সপ্তাহে ৯০ ঘন্টা কাজ, ক্ষতি কী ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 142

  • @banglasphere
    @banglasphere  15 дней назад

    Play the video at 1.25X speed to save time and enjoy better sound quality!
    Become a member of Banglasphere by clicking the 'Join' button!

  • @mahuyaghosh56
    @mahuyaghosh56 14 дней назад +17

    এই নিদান কি আইএলও'র নিয়মকানুন মেনে দেওয়া হচ্ছে? আমরা জানি একজন মানুষের আট ঘন্টা কাজ,আট ঘন্টা ঘুম,আট ঘন্টা পরিবারের সাথে বা অন্যান্যভাবে কাটানো-এটাই তো স্বীকৃত নীতি।এল অ্যান্ড টির কর্ণধার বাড়তি কাজের কথা বলছেন কিন্তু বেতনের কথা বলছেননা। আসলে শোষণের নিত্য নতুন ফিকির খোঁজাই এই কর্পোরেট কর্তাদের কাজ।

  • @skeptic3846
    @skeptic3846 15 дней назад +17

    লোকে 90 ঘন্টা কাজ করলে আপনার প্রতিবেদন দেখার লোক পাওয়া যাবেনা।

  • @pradippal294
    @pradippal294 14 дней назад +8

    আমি আপনার নিয়মিত শ্রোতা। দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে এতো নিম্নমানের প্রতিবেদন আপনার কাছে আশা করি নি।

  • @ashiskumarlahiri2895
    @ashiskumarlahiri2895 13 дней назад +2

    শুধু একটাই অনুরোধ বেতনের ও সুযোগ সুবিধার ফারাকটা চীন ও ভারতের সর্বোচ্চ ও মাঝারি মাপের কর্মচারীদের তথ্য দিয়ে দেবেন এই অনুরোধ রইল।

  • @ngdas
    @ngdas 14 дней назад +12

    আজ প্রথম আপনার ভিডিওটি পুরোটা না দেখে কমেন্ট লিখতে বসলাম।
    আমার মনে হয় আপনি বলতে চেয়েছেন, দৈনিক 14-15 ঘণ্টা কাজ করলে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং দেশের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে।
    আপনাকে ভেবে দেখতে অনুরোধ করবো,
    ক্লান্ত শরীরে অতিরিক্ত সাত-আট ঘণ্টা কাজ করার থেকে দুইজন মানুষ যদি ওই একই কাজ সাত-আট ঘন্টায় করেন সেটা উৎপাদনশীলতার পক্ষে ভালো নয়কি? বিশেষত আপনি যখন অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত পারিশ্রমিক দাবি করছেন।
    এদেশে স্বল্প শিক্ষিত, শিক্ষিত এবং উচ্চ শিক্ষিত কাজের মানুষের অভাব নেই।
    অভাব কাজের, উপযুক্ত কাজের।
    আর একবার ভেবে দেখার অনুরোধ করবো।
    এবার ভিডিওটির অবশিষ্টাংশ দেখব।
    ভাল থাকবেন।

  • @sunandas5664
    @sunandas5664 14 дней назад +2

    আমাদের একটি মাও ও লেনিন চাই। নিজেদের দেশ কে industrialization করার জন্য, যেখানে মানুষের কাজেই মানুষের জীবনযাত্রার উন্নতি। আমরা এখনও সোভিয়েত ইউনিয়নের জীবনযাত্রা তে পৌঁছাতে পারিনি।

  • @jaibhaumik5971
    @jaibhaumik5971 14 дней назад +8

    80 - 90 hours kaj korar poreo media ar ei obstha kano?

  • @umasankardalui9742
    @umasankardalui9742 14 дней назад +4

    বেলুন ফোলাতে ফোলাতে এক সময় ফেটে যায় । কর্মি দের উপর চাপ দিতে দিতে একসময় কাজে অনিহা আসে এবং সমস্ত কাজ গাধার বোঝায় পরিণত হয়। সমস্ত কাজ পন্ড হয় । উৎপাদন বৃদ্ধির পরিবর্তে হ্রাস পায় , প্রতিষ্ঠান বা দেশের অগ্ৰগতি কমে যায় ।

  • @sachindranathrayray8123
    @sachindranathrayray8123 14 дней назад +3

    Remuneration এর যে কথাটা বললেন সেটাই আসল । এখন private সেক্টর এবং সরকারি, আধা সরকারি ওপর মহলে 60-70 hrs per week এখন কাজ normal .
    যারা working hours officially extend করার কথা বলছেন সবার জন্য তাদের বলুন salary proportionately বাড়াতে . পিছিয়ে যাবে.
    যারা বলছে তারা company থেকে যে earning করে majority of the emplyees তার অতি ক্ষুদ্র অংশ ও
    Salary পায় না। কিছু workaholic আছে সব জায়গা তে যাদের ঘর সংসার নেই কাজের জায়গা তে পরে থাকে প্রকৃত আউটপুট কি হয় তারা জানে তাদের দিয়ে বিচার করা ঠিক নয়.।
    যেখানে social facility ঠিক নেই,সেখান too long working hours for all not justified , families harmony break করবে.

  • @saibalhazra6526
    @saibalhazra6526 14 дней назад +6

    এর আগে l and T তে mr kulkarni এবং Mr nayek সর্বোচ্চ পদে ছিলেন এবং কোম্পানি অনেক ভালো জায়গায় ছিলেন বা আছে,এনার হঠাৎ মনে হলো কেনো যে 90 ঘণ্টা কাজ না করলে এগিয়ে যাওয়া যাবে না।মানুষ যদি 120 ঘণ্টা কাজ করে তাহলে কি আমরা চিন আমেরিকাকে পেছনে ফেলে এগিয়ে যাবো,ব্যাপারটা কি এতোই সহজ।এখন তো অনেক জায়গাই বিশেষ করে scurity তে যারা কাজ করেন তারা 12 ঘণ্টা কাজ করেন তাদের বেতন বা অন্য কি পান সেটা নিয়ে কি কেউ কোনোদিন ভেবেছেন।সাংবাদিক,পুলিশ,আরও অনেক পেশা আছে যারা অনেক কাজ করেন কিন্তু তারা কি পান তার হিসেব এরা রাখেন না।

  • @SidharthaChakraborty-v1v
    @SidharthaChakraborty-v1v 14 дней назад +2

    পছন্দসই কাজ পেলে নব্বই ক্যানো , আরও বেশী সময় ধরে কাজ করাই যায় , আমিও করেছি - অতিরিক্ত অর্থের কথাও ভাবিনি । কিন্তু , বাধ্যতামূলক কাজ ঐভাবে করতে গেলে
    শরীর মন বিদ্রোহ করবেই , কাজের ফল হবে ঘন্টা । আপনার কাজ আপনার passion , ল ম বা সময় ধরে করতেই পারেন । সবাই কি সেই সুযোগ পায় ?

  • @sanjaykumarsamanta1539
    @sanjaykumarsamanta1539 13 дней назад +2

    বর্তমানে দেখছি স্কুলেও অনেক সময় ধরে কাজ করানোর বন্দোবস্ত করা হচ্ছে। তাতে শিক্ষার অধঃপতন হচ্ছে। কাজের গুণগত মানের দিকে না তাকালে এইসব কথাবার্তা সময়ের অপচয় এর নামান্তর।

  • @joydeepbhattacharya5996
    @joydeepbhattacharya5996 14 дней назад +2

    আগের প্রজন্ম দেশ টা লুটে খেয়েছে বলে এখন সকল কে শরীর পাত করতে হবে 🤔🤔

  • @asiskumardatta1859
    @asiskumardatta1859 14 дней назад +4

    আপনারও বিশেষজ্ঞের মতামত দেওয়ার প্রয়োজন নেই । ILO , Geneva Convention অনুযায়ী, 24ঘন্টাকে কিভাবে ভাগ করা হয়েছে একজন কর্মীর দিনলিপির মধ্যে । সুতরাং, ব্যক্তিগত মতামতের কোন মূল্য নেই ।

  • @niladribanerjee2821
    @niladribanerjee2821 14 дней назад +4

    আজকাল বাঙালিরাও সেক্টর ফাইভ এ ১২ ১৪ ঘন্টা কাজ করে। অবশ্যই ওভারটাইম নিয়ে। এছাড়াও শনিবার বা রবিবারও ওভারটাইম করে, পাবলিক হলিডেতেও করে। সরকারী চাকরিজীবী দেখে বিচার করার সময় বোধয় আর নেই। আমরা তো শনিবার গোটা রাত অফিসে থেকেই আবার রবিবার সকালের ক্যাব নিয়ে বাড়ি ফিরতাম আবার রবিবার বিকেলে অফিসে যেতাম, আর এখন হাইব্রিড মডেল কাজ হওয়ায় বাড়িতে বসেই করি। বাঙালিও আর সেই বাঙালি নেই, তবে আমরা একটু ঘুরতে ট্যুর করতে মাঝে মাঝে ভালবাসি। L&T এর ভদ্রলোক বলে ফেলেছেন, বাকিরা মুখে বলেন না কিন্তু এমন অবস্থা তৈরি হয় যে মানুষকে করতেই হয়, তবে টাকা দিয়ে করানো হয় আর জবরদস্তি করানো হয় না অনেক ক্ষেত্রেই।

  • @nantukumardas757
    @nantukumardas757 14 дней назад +2

    L&T এর salary একদম ই বলার মত নয়। ওখানে সপ্তাহে ৯০ ঘণ্টা কাজ করলে নিজের ক্ষতি ছাড়া আর কিছু হবে না। L & T তে employee welfare বলে কিছু নেই।

  • @rathindranathroy5364
    @rathindranathroy5364 14 дней назад +3

    কোথায় একটা আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলন হয়েছিল না, ইতিহাসের ছাত্র কিন্তু সেটা উল্লেখ করলেন না।

  • @kalyanmukherjee3123
    @kalyanmukherjee3123 14 дней назад

    Suman Babu aekyi sundar r bastab katha tuley dharechhen, Je dujan personalitys, Tarato Desha barenya Manush, era amader che ye Desh take khub kaachh theke dekhe chen. Deshtar ROGE ta kothay khub bhal r pachjaner chaite bhaloi janen. Hya aekta katha 8hrs r 12/13 hrs dutir moddhe to nischt pharak achhe, kichhu ta lncentive nischit bhabei tulten. Tar ageito re re re korey uthechhe sabbai. Suman babu anek anek dhanyavaad, bhalo thakben, Sustha thakben🎉

  • @prabhatchatterjee4935
    @prabhatchatterjee4935 14 дней назад

    Wellspoken and well-analysed

  • @YoYo-bx8wu
    @YoYo-bx8wu 13 дней назад

    🎉aj apni extra light beyebohar korechhen..
    darun lagche.....protibedon akdom thik chhilo...

  • @kdroy3681
    @kdroy3681 14 дней назад +1

    মোটাভাই(বড়দা), আগে কাজের ব্যবস্থা তো করুন, কত ঘন্টা কাজ করিয়ে নেবেন সেটা আপনার ইচ্ছা। ...ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছি যে। কাজ খুঁজতে মেলা বেড়িয়েছি যে বড়ো। এখন তো সেই ইচ্ছেটাও খুইয়ে ফেলেছি। আমারও যে একজন দীপিকার প্রয়োজন।
    রাজ্যটায় খোঁজ নিয়ে দেখুন, যারা রিটায়ার করেছেন বা করছেন তাদের মধ্যে কম পয়সায় চুক্তি ভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে বা হচ্ছে। অন্য কথা তো ছেড়েই দিলাম।
    যাবোটা কোথায়, খাবোটা কি বলতে পারেন?....

  • @dipankardey235
    @dipankardey235 14 дней назад +3

    ওয়েস্ট বেঙ্গল এ বসে দেশের উন্নতির পথ দেখানো ..সময় নষ্ট করছেন দাদা.

  • @jayantasom431
    @jayantasom431 14 дней назад +1

    কি করা যাবে বলুন? আমরা তো সাধারণ মধ‍্যবিত্ত কর্মীবর্গের মধ‍্যে পড়ি। আমাদের একটিই বউ,একটিই পরিবার। অতি উচ্চমার্গের লোকেদের মতো বউ বদলানো বা পরকীয়ার অভ‍্যাস বা অভিরুচি নেই। তাই সময় দিতে হয়।

  • @arupchoudhuri6592
    @arupchoudhuri6592 14 дней назад +1

    স্যার , নরসিমা রাও এবং মনমোহন সিং যখন ভারত এর অর্থনীতি তে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিল তখন থেকে 90 ঘন্টা কাজ শুরু হলে ভারত আজ চীন এর থেকে এত পিছিয়ে থাকত না। কিন্তু বিধি বাম ওরা সব ব্যাপারে দেশ টা কে পিছিয়ে দিল বিরোধী রাজনীতি করে।

  • @parthabhattacharya5065
    @parthabhattacharya5065 14 дней назад +1

    ভারতবর্ষের কৃষকেরা কত ঘন্টা কাজ করেন? কত আয় করেন? কি ধরণের জীবনযাপন করেন?

  • @aniketkhasnabis496
    @aniketkhasnabis496 14 дней назад +1

    L&T chairman might make good bridges, but he can't built good relationships which is why his wife is fed up with him 😂😂

  • @YouTUNE1234PM
    @YouTUNE1234PM 14 дней назад +1

    Suman Sir corporate a ki level er grilling hoy apni janen ?? 15 hr per day desk er samne bose kaj kora jai? Brain kaj kore? ? Jara bolechen tara cor-porate r jader kaj korte bolchen tader 15 hr brain chalate hoi inspite of all grilling from boss & client//ami jani na journalism ba administrative a 15 hr job er definition ta ki Sir

  • @nandinichanda3599
    @nandinichanda3599 13 дней назад

    প্রত‍্যেক কাজের চাহিদা আলাদা।

  • @gopalgroy
    @gopalgroy 14 дней назад

    কর্মদক্ষতা বাড়াবার জন্য অতিরিক্ত সময় অত্যন্ত জরুরী। তাতে একটু গ্যাপ পাওয়া যায়, ফলে উৎপাদনশীলতা বাড়ে

  • @surajitpaul1825
    @surajitpaul1825 14 дней назад

    An American/ European college graduate and an Indian college graduate, No comparison. Here in West Bengal a class 10 passout can't write a letter.

  • @homely6616
    @homely6616 14 дней назад

    Suman babu.. Ami apnar ekjon bhakto.. Natun bhakto noi.. Purono bhakto.. Amar young age e apnar interview gulo dekhar jonno adhir apekhai thaktam.. Jeta bolte chai seta holo lower middle class..middle class indian housewife ra kintu more than 12 hours kaj kore.. No leave.. And no payment..no appraisal..other hassle gulor katha nai bollam..Labour should be calculated..

  • @ashissardar9082
    @ashissardar9082 12 дней назад

    ৯০ ঘন্টা কাজের মতো যদি কাজ থাকে তাহলে দেশে যে পরিমাণ বেকার আছে তাতে তাদেরও সুবিধা হয় তাদের কাজ পাওয়ার। কিন্তু আসল প্রশ্ন হলো ৯০ ঘণ্টার বেতন দেবে না বলেই এতো কপচনি।

  • @asitchakraborty9396
    @asitchakraborty9396 14 дней назад

    topicটা ভাল

  • @sujaysarkar2342
    @sujaysarkar2342 14 дней назад +1

    The worst episode you hv ever produced

  • @debashissengupta9556
    @debashissengupta9556 14 дней назад

    ছোট ও মাঝারি ব্যবসায়ীরা প্রত্যেক জন সপ্তাহে 90 _100 ঘন্টা কাজ করেন 🤌

  • @sdsphotography6463
    @sdsphotography6463 14 дней назад

    আমি আপনার ভিডিওর নরমাল গতির সাথে ই বেশি মানানসই। সময়োপযোগী আলোচনা।

  • @rabikiranmukherjee3852
    @rabikiranmukherjee3852 14 дней назад

    Sir, আমি একটা নামি সরকারি আন্ডার টেকিং এ কাজ করতাম। কোনোদিন বেলা আটটা থেকে রাত আটটার আগে বাড়ি ফেরতাম না। আমার ছেলে একটা নামি আই টি সেক্টর এ কাজ কথা । সেও সকাল নটা থেকে কাজ শুরু করে রাত বারোটার আগে কাজের থেকে নড়ে না। এতে অসুবিধা কোথায় ?

  • @soumenguha9856
    @soumenguha9856 14 дней назад +1

    উন্নত দেশগুলোতে কেউ কি সপ্তাহে নব্বই ঘন্টা কাজ করে?করে না।তবে যতটুকু কাজ করবে, মন দিয়ে করবে। এগুলো নিছকই প্রলাপ।This is Indian culture.Slog for hours with less nd less productivity.

  • @Notonlynews-l2e
    @Notonlynews-l2e 13 дней назад

    চিনা কর্মীরা সপ্তাহে ৯০ ঘন্টা কাজ করে, আমেরিকায় কাজের সময় সপ্তাহে ৫০ঘন্টা। কাজের সময়ের এই পার্থক্য কি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে তুলনামূলক ভাবে চিন থেকে আমেরিকাকে সেই রেসিয়োতেই কি পিছনে ফেলে দিয়েছে?

  • @debashishghosh1719
    @debashishghosh1719 14 дней назад

    Let them implement this officially so that Subramaniam can be tried in court as 90 hours weekly is against the law of the land.

  • @subhashmodak917
    @subhashmodak917 14 дней назад

    Private security, Maid service, assistant like Aaya Maasi at pvt hospital etc have had to work 12 hrs/day....

  • @tusharkantidas9825
    @tusharkantidas9825 15 дней назад

    আমার মনে হয় জাতীয়তা বোধ গড়ে উঠুক,সময় বেশি কাজ করলে সব কিছু ঠিক হবে বলে আমার মনে হয় না। মানুষের মধ্যে কাছে র আনন্দ গড়ে তুলুন।এই সব করলে মানুষ নানা রোগে ভুগবে।এই সব চিন্তা না করাই ভালো। মানুষের সামাজিক যোগাযোগ ভুলে যাবে।

  • @Notonlynews-l2e
    @Notonlynews-l2e 13 дней назад

    দিদি কি L&T 'এর চেয়ারম্যানের এই কথাগুলো শুনেছেন? তাহলে দুর্গাপূজায় দিদির দান ১৬দিন, ছট পুজো, ইতু পুজো, করম পুজো আরও নাম না জানা হাজার পুজোর ছুটি গুলোর কি হবে?

  • @joydeb009
    @joydeb009 14 дней назад

    Thik bolachen

  • @tapaskumarbhowmick5600
    @tapaskumarbhowmick5600 14 дней назад

    Very very brilliance to our destiny

  • @chandibanerjee5480
    @chandibanerjee5480 14 дней назад

    আমাদের দেশের কর্মীরা নব্বই ঘন্টা কাজ তো দুর অস্ত কতো কম সময় করা যায় তার প্রতিযোগীতা চলে। বিশেষ করে সরকারি ক্ষেত্রে।

  • @Anonymous-sg6ov
    @Anonymous-sg6ov 14 дней назад

    Proper salary r sujog subidha pele 90hrs keno 100 hrs o kaj kora jaye.Munafa lobhi babsayi ra kormi de 16:25 r soshon korbe.Apni Charlie Chaplin er Modern Times chhabi ta r ekbar dekhun .Amar anurodh.Ekhon bastabe tai hoye cholche.Ami private English medium school er kotha bolte pari matra 10000 taka diye 70 hrs er beshi khatiye nei.

  • @sudipnandi7849
    @sudipnandi7849 14 дней назад

    আপনার সঙ্গে একমত নয়,90 ঘন্টা মানে টা কি সেটা হিসেব করেছেন, দিনে 13 ঘন্টা,7days, তাহলে সে কখন বাড়ী তে যাবে, অফিস আর বাড়ী কি এক বিল্ডিংয়ে, তাই ব্যাপার টা বুঝতে পারছেন। এই সব ব্যাপারে অনেক বৈজ্ঞানিক ভিত্তিক স্টাডি হয়েছে, তাতে 50ঘন্টার বেশী কাজ করলে শরীরের জন্য খারাপ ফল দেবে। 8ঘন্টার বেশী কখনই কাজ করানো উচিত নয়।

  • @sandiprouth
    @sandiprouth 12 дней назад

    আনন্দ মাহিন্দ্রার বক্তব্যটাও আলোচনার অংশ হতে পারতো

  • @anuvadutta6405
    @anuvadutta6405 14 дней назад

    আমার প্রশ্ন অন্য যারা এতক্ষণ কাজ করে তাদের কাজগুলো ওই বে৺চে থাকার জন্য যে গুলো জরুরি সেগুলো কে করবে? বাঁচার জন্য চাকরি না চাকরির জন্য বাঁচা।

  • @SaibalChakrabortyyoga
    @SaibalChakrabortyyoga 14 дней назад

    Sir with due respect I want to say that why don't you make a presentation on minimum wage act which is absolutely missing in India. Too many working hours can bring more stress to the life of workers.The business houses can say such things, because they enjoyed the maximum benefits and very much reluctant to distribute and the employees. Over all we have think about the mental health also.

  • @debabrataguha5496
    @debabrataguha5496 14 дней назад

    প্রত‍্যেক মানুষের নিজস্ব মতামত দেবার অধিকার আছে। দীপিকারও আছে।

  • @surajitmitra10
    @surajitmitra10 14 дней назад

    South Indians are most work efficient , don't bother about time as per my experience.

  • @MalabikaChowdhury-t3u
    @MalabikaChowdhury-t3u 12 дней назад

    Every company should think about the educated unemployed people before thinking of this abnormal working hours.

  • @abhijitroy8526
    @abhijitroy8526 14 дней назад

    এবার প্রতিঘন্টায় মাইনা চালু করতে টোপ দিতে পারে।😂

  • @kajaridas2815
    @kajaridas2815 14 дней назад +1

    বাঙালিরা যা কুঁড়ে তাতে কিবা 70ঘন্টা কিবা 90ঘন্টা

  • @niveditabanerjee4705
    @niveditabanerjee4705 14 дней назад

    🙏

  • @Smukherjee.
    @Smukherjee. 14 дней назад

    এল এণ্ড টি রাস্তা তৈরি করে। যারা খোলা প্রকৃতির মধ্যে কাজ করেন, এই জলবায়ু সমৃদ্ধ ভারতবর্ষ এ কি সম্ভব? গ্রীষ্ম প্রধান দেশে কাজের পরিশ্রম অনেক বেশি। সেটা মাথায় রাখা দরকার।

  • @subratasatpati7184
    @subratasatpati7184 14 дней назад

    সুন্দর প্রতিবেদন।

  • @smilealways6708
    @smilealways6708 14 дней назад

    Chakri hocche 3 ghonta distance a... Dine 6 ghonta journey tei katche. Bolben chakrir jaygay giye thakchi na kano? Ei deshe salary oto day je poitrik bari chere notun jaygay giye bari bhara niye thakte parbo full family niye? Family chere chole geleo to bibeke lagbe, mone hobe briddho baba ma ke dekhchina.

  • @bappamaiti4739
    @bappamaiti4739 14 дней назад

    100% true

  • @rajshreechatterjee2448
    @rajshreechatterjee2448 14 дней назад

    Employees of unorganized sectors are now working around 12 to 15 hours perday as against a paltry salary of average rs 15000 thousand per month.L&T CHAIRMAN MIGHT HAVE TARGETED ORGANISED SECTOR'S EMPLOYEES.According to me,salaries should be doubled for implementing his wish.his idea is impractical.one has to balance the time allocation between office and family.current working time is only 48 hours per week without overtime.new labour laws are still pending to be passed in parliament.health aspects also to be considered, one has to take food eith more protein to work more tha 48 hours.with such low salary of rs only 15000,taking protein rich food in not possible.

  • @somenathsadhukhan-jm6ye
    @somenathsadhukhan-jm6ye 8 дней назад

    SNS কি ইতিহাস পড়েননি? কোন পরিপেক্ষিতে 8 ঘন্টা কাজের সময় ধার্য করা হয়েছিল ? 1st may কি জন্য স্মরণ করা হয়,?
    উনি কি জানেন, যে মানুষের efficiently 4 ঘন্টার পর কমতে থাকে। যা মনো হয় ওনার quality কাজ দরকার নেই দরকার
    Employee দের ক্রীতদাস করে রাখা।

  • @suvojitghosh6580
    @suvojitghosh6580 14 дней назад

    Khub sundor alochana

  • @aniketkhasnabis496
    @aniketkhasnabis496 14 дней назад

    L&T chairman must be suffering from lack of VitaminL&R (love and romance)

  • @Dr.AsokPal
    @Dr.AsokPal 14 дней назад

    ঘন্টা হিসেবে মজুরি ঠিক হওয়া উচিত তাহলেই ভালো।

  • @swagatabhaumik978
    @swagatabhaumik978 14 дней назад

    Aacha narayanmurti ki Bazar korten na?

  • @subrataray209
    @subrataray209 14 дней назад

    সঠিক মূল্যায়ন।

  • @dipankarbose2212
    @dipankarbose2212 15 дней назад

    Take the example of an UBER driver. For how many hours a week does he work?

  • @SP_formankind
    @SP_formankind 12 дней назад

    হয় ওই ভদ্রলোকের স্ত্রী নেই না হলে নিজের মতন ব্যবস্থা করে নিয়েছেন। কাজ তো মন দিয়ে এবং সময় দিতেই হবে। কিন্তু যে কারনে এই কাজ করা সেটাই যদি কাজে না আসে তাহলে কি আর হবে? দেশে নেতা গুলো কত ঘন্টা কি করে একটা হিসেব নেওয়া হোক।

  • @alokkumarbhattacharya8111
    @alokkumarbhattacharya8111 12 дней назад

    বয়স হয়ে গেছে বুঝতে পারছি। বানপ্রস্থে যান।

  • @alokkumarbhattacharya8111
    @alokkumarbhattacharya8111 12 дней назад

    অর্থনীতি র সারপ্লাস থিওরি অফ লেবার পড়ুন। বুঝুন।

  • @nandinichanda3599
    @nandinichanda3599 13 дней назад

    ৮ ঘন্টা বেড়ে এখন ১২ঘন্টা হয়েছে।

  • @subratabanerjee3204
    @subratabanerjee3204 14 дней назад

    দ্বিগুন রোজগার দিয়ে ৯০ ঘন্টা কাজের কথা কেউ বলেন না। আপনি চেষ্টা করুন যাতে এই আলোচনা শুরু হোক - ডবল মাইনে দেবো ডবল কাজ চাইছি। বিষয়টা আপনার নয়, তাই আলোচনাটা উচ্চমার্গের হলোনা। আর একবার তৈরি হয়ে বসুন। হয়তো এর থেকে ভালো আলোচনা হবে।

  • @subratamajumder4675
    @subratamajumder4675 14 дней назад

    প্রতিবেদন করার ক্ষেত্রে আপনার কি বিষয়ের কম পড়িয়াছে ?

  • @sabyasachimukhopadhyay9262
    @sabyasachimukhopadhyay9262 14 дней назад

    এখন কাজ বেশী করলেই চাপ। কারণ তাহলে কিছু সমালোচনা লিখেও সরকারের বিরাগভাজন হতে হবে।

  • @shyamalimandal4613
    @shyamalimandal4613 14 дней назад

    Medical line e 9to 10 hours duty khubi normal baper tai eto chechamechi korar ki holo

  • @nigamroy
    @nigamroy 14 дней назад

    Maximum লোকের হাতে 40 ঘন্টার কাজ নেই তা কিনা 70 ঘন্টা করতে হবে।

  • @niladribanik6006
    @niladribanik6006 14 дней назад

    LT chairman ke bolun karmider salary barate. Chairman 51 crore taka p.a salary pan.karmider maine 10 bachore kato taka bariechen.ASK HIM.

  • @arunima06
    @arunima06 14 дней назад

    Nijer passion e manush je kaaj korte pare jabardosti kore ta korano jae na.

  • @mr.entertainmenter9292
    @mr.entertainmenter9292 14 дней назад

    শার্টগুলো তো বেড়ে পরছেন আজকাল

  • @nandinichanda3599
    @nandinichanda3599 13 дней назад

    Someone must be very inefficient to work for 90 hours in a week.

  • @debdulalbhattacharyya7672
    @debdulalbhattacharyya7672 14 дней назад +1

    সপ্তাহে 90 ঘণ্টা কাজ অবশ্যই চালু করা উচিৎ, কিন্তু সেই অনুপাতে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা ও পাওয়া উচিৎ। অধিক বেতনের ব্যাপারে নারায়ণমূর্তি ও L&T চীফ সম্পূর্ণ নীরব ।

  • @sumanpatra7264
    @sumanpatra7264 14 дней назад

    Oni aged person and retired person so he can work 24x7

  • @sanjaydutta8350
    @sanjaydutta8350 14 дней назад

    লোক বাড়িয়ে সিফ্টিং ডিউটি করে দিলেই তো হয়।

  • @a2ztourguide
    @a2ztourguide 15 дней назад

    Let's unsubscribe this channel 😂😂😂

  • @GautamGuha-e9w
    @GautamGuha-e9w 12 дней назад

    40 hours are enough

  • @surajitpaul1825
    @surajitpaul1825 14 дней назад

    You are absolutely correct, If you wants to develop yourself or achieve something extraordinary you have to work Hard. I guess almost all top positions people are gone through the same stage.
    I worked with top Insurance Co early days as an intern, Month end Day - Night continue 30 hr . Salary 3 k / pm, So what we enjoyed. I was 22 then now 40. Almost everyone those who have survived now settled in top position.

  • @SukhenduPaul-z2z
    @SukhenduPaul-z2z 14 дней назад

    Manus ke jantro banao taholei sab habe, jato sab ultopalta katha, jato din jachhe sab kulangar natu natun system anbe vabche

  • @kingsukbasu7961
    @kingsukbasu7961 14 дней назад

    Not only Dipika, but some Top industrialists like Goenka, Bajaj, Piyush Pandey etc. Opposed this unscientific, inhuman, irrational and illegal proposal.
    Please keep in mind the population, climate and lack of infrastructure especially the sad condition of public transport before supporting this proposal. In two most vital sectors Agriculture and Education this cannot be implemented due to obvious reasons. In Mining, Large & medium industry, IT, Service sector, transport sector 16 to 20 hour per day, in some cases 24x7 work is there by means of shifting duties and mechanization. If this is implemented then the film, television & OTT industry, sports industry and YOU TUBERS will be destroyed.
    Cannot understand why a well informed, sensible and sensitive person like you wasted time and energy in this subject. Is there any derth of important subject?

  • @surajitmitra10
    @surajitmitra10 14 дней назад

    You are 100% correct. I completely agree with Narayan Murthy.

  • @papaiarunava
    @papaiarunava 14 дней назад

    Purota sunte parlam na. Irretation hochhe sune

  • @parthapratimsarkar814
    @parthapratimsarkar814 14 дней назад

    Very much insensetative and foolish commentry

  • @sauron2000000
    @sauron2000000 14 дней назад

    Kono khoti nei

  • @avijitsarkar6514
    @avijitsarkar6514 13 дней назад

    Incilub jindabad

  • @zz-ly4qd
    @zz-ly4qd 14 дней назад +1

    13 hr job+ 2 hr journey= 15 hr +8hr sleep = 23 hr. Cool

  • @santanukumsrsarkar1021
    @santanukumsrsarkar1021 14 дней назад

    Nati Binodini