ভারত থেকে কতজন মুসলিম বা সংখ্যালঘু সম্প্রদায় সাম্প্রদায়িক ও অর্থনৈতিক অত্যাচারের শিকার হয়ে দেশ ছেড়ে বাংলাদেশ, পাকিস্তান অথবা আফগানিস্তানে আশ্রয় নিয়েছেন একটু গণিত মিলিয়ে বলবেন। আর বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের অংকটা একটু মেলাবেন। আসলে এই সব দেশের মুসলিমরা হল রূপান্তরিত মুসলিম। তারা হয়তো নিজের আত্মাকে সন্তুষ্ট করতে পারে না এই ভেবে যে তারা মুসলিম কেন হয়েছে। তাই তাদের আদিপুরুষ হিন্দুদের উপর হামলা চালিয়ে তাদের আত্মার সন্তুষ্টি করে।
অবশ্যই আপনার কথাটা ভালো লাগলো তবে কথাটা যদি একবার আগে বলতেন তাহলে বাবোরিয়া মসজিদ ভেঙ্গে আর মন্দির করা হতো না আর মুসলমান নিধন হত না তখন আপনার ঘুমের সময় ছিল তাই ঘুমিয়ে ছিলেন, এখন জাগ্রত হয়েছেন, তারপরও দেখতে চাই আপনার কিচ্ছাটা ভারতের মুসলমানদের জন্য যদি কাজে আসে, নাকি শুধু হিন্দুদের জন্যই প্রয়োজন তাই দেখার আশায় আছি, বাংলাদেশের মানুষ আপনাকে ভালোবাসে
এতদিন পরে বুজতে পেরেছি নকুল। ওনি যতই কিছু করুন না মুসলমানদের জন্য। দিন শেষে সে কাপের, মুশরিক। তাই হয়তো অতিথের ওনার উপর হওয়ায় শিক্ষা নিচ্ছে 😅 এত দিন,কাল সময় পরে নকুল দাদাকে সার্পোট করছি।
জামায়াত অন্যায় করেছিল, করছে তার প্রমাণ এখনো আছে। এখানে জামায়াত আর চিন্ময় প্রভু একদম আলাদা বিষয়, এটা বুঝতে হবে। যারা দেশের স্বাধীনতায় বিরোধীতা করেছে তাদের কোন কার্যক্রম চলবে তা বেআইনি
দাদা আপনাকে খুব ভালবাসতাম আপনার গানগুলো আমার খুব ভালো লাগতো কিন্তু আজকে দেখতেছি অন্যায় আর অবিচারের যশোর হয়ে গেছেন আপনি স্বৈরাচারের একজন প্রত্যক্ষ সাক্ষী হয়ে আছেন গানটি না শুনলে বুঝতে পারতাম না
@@Hellow_Bangladesh_Rafijul khun Muslim rai korse ar dosh chapai dicche hindu der upor... Ishkon ke nishiddho korar jonno lash dorkar ar sobkisui plan onijayi korse hoyto
দাদা একটু বলুনতো চিন্ময় প্রভু যদি পতাকা অবমাননার দায়ে অভিযুক্ত হয় তাহলে যারা পতাকার উপর দাঁড়িয়ে নামাজ পড়েছে তারা ছাড় পাবে কেন। ঊকিলরা বলছে চিন্ময়কে আইনজীবী হত্যায় আসামি করতে হবে। বলুনতো কেউ যদি পুলিশ কাস্টাডিতে থাকে আর তখন বাইরে যদি কেউ মারা যায় তার হত্যার আসামি কি করে পুলিশ কাস্টাডিতে থাকা লোকটিকে করা যায়।এই হচ্ছে বাংলাদেশ।
Sarajibon shudu ei boycott kore jaben kintu alu, peyaj, kachamorich sob India theke anben , osudh anben france theke ar RUclips, Facebook sob Israel er jinis use o korben... Eto boro vondo jati ar hoyna... Bole ekta, vabe arekta ar kore completely different kisu 😂
@@JasimUddin-y3e Bangladesh sarajibon India, Israel, France ke boycott korei gelo kintu nijer Desh er syndicate durniti chadabaji kisui bondho korte parlona... Apnader Jonno Alu ekhn 85taka/kg
@@mosarrafhosain6659 6 jon dhora porse ar sobai Muslim.. Jkhn kisui paoa jayna tkhn nijera onnay kore seta onner upor chapay deyar politics choltese... Khun jara korse hoyto tara e natok kortese, Ishkon ke nishiddho korar sorojontro choltese ar amra jehetu Muslim tai sei sujog nicche dhormio emotion ke use kore
কি অপরাধ সেটা বলেন কোন মুসলমান নিয়ে কথা বলেছে মুসলমান নিয়ে কোন কু কথা বলেছে নাকি জঙ্গিবাদী জামায়েত নিষিদ্ধের দাবি করেছে কারো বিরুদ্ধে মিছিল মিটিং করেছে নাকি হিন্দু সংঘটন থেকে নিজেদের দাবি আদায়ের জন্য সরকারের কাছে দাবি করছে সমাবেশ করছে সেটাই দোষ নাকি আপনাদেরতো বিবেক নাই তাই এসব কথা বলতে এসেছেন
দাদা ছোটবেলা থেকে আপনার খুবই ভক্ত ছিলাম, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আপনার নির্বাচনে যাওয়ার ব্যাপারটা আমার মত সাধারন ভাবে অনেকেই নিতে পারেনি, এতে আপনার ভাব ইমেজ ক্ষুন্ন হয়েছে, শিল্পীরা কখনো কারো দলের হতে পারে না এটা হয়তো বা আপনি এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিলেন, আজকে আপনার এই গানের ব্যাখ্যা আমার কাছে মনে হয় আপনি সাধারন মানুষের ইমেজে এখন আর নেই, আপনি ভালো বলতে পারবেন আপনি কিভাবে আবার সাধারণ মানুষের হৃদয়ে পৌঁছাবেন, আপনার জন্য অনেক শুভকামনা,,❤
ইন্ডিয়া থেকে শুনলাম। শুধু মুগ্ধ হয়ে শুনলাম। অসাধারণ লাগলো।কবিতার এই গানের ভাষাতেই আপনি যথার্থ উত্তর দিয়েছেন। আমি ও আমরা ভারতের মানুষ আমার মনে হয় আপনার সাথে সহমত।
অসাধারণ গান। সত্য ও ন্যায্য কথার মুল্য / মর্যাদা অনেক লোকের কাছে নাই বা বুঝেও বুঝেনা। এটা তাদের ইগো। সত্যের পক্ষে থাকলে যত ঝড় আসুকনা কেন জয় হবেই একদিন।
মুসলিমদের উপর বিদেশে অত্যাচার হলে আপনারাই বলেন অন্য দেশের শাসক বিবেকহীন, অত্যাচারী আল্লাহ যেন তাদের রক্ষা করেন। এখন হিন্দুরা আপনাদের দেশে অত্যাচারিত, তাহলে আপনাদের সেই বিবেক এখন কোথায়?
নকুল বাবু আপনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য অনেক সুন্দর সুন্দর গান উপহার দিয়েছেন কিন্তু আপনি চিনময় দাসের অপরাধ খুজে পাচ্ছেন না 15 বছর চিনময় দাস কোথায় ছিল ।
আমি দিই আপনার উত্তর টা এর আগে রানা দাশ গুপ্ত আন্দোলন করেছেন আপনি দেখেছেন। আবার চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী ২১ সালেও বিবৃতি দিয়েছেন কিন্তু সরকার পতনের পর যেভাবে হিন্দু নির্যাতন হয়েছে তা হয়তো আপনারা অবগত আছে নাম বলবো না হয়তো এখনো ইউটিউবে পাবেন হিন্দুরা শেখ হাসিনাকে ভোট দিত হিন্দুরা আওয়ামী লীগ হেনা তেনা বলে যাই শুরু করছে ভবিষ্যতে আরো খারাপ হতে পারে দেখে একমাত্র উনি মুখপাত্র হয়ে আন্দোলন করেছে। এবার বুঝলেন ১৫ বছর কোথায় ছিল?
বিশৃঙ্খলা সৃষ্টিকারী চিন্ময় এর ফাঁসি চাই।প্রভুর আবার মুক্তি চান? প্রভু মানে কি? ইসকন সারা বাংলাদেশে কিভাবে একটা সাম্প্রদায়িক দাঙ্গা ফাসাদ তৈরি করা যায় এই কাজগুলো নই করে যাচ্ছে। জাতিগত ভেদাভেদ তৈরি করছে। বাংলাদেশের সংখ্যালঘু কোথায়?? আমরা সবাই বাঙালি। সকলে মিলেমিশে বসবাস করতে চাই কিন্তু বাংলাদেশের খেয়ে পড়ে ভারতের গান গাবো এটা কি আদৌ ঠিক?? ভারতের ইন্দনে বাংলাদেশ বিশৃঙ্খলা সৃষ্টি করে চলছে এটা কি আদৌ ঠিক হচ্ছে??
অসাধারণ 👍 হরে কৃষ্ণ🙏 চিন্ময় প্রভুর মুক্তিচাই। আর একটা কথা না বলে পারছি না। কিছু কিছু শুনামধন্য শিল্পী আছে গিরগিটির মতো । সময় মতো রং বদল করে। টাকার জন্য সব করতে পারে। আমার এই কথাটা বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা। সব সনাতনীরা একত্রিত হও✊✊🙏
প্রনাম নিবেন নকুল বিশ্বাস আপনি🙏🙏🙏🙏। আপনাকে এতোদিন পচন্দ করতাম না, যদিও গান শুনতাম! আজ থেকে আর তার দরকার হবেনা আশাকরি❤️। এই ঘোলাটে পরিস্থিতিতে হিন্দুদের অনেক সাবেনে থাকার দরকার। সরকার আইন বিচার কেউ নেই, কেবল খুবই অল্প কিচু বিবেকবান মুসলিম এখনো আছেন বলে দেশটা দৃশ্যমান আছে!😢😢😢😢😢😢!
আমি তাই বলি,এই নকল কুমারের জন্য আমারা অনেক বিপদের সম্মুখীন হয়েছি। নিজে ভালো থাকার জন্য আমাদেরকে জলাঞ্জলি দিয়েছে। শুধু মসজিদ না মাদ্রাসাও করেছে। আমিও তাই বলি আরো দাও।
আপনাকে ভালবাসতাম আপনি হযরত মুহাম্মদ সাল্লাহু সালাম কে ভালোবাসতেন বলে। যে সত্য দেখে না সে আসলে একজন সময়ের অভিনেতা। আজ থেকে মনের মাযে আপনাদের প্রতি ঘৃণা।
ওরা তোদের মত জঙ্গি, সন্ত্রাসী নয়।তোদের মন্দির আমরা পাহারা দিয়েছি আর তোরা সে প্রতিদান লাশ দিয়ে দিসোসরে নিমক হারামরা।তোরা সাড়ে তিন মাস যাবৎ দেশে বিনা কারনে গুজব ছড়িয়ে অস্হিরতা সৃষ্টি করে আসতেছিস।সেনাবাহিনীর উপর এসিড পর্যন্ত নিক্ষেপ করেছিস।তোদের সন্ত্রাসীদের আর কোনো ছাড় দেয়া হবেনা। এরপর আসিস আর রাস্তায়।
বাহ বাহ তোমার খোলস বেরিয়ে পড়েছে
এটিই কাফেরদের আসল চিহারা
খারাপ লাগছে?
বাংলাদেশের হিন্দুরা খুব বাহবা দিচ্ছে এই গানের জন্য,কিন্তু ভারতের মুসলমানদের ব্যাপারটা কারুর মাথায় নাই.....
অবশ্যই আছে কিন্তু বাংলাদেশের হিন্দুরা এত উগ্র না
ভারত থেকে কতজন মুসলিম বা সংখ্যালঘু সম্প্রদায় সাম্প্রদায়িক ও অর্থনৈতিক অত্যাচারের শিকার হয়ে দেশ ছেড়ে বাংলাদেশ, পাকিস্তান অথবা আফগানিস্তানে আশ্রয় নিয়েছেন একটু গণিত মিলিয়ে বলবেন।
আর বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের অংকটা একটু মেলাবেন।
আসলে এই সব দেশের মুসলিমরা হল রূপান্তরিত মুসলিম। তারা হয়তো নিজের আত্মাকে সন্তুষ্ট করতে পারে না এই ভেবে যে তারা মুসলিম কেন হয়েছে। তাই তাদের আদিপুরুষ হিন্দুদের উপর হামলা চালিয়ে তাদের আত্মার সন্তুষ্টি করে।
@ramentoppo8406 নিজের চোখ খুলে দেশের কার্যকলাপ লক্ষ করুন আশা করি উত্তর পেয়ে যাবেন....
ইন্ডিয়াতে দিন দিন মুসলিমরা বাড়তেছে, আর বাংলাদেশে দিন দিন হিন্দুরা কমতেছে.....
অবশ্যই আপনার কথাটা ভালো লাগলো তবে কথাটা যদি একবার আগে বলতেন তাহলে বাবোরিয়া মসজিদ ভেঙ্গে আর মন্দির করা হতো না আর মুসলমান নিধন হত না
তখন আপনার ঘুমের সময় ছিল
তাই ঘুমিয়ে ছিলেন, এখন জাগ্রত হয়েছেন, তারপরও দেখতে চাই আপনার কিচ্ছাটা ভারতের মুসলমানদের জন্য যদি কাজে আসে, নাকি শুধু হিন্দুদের জন্যই প্রয়োজন তাই দেখার আশায় আছি,
বাংলাদেশের মানুষ আপনাকে ভালোবাসে
আজ থেকে আমার থেকে আপনি বয়কট বয়কট বয়কট।
Age Facebook, RUclips boycott kor Vai
😂😂বোকাচো★
ভাংগা মন্দিরের জন্য টাকা দেয়নি
কেন ফেসবুকে ইউটিউব মার্কেড করতে হবে @@Easywaytolive416
Tik
নকুল কুমারের আসল পরিচয় পাওয়া গেছে এই গানের মাধ্যমে। তোমাকে বয়কট।
তোরা বয়কট ছাড়া কিছু চিনিস অশিক্ষিত, মুর্খ ।
সত্য কথায় বয়কট
@@AbdulJabbar-ze1vj 😂😂😂... Bangladesh Bongoposagore dube geleo prithibir kisu jay ase na... etotai osohay worthless ekta desh
আগে কোলাকোলা বয়কট করে দেখান !
Tumi boykot korar k😂
নকুল বাবু নিজের স্বার্থে আঘাত লাগলে মনুষ্যত্ব থাকে না। তার প্রমান আপনি নিজেই আজকে দিলেন।
এতদিন পরে বুজতে পেরেছি নকুল। ওনি যতই কিছু করুন না মুসলমানদের জন্য। দিন শেষে সে কাপের, মুশরিক। তাই হয়তো অতিথের ওনার উপর হওয়ায় শিক্ষা নিচ্ছে 😅 এত দিন,কাল সময় পরে নকুল দাদাকে সার্পোট করছি।
একদম
Rights
Right
রাইট
জামায়াতের উপর যখন জুলুম চলেছিল, তখন আপনি কই ছিলেন বাবু?
জামাত নিজেরাই তো অত্যাচার করছে সারাজীবন। এখনও পৃথিবীতে সবচেয়ে বেশি অশান্তি সৃষ্টি মারামারি কাটাকাটির কারন হলো জামাত, মুনসি
এই হ্লায় হিন্দু, মুসলমানদের কথা জীবনেও ভাববেনা
জামায়াত অন্যায় করেছিল, করছে তার প্রমাণ এখনো আছে। এখানে জামায়াত আর চিন্ময় প্রভু একদম আলাদা বিষয়, এটা বুঝতে হবে। যারা দেশের স্বাধীনতায় বিরোধীতা করেছে তাদের কোন কার্যক্রম চলবে তা বেআইনি
@@LitonRoy-ze1dkজামায়াত কি অন্যায় করেছিল??
আপনাদের মতো কাফেরদের আশ্রয় প্রশ্রয় দেয়াটাই ভুল ছিল
@@LitonRoy-ze1dk
ওসব প্রমাণ আপনার হাসিনা আম্মাজান তৈরি করেছে। এটাও বোঝেন না নাকি ?
নিজের স্বার্থে আঘাত লাগলে যে মানুষের মনুষ্যত্ব থাকে না এটাই নকুলের প্রমান
শুধু আপনাকে সুরে সুর মিলালে তাকে মনুষ্যত্ব বলে, তাই না?
@@RJSMEDIA501 nijer sarther Jonno Dalali shuru korlen... Eto propaganda choracchen , mitthe opobad dicchen...
@@RJSMEDIA501 সহমত
ছোটলোকদের কোন ভাবেই খুশী করা যাবে না
দাদা নমস্কার সময়ের উপযোগী গান উপস্থাপনা করেছেন।
আপনাকে অষেশ ধন্যবাদ 🙏🙏
আপনি তো গত ডামি নির্বাচনেও ইলেকশন করেছিলেন, তাই না?
হুম আমি ও এই এমন কমেন্ট ই লিখতে চাচ্ছিলাম রসুনের খোসা অনেক কিন্তু পুটকি একটা ই
আপনার সত্যি কথা বলার সাহস আছে ।🙏🙏🙏
নকুল বাবু আপনার গান আমি মুগ্ধ হতাম কয়দিন আগে আপনার গান শুনি চোখে পানি এসেছিল কিন্তু আপনি তো দেখতেছি স্বৈরাচারের গোলাম সত্য নিয়ে সত্য মিথ্যা বুঝেন না
দাদা আপনাকে খুব ভালবাসতাম আপনার গানগুলো আমার খুব ভালো লাগতো কিন্তু আজকে দেখতেছি অন্যায় আর অবিচারের যশোর হয়ে গেছেন আপনি স্বৈরাচারের একজন প্রত্যক্ষ সাক্ষী হয়ে আছেন গানটি না শুনলে বুঝতে পারতাম না
@@Hellow_Bangladesh_Rafijul khun Muslim rai korse ar dosh chapai dicche hindu der upor... Ishkon ke nishiddho korar jonno lash dorkar ar sobkisui plan onijayi korse hoyto
নকুল কুমার আপনি একজ সৈরাচারে দালাল
রাইট, এই বেটা ত বাটপার প্রমাণ করল
সহমত
জাত চিনিয়ে দিলো নকুল কুমার
তোমরা সবসময়ই চেনাও জাত
জল আর তেল কখনো এক হয় না। এটাই তার প্রমান। লোকটার প্রতি শ্রদ্ধা ভালোবাসা ছিল। উঠে গেল। ভেবেছিলাম সত্য ন্যায়ের প্রথিক উনি। আমার ধারণাটা মিথ্যা।
মুসলিমরা অন্যায় করলেও আপনাদের কাছে সেটা সত্য হতে পারে আমাদের কাছে নয়।😊
এখন ন্যায়ের পক্ষে ,নিজের ধর্মগুরুকে অনযায় ভাবে জেলে ভরেছে, তাই প্রতিবাদ
Right
জল আর পানি একই হয় ভাই
দাদা বাংলার মুসলিম আপনাকে ভালোবাসতো,এটা তার উপহার দারুণ দাদা।
দাদা একটু বলুনতো চিন্ময় প্রভু যদি পতাকা অবমাননার দায়ে অভিযুক্ত হয় তাহলে যারা পতাকার উপর দাঁড়িয়ে নামাজ পড়েছে তারা ছাড় পাবে কেন। ঊকিলরা বলছে চিন্ময়কে আইনজীবী হত্যায় আসামি করতে হবে। বলুনতো কেউ যদি পুলিশ কাস্টাডিতে থাকে আর তখন বাইরে যদি কেউ মারা যায় তার হত্যার আসামি কি করে পুলিশ কাস্টাডিতে থাকা লোকটিকে করা যায়।এই হচ্ছে বাংলাদেশ।
ওরে তোদের ভালোবাসা আর শত্রুতা কি আলাদা?
দারুন স্যার দারুন।
বুদ্ধিমানেরা ইঙ্গিতে বোঝে😊
গরু খেলে মাথার বুদ্ধি নষ্ট হয়ে যায় … তারা ধর্ষক ধর্মে পরিনত হয় ।
মনে বড় ব্যথা বুবু নাই দেশে তাই তিনি এই গান গেয়ে নিজের পরিচয়টা দিয়ে গেলেন । অনেক ভালো জানতাম আজ থেকে বয়কট নকুল কুমার।
Sarajibon shudu ei boycott kore jaben kintu alu, peyaj, kachamorich sob India theke anben , osudh anben france theke ar RUclips, Facebook sob Israel er jinis use o korben... Eto boro vondo jati ar hoyna... Bole ekta, vabe arekta ar kore completely different kisu 😂
বুবু নাই তো চাচু কী করতাসে? সবই তো গোল্লায় দিতেসে।
নিজ ধর্মে নৎ, এদেশে অন্য ধর্মের গান গাইতে হয়
@@JasimUddin-y3e Bangladesh sarajibon India, Israel, France ke boycott korei gelo kintu nijer Desh er syndicate durniti chadabaji kisui bondho korte parlona... Apnader Jonno Alu ekhn 85taka/kg
আজকের এই গানের মধ্যে দিয়ে নকুল কুমারে বয়কট কে কে একমত আছেন রাজী থাকলে লাইক দিন
নিজেদের অপরাধ নিজেদের চোখে দেখবেনা এটাই স্বাভাবিক।
মারে দিল আমার মুসলিম ভাইকে,আর নাটক করে ওরা নির্যাতিত।
@@mosarrafhosain6659 6 jon dhora porse ar sobai Muslim.. Jkhn kisui paoa jayna tkhn nijera onnay kore seta onner upor chapay deyar politics choltese... Khun jara korse hoyto tara e natok kortese, Ishkon ke nishiddho korar sorojontro choltese ar amra jehetu Muslim tai sei sujog nicche dhormio emotion ke use kore
@@mosarrafhosain6659নিজেরা আগুন জ্বালালে এখন পুড়ে মরবে সবাই। ৭ জনকে পোড়ালে কমপক্ষে নিজেদের ১ জন তো পুড়বেই।
কি অপরাধ সেটা বলেন কোন মুসলমান নিয়ে কথা বলেছে মুসলমান নিয়ে কোন কু কথা বলেছে নাকি জঙ্গিবাদী জামায়েত নিষিদ্ধের দাবি করেছে কারো বিরুদ্ধে মিছিল মিটিং করেছে নাকি হিন্দু সংঘটন থেকে নিজেদের দাবি আদায়ের জন্য সরকারের কাছে দাবি করছে সমাবেশ করছে সেটাই দোষ নাকি আপনাদেরতো বিবেক নাই তাই এসব কথা বলতে এসেছেন
@@bidhanroxbidhan8844 আগে দেশকে মনেপ্রাণে ভালো বাসুন। আপনারাতো বাংলাদেশে শুধু বসবাস করেন অন্তরে ধারণ করেন ভারত।
দাদা ছোটবেলা থেকে আপনার খুবই ভক্ত ছিলাম, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আপনার নির্বাচনে যাওয়ার ব্যাপারটা আমার মত সাধারন ভাবে অনেকেই নিতে পারেনি, এতে আপনার ভাব ইমেজ ক্ষুন্ন হয়েছে, শিল্পীরা কখনো কারো দলের হতে পারে না এটা হয়তো বা আপনি এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিলেন, আজকে আপনার এই গানের ব্যাখ্যা আমার কাছে মনে হয় আপনি সাধারন মানুষের ইমেজে এখন আর নেই, আপনি ভালো বলতে পারবেন আপনি কিভাবে আবার সাধারণ মানুষের হৃদয়ে পৌঁছাবেন, আপনার জন্য অনেক শুভকামনা,,❤
হীন্দুরা দেশ থেকে বিতাড়িত হলে আপনার দাদা কি করবে
ভারতের সংখ্যালঘুরা খুবই আরামে আছে ?
অনেক আরামে আছে কিন্তু পাকিস্তান আর বাংলাদেশে নাই
শুধু আরামে নাই অন্যদের ঘুম হারাম করছে
@@SpecialTV-cc2ir hmm. Eder songkhyalaghu hisabe reservation deoya hoy.
ভারতে বেশি সমস্যায় আছে
তুই তো জিহাদী মোল্লা
ইন্ডিয়া থেকে শুনলাম। শুধু মুগ্ধ হয়ে শুনলাম। অসাধারণ লাগলো।কবিতার এই গানের ভাষাতেই আপনি যথার্থ উত্তর দিয়েছেন। আমি ও আমরা ভারতের মানুষ আমার মনে হয় আপনার সাথে সহমত।
দারুণ লাগলো,, আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে হলো। ❤❤❤
অসাধারণ গান। সত্য ও ন্যায্য কথার মুল্য / মর্যাদা অনেক লোকের কাছে নাই বা বুঝেও বুঝেনা। এটা তাদের ইগো। সত্যের পক্ষে থাকলে যত ঝড় আসুকনা কেন জয় হবেই একদিন।
গত ডামি নির্বাচনের তিনিও একজন। তার গান ভালো লাগে তবে ভার-তে কি হচ্ছে মুসলমানদের সাথে সেটা নিয়ে তার কোন গান নাই আফসোস।
এটা কি
এটা কি গান হয়
ভারত দিয়ে বাংলাদেশের তুলনা যারা করে আসলে তারাই মূর্খ। অন্য কেউ অধম হলে তুমি উত্তম হবে না কেন?
ভারত থেকে অপমানিত হয়ে এসেও লজ্জা নাই।
নমস্কার দাদা গানটা চিরন্তন সত্য
অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা পূজনীয় গুরুদেব,, প্রনাম❤❤❤
দ্বীন ইসলাম জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। 🇧🇩🌾🌹
চমৎকার দাদা ।
ভারত বাংলাদেশে একমাত্র মুসলিমরাই সংখ্যালঘু,, হিন্দুরা এত বড় আন্দোলন করে মুসলিম আইনজীবী হত্যা করেছে,, হিন্দুরা সংখ্যালঘু হলে এসব করতে জীবনে পারতো না
নকুল কুমার বিশ্বাসকে মনে করতাম একজন সৎ এবং নিষ্ঠাবান যুক্তিবান লোক! কিন্তু আজকে দেখছি তিনিও অপরাধীদেরকে সাপোর্ট করতেছেন!!
জয় হোক সকলের মনের ইচ্ছা ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাইকে ভালো রাখতে সুখে শান্তিতে রাখতে
শেষ পর্যন্ত নকল বাবু আপনার পরিচয় প্রকাশ করলেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।জাতি সারা জীবন মনে রাখবে
Great job, Allah SWT will open everything
এই বানচোত বড়ো ধান্দাবাজ বাতাস যেদিকে যায় ও সেদিকে যায়
এই গানের পরে আপনি আর নকুল কুমাার নয়, শ্রী নকল কুমার হিসেবে হিসেবে বিবেচিত বাংলাদেশের মানুষের নিকট।
@@MahmudHossain-o6p yes
দাদা আমি আপনার অনেক ভক্ত ছিলাম কিন্তু এবং মনে করতাম আপনি একজন খুব জ্ঞানী মানুষ কিন্তু এখন দেখছে একজন অন্ধ মানুষ
নির্বোধ শালা
আপনার এই ধ্যান-ধারণায় নকুল বিশ্বাসের জ্ঞান গরিমা শেষ হয়ে যাবেনা।
Uni knowledgeable bole bujte parsen ar apnara brain washed zombie bole bujhte parsen na
তোর মত লোক জঘণ্য পাপিরা তো এগুলোই বলবি
মুসলিমদের উপর বিদেশে অত্যাচার হলে আপনারাই বলেন অন্য দেশের শাসক বিবেকহীন, অত্যাচারী আল্লাহ যেন তাদের রক্ষা করেন। এখন হিন্দুরা আপনাদের দেশে অত্যাচারিত, তাহলে আপনাদের সেই বিবেক এখন কোথায়?
নকুল দা সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, আমার মনে হয় সবার মাঝে এই চেতনাটা নেই।
নকুল বাবু আপনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য অনেক সুন্দর সুন্দর গান উপহার দিয়েছেন কিন্তু আপনি চিনময় দাসের অপরাধ খুজে পাচ্ছেন না 15 বছর চিনময় দাস কোথায় ছিল ।
আমি দিই আপনার উত্তর টা এর আগে রানা দাশ গুপ্ত আন্দোলন করেছেন আপনি দেখেছেন। আবার চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী ২১ সালেও বিবৃতি দিয়েছেন কিন্তু সরকার পতনের পর যেভাবে হিন্দু নির্যাতন হয়েছে তা হয়তো আপনারা অবগত আছে নাম বলবো না হয়তো এখনো ইউটিউবে পাবেন হিন্দুরা শেখ হাসিনাকে ভোট দিত হিন্দুরা আওয়ামী লীগ হেনা তেনা বলে যাই শুরু করছে ভবিষ্যতে আরো খারাপ হতে পারে দেখে একমাত্র উনি মুখপাত্র হয়ে আন্দোলন করেছে। এবার বুঝলেন ১৫ বছর কোথায় ছিল?
অনেক ধন্যবাদ দাদা, এমন সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য 🙏🙏🙏
জয় শ্রীরাম 🏹
চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তি চাই 🙏
Jai Shri Ram Chinmay Prabhu's unconditional release
বিশৃঙ্খলা সৃষ্টিকারী চিন্ময় এর ফাঁসি চাই।প্রভুর আবার মুক্তি চান? প্রভু মানে কি?
ইসকন সারা বাংলাদেশে কিভাবে একটা সাম্প্রদায়িক দাঙ্গা ফাসাদ তৈরি করা যায় এই কাজগুলো নই করে যাচ্ছে। জাতিগত ভেদাভেদ তৈরি করছে। বাংলাদেশের সংখ্যালঘু কোথায়?? আমরা সবাই বাঙালি। সকলে মিলেমিশে বসবাস করতে চাই কিন্তু বাংলাদেশের খেয়ে পড়ে ভারতের গান গাবো এটা কি আদৌ ঠিক?? ভারতের ইন্দনে বাংলাদেশ বিশৃঙ্খলা সৃষ্টি করে চলছে এটা কি আদৌ ঠিক হচ্ছে??
আসলে এটা একটা রূপক গান। তিনি ভারতকে বাঘ ও বাংলা দেশকে হরিণের সাথে তুলনা করেছেন।
আসছে আরেকজন।
চিন্ময় প্রভু সংখ্যালঘু বলে তার উপরে সংখ্যাগুরুরা অন্যায় করছে সেটার উদাহরণ এই গান।
আপনি বুঝেছেন আণ্ডা
অসাধারণ 👍
হরে কৃষ্ণ🙏
চিন্ময় প্রভুর মুক্তিচাই।
আর একটা কথা না বলে পারছি না। কিছু কিছু শুনামধন্য শিল্পী আছে গিরগিটির মতো । সময় মতো রং বদল করে।
টাকার জন্য সব করতে পারে।
আমার এই কথাটা বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা।
সব সনাতনীরা একত্রিত হও✊✊🙏
আগে অনেক ভালোবাসতাম এখন নকুল কুমারকে ঘৃণা করি |
প্রভু জেলে কিভাবে সে প্রভু হলো তুমাদের
আমি একজন বাংলাদেশী
আমার মধ্যে ধর্মের পাশে
দেশের প্রেম আগে থাকতে হবে
তার মধ্যে দেশের কোন প্রেম নেই এই টি তার অপরাধ।
সৃষ্টিকর্তাই একমাত্র প্রভু ধর্মীয় শিক্ষক কখনো প্রভু হয় না ধন্যবাদ 👍
হুম রাইট।
তবে এখানে প্রভু মানে সৃষ্টিকর্তাকে বলা হয় না।😅
যে অর্থে প্রভু বলা হয় সেটা আক্ষরিক অর্থে নয়। অর্থাৎ মালিক হিসেবে নয়।
আইছে, মুসলিম হয়ে হিন্দুদের ধর্মীয় জ্ঞান দিতে।
@ ঘুরপাক না করে নিজের বিবেকে প্রশ্ন করুন
যেমন শিক্ষা তেমন........
বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কোন হামলা হয় না।
নকুল কুমার ভাই আপনাকে ভালো লাগতো, শাজাহানপুর টিভির ভালোবাসা শেষ হল
কোন তুলনা হয় না সত্যি অপূর্ব আর শেষ বেলায় শিক্ষিত জানোয়ার কথাটা কি যে বলবো--------
Khub valo hoyeche ❤ onek valobasha roiloo
নমস্কার দাদা যুক্তি দিয়ে গানটি গাইলেন
রসুনের হোগা এক সাথে।
এই গান যখন বিশ্বজিৎ কে মারা হয়েছে তখন কী গাওয়া উচিত ছিলো না। আজ কেন
হক কথা বললে সবাই বেজার দাদা ❤
দাদা আমরা যেন এই নির্যাতনের কথা সারা বিশ্বে পাঠিয়ে দেই
প্রনাম নিবেন নকুল বিশ্বাস আপনি🙏🙏🙏🙏। আপনাকে এতোদিন পচন্দ করতাম না, যদিও গান শুনতাম! আজ থেকে আর তার দরকার হবেনা আশাকরি❤️।
এই ঘোলাটে পরিস্থিতিতে হিন্দুদের অনেক সাবেনে থাকার দরকার। সরকার আইন বিচার কেউ নেই, কেবল খুবই অল্প কিচু বিবেকবান মুসলিম এখনো আছেন বলে দেশটা দৃশ্যমান আছে!😢😢😢😢😢😢!
বাহ নকুন বাহ.. আজকে দেখিয়ে দিলেন আপনার রুপ
এভাবে ধীরে ধীরে সব মুখোশ খুলে যাবে!
🙏🙏🙏🙏🙏 কবে শান্তি ফিরবে ভগবান 😢😢😢🙏🙏🙏
Thanks dada❤
দাদা নমস্কার।
অসাধারণ প্রতিবাদী গান
অসংখ্য ধন্যবাদ প্রিয় দাদা❤❤
অসাধারণ সাধু সাধু ❤
সময়োপযোগী গান,,,❤️🩹❤️🩹❤️🩹
হরে কৃষ্ণ
এই শতাব্দীর সেরা প্রতিবাদ দাদা,,,,
(এই জানোয়ারদের এগুলো বোঝার ক্ষমতা নেই) কারণ তারা ওই জায়গা থেকে শিক্ষিত,,,
Mr. Nakul babu thank you. God bless you.
খুব ভাল লাগল দাদা ,,,❤অসাধারণ ভঙ্গিমায় রূপকার্থে আপনার বাস্তবমুখী গান ,যদি একটু বাঘেদের হৃদয়ে হরিণের জন্য দয়া মায়া জন্মায় 😢
বাস্তবের সাথে মিলিয়ে কথা গুলো , গানে গানে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ ।
আর কয়েকটা মসজিদ বানায়ে দিন।
ঠিক বলেছেন দাদা ❤❤❤
আমি তাই বলি,এই নকল কুমারের জন্য আমারা অনেক বিপদের সম্মুখীন হয়েছি। নিজে ভালো থাকার জন্য আমাদেরকে জলাঞ্জলি দিয়েছে। শুধু মসজিদ না মাদ্রাসাও করেছে। আমিও তাই বলি আরো দাও।
রাইট আর কয়েক টা বানান
আমি ভাবতাম লোকটা বুদ্ধিমান কিন্তু মাথায় তো গোবর এর ছাই
কি সুন্দর চাটুকার আপনি।
দাদা একদম সঠিক বলেছেন❤🙏🙏
ধন্যবাদ দাদা আপনি আমাদের গর্ব
সার্থে ঘা লাগলে সব এক হয়ে যায়।এতো দিন দাদা আপনার গান শুনতাম আজ অপরাধী কে সমর্থন করলেন। বাহ্হ
কে অপরাধী ভাই? সত্যি কথা বললেই দোষ তাইনা?
@@abcd-eg6gxআইনজীবী খুন করলি
পুলিশ আর্মির উপর এসিড হামলা করলি এখনো অপরাধবোধ হয় না
দারুন হয়েছে
নকুল বাবু, ভারতের মুসলমানদের নিয়ে একটি গান বানান।
প্রণাম দাদা রিপন, অ সাধারণ অ সাধারণ 🙏🙏🙏
বাস্তব চিত্র তোলে ধরার জন্য অসখ্য ধন্যবাদ🙏🙏
Super dada❤🎉
ধন্যবাদ দাদা আপনাকে ❤❤
নকুল কুমারকে বুদ্ধিমান মনে করতাম কিন্তু তিনিও সাম্প্রদায়িকতা থেকে বের হতে পারেন নাই।
Apnara samprodaik danga lagai rakhsen mitthe opobad, mitthe mamla ar sorojontro kore
ওয়াজ মাহফিল বন্ধ করে দিলেই দেশে অনেক শান্তি ফিরে আসবে
Go ahead dada❤
নোকুলদা অপুর্ব কোটি কোটি প্রোনাম রোইল
শান্তির ছেলে শান্তির জন্য নোবেল পুরস্কার বিজয়ী
😢দাদা আপনি বললেন ছড়া বাংলাদেশের সংখ্যালঘু জিতা থাকতেও মরা
আপনাকে ভালবাসতাম আপনি হযরত মুহাম্মদ সাল্লাহু সালাম কে ভালোবাসতেন বলে। যে সত্য দেখে না সে আসলে একজন সময়ের অভিনেতা। আজ থেকে মনের মাযে আপনাদের প্রতি ঘৃণা।
দারুণ দারুণ, ❤❤❤
হরে কৃষ্ণ 😂❤❤❤🎉🎉🎉❤❤❤
ধন্যবাদ দাদা আপনাকে
ওনার গান মূর্খ বিঙ্গরা বুঝতে পারবে না ❤❤
ভালো মানুষ মনে করতাম আপনাকে, সম্মানও করতাম কিন্তু আজকে থেকে আপনি বয়কট
😂😂😂হোক সেটা মন্দ,খারাপ পক্ষে গেলেই আরাম নইলে ব্যারাম😂🤭
বিবেকের কাছে, আবেগ মূল্যহীন।
আপনাকে অনেক পছন্দ করতাম সত্য বলার সাহস নেই দেখছি আপনিও সুবিধাবাদী তাই আজকে থেকে আপনাকে ব্লক করে দিলাম
চিনে রাখ বক্ত গন,উনিই একটা ইসলামি পগ্রামে কুরআন শরীফ নিয়ে কতো ভালো কথা। এ-ই হলো আসল চেহারা।
চিন্ময় কে যে সাপোর্ট করে সে ভালো হিন্দু হতে পারে না।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে
নিজের পরিচয় জানিয়ে দিয়ে আমাদের সতর্ক করে দেওয়ার জন্য ধন্যবাদ
Darun dada❤❤❤
আজ থেকে আপনার উপর শ্রদ্ধা চলে গেল
শ্রদ্ধা বেড়ে গেল।
দেন আরও কিছু মসজিদ বানায়ে। দেখেন ওরা কেমন??
Tui kamon aynay mukh dakh modir pa chata vat khas Bangladesh ar baap bolish India ka
আরে পাডা সে কোথায় মসজিদ বানিয়ে দিলো। মুশরিকদের কোন অর্থ, দান মুসলমানদের ধর্মীয় কাজের জন্য হারাম!! সে দিলেও নেবে না কেউ।
মুসলমানদের সম্পদ কি অভাব রয়েছে? তাছাড়া ভারতবর্ষে যখন মুসলমান,রা শাসন করেছে তখন তো সোনালী যুগ ছিল অর্থনৈতিক ভাবে আসলে তুর মন ঘু দিয়ে ভরা হিংসুক
ওরা তোদের মত জঙ্গি, সন্ত্রাসী নয়।তোদের মন্দির আমরা পাহারা দিয়েছি আর তোরা সে প্রতিদান লাশ দিয়ে দিসোসরে নিমক হারামরা।তোরা সাড়ে তিন মাস যাবৎ দেশে বিনা কারনে গুজব ছড়িয়ে অস্হিরতা সৃষ্টি করে আসতেছিস।সেনাবাহিনীর উপর এসিড পর্যন্ত নিক্ষেপ করেছিস।তোদের সন্ত্রাসীদের আর কোনো ছাড় দেয়া হবেনা। এরপর আসিস আর রাস্তায়।
গেরুয়া রং-এর টি শার্ট আপনার চরিত্রের সঙ্গে মিলে যায়।
জয় শ্রীরাম 🚩