বর্ষায় রুই-মৃগেল মাছের কারেন্ট টপ ও লাড্ডু কিভাবে বানাবেন? | নদী ও পুকুর উভয় ক্ষেত্রেই প্রযোজ্য |

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • বর্ষায় রুই-মৃগেল মাছের কারেন্ট টপ ও লাড্ডু কিভাবে বানাবেন? | নদী ও পুকুর উভয় ক্ষেত্রেই প্রযোজ্য |
    ‪@jinnas_fishing_update‬
    সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি রুই ও মৃগেল মাছের স্পেশাল টোপ ও লাড্ডু, যেই টোপ আপনাদের নদী ও পুকুর উভয় জায়গাতেই উপকারে আসবে, এইতো আমি বিগত পাঁচ বছর ধরে ব্যবহার করে এসেছি, এতে আমি খুব ভালো ফল পেয়েছি, নদীতে এই টপের কাজ খুবই ভালো, চলুন আমি আপনাদেরকে একটু পরিমাণ সম্বন্ধে অবগত করে দিই ---
    (1) 1 টা ডিমের কুসুম,
    (2) ২৫ গ্রামের মতো কড় মশলা,
    (3) 50 গ্রামের মতো ভুট্টা গুড়ি,
    (4) গাওয়া ঘী কুসুম সমান,
    (5) মধু অল্প,( ভিডিওতে দেওয়া হয়নি)
    (6) নারকেল তেল পরিমাণ মতো,
    ভালো করে মাখিয়ে নেবার পর অবশ্যই জলে ডুবিয়ে পরীক্ষা করে নেবেন তো কতক্ষণ পরে ফাটছে,,, এতে আপনার সুবিধা হবে এটা জানতে যে এই তবে মাছ খেতে কতক্ষণ সময় লাগতে পারে,
    এই টোপ যখন তৈরি করবেন অবশ্যই খেয়াল রাখবেন টূপের ভিতর বেশি করে পিঁপড়ের ডিম দেওয়ার, এবং ল্যাপিং হিসাবে মাখন গাদ,
    ভিডিও দেখে বিন্দুমাত্র উপকৃত হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন, ধন্যবাদ ❤️
    #fishing
    #villagepondfishing
    #fishingequipment
    #fish
    #fishtrap
    #fishingshorts
    #ফিশিং
    #রুইমাছ
    #রুই_মাছ_ধরার_মসলা
    #fishingbait
    #riverfishing
    #river

Комментарии • 26