একটি অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম, চিন্ময় চট্টোপাধ্যায়ের ছাত্ররা শুধু সুগায়কই নন, তার চেয়ে বেশী তারা নিজের কন্ঠে চিন্ময়ের সেই গায়কী বহন করছেন স্পস্টভাবে! এ থেকেই বোঝা যায় তিনি কোন মাপের শিক্ষক ছিলেন। আজ তিনি শারীরিকভাবে নেই কিন্তু ছাত্রদের মধ্যে বেঁচে আছেন!
আমি কি বলে করিব আমার শ্রদ্ধ্যা নিবেদন এতো সুন্দর একটি অনুষ্ঠান আমার প্রানের মানুষ আমার অন্তরের শিল্পী কে নিয়ে করার জন্য অমেয় শুভেচ্ছা আন্তরিকতা ও শুভকামনা রইলো 🙏🙏🙏🙏
@Hemanta Mukherjee & His Contemporaries এমন শিল্পীর সম্বন্ধে কোথাও কিছু লেখা পাইনি। তাই একদিন ২০১৯ সালে ওনার রসা রোডের বাড়িতে যাই ওনার সম্বন্ধে জানতে ও দেখতে। পরিবারের একজনার সঙ্গে কথা হল, ওনার গানের ঘরে গেলাম, শুনলাম অনেক কথা। এখনও অনেক ডিক্স রেকর্ড রয়েছে এই বাড়িতে যা আজও ইউ টিউব বা ডিজিটাল মাধ্যমে আসেনি। জানিনা ওই সমস্ত গান কোনওদিনও শোনা যাবে কিনা। যেমন চোখের আলোয় দেখেছিলেম গানটি এই প্রথমবার ওনার কন্ঠে শুনলাম, তারপর ধ্রুপদী সঙ্গীত সেটাও প্রথম। কান জুড়িয়ে গেল। আপনাকে অনুরোধ ওনার কন্ঠে এই দুটো গান পৃথক করে ইউটিউবে দিলে উপকৃত হই। এখনো এমন অনেক গান সা রে গা মা থেকে ডিজিটাল মাধ্যমে আসেনি।
নিশ্চয়ই। চিন্ময় চট্টোপাধ্যায়কে নিয়ে Prohor.in এ শুভজিত সরকারের দুই খানা লেখা পাবেন, এই কাজটিও তারই করা। অনেক ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই এই দুটি গান আলাদা করে দেওয়া হবে।
@@bishnupadachakraborty8663 একটু সার্চ করে দেখতে হয়। এখানে দুটি লেখার লিংক দেওয়া হল prohor.in/the-evergreen-bengali-singer-chinmoy-chattopadhyay www.prohor.in/chinmoy-chattopadhyay-the-legendary-rabindra-sangeet-singer
তিলক মুখোপাধ্যায়ের গান প্রথম শুনলাম। কণ্ঠটি অবিকল চিন্ময় চট্টোপাধ্যায়ের মতো... প্রথমে স্ক্রিন থেকে চোখ সরিয়ে শুনছিলাম যখন মনে সংশয় ছিল না, চিন্ময় চট্টোপাধ্যায়ই শুনছি। পরে স্ক্রিনের দিকে তাকাতে ঘোর ভাঙল। উনি চিন্ময় চট্টোপাধ্যায়ের কে হন ?
Apner gangulo khub bhalo lagche ,ami o Chinmoy der ganer fan chilam,kintu gan sekher sujog hayni,ami o R,B,U er student,chilam,Apnader address a jogajog karte pari,jadi apnader gan soner souvagya kare den
Kobe shuntey paabo dada? Ei Borennyo Shilpir Akashvaanir kono interview ba stage performance er live Video thakley doya kore share korley Baadhito hobo.
ওনার সাথে কতো সময় কাটিয়েছি, দাবা খেলেছি, উনি আদর করে আমাকে আলেখাইন চেস ক্লাবের মেম্বার করে দিয়েছিলেন নিজের টাকা দিয়ে। ছুটির দিন ডেকে নিতেন, কাটলেট, ফিস ফ্রাই খাওয়াতেন সঙ্গে চলতো দাবা খেলা । ওনার মূল্য বোঝার মত বয়স, তখন হয়নি। আজ এঐ বয়সে এসে, উপলব্ধি করতে পারছি সেই কস্তুরী সৌরভ, সঙ্গে অকাল হারানোর বেদনা। এসো এসো আমার ঘরে......
@@hemantamukherjeehiscontemp5454 ভাই আমি ঠিক নিয়মিত ফেসবুক, ইত্যাদি নিয়ে বসি না, অথ্যাৎ হয়ে ওঠে না! আসলে আপনার অনুরোধ, লক্ষ করে ওঠা হয়নি আমার, তারজন্য ক্ষমা চাইছি। চিন্ময় দা কে নিয়ে, আপনার প্রচেষ্টা, সত্যি প্রশংসা যোগ্য। সত্যি কথা বলতে কি, ওনার মূল্য পরিশোধ যোগ্য নয়! না ছিল সে কালে, আর বর্তমানে তো নয়। আমি ওনার তুলনায় অতি ক্ষুদ্র, কিন্তু তবুও, আমার দ্বারা আপনাদের যদি কোন রকমের উপকার হয়, আমি তা আনন্দের সাথে করবো। আমার বাড়ি, ঠিক ওনার বাড়ি র উল্টো দিকে। PRAFULLA VILA, 15 RUSSA ROAD EAST 2nd Lane, Thana Charu Market, Kolkata 700 033.আমার ডাক নাম থাকো, এঐ নামেই ওনার বাড়িতে, আমি পরিচিত। ফোন/হোয়াটসঅ্যাপ 9051427681
In shamans the singer’s voice hardly can hear. More Can hear the harmonium sound, it’s very annoying. I think you should take notice of that. Harmonium noise is loud could not stand that horrible sound. If I put the sound down then couldn’t hear the singing.
আগেকার কে এল সায়গল ও পঙ্কজ মল্লিক বাদ দিলে, চিন্ময় চট্টৌপাধ্যায় ছাড়া রবীন্দ্র সঙ্গীত বিশেষ শুনি না ।চিরন্তন চিন্ময় তো রোজ চণ্ডীপাঠের মত শুনতে ভালো লাগে ।
গলা দিয়ে যেন মধু ঝরে পড়ছে, অসম্ভব সুরেলা গলা।।❤🙏🌹
আমার অত্যন্ত প্রিয় শিল্পী।তাঁর গান আমার মনকে ছুঁয়ে দেয়।
অনেক ধন্যবাদ চিন্ময় চট্টোপাধ্যায়কে নিয়ে এমন একটি উদ্যোগের জন্য।
আমি মুগ্ধ হয়ে যাই
চিন্ময় চট্টোপাধ্যায় আমার কাছে রবীন্দ্রগানের একটি অনবদ্য স্ট্যান্ডার্ড!
অনেক ধন্যবাদ, ওনার যাপিত জীবন নিয়ে আগ্রহ মেটানোর জন্য।
I pranayam
গুরুর ছাঁচে শিষ্যকে গড়ে নিয়েছেন। আমাদের আসানসোলের স্বনামধন্য রবীন্দ্র সংগীতশিল্পী পার্থ চট্টোপাধ্যায় তাঁর শিষ্য। পার্থ কাকুর কন্ঠেই চির স্মরণীয় হয়ে থাকবেন কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় চিন্ময় চট্টোপাধ্যায়
Rabindrasangeet-e Late Chinmoy Chattopadhyay holen gaaner Raja, ki adhvut madhurya, ki molayem, ki sposto uchcharon, somosto mon jeno kothai ude jai - totally transcendental plane-e. Dhanyobad.
একটি অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম, চিন্ময় চট্টোপাধ্যায়ের ছাত্ররা শুধু সুগায়কই নন, তার চেয়ে বেশী তারা নিজের কন্ঠে চিন্ময়ের সেই গায়কী বহন করছেন স্পস্টভাবে! এ থেকেই বোঝা যায় তিনি কোন মাপের শিক্ষক ছিলেন। আজ তিনি শারীরিকভাবে নেই কিন্তু ছাত্রদের মধ্যে বেঁচে আছেন!
চিন্ময় চট্টোপাধ্যায়, রবীন্দ্রসঙ্গীতের এক অবিস্মরণীয় শিল্পী । তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা ।
Mi0
আমি কি বলে করিব আমার শ্রদ্ধ্যা নিবেদন এতো সুন্দর একটি অনুষ্ঠান আমার প্রানের মানুষ আমার অন্তরের শিল্পী কে নিয়ে করার জন্য অমেয় শুভেচ্ছা আন্তরিকতা ও শুভকামনা রইলো 🙏🙏🙏🙏
Khub Sundar anusthan. Chinmoybabur chole jawar bornona sune chokhe jol ese jacchilo. Gan, bhashya, smriticharona -- sob i atyanta monograhi. Anek abhinandan.
Xsraddheya Chinmoy. Chattopadhyay Rabindra Sangeet ekjon dhrubotara.Amar taraf theke sarsraddha pranam janai.
অনুষ্ঠানটি শুনে খুব ভালো লাগল।
Amar sasrodhho pronam janai shri Chinmoy Chattopadhyay k , chiro nobin kontho, tanr ashadharon surer bistare aajo amra snato hochhi,khub bhalo laglo ai udyog, dhonnobad udyokta k, sundor uposthapona.
Khub sundar namtio sundar suruti apurba
Chomotkar khub valo laglo♥️🙏🙏🙏
Asadharan
অনুপম সৃষ্টি, বিনম্র শ্রদ্ধা
খুব সুন্দর অনুষ্ঠান.....খুব ভালো লাগলো।
Khub sundar onushthaan. Khub bhalo laaglo...
Apurbo
Darun . Sir apnar gaan sunlam. Sob miliye অনবদ্য
My heartfelt thanks to Pom for an amazing all-round presentation. Taking this opportunity to offer my tribute to legendary singer .
Mugdho, Mohit hoye sunlam...apurbo...onek dhnyobad...
Ami bhashahara hoye gelam. Khub bhalo laglo 🙏❤❤
Samagro anushtanti asombhob valo laglo ..
Khub sundar prayas. Vanek na shona gaan shonar opekhay thaklam.bisesh anurodh jodi onar kono home recording thake shonaben
অনেক ধন্যবাদ আপনাকে এই সুন্দর সংকলন টির জন্য। খুব ভালো লাগলো।
How nostalgic feeling of school and College Life golden voice of chinmoy Chatterjee.
@Hemanta Mukherjee & His Contemporaries এমন শিল্পীর সম্বন্ধে কোথাও কিছু লেখা পাইনি। তাই একদিন ২০১৯ সালে ওনার রসা রোডের বাড়িতে যাই ওনার সম্বন্ধে জানতে ও দেখতে। পরিবারের একজনার সঙ্গে কথা হল, ওনার গানের ঘরে গেলাম, শুনলাম অনেক কথা। এখনও অনেক ডিক্স রেকর্ড রয়েছে এই বাড়িতে যা আজও ইউ টিউব বা ডিজিটাল মাধ্যমে আসেনি। জানিনা ওই সমস্ত গান কোনওদিনও শোনা যাবে কিনা। যেমন চোখের আলোয় দেখেছিলেম গানটি এই প্রথমবার ওনার কন্ঠে শুনলাম, তারপর ধ্রুপদী সঙ্গীত সেটাও প্রথম। কান জুড়িয়ে গেল। আপনাকে অনুরোধ ওনার কন্ঠে এই দুটো গান পৃথক করে ইউটিউবে দিলে উপকৃত হই। এখনো এমন অনেক গান সা রে গা মা থেকে ডিজিটাল মাধ্যমে আসেনি।
নিশ্চয়ই। চিন্ময় চট্টোপাধ্যায়কে নিয়ে Prohor.in এ শুভজিত সরকারের দুই খানা লেখা পাবেন, এই কাজটিও তারই করা। অনেক ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই এই দুটি গান আলাদা করে দেওয়া হবে।
@@hemantamukherjeehiscontemp5454 লেখাগুলি পেলাম না।
@@bishnupadachakraborty8663 একটু সার্চ করে দেখতে হয়। এখানে দুটি লেখার লিংক দেওয়া হল
prohor.in/the-evergreen-bengali-singer-chinmoy-chattopadhyay
www.prohor.in/chinmoy-chattopadhyay-the-legendary-rabindra-sangeet-singer
@@hemantamukherjeehiscontemp5454 অজস্র ধন্যবাদ
@@hemantamukherjeehiscontemp5454 onek kichhu jante parlam 2nd link tar theke
Commendable presentation. A real tribute to a legendary singer. Well edited. 🙏♥🙏
খুব ভালো উদ্যোগ।
তিলক মুখোপাধ্যায়ের গান প্রথম শুনলাম। কণ্ঠটি অবিকল চিন্ময় চট্টোপাধ্যায়ের মতো... প্রথমে স্ক্রিন থেকে চোখ সরিয়ে শুনছিলাম যখন মনে সংশয় ছিল না, চিন্ময় চট্টোপাধ্যায়ই শুনছি। পরে স্ক্রিনের দিকে তাকাতে ঘোর ভাঙল। উনি চিন্ময় চট্টোপাধ্যায়ের কে হন ?
চিন্ময় চট্টোপাধ্যায়ের ছাত্র। তিলকবাবু চিন্ময় চট্টোপাধ্যায়ের মিউজিক ডিরেকশনে 'বিজয়িনী' ছবিতে গানও করেছেন।
@@hemantamukherjeehiscontemp5454 হ্যাঁ অনুষ্ঠানের শেষদিকে জানতে পারলাম। অনেক ধন্যবাদ ! যদি ওঁর কাছে গান শিখতে পারতাম ! যোগাযোগ নম্বর পেতে পারি ?
আমরা যোগাযোগ নম্বর প্রোভাইড করতে পারি না। দুঃখিত।
Sadhu sadhu shilpike pranam
Aamar praan priyo Ei Probaad -Protim Shilpi key aamar Aabhumi pronaam. Shilpir Durlov Videos gulo jodi Share koren, Aajibon Kritoggyo Thakbo aapnar kachey. Aamar praan bhora Dhonnobad soho Valobasha janben.
Anek anek dhanyabad ei udyoger jonnya
Onek bhalo bhalo pictures dekhte pelam
Khub bhalo laglo.
His voice was not merely for ears, heart it was for very soul.
খুব সুন্দর সংকলনl
Khub sundar anusthan. Sokol kusilab ke subheccha janai. editing theke suru kore gaan, bhashya protyekti i khub ucchamaner.
Khub sundor
Apner gangulo khub bhalo lagche ,ami o Chinmoy der ganer fan chilam,kintu gan sekher sujog hayni,ami o
R,B,U er student,chilam,Apnader address a jogajog karte pari,jadi apnader gan soner souvagya kare den
Kobe shuntey paabo dada? Ei Borennyo Shilpir Akashvaanir kono interview ba stage performance er live Video thakley doya kore share korley Baadhito hobo.
ruclips.net/video/f1HzkiJFfNY/видео.html
Chinmoy Chatterjee r live performance
My favourite singer 🙏🙏
Sarbikbhabe emon sundar uposthapona bhaba jay na! Kritagyata janai!
মিস্টি গলার গায়ক
১০০ টি লাইক যদি দিতে পারতাম !
Ma er dui kaka..Haru kaka, Babu kaka..mane Chinmoy cchoto jon, enara Goa bagan badir shomporkito kaka, amra Charu Avenue tey thaktam,kajei onader baditey gecchi chotobela e. Ma khub dhorecchilo Babu kaka ke, amae gan shekatey, khub cchoto shat bocchorer boley bollen boddo cchoto. Er porey Rabi Tirtha tey bhorti holam, shei boyeshe,ebong roilam Suchitra Mitra 'r cchatri hoye ..tai thakbo ajibon.Kintu Babu dadu 'r ganer bishesh bhokto ami
Aro sunte chay aro jante chay
Rbindra sangeet sunlèi mahan silpir chorone matha noto hoye jay.
ওনার সাথে কতো সময় কাটিয়েছি, দাবা খেলেছি, উনি আদর করে আমাকে আলেখাইন চেস ক্লাবের মেম্বার করে দিয়েছিলেন নিজের টাকা দিয়ে। ছুটির দিন ডেকে নিতেন, কাটলেট, ফিস ফ্রাই খাওয়াতেন সঙ্গে চলতো দাবা খেলা । ওনার মূল্য বোঝার মত বয়স, তখন হয়নি। আজ এঐ বয়সে এসে, উপলব্ধি করতে পারছি সেই কস্তুরী সৌরভ, সঙ্গে অকাল হারানোর বেদনা। এসো এসো আমার ঘরে......
Ashim babu, nomoskar. Apnar songe kibhabe jogajog kora sombhob onugroho kore jodi janan.
@@hemantamukherjeehiscontemp5454 ভাই আমি ঠিক নিয়মিত ফেসবুক, ইত্যাদি নিয়ে বসি না, অথ্যাৎ হয়ে ওঠে না! আসলে আপনার অনুরোধ, লক্ষ করে ওঠা হয়নি আমার, তারজন্য ক্ষমা চাইছি। চিন্ময় দা কে নিয়ে, আপনার প্রচেষ্টা, সত্যি প্রশংসা যোগ্য। সত্যি কথা বলতে কি, ওনার মূল্য পরিশোধ যোগ্য নয়! না ছিল সে কালে, আর বর্তমানে তো নয়। আমি ওনার তুলনায় অতি ক্ষুদ্র, কিন্তু তবুও, আমার দ্বারা আপনাদের যদি কোন রকমের উপকার হয়, আমি তা আনন্দের সাথে করবো। আমার বাড়ি, ঠিক ওনার বাড়ি র উল্টো দিকে। PRAFULLA VILA, 15 RUSSA ROAD EAST 2nd Lane, Thana Charu Market, Kolkata 700 033.আমার ডাক নাম থাকো, এঐ নামেই ওনার বাড়িতে, আমি পরিচিত। ফোন/হোয়াটসঅ্যাপ 9051427681
In shamans the singer’s voice hardly can hear. More
Can hear the harmonium sound, it’s very annoying. I think you should take notice of that. Harmonium noise is loud could not stand that horrible sound. If I put the sound down then couldn’t hear the singing.
Achchha ei video te bola hoechhe je Chinmoy chatterjee film e obhinoy korechhen . Tar kichhu clip ki deowa jete pare ?
না। সেসব ফিল্ম আজ আর উদ্ধার করা সম্ভব নয়। প্রিন্ট নষ্ট হয়ে গেছে।
@@hemantamukherjeehiscontemp5454 ha thik
শুভশুভজিতের সাথে আলাপ করার ইচ্ছা ।আমি বাহাত্তর বছর বয়স্কা মহিলা ।
আগেকার কে এল সায়গল ও পঙ্কজ মল্লিক বাদ দিলে, চিন্ময় চট্টৌপাধ্যায় ছাড়া রবীন্দ্র সঙ্গীত বিশেষ শুনি না ।চিরন্তন চিন্ময় তো রোজ চণ্ডীপাঠের মত শুনতে ভালো লাগে ।
pramiter pata
Atulaniyo
Khub bhalo laglo.