প্রাক্তনের স্মৃতিতে । বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর । Begum Rokeya University Rangpur

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • প্রাক্তনের স্মৃতিতে
    বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর
    Begum Rokeya University Rangpur
    ‪@BISKUTPAGLA‬
    শুরুটা ছিল ভালবাসা দিবসে, ফাগুনের আগুন ধরা এক সকালে। তপ্ত হবার আগেই মরুভূমিময় এক ক্যাম্পাসে পদার্পণ করেছিলাম আমরা। গাছ বলতে এখন হাইওয়ের ধার ঘেষা শীতের পাতা ঝড়া কিছু শিমুল, কিছু শিশু আর কিছু মেহগনি গাছ। অথচ এখন সবুজের সমারোহে তোমরা কল্পনাতেও আনতে পারে না আমাদের আকূলতা।
    গর্ত ও জঞ্জালে ঘেরা যে স্থানেই হয়েছিল উদ্বোধনী আয়োজন, হয়েছিল আমাদের প্রথম পহেলা বৈশাখ এর আয়োজন। তাকে আমরা এক নাম্বার মাঠ বলেই ডাকতাম।
    সবারি একটি নামের প্রয়োজন, তাই দুইরাত দুদিন পার করে, বিজয়ের রঙ্গে রাঙ্গানো, সেই সময়ের দেবরারু ও কৃষ্ণচূড়া রোডের সংযোগ সড়ককে এক বিজয়ের আগে আমি নাম দিয়েছিলাম- বিজয় সড়ক।
    কত স্মৃতি কত মায়া ছড়িয়ে আছে এই দেবদারু সড়ক ধরে। আমাদের বাস এসে নামিয়ে দিত এখানেই। এখান থেকেই শুরু করিয়েছিলাম ১১ টার বাসের পথ চলা।
    তখন এ পথ ছিল না, ছিল মেঠো পথ, পথ মত এর অভাব থাকলেও আমাদের শখের অভাব ছিল না। কত আনন্দ, কত উৎযাপন এর স্বাক্ষী এ রাস্তা।
    তিন নাম্বার ভবন ছিল তথা কথিত বিজনেস ফ্যাকাল্টি। যদিও অন্য দুই একটা ডিপার্টমেন্ট ও এসে ঘাটি গেড়ে ছিল এই ভবনে। কিন্তু এখানেই কেটেছিল আমাদের বড় একটা সময়।
    মনে প্রশ্ন জাগে না ? বড় বললাম কিন্তু পুরো বললাম না কেন ? ভালবাসা দিবসে ভালবাসার শুরু হয়েছিল মূলত হেয়াত মামুদ ভবনে। এখানেও বিজনেস ফ্যাকাল্টি সাথে বাংলা, অর্থনীতি, ইংরেজি ও ইতিহাস ডিপার্টমেন্ট ঘাটি গাড়ে।
    এক ও দুই এর মাঝেই ছিল আমাদের খাবারের একমাত্র স্থান। সেই চা, সিঙ্গারা কথা ভুলার কথা নয় কারোরি।
    তিন নান্বার ভবন, ১ নাম্বার ভবন এসবের সামনে কত আয়োজন করেছি আমরা। আহা কত মঞ্চ কত আয়োজন।
    লাইব্রেরি ছিল আরেক হতাশার জায়গা, বই ছিল না, চেয়ার ছিল না। তবে হ্যা, কত ভালবাসা ছিল এই লাইব্রেরি কেন্দ্রীক।
    সবারি একটা ঠিকানা থাকে। আমারো ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। ভার্সিটির ছেলেদের প্রথম হল ছিল এটাই। দ্বিতীয় হল হিসেবে শুরু হয় রংপুরের মুক্তিযোদ্ধা শহীদ মুখতার এলাহির নামে হল। হলের পেছনে ক্যাডেট কলেজের গাছের ছায়ায় ঘেরা মাঠ ছিল আমাদের দুদন্ড বসার স্থান।
    ক্যাফেটেরিয়া আমাদের ভাগ্যে ছিল না। তবে আমরা তৈরী হওয়া দেখে গিয়েছিলাম। এই ক্যাফেটারিয়ার সামন ধরে চলে যাওয়া ভিসি রোডের পাশ ঘেষে লাগিয়েছিলাম কত জারুল আর সোনালুর গাছ। শুনেছি এখনো তাদের অনেকেই টিকে আছে
    সুযোগ পেলেই পথ জুড়ে রং ছড়ায় তারা।
    কত সুখ দুঃখ হাসি কান্নার সাক্ষী এই রাস্তা গুলো। কত ছুটে বেড়ানো ও দুরন্তপনার সাক্ষী এই মাঠ গুলো।
    ভিসির বাসার দেয়াল ভেঙ্গেছিলাম আমরা, ভেঙ্গেছিলাম ততকালীর দুর্নীতির দুর্গ।
    ফজিলাতুন্নেছা মুজিব হল মেয়েদের প্রথম হল। কত শত জনের ভালবাসা এসে থমকে গিয়েছিল এই গেটে।
    টিচার্স ডরমিটরি পেরিয়ে কৃষ্ণচুড়ার আরালেই থাকা আমাদের প্রশাসনিক ভবন। যদিও পূর্নাঙ্গ রুপে পেয়েছিলাম ক্যাম্পাস এর অর্ধেক জীবন পেরিয়ে।
    স্বাধীনতা স্বারকটি এখনো অপূর্ণই রয়ে গেল আমাদেরি মতন। আলুর জমিতে গড়ে ওঠা ধূধূ মরুভূমিময় ক্যাম্পাস জুড়ে তখন হয়তো গাছের অভাব ছিল, ছায়ার অভাব ছিল। কিন্তু মায়ার অভাবে কখনোই আমরা পরিনি। দুই হাত ভরে উজার করা ভালবাসার অভাবেও কখনো পরিনি। ২০৫ বর্গকিলোমিটারের এই শহরের মাত্র ৭৫ একরের এক মায়ার কারখানা। চলতে ফিরতে পথ ঘাট জুড়ে শুধুই মায়া। যা উপেক্ষা করা অসম্ভব।
    মায়া বড্ড খারাপ জিনিস ভেরি bad things, নেশায় পড়া যায়, নেশা কাটানোও যায়। মায়া কাটানো যায় না, স্মৃতিও হারানো যায় না। ব্যাগ গুছাচ্ছি, টিশার্ট, শার্ট, জিন্স, স্যান্ডেল সব গুছিয়ে নিচ্ছি এমন কি ঘামে ভেজা পাঞ্জাবিটাও গুচ্ছাচ্ছি। কিন্তু তোমাকে গুছাতে পাচ্ছি না। এই শার্ট, প্যান্ট, জুতা,স্যান্ডেল, ক্যামেরার মত তোমাকেও ব্যাগে ভরে নিয়ে যদি পাড়ি জমাতে পারতাম. . . .
    জানি, তা আর হবার নয়। সব সন্ন্যাসী যে গৃহত্যাগী হয় না। কিছু কিছু গৃহবাসী সন্ন্যাসীও থেকে যায়।
    এই প্রকৃতিতে খেলা চলে প্রকৃতির একান্ত নিজস্ব নিয়মে। প্রকৃতি খেলতে ভালোবাসে, আমরাও খেলতে ভালোবাসি। কিন্তু এই মুহুর্তে স্বয়ং আমাকে নিয়েই খেলা হচ্ছে। We are playing a serious game. . . .
    #রংপুর
    #rangpur
    #BegumRokeyaUniversity

Комментарии • 109

  • @alomgirhosen912
    @alomgirhosen912 3 месяца назад +1

  • @rahmanmoti
    @rahmanmoti Год назад +19

    অনেকেই বড় বিশ্ববিদ্যালয়ে পড়লে অন্যগুলোকে ছোট করে কথা বলে। এখনকার প্রতিযোগিতামূলক সময়ে যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াটাই সৌভাগ্যের বিষয়। আমি সবগুলোকে সম্মান করি। আমি জাবিতে পড়েছি।

  • @bengalsbackpack71
    @bengalsbackpack71 7 месяцев назад +1

    মেইন গেইটটা হয়ে গেলে আরেকটা ডকুমেন্টরি চাই...

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  7 месяцев назад

      ইনশাআল্লাহ

  • @centuryskillsnews
    @centuryskillsnews 8 месяцев назад +2

    যেমন ভিডিও, তেমনি অসাধারণ বর্ণনা। শুভ কামনা রোকেয়ার সবার জন্য।

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  8 месяцев назад

      ধন্যবাদ 🌸

  • @rahmanmoti
    @rahmanmoti Год назад +3

    গত শনিবার গিয়েছিলাম। ভালো সময় কেটেছে। বর্তমান শিক্ষার্থীদের শুভকামনা।

  • @Sabbirhosen-q2r
    @Sabbirhosen-q2r 3 месяца назад +1

    Vai brur er disaster management subject ta kmn jodi bolten?

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  3 месяца назад +1

      ভাল সাবজেক্ট। খুব কম বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্ট আছে। আর এখান থেকে বের হয়ে ভাল স্যালারিতে জব পাওয়াও যায়।

    • @Sabbirhosen-q2r
      @Sabbirhosen-q2r 3 месяца назад

      @@BISKUTPAGLA ei sub a Bangladesh a pvt job kmn vai?vai er jodi whatsapp number ta diten vlo hoito🙂🙂

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  3 месяца назад +1

      @user-cr1db8sk4k প্রাইভেট জবের সুযোগ টাই বেশি।।নানান NGO তে

  • @mdfattahanali
    @mdfattahanali Год назад +1

    আপনার প্রিয় ক্যাম্পাস এ নতুন পথযাত্রী হিসাবে ধন্য আমি

  • @sagorray6191
    @sagorray6191 10 месяцев назад +1

    কথা গুলো শুনে, শেষের দিকে চোখে জল চলে আসলো ভাই 💞 এডমিশন এর এই সময়, এত পরিমানে মোটিভেট হলাম বলে বুঝাতে পারবো না 💞💞 আমিও মায়ায় পড়ে গেলাম এই বেরোবি নামক মায়া তলির,,

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  10 месяцев назад

      শুভ কামনা রইলো 💛

  • @farhanayasmin4642
    @farhanayasmin4642 2 года назад +1

    Wow 😲

  • @happyexplorer683
    @happyexplorer683 Год назад +1

    Vaiya 1st year e ki hall pwa jabe

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  Год назад

      সম্ভাবনা খুবি কম। তবে ভার্সিটি গেটের সাথেই অনেক ভাল।ভাল নিরাপদ ম্যাস আছে

  • @nahidrzk6214
    @nahidrzk6214 Год назад +1

    ❤❤ vorti na hoitei onk vlo lagse..janina sesh obdi akhane vorti hobo nki..

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  Год назад

      শুভ কামনা রইলো ভাইয়া।

  • @sakibshahariair805
    @sakibshahariair805 2 года назад +6

    নবীন হিসেবে ভীষণ মুগ্ধ 💝💝
    বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সত্যি অনেক সুন্দর দেখা যাক Gst তে কি হয় ।

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  2 года назад

      ধন্যবাদ। শুভ কামনা রইলো।

  • @syedhasnainesikder3908
    @syedhasnainesikder3908 Месяц назад +1

    Bhaia eee department kmn?

  • @najmulrana660
    @najmulrana660 2 года назад +1

    mayay pore gelam

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  2 года назад

      ধন্যবাদ ভাইজান 💛

  • @sijibon2557
    @sijibon2557 2 года назад +2

    ❤️❤️

  • @rajiasultana4497
    @rajiasultana4497 10 месяцев назад +1

    Vaiyaa ai university te law ace ???

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  10 месяцев назад

      না আপু ল নেই।

  • @banglesbangles9006
    @banglesbangles9006 2 года назад +1

    😲 wow

  • @mdbillalkhan1166
    @mdbillalkhan1166 2 года назад +2

    কথা গুলো হৃদয় ছোয়া ভালোবাসায় পরিপূর্ণ

  • @aminurislam66030
    @aminurislam66030 Год назад +3

    আলহামদুলিল্লাহ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এবার অর্থনীতি বিভাগে সাবজেক্ট পেয়েছি। প্রাথমিক ভাবে ভর্তি হয়েছি। খুব তাড়াতাড়িই দেখা হচ্ছে তোমার সাথে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।🥰

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  Год назад

      অভিনন্দন

    • @rajibdebnath8296
      @rajibdebnath8296 Год назад

      ভাই আপনি কত মার্ক পেয়েছিলেন ভর্তি পরীক্ষায়,,

  • @bdlife4399
    @bdlife4399 2 года назад +2

    অসাধারণ স্মৃতিচারণ

  • @hasiburrahmansohag1355
    @hasiburrahmansohag1355 2 года назад +3

    Love from
    13th batch,MAT,BRUR

  • @lamiyaislamraka4191
    @lamiyaislamraka4191 Год назад +1

    Hoyto next month ar 5 tarikh ar por ai campus amk mayate faylbay...hoyto amio bunbo
    Onk sriti😊...dowa korben

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  Год назад

      স্বাগতম আপনাকে। বেরোবির ক্যাম্পাসে। শুভ হোক আপনার পথ চলে।

    • @lamiyaislamraka4191
      @lamiyaislamraka4191 Год назад +1

      @@BISKUTPAGLA accha aga theke sagotom na korai vlo .karon 5 tarikh ar moddy onno kothay hoye Gayle r asbo na. Barishal theke onk dhur hoya Jay😊 taw thanks

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  Год назад +1

      আপনার জন্য যা ভাল হয় তার জন্যেই আগাম শুভ কামনা রইলো

  • @mr.z9321
    @mr.z9321 Год назад +1

    আলহামদুলিল্লাহ ভাইয়া চান্স পেয়েছি এটাতে 🥰। প্রাথমিক ভাবে ভর্তি হয়েছি ইনশাআল্লাহ আসব দেখতে, ❤

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  Год назад +1

      অভিনন্দন ভাইয়া। শুভ কামনা রইলো।

  • @SA-xu4co
    @SA-xu4co Год назад +2

    ভাই আপনি বিবিএ ফ্যাকাল্টির ছাত্র ছিলেন এটা মানতেই মন চাইছে না আপনার প্রতিটি কথায় বাংলা ডিপার্টমেন্ট এর সাহিত্য, কবিতা, মায়া ও প্রকৃতির প্রকাশ পাচ্ছে 🍀🌼

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  Год назад +1

      💛 ধন্যবাদ ভাইয়া। আমি ভার্সিটির ৩য় ব্যাচ। একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্ট এর শিক্ষার্থী ছিলাম।

  • @tanjilakhatun5126
    @tanjilakhatun5126 Год назад +1

    Vaia,55.50 a ki social science paoa jbe?? Please janaben

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  Год назад +1

      সম্ভাবনা আছে

    • @tanjilakhatun5126
      @tanjilakhatun5126 Год назад +1

      ​@@BISKUTPAGLA political science??r session jot ase ki vaia ei subject gulo te?

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  Год назад

      বর্তমানে সেশনজট নেই

  • @afrinrima8561
    @afrinrima8561 Год назад +1

    Vaiya ei University te porlea ki regular class kortea hoi nki shudo exam dilei hoi.... Plz janaben?

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  Год назад

      অবশ্যই রেগুলার ক্লাস করতে হয়। নয়তো পরীক্ষা দিতে দেওয়া হয় না। এমন কি ৩ টার বেশি ক্লাস মিস করলে মার্কস কাটাও যায়

  • @shamimmiah8667
    @shamimmiah8667 2 года назад +3

    মায়া জুড়ে রয়েছে এই প্রিয় ক্যাম্পাস ❤️🥀

  • @mdrajo8748
    @mdrajo8748 Год назад +2

    Alhamdulillah, Gender and development studies peye gelam, vaiya ei subject ta kemon ekto bolte parben?

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  Год назад +1

      কংগ্রাচুলেশনস। ভাল সাবজেক্ট। বাংলাদেশের খুব কম ইউনিভার্সিটিতে আছে। দেশি বিদেশি NGO গুলোতে অনেক চাহিদা এই ডিপার্টমেন্ট এর স্টুডেন্ট দের। সেই সাথে ভাল করে পড়াশোনা করলে অনেক নতুন ভার্সিটিতে টিচার হবার সুযোগ থাকে।

    • @mdrajo8748
      @mdrajo8748 Год назад +1

      @@BISKUTPAGLA vaiya kono session jot ache ki subject e? R ei subject er শিক্ষা ক্যাডার বা টেকনিক্যাল ক্যাডার আছে কি? জানাবেন প্লিজ

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  Год назад

      বর্তমানে কোন ডিপার্টমেন্টে তেমন বড় কোন জট নাই।

    • @mdrajo8748
      @mdrajo8748 Год назад +1

      @@BISKUTPAGLA ভাইয়া, আমার BSMRSTU তে ইতিহাস এসেছে, ঐ বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনার কেনো ধারণা আছে কি? বলবেন প্লিজ

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  Год назад +1

      ইতিহাসে পড়ার থেকে GDS এ পড়া অনেক বেশি ভাল।

  • @tasnimtrishaa8366
    @tasnimtrishaa8366 Год назад +1

    Vaia b unit theke 55.50 marks
    Kon sub gulo pete pari ebar? Pls reply

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  Год назад

      এটা তো আগে ভাগে বলা যাবে না আপু। কি পরিমাণ সিট খালি হবে, কত জন এবার ভর্তি হবে অনেক কিছুর উপর নির্ভরশীল

  • @naeemalfarazii485
    @naeemalfarazii485 2 года назад +6

    সময় পেলেই কথাগুলো শুনে যাই।
    সত্যিই মায়া বড্ড খারাপ জিনিস। যদিও এই ক্যাম্পাসটা আমার নয় তবে আমিও এই ক্যাম্পাসের একজনের মায়ায় জড়িয়ে গেছি। পাবোনা জেনেও বারবার তাকেই ভেবে যাই।💔💔
    দীর্ঘজীবি হও বেরোবি, সাথে তুমিও হাজার বছর বেঁচে থেকো প্রিয়।🤲🙏
    Love from RU 💖

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  2 года назад +1

      💛 ভাল থাকুক ভালবাসা।

  • @hnprogaming5981
    @hnprogaming5981 Год назад +1

    বাইয়া tution কমন পাওয়া যায় plz reply baiya

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  Год назад

      পাওয়া যায়। ভাল পাওয়া যায়। অনেক কোচিং আছে সেখানেও পড়ানো যায়।

    • @hnprogaming5981
      @hnprogaming5981 Год назад

      @@BISKUTPAGLAএইটা কি বাইয়া rangpur main city TE

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  Год назад

      হ্যা ভাইয়া একদম শহরেই ভার্সিটি

    • @hnprogaming5981
      @hnprogaming5981 Год назад

      @@BISKUTPAGLA ভাইয়া আমি Narayanganj thaki ঐখানে যাওয়া ঠিক হবে আমার ?plz reply

  • @hnprogaming5981
    @hnprogaming5981 Год назад +1

    EEE department ta কমন সেশন জটে আসে ? Kindly reply baiya

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  Год назад

      ভাল ডিপার্টমেন্ট ভাইয়া। এখান থেকে পড়ে অনেকেই ভাল জায়গাতেই আছে। বড় সেশনজট নেই এই ডিপার্টমেন্ট এ।

  • @TipuArzuu
    @TipuArzuu 2 года назад +1

    1st view✌️

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  2 года назад

      💛 থ্যাংক ইউ ব্রো।

  • @TraFoodoRubayat
    @TraFoodoRubayat 2 года назад +1

    Campus ta shundor

  • @zannatulfardousi9834
    @zannatulfardousi9834 2 года назад +1

    49.25 arts theke ki subject paoar somvabona ase?

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  2 года назад

      সম্ভাবনা অল্প হলেও আছে। শুভ কামনা রইলো।

    • @zannatulfardousi9834
      @zannatulfardousi9834 2 года назад

      @@BISKUTPAGLA ❤️❤️

  • @tirthotopu1323
    @tirthotopu1323 2 года назад +3

    নস্টালজিক ❤️

  • @recoveryontech9074
    @recoveryontech9074 2 года назад +1

    vaiya hall koyta ase total r boys der jonno koyta? 53.75 deya ki BBA subject paua jabe?

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  2 года назад

      ছেলেদের হল ২ টা। সম্ভাবনা আছে ভাইয়া।

  • @mahamudmunna5000
    @mahamudmunna5000 2 года назад +1

    vaiah ami mis department....aschi apnder campus a

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  2 года назад +1

      💛 ভালবাসা নিও ভাইয়া।

  • @9faysalar.715
    @9faysalar.715 2 года назад +1

    GST 51 c unit chance hbe ki?

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  2 года назад

      সম্ভাবনা আছে 💛

  • @nurnabiofficial2682
    @nurnabiofficial2682 2 года назад +3

    brur AIS 4th Batch

  • @afrinzahanaysha2097
    @afrinzahanaysha2097 2 года назад +3

    ক্যাম্পাস এত খারাপ কেন? তাছাড়া ভাই আপনারা জীবনের গুরুত্বপূর্ণ সময়টা প্রেমে জন্য ছোটাছুটি করবেন তারপর নিজেকই বেকারত্বের জন্য সরকার/ সিস্টেম কে গালাগালি দিবেন

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  2 года назад +1

      কি বললেন আপু, নিজেই বুজলেন কি না জানিনা। ক্যাম্পাসকে খারাপ কে বলছে ? প্রেম ট্রেম যাই করুন সবাই পড়াশোনা করে। আর ভাল কিছু না কিছু সবাই করতেছেই অলরেডি।

  • @rawtube8947
    @rawtube8947 2 года назад +1

    5th batch eco

  • @ratulb46
    @ratulb46 2 года назад +3

    আদাব ভাইয়া। আমি রাতুল বসাক। BRUR এর ১১তম ব্যাচ। ভাইয়া ভিডিওটি খুবই ভালো লেগেছে। তাই ভিডিওটি আমার একটি পেইজ BRUR Campus নামের একটি পেইজে পোস্ট করতে চাচ্ছি। যদি অনুমতি দিতেন 😊
    কৃতজ্ঞ থাকবো।

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  2 года назад +4

      অবশ্যই ভাইয়া। অবশ্যই পোস্ট করতে পারেন। যত জায়গায় ইচ্ছে পোস্ট করেন সকল অনুমতি প্রদান করা হলো। যদি সম্ভব হয় ভিডিও এর সাথে এই ইউটিউব লিংকটাও একটু দিয়ে দিয়েন।

    • @ratulb46
      @ratulb46 2 года назад +3

      @@BISKUTPAGLA জ্বি ভাইয়া। আমরা ক্যাপশনে ইউটিউব লিংক এবং আপনাদের চ্যানেল এর নাম উল্লেখ করে দেবো ভাইয়া 😊
      আর ধন্যবাদ ভাইয়া অনুমতি প্রদানের জন্য 😍😍😍

  • @roamingwithishtiak
    @roamingwithishtiak 2 года назад +2