Kulaura City Tour || কুলাউড়া উপজেলা শহর || Kulaura Moulvibazar

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025
  • কুলাউড়া মৌলভীবাজার জেলার একটি উপজেলা।
    কুলাউড়া উপজেলার উত্তরে ফেঞ্চুগঞ্জ ও জুড়ি উপজেলা, দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য, পূর্বে আসাম,পশ্চিমে রাজনগর উপজেলা। কুলাউড়ার ভূমি পাহাড়, টিলা সমতল ও জলাভূমির সমন্বয়ে গঠিত। এখানকার পাহাড়গুলো বনজ সম্পদে ভরপুর। টিলায় রয়েছে চা বাগান। বাংলাদেশের মোট ১৫৩টি চা বাগানের মধ্যে এ উপজেলা ২০ টি চা বাগান রয়েছে। সমতল ভূমিতে ধান ছাড়াও বিভিন্ন্ খাদ্যশস্য উৎপাদিত হয় এবং জলাভূমিতে প্রচুর মাছ উৎপাদিত হয়। এ উপজেলায় বাংলাদেশের বৃহত্তম হাকালুকি হাওর এর উল্লেখযোগ্য অংশ রয়েছে। এছাড়াও লংলিয়া, গোয়ালজোর ইত্যাদি উল্লেখযোগ্য হাওর। মনু সবচেয়ে বড় ও প্রধান নদী। হাওর আর নদী ছাড়া এই অঞ্চলের বেশিরভাগ স্থানই সমতল।
    নামকরণের ইতিহাস:-
    শাহা হেলিম উদ্দিন কোরেশী নামক গ্রন্থ থেকে জানা যায়, মোঘল সুবাদার এর কাছ থেকে দেওয়ানী পাওয়ার পর, মনসুর গ্রামের প্রখ্যাত দেওয়ান মামন্দ মনসুরের পিতামহ মামন্দ মনোহরের ভ্রাতা ''মামন্তদ কুলাঅর'' কুমার থাকা অবস্থায় মৃত্যু বরণ করেন। তাঁর মৃত্যুর পর মামন্দ মনোহর ভ্রাতার স্মৃতি রক্ষার্থে নিজ জমিদারির পূর্বাংশে একটি বাজার প্রতিষ্ঠা করে নাম রাখেন ''কুলঅরার বাজার’’। কালক্রমে ‍‍"কুলঅরার বাজার'' থেকে পরিবর্তন হয়ে ''কুলাউড়া'' হয়ে যায়। তাছাড়া কুলাউড়া নামকরণের আর অনেক প্রচলিত জনশ্রুতি রয়েছে।
    উপজেলার প্রখ্যাত ব্যক্তিত্বঃ
    নবাব আলী আমজাদ খান - বৃহত্তর সিলেটের অন্যতম প্রতাপশালী জমিদার।
    নবাব আলী আব্বাছ খান - রাজনীতিবিদ এবং নবাব পরিবারের সদস্য।
    সুলতান মোহাম্মদ মনসুর - রাজনীতিবিদ।
    আবেদ চৌধুরী -পৃথিবী বিখ্যাত জিনবিজ্ঞানী।
    কুলাউড়া উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন রয়েছে।
    ইউনিয়নসমূহ:
    ১নং বরমচাল
    ২নং ভূকশিমইল
    ৩নং ভাটেরা
    ৪নং জয়চণ্ডী
    ৫নং ব্রাহ্মণবাজার
    ৬নং কাদিপুর
    ৭নং কুলাউড়া
    ৮নং রাউৎগাঁও
    ৯নং টিলাগাঁও
    ১০নং হাজীপুর
    ১১নং শরীফপুর
    ১২নং পৃথিমপাশা
    ১৩নং কর্মধা।
    এছাড়া আয়তনের দিক দিয়ে কুলাউড়া উপজেলা মৌলভীবাজার জেলার সবচেয়ে বড় উপজেলা।
    আপনাদের ভালোবাসা আর আমার চেষ্টামাত্র (Imdad Sylhet Subscribe) করে পাশে থাকবেন।
    আমার ইউটিউব চ্যানেলটি এগিয়ে যেতে আপনার সহযোগিতা প্রয়োজন, তাই অবশ্যই আপনার মতামত জানাতে এবং লাইক দিতে ভুলবেন না, এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন।
    -------ধন্যবাদ আপনাকে------
    Please Like Share & Subscribe
    Hi guys. I am a new content creator of youtube. So every Sylheti people stay with me & Subscribe to My channel Imdad Sylhet. I hope you have Subscribed to my channel and See you again. Inn Shaa Allah One Day I Will Achieve (100k Subscriber )
    Thank You.
    ---------------------------------------
    ANTI-PIRACY WARNING
    ---------------------------------------
    This video Copyright is reserved for Imdad Sylhet. Any unauthorized re-production or re-upload is strictly prohibited of this video. Those who re-upload the video will be sent a copyright strike.
    ˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍ
    Channel Tags:
    imdad sylhet,#কুলাউড়া, #Kulaura, imdad lifestyle, sylheti lifestyle, sylheti vlog, beautiful sylhet, sylheti blogger, emdad sylhet,sylhet_imdad, kulaura upazila,beautiful_place in sylhet,sylheti_biker, new sylheti natok,clean_sylhet video 2020, sylhet city 2020, sylhet division all upazila, natural beauty of sylhet,Kulaura City,kulaura,Kulaura Vlog,moulvibazar kulaura,kulaura,কুলাউড়া উপজেলা,কুলাউড়া খবর,kulaura news,kulaura tv,kulaura railway station,ইমদাদ সিলেট.

Комментарии • 124