আমি ইন্ডিয়া থেকে বলছি , ফরীদি সাহেবের অভিনয় দেখেছি, অসাধারণ একজন বড় শিল্পী, উনার অভাব সব সময় অনুভব করছি, উনি যেখানেই থাকুন শান্তিতে থাকুন ভালো থাকুন 🙏🙏RIP
আমি ইন্ডিয়া থেকে লিখছি. এই ব্যাক্তির নাটক দেখিনি সিনেমা দেখনি তবে দুটো টেলিভিশন ইন্টারভিউ দেখে এনার কথা শুনে এই ব্যাক্তির ভক্ত হয়েছি. সত্যি এমন সুন্দর রোমান্টিক মনের মানুষ পৃথিবীতে খুব কমই জন্মেছে. আজ উনি যেখানেই থাকুক ভগবান যেন ওনাকে শান্তিতে রাখে....
হুমায়ূন ফরিদি আমারই সমসাময়িক ছাত্র ছিল জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়ে। আমি ছিলাম বাংলায় আর সে ছিল অর্থনীতিতে। সে চলে গেলো আমার আগে , আমাকেও তো যেতে হবেই। আল্লাহ্ আমাদের সবাইকে মাফ করে দিন , আমীন , আমীন , ছুম্মা আমীন।
আজকের আগে কখনো তাকে নিয়ে আমি ভাবিনি কিন্তু আজ তার জীবনের গল্প শুনার পর তার প্রতি ভালোবাসা বেরে গেল...। ধন্যবাদ আপনাদের আমাদের জন্য এত সুন্দর এক জন সফল ব্যক্তির জীবন কাহিনী উপহার দেয়ার জন্য...।
এ পর্যন্ত অনেক অভিনেতা মারা গেছে কিন্তু তার মধ্যে হুমায়ুন স্যার মারা যাওয়াতে আমি খুবই কষ্ট পেয়েছিলাম।ওনার মাগফিরাত কামনা করছি।এমন অভিনেতা বাংলায় আর হবে না
এই সাংবাদিকদের এর কন্ঠে যতজন বিখ্যাত ব্যাক্তিত্বের জীবনী শুনেছি সবচেয়ে ভালো লেগেছে এই হুমায়ুন ফরিদীর জীবনী অনেক মিষ্টি আর চমৎকার কন্ঠে অসাধারণ প্রতি টি লাইন বলেছেন আমাদের কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদী সম্পর্কে। অনেক ভালো লাগলো আমার এই বায়োগ্রাফিটা তার চেয়ে অনেক ভালো লেগেছে এই লাইনগুলো : সূর্যের মতো একদিন হুমায়ুন ফরিদী ও আলো ছড়াবে তা ছিল সকলের জানা, ফরিদী আছেন পৃথিবীর সকল নাট্যঞ্চের ডেসিং রুমে, আছেন তিনি রুপালি পর্দার আড়ালে ও পরাণের থাকবেন তিনি অনন্তকাল ধরে, তিনি ঠাই নিয়েছিলেন কোটি ভক্তদের হৃদয়ে, তাদের মগজ এবং মননে,দেশের সিনেমা জগতে চলচ্চিত্র নাটকের ভোদ্দারা কেউ কেউ মনে করেন যে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে নিমাণের কারিশমা দিয়ে সেসময় যদি ফরদীকে পরিপূর্ণভাবে ব্যবহার করা যেতো তবে উপমহাদেশের শীর্ষ সারীর একজন অভিনেতা হিসেবে শুধু তার নামটাই সমজ্জ্বল হয়ে থাকতো এই লাইনগুলো সেই ছিল। আজ ২০২২ সালের ৮ ই নভেম্বর আমার প্রিয় কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদীর সম্পর্কে আমার এই মূল্যবান বক্তব্য লিখে কমেন্ট করে স্মৃতি রেখে গেলাম আমার জীবনে ইউটিউব হুমায়ুন ফরিদীর জীবনী মতো এইরকম আর কোন জীবনী এই চমৎকার কন্ঠে শুনেনি।👍👍👍👍
যখন ছোট বেলায় ওনার অভিনয় দেখতাম তখন ওনাকে খারাপ ভাবতাম,হয়তে ছোট বলে তখন বুঝিনি মানুষটি সমপর্কে কিন্তু যখন বুঝতে শিখেছি এবং মৃত্যুর পর সত্যি আমি ওনাকে ভীষণ মিস করি,সত্যিই অসাধারণ একটা মানুষ ছিলেন,, ভালোবাসা আজীবন থাকবে যতোদিন দেহে প্রাণ থাকবে,,ভালো থাকুক প্রিয় হুমায়ুন ফরিদী পরপারে,,,আপনার কথাগুলো আজীবন গেঁথে থাকবে,,,, ❤❤❤❤
তিনি সেরাদের সেরা! একাই ১০০। তাঁর প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গে,রক্ত কণিকায় অভিনয় প্রস্ফুটিত হতো! এমন অভিনেতা এদেশে দ্বিতীয় কেউ কোনকালেও হবেনা। আল্লাহ্,উনাকে জান্নাত নসীব করুন।
তিনি আমাকে নাটক দেখতে টেলিভিশনমুখী করেছিলেন, তিনি ই এই মানুষটি। সাধারণত আমার চোখে জ্বল আসে না কিন্তু এই মানুষটির মৃত্যুতে চোখের জ্বল ধরে রাখতে পারিনি। তার কথা ভাবলে আজ ও আমি অশ্রুশিক্ত হয়ে পড়ি। আল্লাহ তায়ালা পরপারে তাকে ভালো রাখুন,এই কামনা করি।
হুমায়ুন ফরিদী স্যারের দুর্ভাগ্য যে উনি বাংলাদেশে জম্ম নিয়েছিলেন, যদি আমেরিকা কিংবা ইউরোপের কোনো দেশে জম্মালে তার অস্কার পাওয়া অবধারিত ছিলো।এরকম অভিনেতা গ্রহে একবারই জম্ম নেয়, দ্বিতীয় বার না।
আমেরিকায় জন্ম নিয়ে টম ক্রুজ হলিউড সেরা অভিনেতা হয়েও অস্কার জিততে পারেননি। উনি বাংলাদেশে জন্ম নিয়েছিলেন বলে হুমায়ুন ফরিদী হতে পেরেছিলেন। আবদুর রাজ্জাক জন্ম নিয়েছিলেন ভারতে। কিন্তু তিনি নায়ক রাজ হয়েছিলেন বাংলাদেশের। অতএব উৎকট মন্তব্য থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ।
ভিলেনের মধ্যে হুমায়ুন ফরিদি, রাজিব এদের অভিনয় চমৎকার, অভিনয়ের মাঝে তারা রসিকতাও করে, এজন্য আরো ভাল লাগে। তারা না থাকলে ছায়াছবিগুলো এত সুন্দর হত না। হুমায়ুন ফরিদী প্রিয় একজন মানুষ, তার মত অভিনেতা এপর্যন্ত কেউ হতে পারেনি। তার সব ছবিই খুব ভাল লেগেছে, যেগুলো দেখেছি। এখন তার অভিনীত একটি গানই বার বার মনে পড়ে, সেটা হল ছায়াছবি- বিশ্ব প্রেমিক- তোমরা কাউকে বলনা, কাউকে বলনা, এইতো প্রথম একটি মেয়ে... .. । এত সুন্দর একটি গানে চমৎকার অভিনয় করেছেন তিনি। তার শূন্য জায়গাটা কেউ পূরন করতে পারবেনা। তিনি একাই ১০০ ছিলেন।
Please stop comparing Humayun Faridi with Rajib (With all due respect to him). Humayun Faridi was originated from Stage Drama. He was fairly acclaimed by the EDUCATED class for his versatility as a TV artist not a Movie star. All the movies he acted in were garbage. It is a matter of regret that not a single Director was born in Bangladesh to utilize his talent.
সাদাকালো বিটিভি তে ছোটবেলা তে যখন সংসপ্তক দেখতাম, যা ভয় পেতাম আর তখন ভিলেইন চরিত্র হুমায়ুন ফরিদি মানেই বলতাম, উনি ভালো নাহ্..দেখলে ভয় লাগে। (অবুঝ) অথচ, তিনি এখন ভালোবাসার একজন অভিনেতা। ফরিদি স্যারের কোন ভিডিও বা টক শো সামনে পরলে পুরো ভিডিওটাই দেখা হয়..💛 *চরিত্রকে অভিনয়ের দ্বারা সত্যিকারে ফুটিয়ে তোলায় দক্ষ একজন ব্যাক্তি।।*
হুমায়ুন ফরিদি অভিনীত বিশ্ব প্রেমিক ছবিটি আমার অনেক পছন্দের একটা ছবি ছিলো এবং সেখানে শেখার মতো কিছু অভিনয় ছিলো আমি নুসরাত দূর প্রবাস সৌদি আরব থেকে ধন্যবাদ
ওই ছবিতে হুমায়ুন ফরিদী তার মায়ের কথা মনে করে মেয়েদের তীর ফেলে দিতো ওই টার শিক্ষনীয় কথা বলেছেন অসম্ভব সুন্দর একটা ছবি চমৎকার অভিনয় করেছিলেন সাইকো প্রেমিক চরিত্রে অভিনয় করেছিলেন আমার অসাধারণ লেগেছিল ২০২৪ সালের ৯ ই অক্টোবর আপনার বক্তব্য শুনে কমেন্টের রিপ্লাই করে স্মৃতি রেখে গেলাম আর একজন হুমায়ুন ফরিদীর মতো বিস্ময়কর কিংবদন্তি অভিনেতা এই পৃথিবীতে আসবে না চ্যালেঞ্জ দিলাম। 👍👍👍👍
ওনেক সিনেমা দেখেছি খুব মজা লাগত সে সময়। কিছু দিন আগে উনার অভিনিত কোথাও কেউ নেই দেখেছি দুর্দান্ত অভিনয় আমাকে মুগ্ধ করেছে। উনার বিষয় যা লিখব কম লিখা হবে। আমার আব্বাও অভিনয় করতেন দেখতে অনেকটা উনার মতন
হুমায়ুন ফরিদী বাংলাদেশের একজন সেরা অভিনেতা, খলনায়ক এবং বাস্তব জীবনের সাথে মিলে যাওয়া এক অসাধারণ ব্যক্তিত্ব বা চরিত্র। যাকে কোনদিনই ভোলা যায়না।যিনি চলে গিয়ে অভিনয় এর জগতে সত্যিই এক শূন্যতা সৃষ্টি করে গেছেন।
হুমায়ুন ফরিদী স্যারের প্রথম প্রেমে পড়ার গল্প হুমায়ুন ফরিদী স্যার যখন প্রথম প্রেমে পরেন তখন তার বয়স ছিলো মাএ ১৪ বছর তিনি বয়েজ স্কুলে পড়া শোনা করতেন তার পাশেই ছিলো একটি গার্লস স্কুল ওই স্কুলের একজন ম্যেমকে তার খুব ভালো লাগে যার বয়স ছিলো ২৪ বছর তিনি তাকে ভিশন পচন্দ করতেন ধিরে ধিরে তিনি ওই ম্যেমের প্রেমে পরেযান এটাই ছিলো বিখ্যাত অভিনেতা হুমায়ুন ফরিদী স্যারের প্রথম প্রেমে পড়ার গল্প এরপর তিনি যখন অভিনয় জগতে আসেন তারপর ওনার বিয়ে সংসার জীবন এবং মিত্যুর কারণ আসলে হুমায়ুন ফরিদী স্যার সুবর্ণা মোস্তফা দুইজন ঐ নাটকে কাজ করতেন একসঙ্গে কাজ করতে করতে দুইজন একে অপরের প্রেমে পরে যান হুমায়ুন ফরিদী স্যার সুবর্না ম্যেমকে ভিশন ভালোবাসতেন কতটা যে ভালোবাসতেন সেটা বুঝানোর মতো ভাষা নেই কিছুদিন এভাবে ছলার পর তারা বিয়ের বন্দনে আব্ধহন এরপর এই গুনী অভিনেতার কাজে অনেকটা গেব হয় দশর্ক চায় তিনি চলচ্চিত্ররে কাজ করুক সুবর্না মোস্তফা চায় হুমায়ুন ফরিদী স্যার চলচ্চিত্ররে কাজ না করুক কিন্তু দর্শক তাকে এতটাই ভালোবাসে যে হুমায়ুন ফরিদী স্যার চলচ্চিত্র ছেড়ে থাকতে পারলেন না তিনি তার চলচ্চিত্র জীবনের অভিনয় শুরু করেন তারপর তিনি বেবেছেন আমাদের মাঝে এতদিনের ভালোবাসা তিনি এই ভাবনাটা মাথায় রেখে দর্শকের ভালোবাসা পাওয়ার জন্য যোগদেন চলচ্চিত্ররে দর্শক তাকে এতটাই ভালো বাশেন যে এই ভালোবাসার কারণে তিনি চলচ্চিত্ররে বেস্ত থাকতেন এই কারণে হইতো হুমায়ুন ফরিদী সুবর্নাকে ভালোবাসার পরিপুন্য মর্জাদা দিতে পারেননি এই কারণে সুবর্না যে হুমায়ুন ফরিদীকে ছেড়ে চলে যাবে এটা হুমায়ুন ফরিদী স্যার কখনো কল্পণাও করেননী এত অপুরন্ত ভালোবাসার পরেও যাকে ছেড়ে চলে গেছে তিনি আর কার আসায় বেছে থাকবেন এই বুকবড়া দুংখকষ্ট নিয়ে তিনি এই অপরুপ সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন না ফিরার দেশে দোয়া ও ভালোবাসা রইল স্যার আপনার জন্য
কমেন্ট কি করবো, চোখের পানিই তো সামলাতে পারছি না। হুমায়ুন ফরিদির প্রতিটি সিনেমা,নাটকই বুকে গেঁথে আছে। সিনেমা 'বাংলার বধু' থেকে নাটক 'সংশপ্তক' কিছুই ভুলিনি। তিনি নেই দেখে হলেও যাই না,টিভি সেটের সামনেও বসি না। আল্লাহ তাঁকে বেহেশত নসিব করুন। আর এমন চমৎকার একটা ভিডিও উপহার দেয়ার জন্যে আপনাকে/আপনাদের এক আকাশ শ্রদ্ধা ও ভালোবাসা।
আমি ইন্ডিয়া থেকে বলছি , ফরীদি সাহেবের অভিনয় দেখেছি, অসাধারণ একজন বড় শিল্পী, উনার অভাব সব সময় অনুভব করছি, উনি যেখানেই থাকুন শান্তিতে থাকুন ভালো থাকুন 🙏🙏RIP
আমি ইন্ডিয়া থেকে লিখছি. এই ব্যাক্তির নাটক দেখিনি সিনেমা দেখনি তবে দুটো টেলিভিশন ইন্টারভিউ দেখে এনার কথা শুনে এই ব্যাক্তির ভক্ত হয়েছি. সত্যি এমন সুন্দর রোমান্টিক মনের মানুষ পৃথিবীতে খুব কমই জন্মেছে. আজ উনি যেখানেই থাকুক ভগবান যেন ওনাকে শান্তিতে রাখে....
অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য
@@JibonerKotha to
হাই
Thanks
"""""L"lllllmop
হুমায়ূন ফরিদী স্যারের মত অভিনেতা বাংলাদেশের ইতিহাসে নেই 🇮🇳♥️
চিরন্তন সবুজ তাহার প্রথিভা।শ্রদ্ধা জানাই প্রিয় হুমায়ুন ফরিদি তোমা🌻🌻🌻
বাংলাদেশের একমাত্র অলরাউন্ডার অভিনেতা হুমায়ন ফরিদি।
Yes
অনেক অনেক ধন্যবাদ
আপনার মুল্যবান মতামতের জন্য এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই
সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
Right
Bangladesh ear muslim ra
Jannat pabe na
@@tele2vision352 আপনি জান্নাত দেওয়ার আর না দেওয়ার কে?
@@JibonerKotha f
আমার শ্রেষ্ঠ অভিনেতা!
হুমায়ূন ফরিদি আমারই সমসাময়িক ছাত্র ছিল জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়ে। আমি ছিলাম বাংলায় আর সে ছিল অর্থনীতিতে। সে চলে গেলো আমার আগে , আমাকেও তো যেতে হবেই। আল্লাহ্ আমাদের সবাইকে মাফ করে দিন , আমীন , আমীন , ছুম্মা আমীন।
Amin
কানকাটারমজান,এইডাইলগটি,আজিবন,রোয়েজাবে,আমাদের,সবার মাঝে।
Amin
মাফ হবে না জাহান্নামের খরি হবে
আপনার সাথে একমত।তিনি জাহাঙ্গীর নগর ভার্সিটির ছাত্র
আজকের আগে কখনো তাকে নিয়ে আমি ভাবিনি কিন্তু আজ তার জীবনের গল্প শুনার পর তার প্রতি ভালোবাসা বেরে গেল...।
ধন্যবাদ আপনাদের আমাদের জন্য এত সুন্দর এক জন সফল ব্যক্তির জীবন কাহিনী উপহার দেয়ার জন্য...।
হুমায়ুন ফরিদির জীবনী দিয়ে একটা সচ্ছ ও বাস্তবমুখি চলচ্চিত্র নির্মাণ করা বাংলাদেশ চলচ্চিত্র সংগঠনের উচিত ।
Right
rowshanara chowdhury অন্তত একটা শর্ট ফিল্ম করলে ভাল লাগবে
আপু আমিও আপনার সাথে একমত
Right
তার চরিত্রে কে অভিনয় করবে
আমি মাদারীপুর সন্তান আমি ও তার ভক্ত ছিলাম,
আল্লাহু তাকে জান্নাত বাসি করুক আমিন,,
এ পর্যন্ত অনেক অভিনেতা মারা গেছে কিন্তু তার মধ্যে হুমায়ুন স্যার মারা যাওয়াতে আমি খুবই কষ্ট পেয়েছিলাম।ওনার মাগফিরাত কামনা করছি।এমন অভিনেতা বাংলায় আর হবে না
হাজারো ভালবাসা হুমায়ুন ফরিদি স্যারকে♥
আমার একজন প্রিয় অভিনেতা ছিলেন।প্রিয় খেলা ক্রিকেট ছিল এবং প্রিয় ক্রিকেটার ছিলেন আমাদের শচীন। so love from India 🇮🇳
কমেন্ট করে লাভ কি। পরকালে যেন ভাল থাকে এই দোয়াই করি. তার মত ভিলেনের চরিত্র কেউ করতে পাবে না বর্তমানে।
Unpublished Video আমিও আপনার সাথে এক মত।
হিন্দু ধর্মের মানুষ
@@shrinalam4932 k
হুমায়ুন ফরীদি যদি, হলিউডের অভিনেতা হতেন, তাহলে অবশ্যই অস্কারজয়ী অভিনেতা হিসাবে ভূষিত হতেন।
Agree to mdmilon
অপ্রতিদ্বন্ধী অভিনেতা, সাদা মনের মানুষ ছিলেন হুমায়ন ফরিদী।
আমি নির্দিষ্টভাবে সহমত প্রকাশ করলাম।
@@nahidbadsha762 ভালোবাসা অবিরাম ভাই।
100% peten
শতাব্দীর শ্রেষ্ঠ অভিনেতা ছিলেন হুমায়ুন ফরিদী,
ভারত থেকে ❤
হুমায়ুন ফরীদি ও দিলদার ।
আপনি তাদের সম্পর্কে কি বুঝেন
একজন সফল মানুষ ।উনার অভিনয় ছিল অসাধারণ ।উনার মত অভিনেতা হয়ে আর কেউ আসবেন না ।
অনেক অনেক ধন্যবাদ
আপনার মুল্যবান মতামতের জন্য এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই
সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
Hmm
Nice
Agreed. He is the ONE. Legend.
এই সাংবাদিকদের এর কন্ঠে যতজন বিখ্যাত ব্যাক্তিত্বের জীবনী শুনেছি সবচেয়ে ভালো লেগেছে এই হুমায়ুন ফরিদীর জীবনী অনেক মিষ্টি আর চমৎকার কন্ঠে অসাধারণ প্রতি টি লাইন বলেছেন আমাদের কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদী সম্পর্কে। অনেক ভালো লাগলো আমার এই বায়োগ্রাফিটা তার চেয়ে অনেক ভালো লেগেছে এই লাইনগুলো : সূর্যের মতো একদিন হুমায়ুন ফরিদী ও আলো ছড়াবে তা ছিল সকলের জানা, ফরিদী আছেন পৃথিবীর সকল নাট্যঞ্চের ডেসিং রুমে, আছেন তিনি রুপালি পর্দার আড়ালে ও পরাণের থাকবেন তিনি অনন্তকাল ধরে, তিনি ঠাই নিয়েছিলেন কোটি ভক্তদের হৃদয়ে, তাদের মগজ এবং মননে,দেশের সিনেমা জগতে চলচ্চিত্র নাটকের ভোদ্দারা কেউ কেউ মনে করেন যে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে নিমাণের কারিশমা দিয়ে সেসময় যদি ফরদীকে পরিপূর্ণভাবে ব্যবহার করা যেতো তবে উপমহাদেশের শীর্ষ সারীর একজন অভিনেতা হিসেবে শুধু তার নামটাই সমজ্জ্বল হয়ে থাকতো এই লাইনগুলো সেই ছিল। আজ ২০২২ সালের ৮ ই নভেম্বর আমার প্রিয় কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদীর সম্পর্কে আমার এই মূল্যবান বক্তব্য লিখে কমেন্ট করে স্মৃতি রেখে গেলাম আমার জীবনে ইউটিউব হুমায়ুন ফরিদীর জীবনী মতো এইরকম আর কোন জীবনী এই চমৎকার কন্ঠে শুনেনি।👍👍👍👍
হুমায়ুন ফরদীর মতো অভিনেতা আর হবেনা
Right
Tamanna Tv good
Tamanna Tv xxxxx
Thanks
তুমি গেলেও তোমার মত আর কেউ তোমার মতো আসবে না
অসাধারণ ব্যক্তিত্ব ।
শ্রদ্ধা ও প্রণাম ওপার বাংলা থেকে 💐❤💐🙏
আফরান নিশোর গুরু হুমায়ন ফরীদি,আর দুজনই সবার পছন্দের মানুষ।
অনেক অনেক ধন্যবাদ
আপনার মুল্যবান মতামতের জন্য এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই
সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
Pagol chagol sob jaygay afran nisho🤣🤣🤣
Nice
Hmm amio ai dui joner onek fan
Afran nisho ❤️❤️❤️
যখন ছোট বেলায় ওনার অভিনয় দেখতাম তখন ওনাকে খারাপ ভাবতাম,হয়তে ছোট বলে তখন বুঝিনি মানুষটি সমপর্কে কিন্তু যখন বুঝতে শিখেছি এবং মৃত্যুর পর সত্যি আমি ওনাকে ভীষণ মিস করি,সত্যিই অসাধারণ একটা মানুষ ছিলেন,, ভালোবাসা আজীবন থাকবে যতোদিন দেহে প্রাণ থাকবে,,ভালো থাকুক প্রিয় হুমায়ুন ফরিদী পরপারে,,,আপনার কথাগুলো আজীবন গেঁথে থাকবে,,,, ❤❤❤❤
হুমায়ূন ফরিদী ছিলেন অসাধারণ একটি প্রতিভা বর্তমানে তার সমতুল্য কেউ নেই
Right
থ্যাংকস
আনেক ধন্যবাদ
কান কাঁটা রমজান তাঁর একটা সৃজনশীল পূর্ণ অভিনয়। আল্লাহ তাকে মাফ করুন। আমিন। এই রকম হাজারো কিংবদন্তি বাংলার মাটি থেকে চলে গেছে।
Amin
তিনি সেরাদের সেরা!
একাই ১০০।
তাঁর প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গে,রক্ত কণিকায় অভিনয় প্রস্ফুটিত হতো!
এমন অভিনেতা এদেশে দ্বিতীয় কেউ কোনকালেও হবেনা।
আল্লাহ্,উনাকে জান্নাত নসীব করুন।
তিনি আমাকে নাটক দেখতে টেলিভিশনমুখী করেছিলেন, তিনি ই এই মানুষটি। সাধারণত আমার চোখে জ্বল আসে না কিন্তু এই মানুষটির মৃত্যুতে চোখের জ্বল ধরে রাখতে পারিনি। তার কথা ভাবলে আজ ও আমি অশ্রুশিক্ত হয়ে পড়ি। আল্লাহ তায়ালা পরপারে তাকে ভালো রাখুন,এই কামনা করি।
হুমায়ুন ফরিদীর কিছু কথা এখনো সবাইর কলিজায় লাগে, 😍😍মিস করি স্যার আপনাকে
কিছুকিছু মানুষ হৃদয় যায়গা না দিলেও,
কাংক্ষিতো কি'বা অনাকাঙ্ক্ষিত ভাবে হৃদয়ে একটা জায়গা দখল করে নেয়।
হুমায়ূন ফরিদ বছ❤️❤️
হুমায়ূন ফরিদীর গ্রামের বাড়ি। গাজীপুর জেলার কালিগঞ্জ থানার তুমুলিয়া ইউনিয়ন এর ধরিয়া গ্রামে।
আমি গর্বিত সেই একি গ্রামে আমারও জন্ম
Ami onar bari ta chini
হুমায়ুন ফরিদী স্যারের দুর্ভাগ্য যে উনি বাংলাদেশে জম্ম নিয়েছিলেন, যদি আমেরিকা কিংবা ইউরোপের কোনো দেশে জম্মালে তার অস্কার পাওয়া অবধারিত ছিলো।এরকম অভিনেতা গ্রহে একবারই জম্ম নেয়, দ্বিতীয় বার না।
Right
আমেরিকায় জন্ম নিয়ে টম ক্রুজ হলিউড সেরা অভিনেতা হয়েও অস্কার জিততে পারেননি। উনি বাংলাদেশে জন্ম নিয়েছিলেন বলে হুমায়ুন ফরিদী হতে পেরেছিলেন। আবদুর রাজ্জাক জন্ম নিয়েছিলেন ভারতে। কিন্তু তিনি নায়ক রাজ হয়েছিলেন বাংলাদেশের। অতএব উৎকট মন্তব্য থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ।
@@mdmominulislam6553 কুলাঙ্গার ।।। কোন্ ধর্ম আপনাকে কোন লোক কে কুলাঙ্গার বলার অধিকার দিছে
হুমায়ূন স্যার আপনার প্রতি রইল হাজার সালাম।♥️ভালো থাকবেন অসীম মহাকাশের অন্তে 💕
অসাধারণ প্রতিভা, উনার অভাব অপূরনীয় মহান আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন
আমি ছোটবেলায় কান কাটা রমজান থেকেই হুমায়ূন ফরিদিকে চিনি। তিনি হচ্ছেন এই বাংলার লিজেন্ড।
Right
@@JibonerKotha background music sad them song name please
আল্লাহ তাকে মাফ করে দেন। তাকে বেহেশতে নসীব করুন। আমিন।।।।।
তাঁর অভিনয় গুলো অনেক চমৎকার...
আল্লাহ আপনি তাকে জান্নাত দান করুন
আমিন
Fine video
অাবেগ দিয়ে বলছেন মনে হচ্ছে সারা জীবন জান্নাতের কাজ করেছে।
ঠিক ভাই।
Amin
@@ten999official m
বাংলাদেশের একমাত্র অভিনেতা যার নাটক আমি দেখেছি এবং সেটা ভাল লাগার মত অতি সমৃদ্ধ।
হুমায়ুন ফরিদী আমার কাছে সবচেয়ে বড় অভিনেতা তার মতো অভিনেতা আর হবেনা
আমার প্রিয় অভিনেতা হুমায়ুন ফরিদ। আমি অনেক মিস করি ফরিদ ভাই কে।মহান আল্লাহ যেন হুমায়ুন ফরিদ ভাইকে জান্নাতবাসী করেন, আমিন।
বাংলাদেশর সর্বকালের সেরা অভিনেতা। তাঁর মতো অভিনেতা ১০০ বছরেও বাংলাদেশে আসবে না।
আসলেই আমরা ফরীদির চরম ভক্ত💜💜
ভিষণ গুনী একজন অভিনেতা।চমৎকার বাচনভঙ্গী উনার।অসাধারণ এক ব্যক্তিত্বের অধিকারী।উনার তুলনা উনি নিজেই।💜💜💜
হুমায়ন ফরিদী আর রাজিব সর্বকালের সর্বসেরা অভিনেতা...
অনেক অনেক ধন্যবাদ আপনার মুল্যবান মতামতের জন্য এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
আসলেই অসাধারণ সুন্দর অভিনেতা ছিলেন হুমায়ুন ভাই ।কান কাটা রমজান আমার মনে গেঁথে থাকবে সারাজীবন ।
অনেক মিস করি উনাকে, অনেক বরো মাপের অভিনেতা ছিলেন,
আমি ভারত থেকে লিখছি,, হুমায়ূন ফরিদী 🙏🙏
আল্লাহ্ আপনি ওনাকে বেহেস্থে নসিফ করুন???আমিন।।অনেক ভালো লাগছে ভাই ।।
Amin
Humayun was a outstanding actor in our country. No one can forget him. No body can compare with him.
অনেক ভালো অভিনেতা ছিলেন একজন ভালো মানুষ ছিলেন
অসাধারন এক অভিনেতা হুমায়ন ফরিদী
ভিলেনের মধ্যে হুমায়ুন ফরিদি, রাজিব এদের অভিনয় চমৎকার, অভিনয়ের মাঝে তারা রসিকতাও করে, এজন্য আরো ভাল লাগে। তারা না থাকলে ছায়াছবিগুলো এত সুন্দর হত না।
হুমায়ুন ফরিদী প্রিয় একজন মানুষ, তার মত অভিনেতা এপর্যন্ত কেউ হতে পারেনি। তার সব ছবিই খুব ভাল লেগেছে, যেগুলো দেখেছি। এখন তার অভিনীত একটি গানই বার বার মনে পড়ে, সেটা হল ছায়াছবি- বিশ্ব প্রেমিক- তোমরা কাউকে বলনা, কাউকে বলনা, এইতো প্রথম একটি মেয়ে... .. ।
এত সুন্দর একটি গানে চমৎকার অভিনয় করেছেন তিনি।
তার শূন্য জায়গাটা কেউ পূরন করতে পারবেনা। তিনি একাই ১০০ ছিলেন।
অনেক অনেক ধন্যবাদ
আপনার মুল্যবান মতামতের জন্য এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই
সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
Please stop comparing Humayun Faridi with Rajib (With all due respect to him). Humayun Faridi was originated from Stage Drama. He was fairly acclaimed by the EDUCATED class for his versatility as a TV artist not a Movie star. All the movies he acted in were garbage. It is a matter of regret that not a single Director was born in Bangladesh to utilize his talent.
right
উপস্থাপনা করাটা খুব সুন্দর হয়েছে।
অনেক শক্তি মান অভিনেতা ইতিহাস হয়ে থাকবেন
চমৎকার লাগলো
আমার পছন্দের একজন ভিলেন,,, হুমায়ুন ফরিদী,,, রাজিব,,,,, এটিএম শামসুজ্জামান,,,, আল্লাহ তাদেরকে দুনিয়ার সমস্ত গুনা খাতা মাফ করবে দিন,,, আমিন,,, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক,,,,,,,,,,আমিন,,,,,,,,,, আমিন,,,,,।।।
ভালো লাগার,ভালো অভিনয়ের অপর নাম হুমায়ূন ফরিদি।
এ দেশের একমাত্র অভিনেতাদের অভিনেতা হুমায়ূন ফরিদী
সত্যি খুব মিস করছি হুমায়ূন স্যার কে সে সত্যি অসাধারণ একটি মানুষ
হুমায়ুন ফরীদির অভিনয় খুব ভালো লাগে
সাদাকালো বিটিভি তে ছোটবেলা তে যখন সংসপ্তক দেখতাম, যা ভয় পেতাম আর তখন ভিলেইন চরিত্র হুমায়ুন ফরিদি মানেই বলতাম, উনি ভালো নাহ্..দেখলে ভয় লাগে। (অবুঝ)
অথচ, তিনি এখন ভালোবাসার একজন অভিনেতা। ফরিদি স্যারের কোন ভিডিও বা টক শো সামনে পরলে পুরো ভিডিওটাই দেখা হয়..💛
*চরিত্রকে অভিনয়ের দ্বারা সত্যিকারে ফুটিয়ে তোলায় দক্ষ একজন ব্যাক্তি।।*
ভীষণ ভাবে মিস করি Sir কে।
😭😭😭😭
হুমায়ুন ফরিদি অভিনীত বিশ্ব প্রেমিক ছবিটি আমার অনেক পছন্দের একটা ছবি ছিলো এবং সেখানে শেখার মতো কিছু অভিনয় ছিলো আমি নুসরাত দূর প্রবাস সৌদি আরব থেকে ধন্যবাদ
ওই ছবিতে হুমায়ুন ফরিদী তার মায়ের কথা মনে করে মেয়েদের তীর ফেলে দিতো ওই টার শিক্ষনীয় কথা বলেছেন অসম্ভব সুন্দর একটা ছবি চমৎকার অভিনয় করেছিলেন সাইকো প্রেমিক চরিত্রে অভিনয় করেছিলেন আমার অসাধারণ লেগেছিল ২০২৪ সালের ৯ ই অক্টোবর আপনার বক্তব্য শুনে কমেন্টের রিপ্লাই করে স্মৃতি রেখে গেলাম আর একজন হুমায়ুন ফরিদীর মতো বিস্ময়কর কিংবদন্তি অভিনেতা এই পৃথিবীতে আসবে না চ্যালেঞ্জ দিলাম। 👍👍👍👍
তাকে টিভি তে দেখে ছোট থেকে খারাপ ভাবতাম ..... কিন্তু তিনি ভাল ব্যক্তি ছিলেন
আসলেই অসাধারন একজন মানুষ বাংলাদেশের শিল্পী হুমায়ুন ফরিদি। 🇧🇩
ওনেক সিনেমা দেখেছি খুব মজা লাগত সে সময়। কিছু দিন আগে উনার অভিনিত কোথাও কেউ নেই দেখেছি দুর্দান্ত অভিনয় আমাকে মুগ্ধ করেছে। উনার বিষয় যা লিখব কম লিখা হবে। আমার আব্বাও অভিনয় করতেন দেখতে অনেকটা উনার মতন
চুখে পানি এনে দিলি ভাই, ভালো থাকুন ওপারে 🤲🤲
সত্যিই ..কিংবদন্তী..এমন অভিনয়..ক্ষমতা..উনি বড় তাড়াতাড়ি চলে গেলেন 🙏
হুমায়ূন ফরীদি আমার খুবই প্রিয় একটা অভিনেতা❤
আমার একজন প্রিয় অভিনেতা,অনেক শক্তিমান অভিনেতা ছিলেন।।
অনেক অনেক ধন্যবাদ
আপনার মুল্যবান মতামতের জন্য এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই
সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
হুমায়ুন স্যারের জন্য রইল অনেক অনেক দোয়া। আল্লাহ যেন তাকে জান্নাত বাসী করে। আমিন
খুব সুন্দর লাগলো ধন্যবাদ
হুমায়ূন ফরিদীর ত্যাগ সিনেমার ভিলেনের চরিত্রটি আজীবন মনে থাকবে আমার 💕 ওনার আত্মার শান্তি কামনা করি ও শ্রদ্ধা জানাই।
হুমায়ুন ফরীদির অবিনয় অসাধারণ,এক কথায় বাংলাদেশের অল রাউন্ডার,
তিনি মুক্তিযুদ্বা ছিলেন আজ জানলাম, তিনি কিছু সিনেমাতে বাংলার বিরোধী ছিলেন , সেলুট তাকে
আমার প্রিয় একজন অভিনেতা হুমায়ুন স্যার
আপনার কথা গুলি শুনে খুব কষ্ট লাগতাছে ভাই।সত্যিই অনেক ভালো একজন মানুষ ছিলেন।এই তথ্য গুলা তুলে ধরার জন্য ধন্যবাদ।
অসম্ভব রকমের ভাল একজন মানুষ আমার বস
আমার প্রিয় অভিনেতা, আল্লাহ তাকে বেহেশত এর উচ্চ মকাম দান করুন।আমিন
আমি অনেক মিছ করি,হুমায়ুন ফরিদি স্যার কে,তিনি আমি জতোদিন বেচে থাকবো তিনি আমার রিদয়ের মাজে থাকবে,চির কাল
অনেক মিছ করি
বাংলাদেশের নাম্বার ওয়ান ভিলেন ছিলেন তিনি...
ফরিদি স্যারের মুভি দেখলে,, আমার সবসময় ভয় কাজ করত,,কোন সময় নাজানি কি করে বসেন,,
হুমায়ুন ফরিদী বাংলাদেশের একজন সেরা অভিনেতা, খলনায়ক এবং বাস্তব জীবনের সাথে মিলে যাওয়া এক অসাধারণ ব্যক্তিত্ব বা চরিত্র। যাকে কোনদিনই ভোলা যায়না।যিনি চলে গিয়ে অভিনয় এর জগতে সত্যিই এক শূন্যতা সৃষ্টি করে গেছেন।
He was the greatest actor of indian sub-continent. Really I miss him so much
Thanks for your valuable comment
বাংলাদেশের সত্যি কারের লিজেন্ড হুমায়ুন ফরিদী। আল্লাহ উনাকে জান্নাত বাসী করুক।
আপনাকে অনেক ধন্যবাদ অজানা গল্প দর্শকদের জানানোর জন্য
অনেক অনেক ধন্যবাদ
আপনার মুল্যবান মতামতের জন্য এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই
সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
@@JibonerKotha they were I
বাংলার সেরা খলনায়ক হুমায়ুন ফরীদি যেই ছবিটা দেখেছি সবগুলাই ভালো লেগেছে।
কিছু গুনি মানুষ চলে গেলেই,সবাই মিস করে..
আপনি আপনার কর্মের মধ্যে বেশি থাকবেন স্যার❤ আমি মনে করি আপনি অভিনয়ের গুরু❤ ওপারে ভালো থাকবেন😢😢
তার অভিনয় অসাধারণ হুমায়ুন ফরিদি মতো আর অভিনেতা জন্ম হবেনা।
Right
হুমায়ুন ফরিদী স্যারের প্রথম প্রেমে পড়ার গল্প হুমায়ুন ফরিদী স্যার যখন প্রথম প্রেমে পরেন তখন তার বয়স ছিলো মাএ ১৪ বছর তিনি বয়েজ স্কুলে পড়া শোনা করতেন তার পাশেই ছিলো একটি গার্লস স্কুল ওই স্কুলের একজন ম্যেমকে তার খুব ভালো লাগে যার বয়স ছিলো ২৪ বছর তিনি তাকে ভিশন পচন্দ করতেন ধিরে ধিরে তিনি ওই ম্যেমের প্রেমে পরেযান এটাই ছিলো বিখ্যাত অভিনেতা হুমায়ুন ফরিদী স্যারের প্রথম প্রেমে পড়ার গল্প এরপর তিনি যখন অভিনয় জগতে আসেন তারপর ওনার বিয়ে সংসার জীবন এবং মিত্যুর কারণ আসলে হুমায়ুন ফরিদী স্যার সুবর্ণা মোস্তফা দুইজন ঐ নাটকে কাজ করতেন একসঙ্গে কাজ করতে করতে দুইজন একে অপরের প্রেমে পরে যান হুমায়ুন ফরিদী স্যার সুবর্না ম্যেমকে ভিশন ভালোবাসতেন কতটা যে ভালোবাসতেন সেটা বুঝানোর মতো ভাষা নেই কিছুদিন এভাবে ছলার পর তারা বিয়ের বন্দনে আব্ধহন এরপর এই গুনী অভিনেতার কাজে অনেকটা গেব হয় দশর্ক চায় তিনি চলচ্চিত্ররে কাজ করুক সুবর্না মোস্তফা চায় হুমায়ুন ফরিদী স্যার চলচ্চিত্ররে কাজ না করুক কিন্তু দর্শক তাকে এতটাই ভালোবাসে যে হুমায়ুন ফরিদী স্যার চলচ্চিত্র ছেড়ে থাকতে পারলেন না তিনি তার চলচ্চিত্র জীবনের অভিনয় শুরু করেন তারপর তিনি বেবেছেন আমাদের মাঝে এতদিনের ভালোবাসা তিনি এই ভাবনাটা মাথায় রেখে দর্শকের ভালোবাসা পাওয়ার জন্য যোগদেন চলচ্চিত্ররে দর্শক তাকে এতটাই ভালো বাশেন যে এই ভালোবাসার কারণে তিনি চলচ্চিত্ররে বেস্ত থাকতেন এই কারণে হইতো হুমায়ুন ফরিদী সুবর্নাকে ভালোবাসার পরিপুন্য মর্জাদা দিতে পারেননি এই কারণে সুবর্না যে হুমায়ুন ফরিদীকে ছেড়ে চলে যাবে এটা হুমায়ুন ফরিদী স্যার কখনো কল্পণাও করেননী এত অপুরন্ত ভালোবাসার পরেও যাকে ছেড়ে চলে গেছে তিনি আর কার আসায় বেছে থাকবেন এই বুকবড়া দুংখকষ্ট নিয়ে তিনি এই অপরুপ সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন না ফিরার দেশে দোয়া ও ভালোবাসা রইল স্যার আপনার জন্য
Replacement is not possible anyhow....!!! Respect to Humagun Faridi Sir ❤
yes
Ridoy0172 79 13497
.
@@JibonerKotha
Bangladeshi
@@JibonerKotha background music sad song name please
সত্যি উনি খুবি টেলেন্ট ছিল খুবই ভালো অভিনয় করেছেন উনাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন আমীন
তাকে খুব বেশি আছে সমসপ্তক নাটকের সেই কান কাটা রমজান,,,,,,,,,,,,,,,,,
শ্রেষ্ঠ অভিনয় ও শ্রেষ্ঠ ডায়লগ " বন্ধু বেঈমান " সিনেমা।
হুমায়ূন ফরিদী অনেক ভালো এবং বড় মনের মানুষ ছিলেন সবাই কে এক দিন চলে জেতে হবে দোয়া করি মহান আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন
অনেক অনেক ধন্যবাদ আপনার মুল্যবান মতামতের জন্য
কমেন্ট কি করবো, চোখের পানিই তো সামলাতে পারছি না। হুমায়ুন ফরিদির প্রতিটি সিনেমা,নাটকই বুকে গেঁথে আছে। সিনেমা 'বাংলার বধু' থেকে নাটক 'সংশপ্তক' কিছুই ভুলিনি। তিনি নেই দেখে হলেও যাই না,টিভি সেটের সামনেও বসি না। আল্লাহ তাঁকে বেহেশত নসিব করুন।
আর এমন চমৎকার একটা ভিডিও উপহার দেয়ার জন্যে আপনাকে/আপনাদের এক আকাশ শ্রদ্ধা ও ভালোবাসা।
শৈশবের সবচেয়ে ও এখনো প্রিয় ব্যক্তি এই মহান লোকটি।যার অভিনয়ে শৈশব কাটছে আমার ও আমার বন্ধু নাঈম এর।শ্রদ্ধ আর ভালোবাসা গুরু জন্য 💞💞
অনেক অনেক ধন্যবাদ আপনার মুল্যবান মতামতের জন্য এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
শেষ কথাটাই সত্যি।। কাউকে ঠকালে তাকেও সেই পরিস্থিতির মুখোমুখি হতে হয়।।কাউকে ঠকিয়ে কখনো সুখী হওয়া যায় না।।
আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন
আমিন