুলো একদম আপনার ভেতর থেকে বের হয়ে আসছে। ধন্যবাদ বললেও ছোট হয়ে যাবে আপনার জন্য।
স্যারের চোখে একজন স্টুডেন্ট এর জন্য এতোটাই গর্ব তা হয়তো প্রতিটি স্টুডেন্ট এর স্বপ্ন🥰
যখনই আমি বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়ি তখনই আমি shoumya দাদার কথা গুলো মন দিয়ে শুনি.......
This is unbelievable and amazing
I'll best try changing my self......
Thank you lot of sushanta da💞
আমি কোনদিন দাদা এরকম সময় ধরে কথা শুনি নাই,নতুন করে সব কিছু শুরু হবে ইনশাআল্লাহ।
আর দাদাদের কথাগুলো যেন মনে হচ্ছে সামনে থেকেই শুনছি।
আমাদের জন্য দোয়া করবেন দাদা!!!!
যেমন গুরু তেমন শিষ্য। ভাইয়া আমি ব্রাহ্মণবাড়ীয়া থেকে দেখছি।
টিউশনি করে আসার পর ফোন নিয়ে বসে পুরো ভিডিওটা দেখলাম😍😍
অনেক কিছু শিখলাম আজ,সৌম্য ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আর দোয়া রইলো আপনাদের জন্য।
আর সুশান্ত স্যার আমি যদি সত্যি কোনদিন BCS ক্যাডার হতে পারি,,ইনশাআল্লাহ আমি আপনার নামটি নিভো আমার চলার পথে।আপনি আমার একজন শিক্ষক, যার থেকে আমি চাঁদপুরে বসে বসে অনলাইন এই শিক্ষা নেই রোজ😁😁
Chandpur theke bolse apu💘
অসাধারণ । আমার চাকরির বয়স শেষ। কিন্তু তারপরও শুনি।
স্যার, প্রথমে আমার সালাম নিবেন।
লাইভে অনেক ঘন্টা ধরে আপনাদের আলোচনা হয়েছে। সবগুলো নিতে পারিনি। মিস হয়ে গেছে। আশা করছি, স্যার, আপনাদের পুরো আলোচনার প্রধান টপিকগুলো তুলে ধরবেন। ধন্যবাদ স্যার।
গুরুশিষ্য মহাযুদ্ধ..... অর্জুন আর গুরু দ্রোণ.... সৌম্য দাদা সেই অর্জুনের ভূমিকায়... স্যারকে পরাজিত করলেন.... স্যারের থেকে চমৎকার বলা সম্ভব সেটা সৌম্য দাদা প্রমাণ করে দিলেন 😍😍
হাজার কমেন্টের ভীড়ে পুরো ভিডিওটাকে বর্ণনা করার জন্য এইটা সবচেয়ে সুন্দর কমেন্ট ছিলো! 🌺
It's unbelievable. Both of you are unbelievably good. Salute to both of you.