মাথায় কত প্রশ্ন আসে | Find Out the Truth Behind Your Curiosity! | Melody Motion
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- "মাথায় কত প্রশ্ন আসে? Find Out the Truth Behind Your Curiosity!" This video dives deep into why so many questions pop into our minds, exploring the science behind overthinking, curiosity, and creativity. Learn how these thoughts shape our decisions, relationships, and productivity. Whether you’re a thinker, dreamer, or problem-solver, this video has something insightful for everyone. Stay tuned as we uncover fascinating psychological facts and practical ways to manage your thoughts effectively. Don’t miss out on this mind-expanding journey!
মাথায় কত প্রশ্ন আসে
মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার -
সবাই বলে, “মিথ্যে বাজে বকিস নে আর খবরদার!”
অমন ধারা ধমক দিলে কেমন করে শিখব সব?
মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার -
সবাই বলে, “মিথ্যে বাজে বকিস নে আর খবরদার!”
অমন ধারা ধমক দিলে কেমন করে শিখব সব?
বলবে সবাই “মুখ্য ছেলে”, বলবে আমায় “গো গর্দভ!”
মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার -
সবাই বলে, “মিথ্যে বাজে বকিস নে আর খবরদার!”
অমন ধারা ধমক দিলে কেমন করে শিখব সব?
কেউ কি জানে দিনের বেলায় কোথায় পালায় ঘুমের ঘোর?
বর্ষা হলেই ব্যাঙের গলায় কোত্থেকে হয় এমন জোর?
কেউ কি জানে দিনের বেলায় কোথায় পালায় ঘুমের ঘোর?
বর্ষা হলেই ব্যাঙের গলায় কোত্থেকে হয় এমন জোর?
মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার -
সবাই বলে, “মিথ্যে বাজে বকিস নে আর খবরদার!”
অমন ধারা ধমক দিলে কেমন করে শিখব সব?
গাধার কেন শিং থাকে না, হাতির কেন পালক নেই?
গরম তেলে ফোড়ন দিলে লাফায় কেন তা ধেই ধেই/
সোডার বোতল খুললে কেন ফসফসিয়ে রাগ করে?
কেমন করে রাখবে টিকি মাথার যাদের টাক পড়ে?
মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার -
সবাই বলে, “মিথ্যে বাজে বকিস নে আর খবরদার!”
অমন ধারা ধমক দিলে কেমন করে শিখব সব?
ভূত যদি না থাকবে তবে কোত্থেকে হয় ভূতের ভয়?
মাথায় যাদের গোল বেঁধেছে তাদের কেন “পাগোল” কয়?
কতই ভাবি এসব কথার জবাব দেবার মানুষ কই?
বয়স হলে কেতাব খুলে জানতে পাব সমস্তই।
মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার -
সবাই বলে, “মিথ্যে বাজে বকিস নে আর খবরদার!”
অমন ধারা ধমক দিলে কেমন করে শিখব সব?
মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার -
সবাই বলে, “মিথ্যে বাজে বকিস নে আর খবরদার!”
অমন ধারা ধমক দিলে কেমন করে শিখব সব?
বলেব সবাই “মুখ্য ছেলে”, বলবে আমায় “গো গর্দভ!”
আসলে কারা “গো গর্দভ!”
#মাথায়_কত_প্রশ্ন_আসে #MindCuriosity #OverthinkingScience #BrainFacts #PsychologyInsights #ThoughtsExplained #SelfAwarenessJourney #MindfulnessTips #LifeQuestions #ExploreYourMind
Copyright Disclaimer
This video may contain copyrighted material, including music, images, and/or video clips, which are used under the fair use doctrine for educational, commentary, or entertainment purposes. All rights to the original content are owned by their respective copyright holders. If you are the copyright owner of any content featured in this video and wish to have it removed, please contact us, and we will promptly address your concerns.
🎉🎉🎉 আসাধারণ 🎉🎉🎉 আমারো অনেক প্রশ্ন মাথায় ঘুরপাক খায় 🎉🎉🎉 খুব ভালো লাগলো
Thanks