খুব সুন্দর ভাবে বুঝিয়ে দেওয়া জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। আমার কম্প্রোসারে এই এই সমস্যা হয়েছিল, আমার থেকে ৪ হাজার টাকা নিয়ে কোন সমস্যার সমাধান দিতে পারেনি। আপনার ভিডিও টা দেখে বুঝতে পেরেছি আসল সমস্যা কোথায় হয়েছ। আপনাকে আবারো ধন্যবাদ জানাচ্ছি।
মাশাআল্লাহ, আপনি লেবানন থেকে আমার ভিডিও দেখেন এটা জেনে খুবই খুশি হলাম। ভিডিওটি সহজে বুঝতে পেরেছেন জেনে খুশি হলাম। এতদূরে থেকেও কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রবাসীরা আমাদের দেশের মূল চালিকাশক্তি, আপনাদের জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ ভাই, ভিডিও পছন্দ করেছেন জেনে খুশি হলাম। আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে, যা একদম প্র্যাকটিক্যাল দেখানো হয়েছে। ফ্যাক্টরিতে কাজ করতে গিয়ে আমরা যেসব সমস্যায় প্রতিনিয়ত পড়ি এবং যেভাবে সমাধান করি তা দেখতে পাবেন, একদম রিয়েল এই অভিজ্ঞতাগুলো আশা করছি আপনাদের উপকারে আসবে।
প্রিয় দর্শক ইন্ডিয়া থেকে দেখছেন জেনে খুশি হলাম, দেশের বাইরের দর্শকদের জন্য একটু বেশিই ভালোবাসা রইলো। কম্প্রেসার বিভিন্ন রকমের হতে পারে তবে বেসিক অপারেশন প্রায় একই। ধন্যবাদ দেশের বাইরে থেকে দেখছেন এটা জানানোর জন্য।
কয়েকটি কারণে এ সমস্যা হতে পারে, এয়ার ফিল্টার যদি ব্লক বা জ্যাম থাকে, নন রিটার্ন ভাল্বের স্প্রিং যদি হার্ড থাকে, অথবা সিল যদি আটকে যায়, পিস্টন হেডের যদি কার্যক্ষমতা কমে যায় অর্থাৎ অনেক পুরাতন হলে বাতাসটা টানার ক্ষমতা কমে যায়, অথবা যদি বাতাস লিক করে, এ বিষয়গুলো চেক করুন। সমাধান না হলে আবারো কমেন্ট করুন বিস্তারিত বলুন।
হাওয়া মেশিন নিয়ে বড় ঝামেলায় আছি। হাওয়া কমে গেছে। বার বার মিস্তিরির নিকট নিয়েও সুফল পাচ্ছি না। ক্যাপাসিটারের কাজ কি? আপনার ভিডিও টি দেখে নিজেই মেরামত করবো।
১ মাস পর পর কম্প্রেসর অয়েল পরিবর্তন করে ফেলা উত্তম। এয়ার ফিল্টার সপ্তাহে একদিন পরিস্কার করা প্রয়োজন। তিন মাস পর পর এয়ার ফিল্টার পরিবর্তন করে ফেলা উত্তম। এবং প্রতিদিন ট্যাংক এর পানি ড্রেইন করা জরুরী। যত পরিচ্ছন্ন রাখবেন তত কম্প্রেসার ভালো থাকবে। ধন্যবাদ।
আস্লামালাইকুম ভাই এয়ার কম্প্রেসার এর যেই সাইট দিয়ে বাতাসটা ডেলিভারি হয় সেইখান দিয়ে মনে হয় বাতাস লীগ করছে মেইল চাবি লক করা থাকলে বাতাস আর বের হয়না মিটারে বোঝা যায় এখন আমি কি করলে এই বাতাস টি অযাথা বের হওয়া থেকে বন্ধ করতে পারি একটু পরামর্শ দিলে উপকৃত হতাম
ওয়ালাইকুম সালাম প্রিয় দর্শক, বাতাস ডেলিভারি সাইডের মেইন ভাল্বের অর্থাৎ চাবির পরে যেই নিপল আছে, যেখানে পাইপ কানেকশন হয়েছে, সেটা পাল্টে দিন। না বুঝলে আবার মন্তব্য করুন। ধন্যবাদ।
আমি একটি 1000 লিটার ৮ বারের কম্প্রেসার নিয়ে অনেক ঝামেলায় আছি আপনাকে অনেকবার whatsapp-এ নক দিয়েছিলাম কিন্তু আপনার কোন রেসপন্স পেলাম না। আমার কম্প্রেসার টা হাওয়া বেশি গরম হয়ে যায় এটা আট কেজি সেট করা আছে কিন্তু 1 কেজি কমলেই অটো চালু হয়ে যায় আর টাইম বেশি গরম হয়ে যায় মোটরটা উপজেল গরম হয় এখন আমি কি করতে পারি
প্রেসার সুইচের স্টার্ট- স্টপ সেটিং ডিফারেন্স কম থাকায় ঘন ঘন চালু বন্ধ হচ্ছে। এজন্য মোটর এবং বাতাস গরম বেশি হচ্ছে। প্রেসার সুইচের স্টার্ট সেটিং 5 bar এ দিন, আর স্টপ 8 bar এ দিন
@@creativeengineeringofficial ভাইয়া সেটা তো বুঝতে পারছি না।।।শুধু আপনাকে এটুকু বলতে পারি যে, মেশিন চলছে,মিটার ঘুরছে না।হাওয়াও হচ্ছে না।। প্রথম যখন চালাইছি তখন ঠিক ছিলো কিন্তু পরে আর হচ্ছে না
ভাই, বেল্ট হয়তো লুজ রয়েছে এবং স্লিপ করছে এজন্যে অতিরিক্ত গরম হয়ে পুড়ে যাচ্ছে। অথবা কম্প্রেসর হেড এবং পুলি অতিরিক্ত গরম হচ্ছে এ কারণে বেল্ট পুড়ে যাচ্ছে। আরো কিছু কারণ থাকতে পারে।
@creativeengineeringofficial বেল্ট লুজ হয়নি, এটা কি মোটরের পুলির ক্ষয় হয়ে যাওয়ার কারণে হতে পারে? মটর গরম হয়ে যাচ্ছে, কিন্তু তুলনামূলকভাবে মটরের শ্যাফট ও পুলি গরম বেশি হচ্ছে। মটর ২ হর্সপাওয়ার কারেন্ট কনজিউম করছে ৮.২৩ এম্পিয়ার।
আসসালামুয়ালাইকুম ভাইজান, আমার কম্প্রেসারের ৪ কেজি পর্যন্ত প্রেসার ঠিকঠাক ভাবেই উঠে ৪ কেজি হওয়ার পর আর উঠে না মেশিন ঠিকই চলে কিন্তু প্রেসার উঠে না । এর কারন কি হতে পারে প্লিজ জানাবেন!!
নন রিটার্ন ভাল্ব এর স্প্রিং ও সিল টি বের করে চালু দিয়ে দেখুন। যদি সমাধান হয় তাহলে এটি পাল্টে ফেলুন। আর যদি না হয়, তাহলে কম্প্রেসর হেড সার্ভিসিং করান।
খরচ নির্ভর করবে আপনার কম্প্রেসর এর সাইজের উপরে। এবং যারা কম্প্রেসার হেড সার্ভিসিং করে, ইঞ্জিনের কাজ করে এরকম জায়গায় কাজ করাতে হবে। যেকোনো ওয়ার্কশপে এটার কাজ করতে পারবেনা।
সম্ভবত কম্প্রেসার এর অয়েল শুকিয়ে গিয়েছিল। বিয়ারিং ও নষ্ট হতে পারে অথবা ওয়েল শুকিয়ে যাওয়ার কারণে কানেক্টিং রডও ফেঁসে যেতে পারে, যাইহোক আপনি পিষ্টন হেডের একদম নিচের অংশ থেকে খোলা শুরু করবেন। আর একদম কোন অভিজ্ঞতা না থাকলে খোলার দরকার নেই কারণ এটি ওয়ার্কশপের কাজ। ধন্যবাদ।
ফিল্টার জ্যাম থাকলে, ক্যাপাসিটর দুর্বল থাকলে, অথবা ননরিটার্ন ভাল্ব এর স্প্রিং এবং সিল সমস্যা থাকলে হাওয়া লোড হতে সমস্যা হতে পারে, এগুলো চেক দিন না হলে আবার কমেন্ট করুন।
যদি মোটর সিঙ্গেল ফেইজ এবং ডাবল ক্যাপাসিটর এর মোটর হয় তাহলে মোটরের পেছনে সেন্ট্রিফিউগাল সুইচ আছে, সেটির প্রবলেম হতে পারে। অথবা মোটরের টার্মিনাল বক্সে ওভারলোড সুইচ থাকতে পারে সেটা ট্রিপ করছে কিনা দেখুন, অথবা প্রেসার সুইচের প্রেসার বাড়িয়ে এবং কমিয়ে দেখতে পারেন।
কত লিটার সেটা কোন ব্যাপার না। আপনার কম্প্রেসর ও প্রেসার সুইচটি যদি ১০ বার এর উপরে হয়ে থাকে তাহলে সেটিং করা যাবে। কম্প্রেসর এর ট্যাংকের গায়ে এর এর বিস্তারিত লেখা আছে। তবে সাধারণত এত ছোট কম্প্রেসর এ ১০ বার এর উপরে ক্যাপাসিটি থাকে না।
ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকেই প্রথম সমস্যায় পরছি।দেখি কালকে দোকান খুলেই চেস্টা করবো 💞💞💞
গুড জব খুব ভালো একটা জিনিস দেখাইছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ
খুব সুন্দর ভাবে বুঝিয়ে দেওয়া জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। আমার কম্প্রোসারে এই এই সমস্যা হয়েছিল, আমার থেকে ৪ হাজার টাকা নিয়ে কোন সমস্যার সমাধান দিতে পারেনি। আপনার ভিডিও টা দেখে বুঝতে পেরেছি আসল সমস্যা কোথায় হয়েছ। আপনাকে আবারো ধন্যবাদ জানাচ্ছি।
ভাই, ভিডিও আপনার উপকারে এসেছে জেনে খুশি হলাম। চ্যানেলের সাথেই থাকুন, ধন্যবাদ।
আপনার বুঝানো ধরন অনেক সহজ স্যার
বুঝতে কোনো সমস্যা হয় না
আমি লেবালন থেকে দেখি স্যার
আর এই সব ভিডিও আমার কাছে ভালো লাগে❤❤❤❤
মাশাআল্লাহ, আপনি লেবানন থেকে আমার ভিডিও দেখেন এটা জেনে খুবই খুশি হলাম। ভিডিওটি সহজে বুঝতে পেরেছেন জেনে খুশি হলাম। এতদূরে থেকেও কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রবাসীরা আমাদের দেশের মূল চালিকাশক্তি, আপনাদের জন্য শুভকামনা রইল।
মাশাল্লাহ খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছেন ভাইয়া ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ
Insallaha you is a icon in Bangladesh
Thanks a lot, for your compliment
মাশআল্লাহ
খুবই উপকারী আপনার ভিডিও গুলো ❤
ধন্যবাদ ভাই, ভিডিও পছন্দ করেছেন জেনে খুশি হলাম। আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে, যা একদম প্র্যাকটিক্যাল দেখানো হয়েছে। ফ্যাক্টরিতে কাজ করতে গিয়ে আমরা যেসব সমস্যায় প্রতিনিয়ত পড়ি এবং যেভাবে সমাধান করি তা দেখতে পাবেন, একদম রিয়েল এই অভিজ্ঞতাগুলো আশা করছি আপনাদের উপকারে আসবে।
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক,,,,, আপনার বোঝানোর ক্ষমতা অনেক,,,,
অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, আপনার জন্য শুভকামনা রইল।
জাজাকাল্লাহ খাইরান
ইন্ডিয়া থেকে দেখছি আমাদের কম্প্রেসার অন্যরকম ❤️
প্রিয় দর্শক ইন্ডিয়া থেকে দেখছেন জেনে খুশি হলাম, দেশের বাইরের দর্শকদের জন্য একটু বেশিই ভালোবাসা রইলো। কম্প্রেসার বিভিন্ন রকমের হতে পারে তবে বেসিক অপারেশন প্রায় একই। ধন্যবাদ দেশের বাইরে থেকে দেখছেন এটা জানানোর জন্য।
@@creativeengineeringofficial আমার মটর ঘুরছে কম্প্রেসার ও ঘুরছে অথচ হাওয়া কিছুটা লোড নিয়ে আর উঠছে না করণীয় কি 🙏❤️🙏
কয়েকটি কারণে এ সমস্যা হতে পারে, এয়ার ফিল্টার যদি ব্লক বা জ্যাম থাকে,
নন রিটার্ন ভাল্বের স্প্রিং যদি হার্ড থাকে, অথবা সিল যদি আটকে যায়, পিস্টন হেডের যদি কার্যক্ষমতা কমে যায় অর্থাৎ অনেক পুরাতন হলে বাতাসটা টানার ক্ষমতা কমে যায়, অথবা যদি বাতাস লিক করে, এ বিষয়গুলো চেক করুন। সমাধান না হলে আবারো কমেন্ট করুন বিস্তারিত বলুন।
@@creativeengineeringofficial আমার মনে হচ্ছে পিস্টন হেডের সমস্যা হয়েছে তোর পিস্টন কি চেঞ্জ করতে হবে প্লিজ 🙏❤️❤️🙏
@tasirfkhanss4485 ভাই ভালো ওয়ার্কশপে হেডের রিপেয়ারিংয়ের কাজ করাতে পারেন। আর হেড যদি বেশি পুরাতন হয় তাহলে পাল্টে ফেলুন।
খুব সুন্দর উপস্থাপনা ভাই
ধন্যবাদ প্রিয় দর্শক
অসাধারণ
ধন্যবাদ প্রিয় স্যার, দোয়া ও ভালোবাসা রইলো ❤️
প্রিয় ভাই, এগুলো জেনে রাখ কাজে আসবে।
ধন্যবাদ আপনার বোঝানোর খুব সুন্দর
ধন্যবাদ আপনাকেও, আপনাদের উপকারে আসলেই আমার সার্থকতা।
InshaAllah ami chesta korbo
ধন্যবাদ ভাইজান
Excellent 👌❤️
Thanks a lot
ধন্যবাদ স্যার
হাওয়া মেশিন নিয়ে বড় ঝামেলায় আছি।
হাওয়া কমে গেছে।
বার বার মিস্তিরির নিকট নিয়েও সুফল পাচ্ছি না।
ক্যাপাসিটারের কাজ কি?
আপনার ভিডিও টি দেখে নিজেই মেরামত করবো।
পেসার সুইচ নিয়ে আলাদা ভিডিও দিবেন
ঠিক আছে ভাই
ধন্যবাদ
GOOD JOB
Always grateful
ধন্যবাদ ভাই
Welcome dear brother
What a explain!
love you so much dear brother for always encouraging me.
sir,
কত দিন পর পর preventive maintenance করতে হয়? কি কি পরিবর্তন করতে হয়
১ মাস পর পর কম্প্রেসর অয়েল পরিবর্তন করে ফেলা উত্তম। এয়ার ফিল্টার সপ্তাহে একদিন পরিস্কার করা প্রয়োজন। তিন মাস পর পর এয়ার ফিল্টার পরিবর্তন করে ফেলা উত্তম। এবং প্রতিদিন ট্যাংক এর পানি ড্রেইন করা জরুরী। যত পরিচ্ছন্ন রাখবেন তত কম্প্রেসার ভালো থাকবে। ধন্যবাদ।
Nice
Great
অনেক দরকারি ভিডিও, কখনো না কখনো কাজে আসবে।
নাইস
ধন্যবাদ
Nice
Thanks dear Viewer's
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
আস্লামালাইকুম ভাই এয়ার কম্প্রেসার এর যেই সাইট দিয়ে বাতাসটা ডেলিভারি হয় সেইখান দিয়ে মনে হয় বাতাস লীগ করছে মেইল চাবি লক করা থাকলে বাতাস আর বের হয়না মিটারে বোঝা যায় এখন আমি কি করলে এই বাতাস টি অযাথা বের হওয়া থেকে বন্ধ করতে পারি একটু পরামর্শ দিলে উপকৃত হতাম
ওয়ালাইকুম সালাম প্রিয় দর্শক, বাতাস ডেলিভারি সাইডের মেইন ভাল্বের অর্থাৎ চাবির পরে যেই নিপল আছে, যেখানে পাইপ কানেকশন হয়েছে, সেটা পাল্টে দিন। না বুঝলে আবার মন্তব্য করুন। ধন্যবাদ।
Fine
ধন্যবাদ প্রিয় ভাই, আপনার জন্য শুভকামনা।
ভাই আমার দোকানের হাওয়ার ট্যাংকির নিচে লিক কিভাবে ঠিক করবো
কোন আঠা লাগালে ঠিক হবে
স্যার আমার কম্প্রেসার মেশিন নিয়ে অনেক রকমের সমস্যা আছে একটি যদি কন্টাক্ট নাম্বারটা দিলে ভালো হয়
ভিডিওর ডেসক্রিপশন এ নাম্বার দেয়া আছে।
❤❤❤
❤
Sir, Hotah kore sound change hoyse aro pump hoyna ki korbo
এয়ার ফিল্টার চেন্জ করে দেখুন, নন্ রিটার্ন ভাল্ব এর স্প্রিং এবং সিল চেন্জ করতে পারেন। এরপরেও না হলে পিষ্টন হেড এ সার্ভিসিং করাতে হবে।
Vai amar mesiner somssa holo j air filtar diye batas bahire ber hoye ase
ভাই স্পিরিং আর রাভার টা লত টাকা দাম?
আমি একটি 1000 লিটার ৮ বারের কম্প্রেসার নিয়ে অনেক ঝামেলায় আছি আপনাকে অনেকবার whatsapp-এ নক দিয়েছিলাম কিন্তু আপনার কোন রেসপন্স পেলাম না। আমার কম্প্রেসার টা হাওয়া বেশি গরম হয়ে যায় এটা আট কেজি সেট করা আছে কিন্তু 1 কেজি কমলেই অটো চালু হয়ে যায় আর টাইম বেশি গরম হয়ে যায় মোটরটা উপজেল গরম হয় এখন আমি কি করতে পারি
প্রেসার সুইচের স্টার্ট- স্টপ সেটিং ডিফারেন্স কম থাকায় ঘন ঘন চালু বন্ধ হচ্ছে। এজন্য মোটর এবং বাতাস গরম বেশি হচ্ছে। প্রেসার সুইচের স্টার্ট সেটিং 5 bar এ দিন, আর স্টপ 8 bar এ দিন
আমার একটা ৩০০ লিটার ১০ এয়ার কম্পেসার লাগবে আপনার কাছে আছে
Love
Gift diya diyen
আসসালামু আলাইকুম ভাইজান আপনার কাছে কি পুরনো ছোট কম্প্রেসার মেশিন আছে..?
না ভাই, নেই
ভাইয়া আমার ঠিকানায় একটা নরলিটার ভাল্প কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিতে পারবেন
সঠিক সাইজ বলতে পারলে দেয়া যাবে, হোয়াটসঅ্যাপে নক্ দিন। ভিডিওর নিচে নাম্বার দেয়া রয়েছে।
ভাইয়া আপনার অনেক ভিডিও দেখি
আসসালামু আলাইকুম ভাই আমার মটর কিছু খন পরে পরে বন্ধ হয়ে জায়
আমার কম্প্রেসার এ হাওয়া কম হয় এবং অটো লোড হচ্ছেনা।কিভাবে সমাধান করতে পারি?
নন রিটার্ন ভাল্বের স্প্রিং এবং সিল টি বের করে, এরপরে চালিয়ে দেখুন।
ভাইয়া মেশিন চলছে কিন্তু হাওয়া হচ্ছে না।।মিটারও ঘোরেনা।।
হাওয়া কোথাও লিক করছে?
@@creativeengineeringofficial ভাইয়া সেটা তো বুঝতে পারছি না।।।শুধু আপনাকে এটুকু বলতে পারি যে,
মেশিন চলছে,মিটার ঘুরছে না।হাওয়াও হচ্ছে না।।
প্রথম যখন চালাইছি তখন ঠিক ছিলো কিন্তু পরে আর হচ্ছে না
রিপ্লাই প্লিজ
বস, এয়ার কম্প্রেসার এর বেল্ট বারবার পুড়ে যাওয়ার কারণ কি কি হতে পারে?
ভাই, বেল্ট হয়তো লুজ রয়েছে এবং স্লিপ করছে এজন্যে অতিরিক্ত গরম হয়ে পুড়ে যাচ্ছে। অথবা কম্প্রেসর হেড এবং পুলি অতিরিক্ত গরম হচ্ছে এ কারণে বেল্ট পুড়ে যাচ্ছে। আরো কিছু কারণ থাকতে পারে।
@creativeengineeringofficial বেল্ট লুজ হয়নি, এটা কি মোটরের পুলির ক্ষয় হয়ে যাওয়ার কারণে হতে পারে? মটর গরম হয়ে যাচ্ছে, কিন্তু তুলনামূলকভাবে মটরের শ্যাফট ও পুলি গরম বেশি হচ্ছে। মটর ২ হর্সপাওয়ার কারেন্ট কনজিউম করছে ৮.২৩ এম্পিয়ার।
জি ভাই,পুলি ক্ষয় হলেও সমস্যা টি হতে পারে, মোটর অথবা হেড ওভার হিট হতে দেয়া যাবে না।
ভাইজান আমার ২০০ লিটার কম্প্রেসার ৪ কেজি উঠার পর আর উঠে না ।
কি করা যায় বলেন প্লিজ ।
আমার কম্প্রেসারে হাওয়া থাকে না কেন। অটো ঠিক আছে। হাওয়া কমে যায়।
ভাই আমার ২০০ লিটার কম্প্রেসার এ ৭০ এর বেশি হাওয়া উঠে না।। কি করনিয়
আসসালামুয়ালাইকুম ভাইজান, আমার কম্প্রেসারের ৪ কেজি পর্যন্ত প্রেসার ঠিকঠাক ভাবেই উঠে ৪ কেজি হওয়ার পর আর উঠে না মেশিন ঠিকই চলে কিন্তু প্রেসার উঠে না ।
এর কারন কি হতে পারে প্লিজ জানাবেন!!
নন রিটার্ন ভাল্ব এর স্প্রিং ও সিল টি বের করে চালু দিয়ে দেখুন। যদি সমাধান হয় তাহলে এটি পাল্টে ফেলুন। আর যদি না হয়, তাহলে কম্প্রেসর হেড সার্ভিসিং করান।
@@creativeengineeringofficial কম্প্রেসার হেড সার্ভিসিং কোথায় করে এবং কত টাকা লাগতে পারে বলতে পারবেন কি প্লিজ ?
@@creativeengineeringofficial কম্প্রেসার হেড সার্ভিসিং কোথায় করে এবং কত টাকা লাগতে পারে বলতে পারবেন কি প্লিজ ?
খরচ নির্ভর করবে আপনার কম্প্রেসর এর সাইজের উপরে। এবং যারা কম্প্রেসার হেড সার্ভিসিং করে, ইঞ্জিনের কাজ করে এরকম জায়গায় কাজ করাতে হবে। যেকোনো ওয়ার্কশপে এটার কাজ করতে পারবেনা।
ভাই আমার কমপেসারের বড় পুলি টা ভেতর থেকে জেম হয়ে গেছে মনে হয় ভেতরের বেরিন খারাপ হয়ে গেছে কিভাবে বেরিন খুলবো
সম্ভবত কম্প্রেসার এর অয়েল শুকিয়ে গিয়েছিল। বিয়ারিং ও নষ্ট হতে পারে অথবা ওয়েল শুকিয়ে যাওয়ার কারণে কানেক্টিং রডও ফেঁসে যেতে পারে, যাইহোক আপনি পিষ্টন হেডের একদম নিচের অংশ থেকে খোলা শুরু করবেন। আর একদম কোন অভিজ্ঞতা না থাকলে খোলার দরকার নেই কারণ এটি ওয়ার্কশপের কাজ। ধন্যবাদ।
আমার কম্প্রেসারে মটর ও হেড খুব গরম হচ্ছে। তি করব
কম্প পেসার চলে চলে বন্ধ হয়ে জাই কেনো আমি জানতে চাই
আমার 300লিটার ট্যাগ পেশারকম পরামর্শ চায়
আমার এয়ার কমস্পেসার হাওয়া লোড হয় না করোনীয় কি
ফিল্টার জ্যাম থাকলে, ক্যাপাসিটর দুর্বল থাকলে, অথবা ননরিটার্ন ভাল্ব এর স্প্রিং এবং সিল সমস্যা থাকলে হাওয়া লোড হতে সমস্যা হতে পারে, এগুলো চেক দিন না হলে আবার কমেন্ট করুন।
ভাই এই নরলিটার ভাল্প আমি কোথায় পাব বলেন তো
ঢাকার নবাবপুরে পাবেন
কত লিটার কিভাবে বুঝবো ভাই
কম্প্রেসর এর গায়ে লিখা থাকবে ভাই
বন্ধ হয় আবার একা একা চালু হয় এই সমস্যার সমাধান কী?
যদি মোটর সিঙ্গেল ফেইজ এবং ডাবল ক্যাপাসিটর এর মোটর হয় তাহলে মোটরের পেছনে সেন্ট্রিফিউগাল সুইচ আছে, সেটির প্রবলেম হতে পারে। অথবা মোটরের টার্মিনাল বক্সে ওভারলোড সুইচ থাকতে পারে সেটা ট্রিপ করছে কিনা দেখুন, অথবা প্রেসার সুইচের প্রেসার বাড়িয়ে এবং কমিয়ে দেখতে পারেন।
Bhai ami akta somosay porsi amar compressor ta chola auto bondo hoy kinto chalu hoy na moror dom doyra thaka
আপনার কম্প্রেসারের প্রেসার সুইচে চালুর সেটিংস বাড়িয়ে নিন আশা করি সমাধান হয়ে যাবে।
কিভাবে পাবো
ভাইয়া কম্প্রেসার ১০ এর উপরে সেট করা যায় না
ভাই, প্রথমত ১০ এর উপরে সেট করা ঠিক না। দ্বিতীয়তঃ ১০ এর উপরেও সেট করা যায় যদি আপনার প্রেসার সুইচটি ১০ বার এর উপরে হয়ে থাকে।
@@creativeengineeringofficial ভাই আমার মেশিনটা হচ্ছে ৩০ লিটারের , তাহলে কি দশের উপর সেট করা যাবে কিনা
কত লিটার সেটা কোন ব্যাপার না। আপনার কম্প্রেসর ও প্রেসার সুইচটি যদি ১০ বার এর উপরে হয়ে থাকে তাহলে সেটিং করা যাবে। কম্প্রেসর এর ট্যাংকের গায়ে এর এর বিস্তারিত লেখা আছে। তবে সাধারণত এত ছোট কম্প্রেসর এ ১০ বার এর উপরে ক্যাপাসিটি থাকে না।
ভাইয়া নন্ রিটার্ন ভাল্ব এর দাম কত বলবেন কি
সাইজ ও কোয়ালিটির উপর নির্ভর করবে দাম
ভাইয়া ভালো কোয়ালিটির দাম কত
LOOK BACK AGAIN
অসাধান
ধন্যবাদ প্রিয় দর্শক
আপনার নাম্বার টা দেন❤
ভাইয়া নাম্বার টা দেন
প্লি জ ভাইয়া নাম্বার টা দেন
ভিডিওর নিচে অর্থাৎ ডেসক্রিপশনে নাম্বার দেয়া রয়েছে।
আপনার নাম্বার টা দেন
Vai nambar ta diben
ভাই আপনার মোবাইল নাম্বার লিখে পাঠান
@Creative Engineering 01831940529
Sir ami apnar contact number pate pari.ple reply me
ভিডিওর ডেসক্রিপশনে নাম্বার দেয়া রয়েছে
জাজাকাল্লাহ খাইরান
❤❤❤
Good
Thanks dear Viewer's
আপনার নাম্বার টা দেন
ভিডিও নিচে নাম্বার দেয়া রয়েছে
আপনার নাম্বার টা দেন