ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কিভাবে দিবেন, প্রস্তুতি এবং নিয়মাবলী | Driving License exam in Bangladesh

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • Thanks for watching
    On this video I tried to explain everything about driving license exam. Procedure of driving license exam, things to follow for written, viva & practical exam.
    To know the details please watch the full video. I also write down procedure of everything below.
    Thanks again :)
    Video Name: ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কিভাবে দিবেন, প্রস্তুতি এবং নিয়মাবলী | Driving License exam in Bangladesh | Moto Devotion
    Place: Khulna
    Gear used: GoPro Hero 7 Black
    Software used: Adobe Premiere Pro 2020, Adobe After Effects
    Soundtracks: Fredji - Happy Life, Jarico - Landscape, Ikson - Paradise, Ikson - New Day
    Sample Exam Question- drive.google.c...
    Questions with Answers- teachingbd.fil...
    Road Traffic Signs- drive.google.c...
    drive.google.c...
    ড্রাইভিং লাইসেন্স
    ড্রাইভিং লাইসেন্সের পূর্বশর্ত হলো লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স।
    ড্রাইভিং লাইসেন্সের আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাশ।
    অপেশাদার এর জন্য ন্যূনতম ১৮ বছর এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্স-এর জন্য বয়স ন্যূনতম ২১ বছর হতে হবে।
    মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে হবে।
    ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া :
    গ্রাহককে প্রথমে লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স-এর জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে। গ্রাহককে তার স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা (প্রয়োজনীয় প্রমাণাদিসহ) বিআরটিএ’র যে সার্কেলের আওতাভূক্ত তাকে সেই সার্কেল অফিসে আবেদন করতে হবে। সার্কেল অফিস কর্তৃপক্ষ তাকে একটি শিক্ষানবিস বা লার্নার ড্রাইভিং লাইসেন্স প্রদান করবে যা দিয়ে আবেদনকারী ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে। ২/৩ মাস প্রশিক্ষণ গ্রহণের পর তাকে নির্ধারিত তারিখ ও সময়ে নির্ধারিত কেন্দ্রে লিখিত, মৌখিক ও ফিল্ড টেস্ট-এ অংশ গ্রহণ করতে হবে। এসময় প্রার্থীকে তার লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স (মূল কপি) ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম সাথে আনতে হবে। পেশাদার ড্রাইভিং লাইসেন্স-এর জন্য বয়স ন্যূনতম ২১ বছর এবং অপেশাদার এর জন্য ন্যূনতম ১৮ বছর হতে হবে।
    লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
    ১। নির্ধারিত ফরমে আবেদন।
    ২। রেজিষ্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট।
    ৩। ন্যাশনাল আইডি কার্ড-এর সত্যায়িত ফটোকপি।
    ৪। নির্ধারিত ফী, ১ ক্যাটাগরি-৩৪৫/-টাকা ও ২ ক্যাটাগরি-৫১৮/-টাকা বিআরটিএ’র নির্ধারিত ব্যাংকে (ব্যাংক এর তালিকা www.brta.gov.bd -তে পাওয়া যাবে) জমাদানের রশিদ।
    ৫। সদ্য তোলা ০৩ কপি স্ট্যাম্প ও ০১ কপি পাসপোর্ট সাইজ ছবি।
    লিখিত, মৌখিক ও ফিল্ড টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পুনরায় একটি নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্র ও ফী প্রদান করে স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স-এর জন্য সংশিস্নষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে। গ্রাহকের বায়োমেট্রিক্স (ডিজিটাল ছবি, ডিজিটাল স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ) গ্রহণপূর্বক স্মার্ট কার্ড ইস্যু করা হয়। স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রন্টিং সম্পন্ন হলে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে তা গ্রহণের বিষয়টি জানিয়ে দেয়া হয়।
    স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স-এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
    ১। নির্ধারিত ফরমে আবেদন।
    ২। রেজিষ্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট।
    ৩। ন্যাশনাল আইডি কার্ড এর সত্যায়িত ফটোকপি।
    ৪। নির্ধারিত ফী (পেশাদার- ১৬৭৯/-টাকা ও অপেশাদার- ২৫৪২/-টাকা) বিআরটিএ’র নির্ধারিত ব্যাংকে জমাদানের রশিদ।
    ৫। পেশাদার ড্রাইভিং লাইসেন্স-এর জন্য পুলিশি তদন্ত প্রতিবেদন।
    ৬। সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজ ছবি।
    পেশাদার ড্রাইভিং লাইসেন্সের প্রকৃতিঃ
    (১) পেশাদার হালকা (মোটরযানের ওজন ২৫০০কেজি-এর নিচে) ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রার্থীর বয়স কমপক্ষে ২০ বছর হতে হবে, (২) পেশাদার মধ্যম (মোটরযানের ওজন ২৫০০ থেকে ৬৫০০ কেজি) ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রার্থীর বয়স কমপক্ষে ২৩ বছর হতে হবে এবং পেশাদার হালকা ড্রাইভিং লাইসেন্সের ব্যবহার কমপক্ষে ০৩ বছর হতে হবে।
    (৩) পেশাদার ভারী (মোটরযানের ওজন ৬৫০০ কেজির বেশী) ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রার্থীর বয়স কমপক্ষে ২৬ বছর হতে হবে এবং পেশাদার মধ্যম ড্রাইভিং লাইসেন্সের ব্যবহার কমপক্ষে ০৩ বছর হতে হবে।
    [বি:দ্র: পেশাদার ভারী ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য প্রার্থীকে প্রথমে হালাকা ড্রাইভিং লাইসেন্স নিতে হবে এর ন্যূনতম তিন বছর পর তিনি পেশাদার মিডিয়াম ড্রাইভিং লাইসেন্স-এর জন্য আবেদন করতে পারবেন এবং মিডিয়ম ড্রাইভিং লাইসেন্স পাওয়ার কমপক্ষে ০৩ (তিন) বছর পর ভারী ড্রাইভিং লাইসেন্স-এর জন্য আবেদন করতে পারবেন। ]
    প্রয়োজনীয় কাগজপত্র:
    ১। নির্ধারিত ফরমে আবেদন।
    ২। রেজিষ্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট।
    ৩। ন্যাশনাল আইডি কার্ড -এর সত্যায়িত ফটোকপি।
    ৪। শিক্ষাগত যোগ্যতার সনদ;
    ৫। নির্ধারিত ফী জমাদানের রশিদ।
    ৬। পেশাদার ড্রাইভিং লাইসেন্স-এর জন্য পুলিশি তদন্ত প্রতিবেদন।
    ৭। সদ্য তোলা ১ কপি পাসপোর্ট ও ১কপি স্ট্যাম্প সাইজ ছবি।
    Tags:
    Driving License
    how to apply driving licence in bangladesh
    driving licence complete procedure
    driving licence bd
    driving license exam
    driving license exam questions
    how to get driving license in bd
    driving licese
    motorcycle license
    motorcycle driving licence
    licence
    driving
    bd
    learner
    BRTA
    bangladesh road transport authority
    driving licence bangladesh
    Driving
    licence bd
    Moto Devotion
    ড্রাইভিং টেস্ট
    ড্রাইভিং পরীক্ষা
    ড্রাইভিং লাইসেন্স
    বিআরটিএ
    #BRTA #DrivingLicense #DrivingLicenseExam

Комментарии • 87

  • @nowrazahmedmusfak
    @nowrazahmedmusfak Год назад

    আপনাকে অসংখ্য ধন্যবাদ এই রকম ভিডিও খোজছিলাম।

  • @anilchoudhary4574
    @anilchoudhary4574 2 года назад

    Video start hwar firt few line suneee like karlam😌😌😌

  • @mdismaili2767
    @mdismaili2767 3 года назад +2

    আপনার কথা গুলো খুব ভালো লাগলো।

    • @MotoDevotion
      @MotoDevotion  3 года назад

      অনেক অনেক ধন্যবাদ ভাই

  • @imranistiak6121
    @imranistiak6121 3 года назад

    অনেক তথ্য বহুল একটা ভিডিও,,আপনাকে অসংখ্য ধন্যবাদ,এই ভিডিও দেখে অনেক উপকৃত হইলাম❤️

    • @MotoDevotion
      @MotoDevotion  2 года назад

      অনেক ধন্যবাদ ভাই

  • @ariyanahmad1097
    @ariyanahmad1097 3 года назад

    এক কথায় অসাধারণ ভাইয়া, প্রচণ্ড উপকৃত হলাম আপনার ভিডিওটি থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে

    • @MotoDevotion
      @MotoDevotion  3 года назад

      অনেক ধন্যবাদ ভাই

  • @siponhossen9955
    @siponhossen9955 2 года назад

    nice onak kisu kislam

  • @siblisadiktuhin7020
    @siblisadiktuhin7020 2 года назад +1

    ভাই এক লাঠি থেকে অন্য লাঠি দূরত্ব কত ফুট?

  • @humayunahmed384
    @humayunahmed384 2 года назад

    ধন্যবাদ,খুুউব সুন্দর করে উপস্থাপন করেছেন।

    • @MotoDevotion
      @MotoDevotion  2 года назад

      অনেক ধন্যবাদ ভাই

  • @emdadhoque
    @emdadhoque 2 года назад

    অসাধারণ, অসাধারণ, অসাধারণ।

  • @coderzakir
    @coderzakir 3 года назад +1

    Informative video. Thanks

  • @AbRiyan007
    @AbRiyan007 3 года назад

    আপনার কথা বলার ধরন এবং সুন্দর ও সাবলীল ভাবে গুছিয়ে তথ্য প্রদান করার জন্যে আপনাকে ধন্যবাদ

    • @MotoDevotion
      @MotoDevotion  3 года назад

      অনেক অনেক ধন্যবাদ ভাই :)

  • @mdmojammelh3434
    @mdmojammelh3434 Год назад

    মোটরসাইকেল এবং লাইট একসাথে করার ক্ষেত্রে প্র্যাকটিক্যাল পরীক্ষায় কি মোটরসাইকেল এবং প্রাইভেট কার একসাথে পরীক্ষা দিতে হবে,,, নাকি শুধু মোটরসাইকেল এর প্যাকটিকেল দিলেই চলবে,,, জানালে উপকৃত হব

  • @mustafizmamun7922
    @mustafizmamun7922 3 года назад

    সুন্দর করে বলার জন্য ধন্যবাদ

  • @sirajsheikh3103
    @sirajsheikh3103 2 года назад

    অনেক ভালো লেগেছে ভাই

  • @shahalam9961
    @shahalam9961 Год назад

    অনেক অনেক ধন্যবাদ ও মুজিবীয় শুভেচ্ছা। ✌ জয় বাংলা জয় বঙ্গবন্ধু

  • @hanifsangket4812
    @hanifsangket4812 2 года назад

    Thank you for your kind information

  • @mdmukul1809
    @mdmukul1809 Год назад

    Right

  • @kallolroychowdhury628
    @kallolroychowdhury628 3 года назад

    Khub valo information.So many thanks

  • @khokonporaan
    @khokonporaan 3 года назад

    সুন্দর করে বুঝিয়ে দিলেন ❤️

    • @MotoDevotion
      @MotoDevotion  3 года назад +1

      অনেক ধন্যবাদ ভাই

  • @mridulkantibiswas693
    @mridulkantibiswas693 2 года назад

    অসাধারণ

  • @md.mahmudulhaque8350
    @md.mahmudulhaque8350 Год назад

    ড্রাইভিং লাইসেন্স ধরণ এর ক্ষেত্রে মটর সাইকেল + লাইট দুটোই যদি নিতে চাই তাহলে কি আমাকে মটর সাইকেল ড্রাইভিং টেস্ট দিলেই হবে না পাশাপাশি প্রাইভেটকারও ড্রাইভিং টেস্ট পরীক্ষা দিতে হবে জানতে চাই।

  • @friendsprate7394
    @friendsprate7394 3 года назад

    আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই ।

    • @MotoDevotion
      @MotoDevotion  3 года назад

      আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ❤️

  • @thehafizislam
    @thehafizislam 3 года назад

    Nice & Informative! Thanks!

  • @ITZBARUD
    @ITZBARUD 2 года назад

    আমার ক্লাস 8 এর সার্টিফিকেট নেই আমি স্কুলে ক্লাস ৩ পযন্ত পড়েছি এখন কী আমি আর পাবো না...??

  • @mdnahid6212
    @mdnahid6212 Год назад

    লারনার এ এক্সাম এর যে ডেট দেউয়া থাকে তার পরেও জি পরিক্ষা দেউয়া যাবে?

  • @salahuddin1266
    @salahuddin1266 3 года назад +2

    বাইক যদি না থাকে তাহলে বিআরটি কেন্ডিটেডদের কাছ থেকে বাইক নিয়ে বা সেখানে বাইক ভাড়া আছে কিনা সেটির মাধোমে পরিক্ষা দেবার কোন সুবিধা আছে কিনা।

    • @MotoDevotion
      @MotoDevotion  3 года назад +1

      ভাই BRTA বাইক দিবে না কিন্তু আসেপাসে অনেকে থাকে যারা বাইক/প্রাইভেট কার ভাড়া দেয় টেস্ট দেওয়ার জন্য। এখন সব BRTA অফিসে এইটা পাবেন কিনা জানি না। আপনি যেই BRTA অফিসে এক্সাম দিবেন, আগে থেকে একটু খোঁজ নিয়ে যেয়েন। বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম ভাই :)

    • @RajuAhmed-cp7pl
      @RajuAhmed-cp7pl 2 года назад

      কিছুদিন আগে আমার এক পরিচিত লোক পরীক্ষা দিয়ে আসলো তার কাছ থেকে জানলাম যাদের বাইক নাই তাদেরকে 100 সিসির বাইক দেয়

  • @syfurrahman6599
    @syfurrahman6599 2 года назад

    Pls janaben

  • @samirhasan7304
    @samirhasan7304 3 года назад +2

    অন্য তথ্যবহুল ভিডিও। কিন্তু লিংক গুলোতে গেলে ফাইল পাওয়া যাচ্ছে না।

    • @MotoDevotion
      @MotoDevotion  3 года назад +2

      অনেক ধন্যবাদ ভাই। লিংকগুলা আপডেট করে দিছি, এখন কাজ করবে :) ধন্যবাদ আমাকে বিষয়টা জানানোর জন্য :)

    • @samirhasan7304
      @samirhasan7304 3 года назад

      @@MotoDevotion Now it's working.. :)

  • @ferdowsahmmed3593
    @ferdowsahmmed3593 3 года назад +1

    আমি লার্নারের ডেইট বাড়ানো যায় জানতাম না। তাই প্রথম লার্নারের ডেইট শেষ হওয়ার পর আরেকটি লার্নার অনলাইনের মাধ্যমে করি। গতকাল বিআরটি থেকে ফোন দিয়ে আমার ড্রাইভিং এক্সামে উপস্থিত থাকার জন্য লোকেশন বলেছে। এখন আমি নতুন লার্নার নিয়ে গেলে হবে কি জানাবেন প্লিজ?

    • @MotoDevotion
      @MotoDevotion  3 года назад

      সবগুলা ডকুমেন্ট নিয়ে নির্ধারিত ডেটে চলে যান। ইনশাআল্লাহ ঝামেলা হবে না।

  • @MohammadJakaria
    @MohammadJakaria 3 года назад

    so much informative.. thank you so much

  • @kashafathanif
    @kashafathanif 2 года назад

    vai ns dea ki exam deta parbo ......?? apni ki ns dea exam desan vai ??

  • @shenjonyt9411
    @shenjonyt9411 2 года назад

    Driving exam a fail hole ki abar chance dibe naki akdom e baad r fail korle ki korbo

  • @moshfequrrahman8497
    @moshfequrrahman8497 3 года назад +1

    অামি ঈদের অাগে নতুন বাইক কিনেছি এবং অামি কি ভাবে ড্রাইভিং লাইসেন্স পেতে পারি এ ব্যাপারে সহযোগিতা করবেন?

    • @MotoDevotion
      @MotoDevotion  3 года назад

      সম্ববত এখন BRTA বন্ধ আছে, আগে খোঁজ নিন, তারপর ভিডিওতে যা যা বলছি তা ফলো করলেই হবে

  • @manjureelahi275
    @manjureelahi275 3 года назад

    Thank you boss.

  • @mehedihasansabuj8293
    @mehedihasansabuj8293 3 года назад

    হালকা যানের ক্ষেত্রে বাহনের ব্যবস্থা কে করে? সেক্ষেত্রেও কি গাড়ি নিজে নিয়ে যেতে হবে?নাকি BRTA ব্যাবস্থা করবে?
    নাকি মোটরসাইকেল আর হালকা যান একত্রে করলে শুধু মোটরসাইকেলের পরীক্ষা হয়,হালকা যানের হয় না?

    • @MotoDevotion
      @MotoDevotion  3 года назад

      দালাল দিয়ে করালে হালকা যানের পরিক্ষা দেওয়া লাগে না। নরমালি মোটরসাইকেল আর হালকা যান একত্রে করলে শুধু মোটরসাইকেলের পরিক্ষা দিলেই হয়ে যায়।

  • @mdsohel-tm6rt
    @mdsohel-tm6rt 3 года назад

    Thanks

  • @fckmedia6169
    @fckmedia6169 3 года назад

    লার্নার এপলিকেশন করতে কত টাকা খরচ জানাবেন...?আর গাড়ী রেজিষ্টেশন করতে কি ড্রাইভিং এর লার্নার লাগবে না কি...?বিচ্চারিত একটু বুঝিয়ে বলবেন...?

    • @MotoDevotion
      @MotoDevotion  3 года назад

      লার্নার এপলিকেশন ফী, ১ ক্যাটাগরি-৩৪৫/-টাকা(শুধুমাত্র বাইক) এবং ২ ক্যাটাগরি-৫১৮/-টাকা(বাইক এবং কার লাইট)।
      নিজের নামে বাইক রেজিষ্টেশন করতে ড্রাইভিং লাইসেন্স বা লার্নার লাগবে।

  • @md.rezaulkarim2340
    @md.rezaulkarim2340 2 года назад

    আমি টাকা জমা দিবো কখন?? পরিক্ষাতে এটেন্ট করার আগে নাকি পরিক্ষা দেয়ার পরে আবার যখন স্মার্ট কার্ডের জন্য আবেদন করবো তখন??

    • @MotoDevotion
      @MotoDevotion  2 года назад

      পরিক্ষাতে পাশ করার পর

  • @lifeline2000
    @lifeline2000 3 года назад

    good job brother

  • @hasibulhasansourov2547
    @hasibulhasansourov2547 2 года назад

    vai amar o ns bike but eta dia ki zigzag kora jabe? amar to r onno bike ney.

    • @MotoDevotion
      @MotoDevotion  2 года назад

      ভাই আমি নিজেও অনেকদিন NS ব্যাবহার করছি, সমস্যা হল NS এর টারনিং রেডিয়াস একটু বেশি, ZigZag টেস্টে ঝামেলাতে পরার সম্ভবনা বেশি। সম্ভব হলে বন্ধুদের বাইক থাকলে সেইটা নিয়ে যান।

  • @shuvodatta4176
    @shuvodatta4176 3 года назад

    Nejar bike na thakla,friend ar bike neya exam daoa jab a???

  • @HerbyASMR
    @HerbyASMR 3 года назад

    Vai amar NID er 7e SSC Certificate er date of birth er mil nai sei khetre ki amar finger print deyar somoy bad dea debe?

    • @MotoDevotion
      @MotoDevotion  3 года назад +1

      Mone hoi na problem hobe, Allah vorosa :)

  • @thefireman7411
    @thefireman7411 3 года назад

    ব্যালেন্স রাখতে করণীয় কি ভাই

    • @MotoDevotion
      @MotoDevotion  3 года назад +1

      খোলা মাঠে বাঁশের কঞ্চি/লাঠি দিয়ে সেম টেস্ট এরিয়া সেট করে ২-৩ দিন প্রাকটিস করলে আশা করি ব্যালেন্স ঠিক হয়ে যাবে।

  • @sohanurrahman7241
    @sohanurrahman7241 3 года назад

    apni ki car driving test korecelen

    • @MotoDevotion
      @MotoDevotion  3 года назад +1

      Vai, amar car test nei nai. Usually bike test niye car test newar time thake na. Ei jonno nei na temon.

    • @sohanurrahman7241
      @sohanurrahman7241 3 года назад

      @@MotoDevotion thanks via information tar jonno

  • @mirsabbir3666
    @mirsabbir3666 3 года назад

    Bhaiya Bank e
    Taka Joma dite hobe kobe?

    • @MotoDevotion
      @MotoDevotion  3 года назад

      এক্সাম রেজাল্টের পর, ফিঙ্গারপ্রিন্ত দেওয়ার আগে।

  • @babushake9031
    @babushake9031 3 года назад

    কাড লাইসেনস কত দিনে পেতে পারি আশা করা যায়

    • @MotoDevotion
      @MotoDevotion  3 года назад

      ভাই প্লাস্টিক কার্ড পাইতে পাইতে ১-২ বছর তো লেগেই যাবে! 🙁

  • @SazidPaapon
    @SazidPaapon 3 года назад

    Damoder Khan bari k??? chinlam natoh...

  • @tawhid6190
    @tawhid6190 3 года назад

    আসসালামু আলাইকুম, ভাইয়া দয়া করে আপনার নাম্বার টা দেন। আমি অনলাইনে আবেদন করে লার্নার পেয়েছি, এখন আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। প্লিজ আপনার নাম্বার টা দেন,,,,

    • @MotoDevotion
      @MotoDevotion  3 года назад

      ভাই, আপনার যে সকল প্রশ্ন আছে এইখানেই করতে পারেন :)

    • @tawhid6190
      @tawhid6190 3 года назад

      @@MotoDevotion এক্সাম এর দিন কি লাগবে? কি কি নিয়ে যেতে হবে??
      এক্সাম ৩টা কি ১দিনে হবে?

    • @MotoDevotion
      @MotoDevotion  3 года назад

      হুম ভাই, একি দিনে হবে সবগুলা পরিক্ষা

  • @mdshown1764
    @mdshown1764 2 года назад

    অনেক ধন্যবাদ আপনাকে

    • @MotoDevotion
      @MotoDevotion  2 года назад

      অনেক অনেক ধন্যবাদ ভাই :)