মাধ্যমিকের সাজেশান , বিষয় রোধাঙ্ক,

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • মাধ্যমিকের সাজেশান , বিষয় রোধাঙ্ক,
    Link for today's practice
    forms.gle/fSPG...
    ভৌত বিজ্ঞান বিষয়টি অনেক ছাত্রছাত্রীর মনে ভীতিসঞ্চার করে। কিন্তু একটু প্ল্যানিং করে পড়তে পারলে ভৌত বিজ্ঞানেও পাওয়া যায় খুব ভালো নাম্বার। সেইটা বিবেচনা করে আমি সিদ্ধান্ত করেছিলাম টেস্টের পরে যে ৭০ দিন পাওয়া যাবে সেখানে পুরো সিলেবাসটা ভাগ করে প্রত্যেকটা ভাগের উপর বিগত বছরের প্রশ্ন , সেই সাথে ২০২৫ সালের পরীক্ষার সাজেশন প্রশ্ন আলোচনা করার ।
    অনেকে আমরা শুধুমাত্র প্রশ্ন ও উত্তর চাই। কিন্তু কথা হলো ভৌতবিজ্ঞানে প্রচুর অংক রয়েছে। এবং প্রচুর বোঝার জিনিস রয়েছে। তাই আমি মনে করি শুধুমাত্র কয়েকটি প্রশ্নের উত্তর করলেই পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া নিশ্চিত হওয়া যাবে …
    একটু বুঝে নিয়ে তারপরে উত্তরগুলো মাথায় রাখা উচিত। এই কারণে আমি নিম্নলিখিত সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকদিন কি কি পড়া হবে তা ভেবেছি।
    এই লিংকে ক্লিক করে দেখে নাও কোনদিন কী পড়ানো হবে।
    drive.google.c...
    যদি কেউ হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে চাও তাহলে নিচের লিংকে ক্লিক করো।
    chat.whatsapp....
    ফেসবুকের মাধ্যমেও যোগাযোগ করতে পারো রইল তার লিংক
    / 15c1j2igwl
    প্রত্যেক সপ্তাহে পরীক্ষা হয় এবং পরীক্ষার শেষে whatsapp গ্রুপে goolge meet এর লিংক দেওয়া হয় শনিবার বিকেল সাড়ে চারটে থেকে সামনাসামনি বা মুখোমুখি আলোচনা করে। প্রশ্নের উত্তর জেনে নেওয়া হয়। সেই সঙ্গে কোন অংক থাকলে বা দু নম্বরের প্রশ্ন থাকলে সেগুলো আলোচনা করা হয়। তাই যারা যারা চাইছ ভাল রেজাল্ট করবে, ভৌত বিজ্ঞানে মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে তারা অতি অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও।

Комментарии •